Banner Advertiser

Sunday, May 31, 2015

[mukto-mona] Fwd: documentary for Bangladesh Minority





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] মডারেটর ফরিদ আহমেদের বক্তব্য প্রসঙ্গে// কমেন্ট যেহেতু মডারেট করা হলো, মুক্তমনা সদস্যদের মেইলে জানাতে চাই ...



অনেক কিছু বলার ছিল কিছুই বললাম না। ফরিদ আহমেদের মন্তব্য পড়ি আর মনের মণিকোঠায় অভিজিত আর অননতকে কলপনা করে চোখের জলে ভাসি। আপনাকে ধন্যবাদ জানাই, শত শত মুক্তমনা সদস্যদের মাঝে আপনিই একজন তার প্রতিবাদ করেছেন। অনন্ত যে আমার কত প্রীয় ছিল, আমার এলাকার আমার ঘরের মানুষ অনন্ত। এক যুগের দুঃখ বেদনা ভরা বুকের সবটুকু কথা দিয়ে অনন্তকে নিয়ে একটা লেখা সাজিয়েছিলাম, প্রকাশ করতে পারিনি। আমার 'যে সত্য বলা হয় নি' বইয়ের অর্ধেক অনন্তের লেখা বাকি অর্ধেক অভিজিত ও আমি লিখেছি। ফরিদ আহমেদ যা করছেন, যা বলছেন তা একজন শিক্ষিত মানুষের কাছ থেকে আশা করা যায় না।



On Wednesday, 27 May 2015, 0:50, "'nastikerdharmakatha .' nastikerdharmakatha@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
@ফরিদ আহমেদ,
আপনার দুটো আলোচনা দেখে কষ্ট পেলাম …
আপনার কাছে এমনটা আশা করি নি …

১। "অভিজিৎ বা অনন্ত তাদের র‍্যাশনাল থিংকিং এর জন্য নৃশংসভাবে খুন হয় নি। খুন হয়েছে অন্যের র‍্যাডিক্যাল কর্মকাণ্ডের দায়ভার মাথায় নিয়ে। বাংলাদেশে যখন থেকে ফেসবুক জনপ্রিয় হয়েছে, তখন থেকেই এই সর্বনাশের সূত্রপাত। এক ধরনের উগ্র নাস্তিক এবং ছদ্ম নাস্তিক উগ্র আস্তিকদের সাথে কুতসিত লড়াইয়ে নেমে গিয়েছিলো ফেসবুকে। যার যতো ঘৃণা, সব তারা উগরে দিয়েছে ফেসবুকে, কিছু কিছু ব্লগেও। এই উগ্র নাস্তিক বা ছদ্মনাস্তিকেরা কেউই স্বনামে ওই সব কর্মকাণ্ড করে নি। উগ্র আস্তিকেরা এদের সব কাজের দায়ভার এনে চাপিয়েছে অভিজিৎ রায় বা অনন্ত বিজয়দের উপর। কারণ, এর দৃশ্যমান, আত্মঘোষিত নাস্তিক এবং অনলাইনে র‍্যাশনাল থিংকিং এর অগ্রপথিক। বেনামী সেইসব উগ্র নাস্তিকদের ওই সব কাজের প্রতিহিংসা মেটাচ্ছে এখন তারা এইসব সহজ টার্গেটদের উপরে।
 
প্রকৃত নাস্তিক যারা, তাদের আসলে বিপদ এখন সব দিক থেকেই। উগ্র আস্তিক, উগ্র নাস্তিক, ছদ্ম নাস্তিক সবাই-ই তাদের জন্য এখন ভয়ংকর বিপদ হয়ে এসেছে। একদল বদমাশ কল্লা ফেলার জন্য চাপাতি হাতে মাঠে নেমেছে, আরেকদল নিজেদের অজান্তেই আমাদেরকে এদের চাপাতির নিচে ঠেলে দেবার জন্য ওদেরকে উসকে চলেছে প্রতিনিয়ত।"
 
২/ "আজকে আকাশ মালিক বা সুষুপ্ত পাঠকেরা নিজেদের অদৃশ্যতার সুযোগ নিয়ে যে সব ভয়াবহ মন্তব্য মুক্তমনায় প্রকাশ করছে, সেগুলোর ফল কিন্তু তারা ভোগ করবে না, করবে দেশে আটকে পড়া মুক্তমনা লোকেরা। ওই সব মন্তব্যের স্ক্রিনশট প্রকাশিত হলে, খুনিরা না, সাধারণ মানুষই তাদের পিটিয়ে মেরে ফেলবে। আকাশ মালিক বা সুষুপ্ত পাঠকেরা নিজেদের পরিচয় প্রকাশ করে ওগুলো লিখুক, একটা মন্তব্যও আমরা মুক্তমনা থেকে মুছবো না, কথা দিচ্ছি। ... মৌলানা ফরিদ আহম্মেদ যখন কোরান হাতে নেবার বদলে মুক্তমনা হাতে নিয়ে পথ হাটঁছে সবার সামনে, তখন এতো বুঝবান ফুলবানুরা কোন ভয়ে ফুলের আড়ালে লুকিয়ে আছে?"
 
==>>>
১/ কষ্ট শুধু না, অবাকও হয়েছি ... আমাদের মুক্তমনার, অভিজিৎ দা'র হাতেগড়া মুক্তমনার এই হাল কল্পনা করতে পারি না ... আমি জানি না- এখন এডমিন প্যানেলে আর কে কে আছে, কিন্তু ফরিদ আহমেদের এই সমস্ত কথাকে একান্ত তার ব্যক্তিগত অবস্থান হিসাবে দেখতে ভালো লাগতো ... আগেও দেখেছি- বিভিন্ন বিষয়ে ফরিদ আহমেদ আর অভিজিৎ দা'র দ্বিমত হতো- সেসবকে মুক্তমনার কমন অবস্থান হিসাবে দেখতাম না- ব্যক্তিগত অবস্থান হিসাবেই নিতাম ... আজো কি এডমিন প্যানেলের আর কেউ নেই- যে এসে ফরিদ আহমেদের এইসব কথার সাথে দ্বিমত করে জানাবে- এগুলো ফরিদ আহমেদের একান্ত ব্যক্তিগত অবস্থান?
 
২/ আমি স্বীকার করি যে, হ্যাঁ- এখন আমরা একটা বিশেষ ক্রান্তিকাল অতিক্রম করছি! দেশে থাকা মুক্তমনারা বিপদে আছেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে- মুক্তমনা ব্লগ কিছু সাবধানী পদক্ষেপ নিতেই পারে। ক্ষতিকর বক্তব্য মুছে দিতেই পারে। এর প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমরা নিজেরাও অনেকেই নানা রকম সাবধানী পথ নিয়েছি, নিচ্ছি ... কিন্তু, সেটা যদি হয় ফরিদ আহমেদের উল্লিখিত কারণে- তার চাইতে দুঃখজনক আর কিছু হয় না ... এখনো বিশ্বাস করতে চাই- এটা মুক্তমনার অবস্থান নয়, আমি নিজেকে সবসময়ই মুক্তমনার একজন ভেবে এসেছি, এখনো ভাবি- একে যেভাবে চিনি, জানি - মেলাতে পারছি না ...
 
৩/ ফরিদ আহমেদের বক্তব্যের মধ্যে মূলত দুটা ব্যাপার পাই- ক/ অভিজিৎ দা/ অনন্ত'রা খুন হয়েছে- উগ্র নাস্তিক/ ছদ্ম নাস্তিকদের কারণে। এবং এই উগ্র নাস্তিকদের কারণেই নাকি আজকের মুক্তমনাদের জীবন সংশয়ের মুখে! খ/ এই উগ্র নাস্তিকরা নাম পরিচয় গোপন করে- উগ্রতা ছড়াচ্ছে- কাপুরুষের মত, সাহস থাকলে ফরিদ আহমেদের মত যেন তারা  স্বনামে মুক্তমনাকে হাতে নিয়ে পথ হাঁটে ...
 
এই দুই ব্যাপারে কিছু বলার আগ্রহবোধ করছি বিধায়, নিজেকে আর আটকে রাখতে পারলাম না ...
 
ক/ প্রথমত, ফরিদ আহমেদ যদি দেখতেন মোল্লা সাইটগুলোতে/ নিউজ পোর্টালগুলোতে অভিজিৎ দা বা অনন্তের খুনের পরপরেই "অভিজিৎ রায় কি লিখতেন", "অনন্ত বিজয় কি লিখতেন" ধরণের পোস্টে- তাদের কোন বিষয়গুলো তুলে ধরে মোল্লারা প্রপাগান্ডা চালাচ্ছে- তাহলে বুঝতেন, অভিজিৎ দা, অনন্ত উভয়েই ফরিদ আহমেদের কথিত উগ্র নাস্তিকতা বা "হেট স্পিচ" প্রচার করেছেন! মোল্লারা অভিজিৎ দা'র নবীর বিয়ে, স্ত্রী, সাফিয়া, যুদ্ধবন্দী- এসব নিয়ে লেখা কোট করেছে এবং অনন্তের একটা স্যাটায়ার কোট করেছে ...
 
অভিজিৎ দা বা অনন্ত জানতেন- তারা কি করছেন, তার কনসিকুয়েন্স কি হতে পারে .... ধর্মান্ধ মোল্লারা কি করতে পারে ..... বিশ্বাসের ভাইরাসে অভিজিৎ দা সে কথাই বারবার বলে গেছেন ... ফলে, আপনাকে একটু ভেবে দেখতে বলবো- অভিজিৎ দা বা অনন্ত নিজেরাও এরকম চিন্তা করতেন কি না! তা যদি না করে থাকে, তাহলে অনুরোধ করবো- তাদের নাম করে এইসব খুনের দায় উগ্র নাস্তিকদের ঘাড়ে দিয়ে তাদের অপমান করবেন না প্লিজ ...
 
দ্বিতীয়ত, উগ্র নাস্তিক আপনি যাদের বলছেন- যাদের এত ঘৃণার চোখে দেখছেন ও দেখানোতে সায় দিচ্ছেন- তারা যে দিব্যি সুখে শান্তিতে নিরাপদে বাস করছে- এ ধারণা পেলেন কি করে? তসলিমা নাসরিনকে দেশ ত্যাগ করতে হয়েছে, হুমায়ুন আজাদ আমাদের ছেড়ে চলেই গেছেন ... হুমায়ুন আজাদ খুনের পরে তারা ছড়িয়েছিল- পাক সার জমিন সাদ বাদ, শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার- এসব ... সেগুলো তাদের চোখে চরম উগ্রই ছিল (হয়তো আপনার চোখেও) ... আসিফ মহিউদ্দিনকে খুনের চেষ্টা করা হয় (অল্পের জন্যে বেঁচে যায়) ... সবাই উগ্র ছিল ... এবং থাবা বাবা- রাজিব! উগ্র ছিল! এদের ব্যাপারেও কি বলবেন? যেহেতু উগ্র ছিল- সেহেতু এদের মারা ঠিকই আছে? আপনার চিন্তা কেবল, ওদের কারণে- মুক্তমনার সাথে থাকায় আপনার জীবন আজ সংশয়ে! এইতো! ??
 
দেখেন, হুমায়ুন আজাদের পরিণতি দেখেও যারা সেই সাহস করে গেছেন- তারা জীবনের ঝুকি নিয়েই সেটা করেছে ... মুক্তমনা এদেশের নাস্তিকদের আস্তানা- এইটা কারো অজানা না ... মুক্তমনা সেই রিস্ক নিয়ে মুক্তমনাদের আশ্রয়স্থল হয়ে দাড়িয়েছিল, পাশে দাঁড়িয়েছে, নতুন নতুন মুক্তমনা তৈরি করেছে, এবং তাদের কেউ কেউ উগ্র নাস্তিকও হয়েছে- যেটাকে মুক্তমনা কন্টেইনও করেছে ... আজ ক্রান্তিকালের কথা বলে- তাদের কাছ থেকে কি মুক্তমনা মুখ ফিরিয়ে নিতে পারে? অভিজিৎ দা'র অসংখ্য লেখা দেখাতে পারবো, এই মুক্তমনায় স্থান দেয়া আবুল কাশেম, আলী সিনা, আকাশ মালিকদের লেখা দেখাতে পারবো- যেখানে আপনার সেই কথিত "হেট স্পিচ" আছে ... আপনি কি বলতে পারবেন, নতুন যে ছেলেটা এসব পড়ে বড় হয়ে উগ্র নাস্তিক হলো- তার দায় মুক্তমনা অস্বীকার করতে পারবে? জেনে রাখুন, অভিজিৎ দা সবসময়ই উৎসাহিত করে গেছেন ... ফলে দোহাই লাগে- উগ্রদের এভাবে রাস্তায় ফেলে দিয়েন না- তাদের পাশে দাঁড়ানোটা আজ সবচেয়ে বড় দরকার ...
 
তৃতীয়ত, আমি মনে করি- এই উগ্রদের প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিৎ! কেননা, তাদের কারণেই আপনারা তালিকার বাইরে থেকে যাচ্ছেন। এর আগেও এই উগ্র আর ঠান্ডা/ ভদ্র নাস্তিক বিষয়ে বলেছিলাম ... আমাদের দেশে মোল্লারা নজরুল থেকে শুরু করে, আহমদ শরীফ, আলী আসগর, কুদরতে খুদা, এমনকি আস্তিক হুমায়ুন আহমেদরেও নাস্তিক ঘোষণা করে- মাথার দাম ঘোষণা করছে ... ফলে বুঝতেই পারছেন- উগ্রতা কারো কারো ক্ষেত্রে পজিটিভ হইছে ... হুমায়ুন আজাদ উগ্রতা পরিহার করলে হুমায়ুন আহমেদের কল্লাই নিশ্চিত টার্গেটেড হইতো ... কেননা তাদের অনুভূতিতে আঘাত লাগার জন্যে শ্রাবণ মেঘের দিন উপন্যাসের চরিত্রের মুখ দিয়ে বলা "আল্লাহর অংক জ্ঞান কাঁচা" বা "ম্যান ক্রিয়েটেড অড"-ই যথেষ্ট বা কম উগ্র নয় ... আজ যাদের প্রতি এত বিষোদগার করছেন- নিশ্চিত জেনে থাকেন, তারা না থাকলে আপনার আয়ান হারসির হেরেটিক বইটির উপরে আলোচনা- কিংবা কেবল শিরোনামের ইসলাম ধর্মের সংস্কারের প্রস্তাবকেই উগ্র মনে করে- আপনাকে তালিকায় ঢুকাতো বা তালিকার "উগ্রদের" শেষ করে দেয়ার পরে- আর অধিক কোন "উগ্র" না পেলে আপনাকেই ঢুকাবে ... ফলে কেন কৃতজ্ঞ থাকবেন না?
 
খ/ এখানে স্বনামে ফিরতে আপনার আহবান কিংবা উস্কানি দেখে বিস্মিতই কেবল হয়েছি ...  যে উগ্র কথার জন্যে সাধারণ মানুষই পিটিয়ে মারবে বলছেন- সেটা নিজ নামে দিলে এই মুক্তমনা প্রকাশ করবে বলছেন!!!! কি ভয়ানক!
 
আপনি স্বনামে লেখেন বলে আপনার গর্বে পা মাটিতে পড়ছে না- কিন্তু একটু চিন্তা করে দেখেন তো- বেনামে যারা লেখছে, কতখানি স্বেচ্ছায় বা খুশিমনে তারা বেনামে লেখছে! আজ যে পরিস্থিতি- সেখানে নাস্তিক পরিচয় হাইড করতে বাধ্য হতে হয়, ফলে অনেকেই সাবধানতার জায়গা থেকে পরিচয় আড়াল করে লিখছেন! তাদের ক্রিটিসাইজ করার চাইতে- আপনার কাছে এমন একটা পরিবেশের কথা কি দাবী করা আশা করতে পারি না যে, যেখানে স্বনামে- স্বপরিচয়ে যেকোন কথাই নিরাপদে বলা সম্ভব হবে!
 
আরেকটা কথা বলে রাখি, আপনি যতই বেনামে লেখকদের নিয়ে হা হুতাশ করুন না কেন- আপনাকে আশ্বস্ত করছি যে, এরাও কেউ অপরিচিত নেই ... থাবা বাবাকে যেমনে ঠিক ঠিক আইডেন্টিফাই করেছে- অনেক বেনামী লেখকই আইডেন্টিফাইড! ফলে, উস্কানি দিয়ে স্বনামে আনানোর চেষ্টা করার বেশি দরকার নেই .... অলরেডি দে আর আন্ডার ডেঞ্জার .. (উস্কানির কথাটা এমন করে বললাম- কারণ দুপুরে আপনার কথাগুলো পড়ে মনে হয়েছে- এইসব হাইড এন্ড সিক করে লাভ নাই- নিজদের লোক যখন সেই মোল্লাদের ভাষায় পরিচয় নিয়ে এত কথা বলে- কাপুরুষ প্রমাণ করতে মরিয়া হয়- তাহলে দেই প্রকাশ করে ... নিজেকে অনেক কষ্টে সামলেছি ... আমি জানি, অনেকেরই এমন অনুভূতিই হবে) ...
 
কোন ভয়ে ফুলবানুরা ফুলের আড়ালে লুকানোর চেষ্টা করছে সেটা কি জানেন না? এই লুকানো কেবল উটের মত কোনরকমে মাথাটা বালিতে গুজার মত সেটাও কি জানেন না? আর এই ফুলবানুরা দেশের ভেতরে থেকে কেবল ফুলের ভেতরে মুখ লুকিয়ে একের পর এক বিরুদ্ধ শ্রোতে এরকম "উগ্র নাস্তিকতা" প্রচার করছে, যেটাতে কেবল মোল্লারা চাপাতি দিয়ে না সাধারণ মানুষেরাই (আপনার মত সাধারণ মানুষ কি?) পিটিয়েই মারবে- তাকে এতটুকু দুসাহসী মনে হয় না?
 
চাপাতি ঘাড়ে রেখে ভয়ের হিসাব কেন নিচ্ছেন?




__._,_.___

Posted by: abdul malik <akashamlk@yahoo.co.uk>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: উন্নয়নের জোয়ারে ভাসিয়ে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ !!!!





On Sunday, May 31, 2015 7:16 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


এক সময় মালয়েশিয়া থেকে ছাত্ররা আসতো বাংলাদেশে ডাক্তারী পড়তে। আজ সময়ের পরিবর্তনে সেই মালয়েশিয়ায় আমাদের ছেলে-মেয়েরা যাচ্ছে ডাক্তারী সহ উচ্চতর শিক্ষা নিতে ! পশ্চিমা পরাশক্তির সাহায্য ছাড়াই আজ মালয়েশিয়া সব দিক থেকে উন্নতির শিখরে চলে গেছে। আধুনিক মালয়েশিয়ার রূপকার ডা : মাহাথির মোহামেদের বলিষ্ঠ নেতৃত্ব এবং ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত এক নাগারে ২২ বছর ক্ষমতায় থাকার ফলে তা সম্ভব হয়েছে। 
আজ বাংলাদেশও দেশরত্ন শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে মালয়েশিয়ার মত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাহথির মোহামেদের মত ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ।
তাই "শেখ হাসিনার সরকার , বার বার দরকার" !!
ডা : মুহাম্মদ আলী মানিক ,
সহ-সভাপতি , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

Muhammad Ali Manik's photo.





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Saturday, May 30, 2015

Re: [mukto-mona] Fw: India Secularism



I disagree with Dr. Roy on the excuses for India to be more Hindu fanatic and more hateful to the religious minorities. The way I see it, while India's BJP is overall more secular than Bangladesh's Awami League, BJP certainly has components that want to take India backward in civilization. So, while Narendra Modi has been talking mostly in terms of secularism and a better India, there are his party components that have been following through what they have been over many decades. In terms of India's current policies toward religious groups what I find justified is the granting of legal status to non-Muslims (mostly Hindus and Sikhs) from Bangladesh and Pakistan. As for religious reconversion, the government needs to make sure that it is happening only because of people's willingness to reconvert, and not because of any kind of force or intimidation applied by the Hindu fanatics.
 
While I blame the Muslim-appeasing idiots of India (CPM, Congress, TMC, etc.) for the rise of BJP to power, I see BJP as a force that would bring a good deal of Hindu fanaticism in the politics of India, unfortunately.
 
Sukhamaya Bain
 
====================================
 
 


On Saturday, May 30, 2015 2:31 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 

India is not isolated from the rest of the world. Every action anywhere in the world is bound to create a reaction in everywhere else. There is no doubt communality is on the rise in India, and, so is everywhere else in the world. Do you know why?

Communality is on the rise in the secular Europe, Australia, Africa, Middle-east, and America. How about secular Turkey? How about secular Bangladesh? Communality is on the rise in Bangladesh now. India is not isolated from any these world events.

If you really want to find the root cause of the rise of Hindutavadi sentiment in India, you need to go beyond the superficial analysis this author has given. Rise of Hindutavadi sentiment is caused by the reaction to events in India, and elsewhere in the world. Obviously, Modi is trying to subdue the Hidutavadi sentiment, but, can he eliminate it? May be - he could, if communality elsewhere would not influence India.

Jiten Roy


 

From: "Abu Taha abutaharahman@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, May 30, 2015 3:45 AM
Subject: [mukto-mona] Fw: India Secularism

 


On Saturday, May 30, 2015 2:14 PM, Abu Taha <abutaharahman@yahoo.com> wrote:


মোদি সরকারের প্রথম বছরে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বৃদ্ধি

শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা, দিল্লি

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এ সপ্তাহেই তাদের এক বছর পূর্ণ করেছে। গত এক বছরে সরকারের নানা অভিনব উদ্যোগ প্রশংসা কুড়োলেও দেশে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ কিন্তু নরেন্দ্র মোদির সরকারকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে।
দেশের নানা প্রান্তে যখন বিভিন্ন চার্চে হামলার ঘটনা ঘটেছে, কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো অবাধে ধর্মান্তরণ অভিযান বা 'ঘরওয়াপসি' চালাচ্ছে কিংবা বিজেপি-র নেতা মন্ত্রীরা ধর্মীয় উত্তেজনা ছড়ানোর মতো বিবৃতি দিচ্ছেন - তখন প্রধানমন্ত্রী মোদি দিনের পর দিন সম্পূর্ণ নীরব থেকেছেন বলে অভিযোগ।
ভারতে ধর্মীয় সহিষ্ণুতার অভাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। নরেন্দ্র মোদি সরকারের প্রথম বছরে এই প্রবণতা কতটা বিপজ্জনক চেহারা নিয়েছে আর দেশের ধর্মীয় সংখ্যালঘুরাই বা এ ব্যাপারে কী ভাবছেন – এই প্রতিবেদনে থাকছে তারই সরেজমিন অনুসন্ধান।
গত বছরের ২৬শে মে রাষ্ট্রপতি ভবনের চত্ত্বরে নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, রীতিমাফিক তিনিও অঙ্গীকার করেছিলেন দেশের সব নাগরিক ও সব ধরনের মানুষের প্রতি তিনি ন্যায় নিশ্চিত করবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি
কিন্তু এক বছরের মাথায় এসে ভারতের মুসলিম বা খ্রিষ্টানরা পুরোপুরি নিশ্চিত নন যে প্রধানমন্ত্রী মোদি তাঁর শপথের প্রতি একশোভাগ সৎ থাকতে পারছেন। তিনি একদিকে বলছেন ''সব কা সাথ সব কা বিকাশ'' – অথচ সংখ্যালঘুরা আক্রান্ত হলে নীরব থাকছেন।
আসলে নরেন্দ্র মোদির রাজনৈতিক কেরিয়ারে একই সঙ্গে হিন্দুত্ব আর অর্থনৈতিক উন্নয়নের কান্ডারী হিসেবে তার যে দুটো রূপ – তার মধ্যেই নিহিত আছে এই স্ববিরোধিতার বীজ – বলছিলেন নরেন্দ্র মোদির আনঅফিশিয়াল জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়।
তার কথায়, ''মোদি হলেন একই সঙ্গে ''হিন্দু হৃদয় সম্রাট'' আর ''বিকাশ পুরুষ''। একজন নরেন্দ্র মোদি হিন্দুদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবেন না – আর অন্য মোদি উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না। গত এক বছর ধরে এই দুটোর মধ্যে ভারসাম্য রাখার কঠিন চ্যালেঞ্জটাই তিনি শুধু সামলে গেছেন।'
ভারতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রভাবশালী সদস্য জাফরইয়াব জিলানিও লখনউ থেকে বলছিলেন, আসলে মিঃ মোদির নেতৃত্বে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রটাই নীরবে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে।
ভারতের মুসলিম সমাজ নরেন্দ্র মোদির ব্যাপারে এখনও সংশয়াক্রান্ত
মিঃ জিলানির কথায়, ''হরিয়ানাতে ছাত্রদের গীতা পড়ানো বাধ্যতামূলক করা হচ্ছে, রাজস্থান সরকার স্কুলে চালু করছে সূর্যনমস্কার কিংবা মন্ত্রীরা বলছেন গীতাকে জাতীয় গ্রন্থ ঘোষণা করা উচিত। অথচ সংবিধান বা সুপ্রিম কোর্ট বারবার বলেছে রাষ্ট্রকে এ ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে। এরকম চলছে বলেই ভারতের মুসলিমরা অন্তত নিজেদেরকে দেশে আর সবার সমান বলে ভাবতে পারছেন না।''
দিল্লির সুনহরি বাগ মসজিদের বাইরে তামিম শেখ বা মিনহাজউদ্দিন আবার প্রধানমন্ত্রীর এক বছরের কাজকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে।
মিনহাজউদ্দিন গুজরাট দাঙ্গার সময় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে কাগজে অনেক কিছুই পড়েছেন – মোদিকে নিয়ে তার রীতিমতো ভয় বা সংশয়ও ছিল, কিন্তু এখন সেটা অনেকটাই কেটেছে। তামিম শেখ আবার মনে করেন যতক্ষণ না মোদি তাদের চাকরিবাকরির ব্যবস্থা করছেন তিনি কিছুতেই মুসলিম যুবকদের মন পাবেন না।
দিল্লির গোলডাকখানা এলাকায় স্যাক্রেড হার্ট ক্যাথিড্রালের সামনে আবার খ্রিষ্টান সম্প্রদায়ের অন্য রকম অভিমানের আঁচ মিলল।
চার্চে হামলার প্রতিবাদে ভারতে খ্রিষ্টান সমাজের প্রতিবাদ
লিন্ডা ডিসুজার যেমন বলতে দ্বিধা নেই, ''দেশে যখন একটার পর একটা চার্চে হামলা হয়েছে তখন প্রধানমন্ত্রীর নীরবতা তাদের আহত করেছে। খ্রিষ্টানরা তখন চাইছিলেন তিনি কিছু বলুন, এই ঘটনাগুলোর নিন্দা করুন। কিন্তু তিনি সেটা করলেন অনেক দেরিতে। ঠিক সময়ে তিনি সে কাজটা করতে পারেননি, বা হয়তো সঠিক পরামর্শটা পাননি।''
অল ইন্ডিয়া ক্রিশ্চিয়ান কাউন্সিলের মহাসচিব ড: জন দয়ালও বলছিলেন, চার্চে হামলাগুলোর চেয়েও বড় উদ্বেগের বিষয় হল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রবণতা বাড়ছে ।
তাঁর কথায়, ''সংখ্যার বিচারে গত এক বছরে চার্চে হামলার ঘটনা হয়তো তত বাড়েনি, বছরে গড়ে দুশো-আড়াইশো হামলার ঘটনাতেই সীমিত আছে, কিন্তু ঘৃণা ছড়ানোর পরিমাণটা আকাশ ছুঁয়েছে।''
''ক্যাবিনেট মন্ত্রীরাও যা-খুশি তাই বলে পার পেয়ে যাচ্ছেন – এমন কী পার্লামেন্টের ভেতরেও ধর্মীয় উত্তেজনাকর বিবৃতি দেওয়া হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী কিন্তু একবারের জন্যও আরএসএসের নাম নেননি, সঙ্ঘের নেতা মোহন ভাগবতকে তার চুপ করতে বলারও সাহস হয়নি'', বলছিলেন জন দয়াল।
বস্তুত গত এক বছরে আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের মতো তাদের সহযোগী সংগঠনগুলোর রমরমা বেড়েছে, তারা ইচ্ছেমতো মুসলিম বা খ্রিষ্টানদের হিন্দু বানানোর অভিযান চালিয়েছেন কিংবা বিভিন্ন রাজ্যে গোমাংস নিষিদ্ধ করতে বাধ্য করেছেন – কিন্তু প্রধানমন্ত্রী তাদের রাশ টানতে পারেননি, এটা নরেন্দ্র মোদির বিরুদ্ধে আর একটা বড় অভিযোগ।
সঙ্ঘের নেতা মোহন ভাগবত। আরএসএস তথা সঙ্ঘের বিরুদ্ধে অভিযোগ তারা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে।
তবে সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ বিজেপি নেতা ও রাজ্যসভা এমপি চন্দন মিত্রর যুক্তি, বিজেপি সরকারের আরএসএসের সঙ্গে দূরত্ব তৈরি করার কোনও কারণই ঘটেনি।
চন্দন মিত্র বলছেন ''আরএসএস আর বিজেপির মধ্যে নাড়ির টান, আত্মিক সম্পর্ক – অরএসএস হল বিজেপির আদর্শিক অভিভাবক। ফলে তিনি আরএসএসের রাশ টানতে পারছেন না, মি মোদি এটাকে কোনও সমালোচনা বলেই মনে করছেন না।''
কিন্তু তাই বলে সরকারের মন্ত্রী-এমপিরা যখন রামজাদা-হারামজাদার তুলনা টানবেন বা হিন্দুদের প্রতি ঘরে ঘরে চারটি সন্তানের জন্ম দেওয়ার ডাক দেবেন তখনও কি প্রধানমন্ত্রী চুপ থাকবেন? কিংবা অর্থের টোপ দিয়ে গরিব মুসলিমদের হিন্দু বানানো হলে তখনও কি সরকার কিছু করবে না?
এর উত্তরেও চন্দন মিত্র বলছেন, ''সেই সব নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে – এর বেশি কীই বা করা যাবে? আর ধর্মান্তরণ বেআইনি কিছু নয় – বহু খ্রিষ্টান মিশনারি সংগঠন ভারতে বহুদিন ধরে এ কাজ করছে, কিছু হিন্দু সংগঠনও করছে।''
ঘরওয়াপসি নিয়ে সমালোচনার জবাবে বিজেপি-র জাতীয় মুখপাত্র নলিন কোহলিও প্রায় একই সুরে দাবি করছেন দেশের প্রত্যেক নাগরিকের নিজের পছন্দমতো ধর্ম বা মত বেছে নেওয়ার অধিকার আছে – এ ব্যাপারে কারুর কিছু বলার থাকতে পারে না।
অন্য দিকে বিভিন্ন চার্চে হামলার পরও প্রধানমন্ত্রী নিষ্ক্রিয় ছিলেন, এ কথাও বিজেপি কিছুতেই মানতে রাজি নয়। নলিন কোহলি বলছিলেন, এই অভিযোগ ভিত্তিহীন, কারণ প্রধানমন্ত্রী নিজেই খ্রিষ্টানদের একটি সভায় গিয়ে দেশকে আশ্বস্ত করেছেন তিনি সকলের সুরক্ষার জন্য দায়বদ্ধ।
''তা ছাড়া চার্চে হামলার প্রায় সব ঘটনাই দেখা গেছে আইন-শৃঙ্খলাজনিত সমস্যা, বিজেপি বা অমাদের কোনও সহযোগী সংগঠনের সঙ্গে তার কোনও যোগ নেই। পশ্চিমবঙ্গে একজন নান-কে ধর্ষণের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা তো পরে দেখা গেল বাংলাদেশী দুষ্কৃতীদের কাজ। সরকারের কোনও গোপন কর্মসূচি নেই, তাদের একমাত্র লক্ষ্য সংবিধান অনুযায়ী দেশের সেবা করা'', যোগ করেন তিনি।
এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন সিপিআইএমএল দলের সাধারণ সম্পাদক, পোড়খাওয়া বামপন্থী রাজনীতিক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলছেন, আরএসএসের ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর ঘোষিত লক্ষ্যে এই সরকার সহায়ক ভূমিকা নিয়েছে।
মিঃ ভট্টাচার্যর মতে, ''এই এজেন্ডা বাস্তবায়নের জন্য সব সময় যে সাম্প্রদায়িক দাঙ্গাই বাঁধাতে হবে তার কোনও মানে নেই। কিন্তু একটা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা সব সময়েই কাজ করছে – হেইট ক্যাম্পেন থেমে নেই।''
ভারত সফর থেকে ফিরেই সে দেশের ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হন প্রেসিডেন্ট ওবামা
অনেকটা এই একই যুক্তিতে মার্কিন কংগ্রেসের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক রিপোর্টে গত মাসেই ভারতের তীব্র সমালোচনা করা হয়েছে। তারও আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও ভারত থেকে ফিরেই সে দেশে ধর্মীয় সহিষ্ণুতার ভীষণ অভাব আছে বলে মন্তব্য করেছিলেন।
এমন কী মহাত্মা গান্ধীও এই চরম অসহিষ্ণুতা দেখলে স্তম্ভিত হয়ে যেতেন – এমনটাও বলতে দ্বিধা করেননি মিঃ ওবামা। তবে তাঁকে বিজেপির পরামর্শ, অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের দেশের দিকে তাকালে ভাল হয়।
নলিন কোহলির মতে, ''আমেরিকাতেও জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আখছার সহিংসতার ঘটনা ঘটছে। সে দেশে বহু হিন্দু মন্দিরের ওপর হামলা হচ্ছে, নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশ গুলি করে মারছে – তার জন্য বিক্ষোভও হচ্ছে। ফলে নিজের নিজের সমাজকে শোধরানোর কাজটা সব দেশেরই করতে হবে – এটা কারও একার দায়িত্ব নয়।''
তবে ভারতে নরেন্দ্র মোদির সরকারে প্রথম বছরেই যে হিন্দু আধিপত্য ও ধর্মীয় বিভাজনের সূক্ষ প্রক্রিয়াটা শুরু হয়েছে, তার উৎস কিন্তু ছিল ২০১৪র নির্বাচনে বিজেপি-র বিপুল সাফল্যেই – মনে করেন ভারতীয় রাজনীতির গবেষক নীলাঞ্জন মুখোপাধ্যায়।
মিঃ মুখোপাধ্যায় বলছেন, ''২০১৪-র নির্বাচনেই প্রথম বিজেপি প্রমাণ করে ভারতে সংখ্যালঘুদের ভোট একেবারে না-পেয়েও একটা দল একাই সংসদে গরিষ্ঠতা অর্জন করতে পারে। ফলে এই জয়কে একটা হিন্দুয়ানির জয় হিসেবে দেখার চেষ্টা হয় – যার জেরে বিজেপি বা সঙ্ঘের নেতারা একটা অ্যাগ্রেসিভ পশ্চারিং বা আগ্রাসী অবস্থান নিতে শুরু করেন।''
ফলে হিন্দুত্ব আর আর্থিক উন্নয়নের মধ্যে ভারসাম্য রাখার এক কঠিন লক্ষ্যকে সামনে রেখেই প্রথম বছর পার করল নরেন্দ্র মোদির সরকার। যে জাঁতাকলের মাঝে পড়ে আশঙ্কা আর সংশয়ে ভুগতে শুরু করেছেন ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা – কিছুতেই পুরোপুরি স্বস্তি মিলছে না /









__._,_.___

Posted by: Sukhamaya Bain <subain1@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Grab the sea?



This is insane but the new real estate is being created in the name of power projection and future mining rights around the artificial islands. Chinese are well ahead in the game. In Chinese books, there are no rules or codes to care?


__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: [labd-community] RE: He deserves Ministerial Post from Jononetri



Any one wishing to clean up BD politics must start at "Janitorial Level".  Do we have anything other than filth in our National Politics?  Would Hasina allow any "Janitor" to sweep her "Out-of-Power"?  Are there enough brave volunteers in BNP to join the "Sweepers Brigade?"  And if the "Brigade Commander" is hiding in Shillong, can he remote control a "Sweepers Movement?"  Serious Soul Searching and Honest Introspection may yield a revolutionary answer.

Shoaib
 

From: Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
To: sales8@tectronint.com
Cc: shoaib187@yahoo.com; farah_haq_quazi@yahoo.com; farahmina@gmail.com; farida_majid@hotmail.com; abman1971@gmail.com; srbanunz@gmail.com; manik195709@yahoo.com; farid2002hossain@hotmail.com; mohibul.ezdanikhan@posten.se; akhtergolam@gmail.com; banglarnari@yahoogroups.com; Bangla-Women@yahoogroups.com; pressministerwash@yahoo.com; wthikana@gmail.com; khabor24@gmail.com; khabor@yahoogroups.com; mostofadrgholam@gmail.com; borakbash@gmail.com; farukhchowdhury@gmail.com; faruquealamgir@gmail.com; shahadathussaini@hotmail.com; bdmailer@gmail.com; captchowdhury@yahoo.ca; sheikhhasina@hotmail.com; ershad.hm@gmail.com; shah.deeelder@gmail.com; poplu@hotmail.com; syed.aslam3@gmail.com; abid.baha@gmail.com; anis.ahmed@netzero.net; guhasb@gmail.com; banglar_12_bhuiyan@yahoo.com; shahadathusaini@hotmail.com; syedhaque@hotmail.com; hindu_bangladesh@yahoogroups.com; nabdc@googlegroups.com; bangladesh-progressives@googlegroups.com; pfc-friends@googlegroups.com; chottala@yahoogroups.com; nafisanoorahmed@yahoo.com; bdpana@yahoogroups.com; bangladeshiamericans@googlegroups.com; wthikana@aol.com; la-discussion@googlegroups.com; nazrulic@gmail.com; munir@coastbd.org; shojib.wazed@gmail.com; unitycouncilusa@gmail.com; unitycouncilusa@yahoogroups.com; bhbcop@dhaka.com; manik19570@yahoo.com; manik061624@yahoo.com; obaidul.quader@gmail.com; kabir2660@aol.com; em.pannah@americatech.us; man1k195709@yahoo.com; bd_mailer@yahoo.com; muktoakash2002@gmail.com; muktochinta@yahoogroups.com; bangla_ict@yahoogroups.com; bengalitimes@gmail.com; nfb@citech-bd.com; nfbnews@gononet.com; mukto-mona@yahoogroups.com; alapon@yahoogroups.com; ovimot@yahoogroups.com; bangladeshi@yahoogroups.com; faithcomilla@gmail.com; mohibullah1@gmail.com; bangladesh-zindabad@yahoogroups.com; 6064@yahoogroups.com; bangla.bhai11@gmail.com; bangla_friends@yahoogroups.com; baaiwdc@yahoogroups.com; baaiwdc_comm@yahoogroups.com; baainews@yahoogroups.com; khabor24@gmail.mac.com; sales@alltopbargains.com; drmohsinali@yahoo.com; bangla-vision@yahoogroups.com; liaquat707@me.com; helala7@yahoo.com; labd-community@googlegroups.com; labiba@gmail.com; dr.dipumoni@gmail.com; nurunnabi@gmail.com; nurunnaharshireen@yahoo.com; lunamahbub@yahoo.com; luna@scsd-bd.org; news4bangla@gmail.com
Sent: Saturday, May 30, 2015 1:04 PM
Subject: Re: [labd-community] RE: He deserves Ministerial Post from Jononetri

Perfect job for perfect person.

---------- Original Message ----------
From: sales8 <sales8@tectronint.com>
To: Mohammed Shoaib <shoaib187@yahoo.com>, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>
Cc: "farah_haq_quazi@yahoo.com" <farah_haq_quazi@yahoo.com>, "farahmina@gmail.com" <farahmina@gmail.com>, "farida_majid@hotmail.com" <farida_majid@hotmail.com>, "abman1971@gmail.com" <abman1971@gmail.com>, "srbanunz@gmail.com" <srbanunz@gmail.com>, "manik195709@yahoo.com" <manik195709@yahoo.com>, "farid2002hossain@hotmail.com" <farid2002hossain@hotmail.com>, "mohibul.ezdanikhan@posten.se" <mohibul.ezdanikhan@posten.se>, "akhtergolam@gmail.com" <akhtergolam@gmail.com>, "banglarnari@yahoogroups.com" <banglarnari@yahoogroups.com>, "Bangla-Women@yahoogroups.com" <Bangla-Women@yahoogroups.com>, "pressministerwash@yahoo.com" <pressministerwash@yahoo.com>, "wthikana@gmail.com" <wthikana@gmail.com>, "khabor24@gmail.com" <khabor24@gmail.com>, "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>, "mostofadrgholam@gmail.com" <mostofadrgholam@gmail.com>, "borakbash@gmail.com" <borakbash@gmail.com>, "farukhchowdhury@gmail.com" <farukhchowdhury@gmail.com>, "faruquealamgir@gmail.com" <faruquealamgir@gmail.com>, "shahadathussaini@hotmail.com" <shahadathussaini@hotmail.com>, "bdmailer@gmail.com" <bdmailer@gmail.com>, "captchowdhury@yahoo.ca" <captchowdhury@yahoo.ca>, "sheikhhasina@hotmail.com" <sheikhhasina@hotmail.com>, "ershad.hm@gmail.com" <ershad.hm@gmail.com>, "shah.deeelder@gmail.com" <shah.deeelder@gmail.com>, "poplu@hotmail.com" <poplu@hotmail.com>, "syed.aslam3@gmail.com" <syed.aslam3@gmail.com>, "abid.baha@gmail.com" <abid.baha@gmail.com>, "anis.ahmed@netzero.net" <anis.ahmed@netzero.net>, "guhasb@gmail.com" <guhasb@gmail.com>, "banglar_12_bhuiyan@yahoo.com" <banglar_12_bhuiyan@yahoo.com>, "shahadathusaini@hotmail.com" <shahadathusaini@hotmail.com>, "syedhaque@hotmail.com" <syedhaque@hotmail.com>, "hindu_bangladesh@yahoogroups.com" <hindu_bangladesh@yahoogroups.com>, "nabdc@googlegroups.com" <nabdc@googlegroups.com>, "bangladesh-progressives@googlegroups.com" <bangladesh-progressives@googlegroups.com>, "pfc-friends@googlegroups.com" <pfc-friends@googlegroups.com>, "chottala@yahoogroups.com" <chottala@yahoogroups.com>, "nafisanoorahmed@yahoo.com" <nafisanoorahmed@yahoo.com>, "bdpana@yahoogroups.com" <bdpana@yahoogroups.com>, "bangladeshiamericans@googlegroups.com" <bangladeshiamericans@googlegroups.com>, "wthikana@aol.com" <wthikana@aol.com>, "la-discussion@googlegroups.com" <la-discussion@googlegroups.com>, "nazrulic@gmail.com" <nazrulic@gmail.com>, "munir@coastbd.org" <munir@coastbd.org>, "shojib.wazed@gmail.com" <shojib.wazed@gmail.com>, "unitycouncilusa@gmail.com" <unitycouncilusa@gmail.com>, "unitycouncilusa@yahoogroups.com" <unitycouncilusa@yahoogroups.com>, "bhbcop@dhaka.com" <bhbcop@dhaka.com>, "manik19570@yahoo.com" <manik19570@yahoo.com>, "manik061624@yahoo.com" <manik061624@yahoo.com>, "obaidul.quader@gmail.com" <obaidul.quader@gmail.com>, "kabir2660@aol.com" <kabir2660@aol.com>, "em.pannah@americatech.us" <em.pannah@americatech.us>, "man1k195709@yahoo.com" <man1k195709@yahoo.com>, "bd_mailer@yahoo.com" <bd_mailer@yahoo.com>, "muktoakash2002@gmail.com" <muktoakash2002@gmail.com>, "muktochinta@yahoogroups.com" <muktochinta@yahoogroups.com>, "bangla_ict@yahoogroups.com" <bangla_ict@yahoogroups.com>, "bengalitimes@gmail.com" <bengalitimes@gmail.com>, "nfb@citech-bd.com" <nfb@citech-bd.com>, "nfbnews@gononet.com" <nfbnews@gononet.com>, "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>, "alapon@yahoogroups.com" <alapon@yahoogroups.com>, "ovimot@yahoogroups.com" <ovimot@yahoogroups.com>, "bangladeshi@yahoogroups.com" <bangladeshi@yahoogroups.com>, "faithcomilla@gmail.com" <faithcomilla@gmail.com>, "mohibullah1@gmail.com" <mohibullah1@gmail.com>, "bangladesh-zindabad@yahoogroups.com" <bangladesh-zindabad@yahoogroups.com>, "6064@yahoogroups.com" <6064@yahoogroups.com>, "bangla.bhai11@gmail.com" <bangla.bhai11@gmail.com>, "bangla_friends@yahoogroups.com" <bangla_friends@yahoogroups.com>, "baaiwdc@yahoogroups.com" <baaiwdc@yahoogroups.com>, "baaiwdc_comm@yahoogroups.com" <baaiwdc_comm@yahoogroups.com>, "baainews@yahoogroups.com" <baainews@yahoogroups.com>, "khabor24@gmail.mac.com" <khabor24@gmail.mac.com>, "sales@alltopbargains.com" <sales@alltopbargains.com>, "drmohsinali@yahoo.com" <drmohsinali@yahoo.com>, "bangla-vision@yahoogroups.com" <bangla-vision@yahoogroups.com>, "liaquat707@me.com" <liaquat707@me.com>, "helala7@yahoo.com" <helala7@yahoo.com>, "labd-community@googlegroups.com" <labd-community@googlegroups.com>, "labiba@gmail.com" <labiba@gmail.com>, "dr.dipumoni@gmail.com" <dr.dipumoni@gmail.com>, "nurunnabi@gmail.com" <nurunnabi@gmail.com>, "nurunnaharshireen@yahoo.com" <nurunnaharshireen@yahoo.com>, "lunamahbub@yahoo.com" <lunamahbub@yahoo.com>, "luna@scsd-bd.org" <luna@scsd-bd.org>, "news4bangla@gmail.com" <news4bangla@gmail.com>
Subject: [labd-community] RE: He deserves Ministerial Post from Jononetri
Date: Fri, 29 May 2015 17:45:41 -0700

 
I  RECOMENT  FOR HIM MINISTRY OF JENITORIAL
 
 
SHAH ALAM
From: Mohammed Shoaib [mailto:shoaib187@yahoo.com]
Sent: Friday, May 29, 2015 5:36 PM
To: Mohiuddin Anwar
Cc: farah_haq_quazi@yahoo.com; farahmina@gmail.com; farida_majid@hotmail.com; abman1971@gmail.com; srbanunz@gmail.com; manik195709@yahoo.com; farid2002hossain@hotmail.com; mohibul.ezdanikhan@posten.se; akhtergolam@gmail.com; banglarnari@yahoogroups.com; Bangla-Women@yahoogroups.com; pressministerwash@yahoo.com; wthikana@gmail.com; khabor24@gmail.com; khabor@yahoogroups.com; mostofadrgholam@gmail.com; borakbash@gmail.com; farukhchowdhury@gmail.com; faruquealamgir@gmail.com; shahadathussaini@hotmail.com; bdmailer@gmail.com; captchowdhury@yahoo.ca; sheikhhasina@hotmail.com; ershad.hm@gmail.com; shah.deeelder@gmail.com; poplu@hotmail.com; syed.aslam3@gmail.com; abid.baha@gmail.com; anis.ahmed@netzero.net; guhasb@gmail.com; banglar_12_bhuiyan@yahoo.com; shahadathusaini@hotmail.com; syedhaque@hotmail.com; hindu_bangladesh@yahoogroups.com; nabdc@googlegroups.com; bangladesh-progressives@googlegroups.com; pfc-friends@googlegroups.com; chottala@yahoogroups.com; nafisanoorahmed@yahoo.com; bdpana@yahoogroups.com; bangladeshiamericans@googlegroups.com; wthikana@aol.com; la-discussion@googlegroups.com; nazrulic@gmail.com; munir@coastbd.org; shojib.wazed@gmail.com; unitycouncilusa@gmail.com; unitycouncilusa@yahoogroups.com; bhbcop@dhaka.com; manik19570@yahoo.com; manik061624@yahoo.com; obaidul.quader@gmail.com; sales8; kabir2660@aol.com; em.pannah@americatech.us; man1k195709@yahoo.com; bd_mailer@yahoo.com; muktoakash2002@gmail.com; muktochinta@yahoogroups.com; bangla_ict@yahoogroups.com; bengalitimes@gmail.com; nfb@citech-bd.com; nfbnews@gononet.com; mukto-mona@yahoogroups.com; alapon@yahoogroups.com; ovimot@yahoogroups.com; bangladeshi@yahoogroups.com; faithcomilla@gmail.com; mohibullah1@gmail.com; bangladesh-zindabad@yahoogroups.com; 6064@yahoogroups.com; bangla.bhai11@gmail.com; bangla_friends@yahoogroups.com; baaiwdc@yahoogroups.com; baaiwdc_comm@yahoogroups.com; baainews@yahoogroups.com; khabor24@gmail.mac.com; sales@alltopbargains.com; drmohsinali@yahoo.com; bangla-vision@yahoogroups.com; liaquat707@me.com; helala7@yahoo.com; labd-community@googlegroups.com; labiba@gmail.com; dr.dipumoni@gmail.com; nurunnabi@gmail.com; nurunnaharshireen@yahoo.com; lunamahbub@yahoo.com; luna@scsd-bd.org; news4bangla@gmail.com
Subject: Re: He deserves Ministerial Post from Jononetri
 
Hasina is undoubtedly the best leader we have had so far in Bangladesh.  All others pale in comparison.  Give the Devil its due.
 
Shoaib
 

We have to wait and see how and when  this new Hasina-Bhokto is rewarded. Sooner is better..
I do strongly recomment his name to Jononetri.

---------- Original Message ----------
That's Right -- he accurately explains his comment with factual analysis.
--------------------------------------------
On Thu, 5/28/15, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:

Subject: He deserves Ministerial Post from Jononetri
হাসিনা
'
সর্বশ্রেষ্ঠ
রাষ্ট্রনায়ক',
মোদী
'
শান্তির
দূত'

স্টাফ
করেসপন্ডেন্ট
 


 
 



 

 


শেখ শওকত
হোসেন
নীলু










 
ঢাকা:
প্রধানমন্ত্রী
শেখ
হাসিনাকে
'
সর্বশ্রেষ্ঠ
রাষ্ট্রনায়ক'
হিসেবে
ঘোষণা
দিয়েছেন
ন্যাশনালিস্ট
ডেমোক্রেটিক
ফ্রন্টের
(
এনডিএফ)
চেয়ারম্যান
শেখ শওকত
হোসেন
নীলু। একই
সঙ্গে
ছিটমহল
সমস্যার
সমাধানের
জন্য
ভারতের
প্রধানমন্ত্রী
নরেন্দ্র
মোদিকে
'
শান্তির
দূত'
উপাধি
দিয়েছেন
তিনি।

বৃহস্পতিবার
(
২৮ মে)
দুপুরে
জাতীয়
প্রেসক্লাবের
সামনে
'
ছিটমহলবাসীদের
আনন্দের
সঙ্গে
সংহতি
প্রকাশ'
উপলক্ষে
এনডিএফের
এক
গণসমাবেশে
তিনি
ঘোষণা
দেন।

সমাবেশে
এনডিএফ
চেয়ারম্যান
বলেন,
ছিটমহল
সমস্যা
সমাধানের
জন্য
প্রধানমন্ত্রী
শেখ
হাসিনা
চৌকসতার
পরিচয়
দিয়েছেন।
বিনা
যুদ্ধে,
বিনা
রক্তপাতে
তিনি গোটা
বাংলাদেশের
মানচিত্রই
বর্ধিত
পরিবর্তন
করে
দিয়েছেন
দক্ষতার
সঙ্গে।
এজন্য
আমরা তাকে
বাংলাদেশের
'
সর্বশ্রেষ্ঠ
রাষ্ট্রনায়ক'
উপাধি
দিচ্ছি।

মোদির
প্রশংসা
করে নীলু
বলেন,
জওহরলাল
নেহেরু,
ইন্দিরা
গান্ধী যা
পারেননি
তা করে
দেখিয়েছেন
নরেন্দ্র
মোদি।
তিনি
ছিটমহলবাসীর
দীর্ঘদিনের
সমস্যার
সমাধান
করে
উদারতার
পরিচয়
দিয়েছেন।
এজন্য
আমরা তাকে
কৃতজ্ঞতাস্বরুপ
'
শান্তির
দূত'
উপাধি
দিচ্ছি।

বিএনপির
সমালোচনা
করে তিনি
বলেন,
খালেদা
রাজনীতির
নামে আগুন
দিয়ে
মানুষ
পুড়িয়ে
মেরেছেন।
রাজনীতির
নামে তিনি
রাষ্ট্রের
বিরুদ্ধে
যুদ্ধ
করেছেন।

রাষ্ট্রবিরোধী
কার্যক্রম
করে তিনি
পুলিশ,
বিজিবিকেও
পুড়িয়ে
মেরেছেন।
রাষ্ট্রের
বিরুদ্ধে
সন্ত্রাসের
মিথ্যা
অভিযোগ
তুলেছেন
তিনি।

গণসমাবেশে
অন্যদের
মধ্যে
বক্তব্য
রাখেন
এনডিএফের
মহাসচিব
আলমগীর
মজুমদার।

বাংলাদেশ
সময়: ১৩২০
ঘণ্টা, মে
২৮,
২০১৫     

 
 



____________________________________________________________
Old School
Yearbook Pics
View Class Yearbooks Online
Free. Search by School & Year. Look Now!
classmates.com

____________________________________________________________
Old School Yearbook Pics
View Class Yearbooks Online Free. Search by School & Year. Look Now!
classmates.com
 
 
--
All things considered in Los Angeles Bengali Community & beyond.
Powerd by: www.Ekush.info - An Alternative, Informative Daily News Portal. Visit Daily.
Like us on FaceBook: https://www.facebook.com/EkushNewsMedia
---
You received this message because you are subscribed to the Google Groups "Los Angeles Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to LABD-community+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




__._,_.___

Posted by: Mohammed Shoaib <shoaib187@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___