Banner Advertiser

Tuesday, August 12, 2014

[mukto-mona] বিদেশে শিকড় গেড়েছে বঙ্গবন্ধুর খুনিরা



বিদেশে শিকড় গেড়েছে বঙ্গবন্ধুর খুনিরা

শাহাব উদ্দিন সাগর

13 Aug, 2014

বছর যতই গড়াচ্ছে ততই বিদেশের মাটিতে শক্ত শিকড় গেড়ে বসে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত খুনি রাশেদ চৌধুরী ও কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে গেল কয়েক বছর ধরে দেন দরবার চললেও তা পত্রবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করা হলেও ওই দুই জনকে ফিরিয়ে আনতে না পারার কারণে উদ্যোগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ দু'জনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে। তাদের মধ্যে লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এবং কানাডায় রাজনৈতিক আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। এছাড়া কিছুদিন জার্মানিতে লুকিয়ে থাকার পর লে. কর্নেল নূর চৌধুরী এখন রয়েছেন কানাডায়। ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মোসলেহ উদ্দিন ভারতে আত্মগোপন করে আছেন বলেও ধারণা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তবে ভারতের সঙ্গে ইতিমধ্যে বহিঃসমর্পণ চুক্তি সই হওয়ায় তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেলে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। সাবেক এক কূটনীতিক বলেন, ৫ জানুয়ারির নির্বাচনপরবর্তী সরকারের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে এটি সত্য। তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো যথেষ্ট আন্তরিকতা দেখায় কি-না সেটি প্রশ্নসাপেক্ষ। তারপরও জনগণের দাবি ও নির্বাচনী ইশতেহার পূরণে সরকার এটি বাস্তবায়ন করবে বলে মনে করেন ওই কূটনীতিক। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে পরিবারের অধিকাংশ সদস্যসহ খুন হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পর ৩ নভেম্বর খুনিরা প্রথমে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে যান। সেখান থেকে তারা করাচি হয়ে পিআইএর একটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার ত্রিপোলিতে অবস্থান নেন। পরে তাদের মধ্যে ১২ জন জিয়াউর রহমান এবং এইচএম এরশাদ শাসনামলে বিভিন্ন মিশনে নিয়োগ ও পদোন্নতি পান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরশাদের আমলে ফারুক, রশিদ ও হুদা ঢাকায় রাজনীতি করার সুযোগ পান। ১৯৯১-৯৬ থেকে বেগম খালেদা জিয়ার শাসনামলেও কেউ কেউ চাকরিতে বহাল ছিলেন এবং তারা রাজনীতিসহ অন্যান্য সুযোগ সুবিধা পান। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ছয়জনকে চাকরিচ্যুত করা হয়। 

একাধিক সূত্র জানায়, শেখ মুজিবুর রহমানের ৬ খুনি এখনো বিদেশে পালিয়ে আছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দেন-দরবার শুরু করলেও তাতে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। তবে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আবদুল মজিদ ও মোসলেহ উদ্দিনের ব্যাপারে কোনো তথ্যই নেই সরকারের কাছে। তাদের শনাক্ত করতে সরকার ইতিমধ্যে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করলেও তার কার্যক্রম অনেকটাই কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে। 

সূত্র মতে, বিদেশে পলাতক অবস্থায় মারা গেছেন আরেক আসামি আজিজ পাশা। আর পাঁচ কারাবন্দি থাকা আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদের (ল্যানসার) মৃত্যুদণ্ড ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর করা হয়।

নির্ভরযোগ্য সূত্র জানায়, এরই মধ্যে কানাডায় বাংলাদেশের হাইকমিশন ঢাকাকে বলেছে দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ হওয়ায় কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তাকে তার দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উত্তর আমেরিকার ওই দেশটির অনীহা আছে। ফলে নূর চৌধুরীকে ফেরতের ব্যাপারে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 

তবে আইনমন্ত্রী আনিসুল হক শিগগিরই রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে গণমাধ্যমের কাছে জানিয়েছেন। সেইসঙ্গে অন্যদের খুঁজে বের করতে গঠিত টাস্কফোর্স শক্তিশালী করতেও এর পরিধি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। 

একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর বঙ্গবন্ধুর খুনিদের ফেরতের দাবিটি আরো জোরালো হয়। সরকারও চেষ্টা করছে তাদের ফিরিয়ে আনতে। তবে তাদের সে প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নির্ভর করছে বিদেশি লবিস্ট, সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতার ওপর। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, গেল সরকার সময়ে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, কানাডা ও লিবিয়ার কাছে একাধিকবার চিঠি দেয়া হয়। এছাড়া ওই দেশগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে দেশে-বিদেশে বিভিন্ন পর্যায়ের বৈঠকে খুনিদের ফেরত আনার বিষয়ে সহায়তা চাওয়া হয়েছিল।

সূত্র মতে, ৭৫ সালের পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সাত খুনির মধ্যে লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ ও রিসালদার মোসলেম উদ্দিন কোনো দূতাবাসে চাকরি নেননি। অন্য পাঁচজন অর্থাৎ লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী, লে. কর্নেল এসএইচএমবি নূর চৌধুরী, ক্যাপ্টেন আবদুল মাজেদ ও লে. কর্নেল আবদুল আজিজ পাশা প্রত্যেকেই একাধিক বাংলাদেশ মিশনে কাজ করেছেন। তাদের মধ্যে জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান আজিজ পাশা।

সূত্র বলছে, আসামিদের মধ্যে লে. কর্নেল শরিফুল হক ডালিম হংকং, চীন ও কেনিয়া; বজলুল হুদা পাকিস্তান ও থাইল্যান্ড; আবদুল আজিজ পাশা আলজেরিয়া ও জিম্বাবুয়ে; এএম রাশেদ চৌধুরী জাপান ও সৌদি আরব এবং এসএইচএমবি নূর চৌধুরী পাকিস্তানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় খুনিদের কোন প্রক্রিয়ায় ভবিষ্যতে ফেরত আনা হবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইনি কাঠামো না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে অভিযুক্ত মেজর মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশের অনুরোধে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কাজেই চুক্তি না থাকাটা আত্মস্বীকৃত খুনিদের দেশে ফেরত আনার ক্ষেত্রে বড় বাধা নয়। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টির সুরাহা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

পলাতক বাকি চার খুনি কে কোথায় অবস্থান করছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা লিবিয়া ও পাকিস্তানে অবস্থান করছেন। তাদের মধ্যে লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। লে. কর্নেল শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও পাকিস্তানে আসা যাওয়া করেন বলে ধারণা করা হয়।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তত্ম চৌধুরী মাঈনুদ্দীনের ফেরত দেয়ার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে কথা বলা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আলোচনাসাপেক্ষে যে কোনো আসামিকে ফেরত দিতে পারে যে কোনো দেশ। এ ক্ষেত্রে অনেক সময় বন্দিবিনিময় চুক্তিও লাগে না। ফলে এখন ঢাকা-লন্ডনের আলোচনার ওপরই নির্ভর করবে চৌধুরী মাঈনুদ্দীনের ফেরতের বিষয়টি।

ঢাকার কূটনীতিকরা বলছেন, রায় এবং সরকারের বক্তব্যের পর পরই যুক্তরাজ্যের বিবৃতি স্পষ্ট করেছে মাঈনুদ্দীনকে ফিরে পাওয়া যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনিতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সরকারের সম্পর্কে কিছুটা ভাটার টান পরিলক্ষিত হচ্ছে। এছাড়া সাম্প্রতিক ঘটনায় যুক্তরাজ্যের উদ্বেগও অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে মাঈনুদ্দীনকে ফেরত চাইতে গেলে এ নিয়ে অনেক দেন-দরবার হতে পারে।

জানা গেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাঈনুদ্দীন পালিয়ে পাকিস্তান চলে যান। সেখান থেকে যান যুক্তরাজ্যে। লন্ডনে জামায়াতের সংগঠন দাওয়াতুল ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডনভিত্তিক সাপ্তাহিক দাওয়াতের বিশেষ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

বুদ্ধিজীবী হত্যায় প্রমাণিত চৌধুরী মাঈনুদ্দীন বর্তমানে ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন পরিচালক, মুসলিম এইডের ট্রাস্টি এবং টটেনহ্যাম মসজিদ পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

এদিকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আশরাফুজ্জামান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পালিয়ে কিছুদিন রেডিও পাকিস্তানে কাজ করে পরে সেখান থেকে চলে যান যুক্তরাষ্ট্রে। বর্তমানে আশরাফুজ্জামান খানের ঠিকানা নিউইয়র্কের জ্যামাইকা। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আশরাফুজ্জামান। আর মাঝপথে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরো এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাচ্চু রাজাকার পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে তিনি আফগানিস্তানে অবস্থান করছেন।

উৎসঃ   মানব কণ্ঠ






__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona]



২০১১সালেই গবেষনা করে আমরা প্রমান করেছি যে নিম্ন আদালতের দুর্নীতির জন্য প্রধানতঃ সংশ্লিষ্ট বিচারকরাই দায়ী।

আমাদের গবেষনাপত্র ইমেইল ও ডাকযোগে প্রধান বিচারপতি, সকল-- বিচারপতি, মন্ত্রী/প্রতিমন্ত্রী,  সচিব,  ডিসি,  জেলা ও দায়রাজজ, দুদক, NHRC, টিআইবি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, এবং আরও অনেককে প্রেরণ করেছি।  তাদের(নিম্ন আদালতের বিচারকদের)দুর্নীতির প্রধান হাতিয়ার মামলা বিলম্বিত করা। মামলা বিলম্বিত করার প্রধান হাতিয়ার পেশকার ও জারীকারকের সাহায্যে সমন জারী না করানো। আমরা আরও প্রমান করেছি যে, এই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায় দ্রুত মামলা নিষ্পত্তি করা।(তবে-logoআগস্ট , ২০১৪, মামলা খালাসের রেকর্ড-এর মত নহে)।Prevention is better than cure. দুর্নীতি করার সুযোগ না দেয়াই শ্রেয়তর।

শিক্ষিত=শিক্ষা+সততা+মানব কল্যাণ। সাবেক মাননীয় প্রধান বিচারপতি জনাব এ,বি,এম, খায়রুল হক বুঝতে পেরেছিলেন যে, দ্রুত মামলা নিষ্পত্তি শুধু মানব কল্যাণই নহে, দুর্নীতি প্রতিরোধেরও অন্যতম প্রধান উপায়। একইভাবে জনাব মুহাম্মদ নুরুল হুদা, জেলা ও দায়রা জজ, ময়মনসিংহ বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন।জামালপুরের এসপি জনাব নজরুল ইসলামও কিভাবে মানব কল্যাণ হয় তা জানেন।

Prothom Alo২৪-৩-২০১১।রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি।উচ্চ আদালতে ছয় মাসে ৬০ হাজার মামলা নিষ্পত্তি।Prothom Alo ১৩-১১-২০১০।জেলা জজদের প্রতি প্রধান বিচারপতি। নাজিরদের কাছ থেকে তোলা নেবেন না। নাজিরদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন না করার জন্য জেলা দায়রা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি বি এম খায়রুল হক।Prothom Alo১৬-০১-২০১১।পুরোনো মামলা নিষ্পত্তিতে ব্যতিক্রমী উদ্যোগ।(মানিকগঞ্জ) জেলা জজ মুহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়ের করা বিচারাধীন ৭৬টি মোকদ্দমা চিহ্নিত করা হয় এবং এগুলো নিষ্পত্তিতে বিদ্যমান বাধাগুলো দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিচারক আইনজীবীদের মধ্যে সরাসরি মতবিনিময়ের ব্যবস্থা করা হয়।…………. কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে ১৯৬৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত করা সব মোকদ্দমা যথাযথ মামলা ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। ……….মানবজমিন মে ২০১৪মামলা নিষ্পত্তিতে মডেল ময়মনসিংহ জেলা জজকোর্ট …………বর্তমান জেলা দায়রা জজশিপ জেলা আইনজীবী সমিতি যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করায় গত আড়াই বছরে ৫১ হাজার ৩৭৬টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর জন্য সরকারি কোষাগারের কোন অর্থ ব্যয় হয়নি।……( বর্তমান জেলা দায়রা জজ জনাব মুহাম্মদ নুরুল হুদা)।

 Prothom Alo২৬-১১-২০১৩।জীবনের সুবাস পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি।

জামালপুর ও মৌলভীবাজারের পুলিশ সুপারের(এসপি)বদান্যতা ও আন্তরিকতায় কথিত নিহত ও গুম হওয়া কাজের মেয়ে জীবিত উদ্ধার হয়।মানবজমিন ২৪-০২-২০১৪:জামালপুরে মিথ্যা মামলায় মাস ২২ দিন হাজতবাসের পর মুক্ত হলেন স্বামী-স্ত্রী।… …কারাগার থেকে মুক্ত হয়ে সজনী পুলিশ সুপারের পা জড়িয়ে ধরে মহান আল্লাহ্ কাছে দুই হাত তুলে দোয়া করেন। আল্লাহ্দেশে যেন তার মতো পুলিশ অফিসার  ঘরে ঘরে জন্ম হয়।…

Technical & Legal Wing   Corruptionwatch123@yahoo.com 



__._,_.___

Posted by: Abdul Mannan <mannanabdul56@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ফিরে দেখা পঁচাত্তর :‘আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি’



ফিরে দেখা পঁচাত্তর

'আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি'

মহিউদ্দিন আহমদ | আপডেট: প্রিন্ট সংস্করণ

গতকালের পর
বঙ্গবন্ধুর তিন খুনি— ফারুক, রশিদ ও নূর চৌধুরী

শেখ মুজিবের হত্যাকাণ্ডের আকস্মিকতায় অনেকেই হতবুদ্ধি হয়ে পড়লেও সশস্ত্র বাহিনীর মধ্যে তেমন উত্তেজনা লক্ষ করা যায়নি। হুদা বাতেনকে বলেছিলেন, এ রকম একটা ঘটনা দু-একটি ব্যতিক্রম ছাড়া সবার কাম্য ছিল। শুধু দুটো বিষয়ে তাঁদের অনেকের অজ্ঞতা ছিল। প্রথমত, ঘটনাটি কবে ঘটানো হবে এবং দ্বিতীয়ত, শেখ মুজিবকে হত্যা করা হবে কি না। রশিদ-ফারুকের পরিকল্পনায় এই অভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা সবাই হত্যা পরিকল্পনার কথা জানতেন না।
মেজর নুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। পরে তিনি সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত হন। সিরাজ শিকদারের নিহত হওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ হন। ১৫ আগস্টের কয়েক দিন পর সর্বহারা পার্টির কয়েকজন নেতা কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে একটা বাসায় সন্ধ্যাবেলা বৈঠক করেন। তাঁদের মধ্যে ছিলেন লে. কর্নেল জিয়াউদ্দিন, আকা ফজলুল হক ও মহসীন আলী। তাঁরা নূর ও ডালিমকে ডেকে পাঠান। নূর একাই এসেছিলেন। শেখ মুজিবের পরিবারের সবাইকে হত্যা করার বিষয়ে জানতে চাইলে নূর বলেন, 'ওরা আমার নেতাকে খুন করেছে, আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি।' নূরের উদ্ধত আচরণে এবং নৃশংসতার পরিচয় পেয়ে জিয়াউদ্দিন ক্ষুব্ধ হন।
অনেক দিন পর বনানী ডিওএইচএসে কর্নেল ফারুকের বাসায় ফারুক ও রশিদের সঙ্গে আলাপ করার সময় আকা ফজলুল হককে কর্নেল রশিদ বলেছিলেন: শেখ মুজিবকে রেখে ক্যু করা যাবে কি না, তা নিয়ে আমরা অনেক ভেবেছি। কিন্তু দেখলাম তা সম্ভব নয়। রক্ষীবাহিনীর চিফ ব্রিগেডিয়ার নুরুজ্জামানকে আগেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত হয়। মুজিব পরিবারের অন্য সদস্যদের হত্যা করার কোনো পরিকল্পনা ছিল না। সিদ্ধান্তটি অভিযানে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে নিয়েছিল।
মুজিব হত্যার পরিকল্পনায় বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তাঁদের বাদ দিয়েই এই অপারেশন চালানো হয়। এ রকম একটা 'অ্যাডভেঞ্চারে' শরিক হতে না পেরে তাঁরা মনঃক্ষুণ্ন হয়েছিলেন। এর প্রকাশ ঘটেছিল নভেম্বরে।
কর্নেল তাহের সম্ভবত জানতেন না, ১৫ আগস্ট তারিখটিই অভ্যুত্থানের জন্য নির্ধারিত হয়ে আছে। তবে এ রকম একটা ঘটনা যে ঘটতে পারে, তা তাঁর অজানা থাকার কথা নয়। কোটি টাকার প্রশ্ন ছিল, কবে, কখন? শেখ মুজিবের সরকারকে উৎখাতের জন্য তাহেরের নিজস্ব পরিকল্পনা ছিল। শেখ মুজিবের প্রতি তাঁর ক্ষোভ ছিল অপরিসীম।
তাহের মনে করতেন, 'মুজিব সরকার সেনাবাহিনীর উন্নয়নে চরম অবহেলা দেখিয়েছে এবং রক্ষীবাহিনীর মতো একটা কুখ্যাত আধা সামরিক বাহিনী তৈরি করেছে। তিনি সংশ্লিষ্ট মহলের কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। যুদ্ধের সময় ভারতের সঙ্গে করা গোপন চুক্তির ব্যাপারেও তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছিলেন।
বাহাত্তর সালের নভেম্বরেই এসব ঘটেছিল এবং এ কারণেই লে. কর্নেল জিয়াউদ্দিন এবং তিনি যাঁর যাঁর রাজনৈতিক লাইন বেছে নিয়েছিলেন। অবশ্য তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতেন।' ছিয়াত্তরে তাহের ও অন্যদের বিচারের সময় ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তাহের এসব কথা উল্লেখ করেন।
শেখ মুজিব সম্পর্কে কর্নেল তাহেরের মূল্যায়ন ছিল এ রকম: শেখ মুজিব জনগণের নেতা ছিলেন। এটা অস্বীকার করার অর্থ হবে সত্যকে অস্বীকার করা। চূড়ান্ত বিশ্লেষণে তাঁর ভাগ্য নিয়ন্ত্রণের ভার জনগণের ওপরই বর্তায়। জনগণের জন্য সঠিক পথ হবে জেগে ওঠা এবং প্রতারণার দায়ে মুজিবকে উৎখাত করা। আমার দৃঢ়বিশ্বাস, যে জনগণ মুজিবকে নেতা বানিয়েছে, তারাই একদিন স্বৈরাচারী মুজিবকে ধ্বংস করবে। জনগণ কাউকে ষড়যন্ত্র করার অধিকার দেয়নি।
হুদার সঙ্গে কথাবার্তায় বাতেনের মনে হয়েছিল, তাঁদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। সবাই সবটা জানেন না। যাঁরা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের মধ্যে একটা বিষয়ে ঐকমত্য ছিল। শেখ মুজিবের বিরুদ্ধে তাঁদের সবার ব্যক্তিগত ক্ষোভ ছিল।
আওয়ামী লীগ-বাকশালের বাইরে ওই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল জাসদ। জাসদের প্রধান নেতা সিরাজুল আলম খান তখন দেশে নেই। দলে একাধিক 'কেন্দ্র'। গণবাহিনীর ইউনিটগুলো বিভিন্ন জেলায় মোটামুটি স্বাধীনভাবে কাজ করছে নিজেদের শক্তি-সামর্থে্যর ওপর নির্ভর করে। ঘটনার আকস্মিকতায় সবাই হকচকিত, বিহ্বল। জাসদের মধ্যে যাঁরা ষাটের দশকের রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার বহন করে চলেছেন, ১৫ আগস্টের মতো একটা ঘটনা ঘটতে পারে, এটা তাঁরা কখনো চিন্তা করেননি।
১৫ আগস্ট সকালে ঢাকা নগর গণবাহিনীর অন্যতম সদস্য মীর নজরুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তিতুমীর কলেজের সহসভাপতি কামালউদ্দিন আহমদ, গণবাহিনীর আবদুল্লাহ আল মামুন, ওয়াহিদুল ইসলাম সুটুল ও রতন ধানমন্ডিতে তাজউদ্দীনের বাসায় যান। কামালের বাড়ি ঢাকার কাপাসিয়া থানায়। তাঁর বড় ভাই নৌবাহিনীর প্রাক্তন লিডিং সি-ম্যান সুলতানউদ্দিন আহমদ আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত এবং জাসদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন। তাজউদ্দীনের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল এবং একই এলাকায় বাড়ি বলে তাঁদের মাঝেমধ্যে দেখা-সাক্ষাৎ হতো।
তাজউদ্দীনের বাসায় গিয়ে তাঁরা শুনলেন, তিনি গোসল করছেন। তাঁরা বাইরের ঘরে অপেক্ষা করতে থাকলেন। মিনিট দশেক পর তাজউদ্দীন এলেন। পরনে একটা পায়জামা, গায়ে হাতাওয়ালা গেঞ্জি। সিলিং ফ্যানের নিচে দাঁড়িয়ে দুই হাতের আঙুল দিয়ে ব্যাকব্রাশের মতো ভঙ্গিতে চুল থেকে পানি ঝরাচ্ছিলেন। পানির ঝাপটা কামালের চোখে-মুখে এসে লাগছিল।
তাজউদ্দীন উত্তেজিত হয়ে বলতে থাকলেন, 'বোকার দল লাল বাহিনী বানায়, নীল বাহিনী বানায়। কোনো বাহিনী তাঁকে বাঁচাতে পারল?'
বাচ্চু বললেন, 'আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।' তাজউদ্দীন বললেন, 'কোথায় যাব? কেন তোমাদের সঙ্গে যাব?' বাচ্চু বারবার বলছিলেন, 'যেতেই হবে।'
তাজউদ্দীন বললেন, 'এটা কারা করল? রাইটিস্টরা না লেফটিস্টরা? লেফটিস্টরা হলে আমাকে আর জীবিত রাখবে না।' লেফটিস্ট বলতে তিনি পিকিংপন্থীদের বোঝাচ্ছিলেন। বাচ্চুর কথার জবাবে তিনি বললেন, 'সিরাজ কোথায়? ও যদি বলে তাহলে যেতে পারি। তাকে নিয়ে আসো।' বাচ্চু বেরিয়ে গেলেন। আধঘণ্টা পর তিনি ফিরে এসে জানালেন, সিরাজুল আলম খান কোথায় আছেন, তা জানা যায়নি। বাচ্চু জানতেন না, তিনি দেশে নেই। অগত্যা তাজউদ্দীনকে ছাড়াই তাঁরা ফিরে এলেন।
তাজউদ্দীনকে কোথায় নিয়ে যাওয়া হবে এবং কেন, এটা বাচ্চু ছাড়া তাঁর অন্য সহযোগীরা জানতেন না। পঁচাত্তরের ২৬ নভেম্বরে ঢাকার ভারতীয় হাইকমিশনে অভিযানের ঘটনায় বাচ্চু নিহত হলে বিষয়টি চাপা পড়ে যায়। এটা আর হয়তো কোনো দিনই জানা যাবে না, কে বাচ্চুকে পাঠিয়েছিল এবং কী উদ্দেশ্যে।
আগামীকাল শেষ পর্ব: বাকশালকে বাদ দিয়ে তাহেরের জাতীয় সরকার?
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য বই জাসদের উত্থান-পতন: অস্থির সময়ের রাজনীতি থেকে নেওয়া অংশবিশেষ।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
mohi2005@gmail.com

http://www.prothom-alo.com/opinion/article/289297/%E2%80%98

Prothom Alo

ফিরে দেখা পঁচাত্তর : 

তাজউদ্দীন খুনিদের প্রস্তাব নাকচ করে দিলেন


মহিউদ্দিন আহমদ | আপডেট: ০০:০৬, আগস্ট ১২, ২০১৪ | প্রিন্ট সংস্করণ                                                                                               পরবর্তী অংশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ


আগামীকাল: নূর বললেন, 'আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি'
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য বই জাসদের উত্থান-পতন: অস্থির সময়ের রাজনীতি থেকে নেওয়া অংশবিশেষ।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
mohi2005@gmail.com

http://www.prothom-alo.com/opinion/article/288475

তাজউদ্দীন-খুনিদের-প্রস্তাব-নাকচ-করে-দিলেন

তাজউদ্দীন-খুনিদের-প্রস্তাব-নাকচ-করে-দিলেন-part-2

Prothom Alo




__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] RE: USA hand is blooded by Muslim brothers and sisters and innocent children's




<< This Hayena has killed 100s of innocent Hefajot Islams supporters...100s of Jamaat and BNP activists in extra-judicial killings. >>

          Who are they aiming at fooling and scaring with this crude lie? Haven't they been slapped on the face by the ICC where they presented their photo-shopped horror-show of video clippings of 5th May, 2013, and their appeal thrown out? We issued a 'White Paper' from the Nirmul Committee countering their concocted lies with strong evidences.

BD-Zindabad wallahs are fading fast, and have turned into "Zinda Bhaaggg" -- 'run with your tail between your legs while you're still alive' . . . [There's a new Pakistani movie with that title, Zinda Bhag]



Date: Tue, 12 Aug 2014 10:30:21 -0400
Subject: Re: USA hand is blooded by Muslim brothers and sisters and innocent children's
From: rashedanam1971@gmail.com
To: bipulnahar@yahoo.com
CC: rezaulkarim617@gmail.com; mohiuddin@netzero.net; nazrulic@gmail.com; khabor24@gmail.com; baainews@yahoo.com; man1k195709@yahoo.com; Bangladesh-Zindabad@yahoogroups.com; farida_majid@hotmail.com; Hindu_Bangladesh@yahoogroups.com; Bangla-Women@yahoogroups.com; unitycouncilusa@gmail.com; guhasb@gmail.com; subirbarua09@yahoo.com; subir.chowdhury@motorola.com; mostofadrgholam@gmail.com; shahdeeldar@gmail.com; farukhchowdhury@gmail.com; alapon@yahoogroups.com; dahuk@yahoogroups.com; tanvirnowaz@yahoo.com; drmasud@hotmail.com; drmohsinali@yahoo.com; farahmina@gmail.com; dr.dipumoni@gmail.com; ershad.hm@gmail.com; asifnazrul@gmail.com; sheikhhasina@hotmail.com; anis.ahmed@netzero.net; akhtergolam@gmail.com; mohiuddinmansur@gmail.com; captchowdhury@yahoo.ca; abman1971@gmail.com; abdul_momen@hotmail.com; nybangla@gmail.com; veirsmill@yahoo.com; news4bangla@gmail.com; wthikana@aol.com; aauniruddho@gmail.com; empannah@hotmail.com; mahmudur@hotmail.com; shahadathossaini@yahoo.com; mgani69@gmail.com; mukto-mona@yahoogroups.com; faisal.anwr@gmail.com; shahadathussaini@hotmail.com; shahdeeldar@yahoo.com; americamyland@gmail.com; abid.bahar@gmail.com; duafinc@yahoo.com; bdmailer@gmail.com; tareque7@gmail.com; syedaslam3@gmail.com; projonmochottar@gmail.com; poplu@hotmail.com; mollaltf@gmail.com; m.a.rashid@massey.ac.nz; shamimmhuq@yahoo.com; subain1@yahoo.com; rfarzana28@gmail.com; manik061624@yahoo.com; news@amadershomoy.com; news@akhonshomoi.com; janakanthanews@gmail.com; editor@thedailystar.net; news@banglanews24.com.bd; charbak_bd@yahoo.com; dchowdhu@sbcglobal.net; farukbd5@yahoo.com; farhadmazhar@hotmail.com; faruquealamgir@gmail.com; zoglul@hotmail.co.uk; ranu51@hotmail.com; udarakash08@yahoo.com; info@dailynayadiganta.com; dinkalnews@gmail.com; info@amardeshonline.com; mannanazad@yahoo.com; syed.aslam3@gmail.com; adnansyed01@gmail.com; adbayazidakkas@gmail.com; futureofbangladesh@yahoogroups.com; nurannabi@gmail.com; khondkar.saleque@gmail.com; srbanunz@gmail.com

Look who is talking? Murderer Sheikh Hanyena and Fascist AL is guilty of doing the same in Bangladesh...
This Hayena has killed 100s of innocent Hefajot Islams supporters...100s of Jamaat and BNP activists in extra-judicial killings. 

Hayena and AL's target was to eliminate all Islam-based political and social groups on India's prescription as they are traditionally not aligned with AL's secular BS. 


2014-08-11 3:50 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:

USA hand is blooded by Muslim brothers and sisters and innocent children's, as of now Bush and B Obama killed more than millions of Muslim civil peoples since Iraq invasion.


Obama Bush both should be in justice for committing genocide and bring then into international court for trial and convict these 2 criminals and hang them under the international war law.


Bun Ki Boon is the helper of all these million civilian killing so he committed the same crime, he should be hanged to along with Bush and Obama.


Best


Bipul KAMAL   


Sent from my iPhone

On Aug 11, 2014, at 9:35 AM, Rezaul Karim <rezaulkarim617@gmail.com> wrote:

This guy is not only the bad apple, but a rotten one in the basket. It's a shame.


2014-08-10 23:24 GMT-04:00 Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>:
Is it like throwing the dead body like Osama ?

---------- Original Message ----------
From: "Mohiuddin Anwar" <mohiuddin@netzero.net>
To: mohiuddin@netzero.net
Cc: bipulnahar@yahoo.com,  nazrulic@gmail.com,  khabor24@gmail.com,  baainews@yahoo.com,  man1k195709@yahoo.com,  Bangladesh-Zindabad@yahoogroups.com,  farida_majid@hotmail.com,  Hindu_Bangladesh@yahoogroups.com,  Bangla-Women@yahoogroups.com,  unitycouncilusa@gmail.com,  guhasb@gmail.com,  subirbarua09@yahoo.com,  subir.chowdhury@motorola.com,  mostofadrgholam@gmail.com,  rashedanam1971@gmail.com,  shahdeeldar@gmail.com,  rezaulkarim617@gmail.com,  farukhchowdhury@gmail.com,  alapon@yahoogroups.com,  dahuk@yahoogroups.com,  tanvirnowaz@yahoo.com,  drmasud@hotmail.com,  drmohsinali@yahoo.com,  farahmina@gmail.com,  dr.dipumoni@gmail.com,  ershad.hm@gmail.com,  asifnazrul@gmail.com,  sheikhhasina@hotmail.com,  anis.ahmed@netzero.net,  akhtergolam@gmail.com,  mohiuddinmansur@gmail.com,  captchowdhury@yahoo.ca,  abman1971@gmail.com,  abdul_momen@hotmail.com,  nybangla@gmail.com,  veirsmill@yahoo.com,  news4bangla@gmail.com,  wthikana@aol.com,  aauniruddho@gmail.com,  empannah@hotmail.com,  mahmudur@hotmail.com,  shahadathossaini@yahoo.com,  mgani69@gmail.com,  mukto-mona@yahoogroups.com,  faisal.anwr@gmail.com,  shahadathussaini@hotmail.com,  shahdeeldar@yahoo.com,  americamyland@gmail.com,  abid.bahar@gmail.com,  duafinc@yahoo.com,  bdmailer@gmail.com,  tareque7@gmail.com,  syedaslam3@gmail.com,  projonmochottar@gmail.com,  poplu@hotmail.com,  mollaltf@gmail.com,  m.a.rashid@massey.ac.nz,  shamimmhuq@yahoo.com,  subain1@yahoo.com,  rfarzana28@gmail.com,  manik061624@yahoo.com,  news@amadershomoy.com,  news@akhonshomoi.com,  janakanthanews@gmail.com,  editor@thedailystar.net,  news@banglanews24.com.bd,  charbak_bd@yahoo.com,  dchowdhu@sbcglobal.net,  farukbd5@yahoo.com,  farhadmazhar@hotmail.com,  faruquealamgir@gmail.com,  zoglul@hotmail.co.uk,  ranu51@hotmail.com,  udarakash08@yahoo.com,  info@dailynayadiganta.com,  dinkalnews@gmail.com,  info@amardeshonline.com,  mannanazad@yahoo.com,  syed.aslam3@gmail.com,  adnansyed01@gmail.com,  adbayazidakkas@gmail.com,  futureofbangladesh@yahoogroups.com,  nurannabi@gmail.com,  khondkar.saleque@gmail.com,  srbanunz@gmail.com
Subject: Col. Taher's historical Commen:&#2468;&#2494;&#2489;&#2503;&#2480; &#2 476;&#2482;&#2503;&#2459;&#2495;&#2482;&#2503;&#2472;, &#2441;&#2458;& #2495;&#2468; &#2459;&#2495;&#2482; &#2476;&#2457;&#2509;&#2455;&#2476 ;&#2472;&#2509;&#2471;&#2497;&#2480; &#2482;&#2494;&#2486; &#2476;&#24 57;&#2509;&#2455;&#2507;&#2474;&#2488;&#2494;&#2455;&#2480;&#2503; &#2 475;&#2503;&#2482;&#2494;
Date: Sun, 10 Aug 2014 18:50:29 GMT

 

তাহের বলেছিলেন, উচিত ছিল বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলা

11 Aug, 2014

সন্ধ্যায় খোন্দকার মোশ্‌তাক আহ্‌মাদ বঙ্গভবনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তাহের উপস্থিত ছিলেন। দু'দিন পর ১৭ই আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জে তাহেরের বাসায় যান পরিস্থিতি সম্পর্কে আঁচ করতে। ১৯৭১ সালে নঈম ১১ নম্বর সেক্টরে তাহেরের সহযোদ্ধা ছিলেন এবং প্রায়ই তার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন। তাহের আক্ষেপ করে নঈমকে বললেন, ওরা বড় রকমের একটা ভুল করেছে। শেখ মুজিবকে কবর দিতে অ্যালাও করা ঠিক হয়নি। এখন তো সেখানে মাজার হবে। উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেয়া। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের প্রকাশিতব্য গ্রন্থে এসব কথা বলা হয়েছে। দৈনিক প্রথম আলোর ঈদ সংখ্যায়- '৭ নভেম্বরের সাত-সতেরো' শিরোনামে বইটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের ছিলেন জাসদের সামরিক সংগঠন বিপ্লবী গণবাহিনীর ফিল্ড কমান্ডার। তিনি সম্ভবত জানতেন না, ১৫ই আগস্ট তারিখটিই অভ্যুত্থানের জন্য নির্ধারিত হয়ে আছে। তবে এ রকম একটা ঘটনা যে ঘটতে পারে তা তার অজানা থাকার কথা নয়। কোটি টাকার প্রশ্ন ছিল, কবে কখন? শেখ মুজিব সরকারকে উৎখাতের জন্য তাহেরের নিজস্ব পরিকল্পনা ছিল। শেখ মুজিবের প্রতি তার ক্ষোভ ছিল অপরিসীম। তাহের মনে করতেন, মুজিব সরকার সেনাবাহিনীর উন্নয়নে চরম অবহেলা দেখিয়েছে এবং রক্ষীবাহিনীর মতো একটা কুখ্যাত আধাসামরিক বাহিনী তৈরি করেছে। তিনি সংশ্লিষ্ট মহলের কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। যুদ্ধের সময় ভারতের সঙ্গে করা গোপন চুক্তির ব্যাপারেও তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। বাহাত্তর সালের নভেম্বরেই এসব ঘটেছিল এবং এ কারণেই লে. কর্নেল জিয়াউদ্দিন এবং তিনি যার যার রাজনৈতিক লাইন বেছে নিয়েছিলেন। অবশ্য তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতেন। ছিয়াত্তরে তাহের ও অন্যদের বিচারের সময় তাহের এসব কথা উল্লেখ করেন। শেখ মুজিব সম্পর্কে তাহেরের মূল্যায়ন ছিল এ রকম: শেখ মুজিব জনগণের নেতা ছিলেন। অস্বীকার করার অর্থ হবে সত্যকে অস্বীকার করা। চূড়ান্ত বিশ্লেষণে তার ভাগ্য নিয়ন্ত্রণের ভার জনগণের ওপরই বর্তায়। জনগণের জন্য সঠিক পথ হবে জেগে ওঠা এবং প্রতারণার দায়ে মুজিবকে উৎখাত করা। আমার দৃঢ় বিশ্বাস, যে জনগণ মুজিবকে নেতা বানিয়েছে তারাই একদিন স্বৈরাচারী মুজিবকে ধ্বংস করবে। জনগণ কাউকে ষড়যন্ত্র করার অধিকার দেয়নি।
১৫ই আগস্ট সকালে মুহসীন হলের ছাত্র নূর মোহাম্মদ ঢাকা নগর গণবাহিনীর উপপ্রধান আবুল হাসিব খানের কাছে ঢাকা নগর গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেনের একটি চিরকুট নিয়ে আসেন। চিরকুটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অফিসে ঢাকা নগর গণবাহিনীর জরুরি সভা হবে বলে উল্লেখ ছিল। সভা শুরু হলে আনোয়ার হোসেন উপস্থিত সবাইকে বলেন, 'ভাইজান (লে. কর্নেল আবু তাহের) সকালে রেডিও স্টেশনে গিয়েছিলেন। তিনি মেজর ডালিমকে বকাঝকা করে বলেছেন, '... এর মেজর হয়েছ। এখন পর্যন্ত একটা মার্শাল ল' প্রক্লেমেশন ড্রাফট করতে পারলে না। জানো কাল ইউনিভার্সিটিতে কারা বোমা ফাটিয়েছিল? দে আর মাই বয়েজ।' লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের মেজর রশিদের অনুরোধে সকাল নয়টায় ঢাকা বেতার কেন্দ্রে যান। সেখানে তিনি খোন্দকার মোশ্‌তাক আহমদ, তাহের উদ্দিন ঠাকুর, মেজর ডালিম ও মেজর জেনারেল খলিলুর রহমানকে দেখতে পান। তার পরামর্শে ডালিমরা সশস্ত্র বাহিনীর তিন প্রধানকে বেতার ভবনে নিয়ে আসেন অভ্যুত্থানকারীদের পক্ষে বিবৃতি দেয়ার জন্য। তিনি খোন্দকার মোশ্‌তাককে পাঁচটি প্রস্তাব দেন। প্রস্তাবগুলো ছিল: ১. অবিলম্বে সংবিধান বাতিল করতে হবে; ২. সারা দেশে সামরিক আইন জারি এবং এর প্রয়োগ করতে হবে; ৩. দল-মত-নির্বিশেষে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে; ৪. বাকশালকে বাদ দিয়ে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করতে হবে; ৫. অবিলম্বে একটি গণপরিষদ তথা পার্লামেন্টের জন্য সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সামরিক শাসন জারির দাবি ছিল তাহেরের একান্ত নিজস্ব।
উৎসঃ   মানব জমিন
 
____________________________________________________________
NetZero now offers 4G mobile broadband. Sign up now.


____________________________________________________________
$3M Dream Home Giveaway
Submit free entry to win it, courtesy of Publishers Clearing House.
pchdreamhome.com




__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___