Banner Advertiser

Saturday, June 9, 2012

[mukto-mona] Fw: বিএনপিকে যুদ্ধাপরাধ বিচার সমর্থন করতে বললেন রফিক


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>
Sent: Saturday, June 9, 2012 2:26 PM
Subject: বিএনপিকে যুদ্ধাপরাধ বিচার সমর্থন করতে বললেন রফিক
বিএনপিকে যুদ্ধাপরাধ বিচার সমর্থন করতে বললেন রফিক
Sat, Jun 9th, 2012 10:57 pm BdST
ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে বিএনপির সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।  সম্প্রতি বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা ও বিএনপির কর্মসূচির পক্ষে বক্তব্য দিয়ে আলোচিত হওয়া এই আইনজীবী যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হওয়া উচিত বলেও মন্তব্য করেন।  প্রধান বিরোধী দল বিএনপি যুদ্ধাপরাধের বিচার হওয়া দরকার বলে এলেও দলটির সমর্থক খ্যাতনামা আইনজীবীদের প্রায় সবাই অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষে আদালতে গেছেন।  শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার সংগঠন মুক্তচিন্তা ফোরাম আয়োজিত মিট দ্যা প্রেস শীর্ষক অনুষ্ঠানে রফিক-উল হক যুদ্ধাপরাধের বিচারে প্রসিকিউশনের সমালোচনা করেন।  "প্রসিকিউশন অনেক সাক্ষী হাজির করতে পারছে না, এমন হওয়া উচিত নয়," বলেন তিনি।  একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান ছয় নেতা এবং বিএনপির দুই নেতার বিচার চলছে।  অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলে রফিক-উল হক।  বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে এই আইনজীবী বলেন, "সংসদে গিয়ে কথা বলতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের সংসদে পাঠিয়েছে, তাদের সংসদ বর্জন করা উচিত না।"  সংসদে না যাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় সে সম্পর্কে তিনি বলেন, "পরিবেশ নাই বলে তারা বর্জন করছে, এটা ঠিক না। পরিবেশ না থাকলে বয়কট করবেন, আবার যাবেন।" 
http://www.bdnews24.com/bangla/details.php?cid=3&id=196265&hb=2
Related:
http://amarnijerkata.blogspot.com/2010/09/blog-post_27.html

যুদ্ধাপরাধীরা এবং তাদের পক্ষ হয়ে সক্রিয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মী ও
ব্যারিস্টার-আইনজীবীরা খুব অল্পদিনের মধ্যেই বুঝতে পারবেন,একটি ন্যায়সঙ্গত 
প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা যে-পথ বেছে নিয়েছিলেন,যে-ধারণাগুলি প্রচার 
করছিলেন,তা মোটেও সঠিক ছিল না।