Banner Advertiser

Tuesday, September 2, 2014

[mukto-mona] জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ১২



বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪, ১৯ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ১২ 
মুনতাসীর মামুন
(২ সেপ্টেম্বরের পর)
যাক, ডালিমের ভাষ্য অনুসারে পরদিনই তার ডাক পড়ল সেনা সদর দপ্তরে। সেনাপ্রধানের দপ্তরে যাওয়ার আগেই জেনারেল জিয়া তাকে ডেকে পাঠালেন এবং সব শুনে বললেন, "This is incredible and ridiculous. This is simply not acceptable. ঠিক আছে দেখ চীফ কি বলে।" [পৃ.৪৩৫]
মেজর হাফিজ তখন জিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডালিমকে বললেন, "গত রাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবীর ব্যাপারই নয়। সমস্ত আর্মির dignity pride honour are at stake. মানে আমরা সবাই এর সাথে জড়িত। you got to understand this clearly ok? অন্যসব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে তারাও এ ব্যাপারে সবাই একমত। This has got to be sorted out right and proper. দেখ মুজিব কি বিচার করবে? আমরা শফিউল্লাহর মাধ্যমে দাবি জানাব আর্মির তরফ থেকে। প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে। দাবিগুলোও আমরা ঠিক করে ফেলেছি। তুমি শফিউল্লাহ কি বলে শুনে আস। তারপর আমরা যা করার তা করব।" [পৃ. ৪৩৫-৩৪৬]
শফিউল্লাহর সঙ্গে ডালিম কথা বললেন। শফিউল্লাহ জানালেন, প্রধানমন্ত্রী ও তিনি সম্পূর্ণ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন তা মিটমাট করে নেয়া উচিত। ডালিম তাতে রাজি নয়। মিটিং শেষ। ডালিম বাইরে এসে দেখেন সেনাসদরের "প্রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে।" তারা জানতে চায় সেনাপ্রধান কী বললেন। ডালিম জানালেন, সবাই ক্ষুব্ধ। একজন এডিসিকে বললেন, সেনাপ্রধানকে বাইরে আসতে বলতে, তারা কথা বলবেন। শফিউল্লাহ বাইরে এলেন। একজন বললেন, গাজী যা করেছেন তা শুধু সম্পূর্ণ "It has compromised the honour and the dignity of the whole armed forces particularly army. we can't take lying. It has got to be sorted out right and proper. [পৃ. ৫৩৭]
শফিউল্লাহ জানালেন, প্রধানমন্ত্রী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাঁরা মানতে রাজি নন। তাঁরা জানালেন, তাদের তিনটি দাবি আছে। সেনাপ্রধানকে এই দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে-
"১। গাজীকে তার সংসদপদ এবং অন্য সমস্ত সরকারী পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সোপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে, যাতে করে আইনানুযায়ী তাদের সাজা হয়।
২। গত রাতের সমস্ত ঘটনা প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে।
৩। যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। 
আপনাকে আমাদের এই ৩টি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এ দাবিগুলো মেনে নিতে হবে। এই দাবিগুলো যদি আদায় করতে অপরাগ হন তবে you have got no right to sit your chair. you will be considered not fit enough to lead this army." [পৃ. ৪০৮]
শফিউল্লাহ যখন বিচলিত তখন জিয়া এসে যোগ দেন ডালিমদের সঙ্গে এবং অফিসারদের শান্ত করে শফিউল্লাহকে বলেন, প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিতে " To accept the demands for the greater interest of the nation and the armed forces." [ পৃ. ৪০৮]
তাদের " demands are quite legitimate." [পৃ. ৪৩৯] ডালিম এ প্রসঙ্গে লিখেছেন, "তিনি সাহস করে ঐ ধরনের স্পষ্ট বক্তব্য রাখবেন সেটা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত। এতে প্রমাণিত হয় পাকিস্তান প্রত্যাগতদের মাঝে অনেকেই ছিলেন ন্যায়পরায়ণ।"
শফিউল্লাহ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফিরে এলেন, তাঁর সঙ্গে ছিলেন খালেদ মোশাররফ, শাফায়াত জামিল। ডালিমরা তার সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি সময় চেয়েছেন এবং সেনাপ্রধান বললেন, তাকে সময় দিতেই হবে। ডালিমরা এতে খুশি হলেন না। তারা আজিজ পল্লীতে বৈঠকে বসলেন। অন্যান্য ব্রিগেডের সঙ্গেও যোগাযোগ করলেন। রাতে খবর পেলেন আনমার্কড গাড়িতে সেনাপ্রধান ও শাফায়াত জামিল বঙ্গবন্ধুর বাসভবনে দেখা করতে গেছেন। তারা আরও জানালেন রাত সাড়ে ১২টার দিকে রক্ষীবাহিনীর 'মুভমেন্ট' শুরু হয়েছে। "রাত আড়াইটার পর বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগল মধ্য রাত্রির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিক তৎপরতা শুরু হয়েছে। তার মানে নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষীবাহিনী এবং সেনাবাহিনী তার তল্পিবাহক নেতৃত্বের ওপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না তাই বন্ধু রাষ্ট্রের সাহায্যও চেয়ে বসেছেন মৈত্রী চুক্তির আওতায়। দুঃখ হলো, পেশাগত নিজ যোগ্যতায় নয় শেখ মুজিবের বদান্যতায় যারা এক লাফে মেজর থেকে মেজর জেনারেল বনে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকিয়ে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষার জন্য। ব্যতিক্রম অবশ্য ছিল; জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমন একজন।" [পৃ. ৪৪০]
এক জুনিয়র সেনা অফিসারের সঙ্গে একটি ঘটনা ঘটেছে এক রাজনৈতিক নেতার অনুচরদের। সেটি একেবারে রাষ্ট্রীয় ব্যাপার হয়ে দাঁড়াল, পুরো সেনাবাহিনীর পক্ষ হলো এবং জাতির জনককে দুঃখ প্রকাশ করতে বলা হলো। শুধু তাই নয়, তার ক্ষমা প্রার্থনা দাবি করা হলো। এই ঘটনার দু'টি দিক আছে। একটি হলো, হয়ত সেনাবাহিনীর এই তরুণ অফিসাররা পাকি মানসিকতায় এতই আক্রান্ত ছিলেন যে কোন রকম সিভিল কর্তৃত্ব মানতে রাজি ছিলেন না এবং তারা সেনাবাহিনীর ম্যানুয়েল বিরোধী কাজ করছিলেন। 
শুধু তাই নয়, ষড়যন্ত্র করেছিলেন। এই বক্তব্য যদি সঠিক না হয় তা হলে বলতে হবে, ডালিম নিজেকে সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় অফিসার হিসেবে তুলে ধরতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন তিনি ছিলেন সেনাবাহিনীর সম্পদ যাকে রক্ষা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত ছিল।
তবে, যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এই ভাষ্যে তা হলো ১৯৭৫ যারা ঘটিয়েছিল ১৯৭২ থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন ইস্যু তৈরি করে একটি আবহ তৈরি করতে চেয়েছেন। আর জে. জিয়া বা এরশাদ এদের সঙ্গেই ছিলেন এবং নিজেদের ক্ষেত্র প্রস্তুত করছিলেন যে কারণে দেখি জে. জিয়া তার সময়ে জে. এরশাদকে সেনাপ্রধান করেছিলেন।
ডালিমকে অবসর দেয়া হয়। তিনি সদর দফতরে গেলেন। সেখানে "চরম উত্তেজনা, শফিউল্লাহ অফিসে নেই। তিনি নাকি অসুস্থ। জেনারেল জিয়া আমি এসেছি জানতে পেরে ডেকে পাঠালেন।" [পৃ. ৪৪৩] এরপর তাদের কথোপকথন তুলে দিচ্ছি তাতে বোঝা যাবে আমার পূর্বোক্ত অনুমান সঠিক কিনা। (চলবে)

প্রকাশ : বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪, ১৯ ভাদ্র ১৪২১
 
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ১
মুনতাসীর মামুন
প্রকাশ : বুধবার, ২০ আগষ্ট ২০১৪, ৫ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ২                   
মুনতাসীর মামুন
প্রকাশ : শুক্রবার, ২২ আগষ্ট ২০১৪, ৭ ভাদ্র ১৪২১

জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান -৩ 
মুনতাসীর মামুন
প্রকাশ : শনিবার, ২৩ আগষ্ট ২০১৪, ৮ ভাদ্র ১৪২১

জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ৪ 
মুনতাসীর মামুন
 প্রকাশ : রবিবার, ২৪ আগষ্ট ২০১৪, ৯ ভাদ্র ১৪২১

সোমবার, ২৫ আগষ্ট ২০১৪, ১০ ভাদ্র ১৪২১

জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - ৫ 
মুনতাসীর মামুন
প্রকাশ :  সোমবার, ২৫ আগষ্ট ২০১৪, ১০ ভাদ্র ১৪২১
 
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান -  
মুনতাসীর মামুন
(২৫ আগস্টের পর)
প্রকাশ : মঙ্গলবার, ২৬ আগষ্ট ২০১৪, ১১ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - 
মুনতাসীর মামুন
প্রকাশ : বুধবার, ২৭ আগষ্ট ২০১৪, ১২ ভাদ্র ১৪২১
 
শুক্রবার, ২৯ আগষ্ট ২০১৪, ১৪ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান -  
মুনতাসীর মামুন
(২৮ আগস্টের পর)    
প্রকাশ : শুক্রবার, ২৯ আগষ্ট ২০১৪, ১৪ ভাদ্র ১৪২১
রবিবার, ৩১ আগষ্ট ২০১৪, ১৬ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান  ৯     
মুনতাসীর মামুন

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2014-08-31&ni=183836
প্রকাশ : রবিবার, ৩১ আগষ্ট ২০১৪, ১৬ ভাদ্র ১৪২১

সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪, ১৭ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান - 
মুনতাসীর মামুন
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪, ১৭ ভাদ্র ১৪২১

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪, ১৮ ভাদ্র ১৪২১
জিয়া-ডালিম ও ১৫ আগস্ট লে. কর্নেল (অব) ডালিমের বয়ান -  ১
মুনতাসীর মামুন

প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪, ১৮ ভাদ্র ১৪২১

†hfv‡e †mbvcÖavb n‡jb †Rbv‡ij wRqv

Zia passively involved - The Daily Star

  1. Mar 15, 2011 - Zia decided to kill Taher as he wanted to appease the army officers ... was passively involved in the assassination of Bangabandhu Sheikh ...
  2. Video:

http://www.youtube.com/watch?v=dglIcOQtYUk

The killer duo Rashid and Farook tells Anthony Mascarenhas in an interview why they killed Mujib and the role of Zia and Mustaq and how they featured in their plan. The interview was taken in 1976 in London

ফিরে দেখা পঁচাত্তর: মুজিব হত্যা, খুনি মেজররা ও আমাদের দ্বিচারিতা

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrabo3@dhaka.net









__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___