Banner Advertiser

Tuesday, October 14, 2014

[mukto-mona] মুয়াজ্জিনের ঘরে মিলল গ্রুপ ফোরের ৩ কোটি টাকা



মুয়াজ্জিনের ঘরে মিলল গ্রুপ ফোরের ৩ কোটি টাকা

মুয়াজ্জিনের ঘরে মিলল গ্রুপ ফোরের ৩ কোটি টাকা

চট্টগ্রাম ব্যুরো  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-10-14 17:38:38.0 BdST Updated: 2014-10-14 17:49:57.0 BdST


গ্রেপ্তার মুয়াজ্জিন বশিরুল আলম
বেসরকারি নিরাপত্তা সংস্থা 'গ্রুপ ফোর'র চট্টগ্রাম কার্যালয় থেকে খোয়া যাওয়া প্রায় ৩ কোটি টাকা বন্দর নগরীর একটি মসজিদের মুয়াজ্জিনের ঘরে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার ভোরে সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের মুয়াজ্জিন বশিরুল আলমের (২৮) শয়ন কক্ষ থেকে থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারের পর তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেছেন, চুরির হোতা শহিদুল হক শান্তনুকে এখনও গ্রেপ্তার করা যায়নি। মুয়াজ্জিন গ্রেপ্তারের খবর শুনে সে পালিয়ে গেছে।

শান্তনু (২৪) গ্রুপ ফোরের একজন নিরাপত্তাকর্মী। গত রোববার ভোরে সংস্থাটির খুলশীর কার্যালয় থেকে তিন কোটি টাকা খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশ পায়। তবে এত টাকা এভাবে রাখার বিষয়ে পুলিশকে কখনও বলা হয়নি বলে কমিশনার জানান।

বিকল্প চাবি দিয়ে ভল্ট খুলে ৩ কোটি টাকা লোপাট হওয়ার পর 'গ্রুপ ফোর'র জ্যেষ্ঠ ব্যবস্থাপক তারেক মনসুর বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। এরপর টাকার সন্ধানে সদরঘাট ও খুলশী থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশও অভিযানে নামে।


পুলিশ কমিশনার জলিল মণ্ডল বলেন, মুয়াজ্জিন বশির ছিলেন শান্তনুর পূর্ব পরিচিত। শান্তনু তিনটি চালের বস্তায় করে এই টাকা সোমবার ভোরে মসজিদ লাগোয়া বশিরের ঘরে নিয়ে আসে। পরে তারা দুটি ট্রলি ব্যাগে টাকাগুলো ভরে রাখে।

চোর কিভাবে সনাক্ত হল- জানতে চাইলে তিনি বলেন, "মুখোশধারী এক ব্যক্তির টাকাগুলো নিয়ে বের হয়ে আসার বিষয়টি প্রতিষ্ঠানের গোপন ক্যামেরায় ধরা পড়ে। তা দেখে সনাক্ত করা হয় টাকা চোরকে।"

সাংবাদিকদের 'অতিতৎপরতা'

টাকা উদ্ধার হলেও চুরির হোতা গ্রুপ ফোর'র নিরাপত্তাকর্মী শান্তনুকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ার জন্য গণমাধ্যমকে দায়ী করেন পুলিশ কমিশনার জলিল মণ্ডল বলেন, মুয়াজ্জিন বশিরের গ্রেপ্তারের খবর প্রচার হওয়ায় পালিয়ে যায় চুরির হোতা।

তিনি বলেন, "টাকা উদ্ধারের বিষয়ে জানার জন্য অনেকে আমাকেও ফোন করেছিল। আমি তাদের একটু অপেক্ষা করতে বলেছিলাম। তারপরও বিভিন্ন টিভি চ্যানেলে স্ক্রল দেওয়া হয়েছিল।"

এভাবে প্রচারের কারণে শান্তনু খবর পেয়ে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশ কর্মকর্তা জলিল মণ্ডলের। তবে তিনি আশাবাদী, অচিরেই শান্তুনুকে গ্রেপ্তার করা যাবে।

'জানত না' পুলিশ

গ্রুপ ফোর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলায় বলা হয়, তাদের ভল্টে ৫৩ কোটি টাকা ছিল এবং সেখান থেকে ৩ কোটি টাকা খোয়া গেছে।

উদ্ধার হওয়া টাকার বান্ডিল

উদ্ধার হওয়া টাকার বান্ডিল

মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিত তাদের কর্মকর্তাদের টাকা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে যান।

প্রতিষ্ঠানটির একজন পরিচালক মো. তারেক বলেন, তাদের হেফাজতে টাকা রাখার বিষয়টিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের 'অনুমতি' আছে।

বিপুল পরিমাণ টাকা রাখার বিষয়টি পুলিশ জানত কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে সিএমপির নতুন কমিশনার জলিল মণ্ডল সংবাদ সম্মেলনে থাকা খুলশী থানার ওসি মাঈনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চান।

তখন ওসি বলেন, 'গ্রুপ ফোর'র পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে টাকা রাখার বিষয়টি কখনও পুলিশকে জানানো হয়নি।

চুরির মামলার তদন্তের সময় সব বিষয়গুলো নিয়েই পুলিশ এগুবে বলেও জানান সিএমপি কমিশনার।



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___