Banner Advertiser

Saturday, March 31, 2012

[mukto-mona] WHO IS THIS TUHIN MALIK !!!!!!!!!!



তুহিন মালিকের পোস্টারে ছেয়ে গেছে নগরীর আনাচ-কানাচ: কিন্তু কে এই তুহিন মালিক?

ক্যাটাগরী:

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার পর শহরে বিজ্ঞাপনী বিলবোর্ড-পোস্টার ইত্যাদির সঙ্গে পাল্লা দিচ্ছেন সম্ভাব্য তিন প্রার্থী। এদের মধ্যে হাজী মোহাম্মদ সেলিম ও সাঈদ খোকনের হাসিমাখা মুখের বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন-পোস্টারের মতোই চাঞ্চল্য তৈরি করছে তুহিন মালিকের পোস্টার আর দেয়াল লিখন। আওয়ামী লীগ নেতা হিসেবে হাজী সেলিম আর সাবেক মেয়র হানিফের ছেলে হিসেবে খোকনকে শহরবাসী ভালোই চেনেন।
কিন্তু কে এই তুহিন মালিক?
ঢাকায় বাচতে, ঢাকাকে বাচাতে- এই 'মিশনে' মাঠে নেমেছেন তুহিন মালিক।
হাজী সেলিমের 'বিশ্বাসে বিশ্বাসী' আর সাঈদ খোকনের 'সুন্দর ঢাকা গড়তে' মূল সুরের প্রচারণার সঙ্গে পাল্লা দিচ্ছে তুহিনের 'ঢাকায় বাঁচতে ঢাকাকে বাঁচাতে' শীর্ষক প্রচারণা। হাজী সেলিম আর সাঈদ খোকনের প্রচারণা সম্প্রতি শুরু হলেও তুহিন মালিক এ কাজে মগ্ন টানা পাঁচ বছর ধরে। সিটি করপোরেশন দুই ভাগ হবার অনেক আগে থেকে, সেই ২০০৭ সাল থেকে নিজের নাম আর ছবিসহ নানা সচেতনতামূলক পোস্টারিং ও দেয়াল লিখন করে আসছেন ঢাকার মেয়র হতে আগ্রহী তুহিন মালিক। এরই মধ্যে তার ছবি ও নামের সঙ্গে পরিচিত হয়ে গেছে শহরবাসী।
হাজী সেলিম এবং সাঈদ খোকন দুজনই আওয়ামী লীগের রাজনীতিবিদ। ঢাকা মহানগরের নেতা। একজন ঢাকার একটি আসন থেকে সাবেক সংসদ সদস্য, আরেকজন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। কিন্তু এমন কোনো দলীয় রাজনৈতিক পরিচয় নেই তুহিন মালিকের।
তুহিন মালিকের ডিগ্রীগুলো দেখে নেওয়া যাকঃ
British Chevening Scholar
Dhaka University LLB(Hons)
LLM
University of Essex UK LLM in International
Human Rights Law
California, USA Ph.D in International
Human Rights Law
HEAB PG Diploma in
Human Rights Law
Higher Diploma in
Intl. & Com. Law
Research Diploma in
Eco-Socio-Cult Rights
National Law School/ of India University— University Grant Commission Course for Law Teachers Bangalore, India
United States Naval Justice School Intl. Detachment Training, USA
Asia Pacific Centre for Security Studies, Hawaii, USA—– Training on Democracy Governance & Administrative Separation
National University Law Teachers Course
Coordinator, Human Rights Training Programme for Lawyers, Bangladesh Bar Council and Royal Netherlands Government
Coordinator, Regugee Law Training Programme for Lawyers, members of Arms Forces, BDR, Police, NGO Activist, Bangladesh Bar Council and UNHCR
Coordinator, Bar Vocational Course (BVC), Bangladesh Bar Council
Consultant, Bangladesh Press Council
Resource Person- Police Staff College, National Institute of Local Government (NILG), Legal Education and Training Institute
Advocate, Supreme Court of Bangladesh
Head of the Chamber, Malik Law Associates (Advocates & Barristers) House- 15, Road-128, Gulshan, Dhaka. Room No. 215, Annex Building, Supreme Court Bar, Shahbag, Dhaka.
Director, Dhaka Chamber of Commerce & Industry
Arbitrator, FBCCI Tribunal
Represented Bangladesh Bar Council in 7th SAARCLAW Conference, Colombo, Sri Lanka in 1998.
Founder and General Secretary of DUCSU Shangraha Shala ( being a non political student elected by the Vice-Chancellor of Dhaka University)
Secretary, Dhaka College Cultural Society
Advisor, Dhaka Heritage
Advisor, Human Rights Observation Association
British Chevening Scholar 1999
Awarded Human Rights Gold Madel-2007
Bangladesh Bar Council Resource Person Award
Bangabanthu Award 2009
Awarded Osmani Gold Madel
Awarded Distinctions in Diploma, Higher Diploma and Research Diploma on Human Rights Law
Supreme Court Bar Association
Dhaka Metro Bar Association
Gulshan Society (life member)
Baridhara Society (life member)
Bangladesh Ain Samitee (life member)
House-29, Road-12, Block-H, Banani, Dhaka
E-mail- malik.law.associates@hotmail.com
Author of "Human Rights Law" published by Bar Council and Royal Netherlands Government
Author of "International Refugee Law" published by Bar Council and UNHCR
Editor of Human Rights মনিটর
শহরের আইনজীবীরা অবশ্য ঢাকার স্বঘোষিত 'সৎ ও যোগ্য মেয়র প্রার্থী' তুহিন মালিককে অনেক আগে থেকেই চেনেন। সুপ্রিম কোর্টে তিনি আইন পেশায় রয়েছেন প্রায় দুই দশক। তার পোষ্টারে দাবি করা আছে যে তিনি সাবেক জিএস, ডাকসু। মাঝখানে ছোট করে লেখা 'ডাকসু সংগ্রহশালা'। মালিক ল' অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা তিনি। তার এ আইন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষানবীশি করে আদালত অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছেন প্রায় অর্ধশত সফল আইনজীবী।
পুরান ঢাকাইয়া তুহিন!
তুহিন মালিক পুরান ঢাকার অধিবাসী। জন্মের পর তার শৈশব ও বেড়ে ওঠা ওখানেই। আরমানিটোল স্কুলে শিক্ষাজীবন শুরু। তবে পুরান ঢাকায় অনুসন্ধান করে জানা গেছে, পোষ্টারে ছাড়া সরাসরি তুহিন মালিককে দেখার 'সৌভাগ্য' হয়নি কারো।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেছেন। বৃটেনের অ্যাশেক্স বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক মানবাধিকার আইনে স্নাতকোত্তর পড়াশোনা করেন। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পরে দেশে ফিরে আইন পেশায় নিয়োজিত হন। বাংলাদেশে আইন নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি। দেশে ফেরার পর সংগঠক হিসেবে তার কাজ শুরু হয় বৃহত্তর ঢাকা যুব ফোরাম গঠন করার মাধ্যমে। ওল্ড ঢাকা কমিউনিটি'র সভাপতিত্ব করছেন এখন।
তেজগাঁও ল' কলেজের অধ্যক্ষ ছিলেন বেশ অনেক দিন। ব্যবসায়ী হিসেবে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক ছিলেন। এখন জড়িত আছেন বাংলাদেশ আইন সমিতি, ঢাকা সমিতি ও গুলশান সোসাইটির সঙ্গে।
তুহিনের ঢাকা হবে 'কোম্পানির শহর'
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী তুহিন মালিক 'সম্মিলিত নাগরিক কমিটি'র ব্যানারে নিজেকে পরিচিত করাতে চাচ্ছেন। কমিটির মধ্যে উল্লেখযোগ্য কেউ নেই। তার লক্ষ্য তরুণ ভোটাররা। তিনি মনে করেন, তরুণরা পরিবর্তন চায়। প্রতিনিয়ত বলা হচ্ছে, পরিবর্তন নিয়ে আসবে তরুনরাই। তবে তার মতে, গত ২০ বছর ধরে তরুনদের দ্বারা পরিবর্তনের কথা বললেও প্রকৃতপক্ষে তরুনদের কর্মসংস্থানের কোনো ব্যাবস্থাই করা হয়নি।
সকল সমস্যার টোটকা অষুধ 'প্রাইভেটাইজেশান':
মেয়র হলে বিশেষ কি পরিকল্পনা আছে আপনার? এমন প্রশ্নের জবাবে তুহিন মালিক জানালেন তিনি বেসরকারিকরণে বিশ্বাসী। ব্যক্তিগত জীবনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ভক্ত তুহিনের বিশ্বাস, ''বেসরকারিকরণের মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই ঢাকার চেহারা পাল্টে দিতে পারবো আমি।'' ঢাকার প্রতিটি রাস্তা, ছোট ছোট এলাকা তিনি বিভিন্ন কোম্পানির হাতে ছেড়ে দিতে চান।" কোন কোম্পানিগুলো এই এই দ্বায়িত্ব পাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আইডিবি থেকে শুরু করে প্রয়োজনে ইসরাইলের কোনো কোম্পানিও পেতে পারে- দক্ষতার ভিত্তিতে।
ঢাকা শহরকে প্রাইভেটাইজেশান করবেন তুহিন মালিক। ঢাকা শহরের সকল সমস্যার টোটকা অষুধ প্রাইভেটাইজেশান বলে মনে করেন তুহিন মালিক। রাস্ট্র থাকলেই দুর্নীতি, রাস্ট্র কখনো ব্যবসা করবে না বলে তিনি মনে করেন।
তার পরিকল্পনার মধ্যে 'নগর ভবনে'র কোনো জায়গা নেই। তিনি তার সাক্ষাতকারে বলেন,"উন্নয়নের শুরুতের উচিত নগরভবনকে উড়িয়ে দেওয়া"। তিনি মনে করেন করপোরেশনের মেয়রের জন্য এত বিশাল স্থাপনার কোনো দরকার নাই। তিনি বললেন, ঢাকার মেয়র হবে চাকরের মতো। জনসেবার জন্য যা যা দরকার মেয়ররা তাই করবেন।
পরিশেষঃ
তুহিন মালিকের সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছেন যে, তিনি কোনো ক্লাব বা বারে রিফ্রেশ হতে যান না। অথবা ধুমপান এবং ড্রিংক্স করেন না তিনি। কাজই তার মানসিক 'রিফ্রেশমেন্ট'। কিন্তু পুরো সাক্ষাতকারের সময় জুড়ে সহ্য করতে হয়েছে তার মুখ থেকে ভকভক করে বের হওয়া অ্যালকোহোলের গন্ধ। একই সাথে তার চেম্বার থেকে বের হবার সময় তিনি আবার জায়নামাজ নিয়ে গাড়িতে উঠেছেন। তার টেবিলে দেশি বিদেশী ইসলামী সংস্থাগুলোর ফাইল সাজানো ছিল। তিনি এও বলেন যে, তার নির্বাচনী খরচ দেবার ব্যাপারে স্বয়ং আইডিবি চেয়ারম্যান তাকে অনুদানের আশ্বাস প্রদান করেছেন এবং প্রয়োজনে আইডিবি তার ৫০% শেয়ার মার্কেটে ছেড়ে দিয়ে হলেও তুহিন মালিককে সয়াহতা করতে প্রস্তুত আছে। প্রায় একঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাতকার দিয়েছেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী প্রচারে অর্থ ব্যায়ে 'সমস্যা' নেই। মেয়র নির্বাচন যত ঘনিয়ে আসবে, তার প্রচারনা ততই বৈচিত্রপূর্ন কৌশলে এবং জোরেসোরে করা হবে বলে জানান তিনি।
তুহিন মালিকের ঘন্টাব্যাপী নেওয়া ইন্টারভিউ অডিও আকারে পোষ্টে যুক্ত করার চেষ্টা করলাম, বিধি বাম। স্বল্প গতির ইন্টারনেট কানেকশান অনেক সময় নিচ্ছে। কি আর করা?
বিশেষ কৃতজ্ঞতাঃ আলী আসিফ শাওন
ট্যাগ/কি-ওয়ার্ড:


সর্বমোট ৫১টি মন্তব্য করা হয়েছে

  1. সোহেল ভাই, ধন্যবাদ। এই লোকের অনেক তথ্য পেলাম। সাক্ষাৎকারটার অডিও পেলে ভাল লাগতো। এই লোকের দাঁড়ির ধরন দেখে শিবিরের দাঁড়ির কথা মনে পড়ে যায়, সাথে বেশুমার টাকা খরচ করা তো আছেই। তাই অনেককেই আগেই বলেছি এই লোক জামাতী। আর এখন তার ইসলামী বই, জায়নামাজ আর মুখের অ্যালকোহলের গন্ধের কথা পড়ে আমি নিশ্চিত এই লোক জামাতী। আপনার কী মনে হয়?
    • লেখক বলেছেন: 1.1
      পরবর্তী ডকুমেন্টগুলো হাতে আসতে দু একদিন সময় লাগবে। তবে এ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে যা খবর পেয়েছি, ইনি হিজবুত তাহরীর উচ্চপদস্থ লিডার। এন এস আই ওর ওপর আগে থেকেই চোখ রাখছে। আর আমার কাছে যে ঘন্টাব্যাপী অডিও আছে, তা শুনলে চোখ কপালে উঠবে, বাজি ধরে বলতে পারি।
  2. Image-Unavailable jashim uddin বলেছেন: 2
    [ইংরেজি ও রোমান হরফে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য করুন। নাম বাংলায় লিখুন : ব্লগ টিম]
  3. Image-Unavailable pantho বলেছেন: 3
    জাহেদ ভাই এর অনুমান সঠিক বলেই মনে হয়।কারণ জামাতিরা যে ধরনের দাড়ি নিয়ে তামাশা করে তাতো আছেই আর আছে সত সততার বুলি।ওরা কেবল নিজেদেরকেই সত ও যোগ্য মনে করে।দলের ব্যানারে দাড়ানোর মুখ না থাকায় বিনা ব্যানারে প্রচার চালাচ্ছে।সবাইকে এ ধরনের প্রার্থীর বিষয়ে অধিক সচেতন হওয়ার, করার আহ্বান জানাচ্ছি।
    • লেখক বলেছেন: 3.1
      একমত।
  4. Image-Unavailable rubel বলেছেন: 4
    কিছু লোক জামায়াতী আতংকে ভূগছে
    • লেখক বলেছেন: 4.1
      জামাত কি কোনো আতংক নাকি…! জানতাম না তো।
  5. বাপরে বাপ, তার ডিগ্রীর লিস্টি পড়তে পড়তেই তো কাহিল হয়ে গেলাম। সোহেল জায়নামাজ আর এলকোহলের গন্ধ মেলাতে না পেরে কী হতভম্ব হয়ে গেছেন? এমন মাল কিন্তু আমাদের রাষ্ট্রধর্মের ইসলামের বাংলাদেশে এখন অজস্র আছেন। জাহেদ যা অনুমান করছেন, তা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই মহাপ্রান সব কিছু প্রাইভেটাইজেশনের যে পরিকল্পনা করেছেন, তাতে মনে হয় মুক্ত অর্থনীতির বাপ (সন্মান করে পিতঃ বলতে পারতাম, বলিনি) মিল্টন ফ্রিডম্যানের পূণর্জন্ম হয়েছে।
    • লেখক বলেছেন: 5.1
      আফসোস, অডিওটা আপলোড করতে পারলাম না। তাইলে সব ক্লিয়ার হইয়া যাইতো।
  6. Image-Unavailable Ahmed বলেছেন: 6
    লানত আল্লাহে আলাল কাজেবিন ।
  7. Image-Unavailable শাহীন বলেছেন: 7
    লোকটাকে দেখে মনে হয় বয়স কম কিন্তু তার যত ডিগ্রী তাতে তার বয়স কমপক্ষে ১০০ বছর হওয়া উচিত ।
    • লেখক বলেছেন: 7.1
      :D :D :D
  8. Image-Unavailable anisur rahman kuwait বলেছেন: 8
    সোহেল ভাইয়া আমি আপনার সাথে একমত নই। কারণ দাঁড়ি দেখে বোঝা যায় না কে জামাত। আমরা সবাই আল্লাহর বান্দা। এমন কথার জন্য আল্লাহ আপনাকে লানত দিবে।
    • লেখক বলেছেন: 8.1
      পোষ্টে আমি একবারো 'জামাত' শব্দটি ব্যববার না করেও লানত পেলাম। বুঝতে পারলাম না, কে কি আতংকে ভুগছে। মাঝখান থেকে আমার জন্য আল্লাহর কাছ থেকে লানত মঞ্জুর করে দিলেন…! ঠিক হোলো ?
  9. Image-Unavailable আরিফুর Rahman বলেছেন: 9
    তুহিন মালিক হ্যাজ বওট হিজ পিএইচডি ডিগ্রী ফ্রম এ ফ্রড্যুল্যান্ট অনলাইন অর্গানাইজেশন এন্ড নট এন ইউনিভার্সিটি। দ্যাট অর্গানাইজেশন ইজ ব্যানড ইন ইউএসএ ফর ওফারিং ডিগ্রীস। বাট ইট হ্যাজ বিন সেলিং ডিগ্রীস লাইক মোবাইল সিম কার্ড ইন মেনি পুউর কান্ট্রিস এরাউন্ড দ্য ওয়ার্ল্ড। হি হ্যাজ নেভার বিন টু ইউএসএ অর ক্যালিফোর্নিয়া সো টু স্পিক ফর স্টাডি। ম্যানি অফ হিজ ডিগ্রীস আর লাইক আওয়ার ভিলেজ ডকটরস। হি ইজ প্রোবাবলি এ মেন্টাল পেশেন্ট। আস্ক হিম টু টেল আস হিজ ইউনিভার্সিটি নেম। আই এ্যাম শিওর হি ক্যান। ইউ লিভ ইন এ ডিজিটাল সোসাইটি। এনি ইনফরমেশন ক্যান বি ভেরিফাইড ইন মিনিটস।
    • লেখক বলেছেন: 9.1
      হুম, এটাতো জানতাম না। ভেরিফাই করে দেখবো, আচ্ছা? মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আরিফুর Rahman। অনেক ভাল থাকুন।
  10. @anisur rahman কুয়েত, একথা ঠিক দাঁড়ি দেখে বোঝা যায়না কে খুনি-মোনাফেক জামাত বা কে মুত্তাকী। তবে জামাতীরা দাঁড়ি রেখে যে অপকর্ম করে তাতেই মানুষের মনে এ সন্দেহ জেগেছে। আ্লাহ কাকে লানৎ দেবেন বা কাকে নাজাত দেবেন তা আল্লাহ্‌ একমাত্র আলীমুল গায়েব জানেন। আপনি লেখকের উপর লানৎ প্রদান করে শিরক্‌ করেছেন, তওবা করুন।
    • লেখক বলেছেন: 10.1
      ভাই, হৃদয়ে বাংলাদেশ। আল্লাহ যখন তখন যার তার কথায় এই মহাবিশ্ব পরিচালনা করেন না। আপনার মন্তব্যের সাথে একমত। তবে আমাকে উনি হঠাৎ এভাবে লানত 'মঞ্জুর' করায় আমি হতভম্ব হয়েছি।
      ভাল থাকুন হৃদয়ে বাংলাদেশ। স্বাধীনতার শুভেচ্ছা।
  11. কালেরকণ্ঠ বলেছেন: 11
    সোহেল, এই লোকের ডিগ্রী গুলা একটু ভাল করে যাচাই বাছাই করার কোনও সুযোগ আছে নাকি ? ডিগ্রীর ভান্ডার দেখে সন্দেহই হয়, আজ কাল নাকি বিদেশী ডিগ্রী দেশে কিনতে পাওয়া যায়।
    আর সম্ভব হলে কোন নেট ক্যাফে থেকে অডিওটা আপলোড করা যায় কিনা একটু চেষ্টা করে দেখুন। ওয়েল ডান।
    • লেখক বলেছেন: 11.1
      কালের কন্ঠ, আজ ছবির হাটে ব্লগারদের আড্ডায় এ বান্দা থাকবে। যে কেউ আমার কাছ থেকে অডিওটা নিতে পারেন। শুধু মনে করে ল্যাপি সাথে আইনেন, আমি পেন ড্রাইভে ডকুমেন্ট নিয়ে যাব। ভাল থাকুন।
  12. Image-Unavailable rubel বলেছেন: 12
    আজ যারা ইসলামের চেতনা ভূলে গিয়ে মুক্তিযুদ্বের চেতনা লালন করছেন, যারা সংস্কৃতি আর আধুনিকতার নামে অশ্লিলতা আর বেহায়পনাকে পছন্দ করছেন, যারা বন্ধু হিসেবে ভারতকে বেছে নিয়েছেন, তাদের নিয়ে কিছু বললে যা-তা বলা হয়। এটা কেন?
    • লেখক বলেছেন: 12.1
      rubel ভাই, তুহিন মালিকের মুখ থেকে ঘন্টাব্যাপী আতরের গন্ধ পাইনি, পাইছি অ্যালকোহলের গন্ধ…! অ্যালকোহল কি ইসলামী চেতনা বহন করে????
  13. কালেরকণ্ঠ বলেছেন: 13
    @ ব্লগ টীম, আজ স্বাধীনতা দিবসে অন্তত মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কোন মন্তব্য দেখতে চাই না। হোক না সেটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। rubel নামক লোকের মন্তব্যটা (12) পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।
  14. কালেরকণ্ঠ, ওই বস্তুটি হাতের কাছে থাকলে হাত ও পায়ের সুখ মেটানো যেতো, কিন্তু হায়, সে কোথায়?
  15. Image-Unavailable Majed বলেছেন: 15
    রুবেল লোকটা যে মন্তব্য আজ করল, তাতে এই কুলাঙ্গারকে এই দেশে থাকতে দেওয়া উচিত নয়। ব্লগপোষককে তার মন্তব্যটি প্রততাহার করার জন্য অনুরোধ করছি।
  16. ভাই , তার এত ডিগ্রি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    নীলক্ষেত এ তার কোনও শালা-সোমন্ধি আছে কিনা খবর নেয়া দরকার।
    • লেখক বলেছেন: 16.1
      :lol: :lol: :lol:
  17. কালেরকণ্ঠ বলেছেন: 17
    হৃদয়ে বাংলাদেশ বলেছেন: 14
    সকাল ১১:৩৯, সোমবার ২৬ মার্চ ২০১২
    কালেরকণ্ঠ, ওই বস্তুটি হাতের কাছে থাকলে হাত ও পায়ের সুখ মেটানো যেতো, কিন্তু হায়, সে কোথায়?
    এরা সব সময় ঘাপটি মেরে থাকে। গান্ধীপোকার মতো যেখানেই যায় দুর্গন্ধ ছড়ায়, কীটনাশকেও কাজ হয়না। মনে হয় আপনার থিওরি টাই সঠিক।
  18. লেখক বলেছেন: 18
    সবার উদ্দেশ্যেই একটা কথা বলছি, ভাই- আপনারা বিজ্ঞ এবং অন্তত আমার চাইতে পুরোনো ব্লগার। আমি ব্যক্তি হিসেবে কথায় না, ডকুমেন্টে বিশ্বাসী। তুহিনের সাথে হিজবুত তাহরীর ডকুমেন্টগুলো হাতে পেয়ে যাব শীঘ্রই। আর আজ যে কেউ ছবির হাটে ব্লগারদের আড্ডায় অডিও ডকুমেন্ট এর কপি আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এর বেশি কাঊকে কিছু বলার দরকার নেই, গান্ধীপোকারা গন্ধ ছড়াতেই থাক..। বন্ধ হতে খুব বেশি সময় লাগবে না।
    সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা।
  19. Image-Unavailable mahfuz বলেছেন: 19
    দাঁড়ি নিয়ে এমন বাজে মন্তব্য করা উচিৎ না, লম্বা দাঁড়িওয়ালা কি জামাত শিবিরে নাই,হিজবুত তৌহিদ নির্বাচন বিশ্বাস করেনা, তারা খেলাফত চায়, যত ডিগ্রী থাকুক আমাদের কী,দেখতে হবে মানুষ হিসেবে তিনি ভাল কিনা করপোরেশন চালানোর মত যোগ্যতা আছে কিনা, আমাদের একটা অভ্যাস নিন্দা করতে ভালবাসি, আমরা সবাই সুন্নত অনুযায়ী দাঁড়ি রাখার অভ্যাস করি।
    • লেখক বলেছেন: 19.1
      mahfuz, দাড়ি শব্দটি আমার পোষ্টে কোথাও উল্লেখিত নেই। তাই দাড়ির ব্যাপারে আপনি যা ই বলুন না কেন, দায়িত্ব আপনার ঘাড়েই বর্তাবে।
      কমেন্টের জন্য ধন্যবাদ।
  20. Image-Unavailable apon বলেছেন: 20
    আমি ও বলব উনি রাজাকারের কোনও আত্তিও কিনা যাচাই করা দরকার।
    উনার ডিগ্রী গুলোতে তা স্পষ্ট.আর তাইতো তিনি 2007 থেকে উনার প্রচারণা চালিয়ে যাচ্ছেন.প্লান করে যে সব সময় খারাপ কাজ করে তা নয়,ভাল ও তো করতে পারে কিন্ত প্লান করে করে তো খারাপের প্রমাণ দিয়েছে ওই আলবদর আর রাজাকার বারবার তাদের প্লান গুলোর সামনে এ গুটা জাতি প্রতারিত.তারা 2020 সাল এর প্লান 2012 সাল থেকে শুরু করে 2020 সাল এ তা আমি আপনি সবাই জানতে পারি.ঠিক এমনি হয়েত
    (তুহিন মালিক)সময় হলেই জানতে পারব কী তার সৃষ্টি সুত্র!
  21. Image-Unavailable প্রতিবাদ বলেছেন: 21
    তুহিন মালিককে আগে দেখেছি পুস্টারে আজ লেখকের মাধ্যমে কিছু ধারনা পেলাম, লেখক কে তা জানি না। তিনি কষ্ট করে ডিগ্রী নিয়েছেন যদি পারেন আপনারাও দু একটা ডিগ্রী আনেন আপত্তি নেই। তুহিনের চরিত্র কেমন জানিনা তবে মনে হয় হাজী সেলিমের চেয়ে ভালো। লেখক সাংবাদিক কি না তা বলেন নি, সাংবাদিক ছাড়া এ ধরনের সাকষ্কাতকার নেয়া সম্ভব নয়, আইডিবির অনুদানের ব্যপারে তুহিন বা লেখকে দুজনের একজন অবশ্যই মিথ্যাবাদী, কেননা আইডিবি কাওকে ব্যক্তিগতভাবে অনুদান দেয় না। দাড়ি দেথে কাউকে ভালো ভাবা ঠিক নয়, মাথায় উড়না হাতে তসবিহসহ মহিলা দেখেছি, আলেমদের সাথে চুক্তি করে তা কিভাবে মিথ্যায় পরিনত করল তাও দেখেছি। এখানে আলোচনা হয়েছে তুহিনকে নিয়ে অথচ কয়েকজন জামাত-শিবিরকে এখানে টেনে এনেছে, আজান শুনে শয়তানের পিঠে জ্বালা ধরে আর এদের জ্বালা ধরে জামাত-শিবির, ইসলাম ইত্যাদি নাম শুনলে, মনে হয় এদের কুকুরের ন্যয় জলাতঙ্ক রোগ হয়েছে। লীগাররা নিজেদের দন্দের কারণে প্রায় নিজেদের কর্মিকে খুন করছে, ছাত্রলীগের হাতে নারী ধর্ষীত হচ্ছে, তাদের কারনে আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান অচল হচ্ছে, চদাবাজীতে জনগণ অতিষ্ঠ তা তাদের চোখে বাজেনা, যত দোষ নন্দঘোষ। আল্লাহ তুমি এদের হেদায়েত কর।
    • লেখক বলেছেন: 21.1
      …'তুহিনের চরিত্র কেমন জানিনা তবে মনে হয় হাজী সেলিমের চেয়ে ভালো।'
      পারলে তুহিন মালিকের সাথে কথা বলে আমার কথার সত্যতা যাচাই করেন। আমাকে পোষ্টের একটা বাক্যেও মিথ্যা প্রমান করতে পারলে আমি ব্লগিং করা ছেড়ে দেব। আর ব্লগে লিখতে হলে সাংবাদিক হতেই হবে, এমনটা জানতাম না…! পোষ্ট পড়ে নির্দিষ্ট করে বলুন, কোন লাইনে আমি দাড়ি রাখা নিয়ে একটা শব্দ লিখেছি?
      মন্তব্য করার জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
  22. Image-Unavailable মাণিক poddar বলেছেন: 22
    [অপ্রাসঙ্গিক বিধায় মন্তব্য মুছে দেয়া হলো :ব্লগ টিম]
  23. Image-Unavailable sakin বলেছেন: 23
    সোহেল ভাই,
    আমরা এর অডিও তা চাই। সে কী অ্যালকোহল পান করেছিল কিনা তা সিওর হতে চাই। নাহলে আমাদের সমালোচনা বার্থ হয়ে যাবে আর আমরা সত্য হতে বঞ্চিত হব।আর অ্যালকোহল পান করে একজন মানুষ সাক্ষাত্কার দিতে আসবে যে কিনা আবার মেয়র পদ পার্থি তা আমার বিশ্বাস হতে চায়না।আর আপনি যে ওন্য পারটির না এটাও আমাদের কে নিশচয়তা দিতে হবে
    • লেখক বলেছেন: 23.1
      সাকিন, অ্যালকোহলের গন্ধ আমি আপনাকে অডিও ফাইলের সাথে ক্যামনে দেব? আমি অন্য পার্টির কিনা এই নিশ্চয়তা আমি আপনাকে কেন দিতে যাব? বরং, আমার সেল নাম্বার দিচ্ছি, ল্যাপটপ নিয়ে আসুন। পেন ড্রাইভ থেকে সাক্ষাৎকার নিয়ে গিয়ে যতবার খুশি শুনতে থাকুন। ধন্যবাদ।
      সোহেল মাহমুদঃ ০১৭১০-৪৮৬৮৬৪ (বিকেল ৪ টা থেকে রাত ৯ টার ভেতর ফোন দিয়ে এসে নিয়ে যান। ঢাবি ক্যাম্পাস)
  24. এ বেপারটা আসলেই খুব আশ্চর্যের , এতো সহজেই মিলিয়ন মিলিয়ন পেট্রো ডলার পেয়েও জামাত এদেশের রাজনীতিতে নিজেদের পায়ে দাড়াতে পারেনি ।
    গত বিনপি সরকারের সময়ে একবার উত্তরাতে কিছু ইসলামি এন জি ও সন্ত্রাসি কার্যকলাপের দায়ে অভিযুক্ত হয়েছিল, এদের বেশ কিছু একাউনট ছিল ইসলামি ব্যাংকে । তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বলতে শুনেছিলাম এদের (ই ,ব্যাংক) লিকুইড মানি কি পরিমান আছে তা জানা আমাদের পক্ষেও সম্ভব নয় ।
    সোহেল ,অডিও তা আপনি ইউ টিউবে দিয়ে দিন ।
  25. Image-Unavailable sagarpaul বলেছেন: 25
    তুহিন মালিকের সাক্ষাতকারে তিনি উল্লেখ করেছেন যে, তিনি কোনো ক্লাব বা বারে রিফ্রেশ হতে যান না। অথবা ধুমপান এবং ড্রিংক্স করেন না তিনি। কাজই তার মানসিক 'রিফ্রেশমেন্ট'। কিন্তু পুরো সাক্ষাতকারের সময় জুড়ে সহ্য করতে হয়েছে তার মুখ থেকে ভকভক করে বের হওয়া অ্যালকোহোলের গন্ধ। একই সাথে তার চেম্বার থেকে বের হবার সময় তিনি আবার জায়নামাজ নিয়ে গাড়িতে উঠেছেন।
  26. বাদরের বাদরামি আর তুহিন মালিকের মেয়রগিরি একই শব্দের সমার্থক প্রতিশব্দ। ধন্যবাদ লেখক কে সুন্দর পোস্ট টি লেখার জন্য।
  27. Image-Unavailable rubel বলেছেন: 27
    আমি কাউকে আক্রমাত্নক কথা বলিনি কিন্তু দু:খের বিষয় অনেকেই আমাকে বলেছে। আমার কাছে ইসলামী চেতনা বড় তাই হজম করে নিলাম কিছু ভাইদের আক্রমাত্নক কথা।
    "যে মুক্তিযু্দ্বের চেতনা বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করে, ধর্মনিরপেক্ষতা চালু করতে চায়, দাড়ি-বোরকা-টুপি-০ পবিত্র কুরআনকে কটাক্ষ করা করে, যে চেতনার নামে ইসলামী চেতনা মুছে ফেলতে চায়, কোন ব্যক্তি বিশেষকে দেবতা বানানোর পায়তারা করা হয়, সত্য কথা বললে-ইসলামের কথা বললে কারো গায়ে জ্বালা ধরে যায়, সে মুক্তিযুদ্বের চেতনা আমি মুসলমান হিসেবে প্রয়োজন মনে করিনা।‍‍"
    ৭১ সালে এটাকে নিয়ে কোন রাজনীতি হয়নি, ব্যবসা হয়নি, হাতিয়ার হিসেবে০ ব্যবহার হয়নি তাহলে আজ কেন এই মুক্তিযুদ্ব নিয়ে এসব হচ্ছে। আর আমরা যদি এ নিয়ে কিছু বলি, কিছু লিখি তাহলে কেউ হাতের সুখ মেটাতে চায়। কি আশ্চর্য এই না স্বাধীন দেশ।
    আল্লাহ সবাইকে সঠিক পথের দিকে ধাবিত করুক, হেদায়েত দান করুক আমীন।
    ‍" মুসলমানরা বিশ্বাস করে যে, প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ সহজাত সত্যের অনুসন্ধিতসা দিয়েছেন। এছাড়া০ মানুষকে দিয়েছেন জ্ঞান, তাদের জন্য পাঠিয়েছেনে নবী এবং ০হী। কিছু মানুষ এসব এর সত্যের মাধ্যমে সত্য পথ বেছে নেয়। কেউ কেউ স্বাধীনতার সুযোগে সত্য প্রত্যখ্যান করে, তারা শয়তানীতে লিপ্ত হয়। তাদের সত্য পথ গ্রহণ না করার জন্য এরা নিশ্চয়ই আল্লাহকে দোষারোপ করতে পারে না। হেদায়েত প্রসঙ্গে এ কথা গুলো বলা হয়েছে।"
    আমাদের চোখে যা এই মুহুর্তের ক্ষতি বা কষ্ট বলে প্রতীয়মান হয় সময়ে সেটাই কল্যানকর প্রমাণিত হবে। ইনশাল্লাহ
  28. কালেরকণ্ঠ বলেছেন: 28
    হৃদয়ে বাংলাদেশ ভাই,
    পিছ্লা শিবির টারে কি করি বলেন তো ?
    আমার কীটনাশক আর আপনার কিল ঘুষি লাথিতেও কাজ হইল না।
    এতো দেখি বেহায়ার সর্বশেষ অবস্থা।
  29. Image-Unavailable কামাল বলেছেন: 29
    সোহেল সাহেব ধন্যবাদ , ডাটা তৈরির জন্য , আপনার অডিও টেপ আপলোড করতে সমসসা কী ? অডিও টেপ শোনতে পারলে অনেকের প্রশ্ন উত্তর খোজে পেত। আপনার পাশে যে কোনও ক্যাফে গিয়া আপলোড করেন , সম্মানিত ব্লগের ভাই ইসলাম নিয়া কটাক্ষ করা ঠিক নয় । আমরা ইসলামের সব মানতে পারবোনা বলে কটাক্ষ করব । এটা কেমন কথা।
  30. Image-Unavailable rubel বলেছেন: 30
    আমি যদি খারাপ কথা, মিথ্যা কথা, কাউকে আক্রমাত্নক কথা বলি তাহলে আপনারা গালমন্দ করেন আপত্তি নাই। কিন্তু কালেরকণ্ঠ, মাজেদ, হ্দয়ে বাংলাদেশ ভাই যে ভাষা ব্যবহার করতেছে তা কি ঠিক। আমি তো কোন দল আর ব্যাক্তির পক্ষ নিয়ে কিছু বলছি না আমি বলছি যাতে ইসলামের অপমান না হয় তার কথা। আমি আশা নয় বিশ্বাস করি আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী, বিকেক-বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ এক বার বলেন তো ভাই আমার অপরাধ কি? মুক্তিযুদ্বকে নিয়ে নয় রাজনীতি করুন দেশ০ জনগণের কল্যানের জন্য, উন্নয়নের জন্য।
    যদি মুক্তিযুদ্বের চেতনা স্বাধীন মতপ্রকাশ হয়, যদি স্বাধীনতার স্বাধ সকলেই ভোগ করতে পারে, যদি আইনের চোখে নয় কাজে কর্মে সকলেই সমান হয়, যদি ইসলাম বিরোধী কিছু না হয়, যদি একেক জনের আপদে বিপদে আরেক ভাই এগিয়ে আসে, যদি রাষ্ট্র সকল বেকারদের কাজের ব্যবস্থা করে, এক দল ক্ষমতায় গেলে অন্য দলের প্রতি প্রতিহিংসা চরিতার্থ না করে সহযোগিতা করে তাহলে সে চেতনাকে আমি পছন্দ করি।
    আমি শিবির বুঝিনা আমি বুঝি ইসলাম। আমি ইসলামকে অনেক ভালবাসি ভাই এজন্য আপনারা গালমন্দ করেন ঠিক আছে আর কি করব শুনি, মারবেন মারেন।
  31. Image-Unavailable রাহেদ মাহমুদ বলেছেন: 31
    ধন্যবাদ এমন পোস্ট সংগ্রহ করার জন্য, এবার দয়া করে হাজী সেলিম এবং সায়ীদ খোকনের টা ও সংগ্রহ করবেন , তারপর মূল্যায়ন করব । আশা করব আমার কথাটা কে পসিটিবেলী দেখবেন ।
    • লেখক বলেছেন: 31.1
      সুন্দর এবং যুক্তিযুক্ত কথা বলেছেন। চেষ্টা করবো পর্যায়ক্রমে সবারটাই দেওয়ার। ধন্যবাদ।
  32. লেখক বলেছেন: 32
    ডক্টর তুহিন মালিকের একান্ত সাক্ষাতকার। পোষ্টের সাথে জুড়ে দিতে পারছিলাম না স্বল্পগতির ইন্টারনেট কানেকশানের কারনে।
  33. Image-Unavailable বাঙাল বলেছেন: 33
    এই সাইকো তুহিন মালিক নিয়া এত সিরিয়াস হবার কারণ আছে বলে মনে হয় না।
  34. Image-Unavailable ফজলুল করিম বলেছেন: 34
    মাজেদ কে বলছি,মনে হয় [মন্তব্যের অসৌজন্য মূলক অংশ মুছে দেয়া হলো :ব্লগ টিম]
  35. Image-Unavailable apon বলেছেন: 35
    প্রতিবাদ কে বলছি…..ডিগ্রী এখন টাকার কাঙাল.সত্তের প্রতিবাদ করলে বূজি গায়ে আগুন ধরে?প্রতিবাদী হয় জলাতঙ্ক কুকুরের ন্যয়.মনের সাথে মুখের অনেক মিল আপনাদের উদ্দেশ্য ও গরমিল নয় নিশ্চয়.তাই দেখবে একদিন এই গুটা জাতি……ভাল থাকবেন ততদিন
  36. Image-Unavailable shawon বলেছেন: 36
    আপনার লেখাটা পড়ে অনেক কিছু জানতে পারলাম..। ধন্যবাদ..
http://blog.bdnews24.com
নিবন্ধিত ব্লগাররা মন্তব্য করতে লগইন করুন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল অথবা ইয়াহু আইডি দিয়ে লগইন করে মন্তব্য করতে পারেন।
আপনার নাম *
ই-মেইল*
মন্তব্য*
captcha image কেপচা টেক্সট লিখুন
Icon
এক নজরে
sohelmahamud.jpg সোহেল মাহমুদ
ঢাবিতে সমাজবিজ্ঞান বিভাগে পড়ছি। মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু কোন এক কারনে হয়ে ওঠেনি। এখন মনে মনে বলি- সমাজবিজ্ঞান বিষয়টিও মন্দ না। পড়া অল্প, কিন্তু সমাজকে অন্যভাবে দেখার সুযোগ তৈরী হয়ে যায় আপনাতেই।
ব্লগে যোগদান করেছেন: শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১২
স্থান :সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
Icon
সর্বশেষ ফটো
কোন ফটো আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ ভিডিও
কোন ভিডিও আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ অডিও
কোন অডিও আপলোড করা হয় নি
Icon
সাম্প্রতিক আমার মন্তব্য
Icon
সাম্প্রতিক মন্তব্য
archive
পোস্ট আর্কাইভ
favorite
পছন্দের পোস্টসমূহ
কোন পোস্ট পছন্দের তালিকায় যুক্ত করা হয়নি


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___