Banner Advertiser

Saturday, March 1, 2014

Re: [mukto-mona] ভারতকে দেয়া কথা রাখছেন কা.সিদ্দিকি!



First of all, I did not saying anything for or against Jamat. I do not know how that gotten into this discussion (Not against it but just wondering).

External pressure did little to save innocent Hindus who were attacked day after last national election. Albeit we had rather peaceful Upazila elections all over the nation. BAL can take credit for it.

Indian president's person interest in Bangladesh is not a secret (After all he is our jamai babu). However apparently he spend little too much time into our domestic issues and neglected his own party. So as per recent polls BJP will be taking over the next Indian administration.

Now if he can manage to educate other Indian politicians to give our us fair share of water, we'll become best friends in no time.

Shalom!


-----Original Message-----
From: Subimal Chakrabarty <subimal@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Fri, Feb 28, 2014 4:54 pm
Subject: Re: [mukto-mona] ভারতকে দেয়া কথা রাখছেন কা.সিদ্দিকি!

 
No Mr. Q. R, not only big brother India, some big brothers from Europe are also against strengthening the hands of Jamat-e-Islami. I hope the external pressure or request will have positive impact on our future politics. Jamat-e-Islam should be banned. I hope AL will do it during it's present term. 

Sent from my iPhone

On Feb 27, 2014, at 3:16 AM, QR <qrahman@netscape.net> wrote:

 
সূত্র জানায়, 'আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকির দলকে অংশ নিতে বলেন প্রণব মুখার্জি। নির্বাচনে অংশ না নিলেও ওই সরকারের 'বড়ো রকমের' বিরোধিতা না করতেও বলেন প্রণব


সূত্র জানায়, 'প্রণব মুখার্জিকে ভারত সফরে গিয়ে কাদের সিদ্দিকি প্রতিশ্রুতি দেন, জঙ্গিবাদ, মৌলবাদের পক্ষে যায়, এমন রাজনীতিকে তিনি আর সমর্থন করবেন না। এর কারণে তিনি বিএনপি, জামায়াতের নেতৃত্বাধীন ১৯ দলের জোটে যোগ দেননি। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মাত্র দশদিন আগে বদরুদ্দোজা চৌধুরির বিকল্প ধারা, আ স ম আবদুর রবের জেএসডি, কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লিগ- এ তিন রাজনৈতিক দল মিলে গত ২৬ ডিসেম্বর গঠিত হয় নতুন রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।'

সূত্রমতে, 'কাদের সিদ্দিকি গত ২৫ নভেম্বর এমন দিন ভারত সফরে যান, যেদিন সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়। বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এছাড়া জোট এ তফসিল প্রত্যাখান করে পরদিন থেকে প্রথম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এসব কর্মসূচিতে কাদের সিদ্দিকির দলকে পায়নি জোট।'

তথ্যমতে, 'কাদের সিদ্দিকি ২৫ নভেম্বর হঠাৎ করে ভারত সফরে যান। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তিনি ভারত যান বলে তার দল থেকে দাবি করা হয়। ভারতে গিয়ে প্রণবের সঙ্গে কা. সিদ্দিকি বৈঠক করেন।'



>>>>>>>> I am glad our big brother Pronob is looking after our country. Maybe he is spending too much time into it. After all according to recent polls his own party Congress is heading towards a beating in next upcoming election (Unless he can arrange a one party election).

Either way it is assuring that Pronob is deeply involved in our domestic politics by setting up how much "opposition" should our opposition parties should be doing.


Pronob babu sacrificed his own precious time since our politicians quit thinking about us, it is a hidden blessing indeed. Other sources also credited Pronob for "Managing" our "Thuthu baba" (AKA Ershad) to agree with last election.

Thank you Sri Pronob Mukharjee for being so thoughtful and thank you member Khan for sharing this precious article with us. For last few days, I thought everyone abandoned us. I am revealed that, India still deeply involved in our affairs and we have nothing to worry!!

For those who badmouth politicians should thank Mr. Kader Siddiqi. At least he is true to his "Protectors". He is not a "Nimakharam" person but a grateful person.


অনেকের মতে, 'গত চার দলের জোট সরকারের আমলে কাদের সিদ্দিকির প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন হাজার কোটি টাকা দুর্নীতি করে। দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে পারে। আর গ্রেপ্তার ঠেকাতে তিনি ভারতে গিয়েছিলেন!'

>>>>>>>> Amazing India. It can even stop arrest in a foreign country!

I think we should not underestimate India anymore and be respectful of India. America is known for abandoning allies but India is true to her followers.

Thank you India....

Peace!

[ P S - You should read this post with some sense of humor. If you don't, please do not read it ]

-----Original Message-----
From: Jamal G. Khan <M.JamalGhaus@gmail.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Mon, Feb 24, 2014 7:54 pm
Subject: [mukto-mona] ভারতকে দেয়�


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] মিথ্যা বললেন খালেদা!




মিথ্যা বললেন খালেদা!

khaledaচতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে টপকে যাওয়ার মিথ্যা আবেগে আপ্লুত বিএনপি। আর সে আবেগ পুরোপুরিই স্পর্শ করেছে খোদ বেগম জিয়াকে। তা না হলে যুক্তি ছেড়ে আবেগের ঘোড়ায় দৌড়াতেন না তিনি।

এমন মন্তব্য গোপালগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের।

শনিবার বিকেলে রাজবাড়ীর জনসভায় ১৯ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, 'গোপালগঞ্জের ২টি জায়গায় আমাদের সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।'

নেত্রীর এ দাবির পরিপ্রেক্ষিতে যোগাযোগ করা হলে গোপালগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে। তারা খালেদা জিয়ার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বললেন, সমর্থন তো দূরের কথা চেয়ারম্যান পদে চার উপজেলার কোথাও বিএনপির কোনো প্রার্থীকেই চোখে পড়েনি।

বিএনপি চেয়ারপারসনের দাবির সত্যতা যাচাইয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, জেলা সদর ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় দলীয়ভাবে প্রার্থিতা উন্মুক্ত করে দেয়া হয়। তবে এসব উপজেলায় বিএনপি সমর্থক বা সমর্থিত কেউ ছিলেন না।

অপরদিকে, কাশিয়ানী ও মুকসুদপুরে বিএনপি ঘরানার দুই নেতার চেয়ারম্যান পদে প্রার্থিতার তথ্য পাওয়া গেলেও তারা দু'জনেই দল বদল করে অনেক আগেই ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন বলে দাবি করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

বিএনপি ঘরানার হিসেবে চিহ্নিত মুকসুদপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।

কোটালীপাড়ার নতুন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার বললেন, 'মুকসুদপুর ও কাশিয়ানীর নতুন দুই চেয়ারম্যান অনেক আগেই আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তবে উপজেলা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র হিসেবে।'

একই কথা বললেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা শেখ লুৎফার রহমান বাচ্চু। তিনি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বিরুকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে দাবি করে বললেন, 'একসময় তিনি বিএনপিতে থাকলেও অনেক আগেই যোগ দিয়েছেন আওয়ামী লীগে।'

মুকসুদপুরের শিমুল ও কাশিয়ানীর বিরুর দলীয় পরিচয় সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর সঙ্গে। তিনি বিরুর দলবদলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সুব্রত ঠাকুর আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা বিরুর পক্ষে মাঠে নামে। এসময় তিনি শিমুলকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করে দলীয় চেয়ারপারসনের হিসাব মিলিয়ে দেয়ার চেষ্টা করেন।

কিন্তু খালেদা জিয়ার দাবির প্রসঙ্গে আশরাফুল আলম শিমুলকে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, 'খালেদা জিয়া বললেই হলো? বিএনপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়া যদি তেমন কোনো কথা বলেই থাকেন সেটা তার ব্যাপার। আমার করার কিছু নেই।'

আওয়ামী লীগের দুর্গ হিসেবে চিহ্নিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের জন্মস্থান গোপালগঞ্জ। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দুই দফার ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। এ প্রসঙ্গে শনিবার বিকেলে রাজবাড়ীর জনসভায় বক্তব্য দিতে গিয়ে গোপালগঞ্জ প্রসঙ্গটি টেনে আনেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানের জনসভা মঞ্চে বক্তব্য দেন খালেদা জিয়া। সেখানে উপজেলা নির্বাচন শেষে দ্রুত সরকার পতন আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি।

এসময় খালেদা জিয়া বলেন, 'আমরা বলেছি, আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচনে যাবো না। অন্য নির্বাচনের কথা বলিনি। কারণ উপজেলা নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। আমরা উপজেলা নির্বাচনে এসেছি বলে সরকারের গায়ে জ্বালা ধরেছে। উপজেলা নির্বাচনে তারা অনিয়ম করেছে। তারপরও আমরা জয়লাভ করেছি। গোপালগঞ্জের ২টি জায়গায় আমাদের সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।'

এর আগে বক্তৃতার শুরুতে তিনবার কথা দিয়ে রাজবাড়ীতে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে গোপালগঞ্জ সদরে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা শেখ লুৎফার রহমান বাচ্চু ও কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার বিজয়ী হন। দ্বিতীয় দফায় কাশিয়ানী উপজেলায় জানে আলম বিরু ও মুকসুদপুরে আশরাফুল আলম শিমুল নির্বাচিত হয়েছেন।

http://news.zoombangla.com/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE/

  1. মিথ্যা বললেন খালেদা! | News for life

    news.zoombangla.com/মিথ্যা-বললেন-খালেদা/
    9 hours ago - চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে টপকে যাওয়ার মিথ্যা আবেগে আপ্লুত বিএনপি। আর সে আবেগ পুরোপুরিই স্পর্শ করেছে খোদ ... তারা খালেদা জিয়ার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বললেন, সমর্থন তো দূরের কথা চেয়ারম্যান পদে চার উপজেলার কোথাও বিএনপির কোনো প্রার্থীকেই চোখে পড়েনি। বিএনপি চেয়ারপারসনের দাবির ...


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ৩৭ বছরে ছাত্রশিবিরের আলোচিত ৩৪ হত্যাকান্ড



৩৭ বছরে ছাত্রশিবিরের আলোচিত ৩৪ হত্যাকান্ড

তানভীর হাসান প্রতিষ্ঠার পর থেকে গত ৩৭ বছরে অন্তত ৩৪টি আলোচিত হত্যাকা- ঘটিয়েছে শিবির ক্যাডাররা। এছাড়া তাদের হামলায় গুরুতর আহত হয়েছে ছাত্র-শিক্ষকসহ কয়েক হাজার মানুষ। সর্বশেষ মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচার 'ঠেকাতে' তারা দেশব্যাপী ভয়ঙ্কর নাশকতা চালায়। এসব কারণেই এই সংগঠনটি এবার বিশ্বের শীর্ষ সশস্ত্র সংগঠনের তালিকার তিন নাম্বারে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী ওপেন সোর্স সংস্থা হিসেবে পরিচিত আইএইচএস সম্প্রতি এই তালিকা প্রকাশ করে।
জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে চিহ্নিত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের তৎকালীন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৭ সালে সংগঠনটির নাম পাল্টে রাখা হয় ইসলামী ছাত্রশিবির। ধর্মের ছদ্মাবরণে থাকলেও তাদের প্রকৃত চেহারা দ্রুতই উন্মোচিত হতে থাকে। প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার মধ্যদিয়ে শুরু হয় তাদের নৃশংসতার রাজনীতি। রগ কেটে হত্যা ও চিরতরে পঙ্গু করে দেয়ার এক রাজনৈতিক অপসংস্কৃতিও তারাই চালু করে।
২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের কাজ শুরু করলে এই সংগঠন বেপরোয়া হয়ে ওঠে। তারা অস্ত্রে সজ্জিত হয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়ি বহরে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সেদিন রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত বোমায় কেঁপে ওঠে। এরপর থেকে তারা ধারাবাহিকভাবে পুলিশের ওপর সশস্ত্র হামলা, বোমা বিস্ফোরণ ও পেট্রলবোমার মতো ভয়ঙ্কর মারণাস্ত্রের ব্যবহার শুরু করে। এসব ঘটনায় অভিযুক্ত অনেক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র গোলাবারুদ। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। বাদ যায়নি বর্ডার গার্ডের সদস্যরাও। লুটপাট করা হয়েছে পুলিশ ফাঁড়ি। 
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম বলেন, শিবির শুরু থেকেই সন্ত্রাসী সংগঠন। তাদের হত্যা-হামলা-নাশকতার অসংখ্য ঘটনা রয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে সংগঠনটির অনেক নেতাকর্মীই এখন কারাগারে। বাকিদের কর্মকা-ের ওপর সতর্ক নজরদারি চলছে। কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিবিরকর্মীদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক বিভিন্ন সূত্রে জানা যায়, শিবিরের রাজনৈতিক গতিপথ অন্য যে কোনো সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে হানাহানি-মারামারি নতুন কিছু নয়। কিন্তু শিবির যখন সংঘাতে জড়ায়, তা থাকে পূর্ব পরিকল্পিত। তারা টার্গেট করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই মাঠে নামে। মিশন সফল করতে নিজেদের সদস্যদের 'শাহাদত' বরণের জন্য প্রস্তুত রাখে। টার্গেটকৃত ব্যক্তিকে হত্যা অথবা চিরতরে পঙ্গু হওয়ার সম্ভাবনা নিশ্চিত করার পরই শুধু তারা ফিরে যায়। হাতুড়ি, রড, ইট, মুগুর দিয়ে মাথা থেঁতলে বা হাড় ভেঙে দেয়া, ধারালো সরু লোহার শলাকা দিয়ে খুঁচিয়ে মগজ বের করা, চোখ উপড়ে ফেলা, মেরুদ- ভেঙে ফেলা, কব্জি কেটে নেয়ার মতো নৃশংস ঘটনার নজির শিবিরই ছাত্র রাজনীতিতে যোগ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রশিবির কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান দৃঢ় করতে চাইলে প্রথমে ওই প্রতিষ্ঠানের হল, অথবা শিক্ষার্থীদের মেসে আস্তানা গড়ে তোলে। তাদের অন্যতম টার্গেট অভাবী শিক্ষার্থীরা। এমন ছাত্রদের আর্থিক সহায়তা দিয়ে, ধর্মের উপদেশবাণী শুনিয়ে দলে ভেড়ায় শিবির। ধীরে ধীরে তাদের নিজেদের সংগঠনের সদস্য করে নেয়। ইসলামী আন্দোলনের নামে সন্ত্রাসী পন্থায় উদ্বুদ্ধ করে তাদের শেখানো হয়-'মরলে শহীদ, বাঁচলে গাজী'। তবে শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তবেও সংগঠনের সদস্যদের জীবদ্দশায়, এমনকি মারা গেলে তার পরিবারের দায়িত্বও নেয় শিবির। এভাবে সদস্যদের 'মগজ ধোলাই' করে তাদের ঠেলে দেয় নৃশংসতার চক্রে। 
শিবিরের আলোচিত ৩৪ হত্যাকা- : প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় ১৯৮১ সালের মার্চে শিবির ক্যাডাররা চট্টগ্রাম সিটি কলেজের এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে কলেজ চত্বরেই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে মুমূর্ষু তবারক যখন 'পানি-পানি' বলে কাতরাচ্ছিলেন, তখন এক শিবিরকর্মী তার মুখে প্রস্রাব করে। এর তিন বছর পর ১৯৮৪ সালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের ১৫ নাম্বার কক্ষে শিবিরকর্মীরা ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে গলা কেটে হত্যা করে।
১৯৮৮ সালের ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজে প্রকাশ্যে ছাত্রমৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে শিবির। একই বছরে তারা চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা জালালকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে। সেই বছরেই শিবির ক্যাডাররা সিলেটে মুনীর, জুয়েল ও তপন নামের তিনজনকে বর্বরভাবে হত্যা করে। এত হত্যার রেশ না কাটতেই দু'বছরের মাথায় ফের সহিংস হয়ে ওঠে শিবির। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর তারা ছাত্রমৈত্রীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ফারুকুজ্জামান ফারুককে গলা কেটে হত্যা করে।
১৯৯২ সালের ১৭ মার্চ চট্টগ্রামের কুখ্যাত সিরাজুস সালেহীন বাহিনীর শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে জাসদ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করে। এ সময় আহত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীর বেশিরভাগেরই হাত-পায়ের রগ কেটে দেয়া হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা রাজেশের কব্জি কেটে ফেলা হয়। একই বছরের ১৯ জুন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের কর্মসূচিতে সশস্ত্র হামলা চালায় শিবির। এতে গুরুতর আহত জাসদ নেতা মুকিম ২৪ জুন মারা যান। পরের বছর ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সশস্ত্র হামলা চালালে ছাত্রদল নেতা বিশ্বজিৎ, নতুন নামে এক সাধারণ শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের তপনসহ পাঁচ ছাত্র নিহত হয়।
১৯৯৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবিরকর্মীরা রাজশাহীর চৌদ্দপাই নামক স্থানে ঢাকাগামী একটি বাসে হামলা চালিয়ে ছাত্রমৈত্রী নেতা দেবাশীষ ভট্টাচার্য রূপমকে কুপিয়ে হত্যা করে। হত্যার আগে তার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়। পরের বছর জাসাস রাবি শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে শিবির। ১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট দখলের জন্য শিবির ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদকে গুলি করার পর পায়ের রগ কেটে হত্যা করে। ১৯৯৮ সালের ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কর্মী সঞ্জয় তলাপাত্রকে হত্যা করে।
১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এনামুল হকের ছেলে ও ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে শিবিরকর্মীরা নৃশংসভাবে হত্যা করে। একই বছরের ১৯ সেপ্টেম্বর বহিরাগত সশস্ত্র শিবিরকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে হামলা চালিয়ে ছাত্রমৈত্রী নেতা জুবায়েদ চৌধুরী রিমুকে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে। ২০০০ সালে চট্টগ্রামের বহদ্দারহাটে মাইক্রোবাসে থাকা আট ছাত্রলীগ নেতাকর্মীকে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যা করে শিবির।
১৯৮৮ ও ১৯৯৮ সালে দুই দফা হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০০৪ সালে অধ্যাপক মো. ইউনুসকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলায় জেএমবির দুই সদস্যকে ফাঁসি দেয়া হলেও শিবির ক্যাডাররাই হত্যাকা-ে নেতৃত্ব দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। একই বছরের ২৬ সেপ্টেম্বর শিবির বরিশালের বাবুগঞ্জের আগরপুর ইউনিয়নে ছাত্রমৈত্রীর সভাপতি শামীম আহমেদকে হত্যা করে। ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি রাবির জামায়াতপন্থী শিক্ষক মহিউদ্দিন ও রাবি শিবির সভাপতি মাহবুব আলম সালেহীনসহ চারজন হামলা চালিয়ে রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে হত্যা করে। সর্বশেষ ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাবির ছাত্রলীগকর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যার পর ম্যানহোলের মধ্যে ফেলে রাখে শিবির ক্যাডাররা।
- See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=02-03-2014&type=single&pub_no=763&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=8#sthash.cZMxCy4r.dpuf
Related:
সন্ত্রাসী সংগঠন শিবিরদমনে আর কালবিলম্ব নয়- See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=28-02-2014&feature=yes&type=single&pub_no=761&cat_id=3&menu_id=19&news_type_id=1&index=2#sthash.a1DmHqwc.dpuf

শিবিরের সন্ত্রাসী তিলক : হুমকিতে বাংলাদেশের নিরাপত্তা! 

Shibir world's 3rd top armed group - বিশ্বের 'তৃতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন ছাত্রশিবির'

তৃতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন ছাত্রশিবির'

'তৃতীয় বৃহত্তম সশস্ত্র সংগঠন ছাত্রশিবির'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-02-24 21:18:09.0 BdST Updated: 2014-02-24 22:18:37.0 BdST

Also Read (Some background of Shibir):

আলবদর এখনও আছে : 

একাত্তরে গোলাম আযমের বিবৃতি

http://www.prothom-alo.com/detail/news/215745

থেমে থাকেনি গোলাম আযমের চক্রান্ত:
"... বাংলাদেশ রাষ্ট্র উচ্ছেদ করে আবারও পাকিস্তানের সঙ্গে একীভূত করতে গঠন করেন 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি'। জামায়াতে ইসলামীর এ সাবেক আমির ২০০২ সালে প্রকাশিত তার নিজ জীবনী 'জীবনে যা দেখলাম' বইয়েও তা অকপটে স্বীকার করেছেন । ......."
"...১৯৭২ সালের জানুয়ারি গোলাম আযম যুক্তরাজ্যের লন্ডনে গঠন করেন 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি'। ..."

রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযম:

১৯৭২ সালে গোলাম আযম লন্ডনে 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি' গঠন করেন এবং বাংলাদেশ রাষ্ট্র উচ্ছেদ করে আবার এই ভূখন্ডকে পাকিস্তানের অংশে পরিণত করার ষড়যন্ত্র করেন।

থেমে থাকেনি গোলাম আযম:
http://www.news-bangla.com/index.php?option=com_content&task=view&id=8983&Itemid=53
দেশ স্বাধীনের পরও পূর্ব-পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে স্বাধীনতা বিপন্নের ষড়যন্ত্র করেছিল ঘাতক গুরু গো'আযম :
http://www.al-ihsan.net/FullText.aspx?subid=4&textid=2812

মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার প্রতীক':




আলবদর বাহিনী প্রধানত জামায়াতের কর্মী দ্বারাই গঠিত হয়েছিল
 ইসলামী ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির' নামে যাত্রা শুরু করে:  






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re: context needed to understand life of prophet Muhammad PBUH



I would agree that Sunil Ganguly did not have significant knowledge on scripture either.  But "tene chok Mara" is not much of a religious offense compared to kissing the Shivalingam or the Yoni at Kamakhya and Hajre - Aswad.

Sent from my iPad

On Mar 2, 2014, at 2:46 AM, Sukhamaya Bain <subain1@yahoo.com> wrote:

 

I disagree with Dr. Kamal Das. I think Sunil Ganguli was an idiot when he made the comment.
 
What is the difference between putting the knowledge of Hindu religious scripture in context and putting the knowledge of Islamic scripture in context? Are we supposed to go by the scriptures, or by our common sense of decency, justice and civility? Sunil Ganguli's comment on Saraswati served no good purpose; it just worthlessly angered a lot of people who worshipped Saraswati with absolutely no hatred/injustice/incivility against any kind of people in the world.
 
SuBain
=========================================
From: Kamal Das <kamalctgu@gmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, March 1, 2014 1:53 AM
Subject: Re: [mukto-mona] Re: context needed to understnad life of prophet Muhammad PBUH

 
There is nothing wrong in winking at Saraswati.  She is the Goddess of learning, love and war.  Her equivalent in Avesta is Anahita, a stark naked Goddess riding a lion.  Those critics of Sunil Ganguly had no knowledge of religious scripture.

Sent from my iPad

On Feb 28, 2014, at 10:38 AM, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:

 
I mean he was born of a Hindu family. Probably he became an atheist at an old age. In the weddings of his son and daughter he followed the Hindu rituals. 

Remember Sunil Ganguly created controversy by saying that on his young life the goddess Saraswati used to provoke sex in him? He was sued by a retired Hindu police officer. He was criticized heavily  by many atheists, liberals, and believers.

Sent from my iPhone

On Feb 27, 2014, at 8:01 PM, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:

 
When one stresses upon the need to understand the context, he forgets that it imposes the limits of non-universality upon the person being discussed curtailing the limit of his prophethood.  With such followers, who needs non-believers?

On Thursday, February 27, 2014, Sukhamaya Bain <subain1@yahoo.com> wrote:
 
How can the man be a Hindu and an atheist at the same time, Professor Chakrabarty? You probably did not mean it that way.
 
On a more serious note, I think Dr. Roy's question of "what's the meaning of "crude bashing"" needs to be addressed, discussed and debated.
 
To me, an example of "crude bashing" of religion would be drawing a so-called prophet/avatar/god in a disrespectful manner, such as pig face or sexually explicit. It would serve only to provoke the believer, with no attempt to educate, and I would condemn it.
 
However, calling an unjust/hateful/barbaric religious teaching unjust/hateful/barbaric is not what I would call "crude bashing", although personally I would avoid doing the criticism. That is primarily because I do realize that people were less educated and less civilized when those teachings came about. There is no point in criticizing, or in trying to find the context for respecting, the ignorance/mistakes of our forefathers (the foremothers had very little power). The point really is not to follow (and not allowing to follow) any unjust/hateful/barbaric teachings, irrespective of what religion/tradition had that.
 
Sukhamaya Bain
 
=========================================
On Wednesday, February 26, 2014 6:48 PM, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:
 
I have a very close friend. He is Hindu. He was a professor of a renowned university of Bangladesh. Now he lives in a America. He is an atheist. Some of the comments he makes in Facebook are nothing but crude bashing of Hindu religion. I had an opportunity to read one of his ugly comments about goddess Kali in Facebook. This is called crude bashing. This does not help us. 
Sent from my iPhone

On Feb 25, 2014, at 8:03 PM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:

 

Subimal Chakraborty Said: "I agree with Farida apa: crude bashing of Islam and for that matter any religion is indefensible. It is not only childish, it also provokes a fanatic and leaves in their hands 'weapons' to make an attempt to stop the progress of human thoughts and ideas. Therefore, critiquing of a religion should be objective and analytical with no preconceived hatred for it in the critic's mind." 
 
Who hates who? I do not think anybody here hates anybody personally; people just put forward opinions. The above statement means some people have hatred against some other people in this forum. This is a misguided notion.
 
Now - what's the meaning of "crude bashing?" All we have heard so far from Ms. Majid and Mr. Rahman are terms like - "Islam bashing" and "hatred for Islam," when they run out of arguments to counter criticism. To them, every criticism of their religion is out of hatred for their religion. Now, an atheist is joining that cohort; this smells like a political stand, not ideological.
 
The fact is – criticism of one's favorite object will always hurt his/her feeling; it does not matter how objective or analytical  criticism may be. Also, how can someone defend a blind faith with a sound logic? They can't. Blind faith logic will always sound ridiculous to an open minded person. Mr. Rahman thinks that he knows the authentic version of Islam. Isn't it a ridiculous claims also? How could anyone be so sure that he/she has the most authentic version of religion, unless it's his faith.

Lately, I am hearing from Mr. Rahman that judging Prophet needs proper context. To me,
a noble man is always a noble man; no context or excuse is needed to evaluate a noble man.
 
Jiten Roy


On Tuesday, February 25, 2014 7:33 PM, Shah Deeldar <shahdeeldar@yahoo.com> wrote:
 
Yes, you are so right about the collapse of the Persian empire. That removed the best wall that was ever built in the western frontier in that era. Had that been intact, we would have been saved from this abysmal mediocrity.
-SD

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Sunday, February 23, 2014 7:05 PM, Kamal Das <kamalctgu@gmail.com> wrote:
 
Nothing is more blasphemous and moronic to think that a passionate and almighty God sent his best and last messenger to a community of desert oasis and forgot about his best creation since then.  Even a blind could see that the last messenger was a failure till he adopted dacoits, blunder and mayhem of the weak Jewish communities from the hideout of Yatrib.   It was the collapse of the Persian Empire due to war of succession that made Islam the winner.  But again, the Ummayads, the archenemy of the Hashemites in which the Prophet belonged, was the winner.  As Ms. Majid is a closet fundamentalist, she gets irritated by a correct analysis of Islamic history. 

Sent from my iPad

On Feb 19, 2014, at 6:32 AM, Shah Deeldar <shahdeeldar@yahoo.com> wrote:

 
Maybe, we all should hide in a cave because the vicious mob will be angry and start killing innocents? Is that the thinking? A white flag with out a fight? We should only talk about flowers? Right?
-SD

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Tuesday, February 18, 2014 7:04 PM=


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___