Banner Advertiser

Sunday, July 9, 2017

[mukto-mona] ভারত : পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা ছড়াতে মরিয়া বিজেপি



ভারত

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা ছড়াতে মরিয়া বিজেপি

সায়নদেব চৌধুরী
১০ জুলাই ২০১৭, ০০:২৩
প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট দ্রুতই বদলে যাচ্ছে। এ বছরের এপ্রিল মাসের শুরুর দিকে বিজেপি পশ্চিমবঙ্গে রাম নবমী অনুষ্ঠান পালন করে, পশ্চিমবঙ্গে যে অনুষ্ঠানের একেবারেই চল নেই। এর মধ্য দিয়ে তারা এক বিষাক্ত হিন্দুত্ব ছড়িয়ে দিল। সেদিন তারা তরুণদের হাতে তরবারি ও ছোরা দিয়ে রাজ্যের বিভিন্ন শহর ঘোরাল। এটা ছিল নির্লজ্জতার চরম পরাকাষ্ঠা। এর মধ্য দিয়ে এই বিশ্বাসও ভেঙে গেল যে আরএসএস মুসলিমবিরোধী হিন্দুত্ববাদী প্রচারণা শুধু সামাজিক মাধ্যমে সীমিত রাখবে। তবে রাম নবমীতে যে শক্তির মহড়া হয়ে গেল, তা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা এক সংগঠিত ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কর্মসূচির অংশ ছিল, যার মধ্য দিয়ে স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলোর কাছ থেকে সম্পদ পাচ্ছে, যা শেষ হওয়ার নয়।

পশ্চিমবঙ্গে যে শুধু বিজেপি নোংরা খেলা খেলছে তা নয়, স্থানীয় ইসলামপন্থীরাও মাঠে নেমেছে। নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নে তারা মুসলমানদের শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানহীনতার ইস্যু কাজে লাগাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের কারণে কখনো কখনো বিস্ফোরণমুখর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যে সম্প্রতি ঠিক তেমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফেসবুকে এক নীতিগর্হিত মন্তব্যের জেরে বাংলার চব্বিশ পরগনা জেলায় যে দাঙ্গা লাগল, সেটার প্রত্যক্ষ কারণ হলো, ইসলামপন্থীরা রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে অবাধে চরমপন্থার বিস্তার ঘটাতে পারছে। গত কয়েক মাসে বাংলার বিভিন্ন জেলায় যেসব বিক্ষিপ্ত দাঙ্গা হয়েছে, এই দাঙ্গা তার ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন—উত্তরের মালদা থেকে কলকাতার নিকটবর্তী ধুলাগড় পর্যন্ত। একটা ব্যাপার ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে, এসব হঠাৎ করে ঘটছে না। এগুলো একদম হিসাব ও সমন্বয় করে ঘটানো হচ্ছে, এখানে উভয় পক্ষের পাল্টাপাল্টি উসকানি আছে। ফলে অনিবার্যভাবে সহিংসতা, অগ্নিসংযোগ, সম্পদনাশ ও সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সমাজ আরও বিভক্ত হয়ে পড়ছে।

পশ্চিমবঙ্গ অনেক দিন ধরেই ডানপন্থীদের নজরে আছে, যার কারণ অনুমেয়। ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে বহুকাল ধরে পশ্চিমবঙ্গে বিপুলসংখ্যক মুসলিম জনসংখ্যার বাস। ফলে হিন্দু রাষ্ট্রের ধারণা যতই বিকৃত শোনাক না কেন, পশ্চিমবঙ্গ ছাড়া তা পুরোপুরি বাস্তবায়িত হবে না। মুসলিম অন্ধবিশ্বাসের এক স্থানীয় ভাষ্য এই বিকৃত তত্ত্ব শক্তিশালী করছে। কিন্তু এই মেরুকরণের আরেকটি সূক্ষ্ম কারণ আছে।

কেরালার সঙ্গে পশ্চিমবঙ্গও আধুনিক যুগে ইউরোপীয় মিশনারি ও ভ্রমণশীল মানুষের আগমনের প্রথম জায়গা ছিল। ফলে এই দুটি রাজ্য বহির্বিশ্বের চিন্তার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। গত ১৫০ বছরে ভারতের বুদ্ধিবৃত্তির বড় জোগানদাতা ছিল এই দুটি রাজ্য, যেটা আধুনিক ভারতীয় জাতিরাষ্ট্রের ভিত্তি নির্মাণ করেছে। আরএসএসের একগুঁয়ে বুদ্ধিবৃত্তি এবং ইউরোপীয় আলোকায়নের প্রতি ঘৃণার লক্ষ্যবস্তু হচ্ছে এই আদর্শ। ফলে আরএসএসের কৌশলী 'ভারত' ধারণার শিকড় গভীরে প্রোথিত করার জন্য এই দুটি রাজ্যের বৃহৎ প্রতীকী মূল্য আছে, তা সে যতই অনুদার বা অবৈধ হোক না কেন। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ দখল শুধু কাঙ্ক্ষিতই নয়, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।

ইসলামপন্থীরা দেখেছে, পশ্চিমবঙ্গ তাদের পাল্টা অভিযোগের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু বিজেপি যেভাবে দখলদারির পরিকল্পনা করছে, তাতে ধাঁধায় পড়ে যাচ্ছি। প্রথমত, পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই সুশাসনের অভাব রয়েছে; সেখানে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিল্পায়ন, অবকাঠামো, স্বাস্থ্য ও দুর্নীতির মতো জনহিতকর ইস্যু রয়েছে, যেগুলো আমলে নিতে হবে। ফলে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে উঠতে হলে যৌক্তিকভাবেই এসব ইস্যু সামনে আনতে হবে।

দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক করাটা খুব সহজ হবে না, যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। সহজ হবে না কারণ, এখানকার অধিকাংশ গণপ্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, গণমাধ্যম ও বিচার বিভাগ ধর্মনিরপেক্ষতা ও তথ্যসমৃদ্ধ বিতর্কের দীর্ঘ ইতিহাসের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাস ভারতের অধিকাংশ অঞ্চলের মতো গত এক শতক কালে নানা বিচ্যুতির সময়ও অটুট থেকেছে। এই সংস্কৃতি ও খাদ্যাভ্যাসে নানা প্রভাব রয়েছে।

শেষতক, ১৯৪০-এর নির্মম দাঙ্গা এবং ১৯৬০ ও ১৯৭০-এর দশকের শান্ত সময়েও পশ্চিমবঙ্গ নির্লজ্জ সাম্প্রদায়িকতার দিকে ধাবিত হয়নি। যদিও পশ্চিমবঙ্গে ভারতের সবচেয়ে রক্তাক্ত ও নির্মম সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এ প্রশ্ন করাই যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢোকার জন্য আরএসএস বা বিজেপি সুশাসনজনিত ইস্যু না ধরে সাম্প্রদায়িক পথ ধরল। উত্তর ভারতীয় হিন্দুত্ববাদী রীতি জোরপূর্বক চালুর চেষ্টা করে তারা কী অর্জন করবে? তাদের এই আত্মবিশ্বাসের কারণ কী?

সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে অল্প আয়াসেই কিছু অর্জন করা সম্ভব। অন্যান্য রাজ্যের সফলতায় বলীয়ান হয়ে রাজ্য বিজেপি উৎপাত শুরু করেছে। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে কর্মসংস্থানের অভাব ও নিরাপদ জীবনযাত্রার নিশ্চয়তা নেই, সেখানে মানুষকে এক বেলা খাবার দিলে বা কিছু অতিরিক্ত টাকা দিলে বিপুলসংখ্যক বেকারকে দলে ভেড়ানো যাবে। এখন পর্যন্ত এরাই মাঠের সৈনিক হিসেবে কাজ করছে। তবে কিছু জায়গা বাদে অন্য কোথাও এই জঙ্গি মনোভাবাপন্ন মানুষের বড় সমাবেশ ঘটানো যাবে না।

সমস্যাটা সংখ্যা নিয়ে নয়, শহুরে মধ্য আয়ের পুরুষ বাঙালি শরণার্থীদের কাছ থেকে তারা যে মৌন সমর্থন পাচ্ছে, সেটাই সমস্যা। সমর্থন ভিত্তির কারণে যারা বাংলা বলে (বাম, কংগ্রেস বা তৃণমূল) আর যারা বলে না (জাতীয়তাবাদী), তাদের মধ্যকার পুরোনো বিভাজন কমে আসছে। সম্প্রতি সাবেক কিছু বামপন্থী বিজেপিকে সমর্থন দিয়েছেন। অন্যদের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস 'মন্দের' প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছে, আর বামদের শূন্যস্থানটা পূরণ করবে বিজেপি। শেষমেশ স্থানীয় ওয়াহাবিরা মানুষকে ভয় দেখাচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে তাদের সম্পর্ক কুয়াশাচ্ছন্ন, যার বদৌলতে এরা সীমান্তবর্তী জেলায় প্রভাব বিস্তার করতে পারছে। এই দলগুলো হয় বিজেপির ফাঁদে পা দিচ্ছে, না হয় পশ্চিমবঙ্গের এক অংশে ইসলামি ঝান্ডা গাড়ার চেষ্টা করছে।

দুভাবেই মানুষ ক্রমে ধরে নিতে শুরু করেছে, বিজেপি পশ্চিমবঙ্গের জাতীয় রূপ সংহত করবে এবং এই উন্মাদ ওয়াহাবিদের দু-একটা শিক্ষা দেবে। এসব তুলনামূলকভাবে নতুন ঘটছে। বছরের পর বছর ধরে রাজ্যের বুদ্ধিবৃত্তিক ও বাণিজ্যিক সম্পদ অগ্রাহ্য করার কারণে এমনটা ঘটছে। কিন্তু সম্ভবত সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বছরের পর বছর ধরে বাম শাসন ও জনসমর্থন থাকলেও তারা ভোটারদের গণতান্ত্রিক জনগণে রূপান্তরিত করতে পারেনি, যারা শিক্ষা, যুক্তি ও সহমর্মিতা দিয়ে শাসনকাঠামো বেছে নিতে পারে।

সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিক্রিয়ায় রাজ্য যা করেছে, তা বোধগম্যই ছিল। প্রাথমিকভাবে তারা গণমাধ্যমকে বিপন্ন এলাকায় ঢুকতে দেয়নি। এরপর যখন তারা কোণঠাসা হয়ে পড়েছে, তখন অশালীনভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক হাঙ্গামার পর মমতা ব্যানার্জি গভর্নরকে দোষারোপ করেছেন, কারণ তিনি সহিংসতা সামাল দেওয়ার মতো দলগত পরামর্শ দিয়েছেন।

পুলিশ অন্য সময় সাধারণত ক্ষিপ্রতার সঙ্গে বল প্রয়োগ করে, কিন্তু ধর্মীয় জঙ্গি বাহিনীর ক্ষেত্রে তাদের মধ্যে সংশয় দেখা যায়। এ ছাড়া তৃণমূল কংগ্রেস ২০১১ সাল থেকে তেমন গুরুতর বিরোধী দলকে মোকাবিলা করছে না। এর সঙ্গে তারা একরকম ধাতস্থ হয়ে গেছে। কিছু সফলতা সত্ত্বেও মমতার সরকার দুর্নীতির আলো-আঁধারিতে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক শূন্যতার মধ্যে অনায়াসে খেলে বেড়াচ্ছে (অনেকটা মোদির মতো)। মমতার কর্মকাণ্ডের গুরুতর তদন্ত ও শক্তিশালী বিরোধী কণ্ঠ উঠে এলে তাঁর পতন শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের শাসন কেমন হবে এবং আগামী দিনে তাকে কোন প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে, এটাই তা নির্ধারণ করে দেবে।

এই মুহূর্তে বড় রাজনৈতিক পরিবর্তন হবে এমনটা বলার সময় আসেনি। সম্ভবত, পুরোনো ছাইভস্ম থেকে নতুন বামের উদয় হবে, যদিও তা হওয়ার জন্য একাধারে বেশ কিছু সাহসী ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এখনো আশা আছে, পশ্চিমবঙ্গের নাগরিকেরা ঐতিহ্যগতভাবে আবারও একসময় প্রতিরোধ গড়তে শুরু করবেন। কিন্তু তৃণমূল ভুল করতে থাকলে এবং বামেরা বিপদগ্রস্ত থেকে গেলে বিজেপিই বড় দানটা মারবে। পশ্চিমবঙ্গ শুধু সীমান্তবর্তী ও জনবহুল রাজ্য নয়, এটি এখন সমস্যাগ্রস্তও বটে।

অন্য কথায়, পশ্চিমবঙ্গে হিন্দুত্ব বিস্তারের পথে এসব ঐতিহাসিক ও সামাজিক প্রতিবন্ধকতার পর যদি বিজেপি নিকট ভবিষ্যতে বিজয়ী হতে পারে, তাহলে ধরে নিতেই হবে, পশ্চিমবঙ্গের রক্ষা করার মতো কিছু নেই—কখনোই তেমন কিছু ছিল না।

অনুবাদ: প্রতীক বর্ধন দ্য ওয়্যার ডট ইন থেকে নেওয়া (ঈষৎ সম্পাদিত)।

সায়নদেব চৌধুরী: ভারতীয় লেখক। 

 

http://www.prothom-alo.com/opinion/article/1244601/পশ্চিমবঙ্গে-সাম্প্রদায়িকতা-ছড়াতে-মরিয়া-বিজেপি


Why Is the BJP Communalising West Bengal Instead of Offering It Good Governance?

West Bengal North 24 Parganas

Three battalions of paramilitary forces were sent to West Bengal's North 24 Parganas on Tuesday in the wake of communal clashes. Credit: IANS

The political locus of Bengal is rapidly shifting. In early April this year, the BJP used Ram Navami – an obscure festival in the local calendar – to flaunt a toxic brand of Hindutva, arming the children and youth with swords and knives, and making them march across Bengal's towns. It was a show of outright brazenness, pulverising the belief that many had that the RSS would confine its Muslim bashing-Hindutva campaign to social media mobilisation. However, the Ram Navami show of strength was not an isolated moment in Bengal. It was part of an organised and well-funded programme through which local Hindutva factions have been receiving undiminished resources from the RSS and its ilk.   ............

Read more at: https://thewire.in/154936/bjp-west-bengal-communalisation/

সম্পর্কিত বিষয় :

বাংলাকে গুজরাত বানাও, তেলঙ্গানা থেকে উস্কানি বিজেপি বিধায়কের

সংবাদ সংস্থা

৯ জুলাই, ২০১৭, ১৪:৩৯:৫১
|
শেষ আপডেট: ৯ জুলাই, ২০১৭, ১৪:৫২:৩৩

RAJA SING LODH

হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ। -ফাইল চিত্র।




বাংলাকে গুজরাত বানাও, তেলঙ্গানা থেকে উস্কানি বিজেপি বিধায়কের





                                                                    


                                                                






__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {PFC-Friends} Re: Artesean murder were in altruistic love with hurporee





Many may not know but Emperor Aurangzeb did the same many a times.
 
JH 512-669-5248




Abdul Mannan and Narayan Chandra Das shared a link.

www.anandabazar.com
হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণু যখন সুদর্শন চক্র ছুড়ে শিবের কাঁধে সতীর দেহ টুকরো করে ফেলেন, দেবীর কিরীটকণা বা মুকুটের টুকরো উড়ে গিয়ে পড়েছিল নবগ্রামে। সেখানে ওই মন্দির। হাজার বছরেরও বেশি আগে কে প্রথম সেটি তৈরি করেছিলেন, তা অজানা।



হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণু যখন সুদর্শন চক্র ছুড়ে শিবের কাঁধে সতীর দেহ টুকরো করে ফেলেন, দেবীর কিরীটকণা বা মুকুটের টুকরো উড়ে গিয়ে পড়েছিল নবগ্রামে। সেখানে ওই মন্দির। হাজার বছরেরও বেশি আগে কে প্রথম সেটি তৈরি করেছিলেন, তা অজানা। তবে রানি ভবানী এক সময়ে এর রক্ষণাবেক্ষণ করেছেন বলে জানা যায়। প্রায় ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটি উনবিংশ শতকে নতুন করে গড়েন লালগোলার মহারাজা দর্পনারায়ণ।
মন্দিরের জমিদাতাদের নাম।
এখন অরুণাভ, পঙ্কজ, বাপির সঙ্গে মন্দির প্রাঙ্গণ সাফসুতরো রাখেন হাবিব, নাসির, আব্দুসরা। প্রতি পৌষে মহামায়ার পুজো উপলক্ষে মন্দির চত্বরের বিঘা দশেক এলাকায় মেলা বসে। মেলা কমিটির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও বাপি ঘোষ একযোগে বলছেন, ''পুজোয়, ইদে, মহরমে, বিয়ে-শ্রাদ্ধে এই তল্লাটের হিন্দু, মুসলমান ও সাঁওতালেরা এক সঙ্গে আনন্দ করেন।''
জগদ্ধাত্রী পুজোর সময়ে ভোগ রান্নাই হয় না জবর শেখ, রাজেশ শেখ, মতি শেখ, চিমু শেখ, আমিরুল ইসলাম, সাদেক মণ্ডলদের দান করা চাল, মুগ ডাল, তেল-মশলা ছাড়া। জমিদাতা হাবিব শেখ বলেন, ''আমার দেওয়া পেল্লায় রুই, কাতলা আর শোল মাছ ছাড়া নবমী-দশমীর ভোগই হয় না!''
সহাবস্থানের এই ইতিহাস কিন্তু আজকের নয়। ১২০ বছর আগে প্রকাশিত 'মুর্শিদাবাদ কাহিনী' গ্রন্থে নিখিলনাথ রায় লিখেছেন, ''নবাব মীরজাফর খাঁ তাঁহার প্রিয় ও বিশ্বাসী মন্ত্রী মহারাজা নন্দকুমারের অনুরোধে অন্তিম সময়ে কিরীটেশ্বরীর চরণামৃত পান করিয়া চিরদিনের জন্য নয়ন মুদ্রিত করিয়াছিলেন।''
মন্দিরের কাছেই এ দিন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিলেন সিরাজুল, হাবিব, বাপিরা। বসিরহাটের ঘটনা শুনেছেন তো? কথাটা তোলা মাত্র হইহই করে ওঠেন সকলে— ''এটা মানুষের কাজ নাকি? বিচারবুদ্ধিহীন কেউ যদি একটা বাজে কাজ করেও, তার জন্য সকলে মারামারি-কাটাকাটি করতে হবে? আমরা তো ভাই ভাবতেই পারি না!'' 
ছবি: গৌতম প্রামাণিক।

 
হিন্দু পুরাণ অনুযায়ী, বিষ্ণু যখন সুদর্শন চক্র ছুড়ে শিবের কাঁধে সতীর দেহ টুকরো করে ফেলেন, দেবীর কিরীটকণা বা মুকুটের টুকরো উড়ে গিয়ে পড়েছিল নবগ্রামে। সেখানে ওই মন্দির। হাজার বছরেরও বেশি আগে কে প্রথম সেটি তৈরি করেছিলেন, তা অজানা।
ANANDABAZAR.COM




From: Sitangshu Guha <guhasb@gmail.com>
Sent: Saturday, July 8, 2017 8:57 PM
To: pfc
Cc: bangladesh-progressives@googlegroups.com; Khoniker Othithee; Mohammed Shoaib; GT International; Mohiuddin Anwar; nabdc@googlegroups.com; la-discussion@googlegroups.com; mgani69@gmail.com; rashedanam1971@gmail.com; zoglul@hotmail.co.uk; ranu51@hotmail.com; jukhan@gmail.com; rezaulkarim617@gmail.com; nazir0101@gmail.com; kazi4986@yahoo.com; shahadathussaini@hotmail.com; farida_majid@hotmail.com; zainul321@yahoo.com; sakhter1015@gmail.com; neawamileague@gmail.com; ne_awamileague@yahoo.com; farhadmazhar@hotmail.com; shahdeelder@gmail.com; bdmailer@gmail.com; aleem53@yahoo.com; bangladeshiamericans@googlegroups.com; smargoob@yahoo.com; nafisanoorahmed@yahoo.com; mbimunshi@gmail.com; msahmed21@yahoo.co.uk; saokot_nccbl@yahoo.com; captchowdhury@yahoo.ca; jamilchowdhury13@yahoo.co.uk; nazrulislampbl@gmail.com; pfc-friends+noreply@googlegroups.com; lituk@outlook.com; quazinuru@yahoo.com; jhelali2000@yahoo.com; druhfarida@gmail.com; farahmina@gmail.com; amsmel@aol.com; abahar.canada@gmail.com; alapon@yahoogroups.com; bdpana@yahoogroups.com; alochona@yahoogroups.com; tareque7@gmail.com; tamannak2013@gmail.com; ovimot@yahoogroups.com; zahidhassan_2000@yahoo.com; bnp.newengland@yahoo.com; khondkar_karim@uml.edu; mfariha123@aol.com; mgsmibrahim@gmail.com; atlanticmarinecanada@gmail.com; editor@thedailystar.net; serajul7@gmail.com; mukto-mona@yahoogroups.com; mohammedislam1256@gmail.com; mostofadrgholam@gmail.com; tanvirnowaz@yahoo.com; qamruddinc@yahoo.com; bazlul@yahoo.com; md.uddin@comcast.net; bangla-vision@yahoogroups.com; chaudhuri.wasim@gmail.com; akabir60@yahoo.com; farzana.ahmed48@yahoo.com; americamyland@gmail.com; khondkar.saleque@gmail.com; akhtergolam@gmail.com; noa@agni.com; delwar71@hotmail.com; em.pannah@americatech.us; asifraih@gmail.com; drmohsinali@yahoo.com; quamrul.hassan01@gmail.com; nurannabi@gmail.com; alaldulal@aol.com; anis.ahmed@netzero.net; bamandas_basu@yahoo.com; rajakhan33@hotmail.com; apurba01@gmail.com
Subject: Re: {PFC-Friends} Re: Artesean murder were in altruistic love with hurporee
 

On Thu, Jul 6, 2017 at 9:26 AM, Sitangshu Guha <guhasb@gmail.com> wrote:
বিকেলের হাসিঃ
বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলায় রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে এক স্থানীয় সাংসদ নেতা স্টেজে উঠেছেন বক্তৃতা দিতে। রবীন্দ্রনাথ সম্বন্ধে ওনার পরিস্কার কোনো ধারণাই ছিলো না। তিনবার পরীক্ষা দিয়ে টেনটুনে এসএসসি পাস
কিন্তু স্টেজে যখন ডাকা হয়েছে,বেচারা কিছু না বলেও পারেন না।এরপর ভাঙা ভাঙা স্থানীয় ভাষায় উনি যা বললেন,তা হলোঃ
রবীন্দ্রনাথ টাখুর, বড়ই বালা খবি আসলায়, তার খবিতা ফড়িয়া ছুককে ফানি আসি যার - এই খানে তুর দাদির খবর ডালিম গাছর নিসে - আঃহা খান্দে যারে যার!!
তাইন বড়ো ফোরহেজগার আসলায়, মক্কা শরিফও গিয়া হজ কোর্সিন, ফাস ওয়াক্ত নামাজ ফোরতায় রবীন্দ্রনাথ টাখুর!
তাইন আবার আমরার তাহেরউদ্দিন টাখুরের ফুফার ঘরের ফুয়া!  শুনে দর্শকরা প্রায় অজ্ঞান।
আর সাংসদ ভাবলেন রবী টাখুর সম্পর্কে তিনি যে ভাষণ দিলেন, জনগন স্তম্ভিত হয়ে শুনছিল পিনপতন নিঃস্তব্ধতায়। নিজেকে নিজেই ধন্যবাদ দিলেন একাধিকবার।।
(সহায়তায় মামুন ভাই)
Courtesy: সাইফ রাজু

Sent from my iPhone

On Jul 6, 2017, at 9:14 AM, DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

A quick masturbation might have given them instant gratification but that would have been sinful act by heaven's law?

On Thu, Jul 6, 2017 at 12:12 AM, Khoniker Othithee <khoniker.othithee@yahoo.com> wrote:
Notion of hurpuree was long there. long before advent Islam. So called conquer Alexander also used that to recruit for his army. When he surrounded the Punjab city present Lahore, many of his leutinent were reluctant to cross ragging jehelum river. To motivated his soilder , he told his soilder, if risk crossing  they will be in the city only Whur/whore  (beautiful young women), he referred that place as la hore. That changed the mind of his army. When they conquered he contacted malaria. Some thought, that was for curse of lying about abundance of Whur in that town.

Though Islam don't promised any such Whur puree, but that is the biggest incentive for young men to go jihad and kill whom their boss tell them. Dangling whurpuree to recruit kafirs for invading became successful, preach is became secondary. Whur puree for recruiting started after the death of Abu Baker.

The promise of whurpuree works like drugs on weak mind. Those are not in for that, are shame into work for them.

The behaviour of Artesean killer were that of drug fuel rage of drenched lover. Those who cannot refute whurpuree are unwittingly follower of Alexander .

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+ unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@ googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/ optout.



--
Sitanggshu Guha



Virus-free. www.avg.com


__._,_.___

Posted by: javed helali <jhelali2000@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: বাংলাকে গুজরাত বানাও, তেলঙ্গানা থেকে উস্কানি বিজেপি বিধায়কের



His rhetoric is no different from that of ISIS, except it is now coming from Hindus.

I also know a thing or two about West Bengal. I heard stories after stories of attacks on Hindus by Islamists, and, when that happens, government of WB always chose to go heard on Hindus (victims) in order to control large scale communal riot. This, in turn, emboldened Islamists, and more and more such communal attacks on Hindus kept happening in the WB.  

As always, there is a breaking point for everything, and, by now, communal harmony in WB has reached the breaking point.

2017-07-09 20:52 GMT-04:00 Jamal G. Khan <m.jamalghaus@gmail.com>:

বাংলাকে গুজরাত বানাও, তেলঙ্গানা থেকে উস্কানি বিজেপি বিধায়কের

সংবাদ সংস্থা

৯ জুলাই, ২০১৭, ১৪:৩৯:৫১
|
শেষ আপডেট: ৯ জুলাই, ২০১৭, ১৪:৫২:৩৩
RAJA SING LODH

হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ। -ফাইল চিত্র।

যখন অশান্তির আগুন নিভিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাদুড়িয়া, বসিরহাট- তখন বাংলাকে আর একটা গুজরাত বানানোর উস্কানি দিলেন বিজেপি'র এক বিধায়ক। তেলঙ্গানা থেকে।

টুইটারে দেওয়া একটি ভিডিও ক্লিপে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ বলেছেন, ''বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই  নিরাপদ নন। সাম্প্রদায়িক হিংসায় যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলার হিন্দুদের। ২০০২ সালে গুজরাতে হিন্দুরা যে শিক্ষাটা দিয়েছিলেন। না হলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশ হয়ে যাবে।''

এই কাজে বাংলার হিন্দুদের সাহায্য করতে পারে যারা, হায়দরাবাদের বিজেপি বিধায়ক শুধু সেই সংগঠন 'বেঙ্গল টাইগার্স'-এর নামোল্লেখ করেই থেমে থাকেননি, সেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে তাঁর 'মূল্যবান পরামর্শ'ও দিয়েছেন!

হায়দরাবাদের বিজেপি বিধায়কের পরামর্শ, ''ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক।''

রাজা তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকেও। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। বরং যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরই সাহায্য করছে, করে চলেছে।

রাজার কথায়, ''রাজ্য সরকার (পশ্চিমবঙ্গ) ওদের (সাম্প্রদায়িকদের) সাহায্য করছে। যাঁরা ধর্মনিরপেক্ষ, তাঁদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তাঁরা সুরক্ষিত থাকুন, এটা দেখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মীরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মীরি পণ্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও এক দিন নিশ্চিহ্ন হয়ে যাবেন।''

আরও পড়ুন- বাদুড়িয়া নিয়ে তদন্ত কমিশন গঠন রাজ্যের

লক্ষ্যণীয়, রাজ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, শনিবারই। পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলার সরকারি প্রয়াসও চলছে। ওই ঘটনার রাশ টেনে ধরার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের 'অসহযোগিতা'রও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উস্কানিমূলক মন্তব্যের ব্যাপারে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহের 'রেকর্ড' বেশ ভাল! গত এপ্রিলেই রাজা বলেছিলেন, ''রাম মন্দির নির্মাণে যাঁরা বাধা দেবেন, তাঁদের মাথা কেটে দেওয়া হবে।'



বাংলাকে গুজরাত বানাও, তেলঙ্গানা থেকে উস্কানি বিজেপি বিধায়কের





                                                                    


                                                                






__._,_.___

Posted by: Dristy Pat <dristypat5@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___