Banner Advertiser

Friday, January 18, 2013

[mukto-mona] Obviously, Jamat-Shibir attacked blogger Asif Mohiuddin to silence him. [Pease read his post ]



Obviously, it is a part of Jamat-Shibir action planAsif Mohiuddin recently emphasized:
নরপশুদের বিরুদ্ধে সকল বাঙালির রুখে দাঁড়াবার সময় হয়েছে। এখন দলমত নির্বিশেষে সবার প্রতিরোধ করতে হবে ধর্মভিত্তিক রাজনীতিকে, জামাত শিবিরকে। Readers can judge for themselves .... Read his post below:

2013/1/18 Muhammad Ali <manik195709@yahoo.com> Wrote:
Shibir cadres attacked him due to his relentless writings against 
Jamat-Shibir !!!
--------------------------------------------------------
2013/1/18 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> Wrote
Let people decide who was behind this brutal attack on a popular blogger.

Reply:
Asif Mohiuddin, is famed for his anti-religious blogs was fighting for life on Tuesday after he was stabbed in the capital. Asif Mohiuddin's blog has been one of the most visited webpages in Bangladesh and is known for its tirade against religions in one of the most conservative parts of the world. ......
Several other prominent Bangladeshi writers have also been attacked in recent years for their stand against Jamaate Islam and so-called Islamic groups (religion traders).

Read Asif Mohiuddin's recent blog:

প্রসঙ্গ- ধর্মভিত্তিক রাজনীতির বিষফোঁড়া, সাম্রাজ্যবাদ এবং ১৮ তারিখ হরতালের সমর্থনে

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৫ |



ধর্ম সবসময়ই মানুষের অত্যন্ত অনুভূতিপ্রবণ একটি চেতনা, একটি আধ্যাত্মিক জীবন দর্শন। সাধারণ মানুষ ধর্ম পালন করেন, সাধারণ মানুষ ধর্মকে যুক্তিহীনভাবে বিশ্বাস করেন, আস্থা রাখেন এবং হৃদয়ের একটি বিশেষ জায়গাতে ধর্মকে সংরক্ষণ করেন। আমাদের দেশের মানুষ প্রাচীনকাল থেকেই ধর্মের পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতি এবং আমাদের নিজস্ব ঐতিহ্য একই সাথে লালন পালন করে এসেছেন। ধর্ম বা ধর্মগ্রন্থসমূহকে যারা আক্ষরিক অর্থে গ্রহণ করেন এবং ধর্মের মূল সুরটুকু অবহেলা করে শুধুমাত্র ধর্মকে উপজীব্য করে বেঁচে থাকতে চান, সেই কট্টর ধর্মীয় অনুভূতির সাথে আমাদের দেশের মানুষের সম্পর্ক খুবই অল্প। কিন্তু ব্রিটিশ আমলে এবং পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টি হবার পর থেকেই আমাদের এই অঞ্চলে কট্টর ধর্মগুলোকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে, ধর্মকে মানুষের ব্যক্তিগত শ্রদ্ধার জায়গা থেকে টেনে বের করে রাজনীতি নোংরা ময়দানে নামিয়ে দেয়া হয়েছে, এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট এবং শোষণের রাজনীতি পাকাপোক্ত করা হয়েছে। 

ধর্মান্ধতা, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা আমাদের দেশে খুব কৌশলেই প্রবেশ করিয়ে দেয়া হয়েছে এবং প্রয়োজন-মাফিক সেগুলো ব্যবহার করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত হেরি কে টমাস আমাদের দেশে এসে বলেছিল, এই দেশের নিম্নবিত্ত জনগণের ছেলেপেলেরা পড়বে মাদ্রাসায়, মধ্যবিত্ত ছেলেপেলেরা পড়বে বাঙলা মাধ্যমে এবং উচ্চবিত্তরা পড়বে ইংরেজি মাধ্যমে। ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে যেই সাম্প্রদায়িকতার বিষ এবং বিভাজনের বীজ বপন করে গিয়েছিলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বর্তমানে সারাবিশ্বে সেই একই পদ্ধতিতে শোষণ এবং আধিপত্য বিস্তারের রাজনীতি করে যাচ্ছে। হেরি কে টমাস আমাদের বুঝিয়ে গিয়েছেন, কীভাবে মাদ্রাসা শিক্ষা চালুর মাধ্যমে, অশিক্ষা আর কুসংস্কার জিয়িয়ে রাখার মাধ্যমে ধর্মান্ধতা এবং মৌলবাদ নামক বিষবৃক্ষটিকে লালন পালন করতে হয়, এবং প্রয়োজন-মাফিক কীভাবে ব্যবহার করে ফায়দা হাসিল করতে হয়। সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে কীভাবে ধীরে ধীরে ধর্মান্ধ মৌলবাদীতে পরিণত করতে হয়, তার প্রেসক্রিপশনই ছিল তার বক্তব্য। কারণ হচ্ছে ধর্মান্ধ মৌলবাদীরা যেমন মার্কিন সাম্রাজ্যবাদের গুটি হিসেবে ব্যবহৃত হয়, তেমনি ব্যবহৃত হয় দেশে অশিক্ষা কুশিক্ষা আর দেশকে ক্রমশ মধ্যযুগে টেনে নিয়ে যাওয়ার বাহন হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্র-সৌদি আরব-পাকিস্তান এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় চরিত্র প্রায় অভিন্ন, এবং তারা বাঙলাদেশের স্বীকৃত শত্রু হিসেবেই বাঙলাদেশের জন্মের সময় এই রাষ্ট্রটি গর্ভে থাকা কালীন সজোরে লাথি মেরেছিল, গণহত্যা চালিয়েছিল। 

একাত্তরে পাকবাহিনী এবং তাদের এদেশীয় দোসর ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী জামাত শিবির এই দেশে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে এই দেশকে মেধাশুন্য করে ফেলার অশুভ পরিকল্পনাও তারা করেছিল। শুধু তাই নয়, লক্ষ লক্ষ নারীকে তারা ধর্ষণ করেছে সেই সময়ে, সেসব স্মৃতি ভোলা যায় না। বিভিন্ন কায়দায় একের পর এক দিনের পর দিন তারা ধর্ষণ করেছে আমাদের শিশুকন্যা থেকে শুরু করে আমাদের মমতাময়ী মাকে। শোনা যায়, একটি কক্ষের ভেতরে নগ্ন করে আমাদেরই আদরের, আমাদেরই অনেক স্নেহের মেয়েদের রাখা হত, যেন তারা জামা দিয়ে গলার ফাঁস বানিয়ে আত্মহত্যা করতে না পারে। প্রতিটি রাতে প্রতিটি দিনে প্রবল ধর্ষণ আর অত্যাচারে আমাদের মা এবং বোনেরা আত্মহত্যার চেষ্টা করতো, কিন্তু পাকবাহিনী তাদের মরে যেতেও দিতো না, কারণ মৃত মেয়েরা ধর্ষণের উপযোগী নয়। আমাদের মেয়েদের স্তন কেটে নেয়া হত, আমাদের ফুলের মত নিষ্পাপ মেয়েদের শরীর ছিন্নভিন্ন করে দেয়া হত। একাত্তরের কিছু ছবি পাওয়া যায়, যেখানে দেখা যায় আমাদের প্রিয় মানুষগুলো, আমাদেরই স্বজনেরা মরে পরে আছে রাস্তার মাঝখানে, ধর্ষিত হয়ে কোন নারী পরে আছে নগ্ন হয়ে, তার মুখে মাছি বসছে, তার শরীরের কিছু অংশ খুবলে খেয়ে ফেলেছে নরপশুরা। আমাদের দেশের সমস্ত রাস্তাঘাট ভরে উঠেছিল মানুষের লাশে, ধর্ষিতা রমণীদের ক্ষতবিক্ষত শরীরে। সেই সব দৃশ্যের ভয়াবহতার ছবিগুলো দেখলে গা শিউরে ওঠে। মানুষ কীভাবে এই কাজগুলো করেছে ভাবতেই প্রবল ঘৃণায় সমস্ত সত্ত্বায় কাঁপন ধরে যায়!

আর যাদের পরিবারের সদস্যদের লাশ পুকুরে, ডোবায়, নদীতে পরে ছিল, তাদের নিদারুণ কষ্টের কথা, যন্ত্রণার কথা, সেই দৃশ্য কল্পনা করে দুঃস্বপ্নের ঘোরে জেগে ওঠার ভয়াবহ স্মৃতি তাদের বয়ে বেড়াতে হয়েছে অনেকগুলো বছর। আমরা হয়তো এখন আর সেসব দিনের কথা আর মনে রাখি নি, কিন্তু যাদের বাবা নিহত হয়েছেন, যাদের মাকে কয়েকটি নরপশু মিলে ছিন্নভিন্ন করেছে, তাদের সেই দুঃসহ স্মৃতি তারা কীভাবে ভুলে যাবে? ধর্ষিতা মুখগুলো আর রাস্তায় পরে থাকা অসংখ্য মৃতদেহগুলো এখন পরিসংখ্যানের এক একটা সংখ্যা হয়ে বইপত্রে জমা হয়ে আছে, তাদের আর কোন আর্তনাদ নেই, তাদের আর কোন রক্ত নেই, আর কোন কান্না নেই। 

আমরা সাধারণ মানুষও যার যার মত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পরেছি, কেউ স্বাধীনতার মাসে একটু হা পিত্যেস করেই ব্যাপারগুলো ভুলে যাবার চেষ্টা করেছি। এখন অনেক বছর কেটে গেছে, তাই আমাদের কারোরই আর তেমন কিছু যায় আসে না। আমরা এখন এই দেশকে নতুন করে পাকিস্তান বানাবার স্বপ্ন দেখছি। যেই পাকিস্তানকে আমরা এক সময় বিদায় জানিয়েছিলাম, সেই পাকিস্তানের ভুত এখন আর আমাদের ঘাড়ে চেপে বসে নেই, সেই ভুত এখন প্রবেশ করেছে আমাদের খাদ্যে, আমাদের চিন্তায়, আমাদের রক্ত কণিকায়, আমাদের অস্তিত্বের অংশ হয়ে উঠেছে সেই পাকিস্তান। আমরা এখন ইসলামিক টিভিতে রাজাকারদের ওয়াজ শুনি, তারা বেমালুম আমাদের বেডরুমে ঢুকে পরেছে ইসলামের ঝাণ্ডা নিয়ে। তারা আমাদের নানাভাবে নসিহত করেন, তারা আমাদের নানা শলা পরামর্শ দেন, আমরা সেসব শ্রদ্ধার সাথে শুনি, পালন করি। আমরা ইসলামী ব্যাংকে টাকা জমা রাখি, আমাদের প্রথম সারির পত্রিকাগুলো ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন ছাপায়। তারা আমাদেরই এলাকাগুলোতে ধর্মীয় আসর বসায়, আমরা মন্ত্রমুগ্ধের মত তাদের কথা শুনি, কীভাবে মালাউনদের এদের থেকে বিতাড়িত করতে হবে, কীভাবে মালাউন নারীদের গর্ভে ইমানদার মুমিন বাচ্চা প্রবেশ করিয়ে দিতে হবে, কীভাবে দেশে ইসলাম কায়েম করতে হবে, এসব শুনতে শুনতে আমাদের শরীরে জিহাদি জোশ জেগে ওঠে। আমাদের রক্তে মুক্তিযোদ্ধাদের রক্তকণিকাগুলো ক্রমশ মরে যেতে থাকে, সেখানে জেগে ওঠে রাজাকারের রক্ত, সেখানে জেগে ওঠে প্রতিক্রিয়াশীলতার নেশা, জিহাদের স্বপ্ন। 



আমাদের পতাকায় যেই গোল লাল রঙের বৃত্তটি রয়েছে, সেটা রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার সূর্যের প্রতীক। আমাদের সেই রক্তে কেনা পতাকা এই সেদিনও তারা নিজেদের গাড়িতে উড়িয়ে সদর্পে ঘুরে বেড়িয়েছে, আমরা তা দেখেও অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছি, যেন আমাদের কিছু যায় আসে না! আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তাদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে। একটি দল তাদের ক্ষমতায় নিয়ে গেছে, আরেকটি দল তাদের রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে। অথচ আমাদের যেন কিছুই করার নেই, আমরা শুধু পাশ কাটাতে শিখেছি, আমরা শুধু ভুলে যেতে শিখেছি।
আমাদের দেশের সকল রাজনৈতিক দলই রাজনীতি করে সাধারণত নানান বস্তুগত সুযোগ সুবিধা আদায়ের জন্য। কেউ রাজনীতি করে টাকার জন্য, কেউ করে ক্ষমতার জন্য, এসবই মানবিক ব্যাপার স্যাপার, এগুলো নিয়েই আমাদের যুদ্ধ। কিন্তু সেই রাজনীতির সাথে যখনই ধর্মীয় প্রেরণা যুক্ত হয়, পারলৌকিক সুখ সুবিধাও যুক্ত করে দেয়া হয়, এর চাইতে ভয়াবহ আর কিছুই হতে পারে না। একজন আওয়ামী লীগ বা বাম দলের সমর্থক ছাত্র হয়তো আন্দোলন করতে গিয়ে একবার ভাববে, তার বাসায় তার বৃদ্ধা মা রয়েছে, স্কুলশিক্ষক বাবা রয়েছে, কিন্তু একজন জামাত ইসলামী সদস্য তা কখনই ভাববে না। তার উপরে রয়েছে আল্লাহ, উপরে রয়েছে বেহেশতের হাতছানি। মৃত্যু তাকে দমন করতে পারবে না, ভয় তাকে আতংকিত করতে পারবে না। তাই ভয়াবহতার দিক দিয়ে সে পুরো পৃথিবীর জন্যেই ক্ষতিকর। সেই সাথে ভয়ংকর পৃথিবীর সব দেশে ধর্মীয় প্রেরণাকে উপজীব্য করে রাজনীতি করা, সোজা কথায় ধর্মভিত্তিক রাজনীতির চরিত্রই নষ্টামি আর নোংরামিতে পরিপূর্ণ।

জামাত শিবির কারা করে? একাত্তরে যেই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে আমরা হারিয়ে দিয়েছিলাম, আজকে এই স্বাধীন বাঙলাদেশে তাদের এত প্রভাব প্রতিপত্তির কারণ কী? তারা কীভাবে এত ক্ষমতাশালী হল? তারা কীভাবে এত শক্তি সঞ্চয় করলো?
সমস্যাগুলো আমাদের শিক্ষাব্যবস্থায় এমনভাবে ঢুকে আছে যে, আমরা কিছুতেই এই বিষ থেকে রেহাই পাচ্ছি না। মাদ্রাসা শিক্ষার নামে এক মধ্যযুগীয় জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হচ্ছে এখনও, মার্কিন সাম্রাজ্যবাদকে প্রবেশ করতে দেয়া হচ্ছে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত, যার ফলে সাম্রাজ্যবাদ এবং মৌলবাদের এক অশুভ বলয়ের মধ্যে চাপা পরে গেছি আমরা। অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, শিক্ষানীতি সবকিছুতেই তারা নিয়ন্ত্রকের ভূমিকায় বসে গেছে। ধর্মান্ধ মৌলবাদী জামাত শিবির এবং মার্কিন সাম্রাজ্যবাদের চরিত্র যে এক এবং অভিন্ন, তা জামাতের হরতালের সময় ভুল করে মার্কিন দূতাবাসের গাড়িতে একটি ইট ছোড়ার জন্য বারবার ক্ষমা প্রার্থনাতেই স্পষ্ট হয়ে যায়!

অথচ এই জামাত শিবির কখনও ক্ষমা চায়নি এদেশে গণহত্যা চালাবার জন্য, তারা কখনও ক্ষমা চায় নি অগণিত নারীকে ধর্ষণের জন্য, তারা ক্ষমা চায় নি এই দেশের স্বাধীনতার বিরোধিতার জন্য। মার্কিন দূতাবাসের গাড়িতে একটি ইট যেন আমাদের লক্ষ লক্ষ নারীর সম্মান এবং লক্ষ লক্ষ শহীদের রক্ত থেকেই বেশি ভয়াবহ, নাহলে একটি ইটের জন্য ক্ষমা চাওয়া গেলেও দেশের মানুষের সাথে করা অপকর্মের জন্য কেন একবারও ক্ষমা চায় নি?
আমরা অতীত খুব দ্রুতই ভুলে যাই। একদিন হয়ত আমাদের দেশের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসে থাকবে নানান বিষয়। বাঙালির ইতিহাসে খুব বড় কোন অর্জন নেই, ঘুরে ফিরে সেই বাহান্ন আর একাত্তরের কথাই। বাহান্নতে হঠাৎ করে আমরা একদিন বুঝতে পেরেছিলাম, আমাদের অস্তিত্ব এখন সংকটের মুখে, আমাদের ভাষা না থাকলে আমাদের জাতিসত্তা বিলীন হয়ে যাবে। তাই ঘুরে দাঁড়িয়েছিলাম সর্বশক্তি নিয়ে। আবার একাত্তরে আমরা বুঝতে পেরেছিলাম, আমাদের আর পিছু হটার সুযোগ নেই, তাই আমরা জীবন বাজি রেখে নেমে পরেছিলাম যুদ্ধে। আমরা এই দেশ স্বাধীন করেছি। এই যুদ্ধে সে সময়ে আমাদের এই সব অত্যাচারই সহ্য করে যেতে হয়েছে একটি নতুন দিনের স্বপ্নে, একটি নতুন দেশের আকাঙ্ক্ষায়। সেই পাকবাহিনীর বিচার আমরা করতে পারিনি, তাদের সেনাবাহিনী আমাদের দেশে গণহত্যা চালিয়ে অক্ষত অবস্থায় ভারত চলে গেছে, এবং তাদের এদেশীয় চামচা রাজাকার আলবদরদের সীমাহীন অত্যাচার নির্যাতনের পরেও আজও আমরা কেমন জানি অসহায় তাদের ক্ষমতার কাছে, তাদের রাজনীতির কাছে। তারা প্রকাশ্যে আমাদের হুমকি দেয়, তারা প্রকাশ্যে আমাদের রক্তচক্ষু দেখায়, তারা আমাদেরই রক্তে কেনা পতাকা তাদের গাড়িতে লাগিয়ে বীর-দর্পে ঘুরে বেড়ায়, এ যেন আমাদের ধর্ষিতা মা বোনদের রক্তাক্ত শাড়ির উপরেই তারা দাঁড়িয়ে আছে, এ যেন আমাদের মৃত মুক্তিযোদ্ধাদের কবরের উপরেই তারা পা তুলে দিয়ে আছে।

আমরা পাকিস্তানীদের বিচার করতে পারি নি, এ আমাদের ব্যর্থতা অবশ্যই। কিন্তু এই ব্যর্থতা আরও প্রকট হয়ে যখন আমরা ভাবি, আমরা এদেশের কুলাঙ্গার রাজাকার আলবদরদেরও বিচার করতে পারি নি। আজকে যখন এই বিচার প্রক্রিয়া চলছে, তারা আমাদের জিম্মি করছে। তারা রাজপথ কাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের জানান দিচ্ছে যে তারা শক্তিশালী, তাদের ক্ষমতা আছে। আর আমরা নপুংসকের মত তাদের তাণ্ডব চেয়ে চেয়ে দেখছি। আমাদের কি কারোর কিছুই করার নেই? 
আমরা আমাদের সেই ইতিহাসে কী লিখবো? আমরা আমাদের সন্তানদের কী জবাব দেবো? আজকে ধর্মান্ধ মৌলবাদী জামাত শিবিরের তাণ্ডবে সারা দেশ ভয়ে আতংকে দিশেহারা, তারা আমাদের বারবার ধমক দিচ্ছে, তারা আমাদের চোখ রাঙ্গানী দিচ্ছে। এসব দেখে মনে হয় এই দেশ স্বাধীন বাঙলাদেশ নয়, আমরা যেন আজও স্বাধীনতা অর্জন করতে পারি নি। 

স্বাধীনতার প্রকাশ্য এবং স্বীকৃত শত্রুরা এই বিজয়ের মাসে হরতাল নামক ডরতাল ডেকে তাদের ক্ষমতা আমাদের সামনে প্রদর্শন করেছে, আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে। আমাদের চোখ রাঙ্গানি দিয়ে বুঝিয়েছে, তারা এই দেশে রাজনীতি করে যাবে এবং আমাদের ক্ষমতা নেই তাদের আটকানোর। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) কয়েকটি বাম দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছে। এই হরতাল জামাত শিবিরের অশুভ রাজনীতির বিরুদ্ধে জনমানুষের প্রতিরোধ, এই হরতাল বাঙলাদেশের সেই সব সাধারণ মানুষের হরতাল যারা ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গাতে রেখে ধর্মের নিয়ে ব্যবসা এবং ধর্ম নিয়ে রাজনীতির মত কুৎসিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন। আজকে সমগ্র বাঙলাদেশের প্রগতিশীল চিন্তার, আমাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য লালন পালনকারীদের একত্র হয়ে ধর্মান্ধ মৌলবাদী এবং সাম্প্রদায়িক এই শক্তিগুলোকে জবাব দিতে হবে, নতুবা মৌলবাদ আমাদের ক্রমশ গ্রাস করতেই থাকবে এবং সাম্রাজ্যবাদের জন্য এখানে প্রস্তুত করা হবে শোষণের উর্বর ক্ষেত্র। আজকে আমরা রুখে না দাঁড়ালে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তারা ক্রমাগত বাধাগ্রস্ত করতেই থাকবে। আমাদের চুপ করে তাদের তাণ্ডবলীলা দেখার সময় শেষ হয়েছে। এখন ঘুরে দাঁড়াবার সময়, এখন রুখে দাঁড়াবার সময়। 



জামাত শিবিরের ডাকা হরতালের জবাব দিতে আগামী ১৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ গণতান্ত্রিক বামমোর্চা হরতাল আহবান করেছে। হরতালের দাবীগুলো হচ্ছেঃ

১) স্বাধীনতাবিরোধী জামাত-শিবির সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, 
২) যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা
৩) তাজরিন গার্মেন্টস-এ আগুনে পুড়িয়ে শতাধিক শ্রমিক হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান, 
৪) নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো


এই হরতাল সফল করতে হবে, আমাদের দেখিয়ে দিতে হবে এই বাঙলাদেশে তালেবানদের কোন স্থান নেই, এই বাঙলা কোনদিন আফগান হবে না, কোন দিন বাঙলাস্থান হবে না, কোনদিন পাকিস্তান হবে না। আর তাই এখন সকল প্রগতিশীল গোষ্ঠীর একসাথে রুখে দাড়াতে হবে, নতুবা কাল তারা আমাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। 

 Source: 

http://www.somewhereinblog.net/blog/realAsifM/29730054




সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...




2013/1/18 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
Let people decide who was behind this brutal attack on a popular blogger.


---------- Original Message ----------
From: Muhammad Ali <manik195709@yahoo.com>

Subject: Re: [Bangladesh-Zindabad] Breaking News: Government agents(DB) attacked blogger Asif to silence  him
Date: Fri, 18 Jan 2013 12:55:31 -0800 (PST)

 

Shibir cadres attacked him due to his relentless writings against Jamat-Shibir !!!
 
 
 
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ব্লগার আসিফ
 
শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৩
 
 
 
 
সিরাজুল ইসলাম: দুঃসহ যন্ত্রণা। কাতরাচ্ছেন। দিনের পর দিন। চার দিন। সন্ত্রাসী হামলায় আহত জনপ্রিয় ব্লগার আসিফ মহিউদ্দীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তেতলার একটি কেবিনে তিনি। কিন্তু নিরাপত্তা? না, নিজেকে নিরাপদ মনে করছেন না তিনি। এখনও আসছে হুমকি। ওদিকে মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত যোগাযোগ করা হয়নি আসিফ বা তার পরিবারের কোন সদস্যের সঙ্গে। হাসপাতাল বেডে শুয়ে কথা বলতে কষ্ট হচ্ছিল আসিফের। তিনি বলেন, আমাদের দেশে যুক্তির বিরুদ্ধে যুক্তি এবং মতের বিরুদ্ধে মত প্রতিষ্ঠা করা যায় না। ওরা বিপক্ষ মতকে গলা টিপে হত্যা করতে চায়। আমি যুক্তির বিরুদ্ধে যুক্তি ও মতের বিরুদ্ধে মত তুলে ধরতে চাই। এটাই আমার জন্য কাল হয়েছে। মামলা তদন্তে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। কাতর কণ্ঠে আসিফ জানান, এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে সরকারের দু'টি গোয়েন্দা সংস্থা আমার বিরুদ্ধে তদন্তে নেমেছিল। ডিবি পুলিশ তখন আমাকে বিনা কারণে আটক করে ১৮ ঘণ্টা নির্যাতন চালায়। ওই নির্যাতন বা আটকের ঘটনা কাউকে বলতে নিষেধ করেছিল ডিবি পুলিশ। সরকারের কোন বাহিনীর ইন্ধন বা মৌলবাদী কোন গোষ্ঠী তার ওপর হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই আক্রমণ চালানো হয়েছিল। সরকার ও মৌলবাদীদের বিরুদ্ধে লেখালেখির কারণে সরকারি বাহিনীর পাশাপাশি বিভিন্ন মহল থেকে আমার ওপর অনেক হুমকি এসেছে। কখনও ভয় পাইনি। ভাবতে পারিনি আমার ওপর এত বড় আক্রমণ আসবে। তিনি জানান, আমি সব সময় সরকারের নানা নেতিবাচক পদক্ষেপের সমালোচনা করে ফেসবুক ও ব্লগে লেখালেখি করি। সামপ্রতিক সময়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের চরম সমালোচনা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে আমিই প্রথম ব্লগে লিখেছি। সামপ্রতিক ধর্ষণ ঘটনার কড়া প্রতিবাদ জানাচ্ছি। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিবৃতি দিচ্ছি। যুদ্ধাপরাধের বিচারের ধীরগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিচ্ছি। এসব কারণেই এ হামলা হতে পারে।
মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, আমি সামাজিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত বাকস্বাধীনতা আন্দোলনের একজন কর্মী। গত ১৪ই জানুয়ারি রাতে আমি আমার ইস্কাটনের বাসা থেকে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত গরিবে নেওয়াজ এভিনিউতে একটি আইটি ফার্মে যাচ্ছিলাম। আমি ওই ফার্মে আইটি এনালিস্ট হিসেবে কর্মরত। প্রতিদিন রাত ১০টার দিকে অফিসে যাই। ওইদিনও এর ব্যতিক্রম ঘটেনি। সন্ত্রাসীরা আগে থেকেই ওত পেতে ছিল। রাত সাড়ে ৯টার দিকে অফিসের নিচে রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলাম। হঠাৎ রিকশাওয়ালার সামনেই মুখোশ পরা ৩ যুবক অতর্কিত আমার ওপর হামলে পড়ে। প্রথমে একজন পেছন থেকে চাপাতির বাঁট দিয়ে আঘাত করে। আরেকজন এসে আমার চশমা ফেলে দেয়। আমি যে চশমা ছাড়া কম দেখি তারা হয়তো তা জানতো। চাপাতির বাঁটের আঘাতের পর আমি পিছন ফিরে তাকাতেই ৩ জনে মিলে আমাকে জাপটে ধরে। কালো কাপড় দিয়ে আমার মুখমণ্ডল ঢেকে ফেলে। তারা এলোপাতাড়ি আমার ঘাড়, কাঁধ, উরু, পিঠ ও তলপেটে কোপাতে থাকে। চাপাতি ছাড়াও তাদের হাতে ছিল ছুরি ও ছোড়া। শরীরে বিভিন্ন স্থানে বড় ধরনের ৭টি আঘাত লাগে। এর মধ্যে ঘাড়ের একটি আঘাত ৮ সেন্টিমিটার এবং অপর একটি আঘাত ৬ সেন্টিমিটার গভীর। আমি মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের আক্রমণে ভীত হয়ে রিকশাওয়ালা ভাড়া না নিয়ে দূরে চলে গিয়েছিল। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ওই রিকশাওয়ালা ও দুই পথচারী এসে প্রথমে আমার চশমা খুঁজে দেন। পরে তারা আমাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তার দায়িত্বে চরম অবহেলা দেখায়। পরে দ্রুত স্থানীয় মনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি হই। সেখানে কয়েকটি ব্যান্ডেজ করা হলেও বড় আঘাতগুলোয় ব্যান্ডেজ সম্ভব হয়নি। পরে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি হই।
তিনি বলেন, স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে আমি অনেকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছি। সরকারের কাছ থেকে পেয়েছি চোখরাঙানি। মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকে পেয়েছি বিরূপ প্রতিক্রিয়া। তিনি জানান, ডিবি পুলিশ আমার সঙ্গে চরম অমানবিক আচরণ করেছিল। তারা আমার কাছে জানতে চেয়েছিল, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও কেন ছাত্রদের পক্ষে লেখালেখি করছি? কেন সামাজিক আন্দোলন গড়ে তুলছি? ডিবি পুলিশ আমাকে এই মর্মে মুচলেকা দিতে বলেছিল যে, আমি আর কোন সামাজিক যোগাযোগ সাইটে লিখতে পারবো না। জগন্নাথের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারবো না। কোন সভা-সমাবেশ করতে পারবো না। আমি রাজি না হওয়ায় তারা আমাকে রিমান্ডের ভয় দেখিয়েছিল। পরে এই মর্মে মুচলেকা দিয়েছি, জগন্নাথের ঘটনায় শাহবাগে যে সমাবেশ ডাকা হয়েছে তা বাতিল করলাম। এ নিয়ে কোন সমাবেশ হবে না। এরপর ডিবি পুলিশ আমাকে ছেড়ে দেয়। তিনি জানান, ব্লগে লেখালেখি বন্ধ করতে এখনও আমাকে ফেসবুক ও মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছে।
২৮ বছর বয়সী আসিফ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে কম্পিউটার বিভাগে মাস্টার্স পাস করে একাধিক বেসরকারি আইটি ফার্মে কাজ করেছেন। উত্তরার ওই আইটি ফার্মে কাজ করছেন আড়াই বছর ধরে। বাবা-মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তারা ৬ বোন, ৩ ভাই। আসিফ সবার ছোট। বড় ভাই মাহতাব হোসেন সজল ২০১১ সালের ২৮শে মে থেকে নিখোঁজ। পিতা মকবুল আহমেদ এজি অফিসের সুপারিনটেনডেন্ট এবং মা গৃহিণী ছিলেন। গ্রামের বাড়ি পটুয়াখালী হলেও সেখানে তার খুব একটা যাতায়াত নেই। স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন ৩৯/৩, দক্ষিণ যাত্রাবাড়ি।

 


____________________________________________________________



____________________________________________________________




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Re: [Alapon] Fwd: Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism



I said this before - religion has done more harm than good for the humanity. Most people cannot comprehend it. 


The foundation of each religion is faith, which is totally opposite to the foundation of the science and technology. A religious mind is already contended with faith. Therefore, creativity cannot survive there very long. That's the reason for the lack of scientific developments and progress in the religious societies. 

 

I believe, some creative functioning cells still exist in the brain of a religious moderate; therefore, number of religious moderates in a society may correlate with the scientific progress and prosperity in the society.

 

Yes, it is true that - much more devout fanatical religious brains can be found in the Islamic societies than religious moderates. That may explain societal backwardness and slow progress in those societies.


Jiten Roy



--- On Fri, 1/18/13, Shah Deeldar <shahdeeldar@yahoo.com> wrote:

From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
Subject: [mukto-mona] Re: [Alapon] Fwd: Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism
To: "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>, "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>, "bangladesh-progressives@googlegroups.com" <bangladesh-progressives@googlegroups.com>, "akhtergolam@gmail.com" <akhtergolam@gmail.com>, "Farah Haq Quazi" <farah_haq_quazi@yahoo.com>
Date: Friday, January 18, 2013, 12:21 PM

 

I could care less whether it is 80% to 20% ratio or other way around. We got a train wreck situation in many Islamic countries when Muslims are moving out from their countries of origin to other countries for better education and opportunities. The question is where are the Muslim moderates? Why haven't they taken the helm and showed the path as it had happened in many other countries with non-Muslim societies. Why people can still throw a religious book to the citizens and force Muslims and non-Muslims to conform or loose their heads( Pakistan is a good example)? Why moderates have not taken them on for last hundred years? When was the last time a religion or religious book has solved a problem? What is the value of a heavenly life in heaven in our earthly life? How many more religious studies would solve our earth's environment and resource problems? If moderates think that there necks are more precious than taking on the half literate thugs, things will get worse before they get better.

Gandhi's definition of God is great! It is rather ironic that many people who are involved in the religious business might not come up with any good definition of God. The day, they define it, they will have to quit their profitable business. 

With respect and regards,
Shah Deeldar 
 
"All great truths begin as blasphemies." GBS

From: Golam Akhter <akhtergolam@gmail.com>
To: alapon@yahoogroups.com; Farah Haq Quazi <farah_haq_quazi@yahoo.com>
Sent: Friday, January 18, 2013 8:49 AM
Subject: Re: [Alapon] Fwd: Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism

 
Dear Farah Haq Quazi,

If you are serious to know the facts or near close to the facts, please give time and interest to know the truth. Mahatma Gandhi said -"Truth is God"

Please try the renowned poll takers, and write what you want to know in their web page if you fail let me know:
In the United States, some notable companies include:

Regards.
Yours sincerely,
Golam F. Akhter, Bangladesh-USA Human Rights Coalition Inc.
==================================

On Thu, Jan 17, 2013 at 10:33 PM, Farah Haq Quazi <farah_haq_quazi@yahoo.com> wrote:
 
 
If I may ask this, could you please help us identify the authenticity of the data (80%-20%) regarding Islam and other religions? I'm curious.
 
Regards.
 
 


--- On Wed, 1/16/13, Golam Akhter <akhtergolam@gmail.com> wrote:

From: Golam Akhter <akhtergolam@gmail.com>
Subject: [Alapon] Fwd: Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism

To: AILC-AIFD@yahoogroups.com, "imam bashar arafat" <mohamadba@aol.com>, "Imam-MohamedMagid" <imam@adamscenter.us>, imam@mccmd.org, "Johari Abdul-Malik" <imamjohari@gmail.com>, "Imam-Yusuf-Saleem" <saleemfam@aol.com>, 6064@yahoogroups.com
Date: Wednesday, January 16, 2013, 9:43 PM


 

Dear Moderate Muslims (estimated to be 20%+-) and Islamist Muslims (Fundamentalists, Fanatics, Wahabis, Deobandis, Al Quidas, Talebans, Supporters of Sharia laws, and  Terrorists etc. - estimated to be 80%+- world wide),

Let us work and interact together with mutual respect and human rights (Universal Human Rights:   http://www.un.org/en/documents/udhr/index.shtml ) to reverse the percentage for mutual existence, protection, and safety like Christianity - moderates 80%, Jews-  moderates 80%, all other major religions- moderates 80% approximately.
Regards.
Yours sincerely,
Golam F. Akhter, Bangladesh-USA Human Rights Coalition Inc.



================
---------- Forwarded message ----------
From: Center for Islamic Pluralism <list@islamicpluralism.org>
Date: Mon, Jan 14, 2013 at 5:01 PM
Subject: Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism
To: akhtergolam@gmail.com


Center for Islamic Pluralism Center for Islamic Pluralism

Indian Muslims March in Protest Against Saudi Wahhabi Cultural Vandalism

by All India Ulema and Mashaikh Board
CIP
January 14, 2013
Send RSS Share: Facebook Twitter Google +1
Be the first of your friends to like this.
In a clear message to the Government of Saudi Arabia, a big section of Indian Muslims today in Delhi demanded that the Saudi regime must sign a treaty with all the governments of the world and assure in clear terms that no damage will be done to the cultural heritage of Muslims and sacred signs of Islam in the Saudi kingdom.
This was communicated in a memorandum to the Embassy of Kingdom of Saudi Arabia after a peace march at Jantar Mantar which was addressed by Maulana Syed Mohammad Ashraf Kichowchhwi, General Secretary of the All India Ulema and Mashaikh Board, and others.
Indian Muslim Demonstration Against Wahhabism, Delhi, January 14, 2013 -- Photograph by All India Ulema and Mashaikh Board.
The participants of the rally had come from various parts of the country with banners and placards saying among other things "Indian Muslims will not allow Talibanization of India."
Maulana Syed Mohammad Ashraf Kichowchhwi in his speech dealt at length with the activities of Saudi authorities. The behavior with the Indian hajj pilgrims was specially mentioned by Maulana Kichowchhwi, who said that Saudi authorities force Indian hajjis to practice Wahhabism and stop the pilgrims from performing rituals according to their practices. In cases when even offering "Salaam" to the Prophet is carried out silently with a view to avoid offending the rulers, the authorities come down heavily.
He said in some cases Indian pilgrims are arrested and humiliated, and the Indian officers sent to take care of the pilgrims lend no support to their fellow citizens and willfully allow the Saudis to play their game fearlessly.
He said in the cases of other nationalities their hajj officers and embassy or consulate staff put up resistance and ensure their safety and dignity but this is not the case with Indian officers.
The Prophet's Mosque, Madinah.
The speakers, including Syed Babar Ashraf, National Secretary of the Board, expressed their anger against moves to deface the tomb of Prophet Mohammad and also demanded that Saudi Government must sign a treaty with the government of India and other governments assuring that no damage shall henceforth be done to any monument of Islam in India.
Maulana Mohammad Ashraf Kichowchhwi demanded that all the bulldozed cultural monuments and signs of Islam, including Jannatul Baqee and Jannatul Moalla, must be restored and developed and decorated accordingly.
Jannatul Baqee, the cemetery in Madinah of the Family, Companions, and Successors to the Prophet Muhammad sallallahualeyhisalaam, before its demolition by Saudi Wahhabis in 1925.
The devastated site of Jannatul Baqee, 2008 -- Photograph Via Wikimedia Commons.
The gathering was also of the view that Indian officers sent to Saudi Arabia during Hajj are selected on the basis of their ideology, and Wahhabis are given charge of the Hajj affairs, who have until now demonstrated that they are better suited to serve Saudi Wahhabi interests rather than the interests of Indian pilgrims.
Maulana Kichowchhwi also said that Saudi Wahhabi influences can be easily seen in the government bodies of India requiring Muslim representation. Almost all such selections are done on the basis of ideology and Wahhabis are chosen to represent Indian Muslim ignoring the very vast majority [almost 80 percent]. The Waqf boards and Waqf councils and Hajj committees are by now transformed as the centers of propagation of Wahhabism through government machinery.
He said demolition of the Ghausia Masjid in Delhi was not an isolated incident. It is well connected with the developments taking place in Libya, Egypt, Tunisia, Syria, Afghanistan, Pakistan and India and of course in Saudi Arabia, leading them to ruin the cultural heritage of Islam everywhere.
In all the above mentioned countries tombs of Sunni Sufi saints and Godly Muslims are being targeted because they happen to be centers of propagation of peace and amity and tolerance in the human race much above individual faiths while Saudi Wahhabi ideology refuses to concede to tolerance and peace its proper virtue.
Ulema and Mashaikh who have expressed their anguish over this sorry state of affairs include:
Hazrat Maulana Syed Mehdi Miya Chishti, Gaddi Nashin Ajmer Sharif (Rajasthan)
Hazrat Maulana Syed Alamgir Ashraf, Nagpur (Maharashtra)
Hazrat Syed Jawed Naqshbandi, Delhi
Hazrat Farid Nizam, Dargah Hazrat Nizamuddin Aulia, Delhi
Hazrat Maulana Nooruddin Asdaq, Nalanda (Bihar Sharif)
Hazrat Mujiburrahman Urf Bablu Mia, Mainpuri (Uttar Pradesh)
Haji Yunus Solanki, Vadodra (Gujarat)
Maulana Farooq Razvi, Ludhiyana (Punjab)
Syed Hammad Ashraf, Lucknow (Uttar Pradesh)
Hayatunnabi Khan, Sajjada Nashin, Dargah Hafiz, Moradabad
Syed Ali Naim Chishti, Sajjada Nashin, Dargah Sultan Mia, Moradabad
Hafiz Iftikhar Husain Sabir, Sajjada Nashin, Dargah Pahalwan, Lajpat Nagar, Moradabad
Syed Shibli Mia, Sajjada Nashin, Dargah Shah Mukammal, Eidgah, Moradabad
Maulana Mohammad Noorani, Sri Nagar (Jammu & Kashmir)
Shahnwaz Warsi (Uttrakhand)
Maulana Ghulam Dastgir, Ranchi (Jharkhand)
Memorandum
To: Mr. Pranav Mukherji, Hon. President, Govt. of India, New Delhi
Mr. Manmohan Singh, Hon. Prime Minister, Govt. of India, New Delhi
Mr. Sushil Kumar Shinde, Hon. Minister of Home Affairs, Govt. of India, New Delhi
Mr. Salman Khursheed, Hon. Minister of External Affairs, Govt. of India, New Delhi
Mr. K. Rahman Khan, Hon. Minister of Minority Affairs, Govt. of India, New Delhi
Mrs. Chandresh Kumari Katoch, Hon. Minister of Culture, Govt. of India, New Delhi
Miss Kumari Selja, Hon. Minister of Social Justice and Empowerment, Govt. of India, New Delhi
Mr. Tejendra Khanna, Hon. Lt. Governor, Delhi Government
Mrs. Sheila Dixit, Hon. Chief Minister, Delhi Government
Sir/Madam,
India, home of second largest population of Muslims in the world, with a well recognized and rich Sufi culture contributing to the peace, amity and tolerance in the society, occupies a high place in the comity of Muslim nations.
Indian Muslims are aggrieved over the intention and impending move to deface the Tomb of Prophet Muhammad (Peace Be Upon Him) in the holy city of Madinah and demand that the government of Kingdom of Saudi Arabia should assure the world, including the government of India, that they are not going to do any harm to any of the Islamic signs and sites in their country.
It is to be noted that Indian pilgrims going to perform Hajj in Saudi Arabia are often not allowed to perform the rituals according to their profession and established practices. They are coerced to practice the infamous Wahhabi ideology against their own beliefs. The Indian officers deployed to take care of the pilgrims on most occasion side with the Saudi authorities and do nothing substantial to help Indian hajjis in performing hajj on the rightful lines of the age old Sufi tradition/practice. It is because the selection is done at the behest of Wahhabi organisations and government authorities send those officers who themselves are also the practitioners of extreme Wahhabi ideology. These people have gained access to the political, governmental and administrative quarters by duping the Government authorities and faking themselves as the true representatives of Indian Muslims.
Let it be also mentioned here that in our beloved nation Wahhabism, which endorses extremism, has gradually gained a powerful position by projecting themselves as the real representatives of Indian Muslims, which is totally untrue because more than 80 percent of Indian Muslims profess and practice Sunni Sufi ideology which preaches love to human kind. Almost all the bodies of government requiring Muslim representations have been hijacked by these Wahhabis and thereby the vast majority of Muslims goes unheard, unrepresented and badly ignored. Wahhabis, getting their foothold in the corridors of political power are now trying to dictate politics and their activities which started with a socio-preligious message finally turned into a political entity thus becoming a threat for the democracy of India and the social fabric of our beloved nation. These elements play with emotions of peace-loving Muslims and arouse the religious sentiments to create chaos and benefit themselves both socially and politically.
All India Ulema and Mashaikh Board, through this memorandum request your kindness to come to the aid of the Indian Muslim community and make the Kingdom of Saudi Arabia government respond regarding plans for expansion of Masjid-e-Nabvi [The Prophet's Mosque] and other sacred Islamic places in Makkah and Medinah. This is in no way an interference in domestic affairs of Saudi Arabia because these sacred places are the center of reverence for the Muslim Ummah all over the world.
It will be in the fitness of things if the Government of Saudi Arabia agrees to issue a White Paper and spells out the expansion program, while signing a treaty with all the governments of the world assuring it will not deface, demolish or destroy any of the signs of Islam, and restore all those sacred sites, including Jannatul Baqee and Jannatul Moallah, that have been bulldozed in the last century by the Saudi dictators.
The insanity of the Wahhabi Saudi regime has reached its zenith and now the Tomb of Prophet Mohammad (Peace Be Upon Him) is under threat, hence this earnest appeal from this leading body of the majority of Indian Muslims.
Thank you.
Regards
Maulana Syed Mohammad Ashraf Kichowchchwi
General Secretary
Maulana Syed Mohammad Ashraf Kichowchhwi.
You are subscribed to this list as akhtergolam@gmail.com.
To edit your subscription options, or to unsubscribe, go to http://www.islamicpluralism.org/list_edit.php
To subscribe to this list, go to http://www.islamicpluralism.org/list_subscribe.php






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: [Pro-Muslim] Moudud , The Prostitude Of Politics !!!!!




----- Forwarded Message -----
From: Muhammad Ali <manik195709@yahoo.com>
To:
Sent: Friday, January 18, 2013 7:00 PM
Subject: [Pro-Muslim] Moudud , The Prostitude Of Politics !!!!!

 
রাশিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি এবং মওদুদ আহমদের ফালতু বয়ান
চোরের মুখে যখন আন্য কাউকে চুরির অভিযোগ করতে শুনি তখন হাসি পায়,নিজেরা চোর তাই অন্যদেরকেও চোর ভববে এটাই স্বভাবিক। বাংলাদেশের সেরা ডিগবাজি রাজনিতিবিদ এবং দূর্নিতিবাজ মওদুদ আহমদ বলেছেন "কমিশনের লোভেই রাশিয়ার সঙ্গে চুক্তি" এবং ঋনের সুদের হার উচ্চ বলে দাবি করছেন। আসলে এই সব কথা বলে উনি উনার অজ্ঞতায়ই প্রকাশ করেছেন। শুধু বিরোধিতার জন্য বললে আমার কিছু বলার নেই তবে ভালো করে জেনে তারপর মন্তব্য করা বুদ্ধিমানের কাজ। চিন, ভারত,ভিয়েতনামসহ পৃথিবীর অনেক দেশের সাথেই রাশিয়ার এই ধারনের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। কোন দশের সাথে কি শর্তে এবং কি মুল্য রশিয়া অস্ত্র সরবরহ করবে বা আনবিক বিদ্যূত কেন্দ্র স্থাপন করবে এবং সুদের হার কত তা কি উনি জানেন? জানলে এ ধারনর বক্তব্য দানে বিরত থাকতেন। উনার অবগতির জন্য জানাতে চাই বাংলাদেশ সবচেয়ে কম খরচে আনবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন করবে, সব চেয়ে কম দামে অস্ত্র পাবে এবং সুদের হার অন্য দেশের তুলনায় সবচেয়ে কম। আমার বক্তব্য যদি উনার কাছে গ্রহন যোগ্য না হয় তাহল অনুরোধ করবো তার ফালতু বয়ান প্রতিষ্ঠিত করার জন্য প্রমান হজির করতে। তারা ক্ষমতায় থাকা কালিন সময় চুরি ছাড়া দেশের জন্য কিছুই করেন নি কিন্তু বর্তমান সরকার যখন দেশের উন্নয়নে কাজ করছে সেটা তাদের পছন্দ হচ্ছনা। ড. সফিক, মস্কো, রাশিয়া




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এগিয়ে বাংলাদেশ !!!!!



1
¦
জাতিসংঘের প্রতিবেদনদক্ষিণ এশিয়ার অর্থনীতিতে
এগিয়ে বাংলাদেশ
কালের কণ্ঠ ডেস্ক
বিশ্ব অর্থনীতি এক সংকটপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও বিনিয়োগে খরার কারণে গত এক দশকের মধ্যে ২০১২ সালে সবচেয়ে মন্থর গতিতে এগিয়েছে দক্ষিণ এশিয়ার অর্থনীতি। তবে এর মধ্যেও প্রবাসী আয় এবং বেসরকারি খাতে বিনিয়োগের ওপর ভর করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রবৃদ্ধির গতি ধরে রেখেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের উন্নয়ন নীতি ও পর্যালোচনা বিভাগের 'বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও পূর্বাভাস-২০১৩' শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে একটি মন্থর বছর পার করলেও ২০১৩ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির গতি কিছুটা বাড়বে। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং পরিবহন ও জ্বালানি প্রতিবন্ধকতার পাশাপাশি ভোগ্যপণ্যের বিক্রি কমায় গত বছর দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে। তা ছাড়া উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক মন্দার কারণে এ অঞ্চলের বেশির ভাগ দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে ২০১২ সালে 'কিছুটা ধীরগতি'র অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক চিত্র 'অনুকূল' ছিল বলে উল্লেখ করা হয়েছে। আর এর পেছনে প্রবাসী আয় ও ভোক্তা ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধিই মূল ভূমিকা রেখেছে বলে মনে করে জাতিসংঘের উন্নয়ন নীতি ও পর্যালোচনা বিভাগ।
বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবাসী শ্রমিকদের আয় দেশগুলোর বিশাল বাণিজ্য ঘাটতিতে কিছুটা ভারসাম্য এনেছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় গত বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।
দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে ৫.৮ শতাংশ হারে প্রবৃদ্ধি হওয়ার পর ২০১২ সালে এ অঞ্চলের গড় দেশজ উৎপাদন বেড়েছে মাত্র ৪.৪ শতাংশ হারে। তবে ভারতের ক্রমাগত উন্নতির প্রভাবে এ অঞ্চলের প্রবৃদ্ধি ২০১৩ সালে ৫ শতাংশ ও ২০১৪ সালে ৫.৭ শতাংশ হারে বাড়তে পারে। আর বাংলাদেশ ২০০৯ সালে ৫.৭ শতাংশ, ২০১০ সালে ৬.১ শতাংশ, ২০১১ সালে ৬.৭ শতাংশ, ২০১২ সালে ৬.২ শতাংশ, ২০১৩ সালে ৬.৩ শতাংশ এবং ২০১৪ সালে ৬.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে ধারণা করছেন জাতিসংঘের অর্থনীতিবিদরা।
প্রতিবেদনটিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার কিছু এলাকায় খরা, খাদ্যের উচ্চমূল্য, স্থানীয় মুদ্রার উল্লেখযোগ্য দরপতন এবং জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে এ অঞ্চলে গড় ভোক্তা মূল্য সূচক ২০১১ সালে ১১.২ থেকে বেড়ে ২০১২ সালে ১১.৬ হয়েছে। তবে ২০১২ সালে বাংলাদেশ ও পাকিস্তানে মূল্যস্ফীতি তুলনামূলক কম হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কম রাখা।
প্রতিবেদন অনুযায়ী, সুদান ও ইয়েমেনের মতো যে দেশগুলো রাজনৈতিক অস্থিরতা এবং ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, ২০১০ ও ২০১১ সালে তাদের বিরূপ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। অন্যদিকে বাংলাদেশসহ আফ্রিকার উল্লেখযোগ্য সংখ্যক দেশে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতির দেশ ভারতের বার্ষিক গড় প্রবৃদ্ধি ২০১০ সালের ৯.৬ শতাংশ থেকে ২০১২ সালে নেমে আসে ৫.৫ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। আর দক্ষিণ এশিয়ার মোট জিডিপির তিন-চতুর্থাংশের জোগান ভারত থেকে আসে বলে এর প্রভাব পড়েছে পুরো দক্ষিণ এশিয়ার ওপর। তবে কিছুটা জোরদার রপ্তানি প্রবৃদ্ধি ও পুঁজি বিনিয়োগের ওপর ভর করে ভারতের জিডিপি ২০১৩ সালে বেড়ে ৬.১ শতাংশ এবং ২০১৪ সালে ৬.৫ শতাংশে দাঁড়াবে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার কিছু অংশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার শঙ্কা অর্থনীতিতে সংশয় তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ কারণে নেপাল ও পাকিস্তানে অভ্যন্তরীণ চাহিদা কমেছে। পর পর চার বছর পাকিস্তানে মোট বিনিয়োগ কমেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি হ্রাস ও রিয়ালের অবমূল্যায়নের কারণে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনটিতে দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে গড় মূল্যস্ফীতি ২০১৩ সালে কমে ১০.৬ শতাংশ এবং ২০১৪ সালে ৯.৯ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাতিসংঘ মনে করে, বাংলাদেশসহ আরো কয়েকটি দেশে প্রবাসী আয় বাড়লেও দক্ষিণ এশিয়ার শ্রমবাজারকে মৌলিক কাঠামোগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে বৃহৎ অপ্রাতিষ্ঠানিক খাতে কম উৎপাদনশীল কাজের প্রাধান্য, ব্যাপক কর্মজীবী দরিদ্র মানুষ, নারীদের কম অংশগ্রহণ ও উচ্চমাত্রার যুব বেকারত্ব।
বিশ্ব অর্থনীতির দুর্বলতা এবং আঞ্চলিক বা দেশীয় ঝুঁকির কারণে দক্ষিণ এশিয়ার অর্থনীতির সামনে কিছুটা ঝুঁকি থেকে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ বা চীনের অর্থনীতির পতন হলে দক্ষিণ এশিয়ার রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। ফলে প্রবাসী আয়ের প্রবাহও ঝুঁকিতে পড়বে।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___