Banner Advertiser

Saturday, January 11, 2014

Re: [mukto-mona] Does it matter if Hindus suffer?



The question really is, why would India commit aggression on us?

>>>>>>>> Very good point. For some unknown reasons, India was able to put it's nose deeply into it's neighbors domestic politics. Bangladesh is an open case. It funded terror groups in Sri Lanka (Rohan Gunaratna never speaks about that they started the suicide bombing in modern times). India funded (Openly) political factions in Nepal. We know history of Sikkim as well.

The fact is India has been unnecessarily aggressive with Bangladesh since 72.

It was none other than Sheikh Mujibur Rahman who asked Indian solders to leave our land as soon as he was returning back to our country. India initially declined and after getting calls from USA, it started the process. (Source: Nixon papers).

..............

আপ্লুত কণ্ঠে তিনি বলে উঠলেন, 'স্বাধীন বাংলাদেশ, আমার বাংলাদেশ।' তিনি ধন্যবাদ জানালেন দীর্ঘদিন তাঁকে সহযোগিতার জন্য। বললেন, 'ব্যানার্জি, এবার একটি বিশেষ সহযোগিতা চাই।' শশাঙ্ক বললেন, 'আয়ত্তের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব।' ধীর লয়ে মুজিব বললেন, 'দিল্লিতে ইন্দিরার সঙ্গে বৈঠকের আগেই তাঁর কাছে একটি খবর পৌঁছানো দরকার। বাংলাদেশ থেকে ভারতীয় মিত্রবাহিনী সদস্যদের ৩১ মার্চ ১৯৭২ সালের মধ্যে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করতে হবে।'
Recently member Subimal challenged me IF my statement about Bangabandhu was true about asking Indians to leave Bangladesh. Let me share another article on this issue.


Another article said similar things about India.

Yes, we should be eternally grateful to India but does NOT mean, we have to live in history instead of looking forward. If India becomes a hostile neighbor, we should recognize that fact as well. We should not stick with half-ass narrative of our history, it is important to know the "Whole truth and nothing but the truth" for our future generation.

As I said earlier that, for the long run (We are not going anywhere) it is best for India to have a trusting partnership with Bangladesh. Sooner India realize this simple fact, it would be better for everyone.

================================================================================================================================================
উজ্জ্বল দাশ, লন্ডন থেকে | আপডেট: ১৭:৩৬, জানুয়ারি ১০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সে দিন বিমানে লন্ডন থেকে বঙ্গবন্ধুর সহযাত্রী হয়েছিলেন ভারতীয় কূটনীতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি। তাঁর অন্তরঙ্গ স্মৃতিচারণ
অবিস্মরণীয় সেই বিমানযাত্রা: দেশে ফেরার পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ভারতীয় কূটনীতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি


১০ জানুয়ারি, ১৯৭২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে দিল্লি হয়ে ফিরলেন স্বাধীন বাংলাদেশে। ব্রিটিশ এয়ার ফোর্সের বিশেষ বিমানে বঙ্গবন্ধুর সহযাত্রী হলেন তাঁর ভারতীয় কূটনীতিক শশাঙ্ক শেখর ব্যানার্জি। কেমন ছিল ১৩ ঘণ্টার সেই সফরের অভিজ্ঞতা? দক্ষিণ লন্ডনের বাসায় বসে ঐতিহাসিক সেই বিমানযাত্রার গল্প শোনালেন শশাঙ্ক ব্যানার্জি।

শুরু হলো পরিচয়পর্ব দিয়ে। 'পূর্ব পাকিস্তানের ভারতীয় দূতাবাসের তখন কাজ করছি রাজনৈতিক কর্মকর্তা হিসেবে। থাকি ইত্তেফাক অফিসের লাগোয়া চক্রবর্তী ভিলায়। ১৯৬২ সালের কথা। দিনটি ছিল বড়দিন। মাঝরাতে আমার বাসায় হঠাৎ কড়া নাড়ল কেউ। নানা শঙ্কা মাথায় নিয়ে দরজা খুললাম। দেখি, দরজার কাছে একটা ছেলে দাঁড়ানো। বয়স ১৪-র বেশি হবে না। ছেলেটা খবর দিল, ইত্তেফাক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া আমাকে দেখা করতে বলেছেন। মাথায় হাজারো ভাবনা নিয়ে দেখা করতে গেলাম। সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম দেখলাম।'

ইন্ডিয়া, মুজিবুর রহমান, বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান বইয়ে এ নিয়ে কিছুটা স্মৃতিচারণও করেছেন শশাঙ্ক ব্যানার্জি। লিখেছেন, 'মানিক মিয়া আমার সঙ্গে হাত মেলালেন। তারপর ঘুরলেন পাশে বসা ভদ্রলোকের দিকে। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে হাত নাড়লেন। কিন্তু এই মানুষটির চেহারা ছিল আমার চেনা। তাঁর বহু ছবি আমি পত্রিকায় দেখেছি। শুধু আমার নয়, তিনি ছিলেন সবার কাছে পরিচিত এক মুখ। এভাবেই বঙ্গবন্ধুর সঙ্গে আমার প্রথম পরিচয়। স্বীকার করতেই হবে, প্রথম দেখাতেই তিনি আমাকে মুগ্ধ করেছিলেন।'

এর পর এল মুক্তিযুদ্ধ এবং অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশের বিজয়। এই পুরো সময়জুড়ে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি। 'পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে শেখ মুজিব লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এলেন। শ্রীমতি ইন্দিরা গান্ধীর পরামর্শে তাঁকে দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছে দিতে সহযাত্রী হই আমি।' স্মৃতিচারণ করেন শশাঙ্ক ব্যানার্জি।
৯ জানুয়ারি ১৯৭২, ভোর ছয়টা। লন্ডন হিথ্রো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালেন বঙ্গবন্ধু। তাঁকে স্বাগত জানালেন ব্রিটিশপররাষ্ট্র ও কমনওয়েলথ বিভাগের কর্মকর্তা ইয়ান সাদারল্যান্ড ও লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আপা বি পন্থ। আমাকে দেখে আবেগাপ্লুত শেখ মুজিব বলেন, 'ব্যানার্জি, এখানেও আছেন!'

ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে শেখ মুজিবের বৈঠকের ব্যবস্থা করে দিলেন ইয়ান। আর ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দেন আপা বি পন্থ। ৩০ মিনিট ধরে চলে ইন্দিরা-মুজিব টেলিফোন আলাপচারিতা।
শশাঙ্ক ব্যানার্জির লেখা দুটি বইঘণ্টাখানেক পরে ইন্দিরা গান্ধী আবার বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেন। ইন্দিরা গান্ধীর সম্মতিতে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে যাত্রাপথে সহযাত্রী হলেন শশাঙ্ক ব্যানার্জি। সঙ্গে ছিলেন, সে সময়ের ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ভেদ মারওয়া। আরও ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন ও তাঁর স্ত্রী হামিদা হোসেন।
বিমানে তাঁরা পাশাপাশি আসনে বসলেন। সামনের টেবিলে বঙ্গবন্ধুর প্রিয় সুগন্ধময় এরিনমোর তামাক, আর সেই বিখ্যাত পাইপ। উৎফুল্ল মুজিবের তখন দেশে ফেরার তর সইছে না। শশাঙ্ক ব্যানার্জির লেখা


আপ্লুত কণ্ঠে তিনি বলে উঠলেন, 'স্বাধীন বাংলাদেশ, আমার বাংলাদেশ।' তিনি ধন্যবাদ জানালেন দীর্ঘদিন তাঁকে সহযোগিতার জন্য। বললেন, 'ব্যানার্জি, এবার একটি বিশেষ সহযোগিতা চাই।' শশাঙ্ক বললেন, 'আয়ত্তের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব।' ধীর লয়ে মুজিব বললেন, 'দিল্লিতে ইন্দিরার সঙ্গে বৈঠকের আগেই তাঁর কাছে একটি খবর পৌঁছানো দরকার। বাংলাদেশ থেকে ভারতীয় মিত্রবাহিনী সদস্যদের ৩১ মার্চ ১৯৭২ সালের মধ্যে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করতে হবে।' তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছে। ভারতীয় মিত্রবাহিনী চলে গেলে বাংলাদেশ ব্রিটিশ সরকারের স্বীকৃতি পেতে আর কোনো বাধা থাকবে না।



মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি নিয়ে বিমানটি আবার উড়তে শুরু করেছে। বঙ্গবন্ধু জানালা দিয়ে শ্বেতশুভ্র সাদা মেঘের দিকে অপলক তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দাঁড়িয়ে গাইতে লাগলেন, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'। তাঁর চোখ ভরে উঠেছে জলে। তিনি বললেন, 'ব্যানার্জি, আপনিও ধরুন। রিহার্সেল দিয়ে নিই।' তাঁরা দুজনে মিলে গানটা গাইলেন। বঙ্গবন্ধু চোখের পানি লুকানোর চেষ্টা করে বললেন, 'যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য আরও কঠোর সংগ্রাম অপেক্ষা করে আছে। বুকে শুধু একটাই বল, আমার দেশের আপামর মানুষ।'


শশাঙ্ককে অবাক করে দিয়ে বঙ্গবন্ধু হঠাৎ বলে উঠলেন, 'এ গানটি হবে বাংলাদেশের জাতীয় সংগীত। কেমন হবে বলেন তো?' শশাঙ্ক জবাব দিলেন, 'ইতিহাসে তাহলে প্রথমবারের মতো দুটি দেশের জাতীয় সংগীতের লেখক হবেন একই ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর।'

বিমানের যাত্রাপথে বঙ্গবন্ধুকে কলকাতা হয়ে দেশে ফেরার অনুরাধ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের বার্তা এল। কলকাতাবাসী বঙ্গবন্ধুকে দেখতে চায়। তিনি কৃতজ্ঞতা জানিয়ে ফিরতি বার্তায় জানালেন, স্বাধীনতাসংগ্রামে কলকাতাবাসীর সহযোগিতা তাঁকে কৃতজ্ঞ করেছে। কিন্তু দিল্লি হয়ে ঢাকা ফিরতে তাঁর তর সইছে না। তবে শিগগিরই তিনি কলকাতা আসবেন। বার্তা পাঠিয়ে বঙ্গবন্ধু বললেন, 'পথ তো মনে হয় ফুরাতে চাইছে না। স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশ, মানুষ, প্রকৃতি আমাকে ডাকছে। এ যে কী অনুভূতি, আমি বোঝাতে পারব না!'

শশাঙ্ক ব্যানার্জি বললেন, 'দিল্লি অবতরণের তখন আর সময় বেশি বাকি নেই। পাইলট আমাদের দুটি ছবি তুলে দিলেন। শেখ মুজিবের সঙ্গে তোলা সেই ঐতিহাসিক ছবিটি এখনো খুব যত্ন করে তুলে রেখেছি।'
দিল্লিতে শেখ মুজিবকে স্বাগত জানালেন ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী সর্দার সরণ সিংসহ আরও অনেকে। রাষ্ট্রপতি ভবনে বঙ্গবন্ধুর জন্য কলকাতা থেকে আনা গুড়ের সন্দেশ, সমুসা, শিঙ্গাড়া আর দার্জিলিং চা তাঁকে তৃপ্তি দিয়েছিল। মুজিব-ইন্দিরা বৈঠকে তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা হয়।

১০ জানুয়ারি ১৯৭২। দুপুরে বিমান থেকে ঢাকায় নামলেন স্বাধীন বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনস্রোত আর মানুষের স্লোগানে মুখরিত চারপাশ। সোচ্চার ধ্বনি উঠছে, 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু', 'জয় মুক্তিযুদ্ধ'। বিমানবন্দর থেকে পল্টন ময়দান—এক বিপুল জনসমুদ্র। শশাঙ্ক বলেন, 'সে এক অভূতপূর্ব মুহূর্ত, চারদিকে মুক্তি আর মহানেতাকে ফিরে পাওয়ার আনন্দ। আজও চোখে লেগে আছে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি।'
শশাঙ্ক ব্যানার্জি বললেন, 'লন্ডনে ফিরে অনেক দিন আর বঙ্গবন্ধুর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তাঁর গল ব্লাডার অপারেশন করতে সপরিবারে লন্ডনে যান। জার্মানি থেকে তড়িঘড়ি ফিরে হাসপাতালে তাঁকে দেখতে যাই। বেগম মুজিব আমার স্ত্রীকে ঢাকাই জামদানি উপহার দিলেন। সেই ছিল বঙ্গবন্ধুর সঙ্গে আমার শেষ দেখা। তাঁর দরাজ কণ্ঠ আর উদাত্ত আহ্বানের ধ্বনি এখনো আমার কানে বাজে। সেটা কখনোই হারিয়ে যায়নি।'




-----Original Message-----
From: Sukhamaya Bain <subain1@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Jan 10, 2014 9:08 pm
Subject: Re: [mukto-mona] Does it matter if Hindus suffer?

 
Quite a few statements of Dr. Jiten Roy are too fallacious. Let me comment on two.
 
1. "We, the secular Bangalis, did not like Pakistan. So, we created Bangladesh to live in a secular environment."
 
Too simplistic and too wrong! We did not like Pakistan, not because we were secular. "We" did not like Pakistan, because "our" Muslim brothers from the western wing did not treat "us" like bothers. They exploited "us" all along during our common country of Pakistan (1947-1971). They did not hand over power to the people's representatives of "our" common country, because an absolute majority of the parliament members of the country from the 1970 election were from amongst "us." They considered "us" inferior, and instead of fairly transferring power to "us" they brutalized "us."
 
2. "You (Mushrafi) said – people of Bangladesh will resist any Indian aggression. If that is true, why did you welcome them in 1971?"
 
Did Mushrafi welcome them in 1971 to commit aggression on us? Obviously not. I have no problem in thinking that the people of Bangladesh would and should resist Indian aggression. The question really is, why would India commit aggression on us?
 
Well that's all for now.
 
Sukhamaya Bain
 
==================================

 
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Friday, January 10, 2014 8:02 PM
Subject: Re: [mukto-mona] Does it matter if Hindus suffer?
 

Mr. Mushrafi thinks – people of Bangladesh will not let Bangladesh to be Banglastan. Tell me - what type of country Bangladesh will be - when religious minorities are all forced out of the country, like Pakistan did? Do you think – Bangladesh will remain secular with 99% Muslim population?
 
Now, let's think about the reality, at hand; what has happened over the last 43 years of Bangladesh. Those who opposed the independence have ruled the country most of the time. They have installed religion-based politics firmly again. The secular nationalist ideals (Bangali-Jatiotabad) that motivated millions of people in 1971 are about to be instinct in Bangladesh. I do not think your confidence and nationalist pride is enough to save Bangladesh from its ruin. You need more than talks; you need to act to establish secularism. You are not ready yet, I can tell.
 
As you know - Bangladesh was not created for a particular religious sect; Pakistan was. We, the secular Bangalis, did not like Pakistan. So, we created Bangladesh to live in a secular environment. What happened now? That's my question to Mr. Mushrafi.
 
Also, India got involved in our fight because of their own national interest, not because they love us. And, that interest gets threatened, when all religious minorities, and secular people, are driven out of Bangladesh. Religious minorities from Bangladesh have been a huge burden in India already. There were 17% religious minorities in 1971, which is today 8%. Where did they go – India, isn't it? Now, once again religious minorities are flocking towards the border. At some point, this refugee pressure will be the stray that will break the camel's back, as it did in 1971.  
 
You said – people of Bangladesh will resist any Indian aggression. If that is true, why did you welcome them in 1971? The situation will be exactly the same again, when secular Muslims in Bangladesh will beg India again to save them, as they did in 1971; I was talking about that scenario.
 
I think, it was a close call this time. If Sheihk Hashina failed in her efforts, Awami League supporters, secular intellectuals, and religious minorities would have flocked to the border again by now. After that - we all would have begged India to help us.  
 
The thought of India ruling this unruly land, called Bangladesh, is utter nonsense. There is nothing to be gained from that venture, except to take the responsibility of feeding forever growing 160 million people, majority of who are religious fanatic, who will destabilize India even further. I don't think Indians are that stupid.
 
Thank you.


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___