Banner Advertiser

Friday, August 18, 2017

[mukto-mona] সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের



সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি  উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের


আমাদের অর্থনীতি :
18.08.2017

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : দেশের সংখ্যালঘুদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে তা কাটানোর জন্য সরকারকে ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ নিতে হবে। ১৯৯০ সাল থেকে শুরু হওয়া নির্যাতন এখনো বন্ধ হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, যে নির্যাতন আজ ২৭ বছর ধরে চলে আসছে বিভিন্ন জায়গায় এই নির্যাতনের ঘটনা এতটা বাড়ত না যদি যথাযথভাবে ব্যবস্থা নেওয়া যেত। অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেত। কিন্তু সেই ব্যবস্থা যথাযথভাবে নেওয়া হয়নি আবার আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও নেওয়া হয়নি। নির্বাচন কমিশনেরও দায়িত্ব ছিল সব নির্বাচনের আগে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা করা যেন তাদেরকে কোনো পক্ষ হুমকি দিতে না পারে। ভারতে সংখ্যালঘুদের সমস্যা চিহ্নিত করা, দেখা ও এর সমাধানের জন্য এই সংক্রান্ত কমিশন ও মন্ত্রণালয় রয়েছে। এখানে তা প্রয়োজন বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।  বিশিষ্ট সাংবাদিক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ২০০১ সালের নির্বাচনের সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। খালেদা জিয়া ক্ষমতাগ্রহণ করার পর গণতান্ত্রিক সরকারের আমলেও তাদেরকে নির্যাতন করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়েও হয়েছে। আগামী নির্বাচনে যেন এর পুনরাবৃত্তি না হয় তা খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নাসিরনগরের ঘটনায় নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই এখনো ভয়ে আছে। কেউ কেউ দেশ ছেড়েছে। কিন্তু এমনটি গণতান্ত্রিক সরকারের আমলে হওয়া উচিত নয়।

তিনি বলেন, সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যেন সংখ্যালঘুদেরকে

কোনো দল ও তাদের নেতাকর্মীরা নির্যাতন করতে না পারে। ভোটদানে বাধ্য করা কিংবা ভোট দান থেকে বিরত রাখতে না পারে। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলাদাভাবে বিবেচনায় নিয়ে আরো বেশি সতর্কতামূলক ব্যবস্থা নেবে। নির্বাচনকালীন ছাড়াও এর পূর্ববর্তী ও পরবর্তী সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ছাড়াও রামু, নাসিরনগরসহ এ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে তাতে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। শাস্তিও হতে হবে কঠিন। যেন ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ না করে।

সিনিয়র আইনজীবী রানাদাস গুপ্ত আমাদের প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস পান্নার কাছে তাদের দাবির কথা তুলে ধরে বলেন, নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতা নিষিদ্ধ করতে হবে। মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ কোনো উপাসনালয়কে নির্বাচনি প্রচার কাজে ব্যবহার করা যাবে না। কোনো সাম্প্রদায়িকমূলক বক্তব্য, বিবৃতি কোনো প্রার্থী কেউ দিতে পারবে না। তা করলে সেই প্রার্থীর প্রার্থিতা তৎক্ষণাৎ বাতিলসহ তাকে অনূর্ধ্ব ১ বছর কারাদ-ের বিধান করে নির্বাচনি আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নির্বাচনের আগেই লঘুদের মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের ঘোষণা দিতে হবে। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী

http://amaderorthoneeti.net/new/2017/08/18/119909/#.WZcoZyiGOUk



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] নির্বাচনের আগে শঙ্কায় দেশ ছাড়ে সংখ্যালঘুরা



আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাইনরিটির মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, অনেকেই বিদেশে যাচ্ছেন : শ্যামল দত্ত
নির্বাচনের আগে শঙ্কায় দেশ ছাড়ে সংখ্যালঘুরা


আমাদের অর্থনীতি :
17.08.2017

নাশরাত আর্শিয়ানা চৌধুরী : আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাইনরিটির মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তারা ভীত হয়ে দেশ ছেড়ে যেতে শুরু করেছেন বলে জানিয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠকেও একই কথা বলেছেন।

এই ব্যাপারে শ্যামল দত্তর কাছে জানতে চাইলে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা শুরু হয় '৯০-এর শুরুতে। এরশাদের সময়ে। এরপর বিএনপির আমলেও নির্যাতনের ঘটনা ঘটেছে। এখনো এই ঘটনা বন্ধ হয়নি। ২০০১ সালেও নির্যাতন হয়েছে, এখনো অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে নাসিরনগরের ঘটনা ও রামুর ঘটনা এই ক্ষেত্রে বড় উদাহরণ। সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পর ওই ঘটনার জন্য আইনিভাবে তেমন অগ্রগতি হয়নি। আবার অপরাধীদের শাস্তিও দেওয়া হয়নি।

তিনি বলেন, একদিকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তি যেমন হচ্ছে না, আবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচন আসলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বাড়ে। এই ধরনের ঘটনা যাতে বন্ধ করা সম্ভব হয় সে ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে।

শ্যামল দত্ত বলেন, ১৯৪৭ সালে এখানে সংখ্যালঘুদের সংখ্যা ছিল মোট জনসংখ্যা ২৯ দশমিক ৫, ১৯৭১ সালে ১৬ ভাগ, এখন ৮.৯ ভাগ। প্রশ্ন হলো দিনে দিনে সংখ্যালঘুদের সংখ্যা কমছে। এটা নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণেই।

শ্যামল দত্ত বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বলেছি, নির্বাচনের সময়ে ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে একপক্ষ বলেছে ভোট দিতে যেতে আর একপক্ষ বলেছে ভোট না দিতে। তাদেরকে ভয়ভীতিও দেখানো হয়েছে। এই অবস্থায় আগামী নির্বাচনেও সংখ্যা লঘুদের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা হচ্ছে তাদের উপর নির্যাতন করা হবে। কিন্তু নির্বাচন কমিশনকে ভোটারদের নিশ্চিন্তে ও নিরাপত্তাবোধ করতে পাওে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এই বিষয়টি কখনো গুরুত্বসহকারে বিবেচনা করে সিদ্ধান্ত নেয় না। তাদেরকে আগামীতে এটা নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘু ভোটাররাসহ সব ভোটার যাতে নিরাপদে ভোট দিতে যেতে পারে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের পক্ষ থেকে রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন, শৈলকুপা থেকে ১২টি সংখ্যালঘু পরিবার আতঙ্কে দেশ ছেড়েছে। নির্বাচনের আগেও আরও অনেক পরিবার আতঙ্কে দেশ ছাড়তে পারে। এই অবস্থায় কটি পরিবার ব্যাংক ছেড়েছে, এটা সমস্যা নয় সমস্যা হলো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেবল নির্বাচনকে কেন্দ্র করেই তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাই নয়, দেশে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে।  সম্পাদনা : হুমায়ুন কবির খোকন

http://amaderorthoneeti.net/new/2017/08/17/119496/#.WZckxCiGOUk





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___