Banner Advertiser

Monday, May 6, 2013

[mukto-mona] Fw: হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ (ভিডিও)


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala@yahoogroups.com
Sent: Monday, May 6, 2013 6:37 AM
Subject: হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ (ভিডিও)



হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৬-০৫-২০১৩
 
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পড়ে আছে বিদ্যুতের ল্যাম্পপোস্ট
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পড়ে আছে বিদ্যুতের ল্যাম্পপোস্ট
ছবি : কমল জোহা খান
হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তাঁদের তাণ্ডবে এই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল হেফাজতের কর্মীরা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত দুই পাশে ফুটপাতের সব দোকান পুড়িয়ে দিয়েছেন। র্যাংগস টাওয়ারে অবস্থিত কেএফসি, রবি ও দৈনিক 'সকালের খবর' এবং মুক্তি ভবনে সিপিবির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়েছেন তাঁরা।
হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আজাদ প্রোডাক্টস, আইডিয়াল প্রোডাক্টের শোরুমে আগুন দেওয়া হয়েছে। তিনটি এটিএম বুথ ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাঁরা সড়ক বিভাজকগুলো গুঁড়িয়ে দিয়েছেন। সড়কের পাশে ও মাঝে থাকা শতাধিক গাছ কেটে ফেলেছেন। গাছ, বিদ্যুতের খুঁটি, সড়ক বিভাজক দিয়ে তাঁরা পল্টন মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন।
গত রাতের নারকীয় সেই তাণ্ডবের বর্ণনা দিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনের ফুটপাতের দোকানদার ইব্রাহিম বলেন, 'এমন তাণ্ডব দেখিনি আগে। আমার সব কিছুই শেষ। পুঁজি তো হারাইছি, ঋণের টাকা কীভাবে শোধ করমু জানি না।'
কান্নাভেজা কণ্ঠে ইব্রাহিম জানান, দুটি দোকানে দীর্ঘদিন ধরে নামাজের টুপি, তসবিহ, জায়নামাজ বিক্রি করতেন তিনি। প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল দোকানে। কিন্তু গতকাল সবই পুড়িয়ে দিয়েছেন হেফাজতের কর্মীরা। গত রাতের নারকীয় সেই তাণ্ডবের বর্ণনা দিতে গিয়ে ইব্রাহিম বলেন, 'আমরা দুপুরবেলা থেকেই দোকানের কাছে আসতে পারিনি। কখনো হেফাজতের কর্মীরা, কখনো পুলিশ আমাদের বাধা দেয়। রাতে যেভাবে সব পুড়েছে, তখন জান বাঁচানোই ফরজ মনে করেছি।'
ইব্রাহিমের হিসাব অনুযায়ী, দক্ষিণ গেটে প্রায় ৩০টি দোকান পুড়েছে। যেখানে আগুন থেকে কোরআন শরিফ, জায়নামাজ, টুপি, তসবিহ কোনো কিছুই বাদ যায়নি।
বায়তুল মোকাররম ফুটপাত দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ শামীম খান প্রথম আলো ডটকমকে জানান, প্রায় ৩০০ দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। প্রতিটি দোকানে প্রায় ছয় লাখ টাকার জিনিসপত্র ছিল। অনেক মালিক তাঁদের দোকানে নগদ টাকাও রেখেছিলেন।
ফুটপাতের দোকানগুলো থেকে বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানও আগুন ছড়িয়ে পড়ে। সেখানকার নিরাপত্তারক্ষীরা জানান, নিচে ১০টি স্বর্ণের দোকানে আগুন লাগে। পরে দোতলায় চারটি স্বর্ণের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ফেমাস জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক আফছার হোসেন মৃধা প্রথম আলো ডটকমকে বলেন, 'আমরা দোকানের শাটার খুলতে পারছি না। খোলা গেলে পরিস্থিতি বুঝতে পারব।' 
আজ সকাল থেকে নয়াপল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, মতিঝিলের শাপলা চত্বর, পল্টন মোড়ের সড়কে ইটের স্তূপ, গাছপালা ও বিদ্যুতের পড়ে থাকা খুঁটি সরানোর কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ঢাকার দুই সিটি করপোরেশন যৌথভাবেই পরিচ্ছন্নতার কাজ করছে। 
সিটি করপোরেশনের সম্পদ বিনষ্টের অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, 'পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। করাত দিয়ে কেটে সৌরবিদ্যুতের খুঁটি ফেলে দেয়া হয়েছে। ১৫ বছরের গাছ কাটা হয়েছে। এ জন্য আমরা স্থানীয় সরকার বিভাগ মামলা করব।'


Hephajata Isalam (Motijheel):

Video url:

Related:

হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ :

পুড়িয়ে দেওয়া বইবাজারে জীবনের আর্তনাদ


হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ : কোরান-হাদিসের ৮২ দোকান ছাই


হেফাজতি তাণ্ডব, নিহত ১১
মতিঝিল শাপলা চত্বরে অবস্থান ধরে রাখার পাশাপাশি রোববার রাতেও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায় আহমদ শফীর হেফাজতে ইসলাম।

হেফাজতের তাণ্ডব: মতিঝিলের সর্বত্র ধ্বংসের স্বাক্ষর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিলে চলছে পরিচ্ছন্নতা অভিযান

বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল এখন হেফাজত শূন্য

বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুহূর্তেই ফাঁকা শাপলা চত্বর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আত্মসমর্পণের ভঙ্গিতে প্রস্থান

কো-অর্ডিনেশন এডিটর, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেফাজতের নিরাপত্তা ব্যুহ টিকলনা


ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেফাজতের পাশে থাকার আহবান খালেদার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Hifazat sets vehicles on fire

Staff Correspondent,  bdnews24.com
Published: 2013-05-05 16:05:07.0 Updated: 2013-05-05 18:11:31.0
At least 50 vehicles and several buildings were vandalised and torched in Dhaka by supporters of the Hifazat-e Islam during their rally at Motijheel on Sunday. ..... Detalis at:http://bdnews24.com/bangladesh/2013/05/05/hifazat-sets-vehicles-on-fire

বহু ভবন-দোকান-গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-05 15:40:45.0 GMT Updated: 2013-05-06 00:18:31.0 GMT
পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পুরানা পল্টন ও বিজয় নগরে বহু ভবন ভাংচুর এবং আগুন দিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা, পুড়িয়েছে অর্ধশতাধিক গাড়ি।

হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৫, হাসপাতালে দেড়শতাধিক - Coxsbazar Mirror

হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৫, হাসপাতালে দেড়শতাধিক. মে 5, 2013 | Filed under: আলোচিত/সমালোচিত,জাতীয় | Posted by: কক্সবাজার মিরর · cox'sbazarmirror হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে রাত ৮টা পর্যন্ত পাঁচ জন নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন হেফাজত কর্মী। তার লাশ শাপলা চত্বরে ...

হেফাজতি তাণ্ডব চলছেই, নিহত ৩ | exclusive-lead-news | Samakal Online ...

16 hours ago – মতিঝিল শাপলা চত্বরে অবস্থান ধরে রাখার পাশাপাশি সংলগ্ন এলাকায় তাণ্ডবচালিয়েই যাচ্ছে আহমদ শফীর হেফাজতে ইসলাম।