Banner Advertiser

Thursday, February 16, 2017

[mukto-mona] Fw: লন্ডনের ভারতীয় দুতাবাসের সামনে প্রতিবাদ




Reminds me of the tactics of the ex-pat BNPwallahs constantly targeting Sheikh Mujib and other  AL leaders of Bangladesh . . .

<<  সংগঠিত স্বৈরতন্ত্রের এ আরেক সুপরিকল্পিত কৌশল—গোড়াতে শুভবুদ্ধি আর বিবেকের মুখগুলোকে নিশানা করো, এদের বিরুদ্ধে সমর্থনের ভিতকে তাতিয়ে দাও। এরা যদি হাত-পা গুটিয়ে নেয়, আঁতকে ওঠে, প্রতিবাদহীন হয়ে পড়ে তাহলে দুর্বল, নিরস্ত্র জনগোষ্ঠীর ওপর চড়াও হও—এবং এভাবে সাংগঠনিক শক্তি যখন বাড়বে—তখন বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কুত্সা রটিয়ে, কারো কারো হত্যাকাণ্ড ঘটিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে সন্ত্রাসের সার্বিক পরিস্থিতি তৈরি করো। . . . . অমর্ত্য সেনও আজ এই ধারাবাহিক অপশক্তির চিহ্নিত টার্গেট। . . . >>  

www.ittefaq.com.bd
অমর্ত্য সেনকে নিয়ে, তাঁর পাণ্ডিত্য নিয়ে, তাঁর 'চরিত্র' নিয়ে, ব্যক্তিত্বের 'মেরুদণ্ড' নিয়ে ভারতীয় জনতা দলের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষের অশালীন, বুদ্ধিহীন মন্তব্যে আমরা আহত। তীব্র আলোড়িত। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলকাতার নানা মহলে হইচই শুরু হয়ে যায়, বেরিয়ে আসে উষ্মা আর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া। প্রায় শতভাগ বাঙালি অমর্ত্যকে ঘিরে


 


From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Outlook Team <zoglul@hotmail.co.uk>
Sent: Thursday, February 16, 2017 10:50 PM
To: pfc; LA Discussion
Subject: {PFC-Friends} লন্ডনের ভারতীয় দুতাবাসের সামনে প্রতিবাদ
 

From: Zoglul Husain (zoglul@hotmail.co.uk) 


Call for protest in London against Indian promotion of fascism in Bangladesh 

লন্ডনের ভারতীয় দুতাবাসের সামনে প্রতিবাদ :  

Call by Akhtar Mahmud, on behalf of the organisation, "Non Resident Bangladeshi". 


Akhtar Mahmud's call: 


Sir/Madam,

I am willing to conduct a "Placard protest" between the hours of 5:00pm and 6:00pm, 23rd February 2017 at the Indian High Commission, The Aldwych, WC2.

My organisation is "Non Resident Bangladeshi"

Reason : Discouraging Indian promotion of Fascism In Bangladesh.

Say No to Indian Occupation in Bangladeshi Democracy.

Join the Protest.


লন্ডনের ভারতীয় দুতাবাসের সামনে প্রতিবাদ : 

আসছে ২৩শে জানুয়ারি ২০১৭, বিকাল ৫ ঘটিকার সময় লন্ডনের ভারতীয় দুতাবাস "ইন্ডিয়া হাউস" লন্ডন, WC2B 4 NA, এর সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়েজন করেছে অনাবাসী বাংলাদেশীদের সংগঠন । ভারত সরকারের বাংলাদেশের অনির্বাচিত সরকারকে সমর্থন দেয়াকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানায় সংগঠনটির মুখপাত্র সাংবাদিক আখতার মাহমুদ। উল্লখ্য সংগঠনটি বাংলাদেশে অনির্বাচিত সরকার কর্তৃক ফ্যাসিজম প্রতিষ্ঠা এবং একদলীয় প্রহসনের নির্বাচন ও বিরোধী দলগুলোর ওপর চালানো দমন নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্য জুড়ে প্রচারণা শুরু করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন 'ক্যাম্পেইন ফর স্টপ বাংলাদেশ ফ্যাসিজম' শিরোনামে । এরই অংশ হিসেবে সাংবাদিক আখতার মাহমুদের নেতৃত্বে ইতিপুর্বে স্কটল্যান্ডে অবস্থিত ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ শৃঙ্গ ৪৪০৮ ফুট উচ্চতার 'বেন নেভিস'-এ আরোহণ করেছেন তিন বাংলাদেশী। ব্যতিক্রমী এই প্রচারণায় সময় তারা 'ক্যাম্পেইন ফর স্টপ বাংলাদেশ ফ্যাসিজম' এর ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। 

বাংলাদেশে একনায়কতান্ত্রিক সরকারের বিদায়ে বিশ্বব্যাপি  জনমত গড়তে আখতার মাহমুদ 'স্টপ বাংলাদেশ ফ্যাসিজম' ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। এর আগে সংগঠনটি যুক্তরাজ্যের ব্রাডফোর্ড, বার্নহ্যাম অন ক্রাউচ, ওয়েলস এর স্নোডেন , লন্ডন সহ যুক্তরাজ্যের নানা স্থানে তারা বাংলাদেশে ফ্যাসিজমের উত্থান বিরোধী প্রচারনা চালায় । বিভিন্ন শহরে তিনি বাংলাদেশের বর্তমান প্রকৃত অবস্থা তুলে ধরে বাংলাদেশে চলমান ফ্যাসিজম বিরোধী মতামত গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই লন্ডনে, জুরিখে ও মিলানের ভারতীয় দুতাবাসে লিখিত প্রতিবাদ জানান । এছাড়াও ভুইফোড় ১০০ পাউন্ড মূল্যের বৃটিশ কোম্পানি ডিপি রেইল এর বাংলাদেশে ৬০ হাজার কোটি টাকার কাজ পাওয়াকে একটি বড় ধরনের দুর্নীতি উল্লেখ করে এতে বৃটিশ এম পি সংশ্লিষ্টতার বিষয়ে সংগঠনটি তদন্তের দাবি করে গত ৫ই জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ শেষে ১০ নং ডাউনিং ষ্ট্রিটে স্মারক লিপি প্রদান করলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বিষয়টি যথাযথ ব্যাবস্থা গ্রহনের পতিশ্রুতি প্রদান করেন । পরবর্তীতে বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর ছায়া মন্ত্রীর পদ থেকে সরে যাবার বিষয়টির সাথে পূর্বের বিষয়ের কোন যোগাযোগ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি । 

এতদব্যতিত সংগঠনটি সম্প্রতি যুক্তরাজ্যে মুসলিম ও রিফিউজি বিরোধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে আখতার মাহমুদ বাংলাদেশে ফ্যাসিজমের উত্থানে ভারতের মদদের বিষয়ে জনসচেতনতা তৈরিতে গনসংযোগ করেন ।
(আখতার মাহমু্দ) 




--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ‘Terrorism increasing because children are not taught Arabic’- An absurd Idea!



Are Pakistanis gone mad? Learning Arabic is the solution against terrorism?


__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} What book?



amader Brrister, Dr. Tureen Afroz ~ ~ ~ 

Khondaker Mozammel Huq to Worldwide Online Journalists Association
1 hr ·  

একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে সম্প্রতি অঙ্ক কষতে বসেছেন বাংলাদেশের একদল অঙ্কবিদ। অন্যদিকে একদল নিরপেক্ষ গবেষক এ সংখ্যা নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণার দাবি তুলেছেন। মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তির রাজনীতিবিদরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে যত না সংশয় প্রকাশ করছেন, তার চেয়ে বেশি সংশয় প্রকাশ করছেন এই 'ত্রিশ লক্ষ' সংখ্যাটি নিয়ে। আবার জনৈক 'দেশ-জামাই' ব্লগার ত্রিশ লক্ষ শহীদের সংখ্যার খেলা নিয়ে 'ব্লগাইতে ব্লগাইতে' নিজের দেশ, জাতি এবং 'ধর্ম' ত্যাগ করে এখন পাগলপ্রায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সা কা চৌধুরী তো দেশ, জাতি এবং গুরুত্বপূর্ণভাবে চট্টগ্রামবাসীর কাছে মৃত্যুর আগে শেষ ইচ্ছে হিসেবে ত্রিশ লক্ষ শহীদের ডেথ সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিলেন। আর হাজার মাইল দূরের পাকিস্তান রাষ্ট্রটি ত্রিশ লক্ষ শহীদ তো দূরের কথা, একজনও শহীদ হননি বলে ফতোয়া দিয়ে বসে আছে।

তা যা-ই হোক, আসুন আমরা সবাই মিলে ত্রিশ লক্ষ শহীদের অঙ্কটি মিলিয়ে আসি। যারা অঙ্কটি মেলাতে পারেন না তাদের প্রধান তিনটি যুক্তি হলো :

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হন নাই;

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হতে পারেন না; এবং

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১২ জানুয়ারি ভাষণ দেওয়ার সময় শহীদের সংখ্যা ভুলবশত অতিরঞ্জিত করে ত্রিশ লক্ষ বলে ফেলেছেন।

প্রথম যুক্তির খণ্ডন : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদ হননি বলে যারা দারি করেন তাদের অজ্ঞতা দেখে যে কেউ লজ্জা পাবেন। কারণ :

(ক) ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের লক্ষ্যই ছিল ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করা। পাকিস্তানি আর্মিদের এক বৈঠকে ইয়াহিয়া খান বলেন, 'Kill 3 million of them and the rest will eat out of our hands'. এখানে সুস্পষ্ট যে পাকিস্তানি বাহিনীর প্রথম থেকেই লক্ষ্য ছিল অন্তত ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করা।

[তথ্যসূত্র : (১) Robert Payne, Massacre: The Tragedy of Bangladesh and the Phenomenon of Mass Slaughter Throughout History (1972), পৃষ্ঠা-৫০; (২) Debashish Roy Chowdhury, 'Indians are Bastard Any way', The Asia Times, 23 June, 2005]

(খ) পাকিস্তানের প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট defence.pk-এ প্রকাশিত 'The Radical Truth: Teaching MPACUK the Forgotten Chapter of Pakistan's History' শীর্ষক নিবন্ধের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, 'In 1971, over 9 months, President Yahiya Khan and his military commanders with the aid of local collaborators committed mass atrocities on unarmed civilians, killed an estimated three million people...'

(গ) ১৯৭১ সালের ২১ ডিসেম্বও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, 'হানাদার দুশমন বাহিনী বাংলাদেশে প্রায় ত্রিশ লক্ষ নিরীহ লোক ও দু শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে'।

(ঘ) ১৯৭২ সালের ৫ জানুয়ারি ঢাকার The Daily Observer-এর শিরোনাম ছিল 'Pak Army Killed Over 30 Lakh People'। একই দিন The Morning News-এর শিরোনাম ছিল 'Over 30 Lakh Killed by Pak Force'।

(ঙ) রাশিযার কমিউনিস্ট পার্টির মুখপত্র 'প্রাভদা' ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের বিষয়টি প্রকাশ করে। এই প্রাভদার ইংরেজি সংস্করণে উল্লেখ করা হয়, 'Over 30 lakh persons were killed throughout Bangladesh by the Pakisthani occupation forces during the last nine months'। প্রাভদা পত্রিকাটির ১৯৭২ সালের ৫ জানুয়ারির বাংলা সংস্করণে শিরোনাম হয় দখলদার বাহিনী বাংলাদেশে ত্রিশ লক্ষাধিক মানুষ হত্যা করেছে'।

(চ) ১৯৭২ সালের ৯ জানুয়ারি দৈনিক বাংলা-র 'হুশিয়ার আন্তর্জাতিক চক্রান্ত' শিরোনাম খবরে লেখা হয়, দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে তাতে ৩৫ লক্ষাধিক বাঙালি প্রাণ হারিয়েছে।

(ছ) গবেষক রওনাক জাহানও তার গবেষণায় ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা খুঁজে পেয়েছেন। [তথ্যসূত্র : 'Genocide in Bangladesh' in Samuel Totten, William S. Parsons and Israel W. Charny (ed), Century of Genocide: Critical Essays and Eyewitness Accounts (2nd ed, Routledge, 1995)পৃষ্ঠা-২৯৫।]

দ্বিতীয় যুক্তির খণ্ডন : যারা মনে করেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হওয়া কোনোমতেই সম্ভব নয় তারা আসলে অঙ্কে বড় কাঁচা। সহজ সরল অঙ্কের ফর্মুলা না বোঝার কারণেই তাদের এই বাচালতা। কারণ :

(ক) Rudolph Joseph Rummel গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় তার একটি গ্রহণযোগ্য পদ্ধতি আবিষ্কার করেছেন। পদ্ধতিটি তার রচিত 'Estimating Democide: Methods and Procedures' শীর্ষক নিবন্ধে বিধৃত হয়েছে। তার রচিত Statistics of Democide (1998) গ্রন্থের অষ্টম অধ্যায়ে তিনি অন্তর্ভুক্ত করেছেন 'Statistics of Pakistan Democide, Estimates Calculation and sources' শীর্ষক নিবন্ধটি। এই নিবন্ধে Rummel তার আবিষ্কৃত গণহত্যা পরিসংখ্যান পদ্ধতি অনুসারে দেখিয়েছেন যে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ত্রিশ লক্ষ ৩ হাজার লোক প্রাণ হারিয়েছেন।

(খ) ১৯৮১ সালের UNHRC (ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কমিশন) রিপোর্ট অনুযায়ী মানবসভ্যতার ইতিহাসে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে তাতে অল্প সময়ের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশে। প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১২,০০০ মানুষ তখন খুন হয়েছিল বাংলাদেশে। গণহত্যার ইতিহাসে এটাই সর্বোচ্চ গড়। তবে এখানে উল্লেখ্য, অপারেশন সার্চলাইটের প্রথম রাতের প্রাণহানির সংখ্যাই ছিল কমপক্ষে ৩৫,০০০। চুকনগর গণহত্যায় প্রাণহানি ঘটেছিল ১০,০০০ এর ওপরে। ১৯৭১ সালের ২৮ মার্চ প্রকাশিত New York Times-এর রিপোর্ট অনুযায়ী ২৭ মার্চে প্রাণহানির সংখ্যা ১০,০০০। ১৯৭১ সালের Sydney Morning Herald-এর রিপোর্ট অনুযায়ী মার্চের ২৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত (৫ দিনে) প্রাণহানির সংখ্যা প্রায় ১ লাখ। এতে দেখা যায় দিনপ্রতি প্রাণহানির সংখ্যা প্রায় ২০ হাজার। সুতরাং ১৯৭১ সালে বাংলাদেশে প্রাণহানির দৈনিক গড় UNHRC রিপোর্টের ঊর্ধ্বসীমার কাছাকাছি (দিন প্রতি ১২,০০০) বলেই আমরা ধরে নিতে পারি। আমাদের মুক্তিযুদ্ধ চলেছে মোট ২৬৭ দিন (২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর)। অতএব, দিনপ্রতি ১২,০০০ নিহত সংখ্যাকে ২৬৭ দিন দিয়ে গুণ করলে মোট নিহতের সংখ্যা পাওয়া যায় ৩২ লাখ ৪ হাজার। আবার UNHRC-এর নির্দেশিত ঊর্ধ্বসীমা ১২,০০০ ও নিম্নসীমা ৬,০০০-এর গড় যদি হয় ৯০০০, তবে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত পক্ষে ২৪ লাখ ৩ হাজার।

(গ) ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বাংলাদেশে প্রায় ৯৪২টি বধ্যভূমি শনাক্ত করেছিল। অতি সম্প্রতি, ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সমীক্ষা অনুযায়ী ইতিমধ্যেই বাংলাদেশে মোট ৩৪০০টি বধ্যভূমি শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদের হিসাব অনুযায়ী ১৯৭১-এর এপ্রিল থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাহাড়তলী বধ্যভূমিতে প্রায় ২০ হাজারের মতো বাঙালিকে হত্যা করা হয়েছে। আবার ইতিহাসবিদ মুনতাসীর মামুনের গবেষণা অনুযায়ী গল্লামারী বধ্যভূমিতে ১৫ হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে। রায়ের বাজার বধ্যভূমি ও জল্লাদখানা বধ্যভূমির মোট লাশের সংখ্যা নির্ণয় করা বেশ দুষ্কর। তবে যদি ত্রিশ লক্ষ বাঙালিকে শুধু ৩৪০০ বধ্যভূমিতেই হত্যা করা হয় তবে প্রতি বধ্যভূমিতে অন্তত ৮৮২ জনকে হত্যা করা হয়েছে। এই সংখ্যা প্রাপ্ত তথ্যের চেয়ে অস্বাভাবিকভাবে কম। সুতরাং ত্রিশ লক্ষ শহীদের সংখ্যার সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, অসংখ্য লাশ নদীতে বা পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শুধু বধ্যভূমির সংখ্যা দিয়ে একাত্তরের শহীদের মোট সংখ্যা নিরূপণ করা সঠিক হবে না। প্রকৃত শহীদের সংখ্যা ৩০ লক্ষের বেশিই হবে।

(ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। এটাও সত্য যে, যুদ্ধে অনেক পাকিস্তানি সৈন্যের মৃত্যুও ঘটেছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর তদন্ত সংস্থা এলাকাভিত্তিক রাজাকার বাহিনীর নাম সংগ্রহের কাজ শুরু করে। এ ছাড়া মেজর আরেফিন এবং মুনতাসীর মামুনও ভিন্ন ভিন্নভাবে রাজাকারদের তালিকা তৈরির কাজ করেছেন। সবার তথ্য অনুযায়ী ১৯৭১ সালে রাজাকারের সংখ্যা ছিল ৪৭,০০০ থেকে ৬০,০০০। একাত্তরে এরা সবাই পাকিস্তানি বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি নিধন করেছে। যদি ধরে নিই অন্তত ৪৭,০০০ রাজাকার সেই সময় ৯৩০০০ পাকিস্তানি বাহিনীর সঙ্গে ছিল তবে মোট ঘাতকের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজার। এখন ১ লাখ ৪০ হাজার ঘাতক যদি ত্রিশ লক্ষ বাঙালি নিধন করে থাকে তবে এক একজন ঘাতক মোট ২৬৭ দিনে মাত্র ২১ জনকে হত্যা করেছে। অর্থাত্ একজন ঘাতক যুদ্ধকালে ১৩ দিন পর পর একজন বাঙালিকে হত্যা করেছে। এই সংখ্যাটি কি খুবই অবিশ্বাস্য?

ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে যারা সংশয় প্রকাশ করেন, তারা অঙ্কটি বেশ কয়েকবার কষে দেখবেন হিসাবটি ঠিক করে বুঝবার জন্য।

তৃতীয় যুক্তির খণ্ডন : যারা দারি করেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১২ জানুয়ারি ভাষণ দেওয়ার সময় ভুলবশত শহীদের সংখ্যা অতিরঞ্জিত করে ত্রিশ লক্ষ বলে ফেলেছেন, তারা যে কত হাস্যকর মিথ্যাচার করতে পারেন তা ভেবে আমি অবাক হই। কারণ :

(ক) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র অনুষ্ঠানে এম আর আখতার মুকুল ত্রিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করেছেন।

(খ) ১৯৭১ সালের ২২ ডিসেম্বর দৈনিক পূর্বদেশ-এর সম্পাদকীয়তে, ১৯৭২ সালের ৫ জানুয়ারি The Daily Observer, The Morning News এবং রাশিয়ার প্রাভদা পত্রিকার বাংলা সংস্করণের শিরোনামে এবং ১৯৭২ সালের ৯ জানুয়ারি দৈনিক বাংলার শিরোনামে ত্রিশ লক্ষ শহীদের কথা উল্লেখ করা হয়।

অতএব, দেখা যাচ্ছে যে, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১২ জানুয়ারি ভাষণ দেওয়ার অনেক আগে থেকেই ত্রিশ লক্ষ শহীদের বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী একটি স্বীকৃত বাস্তবতায় পরিণত হয়ে গিয়েছিল। তাই ত্রিশ লক্ষ শহীদ নিয়ে বঙ্গবন্ধু অতিরঞ্জিত করে কিছু বলেছেন এটা কখনই হতে পারে না।

সর্বশেষে, বলতে চাই, আজ যারা ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন তারা আসলে নিজেরাই বিভ্রান্ত। খোঁজ নিয়ে দেখলেই জানা যাবে, যারা ত্রিশ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন বা এর বস্তুনিষ্ঠ গবেষণা দাবি করেন, তাদের সবারই পাকিস্তানি সম্পৃক্ততা রয়েছে— হয় পারিবারিকভাবে, নয় রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে। বাংলাদেশে বসবাসকারী এসব পাকিস্তানি জাতীয়তাবাদে বিশ্বাসী লোকজন কখনই আপনার বা আমার বন্ধু হতে পারে না। আসুন, এদের বর্জন করি— ঘৃণা করি।

লেখক : প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যু


 


From: 'zainul abedin' via PFC-Friends <pfc-friends@googlegroups.com>
Sent: Thursday, February 16, 2017 6:08 AM
To: pfc-friends@googlegroups.com
Cc: nabdc@googlegroups.com
Subject: Re: {PFC-Friends} What book?
 
Salam,

From Dawn "India's involvement, the creation of Mukti Bahini, a poor military leadership, and insincerity shown from the political leadership was discussed in great detail by the speakers."

Zainul Abedin


On Wednesday, February 15, 2017 3:01 PM, Jalal Uddin Khan <jukhan@gmail.com> wrote:


Thanks RC Bhai for the details. My very favorite BNP leader Shah M Hussein, in a video circulated recently on these forums, supported the idea of controversy over the war dead the way there is a controversy over the number of the prophets, 1 lakh or two lakh or more. He strongly defended Khaleda Zia on the video. She simply referred to the controversy very briefly,  saying different sources put the figure of the war dead at different number.  This basic or minimum freedom of speech by her made her a traitor against the country according to hasina for whom 3m is an established n convenient number without having to count again, whether more or less. If less, still 3m; if more,  no need to go for more,  3m being enough high a number. Moreover,  she just wants to take away Khaleda Zia's freedom of speech,  no matter what. 
Yes, I watched the news too and saw the voluminous book in the hands of Tofail Ahmed. Apparently, Bangladesh High Commission in Islamabad received it and sent it to Dhaka. Hasina and Tofail didn't miss the opportunity to make digs at Begum Zia amidst desk thumping by the self-elected sycophantic  cronies around. They blamed that BNP leader's questioning of the death figures encouraged the Pakistani writer to "distort" the number of people died in the hands of Pakistanis in 1971. 

As far as I know, KZ, for that matter anyone with the knowledge of the war, never questioned about the commission of a genocide in Bangladesh in 1971. The question was about the 3 million coined by Sheikh Mujib who was neither in the war nor was he aware how the war was fought, much less how many people died in it. What KZ suggested was a survey to ascertain the correct number. Why should we stick to 3 million without proper study ? The figure could be 4 million or 2 million. Let's find out.

One idiot ascertained the number from a quote of Yahya Khan at a meeting of the generals in Islamabad in February 1971: "Kill 3 million of them and the rest will eat out of our hands" (taken from Robert Payne's 1973 book). And a known C&P Queen gleefully seconded it by circulating. Does it mean Yahya was the author of 3 million and it could not be disputed? 

After independence, Sheikh Mujib himself commissioned a team to survey the number of people killed in the war. After near completion, the team could come out with some 65,000 or so, when the memory and evidences were supposed to be fresh. An embarrassed Mujib immediately stopped the survey. Ironically, over the past more than 4 decades no administration felt the necessity to find out the actual number of Shaheeds, yet they keep fighting over it. What if the number is 3,500,000? Why should we take the blame for not taking into account of those 5 lacks? And, if the number is 500,000 or 1,000,000, does it in any way lessen the crime of the Pakistani killers? Not at all. It was a genocide by any account, one of the top five in the last century, according to the Guinness Book of Records.

While we talk about the Shaheeds at the hands of the Pakistanis, we may not ignore the death of innocents at the hands of our very own Bengalis--be they Mukti Bahini, Razakars or just ordinary people bent on taking revenge for whatever, or even for a show chivalry (sic!). 

From: pfc-friends@googlegroups.com <pfc-friends@googlegroups.com> on behalf of Jalal Uddin Khan <jukhan@gmail.com>
Sent: Wednesday, February 15, 2017 7:06 PM
To: nabdc@googlegroups.com; pfc-friends@googlegroups.com
Subject: {PFC-Friends} What book?
 
What/which book published in Pakistan about the Liberation war that angered Sheikh Hasina so much for her to protest against it in the parliament today saying it was a distortion of the Liberation war in her view? Would anyone tell me please?
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___