ওহে বাঙালি, সবার আগে বাবা'কে "বাবা" ডাকতে শিখো…!

আমি সবচেয়ে বেশি খুশি হই যখন কেউ আমাকে বলে যে – "তোর এই অভ্যাসটা একেবারে তোর বাবা'র মতন হয়েছে", এটা অনেক সময় এটা সু-অভ্যাস হতে পারে আবার অনেক সময় সেটা বদ-অভ্যাসও হতে পারে। এটাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি অত্যন্ত খুশি হই।

আচ্ছা এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি – "তোমার বাবা'র নাম কি…?" উত্তর দিতে কি তোমার দ্বিধা হচ্ছে কোন…? নিশ্চয়ই দ্বিধা হচ্ছে না… যদি তুমি না…!

ওহে বাঙালি, তুমি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন সুনাগরিক, বাঙালি জাতি সত্ত্বার অংশ… তাই নয় কি…? এবার তোমাকে আর একটি প্রশ্ন করি – "তোমার জাতির পিতা'র নাম কি…?" এই একই প্রশ্ন আমি নিজেকেও করলাম… উত্তর হচ্ছে – "শেখ মুজিবুর রহমান"। কি হে সুশীল বাঙালি, এবার মনে হয় তুমি একটু দ্বিধায় পড়ে গেলে…! না তোমাকে দ্বিতীয় বার আমি একই প্রশ্ন করবো না।

এবার তোমায় বলি তুমি যদি আমার মতন নিজেকে বাঙালি বলে পরিচয় দাও, তাহলে আমাদের, আমরা বাঙালি'দের জাতির পিতা হচ্ছেন - "শেখ মুজিবুর রহমান", এটাই ধ্রুব সত্য। ঠিক ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয়, তেমনি বাংলাদেশ তথা বাঙালি জাতি সত্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক এবং অদ্বিতীয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা… আচ্ছা এবার তোমার মনে হচ্ছে আমি আওয়ামী লীগ, আর তুমি হচ্ছো নিরপেক্ষ সুশীল বাঙালি, তাইতো…? এবার তোমায় বলি সত্য আর মিথ্যার মধ্যে তোমাকে যেকোনো একদিকে থাকতে হবে… হয় সত্য না হয় মিথ্যা, সত্য আর মিথ্যার মধ্যে তুমি যদি নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে চাও তাহলে তুমি প্রকারন্তরে মিথ্যাকেই আশ্রয় দিচ্ছো।

ওহে বাঙালি, তুমি নিশ্চয়ই নিজের বাবার নাম বলতে গিয়ে অন্যতম, অন্যতম প্রধান, অনেকের মধ্যে তিনিও একজন মহান – এসব শব্দ ব্যাবহার কর না…? যদি না করে থাক তাহলে তুমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র নাম বলতে গিয়েও এসব শব্দ ব্যাবহার করতে পারবা না।

ও আচ্ছা তুমি তো সময়ের প্রয়োজনে এখন নিরপেক্ষ সুশীল বাঙালি, সময় হলে তুমি আবার বিবি গোলামের বাক্স থেকে তথা তোমার মনের মণি কোঠায় লুকিয়ে রাখা জনৈক জেনারেল জাতির পিতাকে আমাদের সামনে নিয়ে আসবা, তাইতো…! তাহলে বলি সেই দিন কি আর আছে…! তুমি এবার আর গিরগিটির মতন রং বদলানোর সুযোগ পাবে না… একটা মিথ্যাকে একহাজার বার বললে সেটা যেমন সত্য হয় না, তেমনি তোমার জনৈক জেনারেল না কোন দিন বাঙালি জাতির পিতা ছিল, না এখন আছে আর না ভবিষ্যতেও কোন দিন হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যদি জাতির পিতা মেনে নিতে নাই পারো তাহলে নিজেকে বাঙালি বলে পরিচয় দিও না, তুমি বাঙালি নও। এখনও সময় আছে লাইনে আসো হে নিরপেক্ষ সুশীল, সবার আগে বাবা'কে "বাবা" ডাকতে শিখো…!

দিনশেষে… শুভ জন্মদিন বাবা

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

সৌরভ ধর
মার্চ ১৭, ২০১৫