Banner Advertiser

Tuesday, May 7, 2013

[mukto-mona] জাগো নারী , জাগো বহ্নিশিখা

বেশ্যা , মাগী , খানকি , রেন্ডী..... শব্দগুলোর পুরুষবাচক শব্দ জানেন ?
জানেন না । কারণ এগুলোর কোনো পুরুষ বাচক শব্দ নেই । আমাদের সমাজে একজন
ছেলে মানুষ কখনো খারাপ হয় না । সে খুনী হতে পারে , ধর্ষক হতে পারে ,
প্রতারক হতে পারে , দেশদ্রোহী হতে পারে , কিন্তু কখনোই তার কোনো দোষ থাকে
না । এমনকি গালাগাল করার সময়ও তাকে গালি না দিয়ে গালি দেয়া হয় তার মা কে
। খানকির পোলা , শালার বেটা , কুত্তার বাচ্চা , মাদারচোদ...... আরো কত
সুন্দর সুমিষ্ট অমেয় গালি দিয়ে তার মা কে 'সম্মান' দেয়া হয় । কেনো ,
কুত্তা -শুয়োর-রাজাকার এসব গালি দেয়া যায় না ? নাকি সন্তানকে পেটে ধরাই
মায়েদের আজন্ম পাপ ?


আমি যদি রাস্তায় আমার বোনের সাথে বের হই তো মানুষ চোখ বের করে তাকিয়ে
থাকে । যদি আমার বোন আমার চুল গুলো নেড়ে দেয় , চশমাটা একটু ঠিক করে দেয় ,
কথা বলতে গিয়ে হেসে ফেলে তো রাস্তার মানুষেরা এভাবে তাকাবে যেনো
প্রেমিকার সাথে বের হয়েছি । এমনভাবে মন্তব্য করবে যেনো জগতের সব মেয়েই এক
একটা মাগী । এমন ভাবে দেখবে যেনো কোনো আশ্চর্য আজব প্রাণী দেখছে । অথচ
তাদের সবারই ঘরে মা আছে । বোন আছে । কন্যা আছে । তাদের দিকে তো চোখ বের
করে জিভের জল ফেলে বলে না ''মা তোমাকে খুব সেক্সি লাগতেছে '' । বোন কে
বলে না ''মালটা তো জোস ! '' মেয়েকে বলে না '' ভাড়া কত ? '' তাহলে অন্য
একটা মেয়েও যে কারো বোন , কারো মেয়ে , কারো মা সেটা কেনো খেয়াল থাকে না ?

একটা ছেলে তার বন্ধুর বাইকের পেছনে বসলে কারো সেদিকে চোখ যায় না । অথচ
একটা মেয়ে বসলে চোখ অন্যদিকে যেতেই পারেনা । কেনো ? মেয়েদের বাইকে চড়া
পাপ নাকি সে বন্ধু হওয়ার যোগ্য না ?

বলা হয় মেয়েদের ক্ষেত্রে মৌনতা সম্মতির লক্ষণ । অথচ মৌন থাকার অর্থ হল
সেই বিষয়ে সে মত প্রকাশে আগ্রহী নয় । এটাকে হ্যা বলে চালিয়ে দিয়ে ভালো
পাত্রের হাতে মেয়ে বিক্রী করাও কি একজন মেয়ের মেয়ে হওয়ার শাস্তি নয় ?

একটা মেয়ে জিন্স পরতে পারবে না । টি শার্ট পরতে পারবে না । কনুই থেকে হাত
দেখালেই সবার চোখ চুল-হাত পেরিয়ে বুকে পিঠে ঘোরাফেরা করবে । অথচ তার
নিজের পশ্চাতদেশের অর্ধেক খানি যে সে সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে
ঘোরাফেরা করে সেদিকে খেয়াল থাকে না ।।

একটা ছেলেবাচ্চা কাঁদলে তাকে বলা হয় তুমি কাঁদছো কেনো , তুমি কি মেয়ে ?
যেনো মেয়েদের কাজই কান্নাকাটি করা । অথচ বলা উচিত্‍ ছিলো কাঁদছো কেনো
খোকা ? তুমি কি হুজুর ? কারন কান্নাকাটিতে আমাদের ইমাম সাহেব হুজুর
সাহেবরা অধিক পারদর্শী ।

একটা মেয়ে বিকিনি পরলেও মানুষ যেভাবে তাকায় , বোরখা পরলেও সেভাবেই তাকায়
। কারণ পরিবর্তন তো হলো মেয়েটার । ঐ লোকের চিন্তায় দৃষ্টিভঙ্গিতে তো আর
পর্দা পরল না । বরং বিকিনিতে সে সরাসরি যতটা দেখে , বোরখাতে যে তার চেয়েও
বেশী নোংরা ভাবে কল্পনা করে নেয় না সেটা কে বলেছে ??


একটা মেয়ে নিজের ইচ্ছায় বোরখা পরতে পারে । সৌন্দর্যের জন্যে নেকাব
ব্যবহার করতে পারে । এজন্যে তাকে বোরখাওয়ালী বলে টিজ করার অর্থ হয় না ।
তেমনি কেউ হাফপ্যান্ট পরে ঘুরতে পারে , তার ভাই - বন্ধু - প্রেমিকের
বাইকে ঘুরতে পারে । তাই বলে সে 'খাসা আইটেম ' হয়ে যাবে ?

অনেকে বলে যে মেয়েদের বর্তমান পোশাক নাকি ওয়েস্টার্ন ! এটা নাকি দেশী
সংস্কৃতির সাথে যায় না ! তো আমি তাদের বলি , যে শার্ট প্যান্ট পরে
ভদ্রলোক সাজার চেষ্টা করছেন , সেটাও ওয়েস্টার্ন নয় কি ? প্রাচ্য আর
পাশ্চাত্যের মিথ্যে দোহাই দিয়ে কতকাল মেয়েদের কোণঠাসা করে রাখবেন ?
বিকিনি যেমন আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে যায় না , বোরখাও তেমনি আমাদের
সংস্কৃতির অংশ নয় । এখন একজন মেয়ে যদি স্বেচ্ছায় হিজাব বা বোরখা পরতে চায়
, সেটা যেমন তার ইচ্ছে , তেমনি কেউ না পরতে চাইলে সেটাও তার ইচ্ছে ।
তোমার ঈশ্বর কখনোই তোমাকে এই দায়িত্ব দেন নাই যে মেয়েদের রেপ করে তাদের
পর্দা করা শেখাও ।

নোংরা মানসিকতার বিকলাঙ্গ মানুষগুলো বলে 'মেয়েরা এসব উল্টা পাল্টা পোশাক
পরে বলেই ছেলেরা টিজিং করে !' সেটাই যদি হবে , তো আমিও বলতে পারি তোমার
বাড়িটা সুন্দর বলেই তো দখল করছি । তোমার গাড়িটা সুন্দর তাই কাঁচটা ভেঙ্গে
দিয়েছি । সেটা নিশ্চয়ই খুব ভালো লাগবে না ।

যে ধর্মের দোহাই দিয়ে নিজেদের পশুত্বকে চরিতার্থ করছে এসব কুলাঙ্গারেরা ,
সে ধর্মে নারীকে স্থান দেয়া হয়েছে পুরুষের উপর । সন্তানের স্বর্গ নসিব
করা আছে নারীর পায়ের নীচে । অধিকার দেয়া আছে সমশিক্ষার । পর্দা করতে বলা
হয়েছে নারী পুরুষ উভয়কেই । তাহলে কেনো একা নারীকেই বস্তা পরে কাটিয়ে দিতে
হবে ? একজন বোনের স্কুল যাওয়া কেনো বন্ধ হবে ভাই স্কুলে ভর্তি হয়েছে বলে
?


একটা মেয়েকে দেখে যে প্রতিক্রিয়া গুলো জানান , একবার ভেবে দেখবেন সেই কথা
গুলো আপনার মা - বোন - অর্ধাঙ্গী বা কন্যা কে শুনতে হতে পারে । আগে
একবার নিজের মা কে মাগী আর বোনকে খানকি বলে গালি দিয়ে , নিজের ভাইকে 'তোর
মায়েরে চুদি....' বলে , মেয়ের দিকে সেই ভাবে তাকাবেন যেভাবে আপনি রাস্তায়
,বাসে ,অফিসে মেয়েদের দিকে তাকান । যদি পারেন তো এভাবেই মেয়েদের বুকে
কোমরে চোখ চালিয়ে যান , আর যদি না পারেন তো আজই জানোয়ার থেকে মানুষ হোন ।





''বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর ,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর ।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি ,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী ।



- অর্ফিয়াস


------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://docs.yahoo.com/info/terms/