Banner Advertiser

Sunday, December 20, 2015

[mukto-mona] A TRAVESTY OF HISTORY: শিবিরের ভণ্ডামির রাজনীতি ‘‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো’!.!!!!!!




শিবিরের ভণ্ডামির রাজনীতি ''স্বাধীনতা  এনেছি, স্বাধীনতা রাখবো'!!!!!!!

শিবিরের বুকে লাল-সবুজ, ব্যানারে 'স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো'!

প্রকাশিত: বিকাল ০৫:০১ ডিসেম্বর ১৬, ২০১৫

 

সম্পাদিত: রাত ০৪:২৫ ডিসেম্বর ১৮, ২০১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট ।।

মুক্তিযুদ্ধের সময় যে সংগঠনটির নেতা-কর্মীরা আল বদর সেজে বুদ্ধিজীবীসহ বাঙালিদের হত্যার উৎসবে মেতে উঠেছিল বিজয়ের ৪৪ বছর পর সেই সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন প্রজন্মের নেতা-কর্মীরা এবার রাজধানীর রাস্তায় প্রকাশ্যে করেছে বিজয় র‌্যালি। রীতিমতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিজয় দিবসের সকালে রাজধানীতে চার ভাগে বিভক্ত হয়ে বিজয় র‌্যালি করেছে সংগঠনটি। এমনকি তাদের ব্যানারে লেখা ছিল 'স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো'!

অথচ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে অভিযুক্ত এ সংগঠনসহ তাদের মূল সংগঠন জামায়াতের রাজনীতি মার্চ মাসের মধ্যে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকারের নীতি নির্ধারণী মহল।   

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে বিএনপি'র সঙ্গে যৌথভাবে র‌্যালি করার প্রস্তাব দিয়েছিল জামায়াত-শিবির। কিন্তু বিএনপি সে প্রস্তাবে রাজি না হওয়ায় এককভাবে র‌্যালি করে শিবির। ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম নামে  চারটি ভাগে নেমে সকালে বিজয় মিছিল শুরু করে শিবির কর্মীরা।এসব র‌্যালিতে দলটির উল্লেখযোগ্য পরিমাণ নেতা-কর্মী অংশ নেয়

এদিনে একেকটি বিজয় র‌্যালিতে তাদের একেক রকম প্রস্তুতি লক্ষ্য করা গেছে। ঢাকা মহানগরী পূর্ব শাখার র‌্যালিতে অংশ নেওয়াদের মধ্যে সামনের দুই সারির নেতা-কর্মীদের পরিধানে ছিল বাংলাদেশের পতাকার লাল-সবুজ টি-শার্টসহ রঙ-বেরঙের নানা ধরনের পোশাক, অনেকে শার্টের ওপরে এই টি-শার্ট চাপিয়ে র‌্যালিতে অংশ নেন।পেছনে অনেকের মাথায় ছিল লাল-সবুজ রঙের ফেটি, হাতে ছিল বাংলাদেশের পতাকা।আর সামনে বহন করা ব্যানারে লেখা ছিল 'স্বাধীনতা  এনেছি, স্বাধীনতা রাখবো'! একই রকম প্রস্তুতি নিয়ে র‌্যালি করেছে সংগঠনটির রাজধানী পশ্চিম শাখাও। তাদের টি-শার্টের বুকে ছিল হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র। এদিন রঙিন সাজে নেমেছিল দলটির দক্ষিণ শাখার নেতা-কর্মীরা। তারা মহান বিজয় দিবস লেখা প্ল্যাকার্ডও বহন করে।এছাড়া সংগঠনটির ঢাকা উত্তর শাখার ইংরেজিতে লেখা ব্যানারে 'কালারফুল র‌্যালি' লেখা থাকলেও তাদের স্বাভাবিক পোশাকেই দেখা গেছে। র‌্যালিতে বাংলাদেশের পতাকাও বহন করা হয়।     

  

এ বিষয়ে ছাত্র শিবিরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরী পূর্ব শাখা ছাত্র শিবিরের র‌্যালিটি শুরু হয় সকাল ৭টায় বনশ্রী এলাকা থেকে। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে এ র‌্যালিতে শাখা সভাপতি এম শামিম, সেক্রেটারী শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা মহানগরী উত্তর শাখার শিবিরের র‌্যালিটি শুরু হয় বসুন্ধরা এলাকায়  সকাল সাড়ে ৮টায়। কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে এ র‌্যালিতে শাখা সভাপতি হাসান জারিফসহ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।    

ঢাকা মহানগরী পশ্চিম শাখা শিবিরের র‌্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মো. মাহফুজুল হক ও শাখা সভাপতি সুলতান মাহমুদ। সকাল ৮টায় ধানমণ্ডি ১৫ এলাকায় এ র‌্যালি শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগরী দক্ষিণ শাখা শিবিরের র‌্যালিটি বের হয় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সকাল ৭টায়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক নুরুল হক, শাখা সভাপতি সাদেক বিল্লাহসহ দলটির উল্লেখযোগ্য নেতা-কর্মী।

লেখক ও অধ্যাপক মুনতাসির মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, 'তারা মিছিল করতে চাইলে আমরা কী করতে পারি? আমাদের কিছুই করার নাই। তাদের আমরা ব্যঙ্গ-বিদ্রুপ করতে পারি, কিন্তু তাতে কী হবে? তারা তো এই দেশের নাগরিক। তাদের নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তারা যে ভণ্ডামির রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে এগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।'

এবিষয়ে শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আসলে তারা অস্তিত্ব নিয়েই সংকটে পড়েছে। তারা শেষ সময়ে এমন কিছুর চেষ্টাতো চালাবেই। এটা এমন কিছু না। আমাদের বিজয় মিছিলের কাছে, আমাদের জয়বাংলা স্লোগানের কাছে ওদের মিছিল খুবই নগন্য।'

তিনি আরও বলেন, 'আগামী ছয়মাস বা একবছর পর ওদের চিহ্ন থাকবে না। ওরা হারিয়ে যাবে। ওরা ওদের শেষ চেষ্টাতো করবেই।'

প্রসঙ্গত মুক্তিযুদ্ধকালে এই সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সংগঠনটির তদানীন্তন কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আল-বদর বাহিনী গঠন করে দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য নেশায় মেতে ওঠে। তারা দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের বেছে বেছে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নৃশংসভাবে হত্যা করে। স্বাধীনতার পর হাতের রক্তের দাগ মুছে ফেলতে দলটির নাম পাল্টে ফেলে এর চতুর নেতারা। দলের নতুন নামকরণ করা হয় ইসলামী ছাত্র শিবির। একইসঙ্গে অন্যান্য জামায়াত নেতার মতো ছাত্রসংঘের নেতারাও এসব হত্যাকাণ্ডের দায় বারবার অস্বীকার করতে থাকে।

তবে দীর্ঘদিন পার হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। সেই বিচারে তদানীন্তন ইসলামী ছাত্র সংঘের দুই শীর্ষ নেতা কামারুজ্জামান সোহাগপুরে গণহত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগে ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এরই মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  

/এসটিএস/এআরআর/টিএন/

http://www.banglatribune.com/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF

Note:

১৯৭৭ সালের ৬ ফেব্র"য়ারি  ছাত্র সংঘের নতুন নাম হয় 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির'। শুধু 'সংঘ' বাদ দিয়ে 'শিবির' যুক্ত করা হয়, আর সবকিছুই একই থাকে। পতাকা, মনোগ্রাম সবই এক। 
কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে নিজেদের আধিপত্য বিস্তারে কত ধরনের নৃশংসতা, অধার্মিকতা, কূটকৌশল আর স্বাধীনতা বিরোধী কার্যকলাপ যে করে চলেছে শিবির.........

'সংঘ' কেটে 'শিবির' যোগ 

'১৯৭২ সালের দালাল আইন' ১৯৭৬ সালের আগস্ট মাসে বাতিল করে দেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতাবিরোধীদের মুক্ত করে দেয় সাবেক এ সামরিক সরকার। এছাড়া যেসব রাজাকার পাঁচ বছর ধরে পালিয়ে ছিল তারাও তখন বুক ফুলিয়ে বেরিয়ে আসে। এ সুযোগে স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। তাদের পুরনো 'ছাত্রসংঘ'কে নতুন করে ঢেলে সাজা । দেশ স্বাধীন হওয়ার পর এই সংগঠনটির কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় ছিল। রাজনীতির মাঠে প্রকাশ্যে নামে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির' নামের দেশবিরোধী সংগঠনটি। 
শুধু 'সংঘ' বাদ দিয়ে 'শিবির' যুক্ত করা হয়, আর সবকিছুই একই থাকে। পতাকা, মনোগ্রাম সবই এক। 

নাম পরিবর্তনের নেপথ্যে
 

একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী জামায়াতের মূলশক্তি ছিল ইসলামী ছাত্র সংঘের হাতে। কারণ ছাত্র সংঘ মানেই তরুণ রাজাকারদের শক্তি। ১৯৭৬ সালে যখন জামায়াত রাজনীতিতে পুরোদমে প্রবেশ করে তখন জামায়াতের নীতি নির্ধারকদের মনে এই ভয় ছিল যে, ছাত্র সংঘ নামটাকে হয়তো এ দেশের মানুষ একাত্তরে তাদের জঘন্য কর্মকাণ্ডের জন্য ভুলে যাবে না। এই চিন্তা থেকেই তারা ছাত্র সংঘের 'সংঘ' কেটে সেখানে 'শিবির' যোগ করে দেয়। 
দ্বিতীয়ত, জামায়াত ও ইসলামী ছাত্র সংঘের হিংস্র এবং পৈশাচিক কার্যকলাপ বাংলাদেশের মানুষের মনে একটা স্থায়ী ঘৃণার ভাব সৃষ্টি করেছে। জামায়াত ভালো করেই জানে এই ঘৃণাটা কখনো দূর হবে না। ইসলামী ছাত্র সংঘের কথা উঠলেই অবধারিতভাবে আলবদর বাহিনীর কথা চলে আসবে। ফলে সংগঠনের প্রচার-প্রচারণা বাধাগ্রস্ত হবে। 
 [A tacit admission :'ইসলামী ছাত্র সংঘই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, অবধারিতভাবে আলবদর বাহিনী'  


আলবদর বাহিনী প্রধানত জামায়াতের কর্মী দ্বারাই গঠিত হয়েছিল  ইসলামী ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির' নামে যাত্রা শুরু করে:


GB wkweiB †mB QvÎmsN

Avgv‡`i mgq.Kg : 18/12/2015
১৯৭৬ সালে যখন জামায়াত রাজনীতিতে পুরোদমে প্রবেশ করে তখন জামায়াতের নীতি নির্ধারকদের মনে এই ভয় ছিল যে, ছাত্র সংঘনামটাকে হয়তো এ দেশের মানুষ একাত্তরে তাদের জঘন্য ... যাতে শিবিরকে সমীহ করে চলে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলো যাতেশিবিরকে রাজনীতির মাঠে প্রবেশের সুযোগ দেয়, সমীহ করে, ইসলামী ছাত্র শিবির নাম শুনে  ..

ছাত্র শিবিরের আমলনামা (২) Shobuj Bangla Blog সবুজ বাংলা ...

গত প্রায় সাড়ে তিন দশক ধরে শিবির যে ধরনের তৎপরতা চালাচ্ছে, তার কিছু চিত্র তুলে ধরার জন্য এ আয়োজন 'ছাত্র শিবিরের আমলনামা'। পূর্বের পর ... ঢাকায় তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে ছাত্র শিবিরকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার মূল পরিকল্পনা করে সভাপতি ও সেক্রেটারি। মীর কাশেম ... @জহির রহমান, স্বাধীনতার সময় শিবিরের নাম ছিল ছাত্র সংঘ
শিবিরের আমলনামা ৩ ইতিহাসের ভয়ংকর হত্যাকাণ্ড
শিবিরের আমলনামা ৪ চাঁদাবাজির অপর নাম বায়তুল মাল!
বুদ্ধিজীবী হত্যা; ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর, ১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়

http://www.somewhereinblog.net/blog/onujibblog/28882040




__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] যুদ্ধাপরাধ: এবার নিজামী ও মীর কাসেম



যুদ্ধাপরাধ: এবার নিজামী ও মীর কাসেম

সাম্প্রতিক দেশকাল ডেস্ক
গত শনিবার দিনগত রাতে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লা ও এ বছর ১২ এপ্রিল শীর্ষ মানবতাবিরোধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ড দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।
তবে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের দায়ে এখনো চূড়ান্ত বিচার প্রক্রিয়া বাকি আছে শীর্ষ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আবদুস সুবহান ও এটিএম আজহারুল ইসলামসহ বেশ কয়েকজন মানবতাবিরোধীর। তাদের মধ্যে ট্রাইব্যুনাল থেকে গত বছর ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড পাওয়া মতিউর রহমান নিজামীর শুনানি চলছে আপিল বিভাগে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর ২৩ নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আপিল করেন নিজামী। এছাড়া ছাত্রসংঘের তৎকালীন নেতা মীর কাসেম আলীকে গতবছর ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- দেন আদালত। সে বছরই ৩০ নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম আলী।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সুপ্রিম কোর্টের অবকাশের আগেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামীর মামলায় আসামিপক্ষ এখন পেপারবুক উপস্থাপন করছে। আশা করছি, ১৫ ডিসেম্বরের আগে মামলার শুনানি শেষ হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে নিজামীর আপিল বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আরও নয়জন যুদ্ধাপরাধীর আপিল আবেদন রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। আপিল বিভাগে শুনানি হওয়া যুদ্ধাপরাধ মামলার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ক্রমানুসারে একটির শুনানি শেষ হলে পরেরটির শুনানি শুরু হয়েছে; অর্থাৎ যে রায়ের বিরুদ্ধে আগে আপিল হয়েছে, সেটির শুনানিই আগে হয়েছে। এই ধারায় নিজামীর পরে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের শুনানি হতে পারে। ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত ২১টি রায় এসেছে, যার মধ্যে চলতি বছর এসেছে ছয়টি। এর বাইরে ছয়টি মামলা বিচারের পর্যায়ে এবং তিনটি তদন্ত শেষে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে যে কটি মামলার রায় এসেছে তার মধ্য থেকে ১৭টি চ্যালেঞ্জ করে আপিল হয়েছে। এর মধ্যে চারটি আপিল ও রিভিউ নিষ্পত্তির পর আসামিদের ফাঁসিও কার্যকর করা হয়েছে। এছাড়া আরেক যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগের দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় হলেও তার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ পর্যায়ে যায়নি। এর আগে আপিল শুনানির পর্যায়ে এলেও মারা যাওয়ায় জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বিএনপি নেতা আব্দুল আলীমের আপিল 'অকার্যকর' হয়ে যায় এবং বাদ পড়ে।
২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ বহাল থাকলে ওই বছর ১২ ডিসেম্বর দ- কার্যকর করা হয়। ঠিক এক বছর পর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি। ২০১৩ সালের ৩ নভেম্বর আপিল বিভাগের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা বহাল থাকলে ২০১৪ সালের ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়। সর্বশেষ আপিল বিভাগে সর্বোচ্চ সাজা বহাল থাকায় রিভিউ নিষ্পত্তির পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয় গত শনিবার রাতে।
এখন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদনের শুনানি চলছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ আপিল কার্যক্রম।
বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ট্রাইব্যুনালের রায়ে নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের ৮টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যার মধ্যে ৪টিতে মৃত্যুদণ্ড ও ৪টিতে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন ট্রাইব্যুনাল। তবে রায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সেটিই কার্যকর হবে বলে জানায় ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার প্রধান নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এসব অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে দেশত্যাগে বাধ্য করার কথা বলা হয়েছে।
অন্যদিকে ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি আট অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় এসব অভিযোগ থেকে নিজামীকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, একাত্তরে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান নিজামী বিভিন্ন অপরাধের ঘটনায় নিজে অংশগ্রহণ করেন। ৩ নম্বর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতা এবং ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যায় নিজামীর 'সুপিরিয়র রেসপনসিবিলিটি' প্রমাণিত হয়েছে।
নিজামী ছাড়া আরও নয় যুদ্ধাপরাধীর আপিল আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান, ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, হবিগঞ্জের জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার, চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান, ফোরকান মল্লিক ও আকরাম হোসেনের আপিল। এছাড়া পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল রয়েছে।
চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে গত বছরের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষের আনা ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে তার ফাঁসির রায় আসে। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। চলতি বছরের ২৮ মে আপিল বিভাগ আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য দুই পক্ষকে চার সপ্তাহ সময় দেয়। সূত্র: দৈনিক আমাদের সময়।
- See more at: http://www.shampratikdeshkal.com/special-reports/2015/11/23/9106#sthash.FG5OiTYO.dpuf


এবার পালা নিজামী ও মীর কাশেমের

সাকা মুজাহিদের পর এবার নিজামী ও মীর কাশেম আলী


এবার চূড়ান্ত হবে নিজামীর বিচার যুগান্তর রিপোর্ট | প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৫

রইল বাকি আরও ১১ | Bangladesh Pratidin

Nov 23, 2015 - এর মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ আশা করছে, আগামী ডিসেম্বরের মধ্যভাগের আগেই এই আপিলের নিষ্পত্তি হবে। এর বাইরে সুপ্রিম কোর্টে এখন যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুস সুবহান, এ টি এম আজহারুল ইসলাম, মীর কাসেম আলী ছাড়াও সৈয়দ মোহাম্মদ কায়সার, মোবারক হোসেন, আবদুল জব্বার, ...

এবার যুদ্ধাপরাধী নিজামী-মীর কাসেম আলী


শিবিরের কুখ্যাত সন্ত্রাসী,আলবদর কমান্ডার ও কোটিপতি মীর কাশেম আলী-র উত্থান যেভাবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২০ আগস্ট, ২০১৫, ১১:৩১:২৬ সকাল








মীর কাসেমের নেতৃত্বেই ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করে। তিনি হন শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। এরপর মীর কাসেমকে আর পিছু ফিরে তাকাতে হয়নি।মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে ১৯৮০ সালে তিনি রাবেতা আল ইসলামীর এ দেশীয় পরিচালক হন।
মীর কাসেম আলী ছাড়াও যাদের আপিল নিষ্পত্তির জন্য আপিল বিভাগে আছে সেগুলো হল : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির ... তারা হলেনÑ ফরিদপুরের সাবেক জামায়াত নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, আলবদর বাহিনীর নেতা চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান, ফরিদপুরের ...
শুনানির অপেক্ষায় মীর কাসেম আলীর আপিলযাযাদি রিপোর্ট মীর কাসেম আলীজামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে দেয়া ... শুনানির অপেক্ষায় থাকা মামলার আসামিরা হলেন_ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম ও আব্দুস সুবহান, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোবারক হোসেন, জাতীয় পার্টির ...
যুদ্ধাপরাধীদের দণ্ড এবং কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন
জুয়েল রাজ

Nov 30, 2014 - বর্তমান প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল দাখিল করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। জামায়াতের এই শূরা ... তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের এই দলিল দস্তাবেজ বিবেচনায় নিয়ে আপিল বিভাগ মীর কাসেম আলীকে খালাস দেবেন। বিচারপতি ... বাংলাদেশের স্বাধীনতাবিরোধিতাকারী জামায়াত নেতা মীর কাসেম ১৯৭১ সালে দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন। সেই সঙ্গে ..

জুলকার নাইন : মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে যুক্তরাষ্ট্রে চলছে জোর লবিং। মার্কিন প্রশাসনকে প্রভাবিত করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে জামায়াতের পক্ষে সমর্থন বাড়াতে কাজ করছে যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন মীর কাসেম আলীর ভাই মীর মাসুম আলী ও আরেক জামায়াত নেতা মতিউর রহমান ...

আরও পড়ুন:

আলবদর বাহিনী প্রধানত জামায়াতের কর্মী দ্বারাই গঠিত হয়েছিল  ইসলামী ছাত্র সংঘ' নাম পাল্টিয়ে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির' নামে যাত্রা শুরু করে:


GB wkweiB †mB QvÎmsN

Avgv‡`i mgq.Kg : 18/12/2015
১৯৭৬ সালে যখন জামায়াত রাজনীতিতে পুরোদমে প্রবেশ করে তখন জামায়াতের নীতি নির্ধারকদের মনে এই ভয় ছিল যে, ছাত্র সংঘনামটাকে হয়তো এ দেশের মানুষ একাত্তরে তাদের জঘন্য ... যাতে শিবিরকে সমীহ করে চলে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলো যাতেশিবিরকে রাজনীতির মাঠে প্রবেশের সুযোগ দেয়, সমীহ করে, ইসলামী ছাত্র শিবির নাম শুনে  ..

ছাত্র শিবিরের আমলনামা (২) Shobuj Bangla Blog সবুজ বাংলা ...

গত প্রায় সাড়ে তিন দশক ধরে শিবির যে ধরনের তৎপরতা চালাচ্ছে, তার কিছু চিত্র তুলে ধরার জন্য এ আয়োজন 'ছাত্র শিবিরের আমলনামা'। পূর্বের পর ... ঢাকায় তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে ছাত্র শিবিরকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার মূল পরিকল্পনা করে সভাপতি ও সেক্রেটারি। মীর কাশেম ... @জহির রহমান, স্বাধীনতার সময় শিবিরের নাম ছিল ছাত্র সংঘ
শিবিরের আমলনামা ৩ ইতিহাসের ভয়ংকর হত্যাকাণ্ড
শিবিরের আমলনামা ৪ চাঁদাবাজির অপর নাম বায়তুল মাল!
বুদ্ধিজীবী হত্যা; ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর, ১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়

http://www.somewhereinblog.net/blog/onujibblog/28882040








__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Please read





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Re: Bijoy Dibosh




https://www.amarblog.com/KINTU/posts/190228
www.amarblog.com
বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে দাড় করাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো আর তার দলকে একা পরিচালন


৭২এর সংবিধানের প্রয়োজনীয়তা

ব্লগারের প্রোফাইল ছবি

বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে দাড় করাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো আর তার দলকে একা পরিচালনার দায়িত্ব নিতে পারেন না, দলের সহকর্মীদের উপর নির্ভর করেই প্রধানমন্ত্রীকে চলতে হয়, তাই দলের মাঝে স্বচ্ছ ও দায়িত্বশীল কর্মী থাকা প্রয়োজন | 
প্রথম আলোতে প্রকাশিত গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির একটি গবেষণায় একটি দুঃখজনক তথ্য প্রকাশিত হয়, যেটাতে ২০১৩ সালে বাংলাদেশ থেকে পাচার হওয়া ৭৬ হাজার ৩৬১ কোটি ৮০ লক্ষ টাকার প্রমাণ উল্লেখ্য করা হয়, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যে দুর্নীতির পরিমাণ বর্তমান সরকারের আমলে বিগত সরকারগুলোর আমলের চাইতে কোনও অংশেই কম নয় | হলপ করে কেউই বলতে পারবেনা যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে বর্তমান সরকার সফলতা অর্জন করেছে | জয় বাংলা শ্লোগানে স্লোগানে গলা ফাটিয়ে ফেলা যায় বটে কিন্তু অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি অর্জন করতে চাই কঠোর দুর্নীতি দমন ব্যবস্থা | এ ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী কি পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখাব বিষয়, চোর পালিয়ে যাবার পর বুদ্ধি বাড়লে দেশের কোনই উপকার হবে না, সময় থাকতেই এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, রাজস্ব আদায়ে সঠিক পদক্ষেপ নিতে না পারলে ভবিষ্যতে টাকা পাচারের পথকে রোধ করা আরো দুষ্কর হয়ে দাঁড়াবে |
নিশ্চিত ভাবে এটি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে হলে, বাস্তবতার সাথে মিল রেখেই রাজনীতির পটভূমি তৈরি করতে হয় | বাংলাদেশের স্বাধীনতার মূল চার নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে আমাদের সংবিধানে যে বিষয়গুলো তথা আইনগুলো মূল চার নীতির সাথে সাংঘর্ষিক যে আইনগুলোকে বিভিন্ন সময়ে কাটাচেরার মাধ্যমে পরিবর্তিত করে সংবিধানে সংযুক্ত করা হয়, ১৫তম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ও 'বিসমিল্লাহ-রাহমানের-অর-রহিম' সংবিধান থেকে 'আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস এবং আস্থা' ও ধর্ম ভিত্তিক রাজনীতির অনুমতি প্রদান করা হয়, আদিবাসীদের স্বীকৃতি অস্বীকার করে, উপজাতি ও জাতিগত সংখ্যালঘুদের হিসেবে আখ্যায়িত করা হয়, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে বাংলাদেশী বলিয়া পরিচিত হইবে বলিয়া উল্লেখ্য করা হয় | ১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছিল | সেই ধারাকে পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতিকে পুন-প্রতিষ্ঠিত করে আজ জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতিতে চলে আসার সুযোগ করে দেয়া হয়, জামাত শিবির সেই সুযোগের সদ্ব্যবহার করতে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের সর্বাত্মক সহায়তা গ্রহণ করে, আমাদের ভুলে গেলে চলবে না যে পাকিস্তান তাদের ক্ষতকে খুব সহজেই ভুলে যাবে না, ১৯৭১ সালের গণহত্যাকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে রাখার উৎকৃষ্ট মাধ্যম এই জামাত শিবির, কাজেই পাকিস্তান সেই সুযোগকে কোনো ভাবেই হাতছাড়া করছে না, জামাত শিবিরকে ব্যবহার করেই সুযোগ বুঝে আমাদের দেশকে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজাকারদের বিচার বানচাল করতে ধর্মকে ব্যবহার করার অপবাদ দিয়ে সারা বিশ্বে অপপ্রচার চালাবার সুযোগ পায় | যে সরকারের বা দলের সাহায্যে রাজাকাররা বাংলাদেশের মাটিতে মন্ত্রিত্ব লাভ করে আজ সেই দলের প্রধান বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে প্রহসনের রাজনীতি করার সুযোগ গ্রহণ করছে | রাজনৈতিক ভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে আমাদের এ সমস্যার মূলে আসতে হবে, বাংলাদেশ থকে ধর্ম ভিত্তিক রাজনীতিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মানেই জামাত শিবির ও তার অনুচরদের অন্য নাম রাজনীতি করার সুযোগ কে দেয়া | লক্ষণীয় বিষয় হচ্ছে ইতিমধ্যে জামাত শিবিরের একটি বিশাল অংশের অনুচররা স্বাধীনতার স্বপক্ষের দলগুলোর মধ্যে তাদের জায়গা করে নিচ্ছে | দুঃখজনক হলেও সত্যি যে স্বাধীনতার সপক্ষের দলের সদস্যরা অনেকেই এইসব অনুচরদের রজনীগন্ধা ফুলে দিয়ে দলের মাঝে বরণ করে নিচ্ছেন, এই সব দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তি-বর্গদের ঠেকাতে না পারলে একজন অক্লান্ত পরিশ্রমকারী প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টাই বিফলে যাবে |
সাম্প্রদায়িকতার এই কালো থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করতে এখনি সুষ্ঠ ও সঠিক পদক্ষেপ নিতে না পারলে ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বাংলাদেশের সমূহ ক্ষতির সম্ভাবনা থেকেই যায় |
==কিন্তু==





From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
Sent: Thursday, December 17, 2015 3:38 PM
To: pfc-friends@googlegroups.com; 6064@yahoogroups.com; kelly.ault@jeffreycharles.com; nazrulic@gmail.com; farida_majid@hotmail.com; farahmina@gmail.com
Cc: pfc-friends@googlegroups.com; shahadathussaini@hotmail.com; bamandas_basu@yahoo.com; mo.gani@hotmail.com; rakhalbandho@gmail.com; rezaulkarim617@gmail.com; bishawdipta@yahoo.com; bachchuhaq13@yahoo.com; mostofadrgholam@gmail.com; bipulnahar@yahoo.com; bazlul@yahoo.com; osmangani@gmail.com; abdul_momen@hotmail.com; projonmochottar@gmail.com; bangladeshiamericans@googlegroups.com; tamannak2013@gmail.com; bapsnewsagency@yahoo.com; golam.mustafa@printineengineers.com; 71gdncboston@gmail.com; borakhbash@gmail.com; farahmina@gmail.com; suhasboston@gmail.com; saokot_nccbl@yahoo.com; golardho@yahoo.com; bangladesh-progressives@googlegroups.com; bdmailer@gmail.com; quazinuru@yahoo.com; naheedsitara1@gmail.com; shahdeeldar@gmail.com; smahmood20@yahoo.com; farida_majid@hotmail.com
Subject: Re: {PFC-Friends} Re: Bijoy Dibosh
 
Unfortunately after almost 45 years of our liberation people of Bangladesh begging democracy to the daughter of Bangladesh's founder Sheikh Mujibor Rahman. Late Sheikh
Mujibor Rahman once took that right from the people, Since that we lost our democratic rights one after one regime neglected peoples right. At last Sheikh Hasina stole peoples rights again this time she
took all democratic rights from the people to stay in power indefinitely. As lif as long as she holds power and won't allow any fair election for her fall from the state power. She enjoys all support
from regional superpower India as well as all support from Police, BGB, Adminstration and doesnot need peoples support. How long she can hold power this way still a mystery to the democracy loving
peole of Bangladesh.  Now things became like that, people cannot remove her by voting right, that route is closed forever. Entire adsministration as well as Election Commission supporting her regime
to stay in power. How she can be re,moveed by tyhe people of Bangladesh is a million dollar question.

---------- Original Message ----------
From: Capt Hossain <atlanticmarinecanada@gmail.com>
To: "'mk haque' via PFC-Friends" <pfc-friends@googlegroups.com>
Cc: Hussain Suhrawardy <shahadathussaini@hotmail.com>, Baman Das <bamandas_basu@yahoo.com>,  Osman Gani <mo.gani@hotmail.com>, Rakhal Bandho <rakhalbandho@gmail.com>,  Rezaul Karim <rezaulkarim617@gmail.com>, NewEngland Awami League <bishawdipta@yahoo.com>,  Nurul Bachchu <bachchuhaq13@yahoo.com>, "Dr. Gholam Mostofa" <mostofadrgholam@gmail.com>,  bipul kamal <bipulnahar@yahoo.com>, Bazlul Wahab <bazlul@yahoo.com>,  Osman Gani <osmangani@gmail.com>, Abdul Momen <abdul_momen@hotmail.com>,  Gonojagoron Moncho <projonmochottar@gmail.com>,  Bangladeshi Americans <bangladeshiamericans@googlegroups.com>,  Tamanna Karim <tamannak2013@gmail.com>, Hakikul Chowdhury <bapsnewsagency@yahoo.com>,  Golam Mustafa <golam.mustafa@printineengineers.com>, Akm Rahman <71gdncboston@gmail.com>,  Borakh Bash <borakhbash@gmail.com>, Mina Farah <farahmina@gmail.com>,  Suhas Barua <suhasboston@gmail.com>, Saokot Hossain <saokot_nccbl@yahoo.com>,  Bhin-Golardho Naseem <golardho@yahoo.com>,  bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>, Isha Khan <bdmailer@gmail.com>,  Quazi Nuruzzaman <quazinuru@yahoo.com>, Naheed Sitara <naheedsitara1@gmail.com>,  Shah DeEldar <shahdeeldar@gmail.com>, Smahmood20 <smahmood20@yahoo.com>,  farida <farida_majid@hotmail.com>
Subject: Re: {PFC-Friends} Re: Bijoy Dibosh
Date: Tue, 15 Dec 2015 14:24:45 -0500

Thanks Mr. Rashed Anam for speaking the truth.
Brgd
Farid Hossain

On Dec 14, 2015 10:38 PM, "rashed Anam" <rashedanam1971@gmail.com> wrote:
No joy at Bijoy dobosh!! 
 
Chetona#1 Democracy is killed by BAKSAL-2 again
Chtona#2  Voting rights and election were hijacked again
Chetona #3  Baak shadhinota  is stomped under the boot.....Even Facebook, twitter,  Viber, WhatsApp are closed..Even Moja Loss humor website admin is jailed!! 
Chetona #4  Bangladesh nationalism is occupied and sovereignty are sold out to India. 57-army officers killed, free transit, free port access, more NO-BID billions of dollar exclusive projects to India, interference into our internal politics, flooding of RAW agents into our defense, polie, DGIF, one-way anti-bangladeshi agreements, monopoly of Indians products in our market etc.
 
No joy in Bijoy dibosh...liberated from Pakistani dictator  and back into BAKSALI goom-khun regime dictatorship and under Indian imperial boots...not to mention weekly killing of us by India at the border. 
 

2015-12-05 9:15 GMT-05:00 'Bhin-Golardho' via PFC-Friends <pfc-friends@googlegroups.com>:
Bijoy-Shubhechya !
Agam-Shubhechya !


--------------------------------------------

 Date: Saturday, December 5, 2015, 12:02 AM

 ডিসেম্বর
 মাস আমাদের শুধুই
 আনন্দের মাস। এ মাসে
 বিজয়ের গর্বে আনন্দে
 উদ্বেলিত থাকে বাংগালি
 জাতি।
 মুক্তিযুদ্ধের চেতনা
 শাণিত হবার মাস হলো
 বিজয়ের মাস এই
 ডিসেম্বর।
 রক্ত-আগুন-অশ্রুজলের
 ফলশ্রুতিতে প্রাপ্ত
 স্বাধীনতা পূর্ণতা
 পায় বিজয়ের মাস
 ডিসেম্বরেই। বিজয়ের এ
 মাসে মুক্তির সুবাতাস
 এনে দেয়া ত্রিশ লক্ষ
 শহীদ, নির্যাতিতা
 মা-বোন ও বিজয়ী বীর
 মুক্তিযোদ্ধাদের
 প্রতি রইল বিনম্র
 শ্রদ্ধা ও সালাম।


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



____________________________________________________________
How To Pay Off Your House At A Furious Pace
HARP Gives Homeowners a Once In A Lifetime Mortgage Bailout A forgotten ...
https://www.lowermybills.com/lending/home-refinance/index.loan?sourceid=lmb-37116-72277&moid=65624&grvVariant=7ff56c3fe1e256334dbe9a4818944be1

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___