Banner Advertiser

Saturday, February 14, 2015

[mukto-mona] ঢাকা ও বরিশালের নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ তারেক রহমান



বিভাগ : বিশেষ প্রতিবেদনতারিখ : ১৫-০২-২০১৫



  নিউজপয়েন্ট টোয়েন্টিফোর ডটকম :

সরকারবিরোধী বিরতিহীন আন্দোলনে ঢাকা মহানগর, ঢাকার আশপাশের কয়েকটি জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার প্রভাবশালী অনেক নেতার ভূমিকাকে 'প্রশ্নবিদ্ধ' তালিকায় স্থান দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলন শুরুর আগে এসব এলাকার প্রভাবশালী নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ন্যূনতম রক্ষ না হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের ওপর ক্ষুব্ধ তিনি। আন্দোলনের মাঠে কোনও ভূমিকা না রেখে বর্তমানে ঢাকা ও বরিশালের সামর্থ্যবান প্রভাবশালী নেতারা কে কোথায় কী করছেন, তার নিয়মিত খোঁজও নিচ্ছেন বিএনপির দ্বিতীয় প্রধান নেতা। ঘনিষ্ট অনুসারীসহ নানা মাধ্যমে 'ব্যর্থ নেতাদের' একটি তালিকাও তৈরি করেছেন তারেক রহমান। প্রতিদিনই ওই তালিকায় যুক্ত হচ্ছেন জ্যেষ্ঠ-প্রভাবশালী নেতাদের নাম। চলমান আন্দোলনে নেতাদের প্রকৃত ভূমিকা মূল্যায়ন করেই ভবিষ্যতে দলের পদ-পদবী ও দলীয় সুবিধা বন্টন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও পরামর্শ করেছেন তিনি। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ঘনিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। 
সূত্রমতে, বিরতিহীন অবরোধ কর্মসূচির মাধ্যমে ৬ জানুয়ারি থেকে শুরু চলমান সরকারবিরোধী আন্দোলনে ঢাকা মহানগর নেতাদের চরম ব্যর্থতায় তারেক রহমান চরমভাবে ক্ষুব্ধ। আন্দোলন শুরুর আগে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, মহানগর কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার অসীম, মহানগর বিএনপির প্রভাবশালী নেতা এম এ কাইয়ুম, আনোয়ারুজ্জামান, আবদুল বাসিত আনজুসহ মহানগর কমিটির প্রভাবশালী নেতারা ঢাকার রাজপথ 'দখলে রাখার' প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৬ জানুয়ারির পরপরই এসব নেতারা আত্মগোপনে চলে যান। তাদেরকে কোনও মাধ্যমেই খুঁজে পাচ্ছেন না তারেক রহমান। আন্দোলনের মাঠে না থেকে এসব নেতারা কে কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়েও তথ্যানুসন্ধান করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তথ্যানুসন্ধানে মহানগর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের আশ্রয়ে রয়েছেন বলে তথ্য পান তারেক রহমান। প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে কয়েকজন নেতার ক্ষেত্রে ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রক্ষারও প্রমাণ পেয়েছেন তিনি। 
সূত্রগুলো দাবি করেছে, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ৬ জানুয়ারির পর থেকে কোথায় আছেন তা নিয়ে তথ্যানুসন্ধান করে চরম ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান। ঢাকার আন্দোলন পরিচালনার মূল দায়িত্বপ্রাপ্ত মির্জা আব্বাস তার এলাকারই আওয়ামী লীগের প্রভাবশালী এক সংসদ সদস্যের আশ্রয়ে রয়েছেন বলে তথ্য পান তিনি। এছাড়া আমান উল্লাহ আমান আন্দোলনের মাঠে না নেমে সংসদ ভবনের এলডি হলে ছেলের বিয়ের অনুষ্ঠান শেষ করে ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে ভারতে পাড়ি জমিয়েছেন বলে তথ্য পান তারেক। ঢাকার আরেক প্রভাবশালী নেতা এম এ কাইয়ুম রাজপথে না নেমে সরকারদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহর ব্যবসায়ীক অংশীদার হিসেবে নিরাপদে রয়েছেন, এমন তথ্যও আছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের কাছে। এছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু গ্রেফতার এড়াতে তার আত্মীয়ের (প্রধানমন্ত্রীর প্রভাবশালী উপদেষ্টা) আশ্রয়ে সময় পার করছেন। বিএনপির সমর্থনে ঢাকার এক অংশের মেয়র হতে আগ্রহী মিন্টু চলমান আন্দোলনে ঢাকার আন্দোলনের অর্থ যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ এখন তাকে খুঁজে পাচ্ছেন না। প্রভাবশালী নেতা বরকত উল্লাহ বুলু ও আবুল খায়ের ভূঁইয়া শুধু ঢাকার আন্দোলনেই নিষ্ক্রিয় নয়, নোয়াখালী ও লক্ষ্মীপুরে তাদের নির্বাচনি এলাকায়ও আন্দোলন জমাতে ব্যর্থ হওয়ায় তারেক রহমান ক্ষুব্ধ ও হতাশ। 
ঢাকার পাশের জেলা গাজীপুরে সরকারবিরোধী আন্দোলন চাঙা করার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। কিন্তু ৬ জানুয়ারি আন্দোলন শুরুর আগ থেকেই এ নেতা গা ঢাকা দিয়েছেন। আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে সম্পর্ক রক্ষা করে তিনি নিরাপদেই আছেন বলে তথ্য আছে তারেক রহমানের কাছে। গাজীপুরের পাশের জেলা টাঙাইলেও আন্দোলন জমাতে ব্যর্থ হয়েছে ২০-দলীয় জোট। গুরুত্বপূর্ণ এ জেলায় আন্দোলন জমানোর দায়িত্ব নিয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও অ্যাডভোকেট আহমেদ আযম খান। চলমান আন্দোলনে এই দুই নেতার ভূমিকাও তারেক রহমানের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। 
তারেক রহমানের ঘনিষ্ট সূত্রগুলো আরও জানায়, ঢাকা মহানগর ও আশপাশের কয়েকটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ব্যর্থতায় তারেক রহমান যতোটা ক্ষুব্ধ রয়েছেন, ঠিক একই পরিমাণ ক্ষোভ রয়েছে তার বরিশাল বিভাগের ৬ জেলার নেতাদের ওপরও। সরকারবিরোধী আন্দোলনে বরিশাল বিভাগের নেতারা প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তিনি। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে অতীতে দ্বীপ জেলা ভোলার আন্দোলনে সন্তুষ্ট ছিলেন তারেক রহমান। কিন্তু এবার এই জেলার নেতারা তারেক রহমানকে হতাশ করেছেন চরমভাবে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দীন মামুনের বড় ভাই হাফিজ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম এ জেলার নেতা হলেও আন্দোলন মাঠে কেউই মাঠে নেই। ঢাকায়ও তাদের উপস্থিতি নেই, ভোলায়ও নেই। তারেক রহমান তথ্য পেয়েছেন, আন্দোলন শুরুর পর থেকেই ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর (সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মোশাররফ হোসেন শাজাহানের ভাই) ঢাকার কাওরান বাজারে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন। ভোলা-১ আসনে আগামী নির্বাচনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেই মনোনয়ন দেওয়া হবে, এমন সম্ভাবনা থেকে তিনি তার অনুসারীদের আন্দোলনের মাঠে উপস্থিত থাকতে নিষেধ করেছেন। তার ঘনিষ্ট জেলা ছাত্রদল সভাপতি আল আমিন, যুবদল সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের ( আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের আপন ভাগ্নে) সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এসব নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের ঘনিষ্ট অনুসারী হিসেবে স্বীকৃত। হাফিজের কথার বাইরে তারা এক পাও নড়েন না। সূত্রমতে. অবরোধ কর্মসূচি শুরুর পর ভোলা-ঢাকা রুটে নিয়মিত চলছে গোলাম নবী আলমগীরের মালিকানাধীন একাধিক লঞ্চ। একইভাবে নিজের মালিকানাধীন লঞ্চ বন্ধ না রেখে অবরোধের প্রতি বৃদ্ধাঙ্গুুলি দেখাচ্ছেন ২০-দলীয় জোটের প্রভাবশালী নেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থও। আন্দোলনকালে দেশের বাইরে আছেন এ নেতা। এসব তথ্য জানার পর তারেক রহমান ক্ষুব্ধ হয়েছেন। 
বরিশাল বিভাগে আন্দোলন চাঙা করতে তারেক রহমান এবার সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ওপর। বরিশাল বিভাগজুড়েই তার নিয়ন্ত্রণ আছে বলে মনে করেন তারেক রহমান। কিন্তু এবার সরোয়ারও চরমভাবে হতাশ করেছেন তারেক রহমানকে। বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল ও জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম রাজনও হতাশ করেছেন তারেক রহমানকে। তবে বরিশাল উত্তর জেলা বিএনপির কর্মকা-ে কিছুটা সন্তুষ্ট আছেন তারেক রহমান। বরিশালের আন্দোলন চাঙা করতে বরিশাল জেলা (উত্তর) সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সাধ্যমত চেষ্টা চালাচ্ছেন বলে তারেক রহমানের কাছে তথ্য রয়েছে। 
পটুয়াখালী জেলার আন্দোলন চাঙা করার জন্য এবার দায়িত্ব নিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। কিন্তু কোথাও নেই তিনি। না ঢাকায়, না পটুয়াখালীতে। সরকারপক্ষের সঙ্গে তার বিশেষ যোগাযোগ রয়েছে বলে তারেক রহমানের কাছে তথ্য রয়েছে। ###
    ঢাকা, বাংলাদেশ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৫


__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Prevent human trafficking



Interesting !!!
All parents must follow
All parents must follow


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা



You are right about - BNP is hijacked by Jamaat. Under this situation, BNP will declare political programs, and Jamaat will get opportunity to carry out their own plans at the cover of BNP. Jamat cannot announce any program. So, it's a win-win for both groups, but losers are the people and the country. What's going on in Bangladesh has nothing to do with democracy or democratic rights.  
A democratic system needs an efficient opposition party; what did we get? Is BNP an effective opposition party? The way BNP behaved during the last parliament does not give us any hope that BNP can be an effective opposition party.
If you remember, BNP parliamentarians used to attend parliament once a month to stay in the payroll, but what surprised me was their language of deliberation, especially those of BNP women parliamentarians, who defied all norms and civility. Also, BNP tried to block the last election through terrorism. Does any of these behaviors show respect for democratic system? This is the story of your major opposition party in Bangladesh.
Do you still expect democracy to take hold in Bangladesh?    
Jiten Roy

 

From: "ANISUR RAHMAN anisur.rahman1@btinternet.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, February 14, 2015 3:00 PM
Subject: Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
First of all, I must mention, Dr Jiten Roy, that it is not 'Jamat', but 'Jamaat' (short of Jamaat-e-Islami).

Now BNP is politically Jamaat's captive. BNP knows that without Jamaat they stand no chance. They have no money, no manpower and no physical 'goonda dal'. And Jamaat knows that without them, BNP is nothing. So Jamaat is dictating BNP. All these burning, petrol bombing, vandalism, terrorism are being carried out by Jamaat associated people - like Chatra Shibir etc. 

So, don't think that BNP all of a sudden become a party of angels, only if they can part company with the Jamaat. When and if they come out of Jamaat's company, they are nobody. They with gradually wither away.

- AR 
   



From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Saturday, 14 February 2015, 18:52
Subject: Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
The real problem in the country is terrorism, not dialogue. The country is under seize by terrorists. If there is any urgent national dialogue that should take place it should be about how to get the country out of this terrorist seize.
No one with sane mentality should equate terrorism with political movement. Equating terrorism with politics will make terrorism a legitimate political tactic to achieve political objectives.
BNP is denying these terrorism; let's accept it. How about Jamat? Most of the bomb throwers are from Jamat. As I understand, they do not care for democracy, meaning Jamat has a different purpose, other than democracy; could it be to trigger a civil war in Bangladesh?
Some civil society fellows have been threatening about civil war already for a while.
Jamat and other Islamist groups want civil war in Bangladesh. That's the only way they may have a chance to establish Taliban society in Bangladesh. Whether they can do it in Bangladesh is a different matter.
Geographical condition in Bangladesh will make it impossible for Jamat to materialize its dream; Bangladesh is not Afghanistan. They should remember that; Bangladesh is surrounded by Myanmar, China, and India.
My issue with civil society fellows is that - they are also using the fear of 'civil war' to force government to give-in to Jamati terrorism. Do they understand - if government follow their suggestions that will empower terrorism as a legitimate means to get demands realized. My impression is - they do not understand this point at all.
Political issues should never be resolved by terrorism. So, only demand from the civil society should be about stopping terrorism, and bringing normalcy in the country. That will discourage such tactic to be used in politics in the future. Instead of doing so, if they ask for dialogue to stop terrorism, such tactic will be used again in the future, as has been the case in the past. Both political parties have used it. Let's break away from such destructive politics now.
My suggestion to BNP is to come clean by doing the following - 1) stop supporting terrorism as a political tactic, 2) apologize to the nation for creating chaos in the life of ordinary public, 3) gracefully accept the mistake of not participating in the parliament, and in the last election, and 4) wait for the next general election in 2019.
If these steps are immediately implemented, the popularity of BNP will go through the sky, and it will be the most popular party in Bangladesh. Also, BNP will be taken seriously as a democratic party. If not, BNP will remain as the drama-queen party in Bangladesh, as it is now.
Jiten Roy

 

From: "Koutuhol conf12000@yahoo.co.uk [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, February 14, 2015 3:24 AM
Subject: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা
 
আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম  প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন "যারা সংলাপের কথা বলেতারা পাগল" আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না পরে দেখলাম বহু গনমাধ্যমে তার সেই বক্তৃতা প্রকাশিত হয়েছে। কোন পাগলকেও পাগল বলা একটা সামাজিক অপরাধ। আমরা যাদের দেখি রাস্তায় ঘোরাফেরা করছে, অসংলগ্ন এবং আজে বাজে কথা বলছে, অনবরত বকছে তারা আসলে পাগল না, তারা মানুষিক রোগী। আপনার যদি ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে ইত্যাদি তাহলে আপনি একজন শারিরীক রোগী। কোন মানুষিক রোগীকেও পাগল বলা সামাজিক অপরাধ।
আমরা দেখছি দেশের প্রায় প্রত্যেকটি বিবেকবান এবং যোগ্য ব্যক্তি এই গভীর রাজনৈতিক সংকটের সমাধানের জন্য সংলাপের আহবান জানাছেন, যেমন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীডঃ  কামাল হোসেন, বিশিস্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী,ড. এ টি এম শামসুল হুদা এবং আরো অনেকে তাহলে জনাব জয়ের ভাষায় ওনারা সব পাগল! আমি তো ওনাদের এত সম্মান করি যে ওনাদের মত যোগ্য এবং বয়োজোস্ট ব্যক্তিদের সামনে মাথা উচু করে কথা বলতেও দ্বিধা লাগে।
জনাব জয়, এটা জমিদারী বা রাজতন্ত্র না! আধুনিক গনতন্ত্রে রাজনীতি করতে অনেক প্রজ্ঞাধৈর্য এবং পরমতসহিষনুতা দরকার। আপনার বয়স কম (আপনি আর আমি প্রায় সমবয়সী) ভবিষ্যতে  আর ধৈর্য্যের সাথে কথা বলবেন আশা করি।
আমাদের এই ভয়াবহ সমস্যার সমাধান চাই, আর কোন দেরি চাই না একদম। আমাদের ছেলে মেয়েরা স্কুল-কলেজে পর্যন্ত যেতে পারছে না। আমরা কেউ নিরাপদে রাস্তায় পর্যন্ত যেতে পারছি না বাসে-ট্রেনে ভ্রমন করা তো দুরের কথা। এ কোন নরক যন্ত্রনা! বিএনপিকে আমরা ইতিপুর্বেও বলেছিলাম আবার ও বলছি, মেহেরবানী করে জালাও-পোড়াও রাজনীতি বাদ দিন, অহিংশ আন্দোলন এবং অহিংশ রাজনীতিতে চলে আসুন। আশা করা যায় তাহলে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামীলীগ সহ অন্যান্য দলও অহিংশ রাজনীতিতে চলে আসবে। ভাল একটা দৃস্টান্ত স্থাপন করার দারুন এই সুযোগ বিএনপির নস্ট করা উচিত না।
আমেরিকা ইরানকে সন্ত্রাসী দেশ মনে করে তার কারন ইরান অনেক সন্ত্রাসী গ্রপকে সামরিক এবং আর্থিক সাহায্য করে তার পরেও আমেরিকা  এবং তার মিত্ররা ইরানের সাথে আলোচনা অব্যাহত রেখেছে যেন ইরান পারমানবিক বোমা না বানায়। ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের জনম জনমের শত্রুতা , দুই পক্ষ রীতিমত যুদ্ধাবস্তায় যা পৃথিবীর সবাই জানে। তার পরেও ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের প্রায় আলোচনা হয় এবং আমেরিকা সহ অনেক দেশ সেই আলোচনায় মধ্যস্থতাও করে থাকে প্রায়শ তালেবান, আল-কায়েদা বা ISIS এর সাথে আমেরিকার কোন আলোচনা হয় না কারন ওসব সন্ত্রাসী গোস্টী কোন আলোচনা চায় না।
আমরা দেখলাম ISIS এক জর্দানী পাইলটকে জ্যান্ত পুড়িয়ে মারল। জর্দান বন্দি বিনিময়ের প্রস্থাব দিয়েছিল ISISকে কিন্তু ISIS তাতে কর্নপাত করেনি। দেখুন ISIS এর মত জঘন্য সন্ত্রাসীদের সাথেও জর্দান আলোচনার প্রস্থাব দিয়েছিল জীবন বাচানোর স্বার্থে আর আমাদের দেশে প্রতিদিন মানুষ মরছে, দেশের অর্থনীতি ধংশের দিকে যাচ্ছে তার পরেও আমাদের প্রধানমন্ত্রীর যেন কোন মাথা ব্যাথা নেই। পুলিশ-র‍্যাব দিয়েই সব সমস‍্যার সমাধান করবেন! আর তাঁর পুত্র পাগল বলছেন তাঁদের যাঁরা আরাম আয়েশের জীবন বিসর্জন দিয়ে কেও বা অনশন করছেন আর কেউ বা আকুল আবেদন জানাচ্ছেন আলোচনা করে এই ভয়ংকর সমস্যার সমাধানের জন্য।
আমরা দেখলাম কিছুদিন আগে জনাব জয় আপনি আর প্রধানমন্ত্রী ব্যারাক ওবামা এবং তাঁর স্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন। খুব ভাল কাজ করেছেন। কিন্তু ব্যারাক ওবামার সাথে ফটোতে পোজ দেওয়ায় শুধু না, তাঁর কাছ থেকে কিছু শিখতে চেস্টা করুন। বর্তমান পৃথিবীতে যত রাজীতিবিদ আছেন তাদের মধ্যে আমি ব্যারাক ওবামাকে সবচেয়ে বেশি স্কোর দেই, তিনি আমার কাছে  বর্তমান পৃথিবীর সবচেয়ে যোগ্য রাজীতিবিদ মনে হয়। দয়া করে তাঁর সাথে আর ভাল বন্ধুত্ব গড়ুন এবং তাঁর  কাছ থেকে কিছু শেখার চেস্টা করুন।
যাহোক আমরা দেখছি আওয়ামীলীগ ইতিপুর্বে বলেছিল যে বিএনপি যেন জামাত ত্যাগ করে কিন্তু বিএনপি তাতে কর্নপাত করেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপির  উচিত অবিলম্বে জামাত ত্যাগ করা। আর আওয়ামীলীগেরও উচিত জাসদ(ইনু) সহ সব চরমপন্থীদের ত্যাগ করা। আওয়ামীলীগ এবং বিএনপির একলা চলার নীতি গ্রহন করা উচিত যাতে করে কেউ যেন তাদের আদর্শগতভাবে প্রভাবিত করতে না পারে (আওয়ামীলীগ এবং বিএনপিতে সংস্কার দরকার সেটা ভিন্ন আলোচনার ব্যাপার)।
তাহলে ব্যাংগের ছাতার মত দেশে অসংখ্য ছোট ছোট রাজনৈতিক দল গজিয়ে উঠতে পারবে না। আমাদের ওতো সব দল দরকার নেই, প্রধান দুটি দল সহ গুটি কয়েক দল দেশে থাকলেই যথেস্ট। তবে সবার আগে দরকার নিঃশর্ত আলোচনা শুরু করা, বহু বরফ জমে গেছে আগে বরফ গলা শুরু হোক, দুই প্রধান দলের মধ্যে একটা সদ্ভাব আর আস্থা গড়ে উঠুক, দেশের মানুষ বর্তমানের এই ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাক, তারপর ধীরে ধীরে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হতে পারে। সবাইকে ধন্যবাদ। ডঃ মুসা আলী, February 8, 2015.
 
 

To learn the True Islam, our cordial invitation

www.progressive-muslim.org (English in general)
www.QuranResearchBD.org (Bangla in general)
------------------------------------------------------
"Our inherited beliefs are entrenched in our psyche and emotions like idols.  The shaking or breaking of these idols is no less a calamity in whatever form they exist [Dr. A. N. Whitehead]."








__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা



First of all, I must mention, Dr Jiten Roy, that it is not 'Jamat', but 'Jamaat' (short of Jamaat-e-Islami).

Now BNP is politically Jamaat's captive. BNP knows that without Jamaat they stand no chance. They have no money, no manpower and no physical 'goonda dal'. And Jamaat knows that without them, BNP is nothing. So Jamaat is dictating BNP. All these burning, petrol bombing, vandalism, terrorism are being carried out by Jamaat associated people - like Chatra Shibir etc. 

So, don't think that BNP all of a sudden become a party of angels, only if they can part company with the Jamaat. When and if they come out of Jamaat's company, they are nobody. They with gradually wither away.

- AR 
   

From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Saturday, 14 February 2015, 18:52
Subject: Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
The real problem in the country is terrorism, not dialogue. The country is under seize by terrorists. If there is any urgent national dialogue that should take place it should be about how to get the country out of this terrorist seize.
No one with sane mentality should equate terrorism with political movement. Equating terrorism with politics will make terrorism a legitimate political tactic to achieve political objectives.
BNP is denying these terrorism; let's accept it. How about Jamat? Most of the bomb throwers are from Jamat. As I understand, they do not care for democracy, meaning Jamat has a different purpose, other than democracy; could it be to trigger a civil war in Bangladesh?
Some civil society fellows have been threatening about civil war already for a while.
Jamat and other Islamist groups want civil war in Bangladesh. That's the only way they may have a chance to establish Taliban society in Bangladesh. Whether they can do it in Bangladesh is a different matter.
Geographical condition in Bangladesh will make it impossible for Jamat to materialize its dream; Bangladesh is not Afghanistan. They should remember that; Bangladesh is surrounded by Myanmar, China, and India.
My issue with civil society fellows is that - they are also using the fear of 'civil war' to force government to give-in to Jamati terrorism. Do they understand - if government follow their suggestions that will empower terrorism as a legitimate means to get demands realized. My impression is - they do not understand this point at all.
Political issues should never be resolved by terrorism. So, only demand from the civil society should be about stopping terrorism, and bringing normalcy in the country. That will discourage such tactic to be used in politics in the future. Instead of doing so, if they ask for dialogue to stop terrorism, such tactic will be used again in the future, as has been the case in the past. Both political parties have used it. Let's break away from such destructive politics now.
My suggestion to BNP is to come clean by doing the following - 1) stop supporting terrorism as a political tactic, 2) apologize to the nation for creating chaos in the life of ordinary public, 3) gracefully accept the mistake of not participating in the parliament, and in the last election, and 4) wait for the next general election in 2019.
If these steps are immediately implemented, the popularity of BNP will go through the sky, and it will be the most popular party in Bangladesh. Also, BNP will be taken seriously as a democratic party. If not, BNP will remain as the drama-queen party in Bangladesh, as it is now.
Jiten Roy

 

From: "Koutuhol conf12000@yahoo.co.uk [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, February 14, 2015 3:24 AM
Subject: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা
 
আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম  প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন "যারা সংলাপের কথা বলেতারা পাগল" আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না পরে দেখলাম বহু গনমাধ্যমে তার সেই বক্তৃতা প্রকাশিত হয়েছে। কোন পাগলকেও পাগল বলা একটা সামাজিক অপরাধ। আমরা যাদের দেখি রাস্তায় ঘোরাফেরা করছে, অসংলগ্ন এবং আজে বাজে কথা বলছে, অনবরত বকছে তারা আসলে পাগল না, তারা মানুষিক রোগী। আপনার যদি ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে ইত্যাদি তাহলে আপনি একজন শারিরীক রোগী। কোন মানুষিক রোগীকেও পাগল বলা সামাজিক অপরাধ।
আমরা দেখছি দেশের প্রায় প্রত্যেকটি বিবেকবান এবং যোগ্য ব্যক্তি এই গভীর রাজনৈতিক সংকটের সমাধানের জন্য সংলাপের আহবান জানাছেন, যেমন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীডঃ  কামাল হোসেন, বিশিস্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী,ড. এ টি এম শামসুল হুদা এবং আরো অনেকে তাহলে জনাব জয়ের ভাষায় ওনারা সব পাগল! আমি তো ওনাদের এত সম্মান করি যে ওনাদের মত যোগ্য এবং বয়োজোস্ট ব্যক্তিদের সামনে মাথা উচু করে কথা বলতেও দ্বিধা লাগে।
জনাব জয়, এটা জমিদারী বা রাজতন্ত্র না! আধুনিক গনতন্ত্রে রাজনীতি করতে অনেক প্রজ্ঞাধৈর্য এবং পরমতসহিষনুতা দরকার। আপনার বয়স কম (আপনি আর আমি প্রায় সমবয়সী) ভবিষ্যতে  আর ধৈর্য্যের সাথে কথা বলবেন আশা করি।
আমাদের এই ভয়াবহ সমস্যার সমাধান চাই, আর কোন দেরি চাই না একদম। আমাদের ছেলে মেয়েরা স্কুল-কলেজে পর্যন্ত যেতে পারছে না। আমরা কেউ নিরাপদে রাস্তায় পর্যন্ত যেতে পারছি না বাসে-ট্রেনে ভ্রমন করা তো দুরের কথা। এ কোন নরক যন্ত্রনা! বিএনপিকে আমরা ইতিপুর্বেও বলেছিলাম আবার ও বলছি, মেহেরবানী করে জালাও-পোড়াও রাজনীতি বাদ দিন, অহিংশ আন্দোলন এবং অহিংশ রাজনীতিতে চলে আসুন। আশা করা যায় তাহলে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামীলীগ সহ অন্যান্য দলও অহিংশ রাজনীতিতে চলে আসবে। ভাল একটা দৃস্টান্ত স্থাপন করার দারুন এই সুযোগ বিএনপির নস্ট করা উচিত না।
আমেরিকা ইরানকে সন্ত্রাসী দেশ মনে করে তার কারন ইরান অনেক সন্ত্রাসী গ্রপকে সামরিক এবং আর্থিক সাহায্য করে তার পরেও আমেরিকা  এবং তার মিত্ররা ইরানের সাথে আলোচনা অব্যাহত রেখেছে যেন ইরান পারমানবিক বোমা না বানায়। ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের জনম জনমের শত্রুতা , দুই পক্ষ রীতিমত যুদ্ধাবস্তায় যা পৃথিবীর সবাই জানে। তার পরেও ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের প্রায় আলোচনা হয় এবং আমেরিকা সহ অনেক দেশ সেই আলোচনায় মধ্যস্থতাও করে থাকে প্রায়শ তালেবান, আল-কায়েদা বা ISIS এর সাথে আমেরিকার কোন আলোচনা হয় না কারন ওসব সন্ত্রাসী গোস্টী কোন আলোচনা চায় না।
আমরা দেখলাম ISIS এক জর্দানী পাইলটকে জ্যান্ত পুড়িয়ে মারল। জর্দান বন্দি বিনিময়ের প্রস্থাব দিয়েছিল ISISকে কিন্তু ISIS তাতে কর্নপাত করেনি। দেখুন ISIS এর মত জঘন্য সন্ত্রাসীদের সাথেও জর্দান আলোচনার প্রস্থাব দিয়েছিল জীবন বাচানোর স্বার্থে আর আমাদের দেশে প্রতিদিন মানুষ মরছে, দেশের অর্থনীতি ধংশের দিকে যাচ্ছে তার পরেও আমাদের প্রধানমন্ত্রীর যেন কোন মাথা ব্যাথা নেই। পুলিশ-র‍্যাব দিয়েই সব সমস‍্যার সমাধান করবেন! আর তাঁর পুত্র পাগল বলছেন তাঁদের যাঁরা আরাম আয়েশের জীবন বিসর্জন দিয়ে কেও বা অনশন করছেন আর কেউ বা আকুল আবেদন জানাচ্ছেন আলোচনা করে এই ভয়ংকর সমস্যার সমাধানের জন্য।
আমরা দেখলাম কিছুদিন আগে জনাব জয় আপনি আর প্রধানমন্ত্রী ব্যারাক ওবামা এবং তাঁর স্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন। খুব ভাল কাজ করেছেন। কিন্তু ব্যারাক ওবামার সাথে ফটোতে পোজ দেওয়ায় শুধু না, তাঁর কাছ থেকে কিছু শিখতে চেস্টা করুন। বর্তমান পৃথিবীতে যত রাজীতিবিদ আছেন তাদের মধ্যে আমি ব্যারাক ওবামাকে সবচেয়ে বেশি স্কোর দেই, তিনি আমার কাছে  বর্তমান পৃথিবীর সবচেয়ে যোগ্য রাজীতিবিদ মনে হয়। দয়া করে তাঁর সাথে আর ভাল বন্ধুত্ব গড়ুন এবং তাঁর  কাছ থেকে কিছু শেখার চেস্টা করুন।
যাহোক আমরা দেখছি আওয়ামীলীগ ইতিপুর্বে বলেছিল যে বিএনপি যেন জামাত ত্যাগ করে কিন্তু বিএনপি তাতে কর্নপাত করেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপির  উচিত অবিলম্বে জামাত ত্যাগ করা। আর আওয়ামীলীগেরও উচিত জাসদ(ইনু) সহ সব চরমপন্থীদের ত্যাগ করা। আওয়ামীলীগ এবং বিএনপির একলা চলার নীতি গ্রহন করা উচিত যাতে করে কেউ যেন তাদের আদর্শগতভাবে প্রভাবিত করতে না পারে (আওয়ামীলীগ এবং বিএনপিতে সংস্কার দরকার সেটা ভিন্ন আলোচনার ব্যাপার)।
তাহলে ব্যাংগের ছাতার মত দেশে অসংখ্য ছোট ছোট রাজনৈতিক দল গজিয়ে উঠতে পারবে না। আমাদের ওতো সব দল দরকার নেই, প্রধান দুটি দল সহ গুটি কয়েক দল দেশে থাকলেই যথেস্ট। তবে সবার আগে দরকার নিঃশর্ত আলোচনা শুরু করা, বহু বরফ জমে গেছে আগে বরফ গলা শুরু হোক, দুই প্রধান দলের মধ্যে একটা সদ্ভাব আর আস্থা গড়ে উঠুক, দেশের মানুষ বর্তমানের এই ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাক, তারপর ধীরে ধীরে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হতে পারে। সবাইকে ধন্যবাদ। ডঃ মুসা আলী, February 8, 2015.
 
 

To learn the True Islam, our cordial invitation

www.progressive-muslim.org (English in general)
www.QuranResearchBD.org (Bangla in general)
------------------------------------------------------
"Our inherited beliefs are entrenched in our psyche and emotions like idols.  The shaking or breaking of these idols is no less a calamity in whatever form they exist [Dr. A. N. Whitehead]."






__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

RE: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা





Shuvo Ds's Photos




Bangladesh Business Leaders united against Hartal and Blockade.
Ehsan Imdad's photo.
Ehsan Imdad's photo.
Unlike ·



To: mukto-mona@yahoogroups.com
From: mukto-mona@yahoogroups.com
Date: Sat, 14 Feb 2015 18:52:10 +0000
Subject: Re: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 

The real problem in the country is terrorism, not dialogue. The country is under seize by terrorists. If there is any urgent national dialogue that should take place it should be about how to get the country out of this terrorist seize.
No one with sane mentality should equate terrorism with political movement. Equating terrorism with politics will make terrorism a legitimate political tactic to achieve political objectives.
BNP is denying these terrorism; let's accept it. How about Jamat? Most of the bomb throwers are from Jamat. As I understand, they do not care for democracy, meaning Jamat has a different purpose, other than democracy; could it be to trigger a civil war in Bangladesh?
Some civil society fellows have been threatening about civil war already for a while.
Jamat and other Islamist groups want civil war in Bangladesh. That's the only way they may have a chance to establish Taliban society in Bangladesh. Whether they can do it in Bangladesh is a different matter.
Geographical condition in Bangladesh will make it impossible for Jamat to materialize its dream; Bangladesh is not Afghanistan. They should remember that; Bangladesh is surrounded by Myanmar, China, and India.
My issue with civil society fellows is that - they are also using the fear of 'civil war' to force government to give-in to Jamati terrorism. Do they understand - if government follow their suggestions that will empower terrorism as a legitimate means to get demands realized. My impression is - they do not understand this point at all.
Political issues should never be resolved by terrorism. So, only demand from the civil society should be about stopping terrorism, and bringing normalcy in the country. That will discourage such tactic to be used in politics in the future. Instead of doing so, if they ask for dialogue to stop terrorism, such tactic will be used again in the future, as has been the case in the past. Both political parties have used it. Let's break away from such destructive politics now.
My suggestion to BNP is to come clean by doing the following - 1) stop supporting terrorism as a political tactic, 2) apologize to the nation for creating chaos in the life of ordinary public, 3) gracefully accept the mistake of not participating in the parliament, and in the last election, and 4) wait for the next general election in 2019.
If these steps are immediately implemented, the popularity of BNP will go through the sky, and it will be the most popular party in Bangladesh. Also, BNP will be taken seriously as a democratic party. If not, BNP will remain as the drama-queen party in Bangladesh, as it is now.
Jiten Roy

 

From: "Koutuhol conf12000@yahoo.co.uk [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, February 14, 2015 3:24 AM
Subject: [mukto-mona] যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা

 
যারা সংলাপের কথা বলে,তারা পাগলঃ একটি পর্যালোচনা
 
আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম  প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় বলেছেন "যারা সংলাপের কথা বলেতারা পাগল" আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না পরে দেখলাম বহু গনমাধ্যমে তার সেই বক্তৃতা প্রকাশিত হয়েছে। কোন পাগলকেও পাগল বলা একটা সামাজিক অপরাধ। আমরা যাদের দেখি রাস্তায় ঘোরাফেরা করছে, অসংলগ্ন এবং আজে বাজে কথা বলছে, অনবরত বকছে তারা আসলে পাগল না, তারা মানুষিক রোগী। আপনার যদি ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে ইত্যাদি তাহলে আপনি একজন শারিরীক রোগী। কোন মানুষিক রোগীকেও পাগল বলা সামাজিক অপরাধ।
আমরা দেখছি দেশের প্রায় প্রত্যেকটি বিবেকবান এবং যোগ্য ব্যক্তি এই গভীর রাজনৈতিক সংকটের সমাধানের জন্য সংলাপের আহবান জানাছেন, যেমন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীডঃ  কামাল হোসেন, বিশিস্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী,ড. এ টি এম শামসুল হুদা এবং আরো অনেকে তাহলে জনাব জয়ের ভাষায় ওনারা সব পাগল! আমি তো ওনাদের এত সম্মান করি যে ওনাদের মত যোগ্য এবং বয়োজোস্ট ব্যক্তিদের সামনে মাথা উচু করে কথা বলতেও দ্বিধা লাগে।
জনাব জয়, এটা জমিদারী বা রাজতন্ত্র না! আধুনিক গনতন্ত্রে রাজনীতি করতে অনেক প্রজ্ঞাধৈর্য এবং পরমতসহিষনুতা দরকার। আপনার বয়স কম (আপনি আর আমি প্রায় সমবয়সী) ভবিষ্যতে  আর ধৈর্য্যের সাথে কথা বলবেন আশা করি।
আমাদের এই ভয়াবহ সমস্যার সমাধান চাই, আর কোন দেরি চাই না একদম। আমাদের ছেলে মেয়েরা স্কুল-কলেজে পর্যন্ত যেতে পারছে না। আমরা কেউ নিরাপদে রাস্তায় পর্যন্ত যেতে পারছি না বাসে-ট্রেনে ভ্রমন করা তো দুরের কথা। এ কোন নরক যন্ত্রনা! বিএনপিকে আমরা ইতিপুর্বেও বলেছিলাম আবার ও বলছি, মেহেরবানী করে জালাও-পোড়াও রাজনীতি বাদ দিন, অহিংশ আন্দোলন এবং অহিংশ রাজনীতিতে চলে আসুন। আশা করা যায় তাহলে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামীলীগ সহ অন্যান্য দলও অহিংশ রাজনীতিতে চলে আসবে। ভাল একটা দৃস্টান্ত স্থাপন করার দারুন এই সুযোগ বিএনপির নস্ট করা উচিত না।
আমেরিকা ইরানকে সন্ত্রাসী দেশ মনে করে তার কারন ইরান অনেক সন্ত্রাসী গ্রপকে সামরিক এবং আর্থিক সাহায্য করে তার পরেও আমেরিকা  এবং তার মিত্ররা ইরানের সাথে আলোচনা অব্যাহত রেখেছে যেন ইরান পারমানবিক বোমা না বানায়। ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের জনম জনমের শত্রুতা , দুই পক্ষ রীতিমত যুদ্ধাবস্তায় যা পৃথিবীর সবাই জানে। তার পরেও ইসরাঈলের সাথে ফিলিস্থিনিদের প্রায় আলোচনা হয় এবং আমেরিকা সহ অনেক দেশ সেই আলোচনায় মধ্যস্থতাও করে থাকে প্রায়শ তালেবান, আল-কায়েদা বা ISIS এর সাথে আমেরিকার কোন আলোচনা হয় না কারন ওসব সন্ত্রাসী গোস্টী কোন আলোচনা চায় না।
আমরা দেখলাম ISIS এক জর্দানী পাইলটকে জ্যান্ত পুড়িয়ে মারল। জর্দান বন্দি বিনিময়ের প্রস্থাব দিয়েছিল ISISকে কিন্তু ISIS তাতে কর্নপাত করেনি। দেখুন ISIS এর মত জঘন্য সন্ত্রাসীদের সাথেও জর্দান আলোচনার প্রস্থাব দিয়েছিল জীবন বাচানোর স্বার্থে আর আমাদের দেশে প্রতিদিন মানুষ মরছে, দেশের অর্থনীতি ধংশের দিকে যাচ্ছে তার পরেও আমাদের প্রধানমন্ত্রীর যেন কোন মাথা ব্যাথা নেই। পুলিশ-র‍্যাব দিয়েই সব সমস‍্যার সমাধান করবেন! আর তাঁর পুত্র পাগল বলছেন তাঁদের যাঁরা আরাম আয়েশের জীবন বিসর্জন দিয়ে কেও বা অনশন করছেন আর কেউ বা আকুল আবেদন জানাচ্ছেন আলোচনা করে এই ভয়ংকর সমস্যার সমাধানের জন্য।
আমরা দেখলাম কিছুদিন আগে জনাব জয় আপনি আর প্রধানমন্ত্রী ব্যারাক ওবামা এবং তাঁর স্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন। খুব ভাল কাজ করেছেন। কিন্তু ব্যারাক ওবামার সাথে ফটোতে পোজ দেওয়ায় শুধু না, তাঁর কাছ থেকে কিছু শিখতে চেস্টা করুন। বর্তমান পৃথিবীতে যত রাজীতিবিদ আছেন তাদের মধ্যে আমি ব্যারাক ওবামাকে সবচেয়ে বেশি স্কোর দেই, তিনি আমার কাছে  বর্তমান পৃথিবীর সবচেয়ে যোগ্য রাজীতিবিদ মনে হয়। দয়া করে তাঁর সাথে আর ভাল বন্ধুত্ব গড়ুন এবং তাঁর  কাছ থেকে কিছু শেখার চেস্টা করুন।
যাহোক আমরা দেখছি আওয়ামীলীগ ইতিপুর্বে বলেছিল যে বিএনপি যেন জামাত ত্যাগ করে কিন্তু বিএনপি তাতে কর্নপাত করেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপির  উচিত অবিলম্বে জামাত ত্যাগ করা। আর আওয়ামীলীগেরও উচিত জাসদ(ইনু) সহ সব চরমপন্থীদের ত্যাগ করা। আওয়ামীলীগ এবং বিএনপির একলা চলার নীতি গ্রহন করা উচিত যাতে করে কেউ যেন তাদের আদর্শগতভাবে প্রভাবিত করতে না পারে (আওয়ামীলীগ এবং বিএনপিতে সংস্কার দরকার সেটা ভিন্ন আলোচনার ব্যাপার)।
তাহলে ব্যাংগের ছাতার মত দেশে অসংখ্য ছোট ছোট রাজনৈতিক দল গজিয়ে উঠতে পারবে না। আমাদের ওতো সব দল দরকার নেই, প্রধান দুটি দল সহ গুটি কয়েক দল দেশে থাকলেই যথেস্ট। তবে সবার আগে দরকার নিঃশর্ত আলোচনা শুরু করা, বহু বরফ জমে গেছে আগে বরফ গলা শুরু হোক, দুই প্রধান দলের মধ্যে একটা সদ্ভাব আর আস্থা গড়ে উঠুক, দেশের মানুষ বর্তমানের এই ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাক, তারপর ধীরে ধীরে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হতে পারে। সবাইকে ধন্যবাদ। ডঃ মুসা আলী, February 8, 2015.
 
 

To learn the True Islam, our cordial invitation

www.progressive-muslim.org (English in general)
www.QuranResearchBD.org (Bangla in general)
------------------------------------------------------
"Our inherited beliefs are entrenched in our psyche and emotions like idols.  The shaking or breaking of these idols is no less a calamity in whatever form they exist [Dr. A. N. Whitehead]."





__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___