Banner Advertiser

Monday, November 28, 2011

[mukto-mona] Secular Perspective



MY AUSTRIA VISIT AND PROJECT OF HOPE

 

Asghar Ali Engineer

 

(Secular Perspective December 1-15, 2011)

 

I was invited to visit Austria from 16-20th November 2011 to deliver a few lectures to schools students and citizens, activists and politicians as Right Livelihood Awardee which is also known as Alternate Nobel by sponsors of an interesting project called "Projects of Hope along with two other awardees Mr. Alyn Ware an anti-nuclear activist and member of New Zealand Parliament and Tony Clarke from Ottawa, Canada who received his Right Livelihood award for his work for environment. I had received this award for my work for inter-religious peace and communal harmony and also my contribution for human rights along with Swami Agnivesh. This programme was held in Bregenz, a beautiful city in the valley and surrounded by Alps Mountains.

 

The main organizers of this programme are Marrielle Manhal, Christian Hore and Sanjya, all three deeply committed to social causes and they have started this project which is very interesting. They invite every year three Laureates (Right Livelihood Recipients) to narrate their life story – what motivated them to work for the cause and what odds they faced and how they overcame these odds and sustained their work.

 

The main idea is to give hope to young students and motivate them to work for a better, cleaner and peaceful society along with social activists, citizens and politicians. It will be interesting to say a few words for Right Livelihood Award for those who do not know about it. Unfortunately in English speaking world only Nobel Prize is rated very high and even Magsaysay award is more known than Right Livelihood award.

 

Actually Nobel Prize is given either to pro-establishment activists (even Obama got this award for his empty rhetoric  and for not being able to stop Iraq or Afghanistan war and rushing to intervene in Libya like Bush would have done. But Alternate Nobel is given in Swedish Parliament for those activists who are pronouncedly anti-establishment and for challenging powerful people.

 

When I went to Sweden to receive this award a member of Socialist Party who taught political science in the Stockholm University invited me for tea and congratulated me for receiving this award saying this award is a 'good kick on the back of Nobel Prize´. Also, Nobel Prize is financed by the profit earned Mr. Alfred Nobel by selling arms and that is why Mr. Jean Paul Sartre the famous French writer refused to accept it saying it is money earned by selling of arms whereas as Right Livelihood is financed by money Mr. Jakob Von Uexkull received by auctioning his old stamp collection. It was a huge money which  Mr. Uexkull donated for giving this award to genuine activists.

 

Now coming back to the Projects of Hope and its activities. This is extremely interesting project being run by deeply committed people who want a healthy society which makes it possible to spiritual and right kind of livelihood and not corrupt and materialist one. The over consuming, globalized and capitalist society has distorted all the values and over-armed certain countries and over consumption has not only polluted our environment but also is fast exhausting our limited resources.

 

I told the audience in this regard that how Gandhiji viewed this situation. Gandhiji used to say hat there is enough on this earth for the need of entire humanity but there is not enough for greed of one person. The modern technology has increased our consumption no end and our greed has made us blind to all healthy values. Gandhiji's saying was greatly appreciated by my audience.

 

Mr. Tony Clarke, the environmentalist activist from Canada narrated a story which demonstrates how blind modern advanced countries have become for satisfying their greed. Canada has lot of oil deposits but these deposits Canadian Government that these sedimented rocks can be blasted easily using nuclear weapons. Such proposal would send shock down the spines of Canada. How harmful is nuclear radiation, even a school student knows. Yet, US Government made such suggestion blinded by their greed for over-consumption.

 

What was most interesting for me was our le3ctures before young students of high school level. It is much easier, as all of us know, to influence the young students. Their education system, we came to know through discussions, is mainly, like India, career oriented and have nothing to draw inspiration from. I was extremely happy with our presentation before these young students.

 

In fact they are our hope and this project hope is mainly targeted at them. The students heard us with rapt attention and raised many questions during discussion. It showed their curiosity to know more. Austria is also diverse society though its diversity is rather limited compared to India. In Bregenze there are about 10 per cent Muslims who are more unemployed and less educated.

 

I was told by Marrialle that there is lot of tension between Muslims and Christians AS Turks are treated as aliens, of different race and violent being Muslims. Like any other country Muslims are considered as violent and jihad is the main problem. These students Also raised the question on Jihad. As far as I could make out from his question, there was perhaps only one Turkish student out of around 60-70 who were taking part in the discussion.

 

I told them that in Qur'an and in Arabic language jihad does not mean war. The word jihad and its derivatives occur 41 times in Qur'an but not even once for war. For war Qur'an uses the word qital and clearly says that fight only those in the way of Allah who fight against you and do not comment excesses as Allah does not love those who are aggressors.(italics supplied). This clearly shows that Qur'an only permits war of defence, not war of aggression

  

Thus in western countries too education system has become a powerful tool to spread misinformation and prejudices. Thus I indeed admire these ladies Marialle, Sonja and Mr. Christine Hore who have taken such good initiative to inspire the young generation and give them hope. The name of the project "Projects of Hope itself is very important. I addressed students and teachers in two schools – one public school and one privately run Catholic School. Austria is mainly Catholic with 90% Catholics but only 11% are believers and remaining indifferent to religion.  Thus the school is run by Catholic Church but all students are not necessarily believers.

 

Someone asked me, when I was emphasizing truth as a value and what is difference between fact and value. It was very good question and many eye rows were raised. I said fact is mere conformity with empirical reality and that is what science deals with. Science deals with empirical reality whereas truth is more than empirical reality. It is facts plus values and truth is much more than mere empirical reality though it cannot contradict reality Thus truth is as much spiritual as material.

 

What religions emphasize is truth which includes values while being in conformity with empirical reality. Thus there cannot be any confrontation between science and religion.  While both can be of immense use for humanity both can be massively misused by vested interests as instruments. A teacher of philosophy liked my definition very much and said I was often confused when students asked me the difference. Thanks Dr .Engineer for removing this confusion.

 

I also told students and teachers today we have problems with religion as our priesthood equates religion only with some routine rituals and totally sidelines values. Thus religion becomes meaningless for today's educated people as they do not find any meaning in these rituals. All religions emphasize certain values which we never practice. There are seven values which are common more or less to all religions i.e. truth, equality, compassion, non-violence, love, human dignity and freedom.

 

Truth is emphasized by all religions so much so that in most of the religious traditions God's name is truth and Gandhiji gave so much importance to truth that he said 'truth is God. How can there be God where there is no truth. Today we are so absorbed in materialism and consumerism that we have forgotten these values and we no longer respect God's creation i.e. our universe. We are recklessly violating God's creation to fulfill our greed for consumerism.

 

There would have been no problem with earth's environment if we can contain our greed. It is real jihad for all of us. We can do this jihad together – Hindus, Jews, Christians, Muslims, Zoroastrians, Sikhs, Buddhists and Jains and there will be marvelous peace on earth. Kingdom of God or paradise will be here on earth here and now. But we have made our earth a virtual hell by our greed. It is America's greed which has inflicted violence on so many countries killing millions of people. Greed is more dangerous than terrorism which can be contained but not greed. I finished by reciting chapter 104 which so vividly describes this situation.

 

Tony Clarke and Alyn Ware, the two other awardees also spoke excellently well and drew great applause from the audience on environmental and nuclear theat. Both of them were great human beings. For lack of space I can summarize their speeches. Hope to do so in another article.

-------------------------------------        

Centre for Study  of Society and Secularism

Mumbai.



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] US government Ambassodor on war crimes news conference in Dhaka on war crimes trial etc



http://www.dailynayadiganta.com/details/13660

 

প্রথম পাতা

ট্রাইব্যুনালের রায় নিয়ে আপিলের ব্যবস' থাকতে হবে : স্টিফেন জে ্যাপ

যুদ্ধাপরাধের বিচার

নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিযুক্ত যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিফেন জে ্যাপ বলেছেন, ট্রাইব্যুনালের দেয়া রায় বিষয়ে মধ্যবর্তী আবেদনের সুযোগ থাকা উচিত। ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি রেডিও-টিভিতে প্রচারের পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের কাছে বিচার প্রক্রিয়া উন্মুক্ত থাকতে হবে। যারা আগ্রহী তাদের বিচারকাজ সম্পর্কে জানতে দিতে হবে।
ঢাকা সফররত স্টিফেন জে ্যাপ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটি দেখতে চাই যে অভিযুক্তদের অধিকার নিশ্চিত করা হয়েছে। বিচার যেন স্বচ্ছ, নিরপেক্ষ এবং সবার জন্য উন্মুক্ত রাখা হয়। অভিযুক্তদের মধ্যে যারা নির্দোষ তাদের নির্দোষ প্রমাণের সুযোগ দিতে হবে এবং তাদের মুক্তি দেয়া উচিত।
লিখিত বক্তব্যে স্টিফেন জে ্যাপ বলেন, আমাকে দুঃখের সাথে কথা বলতে হচ্ছে, আমরা বাংলাদেশের যুদ্ধাপরাধ আইন এবং বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য যেসব প্রস্তাব দিয়েছিলাম এর আগে তার বেশির ভাগই মানা হয়নি। কিছু কিছু মানা হয়েছে কিন' আরো অনেক কিছু মানা সম্ভব ছিল।
তিনি বলেন, এই বিচার প্রক্রিয়ায় কী ঘটছে তা সবাইকে জানাতে হবে। সাধারণ মানুষের পক্ষে আদালতের অধিবেশনে যোগ দেয়া সহজ এবং সম্ভব নয়। তাই সরাসরি রেডিও-টিভিতে সমপ্রচারের ব্যবস' থাকা উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিয়েরালিওনে যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত বিশেষ আদালতে প্রতিদিন যে কার্যক্রম হয় তা ইংরেজি এবং সে দেশের ভাষায় বিস্তারিত লিখে ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়। বাংলাদেশেও এটা করা যেতে পারে। তিনি বলেন, এমনভাবে বিচারকাজ পরিচালনা করা উচিত যাতে তা স্বচ্ছ হয় এবং বিশ্বের সবার জন্য উন্মুক্ত হয়।
প্রতিদিন সরাসরি সমপ্রচার করা না গেলেও সাপ্তাহিক প্রতিবেদন প্রচার করে মূল সাক্ষ্য, যুক্তিতর্ক এবং রুলিং দেখানো উচিত। কম্বোডিয়ায় এটি করা হচ্ছে। অথবা নিরপেক্ষ পর্যবেক্ষকদের এই বিচার প্রক্রিয়া অনুসরণ করার অনুমোদন দিতে হবে, যাতে তারা প্রাত্যহিক সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে ইন্টারনেট অন্যান্য সাংবাদমাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারে।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ বলতে কী বোঝায় তা যথাযথভাবে সংজ্ঞায়িত করা উচিত। মানবতাবিরোধী অপরাধ বলতে কী বোঝায় সে বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত করা আছে। কিন' বাংলাদেশে বিষয়টি এখনো কোনো সংজ্ঞার মধ্যে ফেলা হয়নি। হত্যা ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তা কি রাজনৈতিক উদ্দেশ্যে, জাতিগত নিধন করার জন্য বা বর্ণ এবং ধর্মগত কারণে নিধনের উদ্দেশ্যে করা হয়েছিল কি না তা যেমন স্পষ্ট করতে হবে, তেমনি এগুলোর মধ্যে কোন বিষয়টি বিচার প্রক্রিয়ায় প্রমাণ করতে হবে সে বিষয়টিও পরিষ্কার করা হয়নি। এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক আদালতে যেসব বিচার এবং রায় হয়েছে তাতে এসব বিষয়ের কোনটি তারা প্রমাণ করতে চেয়েছে তা আগেই নির্ধারণ করা হয়েছে।
স্টিফেন জে ্যাপ বলেন, যারা অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন তাদের অধিকার রয়েছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে প্রমাণাদির যথার্থতা যাচাই করার এবং নিজেদের পক্ষে সাক্ষ্য প্রমাণ হাজির করার। তাই অভিযুক্তদের মধ্যে কেউ যদি নির্দোষ থাকে তবে তাকে নির্দোষ প্রমাণের সব সুযোগ-সুবিধা দিতে হবে এবং তাদের মুক্তি দেয়া উচিত। আর যারা অপরাধী তাদের শাস্তি প্রদান করা উচিত।
লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্ত পক্ষ এবং তাদের আইনজীবীদের মামলার প্রস'তির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। বাংলাদেশের অন্যান্য মামলায় উভয় পক্ষকে যেমন সম-অধিকার দেয়া হয়, এখানেও তা দিতে হবে। অন্যান্য অপরাধের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যেসব অধিকার নিশ্চিতভাবে উপভোগ করে যুদ্ধাপরাধের বিচারে অভিযুক্তদেরও সেসব অধিকার চর্চার সুযোগ দেয়া গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ট্রাইব্যুনাল একটি বিশেষ এবং স্বাধীন আদালত, যা নিজম্ব ধারা প্রক্রিয়াগুলোর জন্য নিজেই দায়ী। বিচারকরা ধারাগুলো সংস্কার করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত হওয়ার আগে নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ থাকতে হবে। তেমনি 'যুক্তিসঙ্গত দ্বিধা-সন্দেহের ঊর্ধ্বে ' প্রমাণ ধারাগুলো সংযোজন করা উচিত।
লিখিত বক্তব্যে বলা হয়, আইনের ধারাগুলো সংশোধন করে এমন একটি সাক্ষী নিরাপত্তা প্রক্রিয়া গড়ে তুলতে হবে, যা উভয়পক্ষ ব্যবহার করতে পারে। কেউ যদি এগিয়ে এসে সত্য কথা বলতে চায় তাহলে তাকে যেমন কোনো প্রকার হুমকি এবং ভয়ভীতির শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বর্তমান সফরের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কিভাবে এই বিচারকাজ পরিচালনা করবে তা জানা। যেসব সংবিধি ধারা তৈরি করা আছে কিভাবে ওগুলো বাস্তবে প্রয়োগ করা হচ্ছে তা জানা। এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এবং তা করতে দিতে এখনো অনেক কিছুই করার বাকি আছে।
আমরা এখানে এসেছি, কারণ যুক্তরাষ্ট্রের জনগণ এটা নিশ্চিত করতে চায় যে, বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ হচ্ছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের বিরুদ্ধে অতীতে ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনের সাথে জড়িত থাকার অভিযোগ এনে তাকে সরে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছে অভিযুক্ত পক্ষ থেকে। গতকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বিষয়ে ব্যাখ্যাদানকালে স্বীকার করেছেন, তিনি তদন্ত কমিশনের সেক্রেটারিয়েট সদস্য ছিলেন। ১৪ নভেম্বর অপর দুই বিচারপতির রায়েও চেয়ারম্যানের সদস্য থাকা বিষয়ে অস্বীকার করা হয়নি। তা ছাড়া অপর আরেক অভিযুক্তর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তার অনুপসি'তিতে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। অবস'ায় তার দ্বারা কিভাবে ন্যায় বিচার পাওয়া সম্ভব সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্টিফেন জে ্যাপ বলেন, জন্য টাইব্যুনালের রায়ের বিষয়ে মধ্যবর্তী আবেদনের সুযোগ থাকা উচিত।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস'ান নিয়েছিল। বর্তমানে অভিযুক্তরাও পাকিস্তানের পক্ষে অবস'ান নিয়েছিল। তাই অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্র অভিযুক্তদের বাঁচাতে ট্রাইব্যুনালকে হেয় প্রতিপন্ন করতে চায়। সাংবাদিকদের জাতীয় প্রশ্নের জবাবে বলেন, ওই সময়ে যে সরকার ক্ষমতায় ছিল তারা এখন কেউ ক্ষমতায় নেই। সে সময়কার যুক্তরাষ্ট্রের নীতি আর এখনকার নীতি এক নয়। বর্তমানে বারাক ওবামার প্রশাসন যুক্তরাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। যুদ্ধাপরাধের যে বিচার বাংলাদেশে চলছে তা যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় এবং অভিযুক্তদের জন্য ন্যায় বিচার নিশ্চিত হয় সেটিই দেখতে চায় ওবামা প্রশাসন।
যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে পরামর্শ গ্রহণ বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারকাজ সম্পর্কে অবহিত করার জন্য বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১০ জানুয়ারি ঢাকা সফরে আসেন স্টিফেন জে ্যাপ। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তিনি বিভিন্ন মহলের সাথে বৈঠকে মিলিত হন। এর পর আরো একবার বাংলাদেশ সফর শেষে স্টিফেন জে ্যাপ বাংলাদেশ সরকারের কাছে সুপারিশ পেশ করেন বিচারকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করার বিষয়ে। বর্তমানে তৃতীয়বারের মতো তিনি বাংলাদেশ সফর করছেন

 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___