Banner Advertiser

Saturday, March 2, 2013

[mukto-mona] সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, রাজশাহীতে ট্রেনে আগুন : দেশজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে জামায়াত-শিবির।



সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, রাজশাহীতে ট্রেনে আগুন

হামলা-সংঘর্ষে আরও ছয়জন নিহত

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৩-০৩-২০১৩



  • জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সকালে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অ

    জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সকালে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন। ছবিটি বেলা ১১টায় হাসমতের দোকান এলাকা থেকে তোলা

    প্রথম আলো

  • গতকাল মৌচাক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গাড়িতে আগুন

    গতকাল মৌচাক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গাড়িতে আগুন

    ছবি: প্রথম আলো

1 2

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে জামায়াত-শিবির। গতকাল শুক্রবারও তারা বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে। রাজশাহীতে আন্তনগর ট্রেনসহ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর। সিলেটে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জগৎজ্যোতি তালুকদারকে। তিনি সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া ও নীলফামারীর জলঢাকায় চারজন নিহত হয়েছে।
ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল বেলা ১১টার দিকে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে জামায়াত-শিবির। র‌্যাব ও পুলিশ ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালায় তারা। এ সময় র‌্যাব-পুলিশ গুলি চালায়। এতে গুলিবিব্ধ হয়ে নিহত হন উপজেলার আজিমপুর গ্রামের আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম (১৫), ছোট ঢেমশা এলাকার আবদুর রশিদের ছেলে আবু তাহের (২৮) ও আফজল নগর এলাকার ছিদ্দিক আহমদের ছেলে ওছমান (২৬)। আহত হন আরও অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট: গত রাতে চোরাগোপ্তা হামলা চালিয়ে জগৎজ্যোতি তালুকদারকে (৩৫) হত্যা করা হয়েছে। তিনি সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন। গতকাল শনিবার রাত প্রায় ১০টায় সিলেট নগরের আখালিয়ায় তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে গাড়িতে আগুন দেওয়া হয়। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫টি মোটরসাইকেলে করে 'হরতাল হরতাল...' বলে জামায়াত-শিবিরের একটি দল নগরের আখালিয়া এলাকায় যায়। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক নেতা জগৎজ্যোতি ব্যক্তিগত গাড়িতে করে আখালিয়ার তপোবন আবাসিক এলাকায় যাচ্ছিলেন। জামায়াত-শিবির তাঁর গাড়ির গতিরোধ করে। তাঁকে গাড়ির বাইরে এনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এর পর তারা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জালালাবাাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতালে পাশের সড়ক অবরোধ করেন। ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 
নীলফামারী: বেলা আড়াইটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় নীলফামারীর জলঢাকায়। কিন্তু এ ঘোষণার আধা ঘণ্টার মধ্যে বেলা তিনটার দিকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জলঢাকা পৌর এলাকার রাজারহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এতে বাধা দিলে বিক্ষোভকারীরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বিজিবি গুলি চালালে আতিকুল ইসলাম (১৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 
আতিকুল জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কবিরাজ পাড়ার আনিছুর রহমানের ছেলে এবং শিবিরকর্মী বলে জানান জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত।
সংঘর্ষে চার বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহত বিজিবি সদস্যদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিকেলে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নীলফামারী জেলা শহরের গাছবাড়ি এলাকা থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। তারা শহরে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আনন্দবাবুর পুল এলাকায় ও মানিকের মোড়ে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এ ছাড়া জেলার ডিমলা উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন কমপক্ষে ১০ জন।
পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ শিবিরকর্মী আকমল হোসেন (১৪) গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
এদিকে গতকাল দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। দুপুর দুইটার দিকে বিক্ষোভ মিছিলটি কারবালা এলাকায় পৌঁছার পর সেখানে জামায়াতের উপজেলা কার্যালয়ে হামলা চালানো হয়।
রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি রাত পৌনে ১০টায় রাজশাহী স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনের যাত্রী নামা শেষ হতে না হতেই পেছনের বগিতে আগুন দেখা যায়। এ সময় স্টেশনের উত্তর-পশ্চিম কোনায় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় স্টেশনের যাত্রীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। 
স্টেশন সুপার আবদুল করিম বলেন, দমকল বাহিনীর সদস্যরা রাত ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।

http://prothom-alo.com/detail/date/2013-03-03/news/333437#sthash.NJwQ4VKs.dpuf

http://prothom-alo.com/detail/date/2013-03-03/news/333437
 
রবিবার, ৩ মার্চ ২০১৩, ১৯ ফাল্গুন ১৪১৯
এবার বিএনপির মিছিল থেকে ॥ বোমা নিক্ষেপ
০ গাড়ি ভাংচুর আগুন 
০ শান্তিনগর রণক্ষেত্র
০ পুলিশী হামলায় ফখরুলসহ অর্ধশত আহত : দাবি রিজভীর

Inline image 1


দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব

সাঈদীর ফাঁসি, সহিংসতায় নিহত ৩৭

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০১-০৩-২০১৩

- See more at: http://prothom-alo.com/detail/date/2013-03-01/news/333012#sthash.3qQsKC89.dpuf

Inline image 2



নাটোরে আ'লীগ কর্মী জবাই, অস্ত্র ছিনতাই পুলিশের


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর খায়রুল বাশার নামে এক আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় শিবিরের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়াও পুলিশের গাড়িতে আগুন, দু'টি শটগান ছিনতাই, পুলিশ ফাঁড়িতে হামলা ও গুদরা গ্রামের আ'লীগ কর্মী মোহাম্মদ মজনুর বাড়িসহ অন্তত ১০ বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতির বিকেলে নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল গুদরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর নাটোরের লালপুরের গুদরায় জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা গুদরা গ্রামের আ'লীগ কর্মী খায়রুলকে গলা কেটে হত্যা করে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। এ সময় পুলিশের ২টি শটগান ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতেও হামলা চালায় তারা। এ সময় ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফসহ ৭ পুলিশ সদস্য আহত হন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর/জেডএম

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8412c11b6bec3eb687b327da192bb9ae&nttl=28022013177855

মিরপুরে জামায়াত-শিবিরের হামলার চেষ্টা:

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=adc76b62987ed123ce5d90f5e3193075&nttl=28022013177953







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___