Banner Advertiser

Wednesday, March 30, 2016

[mukto-mona] Mollah Dance





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Please click and read



SitangshuGuha 646-696-5569



__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...






মার্শাল ল' এবং একটি মামুলি মামলা
 
রেটিং :
 
0.47%
 
গড় রেটিং:
সংবিধান
সোমবার |২৬ এপ্রিল ২০১০ |১৩ বৈশাখ ১৪১৭ |১০ জমাদিউল আউয়াল ১৪

 ফরিদা মজিদ

<<  মানুষের যেসব মৌলিক অধিকারের গ্যারান্টি দেওয়া ছিল বাহাত্তরের সংবিধানে, ১৯৭৭ থেকে নানা মার্শাল ল' প্রক্লেমেশন দ্বারা সেসবের অধিকাংশ খর্ব করা হয়েছিল। এই নৈরাজ্য থেকে সৃষ্ট অবস্থা মানুষকে কত রকমভাবে নাজেহাল করেছে তার সব তো জানি না, জানা সম্ভবও নয়। শুধু একটি জলজ্যান্ত উদাহরণ হলো মুন সিনেমা হলের মামলাটির আসল আরজি। দেশের আইন-আদালতগুলোর হালহকিকত বা কার্যর্ক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে গর্ব করার মতো কিছু নেই। অথচ তারই মধ্যে একটি মামুলি মামলা, প্রচলিত আইন প্রয়োগ দ্বারাই সুচিন্তিত পরিচালনাপূর্বক কী করে পঞ্চম সংশোধনীর মতো একটি মারাত্মক ক্যান্সার থেকে দেশ ও জাতিকে পরিত্রাণ দিতে পারল, বিচারিক সৎ সাহস ও দেশপ্রেমের তা এক প্রকৃষ্ট দৃষ্টান্ত । >>
 
বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী বা ১৯৭৯ অ্যাক্ট বলে পরিচিত আইনের ওপর ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্টের একটি রিট মামলার রায়কে বহাল রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচার বিভাগের এই পদক্ষেপের ফল জাতির সংবিধান ১৯৭৯ আইনের মতো নীতিবিবর্জিত ও রীতি উপেক্ষা করে আরোপিত এক সর্বনেশে করাল ছায়া থেকে মুক্তি পেল, এটা আনন্দের কথা। গণতান্ত্রিক সরকারের কর্তৃত্ব যে তিনটি স্তম্ভের ওপর স্থাপিত, তার একটি যে বিচার বিভাগ_ সেকথা মানুষ খানিকটা টের পেল নতুন করে। ক্ষমতার পৃথক্করণ গণপ্রজাতন্ত্রী সরকারের একটি অপরিহার্য শর্ত, যে শর্তের বলে সরকারের বিধানিক (পার্লামেন্ট), নির্বাহী ও বিচারিক ক্ষমতা আলাদা এবং স্বতন্ত্র বিভাগের ওপর ন্যস্ত থাকার কথা। পৃথক অথচ অভিন্ন, একমাত্র ধ্রুব লক্ষ্য হলো দেশ ও জাতির কল্যাণকর সেবা। সেই গুরুদায়িত্ব পালনে কোনো একটি বিভাগ অপারগ বা লক্ষ্যভ্রষ্ট হলে অপর দুই বিভাগের যেন শক্তি থাকে ভুল শোধরানোর। এই অমোঘ শর্তের নিদারুণ অবমাননার ফলশ্রুতিই তো পঞ্চম সংশোধনী।

প্রথমেই জেনে রাখা প্রয়োজন এই নিরেট আইনি তথ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মার্শাল ল' বলে কোনো আইন নেই। কখনও ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত প্রণীত সব প্রক্লেমেশন, মার্শাল ল' অর্ডার এবং রেগুলেশনগুলো ছিল বেআইনি এবং বাতিলযোগ্য।

পাকিস্তান নামক নতুন দেশটিতে বহু চেষ্টার পর ১৯৫৬ সালে যদিওবা একটি সংবিধান খাড়া করা হলো, সেই সংবিধান অনুযায়ী প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠান হলো না। গণতন্ত্রবান্ধব কোনো আইন প্রবর্তন করার শুরুতেই প্রচণ্ড বাধা নিয়ে এলো ১৯৫৮ সালে আইয়ুব খানের মতো সামরিক প্রতাপধারী একনায়কত্বের রাজত্ব। এখানে বিচার বিভাগের হস্তক্ষেপের ভীষণ প্রয়োজন ছিল। পাকিস্তানের তৎকালীন চিফ জাস্টিস মুনীরের উচিত হয়নি রাষ্ট্রীয় ক্ষমতার এই জবরদখলকে বৈধতা দেওয়া। প্রতিবাদ দূরের কথা, বরং সিভিল ক্ষমতার জবরদখলকে বিচারিক অজুহাত দিয়ে তিনি তার খেতাব দিলেন 'ডকট্রিন অব নেসেসিটি'। দেশের ওপর অবৈধ মার্শাল ল' চাপিয়ে দিয়ে বলা হয়, 'দেশ এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়।'১৯৭০ সালে যে সাধারণ নির্বাচন হলো গোটা পাকিস্তানে, যা যুক্ত-পাকিস্তানে প্রথম ও শেষ অবাধ, নিরপেক্ষ এবং নিয়মানুগ নির্বাচন, তাও ছিল পূর্ব পাকিস্তানের জনতার অবিশ্রান্ত গণআন্দোলনের ফসল। এই কষ্টলব্ধ নির্বাচনের ফলাফল অনুযায়ী গণতান্ত্রিক স্বাধিকার পাওয়ার কথা, শুধু বাংলারই নয়, গোটা পাকিস্তানের মানুষের। 

গণতন্ত্রের প্রতিশ্রুতির নগ্ন নির্লজ্জ বরখেলাপ ঘটল ১৯৭১ সালের ২৫ মার্চ নৃশংস সামরিক বাহিনীর অঘোষিত আক্রমণে। তার আগে ৭ মার্চের জনসমাবেশে নির্বাচন-বিজয়ী শেখ মুজিবকে যে বলতে হয়েছিল, 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...' সেখানে আমাদের অনেকের কানে ওই 'এবারের' শব্দটিতে ছিল বেদনার্ত অতীতের স্মৃতিব্যাকুল দ্যোতনা। অনেকবার তো হলো, আর কত? ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা তাই এমনই স্বতঃস্ফূর্ত! কেবল পঁচিশ বছরের ব্যবধানে দু'দুটি কালজয়ী স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হওয়া এবং দু'বারই বিজয়ী হওয়া পৃথিবীর ইতিহাসে একটা অনন্যসুলভ দৃষ্টান্ত। তারপর ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত 'স্বাধীনতার ঘোষণাপত্র' দিয়ে বিলোপ করা হলো পূর্ব পাকিস্তান নামধারী এক আজগুবি প্রেত। স্বাধীনতার এই ঘোষণাপত্রের মধ্যে ছিল অদূরবর্তী সংবিধানের দলিল প্রণয়নের ভিত্তিগুলোর প্রতিশ্রুতি। যারা এই সংবিধানকে তুচ্ছ করেছে, কৃতকর্মে বা মতামত পোষণ করে, তারা জ্ঞানত বা অজ্ঞানত সেই বিগত ঔপনিবেশিক শাসনব্যবস্থায় মোহাবিষ্ট।

১৯৭২-এ সংবিধান প্রণয়নকারীদের নিষ্ঠার পেছনে ছিল দুই শ' বছরের রণক্লেদাক্ত এক জনগোষ্ঠীর সমষ্টিগত স্মৃতি ও পুঞ্জিত অভিজ্ঞতা। তাদের কাছে ছিল মৌলিক মানবাধিকারগুলো সংরক্ষণার্থে জাতিসংঘ সনদের নির্দেশিকা, বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা, আর দেশি-বিদেশি সংবিধান বিষয়ক (Constitutional Jurisprudence) বিশেষজ্ঞদের সহৃদয় উপদেশ ও পরামর্শ। বাংলাদেশের গণপরিষদের কাছে খসড়া সংবিধান অনুমোদন উপলক্ষে ৪ নভেম্বর ভাষণ প্রদান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেগাপল্গুত হয়ে বলেছিলেন, 'আজ আবার স্মরণ করি আমার জীবনের বিপদসমূহের কথা, যেসব থেকে আমি উদ্ধার পেয়েছি; কিন্তু তা সত্ত্বেও আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না।'সব দেশের সংবিধানই জনগণের আদরের ধন। মার্কিন যুক্তরাষ্ট্রে তো সংবিধানের মহিমা প্রতিটি নাগরিকের আত্মগৌরবের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। বাংলাদেশের মানুষের মনে বাহাত্তরের সংবিধানের অমন অবস্থানে থাকার কথা, বিশেষ করে এটি যখন এত কষ্টে অর্জিত এক অমূল্য রতন। 

সেই কষ্টের পটভূমি সামান্য বর্ণনা করার চেষ্টা করলাম এতক্ষণ ধরে। উপরন্তু মনে রাখতে হবে, গণতান্ত্রিক সংবিধান এমনই এক রতন যার মূল্য দিন দিন বৃদ্ধি পায়, দীপ্তি বিচ্ছুরিত হয় তার নিত্যব্যবহারে। সিন্দুকে ভরে বন্ধ রাখলে তার কানাকড়ির মূল্য নেই। সংবিধানকে ব্যবহৃত হতে না দেওয়া একটি গণতন্ত্রের শ্বাসনালি দু'হাতে চেপে ধরার শামিল। ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের কী হাল হলো, তার কথা বলেছি। অনুরূপ হিংস্র অঘটনচক্রে নিপতিত হলো বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো আনীত হলো কিছু ধ্বংসাত্মক সংশোধনী, যেগুলোর অধিকাংশই ছিল গণতন্ত্রবিরোধী এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির লক্ষ্যে। এখানে আমি কেবল পঞ্চম সংশোধনীর দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে চাই। আমার মনে হয়, এই একটির ন্যায়বিবর্জিত অসাংবিধানিক প্রস্তুত প্রণালির ব্যাখ্যা অন্যগুলোর বৈধতা যাচাই করতে সাহায্য করবে। সাংবিধানিক সংশোধনী একটি সংবিধানের বিশেষ কোনো অংশ বা ক্ষেত্রের অপূর্ণতাকে পূর্ণ করে গোটা সংবিধানকে আরও ব্যাপক ব্যবহারযোগ্য শক্তি জোগায়। সংশোধনী আনার যেসব প্রথা বা প্রক্রিয়া পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত আছে, সেসবের প্রতি দৃকপাতটুকু দেওয়া হয়নি বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনীর বেলায়।

তাৎক্ষণিকভাবে সিভিল ক্ষমতা জবরদখলের পাকিস্তানি মডেল ছিল একপ্রস্থ বেআইনি কাণ্ড। সেই প্রস্থের ওপর স্তরে স্তরে চাপানো হলো অবৈধ মার্শাল ল' প্রণীত আরও কিছু কালো ফরমান জারি। জোড়াতালি ও গোঁজামিল দিয়ে বাংলাদেশের আদি সংবিধানের আদর্শাবলির বাঁধ ভেঙে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে। লোকের চোখে ধুলো দেওয়া এই মেকি সংসদ থেকে পাস করা হলো কিম্ভূতকিমাকার এই পঞ্চম সংশোধনী যা আমাদের দেশের গৌরবময় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের সংকল্পে উদ্ভাসিত সংবিধানকে কেটেকুটে ছিন্নভিন্ন করে দিল। সেসব কাটাকাটি যে কতটা অনিষ্টকারী ও দুরভিসন্ধিমূলক, তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। বাস্তবিক অর্থে এটি কোনো 'সংশোধনী' নয়, এটি সংবিধান ধ্বংসকারী এক জলল্গাদি কুড়াল। মানুষের যেসব মৌলিক অধিকারের গ্যারান্টি দেওয়া ছিল বাহাত্তরের সংবিধানে, ১৯৭৭ থেকে নানা মার্শাল ল' প্রক্লেমেশন দ্বারা সেসবের অধিকাংশ খর্ব করা হয়েছিল। এই নৈরাজ্য থেকে সৃষ্ট অবস্থা মানুষকে কত রকমভাবে নাজেহাল করেছে তার সব তো জানি না, জানা সম্ভবও নয়। শুধু একটি জলজ্যান্ত উদাহরণ হলো মুন সিনেমা হলের মামলাটির আসল আরজি। দেশের আইন-আদালতগুলোর হালহকিকত বা কার্যর্ক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে গর্ব করার মতো কিছু নেই। অথচ তারই মধ্যে একটি মামুলি মামলা, প্রচলিত আইন প্রয়োগ দ্বারাই সুচিন্তিত পরিচালনাপূর্বক কী করে পঞ্চম সংশোধনীর মতো একটি মারাত্মক ক্যান্সার থেকে দেশ ও জাতিকে পরিত্রাণ দিতে পারল, বিচারিক সৎ সাহস ও দেশপ্রেমের তা এক প্রকৃষ্ট দৃষ্টান্ত। 

মুন সিনেমা হলের মালিক, বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের অধিকার ছিল তাদের সম্পত্তি সংরক্ষণে। সেই মৌলিক অধিকার হরণ হলো কীভাবে? ১৯৭৭ সালের সামরিক জান্তার ঘোষণা মোতাবেক মুন সিনেমা হল নাকি 'পরিত্যক্ত সম্পত্তি' হিসেবে গণ্য, আর ওই আইনের বলে তা বেহাত হয়ে 'মুক্তিযোদ্ধা সংসদ' নামক এক সরকারি প্রতিষ্ঠানের দখলে চলে যায়।  প্রাথমিক ধাপের মামলায় মুন সিনেমা হলের মালিকের পক্ষে প্রদত্ত রায়কে অকার্যকর করে দেয় একটি সরকার থেকে আনীত রিট, যেখানে দাবি করা হয় যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৭-এর মার্শাল ল' ফরমান জারি বৈধতা লাভ করেছে, অতএব মুন সিনেমা হল সরকারি দখলপ্রাপ্ত।হৃত সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মুন সিনেমার মালিক কোম্পানি তখন অন্যান্য প্রতিকার চাওয়ার পাশাপাশি পঞ্চম সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে নতুন আরেকটি রিট দায়ের করেন। ২০০০ সালে দায়ের করা ওই রিট পিটিশনের শুনানি শেষে সরকার কর্তৃক মুন সিনেমা হলের ব্যবস্থাপনা মুক্তিযোদ্ধা সংসদের কাছে হস্তান্তর এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে তার বৈধকরণসহ পঞ্চম সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে বিচারপতি মোঃ গোলাম রাব্বানী এবং বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরকার ও অন্যান্য বিবাদীর প্রতি একটি রুলনিশি জারি করেন। 

আদালতে বিচারকের দায়িত্ব নয় আইন তৈরি করার। তার মুখ্য দায় হলো প্রণীত আইন যথাযোগ্যভাবে প্রয়োগ হচ্ছে কি-না, তার দিকে নজর রাখা এবং আইনের সঠিক ব্যাখ্যা অনুসারে বিচারকর্ম চালানো। এর বাইরে আরও একটি দায়ভার অর্পিত থাকে বিচারকের ঘাড়ে। ঠিক ওই বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রটিতেই চলে আসে বিচার বিভাগের স্বতন্ত্র ও স্বাধীন কর্তৃত্বের ইস্যু। একটি প্রণীত আইন, সে যেমনই হোক, ভালো না মন্দ আইন, সে প্রশ্নও বিচারকের কাছে অবান্তর। তবে আইনটি প্রণয়ন হলো কার দ্বারা? আইন জারি করা ব্যক্তি বা সংগঠনটির কি অথরিটি ছিল এবং তা ছিল কতখানি বৈধ বা সংবিধানসঙ্গত, কোন বিধানিক কলকাঠি বা পদ্ধতি অবলম্বনে আইন প্রণীত হলো তার বৈধতা, এসব যাচাই-বাছাই করার ভার স্বাভাবিকভাবেই বিচার বিভাগের ওপর ন্যস্ত থাকে। 

গণতন্ত্র প্রতিহতকারী অপশক্তির সঙ্গে সেই যে পাকিস্তানের চিফ জাস্টিস মুনীর বিচার বিভাগের যোগসাজশকারী ভূমিকার নেতিবাচক নিদর্শন দেখিয়েছেন ১৯৫৮ সালে, তার প্রভাবাচ্ছন্নে বাংলাদেশের বিচার বিভাগ বাধাগ্রস্ত হয়েছে বারবার গণতন্ত্রের পক্ষ নিয়ে নিজের স্বাধীন ক্ষমতা প্রতিষ্ঠা করতে। নির্বাচিত সরকারের আমলেও নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে সংবিধানের বিধিমালা ও ন্যায়াদর্শ কার্যকর রাখার মহান কর্তব্য পালন করতে পারেনি বিচার বিভাগ। এই মুন সিনেমা হলের মামলা, যেখানে পঞ্চম সংশোধনী একেবারে সরাসরি একজন সাধারণ নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াল, সেখানেও বিচারকর্মকে চালাতে হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। মুন সিনেমা হলের মামলা পরিচালনায় যে সাহস, আইনি মেধা ও স্থৈর্যের পরিচয় দিয়েছেন মাননীয় বিচারপতিগণসহ বাদীপক্ষের উকিলবৃন্দ, তার জন্য তারা দেশ ও জাতির ধন্যবাদার্হ। সিনিয়র অ্যাডভোকেট এমআই ফারুকী ও তার সহযোগী রুহুল কুদ্দুস বাবু প্রাথমিক পর্যায়ে এ মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরে আজমামুল হোসেন চূড়ান্ত শুনানি পর্যায়ে মামলা পরিচালনা করেন। ২০০৫ সালে শুনানি শেষে বিচারপতি এবিএম খায়রুল হক ও এটিএম ফজলে কবীর সমন্বিত হাইকোর্টের আরেকটি দ্বৈত বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে মুন সিনেমা হলটি তার মালিক বরাবর ফেরত দেওয়ার যুগান্তকারী রায়টি ঘোষণা করেন।

এমনি করে অনতিকালে ধ্বংসকারী সংশোধনীগুলোর ফাঁক থেকে বাংলাদেশের আদি সংবিধানকে উদ্ধার করে গণতন্ত্রের গতিময়তা ও পঙ্কোদ্ধার হোক_ এই কামনা করি। 
                    
হ ফরিদা মজিদ : প্রাবন্ধিক, ইংরেজি ও বাংলাভাষার অধ্যাপক (অব.), যুক্তরাষ্ট্র 
                
From: nabdc@googlegroups.com <nabdc@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Sunday, March 27, 2016 11:18 PM
To: nabdc@googlegroups.com; pfc-friends@googlegroups.com; RANU CHOWDHURY; Mohammad Gani; Abid Bahar; NewEngland Awami League; Hussain Suhrawardy; Zoglul Husain; zainul abedin
Subject: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...
 
রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রক্রিয়া: যার সূত্রপাত ঘটেছিল একটি সিনেমা হল থেকে...

'মুন সিনেমা হল মামলা' সম্পর্কে সাধারণ মানুষদের কয়জন জানেন? কেউই হয়তো কিছু জানেন না, কারণ সাধারণ মানুষ ব্যস্ত রয়েছে ক্রিকেট খেলা ও অন্যান্য বিষয় নিয়ে। অথচ এই 'মুন সিনেমা হল' মামলাকেই ঘুরিয়ে-পেঁচিয়ে এমন এক রায় দেয়া হয়েছে, যাতে বাতিল হয়ে গিয়েছে সংবিধানের 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস', ফিরে এসেছে হিন্দু ও নাস্তিকদের বহুল আকাঙ্খিত 'ধর্মনিরপেক্ষতা'। ভাবছেন এটা কী করে সম্ভব? তো আসুন বিষয়টি আলোচনা করি। একাত্তরে যুদ্ধের পর এদেশের বহু পাকিস্তানী তাদের প্রচুর সম্পত্তি ফেলে চলে যায়। সেসব সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয় 'অর্পিত সম্পত্তি' হিসেবে। সেরকম একটি সম্পত্তি ছিলো পুরান ঢাকার ওয়াইজঘাটের 'মুন সিনেমা হল', যার মালিক ছিলো পাকিস্তানের 'ইটালিয়ান মার্বেল ওয়ার্কস'। এই সম্পত্তি বঙ্গবন্ধু সরকার বাজেয়াপ্ত করে প্রদান করেছিলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। কিন্তু স্বাধীনতার পর ১৯৭২ সালে কোম্পানীর নাম বদলে 'বাংলাদেশ ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেড' রাখা হয় । তারা মুন সিনেমা হল ফিরে পেতে নানা জায়গায় লবিং করতে থাকে। এর মধ্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এর পর শিল্প মন্ত্রণালয় ২৭ জুন ১৯৭৫ সালে ওই সম্পত্তি 'পরিত্যাক্ত সম্পত্তি" বলে প্রাক্তন মালিককে চিঠি দিয়ে জানিয়ে সব আবেদন নাকচ করে দেয়। স্বাভাবিকভাবেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ইটালিয়ান মার্বেল ওয়ার্কস থেকে ১৯৭৬ সালে সম্পত্তি ফেরত পাবার আদেশ কামনা করে হাইকোর্টে রিট করেন। রিট দায়েরের প্রায় এক বছর পর ১৯৭৭ এর ১৫ জুনে হাইকোর্ট তার রায়ে মন্ত্রণালয় ও কল্যাণ ট্রাস্টকে সম্পত্তি ফেরত দিয়ে দেবার নির্দেশ জানিয়ে রিট নিষ্পত্তি করেন। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালের সংবিধানের ৫ম সংশোধনীতে আর্টিকেল ৭ এ একটি ধারা যুক্ত করেন যে, মুক্তিযুদ্ধের যাবতীয় শত্রুসম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা পাবে। আইনটি ছিলো মুক্তিযোদ্ধাদের জন্য খুবই উপকারী। কিন্তু এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় মুন সিনেমা হল মামলা। এখানেই শুরু হয় আসল নাটক। এরপর সামরিক শাসন বাতিল হলে ১৯৯৪ সালে সিনেমা হলের মালিক ফের মামলা করেন। তখন মামলাটি গিয়ে দাঁড়ায় এই তর্কবিতর্কে যে, জিয়াউর রহমানের ঐ আইন করার এখতিয়ার ছিলো কি না ,শুনে অবাক হবেন, এই মামলার রায় দেয়া হয় ২০০৫ সালে বিএনপি-জামাত ক্ষমতায় থাকা অবস্থায়। রায়ে বলা হয়, জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ, তার পুরো শাসনকাল অবৈধ, তার শাসনকালের সময়ে করা পঞ্চম সংশোধনী অবৈধ। এই রায় দিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত দেয়, মুন সিনেমা হলের জমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছ থেকে নিয়ে ইটালিয়ান মার্বেল ওয়ার্কসের মালিক মাকসুদুল আলমকে বুঝিয়ে দিতে হবে। তখন বিএনপি সরকার তড়িঘড়ি করে মামলাটি কোনভাবে স্থগিত করিয়ে রাখে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এই মামলাকে সচল করা হয়। ২০১০ সালে এই 'মুন সিনেমা হল' মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় এবং জিয়াউর রহমান আমলের সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে 'গণভোট' রেখেছিলেন, যেই 'গণভোট' নিয়েই সংবিধানে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' যোগ করা হয়েছিলো। ২০১০ সালের রায়ে এই 'গণভোট' বাতিল করে দেয়া হয়, যার ফলে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' সংবিধান থেকে বাতিল হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, যেই 'মুন সিনেমা হল'কে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে কেড়ে নিয়ে মাকসুদুল আলমকে বুঝিয়ে দিতে বলা হলো, সেই মাকসুদুল আলম যুদ্ধের সময়েই পাকিস্তান চলে যায়। সে ফেরত আসেনি, এই ছুতোয় 'মুন সিনেমা হল' এর সম্পত্তি এখনও ফেরত দেয়া হয়নি। জমি জমির জায়গাতেই আছে, ওদিকে বাদ দিয়ে দেয়া হয়েছে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস'।

এখানে আমরা যা দেখতে পেলাম-

১) 'বাহাত্তরের সংবিধান' পন্থীরা প্রায়ই বলে থাকে, তারা সংবিধান চেঞ্জ করেছে নাকি 'মুক্তিযুদ্ধের চেতনা' ফিরিয়ে আনার জন্য। কিন্তু 'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট' থেকে সম্পত্তি কেড়ে নিয়ে তা পাকিস্তান পলাতক মাকসুদুলকে বুঝিয়ে দেয়ার মধ্যে কোন 'মুক্তিযুদ্ধের চেতনা' কাজ করছে, তা সত্যিই আমার বুঝে আসে না। সাথে সাথে পাঠকদের এটাও জানা দরকার যে, সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্ত হয়েছিলো 'গণভোট' এর মাধ্যমে। হাইকোর্টের রায়ে এই গণভোট বাতিল করার ফলেই 'ধর্মনিরপেক্ষতা' প্রতিষ্ঠিত হয়েছিলো। অর্থাৎ গণতন্ত্রের নাম করে 'গণভোট' বাতিল করা হলো, আর 'মুক্তিযুদ্ধের চেতনা'র নামে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের বিরুদ্ধে রায় দেয়া হলো।

২) আওয়ামী লীগ সরকার খুব চালাক। সংবিধানের মূলনীতি পরিবর্তনের এখতিয়ার একমাত্র পার্লামেন্টের, কিন্তু আওয়ামী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে 'আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দিয়েছে। কাজটি সম্পূর্ণই বেআইনি, কিন্তু আওয়ামী সরকার তা করেছিলো নিজের ঘাড়ে দায় না নেয়ার জন্য।ঠিক সেভাবেই বর্তমানে যে সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' উঠিয়ে দেয়ার কাজ চলছে, তা করা হচ্ছে আদালতের মাধ্যমে। অথচ আদালতের এই বিষয়ে কিছু করার এখতিয়ার নেই। কিন্তু পার্লামেন্টে করলে আওয়ামী লীগের ঘাড়ে সরাসরি নাস্তিকতার দায় চাপবে, তাই তারা এখানেও আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করছে।

৩) এখানে ইসলামবিরোধীদের মূল অস্ত্র হয়েছে একটি পরিত্যাক্ত সিনেমা হল। একটি সিনেমা হলের মামলার রায় দিতে গিয়ে সংবিধান থেকে 'আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেয়া হয়েছে এবং 'ধর্মনিরপেক্ষতা' ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ হারাম থেকে হারামই উৎপন্ন হয়। বর্তমানে হয়তো সিনেমা হল নেই, কিন্তু ক্রিকেট খেলা তো রয়েছে। ভারত থেকে নর্তকী এনে কনসার্ট করা তো রয়েছে। এর সুদূরপ্রসারী ফলাফল আমাদেরকে চিন্তা করতে হবে। ক্রিকেট খেলায় জাতিকে ডুবিয়ে রেখে কতো ক্ষতি করা হচ্ছে, তা হয়তো কেউ চিন্তাও করতে পারবে না। কলকাতা থেকে বিভিন্ন অভিনেতা এনে সাক্ষাৎকারে বলানো হচ্ছে, বাংলাদেশে এই সম্পত্তি তার, ঐ সম্পত্তি তার। এসব ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হয়তো এমন আইন পাশ করা হবে, যেখানে লেখা থাকবে কলকাতা থেকে হিন্দুরা সম্পত্তি ফেরত চাইলে তা মুসলমানরা ফেরত দিতে বাধ্য থাকবে। একটি সিনেমা হলের জমির মামলাকে কেন্দ্র করে যদি সংবিধান বাতিল করে দেয়া যায়, তাহলে এমনটি হলে তাতে আশ্চর্যের কিছু থাকবে না।

অর্থাৎ মুসলমানদের এখন সমস্ত হারাম কাজ ত্যাগ করে মুসলমান হওয়াটাই সবচেয়ে বেশি জরুরী। একটি হারাম থেকেই উৎপত্তি ঘটতে পারে বিরাট দুর্যোগের, যাতে ধ্বংস হয়ে যেতে পারে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আজকের ক্রিকেটের উল্লাস আগামী দিনের পরাধীনতার হাহাকার, আজকের ভারতীয় শিল্পীর গিটার আগামী দিনের বিএসএফের হিংস্র বেয়নেট।

 

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] একশ বছর পরও যেন কেউ বলে বিচার উন্নতমানের ছিল - তুরিন আফরোজ



তুরিন আফরোজ

একশ বছর পরও যেন কেউ বলে বিচার উন্নতমানের ছিল

print

সোমবার মার্চ ২৮, ২০১৬, ১০:১৭ এএম.


একশ বছর পরও যেন কেউ বলে বিচার উন্নতমানের ছিল

বিডিলাইভ ডেস্ক: একাত্তর সালে বাংলাদেশের জনগোষ্ঠীর ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যায় জড়িত এদেশীয় যুদ্ধাপরাধীদের বিচার চলছে। নানা ষড়যন্ত্র ও বিতর্কের জাল ছিন্ন করেও এ কাজ এগিয়েছে। একাত্তর দেখিনি আমি। কারণ আমার জন্মই একাত্তরে। তথন যে চেতনা ধারণ করে মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিলেন, আমিও সেটি ধারণ করি। সে বোধ থেকেই একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পৃক্ত হওয়া। যুক্ত হওয়ার ইচ্ছাটা ছিল আগে থেকেই। কিন্তু কীভাবে যুক্ত হব, কোন ফরম্যাটে কাজ করব, তা নিয়ে দ্বন্দ্বে ছিলাম। বিদেশে আইনের ওপর পড়াশোনা করে দেশে ফিরে যুদ্ধাপরাধের বিচারের যে আন্দোলন, তার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলাম। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে যোগদান করে তাদের আইন-বিষয়ক সেক্রেটারিও হলাম। সেটা ২০১০ সালের কথা।

মুক্তিযুদ্ধের চেতনা যাতে আজকের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এ জন্য আইন মন্ত্রণালয়ের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'আমার একাত্তর' নামে একটি অনুষ্ঠান করতাম। দেশব্যাপী চলত সেটা। তরুণ মুক্তিসেনা ক্যাম্প করে তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার কাজ শুরু করি আমরা।

পুরো কাজটাই ছিল আমার পরিকল্পনায়। যেহেতু একেক সময় একেক ইতিহাস সামনে এসেছে, এতে আজকের প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি থাকা স্বাভাবিক। এই বিভ্রান্তি দূর করা, তাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া– এভাবে নানা ফরম্যাটে কাজ করছিলাম। এমন সময় কাদের মোল্লার রায় নিয়ে যখন বিক্ষোভ দেখা দিল, গণজাগরণ মঞ্চ তৈরি হল, দেশজুড়ে সংক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এল, আমিও তাতে পা মেলালাম।

তখন গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বিভিন্ন সংগঠন ও মহল থেকে দাবি উঠল যে, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এমন একজনকে নিয়োগ দেওয়া হোক, যিনি আন্তর্জাতিক আইন ও যুদ্ধপরাধ আইন বোঝেন। আমাদের দেশে আইনটি যেহেতু নতুন, সেহেতু এ বিষয়ে বিশেষজ্ঞ পাওয়া কঠিন ছিল।

এ অবস্থায় প্রসিকিউশনে আমাকে নেওয়ার কথা উঠল। কিন্তু আমার ভাবনা ছিল অন্য জায়গায়। যেহেতু অনেকগুলো মামলা এরই মধ্যে শুরু হয়ে গেছে, এসবের মধ্যে যদি সত্যিই তেমন কোনো দুর্বলতা থাকে, সেসব কীভাবে কতটা কাটিয়ে উঠতে পারব তা নিয়ে। যাহোক, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ তৈরি হয়। আমিও প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাই ২০ ফেব্রুয়ারি। এভাবেই রাজপথের একজন আন্দোলনকারী থেকে, একজন গবেষক থেকে, আইনের শিক্ষক থেকে মূল প্রসিকিউশনে সম্পৃক্ত হই।

কিন্তু এমন একটা সময়ে যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলাম যখন কাদের মোল্লার রায় নিয়ে সারাদেশে অসন্তোষ বিরাজ করছে। গণমানুষের প্রত্যাশা পূরণের দিকটি ছিল গুরুত্বপূর্ণ। মামলাগুলো সঠিকভাবে পরিচালনা করার চ্যালেঞ্জ তো ছিলই। আমার নিয়োগে তাই মোটেও স্বাগত জানানো হয়নি। কারণ, কাদের মোল্লার রায়ের ক্ষেত্রে চারদিকে সমালোচনা চলছিল যে, প্রসিকিউশনের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় ঘটেছে। এমন প্রেক্ষাপটে আমার নিয়োগের অর্থ হল, আমাকে সেসব দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

সে ক্ষেত্রে যাদের সঙ্গে কাজ করব, যারা আমার সহকর্মী, তাদের অনেকেই আমাকে সহজভাবে নিতে পারেননি। এমনও ভেবেছি যে সরে দাঁড়াব। কিন্তু তখনও একাত্তরের কাছেই অনুপ্রেরণা পেয়েছি। একাত্তরেও তো নানা প্রতিকূলতা মোকাবেলা করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমাকেও পিছু হটলে চলবে না। লড়াই করে জয়ী হতে হবে। কাজের মধ্য দিয়েই আমাকে সবার আস্থা অর্জন করতে হবে।

পরে যখন একে একে সব মামলা আমরা সঠিকভাবে পরিচালনা করতে থাকি, তখন সহকর্মীরাও আস্তে আস্তে আমার ওপর আস্থা রাখতে শুরু করেন।

প্রসিকিউটরদের মধ্যেও মতভিন্নতা ছিল। মতভিন্নতা কোথায় নেই বলুন? এক পরিবারের সদস্যদেরও তো ভিন্ন ভিন্ন মত থাকে। প্রসিকিউটররা একেক জন একেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তাদের মধ্যে মতানৈক্য থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু দেখতে হবে এসব সত্ত্বেও আমরা এই বিচার এগিয়ে নিয়ে যেতে পারছি কি না। আমাদের ব্যক্তিগত আচার, আচরণ নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। তা নিয়ে সমালোচনাও হতে পারে। কিন্তু আমরা যখন মামলা মোকাবেলা করছি, তখন শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েই কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমরা যদি একমত হতে না পারতাম তাহলে মতিউর রহমান নিজামীর রায়ের ফলাফল এমন না-ও হতে পারত। সুতরাং ব্যক্তিগত বিভাজন বা সমালোচনা আমাদের মূল কাজে প্রভাব ফেলেছে বলে মনে করি না। আমরা যথাযথভাবে টিমওয়ার্ক করতে পেরেছি, পারছি।

এটাও ঠিক, যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে অনেকের বিরাগভাজন হয়েছি। জামায়াতে ইসলামীর হুমকি-ধামকি পেয়েছি। আমাকে তুলে নেবে, আমার বাচ্চাকে তুলে নেবে, এসব। বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছে, উড়ো চিঠি এসেছে। ককটেল মারা হল বাসায়। টেলিফোনে নানা বাজে কথা, মোবাইলে এসএমএস পাঠানো এসব তো আছেই। এসব হুমকিতে মোটেই দমে যাইনি। সাহস নিয়ে লড়াই করেছি। তবে সন্তানের ওপর হুমকি এলে মা হিসেবে স্বাভাবিকভাবে আমার মধ্যে আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি এ কথা সত্যি যে, কারও কারও শত্রু হলেও বন্ধু পেয়েছি অনেক। পাশে দাঁড়িয়েছেন বহুজন।

মামলা চালাতে গিয়ে আরও নানা চ্যালেঞ্জ ছিল। প্রতিটি মামলা নিয়ে দেশে-বিদেশে খবর বেরুচ্ছে। সমালোচনা হয়েছে, হচ্ছে। সেখানে কিন্তু নিজেরাই নিজেদের কাজের মানোন্নয়নের প্রশ্নটি এসে যায়। কীভাবে আরও ভালো করা যায় সেসব খতিয়ে দেখতে হয়েছে। নতুন নতুন জুরিসপ্রুডেন্স আমার আইনের সঙ্গে সম্পৃক্ত করেছি। যেমন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পৃথিবীর আর কোথাও নেই। সেটি সঠিকভাবে সম্পৃক্ত করেছি। প্রথমে সুপিরিয়র রেসপনসিবিলিটির কনসেপ্টে বসানো হল। তারপর এটি মামলাতে আনলাম। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ জুরিসপ্রুডেন্সের আলোকে আমাদের আইনের সঙ্গে সম্পৃক্ত করা হল। এ রকম বিভিন্ন চ্যালেঞ্জ একেক সময় নিয়েছি।

আগামীতে প্রথম চার্জ আনতে যাচ্ছি ওয়ার ক্রাইমের উপর কিশোরগঞ্জের একটি মামলায়; এ পর্যন্ত এই ট্রাইবুনালে ওয়ার ক্রাইমের কোনো চার্জ আনা হয়নি। তারপর জেনোসাইডাল রেপ, ভায়োলেশন অন জেনেভা কনভেনশন সামনে নিয়ে আসছি। এসবই চ্যালেঞ্জ, যা আমি আমার দিকেই ছুঁড়ে দিই।

সব সময় চেষ্টা করি, আমাদের জুরিসপ্রুডেন্স যেন আরও উন্নত হয়, আন্তর্জাতিক মানের সব কিছু যেন এখানটাতে থাকে। আমাদের আইনগুলো পড়ে একশ বছর পরেও যেন কেউ বলে, এই বিচার অনেক উন্নতমানের ছিল।

প্রসিকিউশনের দুর্বলতা নিয়ে নানা সময়ে নানা কথাবার্তা উঠছে। আমি বলব, প্রসিকিউশনের সীমাবদ্ধতা যে একেবারে নেই তা নয়। যেমন, তাদের ভালো কোনো রিসার্চ সেন্টার নেই, সমৃদ্ধ লাইব্রেরি নেই, দরকারি অনেক বইয়েরও অনুপস্থিতি চোখে পড়ে।। তা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি। নুর‍্যেমবার্গ ট্রাইব্যুনাল যখন কাজ শুরু করে, তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। আমাদের এত সমস্যা, নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পেরেছি, এটা আমার বিবেচনায় গোটা পৃথিবীর জন্য একটা বিরাট ইতিবাচক দৃষ্টান্ত।

যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মান নিয়ে প্রথমদিকে যতটা সমালোচনা হয়েছে, এখন কিন্তু তা নেই। সেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে। যুদ্ধাপরাধ-বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপও ঢাকায় এসে বলেছেন, আমাদের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন। বিচারকরা অনেক ভালো কাজ করছেন। সবচেয়ে বড় কথা, সত্য আমাদের পক্ষে। সুতরাং আমরা যদি যথাযথ শ্রম দিই, আন্তরিকতা নিয়ে কাজ করি, জয় আমাদের হবেই।

ন্যুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে হেগের জাতিসংঘের ট্রাইব্যুনাল ইত্যাদির চেয়ে আমাদের ট্রাইব্যুনালের আলাদা বিশেষত্ব রয়েছে। ওই সব আদালতের সঙ্গে আমাদের ট্রাইব্যুনালের কাঠামোগত পার্থক্য হল, আমাদেরটা ডমেস্টিক, দেশীয় আইনে বিচার হচ্ছে এখানে।

আর গুণগত দিক দিয়ে বলব, আমাদের বিচারিক প্রক্রিয়া অন্য যে কোনো যুদ্ধাপরাধ আদালতের বিচারের চেয়ে অনেক মানসম্পন্ন। এর যথেষ্ট কারণও আছে। প্রথমত, আমাদের বিচার শুরু হয়েছে অপরাধ সংঘটনের চল্লিশ বছর পর। সুতরাং এ সংক্রান্ত অনেক তথ্য-উপাত্ত হারিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী পাওয়া অনেক দুষ্কর। সে সব কারণে এই বিচার আসলে অসম্ভব সম্ভব করে তোলার মতো ব্যাপার। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আন্তর্জাতিক আইনকে ইনকর্পোরেট করেছি। আন্তর্জাতিক আদালতগুলোতে বিভিন্ন দেশের বড় বড় বিশেষজ্ঞদের বিচারিক কাজে যুক্ত করা হয়। তা সত্ত্বেও অনেক আদালতই কিন্তু সেভাবে বিচারকাজ এগিয়ে নিতে পারছে না। কম্বোডিয়া, সিয়েরালিয়ন ইত্যাদি দেশের বিচার শুরু হতেই বছরের পর বছর সময় লেগেছে। যেখানে কম্বোডিয়ার প্রথম মামলার কাজ শুরু করতে ১০ বছর লেগেছে, আমরা ছয় বছরে ২০টি মামলার রায় এনেছি। সে দিক থেকেও আমাদের অর্জন অনেক বড়।

তারপর দেখুন, আমরা কত মানবিক। বিশ্বের কোথাও যুদ্ধাপরাধের বিচারে জামিন দেওয়া হয় না। আমরা কিন্তু বয়সের বিবেচনায় জামিন দিচ্ছি। ন্যুরেমবার্গ ট্রায়ালে কিন্তু আপিলের সুযোগ ছিল না। আমাদের এখানে আছে। আছে শুধু নয়, দেশের সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ আছে; এমনকি আপিল বিভাগের রায় রিভিউয়েরও সুযোগ রাখা হয়েছে। আরেকটি কথা, গোলাম আযমের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলেই আমরা মনে করি। কিন্তু আদালত তার বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় যাবজ্জীবন দিয়েছেন।

যেসব চিহ্নিত যুদ্ধাপরাধী পলাতক রয়েছে, দেশের বাইরে রয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পরামর্শে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করলে এর একটা সুরাহা হতে পারে।

অনেক বাধাবিপত্তি পেরিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি মামলার রায় হয়েছে। কয়েকটির রায় কার্যকর হয়েছে। অনেকগুলোর বিচারকাজ চলছে। এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমার অনুভূতি হল, এতে জীবন বিপন্ন হতে পারে সত্যি; কিন্তু আমার মৃত্যু মানে কি চেতনারও মৃত্যু? অবশ্যই নয়।

আমার কাজকেই আমি একাত্তর মনে করি। হ্যাঁ, কাজই আমার একাত্তর।


ঢাকা, মার্চ ২৮(বিডিলাইভ২৪)// আর কে
http://www.bdlive24.com/home/details/102025/ একশ-বছর-পরও-যেন-কেউ-বলে-বিচার-উন্নতমানের-ছিল-



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Pleas read



Great article, terrible facts!
But what is the solution?

Hasan Mahmud.



From: Sitangshu Guha <guhasb@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Tuesday, March 29, 2016 10:34 PM
Subject: Pleas read


__._,_.___

Posted by: Hasan Mahmud <hasan@hasanmahmud.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Tuesday, March 29, 2016

[mukto-mona] Pleas read





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে কি হয় -- পাকিস্তানে কি হচ্ছে . . .Farida Majid



Supreme Court asks if parliament can declare Pakistan a secular state



He also asked whether all future generations will remain hostage to what had been decided earlier. He further asked how a constituent assembly comes into being. Justice Nisar's colleague Justice Asif Saeed Khosa, who triggered the debate during the proceedings, said the question is if parliament can declare secularism as the basic feature of the state.


http://tribune.com.pk/story/881083/supreme-court-asks-if-parliament-can-declare-pakistan-a-secular-state/





From: nabdc@googlegroups.com <nabdc@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Tuesday, March 29, 2016 10:38 PM
To: nabdc@googlegroups.com; pfc-friends@googlegroups.com; Abid Bahar; zainul abedin; Zoglul Husain; Zillur R. Khan; Suhas Barua; Bilal Uddin; RANU CHOWDHURY; qamruddin chowdhury; N.E. AWAMI LEAGUE; Mohammad Gani; Muazzam Kazi; mhaq1@hotmail.com; rashed Anam
Subject: {NA Bangladeshi Community} রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে কি হয় -- পাকিস্তানে কি হচ্ছে . . .Farida Majid
 

​​....by the way, Farida bua; everybody knows it as a fact that these terrorist who are attacking, committing sabotage against Pakistani interests are not Pakistani citizens nor they are Afgans, but are Indian terrorists and spies (highly trained by Indian army to sabotage and ruthlessly kill Pakistani citizens )to undermine Pakistan as a independent nation.Then they pay some hungry greedy beggar like you to do this kind of howling !
                                                                                                               Nazir.


2016-03-28 14:25 GMT-04:00 Farida Majid <farida_majid@hotmail.com>:
রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে কি হয় -- পাকিস্তানে কি হচ্ছে . . .

Twenty nine children among 72 killed as Taliban suicide bomber blows himself up next to SWINGS at a park in Pakistan

    Around 300 people were injured in the attack in the centre of Lahore today
    No terrorist group has yet claimed responsibility for the attack on the park
    City is the heart of Prime Minister Nawaz Sharif's political base of Punjab

    Punjab launched an ongoing war against Taliban insurgents in the state

http://www.dailymail.co.uk/news/article-3511528/Dozens-mothers-children-52-killed-suicide-bomber-targeted-Christians-celebrating-Easter-park-Pakistan.html

পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি "কামিতা ২০৫০" বাকশালি চিয়ার লিডার ফরিদা বুয়া  এবং সহমর্মী Secularistদের উদ্দেসসে  নিবেদিত            

 
অনন্ত জলিল মায়ের কোলে মাথা রেখে: মা আমি একটি ছেলেকে পছন্দ করি। আমাদের সাথে পড়ে। অনেক কিউট আর হ্যান্ডসাম। ওর ঠোটগুলোতে সব সময় লাল লিপস্টিক মাখা থাকে।
মা: কি বলিস। কি নাম ওই ছেলের?
জলিল: শাকিব খান।
মা: তোদের ক্লাসের বিলকিস বেগমের কি হলো? তুই না ওকে পছন্দ করতি?
নায়ক: না মা.. ওর বিয়ে হয়ে গেছে। ও তসলিমা বেগমের হাত ধরে পালিয়েছে।
মা: যাক.. তাও একটা মেয়ের হাত ধরে পালিয়েছে। তোর বোনটা যে আমার মুখে চুনকালি মাখিয়ে একটা ছেলের হাত ধরে পালালো এই লজ্জা রাখি কোথায়? মেয়ে হয়ে একটা ছেলের হাত ধরে পালালো। দেশে কি মেয়ের অভাব পড়েছে? ছি:... আচ্ছা শাকিবের গার্ডিয়ানকে আসতে বল।
শাকিব খান গার্ডিয়ান নিয়ে অনন্তের বাড়িতে রওয়ানা দিয়েছে। এমন সময় বাহিনী নিয়ে ডিপজলের এ্যটাক।শাকিব খান: ছেড়ে দে শয়তান। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না।
ডিপজল: হে হে হে… আমারতো ওইটাই দরকার। অবশেষে জলিল ঢিসুম ঢিসুম করে উদ্ধার করলো। গার্ডিয়ান নিয়ে ছেলে পক্ষ এখন জলিলের বাড়িতে। ছেলে দেখে মা বললেন, মাশাল্লাহ… সূর্যের মতো মুখ। আমার পছন্দ হয়েছে। দাও বাবা হাতটা দাও। মা শাকিব খানের হাতে আংটি পরাতে পরাতে বললেন… আমার শাশুড়ি আমাকে এই আংটি দিয়েছিলো। আজ তোমাকে পরিয়ে দিলাম। এর মূল্য রেখো বাবা। শাকিব খান মায়ের পায়ে সালাম করতে করতে.. দোয়া করবেন মা। জলিল আর আমার সংসার যেন সুখের হয়। অবশেষে সানাই বাজিয়ে বিয়ে হলো। কাঁচা ফুল দিয়ে বাসর সাজানো। শাকিব খান মাথা নুইয়ে বিছানায় বসে। জলিল আস্তে করে দরজা লাগিয়ে শাকিবের পাশে এসে বসলো। এই মুখটা তোলো না। এর পর পরই শুরু হলো বৃষ্টিভেজা উদ্যাম নৃত্য... দুজনের গায়ে অর্ধেক খোলা স্বচ্ছ সাদা জামা। জলিল গাইছে, চির দিনই তুমি যে আমার যুগে আমি তোমারই। শাকিব জলিলের হাত ধরে.. আমি আছি সেই যে তোমার তুমি আছ সেই আমারি.....!! তারপর দুজন এক সাথে… সঙ্গী

সঙ্গী আমরা অমর সঙ্গী......হলের দর্শক সাড়িতে বসে থাকা এক পুরুষ আরেক পুরুষকে এক নারী আরেক নারীকে জড়িয়ে ধরে আবেগে চোখ মুছছে।

 ১ বছর পর… জলিল আর শাকিব দুজনেই হাসপাতালে। ডাক্তার চেকাপ করে খুব উচ্ছ্বাসিত হয়ে মাকে বললো… খুশির খবর আছে। মা আবেগে চোখের পানি ফেলে… বুঝে গেছি ডাক্তার সাহেব বুঝে গেছি। আমি দাদী হতে চলেছি। আমার এতো আনন্দ লাগে ক্যারে। অনন্ত বিছানায় শুয়ে মায়ের দিকে তাকিয়ে: হে হে অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ।
ডাক্তার: তুই চুপ থাক। মায়ের দিকে তাকিয়ে, দু:খিত, আপনি ভুল বুঝেছেন। দুইটায়ই অর্শ্ব আর গনোরিয়া রোগে ভুগছে। এক জনের পাইলস তো চরম আকারে। খুশির খবর হলো ওদের পেট যে ফুলে আছে জলিলের পেটে আড়াই মণ লিপস্টিক পাওয়া গেছে। আর শাকিবের পেটে পাওয়া গেছে জলিলের মুছ। বাজারে লিপস্টিকের ভালো দাম। এগুলো বিক্রি করে আপনি কোটিপতি হয়ে যাবেন। আর আপনার দেখি দাদী হওয়ার অনেক শখ। তালগাছ লাগিয়ে কলা আশা করেন কিভাবে? মা চোখ মুছতে মুছতে… আমি কোটি টাকা চাই না। আমি দাদী হতে চাই। দাদী ডাক শুনতে চাই। সমাপ্ত ।।
আমেরিকা সহ প্রায় ২৫টি দেশে সমকামীতা বৈধতা দেয়া হয়েছে। কোন সন্দেহ নেই বাংলাদেশেও এক সময় দেয়া হবে। আর তখন আমেরিকায় শিশু কামিতা, কুকুর কামিতা, ছাগল কামীতা, মুরগী কামীতার বৈধতা পাবে। দোকানে মুরগী কিনতে গেলে

দোকানদার জিজ্ঞেস করবে মুরগী কি খাইতে নিবেন নাকি কামীতা করতে? খাওয়ারটা ৩০০ টাকা কেজি আর কামীতা

মুরগী সাড়ে ৫০০ টাকা। আরেকটা আছে অস্ট্রেলিয়ান হাইব্রিড। ওটা দিয়ে দুটোই করতে পারবেন। দাম একটু বেশি। ছি:….দুদিন ধরে সমকামীতা নিয়ে লিখবো লিখবো ভাবছিলাম। কিন্তু ঘৃণায় আমার.লিখা আসছে না। এদেরকে ঘৃণা জানানোর ভাষাও আমার জানা নেই। সমকামীতার উপকারিতা নিয়ে অনেকগুলো পোস্ট আমার হোম পেজে ভেসে আসছে। যারা এগুলো লিখছেন তাদের জন্য এত্তগুলা আফসোস।

......উপরের কাল্পনিক ছবিতে শাকিব খান এবং অনন্ত জলিলের নাম ব্যবহার করেছি। ... আশা করি তাদের ফ্যানরা এটাকে ফান হিসেবেই নেবেন ।।


.....................................................................................................................................................................................................................................................

From: nabdc@googlegroups.com <nabdc@googlegroups.com> on behalf of Mohamed Nazir <nazir0101@gmail.com>
Sent: Monday, March 28, 2016 10:42 PM
To: nabdc@googlegroups.com; Quazi Nuruzzaman; NewEngland Awami League; Suhas Barua; shamsul wares; Hussain Suhrawardy; Mohammad Gani; Muazzam Kazi; mhaq1@hotmail.com; Abid Bahar; zainul abedin; Zoglul Husain; Zillur R. Khan; RANU CHOWDHURY; Jamal G. Khan
Subject: {NA Bangladeshi Community} Fwd: "রিট খারিজ, রুল ডিসচার্জ।"
 


"রিট খারিজ, রুল ডিসচার্জ।"
কোর্ট শুরু হয়েছে ২:০০ টায়, সুপ্রীম কোর্টের এনএক্স ভবনের ২০ নম্বর রুম।
তিন জাস্টিস (নাইমা হায়দার, কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামাল বসে আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবি (অ্যার্টনী জেনারেল) মাহবুবে আলম উপস্থিত ছিলো না, ছিলো তার সহযোগী অ্যার্টনী জেনারেল মুরাদ রেজা। সে কোর্টের কাছে আরো সময় চায়। এ সময় জাস্টিস কাজী রেজাউল হক তাকে বসিয়ে দেন।
এ সময় দাড়ায় থার্ড পার্টি হিসেবে ইন্টারভেনারদের (ইসলামের পক্ষে) আইনজীবি টিএইচ খান ও এবিএম নুরুল ইসলামসহ আরো অসংখ্য আইনজীবি। এ সময় জাস্টিস ক...াজী রেজাউল হক তাকেও বসিয়ে দেয়। বলে-্আগে রিট আবেদনকারীদের (রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের পক্ষে) কথা শুনবো। এ সময় দাড়ায় রিট পক্ষের (ইসলাম বাতিলের পক্ষে) আইনজীবি সুব্রত চৌধুরী, যে হিন্দুদের অন্যতম নেতা। সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য।
তার কাছে কাজী রেজাউল হক জানতে চায়- রিট দায়েরকারী কথিত 'স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির' লোকাস স্ট্যান্ডি (রিট দায়ের করার আইনী বৈধতা) আছে কি না ? কিন্তু হিন্দু নেতা সুব্রত চৌধুরী তা দিতে সক্ষম হয় না।
ফলে কোর্ট শুরু মাত্র ১০ মিনিটের মধ্যে জাস্টিস কাজী রেজাউল হক বলে-
"রিট খারিজ, রুল ডিসচার্জ।"
উপরের যে ঘটনাগুলো বললাম, তা হচ্ছে কিছুক্ষণ আগে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে রিট আবেদন খারিজ করার ঘটনা।
প্রকৃতসত্য হচ্ছে- এগুলো ছিলো পুরোটাই সাজানো নাটক। যদি আজকে মুসলমানরা চুপ করে বসে থাকতো, তবে বিভিন্ন আইনের অজুহাতে আজকেই হয়ত রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হতো। কিন্তু যেহেতু মুসলমানরা তীব্র আন্দোলন করেছে, তাই ভীত হয়ে আইনের অজুহাত দিয়েই বাতিল করা হলো কথিত রিট আবেদন। তাই আজকের রিট আবেদন বাতিল হওয়ার মূল কৃতিত্ব ছিলো রাজপথে ও ফেসবুকে আন্দোলনরত মুসলিম সমাজের।
তবে একজন জানালো- রায় ঘোষণা হওয়ার পর কোর্ট থেকে চরম রাগান্বিত অবস্থায় এক সাদা চামড়ার ইউরোপীয় ব্যক্তিকে সে হন হন করে বের হয়ে যেতে দেখেছে। ঐ ব্যক্তির নাম ডেভিড বার্গম্যান। সে ড. কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের জামাই, সে একজন ব্রিটিশ ইহুদী। এখান থেকে বলা যায়- বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার চক্রান্ত কত সুদূর প্রসারী ছিলো।
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সত্যের আন্দোলন সফল হোক।
 
আমার মনে হয়, বাংলাদেশের মানুষ বুঝতেই পারেনি-
আজকে কত বড় একটি বিপদ ও আন্তর্জাতিক চক্রান্ত থেকে বেঁচে গেলো তারা। মূলত আজকের এই রিট ছিলো বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মোসাদ-সিআইএ ও র' এর সম্মিলিত চক্রান্তের অংশবিশেষ, যা দ্বারা দেশ ও জাতিকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিলো। বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়ায় আজকে 'রাষ্ট্রধর্ম বহাল' নিয়ে ব্যাপক খবর প্রকাশ এবং সেখানে তাদের হতাশা দেখলে বোঝা যায়- এই ইস্যুটি কত ব্যাপক চক্রান্তের অংশ ছিলো তাদের।
আসুন দেখি আন্তর্জাতিক মিড...িয়ার খবরগুলো-
১) এবিসি নিউজ: http://goo.gl/NF5MZN
২) রয়টার্স : http://goo.gl/IN3a0Q
৩) ওয়াল স্ট্রিট জার্নাল : http://goo.gl/RPxcfp
৪) এনডিটিভি : http://goo.gl/6dzYLq
৫) দ্য হিন্দু : http://goo.gl/XczmDX
৬) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস : http://goo.gl/eIOuzC
৭) টাইমস অব ইন্ডিয়া : http://goo.gl/1JWJIQ
৮) ডেইল মেইল ইউকে : http://goo.gl/lrIFzp
৯) দ্য হিন্দুস্থান টাইমস : http://goo.gl/X1JTbZ
১০) ইসরাইল ফরেইন এ্যাফেয়ারস : http://goo.gl/dM90n4
বাংলাদেশের মুসলমানদের উচিত প্রতিক্ষেত্রে অমুসলিমদের চক্রান্তের ব্যাপারে শতভাগ সচেতন ও প্রস্তুত থাকা। তবেই রক্ষা পাওয়া সম্ভব, অন্যথায় নয়।
See More

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home