Banner Advertiser

Friday, September 12, 2014

[mukto-mona] জামায়াত-যোগ: ‘কাঠগড়ায়’ তৃণমূলের ইমরান



তৃণমূলের ইমরানের বিরুদ্ধে তদন্ত

জামায়াত-যোগ: 'কাঠগড়ায়' তৃণমূলের ইমরান

নিউজ ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-09-13 11:11:51.0 BdST Updated: 2014-09-13 11:53:23.0 BdST

বাংলাদেশে অস্থিরতা তৈরিতে জামায়াতে ইসলামীকে অর্থের জোগানদাতা হিসাবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারতের তৃণমূল কংগ্রেসের সেই সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকায় শনিবার এক প্রতিবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে এ কথা বলা হয়।

আহমেদ হাসান ইমরান দীর্ঘদিন নিষিদ্ধ মৌলবাদী সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন। ২০০১ সালে সিমিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে তৃণমূলের টিকিটে সাংসদ হন তিনি।

ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রাজনাথ সিং বলেন, "তদন্ত চলছে। আইন আইনের পথেই চলবে। এতে আমরা কোনও হস্তক্ষেপ করব না।"

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের 'সন্দেহজনক' ভূমিকা নিয়ে রাজ্যের গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি বাংলাদেশি গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট মহলে যে সতর্কবার্তা পাঠিয়েছিল, তারও প্রমাণ ইতোমধ্যে মিলেছে।

অবশ্য তৃণমূল বলছে, ইমরান সংখ্যালঘু বলেই তাকে জড়িয়ে 'অপপ্রচার' চালানো হচ্ছে। 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় যাননি। 

তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই ধরনের কাজে ইমরানের মত প্রাক্তন সিমি নেতারাও জড়িত।

এতে আরও বলা হয়েছে, "কেন্দ্রের গুরুতর জালিয়াতি তদন্ত সংস্থা বা এসএফআইও তাদের রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সারদা গোষ্ঠীর টাকার একটি বড় অংশ আমেরিকা ও পশ্চিম এশিয়ায় পাচার হয়ে গিয়েছে। হাওয়ালার (হুন্ডি) মাধ্যমে বাংলাদেশ হয়ে ওই টাকা পাচার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র।

"ইমরানের বিরুদ্ধে অভিযোগ, পাচার হওয়া টাকার একটি অংশ তিনি দিয়েছেন জামায়াতে ইসলামীর তহবিলে। সেই টাকা বাংলাদেশে অস্থিরতা তৈরিতে ব্যবহার করা হয়।"

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর ধর্মতলায় যেসব সংগঠন প্রতিবাদ জানিয়েছিল জামায়াত ও সিমির মদতেই ওই কাজ হয়েছিল এবং তাতে ইমরানের সক্রিয় ভূমিকা ছিল বলেও আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 
 

এদিকে ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে 'অসত্য' দাবি করে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, "জামায়াত-সিমিকে জড়িয়ে, আমাদের দলের সঙ্গে আর্থিক লেনদেনের কথা তুলে যে সব খবর প্রচার করা হচ্ছে, এত কুরুচিকর সংবাদ ইদানিং কালে দেখিনি!"

ওই সব অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ হাজির করার জন্য সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জও করেন সুব্রত। না হলে তারা আইনের আশ্রয় নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি তার অভিযোগ, "এর পিছনে বিজেপি রয়েছে। তারা প্রাদেশিকতা, সংঘর্ষ ছড়াতে চাইছে।"

সুব্রত বলেছেন, "তদন্ত হবে বলেছেন। তদন্তে কিছু প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা পাবে। কিন্তু তার আগেই ইমরানকে অপরাধী বানানো হবে কেন?"

অন্যদিকে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ববির দাবি, "সংখ্যালঘু বলেই ইমরানকে জড়িয়ে এ সব প্রচার হচ্ছে। তৃণমূল তাকে সাংসদ করেছে, এই অপরাধে বিজেপি সাধারণ ঘরের এক সংখ্যালঘু মানুষকে কালিমালিপ্ত করছে।"

এর জবাবে রাজ্যে বিজেপির পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং বলেন, "ওরা আদালতে গেলে ভালই হয়। আমি ওদের আদালতে স্বাগত জানাচ্ছি। সংখ্যালঘু বলে ইমরানকে আক্রমণ করার প্রশ্নই নেই। তিনি দেশদ্রোহিতায় যুক্ত। তাই তার সমালোচনা করা হচ্ছে।"

শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৩ সালে ইমরানের মাধ্যমে ভারত থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ পৌঁছে জামায়াতে ইসলামী ও তাদের নানা শাখা সংগঠনের হাতে।

বাংলাদেশের গোয়েন্দা প্রতিবেদনে ইমরানের মাধ্যমে অর্থের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের বেশ কয়েকটি চালানও ভারত থেকে জামায়াতের হাতে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা করা হয়।

http://bangla.bdnews24.com/bangladesh/article851025.bdnews

আনন্দবাজার প্রতিবেদন কলকাতা, ১৩ সেপ্টেম্বর, ২০১৪, :

জামাত-যোগের তদন্তে কেন্দ্র

তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে সারদার টাকা ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আজ মন্ত্রকের একটি অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আইন আইনের পথেই চলবে। এতে আমরা কোনও হস্তক্ষেপ করব না।"

নিজস্ব সংবাদদাতা
১৩ সেপ্টেম্বর, ২০১৪

e e e

ইমরান নিয়ে সতর্ক করেন রাজ্যের গোয়েন্দারাও

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্ট তো ছিলই, রাজ্য সরকারের নিজস্ব গোয়েন্দা বিভাগও অভিযোগের আঙুল তুলেছিল আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ ২৪ পরগনার গোয়েন্দা পুলিশ জেলার পুলিশ সুপারের মাধ্যমে ক্যানিং থানার নলিয়াখালিতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ইমরানের যুক্ত থাকার কথা জানিয়েছিল স্বরাষ্ট্র দফতরকে।

শুভাশিস ঘটক
১৩ সেপ্টেম্বর, ২০১৪

জামায়াতকে খুশি রাখতেই তিস্তা ও সীমান্ত চুক্তিতে তৃণমূলের বাধা

কালের কণ্ঠ ডেস্ক


 'জামায়াতের সন্ত্রাসে তৃণমূলের টাকা'

নিউজ ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-09-12 10:52:06.0 BdST Updated: 2014-09-12 11:17:21.0 BdST

 

আনন্দবাজার প্রতিবেদন কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০১৪ : 

জামাতের সন্ত্রাসেও সারদার টাকা

অনমিত্র চট্টোপাধ্যায়

1

জামাতের সন্ত্রাসেও সারদার টাকা

সারদার জল এ বার গড়াল বাংলাদেশেও। সে দেশের গোয়েন্দা সংস্থার দাবি, বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে কাজে লাগানো হয়েছে সারদার কোটি কোটি টাকা। আর তার সঙ্গে জড়িত তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান। এ ব্যাপারে ভারতের কাছে সরকারি ভাবে অভিযোগও জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনার তদন্ত চেয়ে সরব হয়েছেন বাংলাদেশের জামাত-উপদ্রুত দুই এলাকা রাজশাহি ও সাতক্ষীরার দুই সাংসদ। যদিও ইমরান নিজে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, জামাতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কী বলা হয়েছে বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টে?

Also read: 

বাংলাদেশে জামায়াতি সন্ত্রাসের অর্থায়নে জড়িত ছিল পশ্চিমবঙ্গ! - See more at: http://www.bengalinews24.com/national-&-special-news-very-importantandupdate-news/2014/09/12/63113#sthash.T9bdqHcu.dpuf
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৫

তৃণমূল কংগ্রেসের টাকায় জামায়াতের সন্ত্রাস!

Trinomul {focus_keyword} তৃণমূল কংগ্রেসের টাকায় জামায়াতের সন্ত্রাস! Trinomul






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___