Banner Advertiser

Sunday, August 18, 2013

[mukto-mona] যুক্তরাষ্ট্রের সেই নারী কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন বিএনপির চীফ হুইপ !!!!!!!



This called "BNP" !!!!

যুক্তরাষ্ট্রের সেই নারী কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন বিএনপির চীফ হুইপ
ভুক্তভোগী নারীর স্বামী বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিচার দাবি জানিয়েছেন
জনকণ্ঠ রিপোর্ট ॥ আলোচিত সেই নারী কেলেঙ্কারিতে শেষপর্যন্ত ফেঁসেই যাচ্ছেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিএনপির এ নেতার বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারীর স্বামী বিএনপি নেতা মোঃ রহমত উল্যা। চিঠিতে তিনি ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের মাননীয় স্পীকারের সহায়তা কামনা করেছেন। এদিকে এই প্রবাসীর কঠোর অবস্থানের পর তোলপাড় শুরু করেছে সংশ্লিষ্ট মহলে।
জানা গেছে, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত একরামুল কাদেরের কাছে লেখা চিঠিতে ওই নারীর স্বামী মোঃ রহমত উল্যা বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের নারী কেলেঙ্কারির পুরো কাহিনী তুলে ধরেছেন। রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্পীকারের সহায়তা কামনা করে তিনি বলেন, আমি শিকাগো প্রবাসী মোহাম্মদ রহমত উল্যা। আমি আমার স্ত্রী পাঁচ বছর বয়সী এক মেয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অত্যন্ত সুখে-শান্তিতে বসবাস করে আসিতেছিলাম। বিরোধীদলীয় চীফ হুইফ জয়নুল আবদিন ফারুকের শিকাগো ভ্রমণের কারণে আমার সমস্ত সুখ-শান্তি এবং মানসম্মান শেষ হেয় গেল। জয়নুল আবদিন ফারুক আমার স্ত্রীকে দেশ থেকে টেলিফোন করে বাজে প্রস্তাব দিয়েছেন। বিষয়টি িি.িুড়ঁঃঁনব.পড়স/ঁংবৎ/ ইধহমষধখবধশংঙৎম ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিতে আমার এবং আমার স্ত্রীর বড় ধরনের সম্মানহানি ঘটে। বলেন, 'আমার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছেন। জয়নুল আবদিন ফারকের বিভিন্ন ধরনের ভয়ভীতির কারণে আমার স্ত্রী ফারুকের একতরফা কথাগুলো টেলিফোনে শুনেছিলাম। ফারুক একজন লম্পট চরিত্রের মানুষ বলেই আমার অপেক্ষাকৃত সহজ সরল স্ত্রীকে আজেবাজে প্রস্তাব দিতে সাহস করেছেন এবং ফারুকের বিরদ্ধে সম্মানহানি, শান্তি-শৃঙ্খলা বিঘœকারী, অপবাদ, অখ্যাতি, সামাজিকভাবে হেয় করা, প্রতারণা, আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন মামলা করার জন্য আমি শিকাগোর বিভিন্ন 'ল' ফার্মের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। এ ছাড়া দেশেও ধর্ম অবমাননা এবং অবৈধ অস্ত্রের হুমকি প্রদর্শন নামে দুটি মামলা করতে চাই। এই ব্যক্তির কারণে আমি এবং আমার স্ত্রীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটি সন্তান আছে তার ওপরও পড়েছে এর প্রভাব। আমার স্ত্রী মানসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েছেন যে তাঁকে চিকিৎসকের কাছেও নিতে হয়েছে। বর্তমানে আমার স্ত্রী নানা রকম মানসিক সমস্যায় ভুগছে। আমি আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।' ফারুকের কেলেঙ্কারির কথা তুলে ধরে ওই প্রবাসী বলেন, '২০১২ সালের ২৩ জুলাই জয়নুল আবদিন ফারুকের সঙ্গে আমার এবং আমার স্ত্রীর প্রথম সাক্ষাত হয়। ফারুক যুক্তরাষ্ট্র সফরে সে শিকাগো এলে আমার বাসায় দেয়া একটি ইফতার পার্টিতে তাকে দাওয়াত করি। সেখানেই আমার স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হয় ফারুকের। এরপর অক্টোবরে আরও এক দফা যুক্তরাষ্ট্র সফরে এসে শিকাগোতে আমার বাসায় থাকেন। ফারুক যুক্তরাষ্ট্র এসে ক্যাসিনোতে ৩৭ হাজার ডলার হারিয়ে বিপাকে পড়লে আমি তাকে উদ্ধার করি। এ ছাড়াও তার হোটেল বিল, খাবার খরচ এবং আমেরিকার লোকাল ফ্লাইটের খরচ বহন করি। ফারুক আমাকে তার ভাই এবং আমার স্ত্রীকে তার বোন ডাকার কারণে বৃদ্ধ একজন রাজনীতিবিদকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং সরল মনে নিজের বাসায় থাকা খাওয়ার জন্য জায়গা দিয়েছি কিন্তু ৬৪ বছর বয়সের একজন বৃদ্ধ, যার নিজেরও আমার স্ত্রীর বয়সী দুটি মেয়ে আছে, সে এমন আচরণ করতে পারে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি। লম্পট ফারুক আমার স্ত্রীকে বাজে প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি আমার স্ত্রীকে ভয়ভীতিসহ বাসা থেকে উঠিয়ে নেয়ার হুমকি দিয়েছেন। তার কাছে অনেক অস্ত্র আছে বলেও শাসিয়েছেন। যে রাজনীতিবিদ একজনের ঘরে থেকে খেয়ে এমন ধরনের বেঈমানী করে দেশের মানুষকে সে প্রতারণা ছাড়া আর কিইবা দেবে? এই ধরনের কৃতঘœ, অপদার্থ, লম্পট রাজনীতিবিদ আমাদের দরকার নেই। এরা দল, দেশ ও জাতীয় শত্রু, কলঙ্ক এবং বোঝা মন্তব্য করেন ওই প্রবাসী। 
রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, 'আপনি ভাল করেই জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন এবং অক্লান্ত পরিশ্রমের ফলে ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স¦াধীনতা অর্জিত হয়েছিল। দেশের অগনিত মুক্তিযোদ্ধারা যে মুহূর্তে দেশের স¦াধীনতার জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে তখন হয়ত এই লম্পট ফারুকেরা কোথাও নারী ধর্ষণ করেছে। হানাদারদের প্রেতাত্মা আজও আমাদের নারীদের সম্ভ্রমের পেছনে ছুটে চলছে। বাংলাদেশের এ ধরনের রাজনীতিবিদদের কাছে আমাদের মা, বোন, স্ত্রী ও মেয়েদের দিয়ে দেইনি। জয়নুল আবদিন ফারুক আমার স্ত্রীর বাবার চেয়েও বেশি বয়সী অথচ তার কি নির্লজ্জ কথাবার্তা! এই ধরনের লম্পট রাজনীতিবিদ আমাদের দরকার নেই। এই রকম লম্পট রাজনীতিবিদ ফারুক একা নয়, সমাজ এবং বাংলাদেশ থেকে এদের সমূলে উৎখাত করে এ সমস্ত দুর্বিত্তের হাত থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে।
ক্ষুব্ধ এ প্রবাসী রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে বলেন, 'আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে লম্পট ফারুকের বিচার চাই, বিচার চাই দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে, বিচার চাই দেশের সরকারের কাছে, বিচার চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বিচার চাই দেশের সকল রাজনৈতিক দলের কাছে, বিচার চাই দেশের বিচার বিভাগের কাছে, বিচার চাই মহান জাতীয় সংসদের কাছে, বিচার চাই জাতীয় সংসদের মাননীয় স্পীকার এবং জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের কাছে। জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্যের প্রতি আমার দাবি জাতীয় সংসদে লম্পট ফারুকের বিরুদ্ধে ইম্পিচমেন্ট বিল সংসদ সদস্য পদ বাতিল করে পবিত্র সংসদকে কলঙ্কমুক্ত করার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার দাবি ফারুখকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্কমুক্ত করুন। আশা করি বিএনপি আমার দাবির প্রতি যথাযথ সম্মান দেখাবে মন্তব্য করে তিনি বলেন, অন্যথায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেব। দেশের সরকার ও বিচার বিভাগের প্রতি আমর দাবি লম্পট ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। দেশের সুশীল সমাজসহ দেশের সকল ছাত্র ও যুব সমাজের প্রতি আমার দাবি লম্পট রাজনীতিবিদ ফারুকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে দেশের রাজনীতি থেকে লম্পট ফারুকদের উৎখাত করার জন্য। দেশের সকল রাজনৈতিক দল বিশেষ করে দেশের সকল ইসলামিক দলের প্রতি আমার দাবি ইসলাম অবমাননার জন্য লম্পট ফারুকের মৃত্যুদন্ড দাবি করুন। কারণ লম্পট ফারুক অসৎ উদ্দেশ্যে আমাদের আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূলকে ব্যবহার করেছেন। দেশের সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিড়িয়ার প্রতি আমার অনুরোধ পুরো বিষয়টির ওপর একটি জনমত গড়ে তুলে বাংলাদেশের রাজনীতি থেকে লম্পট ফারুকদের উৎখাত করে দেশকে কলঙ্কমুক্ত করুন।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] FW: মিতা হ কের বাঙ্গা লীয়ানা ও ম রু-সাম্রাজ ্যবাদ



No other nation-state takes pride in sending people as menial labour. Bangladesh does, it was Khaleda Zia who re-iterated the funny theory of Zia-ur-Rahman's "janashakti roptani" [ Jesus Christ man! - some dare-devil assertion, I must admit]. Interestingly Hasina Begum did not oppose or set right this most insulting epithet.

The middle class or the so-called civil society [Very interestingly the epithet of Sushil somaj generated from Bangladesh and now being so sheepishly taken up by some West Bengal budheejeebees, who happen to be sycophants of the government] of Bangladesh does flare up on the question of Razakar Fnasi and not so much on the land struggle of the peasants of Bangladesh. At least it can be said that the West Bengal counterpart toppled a government on the question of Nandigram and Singur, but how much flaring did we see for Asuria, the names of those peasant upheavals are no more in public memory. The Pakistani middle class may be very elite but we can see the LAAL band going deep inside Pakistani villages and are involved in land struggles [Taimur's father was a militant in the Baloch upheaval]. We see so many Pakistani litterature on the struggle of peasants. We know the Sri Lankan civil society sacrificing lives for peasant causes. The plight of the peasants did not bring in many Bangladeshi intellectuals in peasants' and workers' organizations. There is no effort of organising the NRB menial workers in foreign soils. We found every political formation having their counterparts in USA, UK  etc but not one union of menial workers and so called illegal workers led by any Bangladeshi leadership . ANSWER and other UK based organizations are highly connected to Indian, Pakistani & Nepali organizations back home, but none of these organizations have Bangladeshi intellectuals as activists or leaders among their ranks. 

The Pakistani & Nepali and even Sri-Lankan Tamil and Sri-lankan radical labour leadership are trying to form a south-asian confederation of trade unions so that there can be a combined movement. In spite of  humongous efforts the only response we gathered from Bangladeshi activists of various fractions is "OK! good idea, we will talk amongst us and get back to you"   This getting back has crossed decades and is still in present continuous tense. 

Check the facebook groups, check the newspapers and even the visual media. Every issue of class and every specific issue of the peasants and workers are brought down to the filthy swathes of Hindu-Mussalman politics and then end up to Indo-Bangladesh issue and ultimately boils down to kids' pranks of Bangladesh-West Bengal divide. Obnoxious is not the proper word! it is so disgusting and disparaging that the real issues of the producers can never come up as national issues! This is the "contribution" of the Bangladeshi middle class [so very much interested in peeping through the scrotal loin-cloth] This is now pushed down as the national-social-consciousness. The remarks on the women by some nincompoops got a befitting rebuff from the Bangladeshi civil society- this is the very first positive assertion and we are so bemused and assured that light is piercing through the darkness- Lal Salaam for that! but it is grossly inadequate, under-adequate and very miniscule than the adequacy mark. I still wonder how much would the response have been on any class question. We Salute the Shahbag movement and yes! what an upheaval was that! but what proportion of that was on the question of Savar massacre? Yes, lots of hulla-balloo indeed and now it is simply outside the public memory. In one case very similar to this politics in Pakistan or in Bihar or West Bengal there is at least a change in government and issues like these were some catalysts!  

Being sons and daughters of East Bengalee refugees, it really hurts deep down as a nostalgic romantic historical social psyche is never lower than any reality for almost half of West Bengalees whose some predecessors hail from there! Once the most socially and class conscious political arena is now dealing with a false consciousness [a la Benjamin] of tied-to-birth Hindu-Muslim divide! Disgusting is a very mild epithet!


On 19 August 2013 00:00, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:
           Thanks, Subimal, for defending Bangladesh from Soumitra's excessive allegations.  You are so right to point out that << Bangladesh is not unique in this respect. A lot of Indians, Pakistanis, and Sri Lankans also go to the middle eastern countries with menial jobs. >> 
                  I am tempted, but I won't repeat your request:  <<  Soumitra may want to elaborate on why he thinks that "The civil society of Bangladesh is thus the worst criminal society of Bangladeshi people." >>
                I fear Soumitra may come up with another bluster which will, as is usually the case with him, have many embedded  nuggets of truth.  There is no denying today, despite many glaring flaws, Bangladesh has the best record in the subcontinent of making headway with human development.
                      
~  farida apa


To: mukto-mona@yahoogroups.com
From: subimal@yahoo.com
Date: Sat, 17 Aug 2013 18:23:57 -0700
Subject: Re: [mukto-mona] FW: মিতা হকের বাঙ্গালীয়ানা ও মরু-সাম্রাজ্যবাদ

 

As a matter of fact Bangladeshis go to middle eastern countries or any other developed countries not only for menial jobs, a lot of them also go as professionals including physicians, engineers, technical stuff, and teachers. Many Bangladeshis in the USA and other developed countries are also running small businesses. I think Bangladesh is in the second place among the south Asian countries to earn foreign exchange from human capital. Unfortunately, all jobs are not respectable. Treatment of menial workers and women in household jobs in the leading petro dollar countries has most of the times been very unsatisfactory. Bangladesh is not unique in this respect. A lot of Indians, Pakistanis, and Sri Lankans also go to the middle eastern countries with menial jobs. The Marxian term "surplus labor" does not make any sense when in one's own country there is no market place to sell labor. About 23 years ago a nice person from Karachi told me that a lot of women from Bangladesh are engaged in household jobs in Karachi. His statement hurt my ego. Later on I realized that Javed did not want to hurt my feelings. As a matter of fact Soumitra is right when he says that Bangladeshis are engaged in menial jobs in all countries. But for many of them these jobs are like stepping stones. The smart young men change their career and build fortune subsequently. I can give a lot of examples.
 
If I have understood what Soumitra is saying, I must say that it is hard to believe that the religious divide is more intense in Bangladesh than in India or Pakistan. Every issue boils down to Hindu-Muslim or some kind of religious division? I don't have any evidence. 
 
Soumitra may want to elaborate on why he thinks that "The civil society of Bangladesh is thus the worst criminal society of Bangladeshi people."
 
I must thank Soumitra for his thought provoking thoughts.  
 
        

From: Farida Majid <farida_majid@hotmail.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Friday, August 16, 2013 4:26 PM
Subject: [mukto-mona] FW: মিতা হকের বাঙ্গালীয়ানা ও মরু-সাম্রাজ্যবাদ
 
Here's my dear Commie brother, Soumitra's take on Mita Huq's silly comment, and Fatemolla's even sillier response.
Date: Wed, 14 Aug 2013 10:38:35 +0530Subject: Re: FW: মিতা হকের বাঙ্গালীয়ানা ও মরু-সাম্রাজ্যবাদFrom: soumitrabose@gmail.comTo: farida_majid@hotmail.com
Petrodollar has corrupted an entire nation and has made the nation available for menial jobs throughout the world. The fact that there is hardly any developed country in this world where Bangladeshis will not be found doing menial work, is a clear cut example of how the neo-colonialism [led by Anglo-American policymakers and their european associates] survives on the surplus labour of Bangladeshis- the plot is as exploitative as it was during the direct colonial days if not worse. 

When the only question of development in Bangladesh is the loot of surplus and when the toiling producers of Bangladesh is getting the wrong end of baton and still holding the western civilization bobbing up through their labour, then these so-called civil society of Bangladesh is murkying the water with this kind of cheap consciousness. 

The religious divide is the worst kind of consciousness a nation-society can have. Some so-called "modern"ites tout this divide as a question of culture and not tradition nor a study, they keep the divide alive through whatever means they can- this reminds us Chilekothar sipay where a communist has to be either Hindu or Muslim and one cannot opt for a new identity. If there is a muslim who is a communist he would be further examined deep as a Muslim-befriending-Hindu-communists. This is the bondage, a bondage from which a person can never get free of. 

This is a direct resultant of the low culture the civil society has pushed down the Bangladeshi society. The very low standard of general education, of the dungeon of the informal educational environment [ the street corner level of discussions and discourse] for years has brought the nation down to the lowest level of social consciousness. One do not find this environment in the streets of Pakistan even- there the principal topic of public-social discourse is poverty, government exploitation, class exploitation. In Bangladesh it is the main issue, but that is always shoved below the carpet by no other class than the middle class and the civil society. The worst and criminal kind of middle class and civil society [ as expressed by the late Humayun Azad] in the known world is perhaps the one in Bangladesh. 

In Bangladesh  every issue that comes up in the public-space gets precipitated very fast into Hindu-Muslim or in some kind of Religious division. This is the unfortunate part and that is the bane of Bangladesh society. People cannot have their rightful nourishment, nor their rightful basic needs and they find the civil society squabbling on religion and other divisive non-issues. The civil society of Bangladesh is thus the worst criminal society of Bangladeshi people.
On 12 August 2013 21:54, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:
Fatemolla (Hasan Mahmud of Canada)r bull shit.  It is dangerous at this juncture to pontificate on 'what is Bangalee' or what is not.  It creates the unnecessary binary opposition of Musulman v. Bangalee.  Yet, we know that it is a fact that there is no such thing as "non-Bangalee razakar".  The ones who are facing trial for crimes committed in 1971 at the Dhaka War Crimes Tribunal right now are all Bangalee.
Date: Mon, 12 Aug 2013 06:16:13 -0700From: hasan@HasanMahmud.comSubject: মিতা হকের বাঙ্গালীয়ানা ও মরু-সাম্রাজ্যবাদ To: srbanunz@gmail.com; nazrulic@gmail.com; manik195709@yahoo.comCC: khabor@yahoogroups.com; Miss_Bangladesh@yahoogroups.com; farida_majid@hotmail.com
মিতা হকের বাঙ্গালীয়ানা ও মরু-সাম্রাজ্যবাদ




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] একে একে ভেঙে পড়ছে আস্থার সিঁড়িগুলো




গোলাপ মুনীর

বিরোধী দলের বরাবরের অভিযোগ- বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করে কিংবা দেশের বৃহত্তম দল বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে ভোটারবিহীন নির্বাচন করে কিংবা নানা ছলচাতুরীর মাধ্যমে কোনো নির্বাচন না করেই ক্ষমতায় থাকার এক গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। জনমনেও এই বিশ্বাস সময়ের সাথে ক্রমেই জোরদার হচ্ছে। সরকারের নানা কর্মকাণ্ড থেকে তা ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা থেকেও তা সহজেই আন্দাজ-অনুমান করতে পারছে দেশের সাধারণ মানুষ। বিরোধীদলীয় রাজনীতিবিদেরাও তা উপলব্ধি করেই নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। এরা কিছুতেই দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আওয়ামী ফাঁদে পা দিতে চাইছেন না। এদের উপলব্ধিতে আছে, সরকার যদি সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক হতো তবে দেশের ৯০ শতাংশ মানুষের চাওয়া-পাওয়ার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে সব দলের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় একটা লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি করত, তাদের কথা মতো নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিত। তা না করে বরং দিন দিন নির্বাচন কমিশনকে আরো দুর্বল করার ব্যবস্থা পাকাপোক্ত করার কাজে লিপ্ত হতো না। বিরোধী দলের অভিযোগ যে অমূলক নয়, সে বিশ্বাসই সব মহলে আরো প্রবল হচ্ছে। ফলে একে একে ভেঙে পড়ছে সরকারের ওপর আস্থার যাবতীয় সব সিঁড়ি। সরকারি দল বিরোধী দলকে বোঝাতে চাইছে, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করে তুলতে। তখন নির্বাচন কমিশন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম হবে। ফলে তখন আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে না। দলীয় সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে নির্বাচন কমিশন। এমনটিই সরকারি দলের নেতানেত্রীরা বারবার বিরোধী দলসহ দেশবাসীকে শোনাচ্ছেন; কিন্তু দেশের মানুষ বাস্তবে দেখছে ভিন্ন কিছু। এরা দেখছে, নির্বাচন কমিশন সরকারকে বলছে 'রিপ্রেজেন্টেশন অব পিপলস অর্ডিন্যান্স' তথা আরপিওর ৯১(ই) ধারা বাতিল করে দেয়ার জন্য। উল্লেখ্য, এই ধারা বলে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, কোনো প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করার। এর আগে যখন নির্বাচন কমিশনকে আমরা বলতে শুনেছি কমিশনের ক্ষমতা বাড়াতে, সেখানে আজ এই ধারা বাতিল করে এর ক্ষমতা কমানোর কমিশনের নিজের এ উদ্যোগে দেশবাসী বিস্মিত হয়েছে। কেন কমিশন নিজের এই ক্ষমতা নিজ উদ্যোগে কাটছাঁট করার উদ্যোগ নিলো? জনমনে এই প্রশ্ন আসা স্বাভাবিক। এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার যা বলেছেন, তা আরো হাস্যকর। তিনি বলেছেন, এই ক্ষমতা নির্বাচন কমিশনের জন্য 'কার্যকরযোগ্য' নয়। একজন প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়ে তা কার্যকর করতে পারবে না, সে নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময়ে সাক্ষী গোপাল ছাড়া আর কী ভূমিকা পালন করতে পারে? নির্বাচন কমিশনের আরপিওর এই ৯১(ই) ধারা বাতিলের সিদ্ধান্তের আগে ইসির আরেকটি পদক্ষেপের কথা শোনা গিয়েছিল, যা বিরোধী দলের প্রতিবাদের মুখে পড়ে তা অস্বীকার করা হয়। এ পদক্ষেপের আওতায় ইসি আগামী নির্বাচনের সময় প্রধানমন্ত্রী ও ২০ জন মন্ত্রীর জন্য সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ব্যবস্থা করতে যাচ্ছিল। একটি জাতীয় দৈনিকের খবর মতে, দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে এবং প্রধানমন্ত্রী যদি দলের প্রধান থাকেন, সে ক্ষেত্রে তিনি ও তার মনোনীত ২০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী বা নেতা দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধির যে খসড়া তৈরি করেছে, তাতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য এ সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে করে সরকারি দল নির্বাচনী প্রচারণায় বাড়তি সুযোগ পাবে। নষ্ট হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এ ছাড়া বিরোধী দল বিএনপির জন্য আরেকটি উদ্বেগের খবর প্রকাশিত হতে দেখা গেছে একই সময়ে। খবরটি হলো, নির্বাচন কমিশন বিএনপি ভাঙার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনএফ নামে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। শোনা যাচ্ছে, এ দলটির লোগোতে থাকবে ধানের শীষ। বিএনপি বিষয়টিকে ইসি তথা সরকারের বিএনপিবিরোধী 'গভীর ষড়যন্ত্র' বলে আখ্যায়িত করেছে। বিএনপি বলেছে, বিএনএফের নিবন্ধন দেয়া হলেও দলটিকে লোগোতে ধানের শীষ ব্যবহার করতে দিলে বিএনপি ইসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করবে। এর ফলে ইসি বিষয়টিকে আপাতত স্থগিত করে রেখেছে, তবে বিষয়টি এখনো বাতিল করেনি। এক দিকে ইসি সরকারের সাথে যোগসাজশে অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার পাঁয়তারা করছে, অপর দিকে নামধামহীন বিএনএফের নিবন্ধনে প্রবল আগ্রহী। এর বাইরে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো একটি বড় অভিযোগ, ইসি সরকারের সাথে যোগসাজশ করে সরকারি দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য অনেকগুলো নির্বাচনী আসন ওলটপালট করেছে। এ ক্ষেত্রে বিরোধী দলের কোনো আপত্তি সরকার পক্ষ বা ইসি আমলে নেয়নি। এভাবে আওয়ামী লীগের পছন্দের বর্তমান নির্বাচন কমিশন সরকারের চাওয়া-পাওয়া একে একে পূরণ করে যাচ্ছে। ফলে এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়Ñ এমন মন্তব্য বিএনপি, বিকল্প ধারা ও জাতীয় পার্টিসহ (এরশাদ) প্রায় সব বিরোধী দলের। সর্বোপরি ইসির এ ধরনের পদক্ষেপ সরকারের নির্বাচনী ষড়যন্ত্রেরই অংশ, এমনটি এখন বহুল আলোচিত জনধারণা। জনগণ দেখছে, এ নির্বাচন কমিশন এক মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। সরকার যা বলছে এ নির্বাচন কমিশন একান্ত বাধ্যগতের মতো তাই করে যাচ্ছে। অতি সম্প্রতি নির্বাচন কমিশন তিনটি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেও পরে তা সরকারের ইচ্ছায় বাতিল করে দিয়েছে। ইসি গত ৩১ জুলাই গাজীপুরের শ্রীপুর, বগুড়ার দুপচাঁচিয়া ও রাজশাহীর নওহাটা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে বলেÑ ৮ সেপ্টেম্বর এসব নির্বাচন অনুষ্ঠিত হবে; কিন্তু গত ১৩ আগস্ট এলজিআরডি মন্ত্রীর এক চিঠি পেয়ে ইসি এ নির্বাচনী তফসিল বাতিল করে। আরো এলজিআরডি এ ধরনের ১০টি পৌরসভার নির্বাচন স্থগিত করার কথা ইসিকে জানায়, যেগুলোর মেয়াদ ইতোমধ্যেই উত্তীর্ণ হয়ে গেছে। প্রশ্ন আসেÑ কেন এসব পৌরসভার নির্বাচন বন্ধ করে দিলো সরকার? গত ১৩ আগস্ট এই তিন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কথা ছিল। নির্বাচন কমিশনের সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এভাবে এলজিআরডি মন্ত্রীর অনুরোধে কোনো নির্বাচনে ঘোষিত তফসিল বাতিল হওয়ার ঘটনা এর আগে তার জানা নেই। নির্বাচন কমিশন যখন নিশ্চিত হয় যে, এ তিনটি পৌরসভার নির্বাচন আয়োজনে কোনো ধরনের বাধা বা জটিলতা নেই, ঠিক তখনই কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াৎ হোসেন বলেছেন, এভাবে এই তিন পৌরসভার নির্বাচনী তফসিল বাতিল করে দিয়ে বর্তমান নির্বাচন কমিশন একটি বাজে নজির সৃষ্টি করল। সমালোচকেরা বলছেন, আসলে সরকারি দলের নীতিনির্ধারকেরা এখনো মনে করেন পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলের ভরাডুবির পর, ওই তিনটি পৌর নির্বাচনেও সরকারি দলের প্রার্থীরা একই ধরনের ফলাফলের মুখোমুখি হতে পারে। সে ধরনের ভাবনা-চিন্তা থেকেই সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এসব নির্বাচন বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ নেতাদের কোনো কোনো নেতা মনে করেন, এসব নির্বাচনে আগের চেয়েও বড় ধরনের ফল বিপর্যয়ের মুখোমুখি হতে পারে সরকারি দল। এর ফলে মেয়াদোত্তীর্ণ দশটি পৌরসভার নির্বাচন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের ইচ্ছা পূরণে সাক্ষী গোপাল নির্বাচন কমিশন এখানে অসহায়। মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোতে নতুন নির্বাচন দিতে নির্বাচন কমিশন বাধ্য হলেও যে নির্বাচন কমিশন সরকারের চিঠি পেয়ে চুপ হয়ে যায়, সে নির্বাচন কমিশন দিয়ে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সম্ভব, সে প্রশ্ন আসা স্বাভাবিক। সরকার এক দিকে বলছে, এরা নির্বাচিত ছাড়া অনির্বাচিতদের হাতে দেশ শাসনের ভার ছেড়ে দেয়ার বিপক্ষে; কিন্তু বাস্তবে কী দেখি? মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও অন্যান্য সংস্থার নির্বাচন বন্ধ করে রাখছে সরকার। অর্থাৎ এসব সংস্থায় নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করুক, তা সরকার চায় না। চায় না বলেই ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকাকে সরিয়ে সেখানে অনির্বাচিত আমলা দিয়ে সিটি করপোরেশন চালাচ্ছে। নির্বাচনে সুবিধাজনক অবস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে। এখন আবার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দেয়ার সাহস দেখাতেও পারছে না। সরকারের ইচ্ছায় নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে এর নির্বাচন বন্ধ রাখা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, অপর দিকে ইউনিয়ন পরিষদে যেসব চেয়ারম্যান ও সদস্য বিরোধী দলের সমর্থক বলে চিহ্নিত, তাদের মাঝে মধ্যেই সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তুলে বরখাস্ত করে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করছে এ সরকার। গত জুন মাসে এ ধরনের অভিযোগ তুলে ৩১ জন ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আবার গত আগস্টের দিকে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের আরো ৫৫ জন চেয়ারম্যান ও সদস্যকে সরকার বরখাস্ত করে। এদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতের স্থানীয়পর্যায়ের নেতা-সমর্থক। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিতে এদের বরখাস্তের কথা জানিয়ে তিন দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এই হচ্ছে গণতন্ত্রী আওয়ামী লীগের গণতন্ত্রের ছিটেফোঁটা নমুনা। আসলে সরকারের ভয়, আগামী নির্বাচনে এসব জনপ্রতিনিধি সরকারবিরোধী জনমত গঠনে বড় ধরনের ভূমিকা রাখবেন। অতএব এদের ক্ষমতাহীন করে রাখতে হবে। এদের কাছ থেকে কেড়ে নিতে হবে জনগণের দেয়া ম্যান্ডেট। এ দিকে আরেকটি খবর সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা দেশের মানুষকে উদ্বিগ্ন করার যথেষ্ট কারণ আছে। খবর মতে, সরকার এখন কাজ করছে সংবিধান সংশোধন করে নির্বাচনের পরবর্তী ছয় মাস ক্ষমতায় থাকার জন্য। বিশ্লেষকেরা বলছেন, সরকার যদি নির্বাচনে হেরে যায়, তবে নির্বাচনের পরপর তাদের ওপর আসা সম্ভাব্য আঘাত থেকে নিজেদের বাঁচানোর রক্ষাকবচ হিসেবেই সরকার এ ধরনের উদ্যোগ নিতে চাইছে। নির্বাচনের পরের এই ছয় মাস এরা নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পাবে; কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ শুধু দলীয় সঙ্কীর্ণ চিন্তাভাবনা থেকে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তাড়িয়েছে, এখন নিজেদের জান বাঁচানোর চিন্তায় নির্বাচনে পরবর্তী ছয় মাস ক্ষমতায় থাকার জন্য আবার সংবিধান সংশোধন করবেÑ এভাবে দলীয় সঙ্কীর্ণ চিন্তা থেকে সংবিধানের আর কত কাটাছেঁড়া চলবে? এ ধরনের উদ্যোগ কি দেশে নতুন নতুন রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করবে না? রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান আস্থাহীনতার মাত্রা কি আরো বাড়িয়ে তুলবে না? শুধু ইসিকে দিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে তা এই আস্থাহীনতার সঙ্কটকেই বাড়িয়ে তুলছে। ইসি শুধু আরপিওর ৯১(ই) ধারাই সংশোধন করছে না, ইসি সম্প্রতি আরপিওর যে খসড়া তৈরি করেছে তাতে ৪১টি অনুচ্ছেদে ৫৭টি সংশোধনীর প্রস্তাব করেছে। এসব সংশোধনীর মূল লক্ষ্য বিরোধী দলের তুলনায় সরকারি দলকে অধিকতর সুবিধাজনক অবস্থানে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডকে পুরোপুরি ধ্বংস করে দেয়া। এরই একটি বড় উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রী ও ২০ জন মন্ত্রীকে সরকারি সুবিধা ভোগ করে নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি করার প্রস্তাব। দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের ব্যয়ের কোনো সীমা বেঁধে দেয়া হবে না। প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে না রেখে আদালতের ওপর ছেড়ে দেয়ার প্রস্তাবও করেছে ইসি। এভাবে বর্তমান নির্বাচন কমিশন যেন নিজেদের ক্ষমতা সমর্পণ করতেই অধিকতর আগ্রহী হয়ে উঠেছে। সাধারণ মানুষের সন্দেহ, এগুলো কার্যত সরকারের ইচ্ছায়ই করা হচ্ছে; যাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করে সরকার যা ইচ্ছা তা করতে পারে অবাধে। এভাবে সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে যেসব পদক্ষেপ একের পর এক নিচ্ছে; তাতে বিরোধী দলসহ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন প্রশ্নে সরকারের প্রতি আস্থাহীনতা শুধু বেড়েই চলেছে। তা ছাড়া এ সরকারের আমলে প্রশাসনে ব্যাপক দলীয়করণের বিষয়টিও দেশের মানুষ ভুলে যায়নি। সরকারের এ অবস্থান দেশে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে, তাতে আগামী কয় মাসে রাজপথে রক্তক্ষয়ী সঙ্ঘাতের আশঙ্কা করছে দেশী-বিদেশী গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন মহল। এর একমাত্র সমাধান বিরোধী দলের সাথে সরকারের একটি শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছানো। আর ক্ষমতাসীন হওয়ার কারণে এ ক্ষেত্রে উদ্যোগী ভূমিকার দায় সরকারের ওপরই। সরকার তা করতে ব্যর্থ হলে সে দায় নিতে হবে সরকারকেই। দেশের মানুষ তা-ই মনে করে। সরকার যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং এর পরিণতিতে যদি দেশে কোনো অসাংবিধানিক সরকার আসে, তার দায় নিতে হবে সরকারকেইÑ এ অভিমত বিএনপি নেতা মির্জা ফখরুলের। নয়া দিগন্ত পরিচালিত গত ১৫ আগস্টের অনলাইন জরিপে দেখা গেছে, দেশের ৯৫ দশমিক ৪৪ শতাংশ মানুষ মির্জা ফখরুলের এ অভিমত সমর্থন করেন। সমর্থন করেন না ৩ দশমিক ৭১ শতাংশ। মন্তব্য নেই ০ দশমিক ৮৪ শতাংশের। প্রাসঙ্গিকভাবে গত ৬ আগস্টে নয়া দিগন্ত পরিচালিত আরেকটি অনলাইন জরিপের কথা এখানে উল্লেখ করা যেতে পারে। ওই জরিপে প্রশ্ন ছিলÑ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জরিপে তার এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ৯৪ দশমিক ১৪ শতাংশ মানুষ। সমর্থন করেননি ৪ দশমিক ৯৯ শতাংশ। মন্তব্য নেই ০ দশমিক ৮৭ শতাংশের। এসব বিষয় আমলে নিলে মঙ্গল সবার। অমঙ্গল কারো নয়। বুকে হাত রেখে এটুকু বলা যায় নিশ্চিত।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] PROTESTS EGYPTIAN GENOCIDE




ALLAMA SHAFI PROTESTS EGYPTIAN GENOCIDE,
URGES FOR MUSLIM UNITY HOME AND ABROAD
 
16 August 2013
 
ALLAMA SHAH AHMED SHAFI HAS ACCUSED THE EGYPTIAN ARMED FORCES OF CREATING GENOCIDE OF MILLOIONS OF MUSLIM BROTHERHOOD SUPPORTERS AT ADABIA SQUARE OF EGYPT AND HAS URGED UPON THE MUSLIMS TO UNITE AND PROTECT THEIR BELIEF.
 
HE SAID THE EGYPT ARMED FORCES HAVE LAUNCHED GENOCIDE FOR THE 3RD TIME IN THE ESKENDARIA AND OTHER PLACES ON IKHWAN SUPPORTERS.
 
HIS WRITTEN STATEMENT WAS READ OUT PRIOR TO THE JUMA PRAYERS IN BAITUL HAQUE JAME MOSQUE OF DALIA NUSRAT TOWER AT HATHAZARI POURASAVA CHITTAGONG BY MAULANA MIR IDRIS ON HIS BEHALF.
ALLAM SHIAFI SAID WE HAD NO LANGUAGE TO FULLY CONDEMN THE BARBARISM, WE PRAY TO ALLAH FOR THE SALVATION OF DEPARTED SOULS OF COUNTLESS MARTYRS.
 
IN THE STATEMENT HE SAID THOSE WHO FIRED UPON THE MUSLIMS AND BURNT THE DEAD BODIES AND MOSQUES ARE THE WORST HAYENAS. THEY ARE SURE TO FALL AND BE DOOMED.
 
THE FUNCTION WAS ATTENDED BY MIR MOHAMMED SHOEB, CHAIRMAN OF THE NUSRAT MEMORIAL TRUST AND FORMER MINISTER AND ULEMA, PEOPLE OF DIFFERENT PROFESSIONS, POLITICIANS, LOCAL PEOPLE AND MEDIA PERSONNEL.
 
MAULANA AHMED DIDAR, MUHADDIS OF THE MADRASA PRAYED AFTER THE JUMA PRAYERS SEEKING BLESSINGS OF ALLAH FOR THE COUNTRY AND PEOPLE.


PROTEST RALLY IN CAPITAL AGAINST GENOCIDE IN EGYPT
PEOPLE OF THE WORLD MUST COME FORWARD
TO STOP GENOCIDE – CHHATRA SHIBIR
THE ISLAMI CHHATRA SHIBIR BROUGHT OUT A PROCESSION IN THE CAPITAL IN PROTEST AGAINST THE GENOCIDE IN EGYPT: DAILY SANGRAM REPORT
The shibir leaders told the rally that the people of the world should come forward to stop the killing of unarmed persons by firing and torture. All the peace loving citizens of the world should stand by the side of oppressed people fighting for restoration of democratic rights.
The large procession was led by Mr. Mobarak Hossain Central Secretary for student affairs. It started at Badda bus stand and ended at Shahjadpur bus stand and attended by the president of Dhaka North Rakib Mahmud among others.
The student leaders said the unlawful military ruler has created an instance of worst genocide in the present world. The death of hundreds of men women and children has made every sensible man fully grieved. We express our deep regret and protest at the killings and demand immediate hand over of power to the elected president Mohammad Morsi who is the only legitimate President of Egypt.
They conveyed heart felt sympathy to the bereaved families of Egypt who lost their dear ones in the present movement and hoped that the soil of Egypt will be the stronghold of Islamic movement by dint of the blood drops sacrificed by the martyrs.


  
POLICE OBSTRUCTION TO PROCESSION OF ISLAMIC MOVEMENT
THE EGYPTIAN ARMY IS CONTINUING GENOCIDE IN EGYPT WITH US SUPPORT TO WIPE OUT ISLAM FROM THE WORLD:
PIR OF CHARMONAI
THE ISLAMI ANDOLON BROUGHT OUT A PROCESSION IN CITY IN PROTEST OF GENOCIDE IN EGYPT- DAILY SANGRAM
BY STAFF REPORTER
THE AMIR OF ISLAMI ANDOLON BANGLADESH MUFTI SYED REZAUL KARIM HAS SAID, THE EGYPTIAN ARMED FORCES WHO WANT TO ELIMINATE ISLAM AND ITS SYMBOLS FROM THE WORLD WITH THE SUPPORT OF UK-US IMPERIALISTS CARRIED OUT THE HEINIEST GENOCIDE IN THE HISTORY OF EGYPT.
THEY CANNOT WIPE OUT THE WORLD-WIDE ISLAMIC REVIVAL BY THIS GENOCIDE, HE SAID.THE UNITED NATIONS HAVE FINISHED THEIR DUTY BY SIMPLY ISSUING A NOMINAL PROTEST AGAIST THE SAME AND ARE RATHER HELPING TO ELIMINATE THE MUSLIMS. IT IS ESSENTIAL TO FORM A MUSLIM UNITED NATIONS SEPARATELY, HE SAID.
HE WAS SPEAKING AT A PROTEST GATHERING BY THE CITY UNIT OF ISLAMI ANDOLON AGAINST THE EGYPTIAN GENOCIDE. THE GATHERING WAS PRESIDED OVER BY A T M HEMAYET UDDIN DHAKA CITY PRESIDENT AND ADDRESSED BY PROF. MOSADDEK BILLAH AL MADANI, PRINCIPL MOHAMMAD YOUNUS AND OTHERS.
THE PIR OF CHAR MONAI SAID, BEING THE 2ND BIGGEST MUSLIM COUNTRY BANGLADESH IS STILL NOT OFFICIALLY CRICISING THE ACTIONS AND IS INDIRECTLY HELPING THE UK-US IMPERIALISTS.
HE URGED UPON THE GOVT TO PASS A RESOLUTION IN THE NATIONAL ASSEMBLY CONDEMNING THE ACTIONS OTHERWISE THEY WILL BE TREATED AS AGENTS OF US AND STRONG MOVEMENT WILL BE LAUNCHED AGAINST THEM.
 HE URGED UPON THE WORLD MUSLIM COMMUNITY TO CREATE PROTEST AGAINST THE KILLING BY THE HAYENAS.





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___