Banner Advertiser

Tuesday, December 23, 2014

[mukto-mona] Fw: My Write up , 'Video Tells The Truth' !!!!!





On Tuesday, December 23, 2014 11:23 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Tuesday, December 23, 2014 11:23 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Tuesday, December 23, 2014 11:22 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Tuesday, December 23, 2014 9:29 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




ভিডিও সত্যি কথা বলে।
গত কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের উপর ভিডিও চিত্র দেখছিলাম আমার সংগৃহীত 'ভিডিও লাইব্রেরী' থেকে। বিশেষ করে বিজয়ের পূর্ব মুহুর্তে ডিসেম্বর মাসের ছবিগুলো দেখতে দেখতে আমি ফিরে গিয়েছিলাম সেই দিন গুলোতে। মনে পরছিল আমার বাল্য বন্ধু মফিকের কথা। টগবগে তরুণ মফিক চমত্কার ফুটবল খেলত। পাড়ায় -মহল্লায় বিভিন্ন টুর্নামেন্টে কত ফুটবল যে খেলেছি দুজনে তার আর শেষ নেই। মুক্তিযুদ্ধের সময় মফিক ক্লাস নাইনে পরত। বড় দুই ভাই যুদ্ধে যাওয়াতে ইচ্ছে থাকা সত্বেও বয়সের জন্য তার আর যুদ্ধে যাওয়া হয়নি। কিন্তু পুরোটা মুক্তিযুদ্ধের সময় ওর চঞ্চল মনটা পরে ছিল যুদ্ধের ময়দানে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন অন্য সবার মত মফিক রাস্তায় নেমে পরেছিল আনন্দ উত্সবে। বিজয় মিছিল নিয়ে রেসকোর্স ময়দানের দিকে যাওয়ার সময় হঠাত মফিকের চোখে পরে তত্কালীন রেডিও পাকিস্তানের অফিসের মাথায় পাকিস্তানি পতাকা উড়তে। তাই দেখে মফিক তরতড়িয়ে পাইপ বেয়ে উঠে যায় পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াতে। কিন্তু কিছু পাকিস্তানি সৈন্য তখনও সেই অফিস পাহাড়ায় ছিল , ওরা হয়তো জানতনা আত্মসমর্পণের কথা। তাই চোখের পলকে ব্রাশ ফায়ারে মফিকের বুক ঝাঝড়া করে দেয়। এত কাছে এসেও স্বাধীনতার রক্তিম সুর্য আর দেখে যেতে পারলনা বাল্যবন্ধু আমার খেলার সাথী মফিক। ভিডিও দেখছিলাম আর মফিকের কথাই বেশি করে মনে করছিলাম।
শুধু বাল্যবন্ধু মফিক কেন ভিডিও চিত্রগুলো দেখতে দেখতে মুক্তিযুদ্ধের সত্যিকারের ছবিগুলো চোখের পর্দায় ভেসে উঠছিল। আজকাল যে ভাবে ইতিহাস বিকৃতি করা হচ্ছে তার কিছুই ছিলনা চিত্রগুলোতে। দুই চক্ষু মেলিয়া আরো কাছে যেয়ে ভিডিও গুলো দেখছিলাম কিন্তু কোথাও 'স্বাধীনতার ঘোষক' জিয়াকে নিয়ে মুক্তিকামী জনতার আনন্দ উচ্ছাস দেখলামনা ! কোথাও 'বাংলাদেশ জিন্দাবাদ' শ্লোগান শুনলাম না ! চারিদিকে শুধু জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু শ্লোগান শোনা যাচ্ছিলো। ডিসেম্বরের ঠিক এই সময় সবার দৃষ্টি ছিল ৩২ নম্বর বাসভবনের দিকে। দেশী-বিদেশী অতিথি , সাংবাদিকদের পদচারনায় মুখরিত ছিল বাসভবনটি। সবাই অপেক্ষা করছিল কবে বঙ্গবন্ধু ফিরে আসবেন। কাওকে তো দেখিনি জিয়ার বীরত্বের কথা বলতে কিংবা তার সাক্ষাত্কার নিতে।
তাই , বিএনপি নেতাদের বলছি , 'Video Tells The Truth' ! মুক্তিযুদ্ধের ভিডিও গুলো ঢাকা-লন্ডনে কর্মী-সমর্থকদের সহ দেখুন এবং স্বাধীনতার সত্যিকারের ইতিহাস শিখুন। মিথ্যা গলাবাজি করে দেশের মানুষের নিকট আর হাসির পাত্র হবেন না ! আজকের তরুণ প্রজন্মরা তথ্য প্রযুক্তির কল্যাণে স্বাধীনতার সত্যিকারের ইতিহাসকে ভালোভাবেই মনের পর্দায় গেথে ফেলেছে। ওরাই আজ স্বাধীনতার চেতনার মূল শক্তি।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
ডা : মুহাম্মদ আলী মানিক।
.ভিডিও সত্যি কথা বলে। গত কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের উপর ভিডিও চিত্র দেখছিলাম আমার সংগৃহীত 'ভিডিও লাইব্রেরী' থেকে। বিশেষ করে বিজয়ের পূর্ব মুহুর্তে ডিসেম্বর মাসের ছবিগুলো দেখতে দেখতে আমি ফিরে গিয়েছিলাম সেই দিন গুলোতে। মনে পরছিল আমার বাল্য বন্ধু মফিকের কথা। টগবগে তরুণ মফিক চমত্কার ফুটবল খেলত। পাড়ায় -মহল্লায় বিভিন্ন টুর্নামেন্টে কত ফুটবল যে খেলেছি দুজনে তার আর শেষ নেই। মুক্তিযুদ্ধের সময় মফিক ক্লাস নাইনে পরত। বড় দুই ভাই যুদ্ধে যাওয়াতে ইচ্ছে থাকা সত্বেও বয়সের জন্য তার আর যুদ্ধে যাওয়া হয়নি। কিন্তু পুরোটা মুক্তিযুদ্ধের সময় ওর চঞ্চল মনটা পরে ছিল যুদ্ধের ময়দানে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন অন্য সবার মত মফিক রাস্তায় নেমে পরেছিল আনন্দ উত্সবে। বিজয় মিছিল নিয়ে রেসকোর্স ময়দানের দিকে যাওয়ার সময় হঠাত মফিকের চোখে পরে তত্কালীন রেডিও পাকিস্তানের অফিসের মাথায় পাকিস্তানি পতাকা উড়তে। তাই দেখে মফিক তরতড়িয়ে পাইপ বেয়ে উঠে যায় পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াতে। কিন্তু কিছু পাকিস্তানি সৈন্য তখনও সেই অফিস পাহাড়ায় ছিল , ওরা হয়তো জানতনা আত্মসমর্পণের কথা। তাই চোখের পলকে ব্রাশ ফায়ারে মফিকের বুক ঝাঝড়া করে দেয়। এত কাছে এসেও স্বাধীনতার রক্তিম সুর্য আর দেখে যেতে পারলনা বাল্যবন্ধু আমার খেলার সাথী মফিক। ভিডিও দেখছিলাম আর মফিকের কথাই বেশি করে মনে করছিলাম। শুধু বাল্যবন্ধু মফিক কেন ভিডিও চিত্রগুলো দেখতে দেখতে মুক্তিযুদ্ধের সত্যিকারের ছবিগুলো চোখের পর্দায় ভেসে উঠছিল। আজকাল যে ভাবে ইতিহাস বিকৃতি করা হচ্ছে তার কিছুই ছিলনা চিত্রগুলোতে। দুই চক্ষু মেলিয়া আরো কাছে যেয়ে ভিডিও গুলো দেখছিলাম কিন্তু কোথাও 'স্বাধীনতার ঘোষক' জিয়াকে নিয়ে মুক্তিকামী জনতার আনন্দ উচ্ছাস দেখলামনা ! কোথাও 'বাংলাদেশ জিন্দাবাদ' শ্লোগান শুনলাম না ! চারিদিকে শুধু জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু শ্লোগান শোনা যাচ্ছিলো। ডিসেম্বরের ঠিক এই সময় সবার দৃষ্টি ছিল ৩২ নম্বর বাসভবনের দিকে। দেশী-বিদেশী অতিথি , সাংবাদিকদের পদচারনায় মুখরিত ছিল বাসভবনটি। সবাই অপেক্ষা করছিল কবে বঙ্গবন্ধু ফিরে আসবেন। কাওকে তো দেখিনি জিয়ার বীরত্বের কথা বলতে কিংবা তার সাক্ষাত্কার নিতে। তাই , বিএনপি নেতাদের বলছি , 'Video Tells The Truth' ! মুক্তিযুদ্ধের ভিডিও গুলো ঢাকা-লন্ডনে কর্মী-সমর্থকদের সহ দেখুন এবং স্বাধীনতার সত্যিকারের ইতিহাস শিখুন। মিথ্যা গলাবাজি করে দেশের মানুষের নিকট আর হাসির পাত্র হবেন না ! আজকের তরুণ প্রজন্মরা তথ্য প্রযুক্তির কল্যাণে স্বাধীনতার সত্যিকারের ইতিহাসকে ভালোভাবেই মনের পর্দায় গেথে ফেলেছে। ওরাই আজ স্বাধীনতার চেতনার মূল শক্তি। জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,ডা : মুহাম্মদ আলী মানিক।











__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___