Banner Advertiser

Tuesday, June 21, 2016

[mukto-mona] RE: ভারতের নিকট বাংলাদেশের অনেক শেখার আছে।



'এই উন্নয়ন মুলক কাজেও বিএনপি, জামাত নাখোশ'
আমার মনে হয় এখনই তাঁদের বলতে হবে 'খামোশ".

Shahadat


From: shahdeelder@gmail.com
Date: Tue, 21 Jun 2016 10:53:14 -0700
Subject: ভারতের নিকট বাংলাদেশের অনেক শেখার আছে।
To: tamannak2013@gmail.com

ভারতের নিকট বাংলাদেশের অনেক শেখার আছে। বিশেষতঃ ভারতীয় পুলিশ বাহিনীর নিকট বাংলাদেশ পুলিশ বাহিনীর শেখার অন্ত নাই। একারনেই বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের নিমিত্তে বাংলাদেশ পুলিশ বাহিনিতে আত্ম-গোপনে তাঁরা নিরলস ভাবে শিক্ষা দিছেন এবং জনগনদের উচিৎ শিক্ষা দিছেন।এই উন্নয়ন মুলক কাজেও বিএনপি, জামাত নাখোশ












__._,_.___

Posted by: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] RE: {NA Bangladeshi Community} বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"



বিএনপির আদর্শ ভবিষ্যতমুখি-সুনির্দিষ্ট, পেছনে-বামে-ডানে নয়

এম মাহাবুবুর রহমান 


প্রিয় পাঠক, (Farida & Cohorts) , আমার লেখার মূল বিষয় হলো বিএনপির রাজনৈতিক আদর্শ। এককথায়, বিএনপির রাজনৈতিক আদর্শ হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। এর মূল ভিত্তি হলো ১৯৭৭ সালের ২২ মে জিয়াউর রহমান ঘোষিত উন্নয়ন ও উৎপাদনের ১৯ দফা। অবাক করার বিষয় হলো, এই ১৯ দফা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও ভালভাবে জানেন না। অনুসরন করা তো দূরে থাক, সাধারণ কর্মীদের কাছেও ১৯ দফা নিয়ে আগ্রহ নেই। দলীয়ভাবে ১৯ দফায় আগ্রহ সৃষ্টির কোনো উদ্যোগও নেই। বরং ১৯ দফা 'সেকালীয়' বলে বিএনপির কিছু কর্মী-সমর্থক মন্তব্য করছেন। 

প্রায় ৪০ বছর আগে প্রণীত হলেও এই ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব। তবে যুগোপযোগী সংযোজন তো অবশ্যই আসতে হবে। পাঠকদের জন্য ১৯ দফার সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো। 
১. সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
২. শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্ব শক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা স্থাপন করা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা।
৩. সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা।
৪. প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃংখলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা।
৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।
৮. কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা।
৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা।
১০. সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা।
১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবক সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা।
১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
১৩. শ্রমিকদের অবস্থার উন্নয়ন সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৪. সরকারী চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করা।
১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা।
১৬. সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা।
১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার শক্তিশালী করা।
১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা।
১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। 
প্রিয় পাঠক, এই ১৯ দফাই হলো বিএনপির রাজনৈতিক আদর্শের ভিত্তি। এছাড়া বিএনপির ঘোষণাপত্র। এই দুইটি যোগ করলেই বিএনপির রাজনৈতিক আদর্শের মৌলিক পরিচয় আপনি পাবেন।
ঘোষণপত্রে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ ও রক্ষার বিষয়ে বলা হয়েছে - স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অতন্ত্র প্রহরী হচ্ছে: এক. মৌলিক বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে অনুপ্রাণিত ও সংহত ইস্পাত-কঠিন গণঐক্য,
দুই. জনগণভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি এবং ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের ফলে লব্ধ জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি।
প্রশ্ন আসতে পারে, এই কথাগুলো কেন বলছি। বলছি এজন্য যে, গত ক'বছর ধরে বিএনপির রাজনৈতিক আদর্শের বর্ণনায় বলার চেষ্টা হচ্ছে, বিএনপি বামের ডানে, ডানের বামে। অর্থাৎ মধ্যপন্থী। রূপকার্থে এটি সঠিক। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির আদর্শ সুনির্দিষ্ট। ১৯ দফাই বিএনপির আদর্শের ভিত্তি। আর ঘোষণাপত্র হলো দলটির মূলনীতি। বিএনপির লক্ষ্য হলো- বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য নিশ্চিত করে একটি স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণ; যেখানে সকল গোষ্ঠী, ধর্ম, বর্ণের মানুষের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কোথাও অতীতমুখিতার স্থান নেই। কেবল বর্তমান ও ভবিষ্যত গঠনের জন্য অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করা যেতে পারে। 
আমি স্পষ্ট করতে চাই, বিএনপি অতীতমুখি দল নয়। বিএনপি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মীয় দল নয়। বিএনপি বাংলাদেশের গণমানুষের দল। ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের দল এটি। আর এজন্যই বিএনপির ওপর নির্ভর করার সুযোগ আছে সব মানুষের। তবে দুঃখের বিষয় হলো- বিএনপিতে বাম ও ডানের লোকরা এসে দলটির মূল আদর্শের চর্চা বন্ধ করে দিয়েছে। বামরা বামে ও ডানরা ডানে টানছে দলটিকে। যে কারণে মূল আদর্শ ও নীতি ভুলে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। যারা বিএনপি দিয়েই রাজনীতি শুরু করেছেন, তারা একই প্রতিযোগিতায় গা ভাসিয়ে আছেন। নীতিনির্ধারকরাও মৌলিক আদর্শের চর্চায় কোনো উদ্যোগ নিচ্ছেন না। বরং চাটুকার বাম-ডানের ঘোরে আটকে গেছেন তারা। 
ষষ্ঠ কাউন্সিলে বিএনপি নিজের আদের্শ শানিত হোক, এই প্রত্যাশা রাখি। মূলনীতিতে আরো সংযোজন আনার উদ্যোগ নেয়াও এখন সময়ের দাবি। এই কাউন্সিলে বিএনপি ও অঙ্গদলের পৃথক শ্লোগান নির্ধারণে মনে হচ্ছে- দলের অভ্যন্তরে কিছুটা গতি আছে। চাইলে অনেক কিছু করা সম্ভব। ২০০৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে শ্লোগান ছিল, ' 'নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত'। এই শ্লোগানের ধারায় বিএনপি ২০ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। এবারের মূল শ্লোগান 'দুর্নীতি দুঃসময় হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ'। 'থামাও ষড়যন্ত্র, ফেরাও গণতন্ত্র' শ্লোগানটিরও মিনিং ভাল। 
১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য আলাদা শ্লোগানও অর্থবহ। যুবদল- 'তারুণ্যে যারা অকুতোভয়, তারাই আনবে সূর্যোদয়', কৃষক দল- 'ফলাবো ফসল গড়বো দেশ, গণতন্ত্রে বাংলাদেশ', মুক্তিযোদ্ধা দল- 'মুক্তিযুদ্ধের মূলমন্ত্র, মুক্ত করো গণতন্ত্র', শ্রমিকদল- 'শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আঁধার ঘুচিয়ে দেব', মহিলা দল- 'চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি', ছাত্রদল- 'বাঁচতে চাই পড়তে চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই', স্বেচ্ছাসেবক দল- 'আলোর দিন দূরে নয়, করতে হবে আঁধার জয়', জাসাস- 'গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান', তাঁতিদল- 'শক্ত হতে বাঁধো তাঁত, কাটাতে হবে আঁধার রাত', মৎস্যজীবী দল- 'জালের টানে ঘুচবে আঁধার, বাংলাদেশ সবার' এবং ওলামা দল- 'জিয়ার আদর্শে দেশ গড়বো, ধর্মীয় স্বাধীনতা বজায় রাখবো'।
ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে যারা এসব ক্রিয়াটিভ কাজে জড়িত আছেন, তাদের প্রতি সম্মান রইল। পঞ্চম কাউন্সিলে সরাসরি কন্ট্রিবিউটের সুযোগ হয়েছিল আমার। এবার খুবই সামান্য চেষ্টা করেছি। যাইহোক, কাউন্সিল যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। এটা যেন হয় একটি নতুন কমিটমেন্ট। কাউন্সিল শেষে উল্লেখিত শ্লোগানের মর্মার্থ বিএনপি এবং স্বস্ব অঙ্গদলের নেতাকর্মীরা ধারণ করতে সমর্থ হোক, এই কামনা রইল। বিএনপির পুনঃনির্বাচিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব সহ যারা মনোনীত হবেন, সবাইকে অগ্রীম অভিনন্দন রইল। 
রক্ত¯œাত বাংলাদেশে নিত্য গুম-খুনের শঙ্কার মধ্যে যারা গণতন্ত্র ফেরাতে লড়ছেন, তাদের প্রতি অগ্রীম কৃতজ্ঞতা। ফিরে আসুক গণতন্ত্র। বর্তমান বিএনপির নেতাকর্মীরা 'বাংলাদেশী জাতীয়তাবাদ' ধারণ করতে সক্ষম হোক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। 




From: farida_majid@hotmail.com
Subject: {NA Bangladeshi Community} বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"
Date: Tue, 21 Jun 2016 18:33:12 +0000




বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"

বিএনপির জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, বিলাসবহুল ম্যাটার্নিটি ক্লিনিকে, ব্যয়বহুল সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে।
বিএনপি মোটা ভাত খেয়ে, মোটা কাপড় পরে বড় হয়নি; পাকিস্তানি চিকন চাল খেয়ে আর গোলাপি শিফনের আচ্ছাদনে থেকে বড় হয়েছে।

বিএনপির জন্মদাতা দল জন্ম দেয়ার প্রসববেদনা সহ্য করেননি, ক্ষমতায় আসার জন্যে দলকে লড়াই করতে হয়নি, বরং ক্ষমতায় যাবার 'পর' দলটির জন্ম।
দলটির নেতাদের অনেকে উঠে এসেছেন সরাসরি সেনা ক্যাম্প থেকে, কেউ এসেছেন অন্য দলে থেকে সুবিধে করতে না পেরে।

চর্বিবহুল-মেদবহুল দলটির কোনো সুনির্দিষ্ট আদর্শ কিংবা সুনির্ধারিত এজেন্ডা নেই; এর একটাই আদর্শ, একটাই এজেন্ডা -- আওয়ামি লিগের বিরোধিতা!
জন্মের পর ৬৩ বছরের মধ্যে লিগ ক্ষমতার স্বাদ পেয়েছে মাত্র ৩.৫+৫+৪= সাড়ে বারো বছর, আর বাকি সাড়ে পঞ্চাশ বছর লিগকে কাটাতে হয়েছে সংগ্রাম করে! লিগকে দিয়ে আন্দোলন-সংগ্রাম সম্ভব, লিগের রন্ধ্রে রন্ধ্রে সংগ্রামের লোহিত কণিকা।

বিএনপিকে দিয়ে আর যাই হোক, সফল আন্দোলন সম্ভব না, কেবল কাকরাইলে রাস্তা আটকে ঘণ্টা কয়েক 'কল রেডি' মাইকে বক্তৃতাবাহাস, রাজাকারতোষণ, ভারতবিরোধিতা আর শত শতবার 'এনশা আল্লাহ্' বলা সম্ভব। ভারতবিরোধিতার যে জুজু সৃষ্টি করে রেখেছিল বিএনপি, খালেদা জিয়ার সর্বশেষ ভারতসফরের মধ্য দিয়ে তাও শেষ হয়ে গেছে!


বিএনপির 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' জিকির কখনোই হালে পানি পায়নি, কেননা দেশ বেঁচেই আছে, দেশকে কেউ মারতে আসেনি। বিএনপির এখন স্লোগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!" -আখতারুজ্জামান আজাদ



--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.


__._,_.___

Posted by: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] সংখ্যালঘু ও সাম্প্রদায়িকতা বিতর্ক প্রসঙ্গে





বদরুদ্দীন উমর    | 

http://www.jugantor.com/sub-editorial/2016/06/21/40399/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A7%81-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87

www.jugantor.com
৫ জুন যুগান্তরে আমার প্রবন্ধ 'বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু কারা?' প্রকাশিত হওয়ার পর তার বক্তব্য নিয়ে 'ফেসবুকে' বহু মন্তব্য ও প্রবন্ধ পর্যন্ত প্রকাশিত হয়েছে। আমি নিজে 'ফেসবুক' ব্যবহার করি না। কয়েকজন বন্ধু কতকগুলো লেখার প্রিন্ট কপি আমাকে দেয়ায় আমি তার মধ্যে বাছাই করে কয়েকটি পড়েছি। এত অধিক সংখ্যায় এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত

সংখ্যালঘু প্রশ্ন নতুন নয়, যদিও ব্রিটিশ-পূর্ব ভারতে এ প্রশ্ন ছিল না। ভারতে শব্দটির প্রচলন করেছিল ইংরেজরা। তারা ভারতীয়দের শিখিয়েছিল সংখ্যালঘুর অর্থ হল, ধর্মীয় বিশ্বাসের দিক থেকে কোনো দেশে যাদের সংখ্যা কম। সংখ্যাগুরু তারা যাদের সংখ্যা বেশি। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিশ শতকে ভারত ত্যাগের আগ পর্যন্ত তাদের এ তালিম শিরোধার্য করেই ভারতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে সব সময়েই এ বিভাজনের ভিত্তি হিসেবে দাঁড় করানো হয়েছে ধর্মকে। রাজনীতিতে ধর্মের ব্যবহারও হয়েছে এভাবে। রাজনীতির সাম্প্রদায়িকীকরণও ঘটেছে এরই সূত্র ধরে। ইংরেজের দেয়া শিক্ষা যে ১৯৪৭ সালের এতদিন পরও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষিত লোকদের- বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ইত্যাদির- মস্তিষ্ক শাসন করছে তার প্রমাণ এখনও পর্যন্ত সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলতে তারা বোঝেন, বা প্রধানত বোঝেন, ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু। যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বা ধর্মবিযুক্ত (Secular) বলেন, তারাও চিন্তার এই বৃত্তের মধ্যেই ঘুরপাক খান! ইংরেজের ধর্ম শিক্ষার হাত থেকে তাদেরও নিস্তার নেই!!  >>>>



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Friendship



Thanks Doc! I am little combative but it is all for some good fun and seriousness. 
-SD

On Tue, Jun 21, 2016 at 12:36 PM, mahbubkhan@ieee.org <mahbubkhan35@hotmail.com> wrote:
Dear Shah Deeldar Bhai,

Thank you for your e-mail and thank you also for letting me know that you felt that the Moderation is not neutral. There is a huge number of postings in this PFC-Friends forum everyday which will flood the forum and people will leave. That is why this forum has been kept in Moderation and release only a few of those postings to save the forum. Moderation is not easy, particularly in this forum. You usually do not do very many postings, but when you do it usually gets released. I have just added you again in this forum with no moderation this time. So, in the forum you are now in "allowed to post" category. So, please stay with the group and please post whenever you like and it will instantly get posted in the forum automatically.

Let us remain friends, please.

Mahbub Khan
California, USA
mahbubkhan@ieee.org


From: shahdeeldar@gmail.com
Date: Tue, 21 Jun 2016 11:25:39 -0400
Subject: PFC friends or devils? One-sided moderation is truly great and healthy?
To: mukto-mona@yahoogroups.com; bangladesh-progressives@googlegroups.com; mahbubkhan@ieee.org; poplu@hotmail.com; subain1@yahoo.com; surjosen71@gmail.com; guhasb@gmail.com

Dear Dr. Khan,
Since you have invited me so many times to join your group, I thought, maybe I should give another try with your forum. I do see you have some tilt towards certain group and I know, my opinion would be strictly moderated by you while others will have free reign. You prove my point so flagrantly. That is totally unacceptable to me. 

To me, writing in your forum is nothing but doing a favor to your forum because most of your writers are ill-equipped in writing and overly rely on cut and paste texts rather than composing their own views. So why bother inviting me when I would be too hot to handle? Your forum is not free and fair to all. It is basically an Islamic/jihadi forum with no tolerance to other views and opinions. Good luck with your forum!
-SD

I



__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"




বিএনপির এখন স্লোগগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!"


বিএনপির জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, বিলাসবহুল ম্যাটার্নিটি ক্লিনিকে, ব্যয়বহুল সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে।
বিএনপি মোটা ভাত খেয়ে, মোটা কাপড় পরে বড় হয়নি; পাকিস্তানি চিকন চাল খেয়ে আর গোলাপি শিফনের আচ্ছাদনে থেকে বড় হয়েছে।


বিএনপির জন্মদাতা দল জন্ম দেয়ার প্রসববেদনা সহ্য করেননি, ক্ষমতায় আসার জন্যে দলকে লড়াই করতে হয়নি, বরং ক্ষমতায় যাবার 'পর' দলটির জন্ম।
দলটির নেতাদের অনেকে উঠে এসেছেন সরাসরি সেনা ক্যাম্প থেকে, কেউ এসেছেন অন্য দলে থেকে সুবিধে করতে না পেরে।

চর্বিবহুল-মেদবহুল দলটির কোনো সুনির্দিষ্ট আদর্শ কিংবা সুনির্ধারিত এজেন্ডা নেই; এর একটাই আদর্শ, একটাই এজেন্ডা -- আওয়ামি লিগের বিরোধিতা!
জন্মের পর ৬৩ বছরের মধ্যে লিগ ক্ষমতার স্বাদ পেয়েছে মাত্র ৩.৫+৫+৪= সাড়ে বারো বছর, আর বাকি সাড়ে পঞ্চাশ বছর লিগকে কাটাতে হয়েছে সংগ্রাম করে! লিগকে দিয়ে আন্দোলন-সংগ্রাম সম্ভব, লিগের রন্ধ্রে রন্ধ্রে সংগ্রামের লোহিত কণিকা।

বিএনপিকে দিয়ে আর যাই হোক, সফল আন্দোলন সম্ভব না, কেবল কাকরাইলে রাস্তা আটকে ঘণ্টা কয়েক 'কল রেডি' মাইকে বক্তৃতাবাহাস, রাজাকারতোষণ, ভারতবিরোধিতা আর শত শতবার 'এনশা আল্লাহ্' বলা সম্ভব। ভারতবিরোধিতার যে জুজু সৃষ্টি করে রেখেছিল বিএনপি, খালেদা জিয়ার সর্বশেষ ভারতসফরের মধ্য দিয়ে তাও শেষ হয়ে গেছে!


বিএনপির 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' জিকির কখনোই হালে পানি পায়নি, কেননা দেশ বেঁচেই আছে, দেশকে কেউ মারতে আসেনি। বিএনপির এখন স্লোগান হতে পারে -- "কেশ বাঁচাও, ম্যাডাম বাঁচাও!" -আখতারুজ্জামান আজাদ




__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Friendship



Dear Shah Deeldar Bhai,

Thank you for your e-mail and thank you also for letting me know that you felt that the Moderation is not neutral. There is a huge number of postings in this PFC-Friends forum everyday which will flood the forum and people will leave. That is why this forum has been kept in Moderation and release only a few of those postings to save the forum. Moderation is not easy, particularly in this forum. You usually do not do very many postings, but when you do it usually gets released. I have just added you again in this forum with no moderation this time. So, in the forum you are now in "allowed to post" category. So, please stay with the group and please post whenever you like and it will instantly get posted in the forum automatically.

Let us remain friends, please.

Mahbub Khan
California, USA
408-859-3566-cell
mahbubkhan@ieee.org


From: shahdeeldar@gmail.com
Date: Tue, 21 Jun 2016 11:25:39 -0400
Subject: PFC friends or devils? One-sided moderation is truly great and healthy?
To: mukto-mona@yahoogroups.com; bangladesh-progressives@googlegroups.com; mahbubkhan@ieee.org; poplu@hotmail.com; subain1@yahoo.com; surjosen71@gmail.com; guhasb@gmail.com

Dear Dr. Khan,
Since you have invited me so many times to join your group, I thought, maybe I should give another try with your forum. I do see you have some tilt towards certain group and I know, my opinion would be strictly moderated by you while others will have free reign. You prove my point so flagrantly. That is totally unacceptable to me. 

To me, writing in your forum is nothing but doing a favor to your forum because most of your writers are ill-equipped in writing and overly rely on cut and paste texts rather than composing their own views. So why bother inviting me when I would be too hot to handle? Your forum is not free and fair to all. It is basically an Islamic/jihadi forum with no tolerance to other views and opinions. Good luck with your forum!
-SD

I


__._,_.___

Posted by: "mahbubkhan@ieee.org" <mahbubkhan35@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] PFC friends or devils? One-sided moderation is truly great and healthy?



Dear Dr. Khan,
Since you have invited me so many times to join your group, I thought, maybe I should give another try with your forum. I do see you have some tilt towards certain group and I know, my opinion would be strictly moderated by you while others will have free reign. You prove my point so flagrantly. That is totally unacceptable to me. 

To me, writing in your forum is nothing but doing a favor to your forum because most of your writers are ill-equipped in writing and overly rely on cut and paste texts rather than composing their own views. So why bother inviting me when I would be too hot to handle? Your forum is not free and fair to all. It is basically an Islamic/jihadi forum with no tolerance to other views and opinions. Good luck with your forum!
-SD

I


__._,_.___

Posted by: Shah DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] অভিজিত হত্যা - একবছর আগেই খুনিদের প্রোফাইল তৈরি করেন গোয়েন্দারা : অধ্যাপক অজয় রায়




হত্যার পর খুনিরা বৈঠক করেছিল রেডিসনে, একবছর আগেই খুনিদের প্রোফাইল তৈরি করেন গোয়েন্দারা

জামাল উদ্দিন ০৭:৫০ , জুন ২১ , ২০১৬

অভিজিৎ রায় হত্যার পর হোটেল রেডিসনে ফূর্তি করেছিল খুনি ও পরিকল্পনাকারীরা। খুনিরা সেই আড্ডায় বলেছিলো, আজকে আমাদের সাফল্যের একটা বড় দিন। ইসলামের একজন বড় শত্রুকে হত্যা করা হয়েছে। গ্রাহক সেজে সেখানে তারা আড্ডা দিয়েছে, মদ খেয়েছে। সোমবার বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় এসব কথা বলেন।

অধ্যাপক অজয় রায়অধ্যাপক অজয় রায়
তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের খবর তাৎক্ষণিকভাবে তাদের জঙ্গি সংগঠনের তাত্ত্বিক নেতাদের জানানো হয়। খুনিদের যিনি নেতা তিনি একটি বিজ্ঞান বিষয়ক লিটল ম্যাগাজিনের সম্পাদক। নামটা বলতে পারেননি। তবে জামায়াত-শিবিরের সঙ্গে তারা জড়িত। ওই সম্পাদক আইটি বিষয়ে অভিজ্ঞ।

বাংলা ট্রিবিউনকে অজয় রায় আরও বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন খুনিকে প্রায় এক বছর আগেই চিহ্নিত করেছিলেন গোয়েন্দারা। বাবা-মাসহ তাদের বিস্তারিত পরিচয় পেয়েছিলেন তারা। যদিও তদন্তের স্বার্থে এগুলো বলেনি পুলিশ। এছাড়া, খুনিদের ছবি ও ডিএনএ প্রোফাইল কমপক্ষে একবছর আগে পুলিশ তৈরি করে রেখেছিল। পুলিশ তাদের ধরতে পারছে না বলেই এসব তথ্য প্রকাশ করেনি।
শনিবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ইসলাম শরীফ ওরফে সাকিব ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী অভিজিতের তিন খুনির একজন বলেও মনে করেন অজয় রায়। অভিজিৎকে সার্বক্ষণিক অনুসরণ করেছিলেন শরীফ। দু'জন অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়েছিল। এই তিনজনকেই পুলিশ অনেক আগে চিহ্নিত করেছিল।

অজয় রায় বলেন, মিন্টো রোডের গোয়েন্দা অফিসে আমি একবার গিয়েছিলাম। তাদের কাছে জানতে চেয়েছিলাম অভিজিতের হত্যাকারী কতোজন। তখন ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, স্যার, সুনির্দিষ্টভাবে আমরা নিশ্চিত হয়েছি খুনিরা তিনজন। দু'জন আসল হত্যাকারী। একজন যোগাযোগ রক্ষাকারী। দু'জন চাপাতি দিয়ে কুপিয়েছে। আরেকজন মোবাইলে অভিজিতের সার্বক্ষণিক তথ্য সরবরাহ করে নির্দেশনা দিয়েছে।
অজয় রায় বলেন, আমি যখন গোয়েন্দা বিভাগে গিয়ে বললাম আপনাদের কাছে ছবি আছে? তারা বলেন, হ্যাঁ তাদের ছবি আছে। দেখতে চাইলে বলেছেন, যতদিন পর্যন্ত তাদের ধরা যাবে না ততদিন ওই ছবি দেখানো যাবে না। কাজেই এ ব্যাপারে আমি নিশ্চিত, বন্দুকযুদ্ধে যে মরেছে সে তিন হত্যাকারীর একজন ।
অভিজিৎ হত্যায় এফবিআই'র তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক অজয় রায় বলেন, তাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে। আমেরিকায় ছেলের বউয়ের সঙ্গে কথা বলেছেন তারা। তিনি বলেন, এফবিআইতো তদন্তের বিষয়ে কিছু জানায় না। অভিজিৎ আমেরিকার নাগরিক হওয়ায় তারা এ তদন্তে যুক্ত হয়েছে। অভিজিৎ হত্যার বিষয়টি সুরাহা হবে বলে তিনি এখন আশাবাদী।

অধ্যাপক অজয় রায়অধ্যাপক অজয় রায়
জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে অজয় রায় বলেন, চোখের সামনে একের পর এক ব্লগার, মুক্ত চিন্তার ধারক,স্বাধীন মনের মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে। সরকার এতে আন্তর্জাতিকভাবে একটা বিব্রতকর অবস্থায় পড়েছে। যার ফলে এক লাখ আলেমকে দিয়ে একটি বিবৃতি বা ফতোয়া দিতে হয়েছে জঙ্গিবাদ ও গুপ্তহত্যা ইসলাম বিরুদ্ধ। সেইদিক থেকেই বুঝা যায় সরকারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।
এসব কারণে যারা সরকার পরিচালনা করেন বা উপদেশ দেন তারা বলেছেন যে, জঙ্গিদের মূলোৎপাটন করার সময় এসে গেছে। তারা অনেক বেশি বাড়াবাড়ি করেছে। সরকারের নীতি নির্ধারকরা নিশ্চয়ই বলেছেন, এতে যদি কিছু নির্দোষ মানুষও মারা যায় তারপরও জঙ্গিদের দমন করতে হবে। সরকার এটা মেনে নিয়েই এ অভিযানটা চালিয়েছে। যেকোনও অভিযানেই নির্দোষ মানুষ ভুক্তভোগী হয়,এ অভিযানেও হয়েছে।
অজয় রায় বলেন, আপনাদের মনে আছে ২০০২ সালে 'ক্লীন হার্ট' নামে একটা অপারেশন হয়েছিল। ওই অপারেশনেও অনেক নির্দোষ মানুষ মারা গিয়েছিল। আমরাও এর বিরুদ্ধে কথা বলেছি। কিছু নির্দোষ লোক মারা যাবে ও ক্ষতিগ্রস্ত হবে। তাদের বাড়ি-ঘর ধ্বংস হবে। আমি বিবেকবান মানুষ হিসেবে হয়তো এটা সমর্থন করতে পারি না।
বর্তমান জঙ্গিবিরোধী অভিযানটি সরকার অনোন্যপায় হয়ে চালিয়েছে জানিয়ে অজয় রায় বলেন, বাংলাদেশে এখন জঙ্গিদের অভয়ারণ্যের সৃষ্টি হয়েছে। এ থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ মুক্ত চিন্তা ও স্বাধীন মতামতের জন্য বিখ্যাত ছিল। এই আদর্শ বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।এছাড়া ইউএস ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে সরকারের ওপর।
সরকারকে বড় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে অনেক দেশ ইসলামি ব্যাংকগুলোতে টাকা পাচার করছে। এরা অনেকগুলো এনজিও খুলেছে। এই এনজিওতে অনেক মাদ্রাসা সংযুক্ত হয়েছে। তাদেরকে নানান জায়গায় গোপনে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে। বিশেষ করে বর্ডার এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব আস্তানায় হানা দিয়ে সেগুলো বন্ধ করতে হবে। এটা যদি করা না যায় তাহলে নতুন নতুন জঙ্গির সৃষ্টি হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
অজয় রায় বলেন, সরকারের একক প্রচেষ্টায় জঙ্গিবাদ প্রতিরোধ করা যাবে না। এজন্য প্রয়োজন একটি গণআন্দোলন। এক্ষেত্রে সিভিল সোসাইটির গণজাগরণ লাগবে। এজন্য জনসাধারণকে সচেতন করতে হবে। সেই দায়িত্বটা প্রগতিশীল রাজনীতিবিদদের নিতে হবে। সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধে দাঁড়াতে হবে। তাদের নিষ্ক্রিয়তার সুযোগটাইতো মৌলবাদীরা নিচ্ছে। আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা যদি আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের এই নিষ্ক্রিয়তার সুযোগ জঙ্গিরা নেবেই। একটা পর একটা খুন হতে থাকবে। তাদের রক্ষা করা খুবই জটিল হবে।
তিনি বলেন, ৬২, ৬৯, ৭০ ও ৭১ সালে যা আমরা করেছিলাম সেই ধরনের একটি গণআন্দোলন প্রয়োজন। বুদ্ধিজীবী ও প্রগতিশীল ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষের কাছ থেকে এ জাগরণ আসতে হবে। সারাদেশের প্রগতিশীল যেসব সংগঠন আছে সেগুলোকে সম্মিলিতভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তিনি বলেন,আন্দোলনের বিকল্প নেই। সেই সময় আমরা যেভাবে তখনকার জঙ্গিদের উৎখাত করতে পেরেছি, আমরা যদি সেই আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে এই জঙ্গিরাও উৎখাত হয়ে যাবে।
শরীফ নিহত হওয়ার ঘটনায় তিনি সন্তুষ্ট কিনা জানতে চাইলে অধ্যাপক অজয় রায় বলেন, আমি সেইদিন হবো শান্ত, যেদিন অভিজিতের হত্যাকারীরা আদালতের হাতে সোপর্দ হবে। আদালত তাদের অপরাধ অনুযায়ী শাস্তি ঘোষণা করবে। আমি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যদি শতভাগ নিশ্চিত হন যে, এরা অভিজিতের হত্যাকারী, তাহলে তাদের অনুপস্থিতিতেও বিচার হবে। তার আগে তারা যে হত্যাকারী তার শতভাগ প্রমাণ পুলিশের কাছে থাকতে হবে। আমি চাই না কোনও নির্দোষ লোককে হত্যার দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
উল্লেখ্য, একুশের বই মেলা থেকে স্ত্রীসহ ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন।

আরও পড়তে পারেন: পরিবার থেকে দীর্ঘদিন 'বিচ্ছিন্ন' ছিল মুকুল রানা

                           'বন্দুকযুদ্ধে' নিহত যুবক শরিফুল না, মুকুল


http://m.banglatribune.com/others/news/115879/হত্যার-পর-খুনিরা-বৈঠক-করেছিল-রেডিসনে-একবছর-আগেই

আরও পড়ুন:

AwfwRZ nZ¨v
Lywb‡`i Qwe I wWGbG †cªvdvBj GKeQi Av‡M cywjk ˆZwi K‡ib: ARq ivq

http://www.amadershomoy.biz/beta/2016/06/21/623428/#.V2lLqNQrJrE

গুপ্তহত্যার তথ্য মিলছে

https://www.dailyjanakantha.com/details/article/198807/গুপ্তহত্যার-তথ্য-মিলছে

২০ জুন ২০১৬, ৬ আষাঢ় ১৪২৩, সোমবার, ঢাকা, বাংলাদেশ


সিসি ক্যামেরায় অভিজিতের 'খুনি'


  গোলাম মুজতবা ধ্রুব  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home