Banner Advertiser

Tuesday, September 24, 2013

[mukto-mona] Fw: [Bangladesh-Zindabad] কংগ্রেসম্যান পিটার কিং বলেন বাংলাদেশের জন্য তত্ত্বাবধায়ক ॥ ডেড ইস্যু




----- Forwarded Message -----
From: Gonojagoron Moncho <projonmochottar@gmail.com>
To:
Sent: Tuesday, September 24, 2013 9:30 PM
Subject: [Bangladesh-Zindabad] কংগ্রেসম্যান পিটার কিং বলেন বাংলাদেশের জন্য তত্ত্বাবধায়ক ॥ ডেড ইস্যু

 
কংগ্রেসম্যান পিটার কিং বলেন বাংলাদেশের জন্য তত্ত্বাবধায়ক ॥ ডেড ইস্যু
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকারে রিপাবলিকান নেতা ॥ শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন আগামী নির্বাচন সংবিধানকে আরও টেকসই করবে

মাহমুদুল আলম নয়ন, নিউইয়র্ক থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন দেশটির গণতন্ত্র ও সংবিধানকে আরও টেকসই করবে। আমাদেরকে সংবিধান সমুন্নত রেখে একটি নির্দিষ্ট অবস্থান থেকে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের সংস্কৃতি চালু করতে হবে। বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে। সোমবার নিউইয়র্কের হোটেল হায়াতে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সরকারের এ দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। 
এদিকে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদান এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ সফলতায় দ্বিতীয়বারের মতো জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। এ দুটি গুরুত্বপূর্ণ অর্জনে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এ পুরস্কার গ্রহণ করেন। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) সোমবার সন্ধ্যায় তার সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক এ বিরল সম্মান বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেন। 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী প্রার্থী কংগ্রেসম্যান পিটার কিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে দৃঢ়তার সঙ্গেই বলেন যে, বাংলাদেশের জেনারেল সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা স্থগিতজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, আমি আশা করি জিএসপি সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যথায় এই ইস্যু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্ষতি করবে। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি সম্পর্কে লং আইল্যান্ডের রিপাবলিকান এই কংগ্রেসম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন বাংলাদেশের জন্য কোন ইস্যু নয়। এখন মনে হয় এটা ডেড ইস্যু। 
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছার পর থেকেই ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাউথ সাউথ পুরস্কার গ্রহণ, কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক, মার্কিন প্রভাবশালী কংগ্রেসম্যান পিটার কিংসহ সে দেশের উর্ধতন ব্যক্তিবর্গের সাক্ষাতসহ প্রধানমন্ত্রী ওয়ালডর্ফ এস্টোরিয়া হোটেলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।
কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাত ॥ নিউইয়র্কের হোটেল হায়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর স্যূটে সৌজন্য সাক্ষাত করেন কমনওলেথ মহাসচিব কমলেশ শর্মা। বৈঠকে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রীকে আগামী নবেম্বর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথের সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে পুনরায় আমন্ত্রণ জানান। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তাঁদের মধ্যে কথা হয়। 
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের আগামী নির্বাচন গণতন্ত্র ও সংবিধানকে আরও টেকসই করবে বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে বৈঠকে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সময়ে তাঁর দেশে প্রায় ৬ হাজার নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে প্রায় ৬৪ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এতে বিরোধী দলের অনেক প্রার্থী সরকারদলীয় প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনগুলোতে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করায় এর গ্রহণযোগ্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারেনি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচনও মুক্ত, অবাধ ও সম্পূর্ণভাবে নিরপেক্ষ পন্থায় অনুষ্ঠিত হবে। 
বৈঠকে কমনওয়েলথ মহাসচিব আসন্ন সরকার প্রধানদের সম্মেলনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সেখানে বিশেষ করে স্বল্পোন্নত দেশসহ সদস্য দেশগুলোর জন্য জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। মহাসচিব প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন যে, ওই বৈঠকে সদস্য দেশগুলোর দারিদ্র্য বিমোচন এবং অর্জিত অগ্রগতি সম্পর্কেও আলোচনা হবে। এ প্রসঙ্গে তিনি বিগত সম্মেলনগুলোতে শেখ হাসিনার গতিশীল ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকার প্রধানদের সম্মেলনের সময় বাংলাদেশে নির্বাচন নিয়ে তাঁর ব্যস্ততার কথা জানান কমনওয়েলথ মহাসচিবকে। 
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মোঃ ওয়াহিদ উজ জামান ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এসময় উপস্থিত ছিলেন।
সাউথ সাউথ পুরস্কার অর্জন ॥ দারিদ্র বিমোচনে অসামান্য অবদানে আন্তর্জাতিক আরেকটি সম্মানজনক পুরস্কার অর্জন করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অসামান্য অবদান এবং দারিদ্র্য হ্রাসে তাঁর সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। সাউথ সাউথ এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সাফল্যে নেলসন ম্যান্ডেলাসহ মোট সাতজনকে পুরস্কৃত করে।
দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) সোমবার সন্ধ্যায় তার সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়। দক্ষিণ-দক্ষিণ অঞ্চলের দেশগুলোর ত্রিমুখী সহযোগিতায় জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে আইওএসএসসি গঠিত হয়। সাউথ-সাউথ সদর দফতরের প্রেসিডেন্ট ও সাউথ-সাউথ নিউজ এ্যাম্বাসেডর ফ্রান্সিস লরেঞ্জো সংস্থাটির সদর দফতরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জনের জন্য এ পুরস্কার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওএসএসসি এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি এবং আইওএসএসসিভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের ধন্যবাদ জানান। তিনি এ বিরল সম্মান বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করে বলেন, এটি আমাদের দেশের জনগণ ও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অর্জনের স্বীকৃতি। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলো- যারা দারিদ্র্য বিমোচনে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার গ্রহণ করে আমি গর্বিত। 
অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, দারিদ্র্যবিরোধী লড়াই বিশেষ করে ২০১৫ সাল নাগাদ উন্নয়ন ত্বরান্বিত করতে আরও কঠোর ভূমিকা পালনে এ পুরস্কার বাংলাদেশকে উৎসাহিত করবে। এছাড়া ২০২১ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়নে যে সমস্ত লক্ষ্য ঠিক করা আছে, তা অর্জনে সমভাবে নিরলস কাজ করতেও এটি আমাদের অনুপ্রেরণা যোগাবে। শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে ফ্রান্সিসের অব্যাহত সমর্থনেরও প্রশংসা করেন।
বিশ্বব্যাংক, জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউএনডিপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের সমর্থনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থীক ও কারিগরি সহায়তারও ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। আমি আশা করি, পৃথিবীকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে এবং জনগণ যাতে আরো উন্নত জীবন-যাপন করতে পারে সে লক্ষে বিশ্ব নেতৃবৃন্দ তাঁর দেশের জনগণের পাশে দাঁড়াবেন এবং একযোগে কাজ করবেন।
পুরস্কারটি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে নির্বাচিত এবং সেবা করার সুযোগ দেয়ায় তিনি দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দারিদ্র্যের হার ২৬ শতাংশের নিচে কমিয়ে আনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরকারের ব্যাপক অর্জনের কথা তুলে ধরেন। 
শেখ হাসিনা আরও বলেন, আমরা জনগণকে খাদ্য নিরাপত্তা দিয়েছি। অতি দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনাসহ স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে সক্ষম হয়েছি। বাংলাদেশের জনগণ এখন গ্রামে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারে, যা তাদের ভবিষ্যৎ উন্নয়নকে আরো সাহায্য করবে। তিনি বলেন, বিশ্ব অঙ্গনে বাংলাদেশ যাতে মর্যাদাপূর্ণ আসন গড়তে সক্ষম হয় সে লক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। 
অনুষ্ঠানে এ সময় প্রধানমন্ত্রীর পুত্র তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়, তাঁর কন্যা মনোরোগ বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাসদ নেতা মইন উদ্দীন খান বাদল এমপি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন। 
মার্কিন কংগ্রেসম্যান পিটার কিং-এর সাক্ষাত ॥ পরে হোটেল হায়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী প্রার্থী এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য কংগ্রেসম্যান পিটার কিং। তাঁদের মধ্যে বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনসহ গার্মেন্ট শিল্পের জিএসপি সুবিধা দ্রুত পূর্ণবহালের বিষয় আলোচনায় উঠে আসে।
সাক্ষাতকালে পিটার কিং বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে শক্ত পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের কল্যানের জন্যই জিএসপি সুবিধা আবারো ফিরিয়ে দিতে পিটার কিং এর দৃষ্টি আকর্ষন করে বলেন, জিএসপি সুবিধা স্থগিতকরণ মুলতঃ শ্রমিকদের বিপক্ষে গেছে, যা শ্রমিকদের দক্ষতা ও জীবনযাত্রার মান উন্নয়নে অন্তরায় হবে।
এ ব্যাপারে তাঁর পূর্ণ ও সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়ে পিটার কিং বলেন, বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যথায় এই ইস্যু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্ষতি করবে। বাংলাদেশের ইতিবাচক অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি এ অঞ্চলে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। 
বৈঠকের বিষয়ে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি সম্পর্কে লং আইল্যান্ডের রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন বাংলাদেশের জন্য কোনো ইস্যু নয়। 
এ সময় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, জাতিংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোঃ ওয়াদি উজ জামান ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। 
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ালর্ডফ এস্টোরিয়া হোটেলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী টেকিং দ্যা আনফিনিশড বিজনেস-এক্সিলারেটিং এমডিজি প্রোগেস ও হাই লেভেল পলিটিক্যাল ফোরাম ফর ভিশন টু এ্যাকশন এ প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৮তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন। সফর শেষে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] কালের পুরাণ: মমতার খোয়াব এবং তৃণমূলে গৃহদাহ - সোহরাব হাসান |



কালের পুরাণ

মমতার খোয়াব এবং তৃণমূলে গৃহদাহ

সোহরাব হাসান | আপডেট: ০০:০৩, সেপ্টেম্বর ২৫, ২০১৩ প্রিন্ট সংস্করণ

মমতা বন্দ্যোপাধ্যায়ভারতের নির্বাচন হতে মাস ছয়েক বাকি। এখনই প্রধানমন্ত্রী পদ নিয়ে জাতীয় ও আঞ্চলিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দিল্লি ও বেঙ্গালুরুতে আমরা যাঁদের সঙ্গে কথা বলেছি, তাঁরা বলেছেন, এবার নরেন্দ্র মোদিকে ঠেকিয়ে রাখা যাবে না। তিনিই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু কলকাতায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা আমাদের হিসাব কষে দেখিয়ে দিলেন, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করতে যাচ্ছেন। জিজ্ঞেস করলাম, কীভাবে? তৃণমূল নেতা-কর্মীদের জবাব, কংগ্রেসের জনপ্রিয়তা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। নির্বাচনের আগেই ইউপিএর (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স) অনেক শরিক কংগ্রেসকে ত্যাগ করবে। তা ছাড়া রাহুল গান্ধী নিজেকে সর্বভারতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। বিপরীত দিকে হিন্দুত্ববাদী চরিত্রের কারণে তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোটেও যাবে না। নরেন্দ্র মোদির গায়ে যেহেতু ২০০২ সালের গোধরা নৃশংসতার কালিমা লেগে আছে, সেহেতু ভারতের জনগণ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে মেনেও নেবে না। সে ক্ষেত্রে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রী পদের একমাত্র হকদার মমতা।
বিষয়টি ভাবতে মন্দ নয়। ভারতবর্ষ বহু বছর পর বাঙালি রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে পেয়েছে। দুর্ভাগ্য যে, সে সময় বাঙালি হয়ে এই মমতাই সেদিন তাঁর বিরোধিতায় পি এ সাংমাকে প্রার্থী করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ মমতাকে ঠাট্টা করে বলেন 'বিরোধিতা দিদি'। অর্থাৎ, তিনি সবকিছুরই বিরোধিতা করতে পছন্দ করেন। একসময় বামফ্রন্টের বিরোধিতা করেছেন, এখন কংগ্রেসের বিরোধিতা করছেন। মমতা বিরোধী দলে থাকতে বলতেন, 'বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু তিনি করতে পারেন না।' এখন দেখা যাচ্ছে, বাংলাদেশের যা কিছু ভালো, তার বিরুদ্ধে মমতার অবস্থান। তাই মমতার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি ভারতের মানুষ কীভাবে নেবে জানি না, তবে বাংলাদেশের মানুষ ভীষণভাবে শঙ্কিত। মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি ঠেকিয়ে দিয়েছেন। সীমান্ত চুক্তি সংসদেই উঠতে দিতে নারাজ। আর বামপন্থী জ্যোতি বসু বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি ও তিন বিঘা সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন। অনেকের মতে, তাঁর কারণেই ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি হতে পেরেছিল।
অন্যান্য ভারতীয় যেমন ভারতে যাই হোক না কেন, বাংলাদেশে একটি খাঁটি সেক্যুলার সরকার চায়; কিন্তু জ্যোতি বসু ভারতেও সত্যিকার সেক্যুলার ও গণতান্ত্রিক সরকার চেয়েছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরন্তর লড়াই করেছেন। এখানেই দুই বাঙালি মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও আচরণের বিরাট পার্থক্য।
১৯৯৬ সালে সিপিএম জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করে ঐতিহাসিক ভুল করেছিল। সে সময় জ্যোতি বসু ভারতের প্রধানমন্ত্রী হলে হয়তো বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতো। সীমান্ত চুক্তিসহ অধিকাংশ বকেয়া সমস্যার সমাধান তখনই হয়ে যেত। তাহলে মমতা এখন এসব নিয়ে সস্তা রাজনীতি করতে পারতেন না।

২.
বলার অপেক্ষা রাখে না তৃণমূলে মমতাই সর্বময় ক্ষমতার অধিকারী। 'গণতন্ত্রবিরোধী' কমিউনিস্ট পার্টিতেও যেটুকু গণতন্ত্র আছে, গণতন্ত্রের সাচ্চা দল তৃণমূলে তার ছিটেফোঁটাও নেই। সেখানে সবকিছু চলে দিদির দুর্দৈব নির্দেশে। তিনি যাকে খুশি নেতা বানান, যাকে খুশি নেতৃত্ব থেকে তাড়ান। আর এ কারণে দলে বিদ্রোহ দেখা দিয়েছে। অনেকেই মমতার একগুঁয়েমিতে অতিষ্ঠ। তিনি আইন মানেন না, শিষ্টাচারের তোয়াক্কা করেন না। আদালত তাঁকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছেন, ভর্ৎসনা করছেন কিন্তু মমতা বেপরোয়া। গত দুই বছরে মমতার অর্জন সামান্যই। যে সিঙ্গরা-নন্দিগ্রামের আন্দোলন তাঁকে নির্বাচনে বিজয়ী করেছিল, সেই সিঙ্গরা-নন্দিগ্রামের মানুষ আজও জমি ফেরত পায়নি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। কলকাতায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা যখন মমতাকে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন করার খোয়াবে বিভোর, তখন সেই তৃণমূলেই গৃহদাহ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের যেসব লেখক বুদ্ধিজীবী ২০১১ সালে মমতাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন, তাঁরা অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন। মমতার স্বৈরাচারী আচরণের প্রতিবাদ করেছেন। তাঁর বাংলাদেশ বৈরী নীতির কঠোর সমালোচনা করেছেন। আর এবার প্রতিবাদটি এসেছে খোদ দল থেকেই। দলের চার সাংসদ কুনাল ঘোষ, তাপস পাল, শতাব্দী রায় ও সোমেন মিত্র প্রকাশ্যে বলেছেন, যেভাবে মমতা দল চালাচ্ছেন, সেভাবে চলতে পারে না। দলে নেতা-সাংসদদের কোনো সম্মান নেই। নেত্রী একটার পর একটা স্বৈরতান্ত্রিক নীতি ও সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন (বাংলাদেশেও বড় দুটি দল একই কায়দায় চলছে)। এর আগে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি নিয়ে কবির সুমন মমতার সিদ্ধান্তের প্রতিবাদ করে পত্রিকায় বিবৃতি দিয়েছেন। তাঁর মতো দলের আরও অনেকে চান, বাংলাদেশ ন্যায্য হিস্যা পাক। কিন্তু দিদির চোখরাঙানির ভয়ে কেউ মুখ খুলছেন না। তাঁদের মনে আরও প্রশ্ন, তাহলে মুখ্যমন্ত্রী হয়েই মমতা যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, তা কি নিছকই লোক দেখানো ছিল? আবার কেউ কেউ বলছেন, মমতা কংগ্রেসকে শিক্ষা দেওয়ার জন্যই বাংলাদেশ কার্ড খেলছেন। দুই ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। এত দিন দলে কেউ মমতার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি; এখন বলছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেতৃত্বহীন কংগ্রেস কিংবা দিকহারা বামফ্রন্টের কাছ থেকে মমতার এখনই বিপদের আশঙ্কা না থাকলেও নিজের দলের ভেতর থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এ যাত্রা এ চ্যালেঞ্জে সফল না হলেও আগামী নির্বাচনতক অনেক কিছু ঘটে যেতে পারে। সে ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী হওয়া দূরের কথা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ রাখাই কঠিন হবে। সারা ভারতের কথা বাদই দিলাম, পশ্চিমবঙ্গের মানুষও মনে করেন না মমতা ভারতের প্রধানমন্ত্রী পদে উপযুক্ত প্রার্থী। তৃণমূল নেত্রী যদিও ইতিমধ্যে কংগ্রেস ও বিজেপি জোটের বাইরে তৃতীয় জোট করার কথা বলছেন, কিন্তু সেই জোট হবে কি না, হলেও তিনি থাকবেন কি না ইত্যাদি হাজারো প্রশ্ন আছে।
আগামী দিনের প্রধানমন্ত্রী পদে কে আসীন হবেন, সে বিষয়টি রাজনৈতিক ও আঞ্চলিক মেরুকরণের ওপর নির্ভর করছে। এখানে অনেকগুলো যদি ও কিন্তু জড়িত। ভারতে গুটি কয়েক সাংসদ নিয়েও প্রধানমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর, দেব গৌড়া, আই কে গুজরাল। আবার সংসদে বৃহত্তম দলের নেতা হয়েও অটল বিহারি বাজপেয়িকে পদত্যাগ করতে হয়েছে। মমতা যে তৃতীয় জোট গঠনের উদ্যোগ নিয়েছেন, সেই জোটে তিনি জয়ললিতা, নিতিশ কুমার, মুলায়ম সিং যাদব প্রমুখকে পেতে চাইছেন। পয়লা প্রশ্ন হলো, তাঁরা তৃতীয় জোটে আসবেন কি না। দ্বিতীয় প্রশ্ন, জোটে এলেও তাঁরা মমতাকে নেতা মানবেন কি না। মমতা এখন উচ্চকণ্ঠে তৃতীয় জোট গঠনের কথা বললেও নব্বইয়ের দশকে কিন্তু তিনি তৃতীয় জোটে না গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। আবারও যে মেলাবেন না, তার নিশ্চয়তা কী?
কলকাতা থেকে
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net

http://www.prothom-alo.com/opinion/article/50123/মমতার_খোয়াব_এবং_তৃণমূলে_গৃহদাহ






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Nagarik Mancha website



Dear friends
We are very happy to forward the Nagarik Mancha website link.


We would like to receive feedback at your convenience.

There are faults, lacunae and errors. But it is just a beginning and we have many more ideas about the website which will be taken care of soon.

It will be wonderful to get more suggestions from you so that we can make the changes/additions/alterations at one go.

Kindly pass on the link to those who might be interested.

Waiting keenly for your response.
Regards

Naba Dutta
General Secretary 


--
Nagarik Mancha
134 Raja Rajendra Lal Mitra Road
Room 7; Block B; First Floor
Kolkata 700085 India
Phone&Fax: +913323731921


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] [Mukto-Mona Writers' Corner] TITLE

Mukto-Mona Writers' Corner has posted a new item, 'From Partition to Bangladesh:
on the Trajectory of a Troubled Quest'


From Partition to Bangladesh: on the Trajectory of a Troubled Quest
Mohsin Siddique
“Reason has always existed, but not always in a reasonable form.” - Karl
Marx, Letter from the Deutsch-Französische Jahrbücher to Arnold Ruge (1843)




In March of 2013 an obscure fascist religious political party named
Hefajat-e-Islam [1] embarked on a mission to teach a lesson to [...]


You may view the latest post at
http://mukto-mona.com/wordpress/?p=2485


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.
Best regards,
Mukto-Mona Writers' Corner
charbak_bd@yahoo.com




------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo! Groups is subject to:
http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] আমার বাবা—আমার প্রেরণার বাতিঘর



আমার বাবা—আমার প্রেরণার বাতিঘর

এম আ ব দু ল্লা হ
১৮২৬ সালে ব্রিটিশ কবি ফেলিসিয়া হেম্যানস রচনা করেন বিখ্যাত কবিতা কাসাবিয়াঙ্কা। কবিতাটির পটভূমি ১৭৯৮ সালের নীলনদের যুদ্ধ। ফরাসি জাহাজ লা ওরিয়েন্টে ১০-১২ বছরের এক ছেলে লুই ডে কাসাবিয়াঙ্কা বাবার নির্দেশে জাহাজে দাঁড়িয়ে আছে। এদিকে শত্রুপক্ষ আক্রমণ চালালো জাহাজের ওপর। কুণ্ডলী পাকিয়ে ধেয়ে আসছে একের পর এক আগুনের গোলা। ছেলেটির গায়ের ওপর হামলে পড়ছে সে আগুনের কুণ্ডলী। তার পরও সে স্থান ত্যাগ করছে না এক চুলও। অপেক্ষা করছে বাবার নির্দেশের। কারণ বাবা বলে গেছেন, ওখান থেকে না নড়ার জন্য। শেষ মুহূর্তে শেষবারের মতো সে বিনীত কণ্ঠে শুধু বলল, 'বাবা, বলো বাবা, আমি কি রইব দাঁড়িয়ে! একবার শুধু বলো আমার কর্তব্য পালন হয়েছে তো?'
কবিতাটিতে বাবার প্রতি সন্তানের তীব্র ভালোবাসা ও অপরিমেয় আনুগত্য প্রকাশ পেয়েছে। সন্তানের জন্য বাবার কিংবা বাবার জন্য সন্তানের এ ত্যাগ-ভালোবাসা তখনই সম্ভব যখন একজন আরেকজনকে উপলব্ধি করতে পারে। একজন সন্তানের ক্রমবর্ধমান জীবনে প্রয়োজন পড়ে একজন বলিষ্ঠ সাহচর্যের। বাবা তার সে সাহচর্য। হিংসাভরা এ কুটিল পৃথিবীতে আপদে-বিপদে ছায়ার মতো শক্ত হাতে তাকে আগলে রাখেন বাবা; সঠিক পথের দিকনির্দেশনা দেন, অনুপ্রেরণা দেন সব কাজে।
কবিতার সেই ছেলে লুই ডে কাসাবিয়াঙ্কার মতো হতে পারিনি আমি। আমার শ্রদ্ধেয় বাবা প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মো. নূরুল হুদার সব আদেশ পালন করতে পারিনি যথাযথভাবে। কিন্তু বাবা প্রতিটি মুহূর্ত আগলে রেখেছেন আমাকে। বড় হয়েছি। নিজে সন্তানের বাবা হয়েছি। কিন্তু আমার বাবার মতো বাবা হতে পারিনি। জীবনসংগ্রাম আর কণ্টকাকীর্ণ পথ চলতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাতে এগিয়েছে আমাদের পরিবার। সেই জীবনযুদ্ধে বাবা ছিলেন প্রধান সিপাহসালার। নীতি ও নিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন-অবিচল। সন্তানদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। গা ভাসাননি গড্ডালিকা প্রবাহে। সারাটি জীবন যিনি মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, তাকে তো ব্যক্তিত্বের প্রশ্নে, নীতির প্রশ্নে অটল থাকতেই হবে। ছিলেনও আমৃত্যু।
একজন মানবসন্তানের জীবনে সবচেয়ে প্রিয় এবং সর্বাধিকবার উচ্চারণ করতে হয় যে শব্দগুলো, তার মধ্যে 'আম্মু', এর পরই 'আব্বু' বা বাবা। আব্বা কিংবা বাবা যে শব্দেই ডাকি, তার মূল পরিচয় হলো তিনি জন্মদাতা বা জনক। বাবা যে বাবাই। যার কারণে এই পৃথিবীর রঙ, রূপ, আলোর দর্শন। সেই বাবা নামটির সঙ্গেই যে অপার স্নেহ আর মমতার মিশেলে এক বন্ধন জড়িয়ে আছে। আমার কাছে বাবা মাওলানা নূরুল হুদা শুধু জন্মদাতা নন, আদর্শেরও প্রতীক। বাবা আমার কাছে ছিলেন এক মহীরুহ, চিরন্তন আস্থার প্রতীক।
সেই শৈশব থেকে আমৃত্যু বাবা ছিলেন আমার জন্য বড় শক্তি। শৈশবে বাবাকে দেখেছি পরিবারের সবচেয়ে ক্ষমতাধর, জ্ঞানী, স্নেহশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। জীবনের শুরুতেই আদর্শ পুরুষ হিসেবে বাবাকেই দেখেছি। একই সঙ্গে দেখেছি শক্তির উত্স হিসেবে। তাই সব সময় চেয়েছি বাবার মতোই শক্তি অর্জন করতে তথা পরিবারের সর্বময় কর্তা হতে। শৈশব থেকে যখন বাড়ন্ত অবস্থায় পৌঁছেছি, তখন বাবা মূল্যবান উপদেশ দিয়ে জীবনের পথ বাতলে দেন। অনেক ক্ষেত্রে অবাধ্য হয়েছি। বাবার মনে কষ্ট দিয়েছি। কিন্তু এখন বুঝতে পারছি, আমার যেটুকু অর্জন তার পেছনে বাবার অবদান অপরিসীম।
আমি আমার বাবা মাওলানা নূরুল হুদাকে নিয়ে গর্বিত। তিনি তার সারা জীবন কাটিয়ে দিয়েছেন শিক্ষকতা পেশায়। মানুষ গড়ার কারিগর ছিলেন তিনি। প্রথমে তিনি পড়ালেখা করেন কওমি মাদরাসায়। সেখানে সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস পাস করে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। দেশের শীর্ষস্থানীয় কওমি মাদরাসাগুলোর একটি সোনাগাজীর ভাদাদিয়া নূরুল উলুম মাদরাসা। এ মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবদুল মান্নান ছিলেন দেশের কওমি শিক্ষার অগ্রদূত। তিনি বাবাকে সন্তানের মতো স্নেহ করতেন। তার মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত করেন। সেখানে বাবার কাছে পড়েছেন এমন অনেকেই এখন দেশের বহু কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম (প্রিন্সিপাল)। এরই মধ্যে বাবা আলিয়া বা সরকারি মাদরাসায় উচ্চতর ডিগ্রি (কামিল) অর্জন করেন। ১৯৮০-র দশকের গোড়ায় বাবা প্রতিষ্ঠা করেন আমাদের এলাকার প্রথম মাদরাসা আমিরাবাদ ইসলামিয়া মাদরাসা। ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেন ও তার পরিবারের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত মাদরাসাটি এখন ওই অঞ্চলের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। পরে কিছু সময়ের জন্য সোনাগাজী ফাজিল মাদরাসায় অধ্যাপনা করেন তিনি। এলাকাবাসীর অনুরোধে আবার দায়িত্বে ফেরেন নিজের প্রতিষ্ঠিত আমিরাবাদ মাদরাসায়। মাদরাসাটিকে আলিম পর্যায়ে উন্নীত করে সরকারি এমপিওভুক্ত করেন তিনি।
একপর্যায়ে এলাকা ছেড়ে চলে আসেন ঢাকায়। দায়িত্ব নেন ঢাকা ক্যান্টনমেন্টের সিভিল এলাকা মানিকদীতে প্রতিষ্ঠিত মানিকদী সিনিয়র মাদরাসায়। এখানে প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি মানিকদী নূরানী জামে মসজিদের খতিবের দায়িত্বও পালন করেন তিনি।
সবশেষে রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর কাছে হারবাইদ দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় যোগ দেন তিনি। সেখানে প্রথমে ভাইস প্রিন্সিপাল ও পরে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছিলেন তিনি। তার নেতৃত্বে মাদরাসাটি দেশের অন্যতম সফল মাদরাসায় রূপান্তরিত হয়। অবকাঠামোগত উন্নয়নও হয় ব্যাপক। আমৃত্যু তিনি এই মাদরাসার প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন।
নিজে শিক্ষকতা করার পাশাপাশি আরও বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। টঙ্গীর স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেলাল প্রিক্যাডেট একাডেমী ও আল-হেলাল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। স্থানীয় খাদিজা (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আমৃত্যু। এলাকার সব আলেম ও ইমাম তাকে শ্রদ্ধেয় ওস্তাদ বলে সম্বোধন করতেন। ধর্মীয় সব অনুষ্ঠানে তাকে বসাতেন প্রধান আসনে। তার জানাজায় শত শত আলেমের সমাবেশ ঘটে।
পারিবারিক ব্যবসায় আর্থিক সচ্ছলতা আসার পর বহুবার তাকে আমরা অনুরোধ করেছিলাম চাকরি থেকে অবসর নিতে। পর্যাপ্ত অর্থ হাতখরচের জন্য দিয়ে অনুরোধ করা হয়েছিল—তার আর কষ্ট করার দরকার নেই। কিন্তু জবাবে তিনি বলতেন, 'আমি তো শুধু টাকার জন্য চাকরি করছি না, চাকরিটা ছাড়লে শত শত ছাত্র-শিক্ষক নিয়ে ব্যস্ত না থাকলে আমি তাড়াতাড়ি মরে যাব।' শিক্ষকতাকে শুধু পেশা নয়, নেশা হিসেবেও গ্রহণ করেছিলেন তিনি। কওমি ও আলিয়া উভয় ধারার সর্বোচ্চ ডিগ্রি থাকায় তার শিক্ষাদানের মান ছিল অসাধারণ। যারা তার পাঠ গ্রহণ করেছেন তাদের মতে, বাবা যখন পড়াতেন তখন মনে হতো জাদুর মতো মনে-মগজে ঢুকিয়ে দিচ্ছেন।
মহান শিক্ষকতা পেশায় বাবার সারাটি জীবন কাটিয়ে দেয়া আমাদের জন্য কত আনন্দের, কত গৌরবের—তা বোঝাতে পারব না। দেশের প্রতিটি এলাকায় বাবার ছাত্রের দেখা মেলে। বাবার বহু ছাত্র এখন দেশের বহু স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। অনেকে পরে সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে সরকারি-বেসরকারি, সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তা হয়েছেন। অনেককে আগে চিনতাম না। বাবার মৃত্যু সংবাদ গণমাধ্যমে দেখে অনেকে ছুটে এসেছেন জানাজায়। অনেকে দেশ-বিদেশ থেকে ফোন করে তাদের শ্রদ্ধেয় শিক্ষকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করতে গিয়ে বারবার বিপদে পড়েছি। দুর্নীতিবাজ ও অপশক্তির বিরুদ্ধে কলম ধরতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি একাধিকবার। জীবন বিপন্ন হয়েছে। প্রতিটি বিপদের দিনে আব্বাজান ছিলেন আমার পাশে। প্রতিটি বিপদসঙ্কুল সময়ে তাত্ক্ষণিকভাবে আমি তার ভেজা কণ্ঠ শুনতে পেয়েছি ফোনে। আমাকে সাহস জুগিয়ে, অভয় দিয়ে সাংবাদিকতার মতো মহান পেশায় দৃঢ়চিত্তে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি।
আজকাল সবকিছুতেই আনুষ্ঠানিকতা চলে এসেছে। পশ্চিমা দেশগুলোতে ভালোবাসার বেশ অভাব, সব সম্পর্কের ভেতরেই শূন্যতা আছে তাদের। তাই তাদের অনুষ্ঠান করে ভালোবাসার প্রকাশ ঘটাতে হয়। মা দিবস ও বাবা দিবস পালন করা হয় ঘটা করে। আমাদের মুসলিম সমাজে ভালোবাসার ঘাটতি আছে কি? আমাদের সব দিনই বিশেষ দিন, প্রতিটি মুহূর্তই বিশেষ মুহূর্ত। আন্তর্জাতিকভাবে বছরে একটি দিন 'বাবা দিবস' পালন আমি মানি না। বাবার জন্য একটা দিন মাত্র! না, বাবাকে ভালোবাসার জন্য কোনো দিন-ক্ষণ লাগে না।
বাবাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তার সঙ্গে সদাচরণ করা, তার সেবা করা ইসলামে একটি বাধ্যতামূলক কাজ। এ কাজের পন্থা-পদ্ধতি ইসলামে নির্ধারিত। এক্ষেত্রে নতুন কোনো বিষয় বা পদ্ধতি পালন ইসলামী পরিভাষায় বেদা'ত বলে গণ্য। ইসলাম বাবা-মাকে যেভাবে গুরুত্ব দিয়েছে, অন্য কোনো ধর্ম বা সমাজ ততটা দেয়নি। বাবা-মায়ের জন্য একটি দিবস পালন করে দায়িত্ব আদায় হয়ে যাবে বলে ধারণা দেয়ার চেষ্টা করার মানে হলো তাদের সর্বদা গুরুত্ব দেয়ার সময় আমার নেই। অথচ ইসলাম বলে—তাদের সর্বদাই গুরুত্ব দিতে হবে, ভালোবাসতে হবে। এমনকি নিজের স্ত্রী-সন্তানদের চেয়েও। মুসলমানের প্রতিটি দিবস হবে মা দিবস, প্রতিটি দিবসই হবে বাবা দিবস। আল-কোরআন মা-বাবাকে যে গুরুত্ব দিতে বলেছে, তা প্রতিটি মুহূর্তের জন্যই।
আল্লাহ রাব্বুল আলামিন ও তাঁর রাসুল (সা.) বাবা-মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ ও যত্ন নিতে যা বলেছেন, যেভাবে বলেছেন—তেমনটা কেউ বলেনি, বলতে পারেনি। আল্লাহ তায়ালা বলেন, 'আমি মানুষকে মা-বাবার সঙ্গে সুন্দর আচরণের তাগিদ দিয়েছি। তার মা অনেক কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে এবং বহু কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। গর্ভে ধারণ করা ও দুধ পান করানোর (কঠিন কাজের) সময়কাল হলো আড়াই বছর।' তিনি আরো বলেন, 'তোমরা আল্লাহর ইবাদত করো, আর তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এবং মা-বাবার সঙ্গে সদাচরণ ও সুন্দর ব্যবহার করবে।'
ইসলামী দৃষ্টিভঙ্গিতে শুধু মা-বাবা জীবিত থাকাকালে তাদের সঙ্গে সদাচরণ যথেষ্ট নয়। তাদের মৃত্যুর পর সন্তানের ওপর দায়িত্ব থেকে যায় তাদের কল্যাণের জন্য কাজ করা। যেমন আল্লাহতায়ালা বলেন, 'তোমার রব আদেশ দিয়েছেন, তোমরা তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না ও বাবা-মায়ের সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের 'উফ' বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো। তাদের উভয়ের জন্য দয়ার সঙ্গে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো—হে আমার রব! তাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে আমাকে তারা লালন-পালন করেছেন।'
মা-বাবার মৃত্যুর পর তাদের শান্তির জন্য দোয়া করা, তাদের জন্য কল্যাণ হয়—এমন কাজ করে তা তাদের রুহের জন্য উত্সর্গ করা সন্তানের দায়িত্ব। আর এ দায়িত্ব কোনো দিবস, বছর বা মাস দিয়ে সীমিত করা হয়নি।
একজন বাবা যেমন তার প্রতিচ্ছবি সন্তানের মধ্যে দেখতে চান, তিনি অবশ্যই আশা করেন তার সন্তান সত্যিকারের একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাবে—তেমনি একজন সন্তানের আশা থাকে তার প্রিয় বাবাটি তার চলার পথে ছায়া হয়ে, বন্ধু হয়ে তাকে আগলে রাখবেন, পথপ্রদর্শক হয়ে সঠিক দিকনির্দেশনা দেবেন। বস্তুত, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক হৃদয়ভিত্তিক ও সামাজিক।
১৯৯৩ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির এক সমীক্ষায় দেখা গেছে, বাবার সান্নিধ্যে সন্তান যত বেশি থাকবে, ততই তার জ্ঞান-বুদ্ধি বাড়বে, সন্তান নিজেকে বিকশিত করার সুযোগ পাবে। সন্তানের আচরণ ও সামাজিকায়নের ওপর ইতিবাচক প্রভাব এনে দিতে পারেন একজন বাবা। এখনকার বাবারা অনেক বেশি কর্মব্যস্ত। সেই সকালে তিনি ঘর থেকে বের হয়ে কর্মস্থলে চলে যান, ফিরে আসেন রাতে। সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে তার প্রিয় সন্তানটি মনের মণিকোঠায় থাকলেও তাকে সেভাবে সময় দেয়া সম্ভব হয়ে ওঠে না।
কিন্তু আমার বাবা ছিলেন আলাদা। সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পরও দিনে অন্তত তিন-চার বার ফোন করতেন কোথায় আছে, কেমন আছে তা জানতে। শত ব্যস্ততা, অসুস্থতার মধ্যেও সন্তানদের খোঁজ রাখতেন প্রতিনিয়ত। বিদেশে যাওয়ার সময় প্রথম নির্দেশ থাকত—'পৌঁছেই আমাকে ফোন নম্বর দিবি।' দেশের বাইরে ব্যয়বহুল কল করেও অন্তত দু'বার খোঁজ নিতেন। দেশের ভেতরে দূরযাত্রায় বিপদের আশঙ্কা করতেন ও উত্কণ্ঠায় ভুগতেন। গ্রামের বাড়িতে রওনা করলে কিংবা ফেরার খবর পেলে পুরো পথ অতিক্রমকালে ঘণ্টায় ঘণ্টায় ফোন করতেন। প্রশ্ন একটাই—কোথায়? আমার সাংবাদিকতা পেশার প্রথম ধাপে দৈনিক ইনকিলাবে কাজ করার সময় রাত ২টা-৩টা বেজে যেত বাসায় ফিরতে। দরজায় নক করার সঙ্গে সঙ্গে বেশিরভাগ সময় বাবা দরজা খুলে দিতেন। কখনও কখনও আম্মাও খুলতেন। যেন উদ্বেগাকুল হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে ছিলেন। যতক্ষণ বাসায় না ফিরতাম বাবা-মায়ের চোখে ঘুম আসত না।
গত ১৫ সেপ্টেম্বর বাবা চলে গেছেন না ফেরার দেশে। হতভাগা দেশের ভ্রান্ত চিকিত্সাব্যবস্থার ফলে শেষ দিনগুলোতে কতই না কষ্ট করেছেন আমার বাবা। এখন পিতৃহীন জীবনের প্রতি মুহূর্তে প্রিয় বাবাকে অসম্ভব রকম মিস করছি। জীবনের প্রতিটি কর্মকাণ্ডে আনন্দে-কষ্টে বাবার উপস্থিতি ছিল। এখন নেই। কষ্টে-বেদনায় চোখ ভিজে আসে, বুকটা ফেটে যেতে চায়। আমার দায়িত্বশীল বাবা সন্তানের ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য কতই না খেটেছেন। জন্মদাতা হওয়া সহজ, কিন্তু বাবা হওয়া কঠিন। আমার বাবা ছিলেন আমাদের জন্য এক বিশাল ছায়া। যে ছায়ায় ছিল মায়া, মমতা আর ভালোবাসা। আমার বাবা ছিলেন একজন 'সম্পূর্ণ বাবা'।
'আব্বা' বা 'বাবা' দুটো অক্ষরে উচ্চারিত ও পরিবৃত্ত। এই বাবার অতলেই প্রবহমান এক বিশাল সমুদ্র। যে সমুদ্রের গহীনে থরে থরে সাজানো রয়েছে আদর, স্নেহ, দায়িত্ব, শাসন, কর্তব্যসহ জীবনীশক্তির সবুজ প্রান্তর। আমার কাছে বাবা ছিলেন সুবিশাল আকাশের মতো। সন্তানের ভবিষ্যত্ রচনার স্তবকগুলো নির্মাণে তিনি ছিলেন সদা তত্পর। আমার বাবার চরিত্রটা এমনই যে, আমাদের পরিবারকে ঘিরে বাবার ছায়াটা লতিয়ে উঠতে থাকে ক্রমেই। আর বাবাও সেই লতিয়ে ওঠা ছায়াকে ধারণ করে আমৃত্যু পরিবারের সুখে-দুঃখে একটা বৈশিষ্ট্যের আদল হয়ে যে কোনো পরিস্থিতিতে সন্তান ও পরিবারের সব সদস্যের পাশে দাঁড়িয়েছেন।
আমার বাবা কখনও কোমল, কখনওবা কঠোর আবরণের এক বিশেষ মানুষ ছিলেন। যে মানুষের বাইরের রূপ দিয়ে অনেক সময় ভেতরের রূপটাকে চেনা যায়নি। সন্তানদের ভবিষ্যত্ চিন্তায় সার্বক্ষণিক উদ্বিগ্ন বাবা কোনো কোনো সময় সন্তানের জীবনধারায় এক-আধটু বিচ্যুতি হলে শাসনের উষ্ণতা বর্ষণ করলেও পরক্ষণেই বাবার মর্মে অনুতাপের অন্তর্জ্বালাটা হৃদয়জুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা হয়তো বাবার মনের সেই অবস্থাটা সহজে টের পাইনি। বাবার ওপর অভিমান করেছি। কিন্তু তার বিয়োগের সপ্তাহ না পেরুতেই বুঝতে পারছি, বাবা নিজ ছেলেমেয়েদের জন্য জীবনের সবটুকু বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি।
একজন অভিভাবক হিসেবে বাবার যে কী বিরাট ভূমিকা ছিল—তা এখন মর্মে মর্মে অনুভব করতে পারছি। যে কোনো চাহিদা পূরণে বাবা চরিত্রটি কোনোদিন পিছপা হয়নি। প্রতিদিনকার প্রয়োজনে বাবা যেমন সংসারের একটা অপরিহার্য অংশ, তেমনি প্রতি পদে বাবার অনস্বীকার্য উপস্থিতি আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। আবার এ কথাটিও সত্যি যে, বাবা বেঁচে থাকতে পুরোপুরি বুঝতে পারিনি, তিনি কতটা অমূল্য সম্পদ ছিলেন; কিন্তু যখন ছায়া মাথার ওপর থেকে সরে গেছে, তখন টের পাচ্ছি গভীরভাবে।
বরেণ্য কবি শামসুর রাহমানের লেখা 'পিতার কোমল জায়নামাজের উদার জমিন' লাইনটি মনে করিয়ে দেয়—বাবা তার সন্তানের কাছে শুধু পিতাই নন, একটি গোটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সন্তানের জন্য বরাদ্দ থাকে উদারতা, ভালোবাসা, আবার শৃঙ্খলাও। পিতা হতে পারেন সবাই, কিন্তু বাবা হন কেউ কেউ। বাবা হওয়ার জন্য শুধু দায়িত্বপালনই নয়, সন্তানের কাছে পিতাকে প্রমাণ করতে হয় তার প্রয়োজনই অপরিহার্য। আমার বাবা তা প্রমাণ করে গেছেন শতভাগ।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] জনগণের ওপর ভরসা না করে বিদেশীদের মুখপানে চেয়ে থাকলে হতাশ হতে হয়। বিএনপির ক্ষেত্রে কি সেটাই ঘটতে চলেছে?



সংসদ ফ্রোজেন হবে ২৫ অক্টোবর : কাউন্ট ডাউন শুরু : তত্ত্বাবধায়ক কি আসবে?
মোবায়েদুর রহমান : বিএনপির জন্য কোন সুখবর অপেক্ষা করছে বলে আমার তো মনে হচ্ছে না। জনগণের ওপর ভরসা না করে বিদেশীদের মুখপানে চেয়ে থাকলে হতাশ হতে হয়। বিএনপির ক্ষেত্রে কি সেটাই ঘটতে চলেছে? শনিবার একটি বাংলা পত্রিকার সংবাদ দেখে সেটাই মনে হচ্ছে। সেই কথাটি একটু পরে বলছি। তার আগে বলতে চাই যে শিক্ষিত সচেতন মানুষ ইতোমধ্যেই কাউন্ট ডাউন শুরু করেছেন। সাধারণত ১০ থেকে কাউন্ট ডাউন শুরু হয়। কিন্তু আজ মঙ্গলবার ৩২ থেকে কাউন্ট ডাউন করতে হবে। কারণ সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় সংসদের অস্তিত্ব বিলীন না হলেও সেটি ফ্রোজেন হয়ে যাবে। সুতরাং বিএনপির প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগ সরকারকে যদি নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করতে হয়, তাহলে পার্লামেন্টের মাধ্যমে সেটা ২৫ অক্টোবরের আগেই করতে হবে। কারণ ২৫ অক্টোবর থেকে সংসদ ফ্রোজেন বা বরফের মতো জমাট বেঁধে যাবে বলে আর কোন অধিবেশন হবে না। সেজন্যই স্পিকার শিরীন শারমিন বলেছেন যে, বর্তমানে যে অধিবেশন চলছে সেটিই জাতীয় সংসদের শেষ অধিবেশন। যদি ২৪ অক্টোবরের মধ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের ব্যবস্থা না হয় তাহলে বিএনপির সামনে মাত্র দুটি অপশন থাকবে। একটি হলো- বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সেই সংবিধানের অধীনেই তাদেরকে নির্বাচন করতে হবে। অন্য কথায়, বর্তমান মন্ত্রী সভা থাকবে (হয়তো আকৃতি ছোট হতে পারে), শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, জাতীয় সংসদ থাকবে এবং জাতীয় সংসদের বর্তমান এমপিরা এমপি হিসেবে বহাল থাকবেন এবং এমপি হিসেবেই নির্বাচন করবেন। দ্বিতীয়টি হলো- বিএনপিকে হয় এই পরিস্থিতি মেনে নিতে হবে, না হয় নির্বাচন বর্জন করে সেটি প্রতিহত করতে হবে। বিএনপি বলছে যে তারা বর্তমান সংসদ বহাল রেখে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোন রকম নির্বাচনে যাবেন না এবং দেশে নির্বাচন হতেও দেবেন না। 
বিএনপির এই অবস্থানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, সংবিধান থেকে তিনি এক চুলও নড়বেন না। শেখ হাসিনা আরও বলেছেন যে, নির্বাচন প্রতিরোধ বা বানচাল করার ক্ষমতা বিএনপির নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন বিএনপি যে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধ চালানোর ক্ষমতা তাদের নেই। আওয়ামী লীগের অপর একজন নেতা সাবেক টেলিফোন ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে, দেশে রোজ কেয়ামত ঘটে গেলেও নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে না। 
ওপরে যেসব নেতার উক্তি উদ্ধৃত করা হলো, এরপর আওয়ামী লীগের অবস্থান নিয়ে আর কোন সন্দেহ থাকার কথা নয়। তার পরেও বিএনপি সংলাপের আশায় বুক বেঁধে আছে। কিন্তু গত শনিবার একটি জাতীয় বাংলা দৈনিকে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ বিএনপির এই আশার গুড়ে বালি দিয়েছে। খবরে বলা হয়েছে, অলৌকিক কিছু না ঘটলে সরকার ও বিরোধী দলের মধ্যে আপাতত কোনো সমঝোতা হচ্ছে না। কারণ এতদিনের তৎপরতার পর ঢাকাস্থ কূটনীতিকরাও আলোচনা বা সমঝোতার আশা প্রায় ছেড়ে দিয়েছেন। বরং কূটনীতিকদের কাছ থেকে বিএনপির কাছে 'হতাশার বার্তা' যাচ্ছে। বলা হচ্ছে, সরকারের নীতিনির্ধারকরা কূটনীতিকদের কোনো পরামর্শই শুনছে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের পরামর্শ সরকার গ্রহণ করছে না বলে বিএনপিকে জানানো হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পদস্থ এক কূটনীতিক বিএনপির স্থায়ী কমিটির এক নেতাকে এ ধরনের তথ্য জানিয়ে বলেন, সরকার কার্যত তাদের সব প্রস্তাব নাকচ করছে। ফলে সমঝোতার ভবিষ্যৎ কী হবে তা তারা জানেন না। সরকার কাদের পরামর্শ শুনছে জানতে চাইলে ওই নেতার কাছে যুক্তরাষ্ট্রের কূটনীতিক বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ এবং বিশ্ব রাজনীতিতে তাদের বিরোধী শিবিরের প্রভাবশালী একটি দেশের নাম বলেন, যে দেশটির সঙ্গে এ সরকারের সাম্প্রতিক সময়ে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এছাড়া সম্প্রতি জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কূটনীতিকরাও অনানুষ্ঠানিক আলাপচারিতায় একই ধরনের বার্তা বিএনপিকে দিয়েছে। বলেছে, সংলাপের ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ে নমনীয় কোনো ভাব নেই। এর আগে জাতিসংঘের উদ্যোগে একটি সমঝোতা প্রস্তাব সরকার নাকচ করে দেয়। সর্বশেষ বড় দুই দলকে ওয়াশিংটনে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আমন্ত্রণ জানিয়েছে। দু'পক্ষ রাজি হলে আগামী ১ অক্টোবর ওয়াশিংটনে ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এর কোনোটাতেই ফল বেরিয়ে আসবে বলে বিএনপি এখন আর মনে করে না। দলটির নেতাদের উপলব্ধি হল, পরিস্থিতি পয়েন্ট অব নো রিটার্নের দিকে চলে গেছে। ইতিবাচক কিছুই আর হবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জাতিসংঘের উদ্যোগ যেখানে নাকচ করে দিয়েছেন সেখানে ঢাকার কূটনীতিকদের উদ্যোগ আর কী কাজে লাগে! ফলে তারা আস্তে আস্তে আশাহত হবেন, এটাই স্বাভাবিক। তিনি বলেন, সম্ভবত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা একতরফা নির্বাচন করবে। পাশাপাশি তারা এও চায় না যে, বিএনপি নির্বাচনে আসুক। ফলে আমাদের রাজপথেই নামতে হবে।
॥দুই॥
প্রকাশিত উক্ত খবরকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া যায় না। কারণ বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট মোচনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক উদ্যোগ নেয়া হয়েছিলো। কিন্তু সবগুলো উদ্যোগ ব্যর্থ হয়েছে। বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য বেশ কিছুদিন ধরে বিদেশীরা চেষ্টা চালিয়ে আসছে। এদের মধ্যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টা অধিকতর দৃশ্যমান। গণচীন সাধারণত নীরব কূটনীতি চালায়। এসব ব্যাপারে তারা গণমাধ্যমকে এড়িয়ে চলে। সেই গণচীনের রাষ্ট্রদূতও কয়েক দিন আগে বলেছেন যে, এই রাজনৈতিক সঙ্কট নিরসনের উদ্দেশ্যে বড় দুই দলকে বিশেষ করে দুই দলের নেত্রীকে এক টেবিলে মুখোমুখি বসানোর জন্য  তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু তিনি সফল হতে পারেননি। তবে তার প্রচেষ্টা জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা নিয়মিত বলে আসছেন যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় আমেরিকা। এটি হবে এমন একটি নির্বাচন যেখানে সব দল অংশগ্রহণ করতে পারে এবং সকলের জন্য সমান সুযোগ-সুবিধা থাকা উচিৎ। এটিকেই বলা হচ্ছে 'সমতল ভূমি' বা ইংরেজিতে 'লেভেল প্লেইং ফিল্ড'। তবে মার্কিন রাষ্ট্রদূতের এসব আবেদন অরণ্যে রোদনে পর্যবসিত হয়েছে। তার কথার আর পাত্তা নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ মানুষও দেয় না। শোনা যায় যে, প্রধানমন্ত্রীর সাথে তিনি একটি বারের জন্য হলেও দেখা করার নিমিত্তে বার বার প্রধানমন্ত্রীর অফিসে ধর্না দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত মজিনাকে কোন ইন্টারভিউ গ্র্যান্ট করেননি। অগত্যা মধুসূদন। দুধের সাধ ঘোলে মেটানোর জন্য তিনি প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। 
অন্য দিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে টেলিফোন করেছিলেন। ঐ টেলিফোন আলাপে তিনি বলেছেন যে, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট মোচনের জন্য বড় দুই নেত্রীর আলোচনায় বসা উচিৎ। বিরোধী দল অনেক দিন থেকেই আলোচনা বৈঠক অনুষ্ঠানের সপক্ষে মতামত দিয়ে যাচ্ছে। তারা এমন কথাও বলেছে যে, আলোচনার টেবিলে সব ধরনের কথা হতে পারে। কিন্তু সরকারি দল, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রীদের মাধ্যমে প্রথম দিকে আলোচনার কথা বললেও এখন সে অবস্থান থেকে সম্পূর্ণ সরে দাঁড়িয়েছেন। এ অবস্থার পটভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে পত্র দিয়েছেন। ঐ পত্রেও তিনি আলোচনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার পক্ষ বান কি মুনের টেলিফোন, গণচীনের রাষ্ট্রদূত লী জোনের উক্তি, মার্কিন রাষ্ট্রদূত মজিনার উক্তি এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর পত্রকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেন। পক্ষান্তরে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া জন কেরীর চিঠির জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে, বিএনপি এবং ১৮ দলীয় জোট সব সময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সরকার পক্ষ থেকে আলোচনার জন্য কোন রকম আগ্রহ প্রকাশ করা হচ্ছে না। এমন একটি অবস্থায় গত শুক্রবার সংবাদপত্রে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। ঐ খবর মোতাবেক বাংলাদেশের সঙ্কট সমাধানে বিএনপি এবং আওয়ামী লীগের তরফ থেকে ২ জন করে প্রতিনিধি নির্বাচন করে তাদের ওয়াশিংটনে আগমনের আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সর্বশেষ উদ্যোগের ফলাফল কি হবে, সেটি এই কলাম লেখা পর্যন্ত জানা যায়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন যে, দেশের সমস্যা নিয়ে বিদেশের মাটিতে আলোচনার চেয়ে দেশের মধ্যে আলোচনা করা অনেক ভালো।
॥তিন॥
বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যে কি লেখা আছে তা একমাত্র আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না। সারা দেশ জল্পনা-কল্পনায় ভরে গেছে। যেখানেই যাবেন সেখানে একটি আলোচনা: নির্বাচন কি শেষ পর্যন্ত হবে? বেগম জিয়া কি শেখ হাসিনার আন্ডারে ইলেকশন করবেন? শেখ হাসিনা কি শেষ পর্যন্ত নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন? যদি তিনি দাবি না মানেন তাহলে কি রাজপথ গরম হবে? রাজপথ গরম করার শক্তি কি বিএনপির আদতেই আছে? বিএনপি যদি কার্যকরভাবে এক তরফা নির্বাচন প্রতিহত করতে না পারে তাহলে আগামীতে কি গণতন্ত্র থাকবে? নাকি দেশ এক দলীয়, এক নায়কত্বের দিকে ধাবিত হবে? যার কাছেই এসব প্রশ্ন করুন না কেন সেই প্রশ্নের জবাব সঠিকভাবে কেউই দিতে পারছেন না। কারণ এসব প্রশ্নের জবাব এই মুহূর্তে কারও কাছেই নেই। আমার তো ব্যক্তিগত ধারণা এই যে, দেশের চলমান রাজনীতির ওপর নিয়ন্ত্রণ নেতাদের নিজেদেরও নেই। তাই তারা ঘটনাকে নিয়ন্ত্রণ করবেন না। বরং ঘটনাবলীই  তাদেরকে নিয়ন্ত্রণ করবে।
গত বৃহস্পতিবার রাত ১১টায় চ্যানেল-২৪ এ একটি টক শো অনুষ্ঠিত হয়। একমাত্র আলোচক ছিলেন মরহুম মাণিক মিয়ার ছেলে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। তিনি বলেন যে নির্বাচন অনুষ্ঠানের কোন সম্ভবনা তিনি দেখতে পাচ্ছেন না। তিনি দেখতে পাচ্ছেন আগামীতে ভয়াবহ রক্তপাত। তিনি বলেন, সরকার বিশেষ করে সরকার প্রধান, বার বার শাসনতন্ত্রের কথা বলছেন। তিনি বলেন, বার বার শাসনতন্ত্রের দোহাই দেয়া হচ্ছে। কিন্তু জনগণ কোন শাসনতন্ত্র মানবে? জনগণ দেশের শাসনতন্ত্র মানবে। জনগণ দেশের শাসনতন্ত্র এবং জনপ্রতিনিধিদের শাসনতন্ত্র মানবে। কিন্তু পঞ্চদশ সংশোধনীসহ যে শাসনতন্ত্র আমাদের সামনে রয়েছে সেটি তো আওয়ামী লীগেরও শাসনতন্ত্র নয়। সেটি হলো এক ব্যক্তির শাসনতন্ত্র। সেই এক ব্যক্তির যখন যেমন মরজি হয়েছে তখন তেমন মরজি মোতাবেক শাসনতন্ত্রের কাঁটা ছেঁড়া করা হয়েছে। অথচ সেই ব্যক্তি ইলেকশনের সময় জনগণের কাছে বলেননি যে নির্বাচনে জয় লাভ করলে তিনি শাসনতন্ত্র এভাবে বদলাবেন। এই শাসনতন্ত্রের পেছনে জনগণের ম্যান্ডেট বা অনুমোদন নেই। কাজেই সেই শাসনতন্ত্র মানতে জনগণ বাধ্য নয়।
ব্যারিস্টার মঈনুল হোসেন ঐ টক শোতে আরও বলেন, শেখ হাসিনা সংবিধান সংশোধন করার জন্য বেগম সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান এবং বাবু সুরঞ্জিত সেন গুপ্তকে কো-চেয়ারম্যান করে একটি সংসদীয় কমিটি গঠন করেন। ঐ কমিটিও তত্ত্বাবধায়ক রাখার পক্ষে মত দেয়। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কমিটির সামনে হাজির হয়ে তত্ত্বাবধায়কের পক্ষে মত দেন। এমিকাস কিউরির ৯ জনের মধ্যে ৭ জনই তত্ত্বাবধায়কের পক্ষে মত দেন। অথচ এত কিছুর পর হঠাৎ করে রাতারাতি উল্টে গেলেন শেখ হাসিনা। তিনি হুকুম দিলেন, তত্ত্বাবধায়ক বাতিল করে সংশোধনী আনতে। এরপর কি ঘটেছে সেটি আপনারা সকলেই জানেন। 
ওপরের এই সামগ্রিক আলোচনা, এই বার্তাই দেয় যে- সরকার তার অবস্থানে অনড়। বিরোধী দল শেষ মুহূর্ত পর্যন্ত কত দূর অনড় থাকতে পারবে সেটিই এখন দেখার বিষয়।
email: journalist15@gmail.com
- See more at: http://www.dailyinqilab.com/2013/09/24/134944.php#sthash.ve53MogW.dpuf


Related:
বিএনপিকে হতাশার বার্তা কূটনীতিকদের
বিএনপিকে হতাশার বার্তা কূটনীতিকদের

এনাম আবেদীন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৩










__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] VIDEO TELLS THE TRUTH !!!!!



  • খুন প্রমানসহ হেফাজতে ইসলামের মিথ্যাচার!Xclusive Video.Part1.
    দেখুন প্রমানসহ হেফাজতে ইসলামের মিথ্যাচার!Xclusive Video.Part1.
    শাপলা চত্ত্বরে লাশ নিয়ে হেফাজতের লাশ নিয়ে মিথ্যাচারের দলিল সহ প্রমান দেখুন।আর একবার ভাবুন হুজুররা যদি এমন মিথ্যাচার করে তবে কার কাছে জাবেন আপনী?হেফাজতে ইসলামের নেতারা যেখানে দাবী করছেন তারা ১০-১২ জন নিহতে কথা শুনেছেন। "অধিকার" নামের তথাকথিত মানবাধিকার সংস্থার লিস্টের মৃত ব্যক্তিকে যেখানে জীবিত পাওয়া গিয়েছে। ঐ মৃত ঘোষিত ব্যক্তি "লোকমান হোসাইন" নিজে এখন দাবী করছেন যে তিনি নিষেধ করবার পরও অধিকার তার নাম তালিকাভুক্ত করেছে। হেফাজত এবং অধিকার তাকে তখন আশ্বস্ত করেছে "অসুবিধা হবে না"। হেফাজতের পলাতক নেতা আব্দুস সাত্তার কাশেমি মিডিয়াতে লোকমান হোসাইন মারা যাবার ভুয়া তথ্য দিয়েছিলো। সেই সাথে অনুসন্ধানে উঠে আসে অপারেশন শাপলা চত্ত্বরে নিহতদের বেশির ভাগের ময়নাতদন্তে জানা গিয়েছে, "গুলিতে নয় বোমার আঘাতে ঐসকল লোকের মৃত্যু ঘটেছে।" কিন্তু পুলিশ তো কোন বোমা ছুড়েনি। তাহলে এই বোমা কারা ছুড়েছিলো? কারা লাশ নিয়ে রাজনীতি করতে চেয়েছিলো?
    Length: 12:04



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] FW: Secular India: The power and reach of the Muslim vote




 

Date: Tue, 24 Sep 2013 14:41:53 +0600
Subject: Secular India: The power and reach of the Muslim vote
From: bdmailer@gmail.com
To:

The M Calculus: The power and reach of the Muslim vote

Yashwant Deshmukh



There are 180 million Muslims in India. Though the Election Commission does not give electoral roll estimates on religion, one can fairly estimate that in 218 Lok Sabha constituencies across India, Muslims have more than 10 per cent vote share. With parties actively wooing the Muslim vote, what impact will it have on General Elections 2014?

  • Muslims, by and large, have voted for non-BJP parties, or anti-BJP parties in states where BJP has been an important player for long. In states like UP, where there has been more than one 'secular' option, Muslims have adopted 'tactical voting', where they vote for the best possible candidate who can defeat BJP. The sentiment against Gujarat Chief Minister Narendra Modi among Muslims is even stronger than the mood against BJP. So much so that even L.K. Advani is being portrayed as a secularist, though it was he who pushed BJP down the Ayodhya route.

  • These are some seats where non-BJP parties would like to display their 'secular' credentials to get the critical Muslim vote. These are seats in which the margin of victory is less than 10 per cent. Oddly, these seats are packed in states where BJP is a nonentity. For example in Kerala, West Bengal, Andhra Pradesh, Tamil Nadu, Odisha and Assam, it is the regional parties that are in direct competition with the Congress. But in order to defeat the Congress, they do need the critical mass of Muslim votes. That's why a majority of regional parties from these states would prefer to oppose Modi and BJP. It puts them on par with Congress.

  • However, this does not work in similar fashion in states like Maharashtra, UP, Bihar or Gujarat, where BJP is a stakeholder and is looking to gain further. These states have a large number of seats with a sizeable Muslim presence. These are the states where a clear pro-Muslim stand taken by Congress, SP, BSP, RJD or even JD(U) polarises Muslims in their favour. There is also a counter-polarisation among Hindu voters for BJP.

  • The minorities regard BJP as an anti-Muslim party. There is a decisive Muslim vote of more than 20 per cent in 70-odd seats where there will be a counter-polarisation of Hindu votes. This will help BJP in any election divided on communal lines.

  • In 150-odd seats across India, Muslims form more than 10 per cent of the vote share. It is enough to become a deciding factor in who they will vote for but not enough to trigger a counter-polarisation towards BJP among Hindu voters.

  • The general perception is that wherever any party forms a relationship with BJP, it loses the Muslim vote. This is true to a large but not complete extent. Nitish Kumar and Mayawati have shown clearly that they can get Muslim votes even after hobnobbing with BJP. Narendra Modi's entry into the picture muddies things though.

  • Muslim organisations are preparing an extensive advisory to guide Muslim voters across all 543 constituencies. It is doubtful how this will work out in a post-poll scenario as barring the Left Front, almost all major regional parties have associated with BJP at one point of time or another.

  • The Muslim community's vote can decide MPs in approximately 220 Lok Sabha seats. These seats should not be confused with those where Muslim candidates win. There are only 30 Muslim MPs, roughly 6 per cent of the total number of MPs. This clearly is much less than their 14 per cent share of India's 1.2 billion population.

  • It will eventually boil down to the critical state of Uttar Pradesh. The Muslim vote has dictated the last two elections in the state. In the 2007 Assembly polls, Muslims chose BSP and in 2012 they rallied behind SP, thus helping the state get single party rule. But in the 2009 Lok Sabha elections, they voted tactically to help the best possible candidates from SP, BSP and Congress win against BJP. On the face of it, the 2009 results from UP look like a fractured mandate; but if one looks closely, the only loser in the state was BJP whose share went down to a historic low of 10 seats, polling about 18 per cent votes, while the Congress went up from 9 to 21 seats polling almost the same number of votes. In other words, Uttar Pradesh had given 70 out of 80 Lok Sabha seats to non-BJP parties; and Muslim voters were instrumental in this verdict.



  • Out of the 80 Lok Sabha constituencies in Uttar Pradesh, Muslims are over 20 per cent in two dozen-odd seats in the western region including Bareilly, Badaun, Pilibhit, Rampur, Sambhal, Amroha, Meerut, Muzaffarnagar, Saharanpur, Bijnor, Amroha and Moradabad. Little surprise then that the recent communal riots have polarised sentiment in these very areas. In eastern UP, they are decisive in another 12 seats including Azamgarh, Bahraich, Gonda, Sravasti, Varanasi, Domariyaganj, Gonda and Balrampur. If Modi decides to contest from one of these seats, especially Varanasi, the effect of polarisation will be felt not just in western UP but also in western Bihar/ Bhojpur region.




  • __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] তুঘলকি কাণ্ড!



    তুঘলকি কাণ্ড!

    তুঘলকি কাণ্ড শুধু মুহম্মদ বিন তুঘলক একা করেননি, গত ৬৬২ বছরে বহু সরকার বহুবার করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে আমাদের যে ১৩২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে গেল, এটি একটি তুঘলকি ব্যাপার। অনুমান করি, বাংলাদেশ ডেলিগেশন যদি হয় ১৩২ সদস্যের, তাহলে ভারতের ডেলিগেশন হবে অন্তত সাড়ে বারো শ এবং চীনের প্রতিনিধিদল হবে দেড় হাজার সদস্যবিশিষ্ট। কারণ, ভারত ও চীন বাংলাদেশের চেয়ে অন্তত ৮-১০ গুণ বড় এবং তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে খারাপ নয়।

    প্রতিনিধিদলের সদস্যদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করলে দেখা যাবে, তাঁদের অধিকাংশেরই ছেলেমেয়ে আমেরিকায় থাকেন। রাষ্ট্রীয় অর্থে তাঁদের সঙ্গে মিলিত হওয়ার মওকা পাওয়া মন্দ কি! তাঁদের নিয়ে কয়েকটা দিন ফুর্তিতে ঘোরাফেরা, কেনাকাটা চলবে।

    সরকারপ্রধানের সঙ্গে সফরে গেলে সবচেয়ে বড় স্যুটকেসগুলোই নিতে হয়। আসার সময় ওসব স্যুটকেস থাকে মালপত্রে ঠাসা। কারও কারও স্যুটকেসের খোলের ভেতরে আস্ত ডিপার্টমেন্ট স্টোর। কাস্টমস কর্মকর্তারা তা ছুঁয়ে দেখা তো দূরের কথা, কোনো প্রশ্নই করার দুঃসাহস পান না। তা করলে এক হপ্তার মধ্যে বিমানবন্দর থেকে বদলি। যে প্রতিনিধিদল গেছে, তা একটি বিয়ের বরযাত্রীর সমান। করুণা হচ্ছে মিস্টার বান কি মুনের জন্য। তিনি যে মেজবানি বা ভোজ দেন, তাতে যদি বাংলাদেশের সবাই যোগ দেন এবং খাওয়া কম পড়ে, তার দায় তাঁর নয়—জাতীয়তায় যাঁরা বাঙালি, তাঁদের।





    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___

    [mukto-mona] [Mukto-Mona Writers' Corner] TITLE

    Mukto-Mona Writers' Corner has posted a new item, 'A FEW QUESTIONS TO
    JAMAAT-SHIBIR '


    I have been compelled to write this post in response to the comment of Dr Jiten
    Roy on the last post in Mukto Mona Blog entitled “No Justice for the Free of
    Thought [Freethought Under Attack in Bangladesh]”
    -------------------------------------------------------------------------
    Jamaat-Shibir has been fighting to impose Sharia in Bangladesh as a first step
    to recreate old ‘golden period’ [...]


    You may view the latest post at
    http://mukto-mona.com/wordpress/?p=2428


    You received this e-mail because you asked to be notified when new updates are
    posted.
    Best regards,
    Mukto-Mona Writers' Corner
    charbak_bd@yahoo.com




    ------------------------------------

    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
    -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo! Groups Links

    <*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/mukto-mona/

    <*> Your email settings:
    Individual Email | Traditional

    <*> To change settings online go to:
    http://groups.yahoo.com/group/mukto-mona/join
    (Yahoo! ID required)

    <*> To change settings via email:
    mukto-mona-digest@yahoogroups.com
    mukto-mona-fullfeatured@yahoogroups.com

    <*> To unsubscribe from this group, send an email to:
    mukto-mona-unsubscribe@yahoogroups.com

    <*> Your use of Yahoo! Groups is subject to:
    http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

    Re: [mukto-mona] No Justice for the Free of Thought (Published in Free Inquiry Magazine)



    I do agree with most of the article. But no one should be defending people like Taslima who were more of an agitator than a creative writer (careless about facts/truth). She should be liable for her works (Like Mahmudur Rahman of Amar Desh).

    However no one should be physically attacked by other civilians. This culture of picking up laws should be be tolerated and anyone who attacked should be punished.

    Shalom!


    -----Original Message-----
    From: Avijit Roy <charbak_bd@yahoo.com>
    To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
    Sent: Mon, Sep 23, 2013 10:23 am
    Subject: [mukto-mona] No Justice for the Free of Thought (Published in Free Inquiry Magazine)

     
    Free Inquiry is a notable bi-monthly magazine published from the USA by the Council for Secular Humanism, which is part of the Center for Inquiry. Late Philosopher Paul Kurtz was the editor-in-chief and now Thomas W. Flynn is the editor. Feature articles cover a wide range of topics from a freethinking perspective.   Christopher Hitchens (late Journalist and noted author), Richard Dawkins (Former professor of Biology and noted author), Sam Harris (Neuroscientist and noted author), Arthur Caplan (Professor of Bioethics and Science) , PZ Myers (Biology professor and author) and many   other world's greatest illuminated minds are regularly contributing there.  Free Inquiry magazine is being published from Amherst, NY and can be found any book stores in the US including Barnes and Nobel.


    cover_free_inquiry
    Published in  Free Inquiry Magazine (October/November 2013 Volume 33, Number 6)
     
    In this month Free Inquiry  [October/November 2013; Volume 33, Number 6] published an article (coauthored by me) on the freethinking bloggers of Bangladesh and their ongoing struggle titled – 'Freethought Under Attack in Bangladesh' . 

    The online version of the article can be found at Mukto-Mona:
    Regards,
    Avijit Roy
    ============

    No Justice for the Free of Thought

    [Freethought Under Attack in Bangladesh]
     
    On April 1st, 2013, the Bangladeshi government certainly played the fool's role in a scheme that we can only wish was an April Fool's Day prank. On that day, several bloggers in Bangladesh were put behind bars on the sole basis that they were openly atheist. When we say 'openly atheist', we do not mean…. (full text is available here).




    __._,_.___


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




    Your email settings: Individual Email|Traditional
    Change settings via the Web (Yahoo! ID required)
    Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
    Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

    __,_._,___