Banner Advertiser

Monday, May 6, 2013

[mukto-mona] Re: হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ : পুড়িয়ে দেওয়া বইবাজারে জীবনের আর্তনাদ

I love books. I was very sad when I saw this on TV. Poor sop keepers had to pay a very high price for our politics. I urge all parties to refrain from vandalizing properties.

Shalom!


-----Original Message-----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>; chottala <chottala@yahoogroups.com>
Sent: Mon, May 6, 2013 11:28 am
Subject: হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ : পুড়িয়ে দেওয়া বইবাজারে জীবনের আর্তনাদ


হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ :

পুড়িয়ে দেওয়া বইবাজারে জীবনের আর্তনাদ


আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুরানা পল্টন থেকে: পল্টনে বইয়ের দোকানগুলো পুড়ে ছাই। কি গবেষণা গ্রন্থ, কি উপন্যাস, কি জার্নাল- সব হয়ে গেছে ছাইয়ের দলা। এমনকি কোরআন শরীফও পুড়েছে ধর্মাশ্রয়ী হেফাজতের আগ্রাসী আগুনে। 

ধর্ম রক্ষার নামে চালানো স্মরণকালের ন্যক্কারজনক তাণ্ডবে বই পুড়ে ছাইয়ের স্তূপ হয়ে আছে রূপালী ব্যাংক কর্পোরেট শাখার নিচে। ইসলামী ব্যাংক পল্টন শাখার কাছে যাত্রী ছাউনির দোকানগুলোও যেন ছাইয়ের গাদায় পরিণত হয়েছে। 

রোববার দুপুর থেকে শুরু করে সোমবার রাতভর পুড়েছে এসব দোকান। সোমবার সকালেও দেখা গেলো কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে ছাইয়ের গাদা থেকে। 

এসব ছাইয়ের গাদা ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেলো। হেফাজতকে দুয়োধ্বনি দিচ্ছে সবাই। তারই মাঝে অক্ষত পুস্তক হাতড়াচ্ছেন সর্বস্ব খোয়ানো ক্ষুদ্র ব্যবসায়ীরা।

যাত্রী ছাউনির দোকানের মালিক আবুল খায়েরকে দেখা গেলো পুড়ে যাওয়া বইয়ের গাদা দু'হাতে এলোমেলো করে খুঁজছেন অক্ষত বই। মুখে তার বিলাপ ফুটছে অনবরত।

বাংলানিউজ প্রতিনিধিকে পেয়ে যেন অভিযোগের ঝাঁপি খুলে বসলেন হেফাজতের আগুনে সর্বস্ব খোয়ানো আবুল খায়ের। 
 
হতাশা আর আক্ষেপের মিশেলে বললেন, "আমার দোকানে সবই ছিলো কোরআন শরীফ ও ধর্মীয় বই। হেফাজতের কর্মীরা যখন আগুন লাগাতে আসে, তাদের হাতে ধরে বলি-ভাই আমার দোকানে সব ইসলামী বই, কোরআন শরীফ। ভাই, আমার দোকানে আগুন দেবেন না।"

আবুল খায়ের বলেন, "আমার অনুরোধে মন গলেনি তাদের। দশ/বারোজন হেফাজত কর্মী আমাকে লাঞ্ছিত করেন, মারধর করে আমাকে দোকান থেকে সরিয়ে আগুন ধরিয়ে দেন।"

বারবার ভর করা বিলাপ সামলে তিনি বলেন, "ভাই, আমার আর কিছু নেই। ছয়লাখ টাকার বই ছিলো। এখন আমি কি করব। একেবারে পথে বসে গেছি।"

এরপরই মোক্ষম প্রশ্নটা ছুঁড়ে দেন আবুল খায়ের। তিনি বলেন, "হেফাজতে ইসলাম আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, অথচ তারাই আল্লাহর কালাম পোড়ায়। তারা কিভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করবে?" 

মিরপুরের বাসিন্দা আব্দুল কুদ্দুস ফজরের নামাজ শেষ করেই ছুটে আসেন পুরানা পল্টন এলাকায়। 

বাংলানিউজকে তিনি বলেন, "বইয়ের দোকানগুলোতে আগুন দেওয়া হয় রোববার দুপুরে।  সরকারের উচিত ছিলো তারো আগে হেফাজতকে দমন করা।" 

মুগদার বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, "সরকারের উচিত এই মুহূর্তে হেফাজতকে নিষিদ্ধ করা। তাদের আইনের আওতায় এনে ফৌজদারি আইনে বিচার করা হোক।" 


বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ৫, ২০১৩
জেডএম/


Related:
হেফাজতে ইসলামের ধ্বংসযজ্ঞ : কোরান-হাদিসের ৮২ দোকান ছাই

আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম



হেফাজতি তাণ্ডব, নিহত ১১
মতিঝিল শাপলা চত্বরে অবস্থান ধরে রাখার পাশাপাশি রোববার রাতেও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায় আহমদ শফীর হেফাজতে ইসলাম।

হেফাজতের তাণ্ডব: মতিঝিলের সর্বত্র ধ্বংসের স্বাক্ষর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিলে চলছে পরিচ্ছন্নতা অভিযান

বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল এখন হেফাজত শূন্য

বাংলানিউজ টিম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুহূর্তেই ফাঁকা শাপলা চত্বর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আত্মসমর্পণের ভঙ্গিতে প্রস্থান

কো-অর্ডিনেশন এডিটর, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেফাজতের নিরাপত্তা ব্যুহ টিকলনা


ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেফাজতের পাশে থাকার আহবান খালেদার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Hifazat sets vehicles on fire

Staff Correspondent,  bdnews24.com
Published: 2013-05-05 16:05:07.0 Updated: 2013-05-05 18:11:31.0
At least 50 vehicles and several buildings were vandalised and torched in Dhaka by supporters of the Hifazat-e Islam during their rally at Motijheel on Sunday. ..... Detalis at:http://bdnews24.com/bangladesh/2013/05/05/hifazat-sets-vehicles-on-fire

বহু ভবন-দোকান-গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-05 15:40:45.0 GMT Updated: 2013-05-06 00:18:31.0 GMT
পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পুরানা পল্টন ও বিজয় নগরে বহু ভবন ভাংচুর এবং আগুন দিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা, পুড়িয়েছে অর্ধশতাধিক গাড়ি।