Banner Advertiser

Saturday, November 17, 2012

[mukto-mona] ফ্যাসিবাদী জামায়াতকে যে-কারণে নিষিদ্ধ করা উচিত



মুনতাসীর মামুন

ফ্যাসিবাদী জামায়াতকে যে-কারণে নিষিদ্ধ করা উচিত

নভেম্ভর ১৮, ২০১২

জামায়াতে ইসলামীর কর্মীরা ইদানিং সারাদেশে শক্তির মহড়া দিচ্ছে। পুলিশ সদস্যদের পর্যন্ত বেধড়ক পিটিয়ে ওরা বিশৃঙ্খলা তৈরি করছে। জামায়াতের এ সব কাজকর্মে আমি খুবই আনন্দিত। কারণ দলটি সবসময়ই ফ্যাসিবাদী। পাকিস্তান আমলে কাদিয়ানিদের সঙ্গে দাঙ্গা লাগিয়ে ওদের হত্যা করার জন্য জামায়াত দোষী সাব্যস্ত হয়েছিল। ওদের দলনেতা মওদুদীর তখন ফাঁসির আদেশ হয়েছিল। সৌদী আরবের হস্তক্ষেপে ওরা বেঁচে গিয়েছিল। মওদুদী নিজেও ওভাবেই প্রাণে বেঁচেছেন। এরপর এল একাত্তর। এবারও একইভাবে ফ্যাসিবাদী ভূমিকা নিল দলটি। এ যাত্রাও ওরা বাঁচল সৌদী আরবেরই হস্তক্ষেপে।

বঙ্গবন্ধু-হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এল, তার ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতায় এলেন। সবাই জানেন তিনি কীভাবে জামায়াতে ইসলামীকে পুনর্বাসিত করেছিলেন। অনেকেই বলেন, তিনি 'মুক্তিযোদ্ধা,' স্বাধীনতার ঘোষক।' কিন্তু একটি বিষয় স্পষ্ট যে তিনি যদি একাত্তরে সত্যিকার স্বতঃস্ফুর্ততার সঙ্গে মুক্তিযুদ্ধে যেতেন বা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি তাঁর সত্যিকারের ভালবাসা থাকত তবে এ দেশে জামায়াতকে পুনর্বাসিত করার কাজটা করতে পারতেন না। সবাই জানেন, ১৯৭৮ সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসেন। এর পরের বছর থেকে এ দেশে জামায়াতের রাজনীতি আবার শুরু হয়।

পরে তো জানা গেছে যে, জিয়া আসলে 'পাকিস্তানপন্থী' ছিলেন। যে ঘোষণাটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীরা লিখে দিয়েছিলেন সেটি তিনি পশ্চাদপসারণ করার মুহূর্তে পাঠ করেছিলেন। এভাবে তিনি হয়ে গিয়েছেন 'মুক্তিযুদ্ধের মহানায়ক!'

এরই ফলে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠা জিয়াউর রহমান মৌলবাদী শক্তির পৃষ্ঠপোষকতা দিয়েছেন। একই কাজ করেছেন তার উত্তরসূরী আরেক সেনাশাসক এইচ এম এরশাদ। এই দুই শাসনামলে বাংলাদেশে মৌলবাদী শক্তি পূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়েছে। আমাদের সামরিক শাসক ও সেনাবাহিনী মৌলবাদকে এ দেশের মাটিতে শেকড় গাড়তে সাহায্য করেছে সবসময়ই।

এই জামায়াতে ইসলামীর পক্ষে সবাই কখনও না-কখনও কাজ করেছে। প্রত্যক্ষ-পরোক্ষ দু'ভাবেই। বিএনপি, জাতীয় পার্টি তো বটেই- এমনকী আওয়ামী লীগও ওদের ব্যাপারে নমনীয়তা দেখিয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দিয়েছে তারা। এভাবে জামায়াতের উপকার হয়েছে।

নির্বাচন কমিশন পর্যন্ত জামায়াতকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিয়েছে। আজকে তারা বলছে বিধি সংশোধন না করলে জামায়াতের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। আগের নির্বাচন কমিশনের যারা আজ বড়-বড় কথা বলেন, তারা এ কাজ করতে পারেননি বা চাননি। নির্মূল কমিটির পক্ষ থেকে প্রয়াত কবীর চৌধুরীসহ আমরা ক'জন এবং সেক্টর কমাণ্ডারস ফোরামের নেতারা তখনকার নির্বাচন কমিশনকে বলেছিলাম যে বিধি অনুযায়ী এ দেশে জামায়াতের নির্বাচন করার কোনও সুযোগ নেই। ওরা মিটিমিটি হেসেছেন আমাদের কথা শুনে। তারপর অবৈধভাবে জামায়াতকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়েছেন।

আমি আজ অবাক হয়ে দেখি, এমনকী মিডিয়া পর্যন্ত জামায়াতের পক্ষে কোনো না-কোনোভাবে কাজ করছে। খুব কষ্টও পাই যখন দেখি যে, জামায়াতের নেতাদের 'ভি-চিহ্নিত' হাতের ছবি মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। পত্রিকায় ছাপা হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে। বিচারাধীন এই নেতাদের সবাই বয়োবৃদ্ধ। পলিশের কাঁধে ভর দিয়ে তারা আদালতে আসেন। মিডিয়াতে তাদের এ ধরনের ছবিগুলো প্রকাশিত হলে অনেকের মনে ভিন্ন অনুভূতি তৈরি হতে পারে। মনে হতে পারে যে এ বৃদ্ধদের এভাবে টানাহেঁচড়া করা হচ্ছে কেন! তাদের ভি-চিহ্নিত হাতের ছবি প্রকাশ করা কি খুব জরুরি? তাতেও কি মিডিয়া ওই ঘৃণিত শক্তিকে 'বিজয়ী' হিসেবে তুলে ধরছে না?

আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখুন। সেখানে মাদ্রাসা থেকে পাশ-করা শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। দাখিল-কামিল পরীক্ষায় একজন শিক্ষার্থী ১০০ তে ১০০ বা ৯০ পেয়ে পাশ করছে। ওদিকে সাধারণ স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসএসসি-এইচএসসিতে পাচ্ছে ৬০ থেকে ৭০ নম্বর। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে যেহেতু ভর্তিপরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাশাপাশি এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, তাই ওরা পিছিয়ে পড়ছে। এখন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা বেশি হারে ভর্তি হচ্ছে। আগামীতে এদের সংখ্যা আরও বাড়বে।

আমরা বলছি, হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের গুরুত্ব কমিয়ে দিতে হবে- নয়তো পাবলিক পরীক্ষার নম্বর বাদ দিয়ে শুধু ভর্তিপরীক্ষার ভিত্তিতে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে। কীভাবে কলেজ থেকে আর মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীর মূল্যায়ন সমান হতে পারে?

রাজনৈতিক কারণে বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছিল। আওয়ামী লীগও এটা চালু রেখেছে। এটা খুব আত্মঘাতী একটা ব্যাপার হয়ে গেছে। এই মাদ্রাসা শিক্ষার্থীদের বেশিরভাগই জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক দলের সদস্য। ফলে এরা বিশ্ববিদ্যালয়গুলোকে 'বড় একটা মাদ্রাসা' বানিয়ে ফেলছে। এর জন্য দায়ী আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো।

দুঃখের বিষয়, এখন আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো কিছু গভীরে গিয়ে তলিয়ে দেখতে চায় না। কর্মকর্তারা এখানে-ওখানে আলোচনায় যাওয়া আর সই-স্বাক্ষর দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রেখেছেন।

এ সব নিয়ে বারবার বলা হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বলছি, এ সব ব্যবস্থা পাল্টান। আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য আরও বাড়লে এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর পাশাপাশি তারাও দায়ী হবেন। সৈয়দ আলী আহসান ১৯৭২ সালে বলেছিলেন, 'এ দেশে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া উচিত।' তখন তিনি সাহস করে এ কথা বলতে পেরেছিলেন। যদি তাঁর কথা শোনা হত তবে আজ দেশের শিক্ষাব্যবস্থার এ দশা হত না।

আমি বলব, এ বিষয়ে আদালতও আমাদের প্রতি সুবিচার করছেন না। আমরা তো আদালত কীভাবে চলবে তা বলে দিই না। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কী করবে না-করবে তা বিশ্ববিদ্যালয়েরই সিদ্ধান্ত হওয়া উচিত। এ ব্যাপারে আদালত আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটা রিকোয়ারমেন্ট আছে। সেটা বিবেচনা করা উচিত। আমরা কী বলতে চাচ্ছি সেটা ওদের শোনা উচিত। তারা কেন বলেন না যে, এক দেশে পাঁচ রকম শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না!

মানবাধিকারের কথা যদি বলতে হয়, জামায়াতে ইসলামীর মানবাধিকার কি আমাদের মানতে হবে? আর যদি তর্কের খাতিরে ওভাবে ধরেই নিই, তবে তো বিশ্ববিদ্যালয়ে যে কেউ-ই ভর্তি হওয়ার দাবি করতে পারে। বাছাই কেন করব আমরা?

আমাদের রাজনীতিতে-সমাজে এভাবে জামায়াত-পোষণের ফল হচ্ছে এটাই যে, এখন জামায়াত সদস্যরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তাদের পেটাচ্ছে। রাস্তায আহত হয়ে পড়ে থাকা পুলিশকে মারধর করছে- এ সব আমাদের দেখতে হচ্ছে। আমি এ লেখার শুরুতে বলেছিলাম, জামায়াতের এ সব কাজকর্ম দেখে আমি আনন্দিত। কথাটির ব্যাখ্যা দিচ্ছি। ওদের কাজকর্ম দেখে আশা করি এখন সবাই বুঝতে পারবেন জামায়াত আসলে কী ছিল, আছে বা থাকবে। আর এটাই আমার খুশির কারণ।

এখনকার তরুণ জামায়াত-কর্মীদের দেখে চেনার উপায় নেই যে ওরা জামায়াত। এটাই আমার কাছে সবচেয়ে ভয়ানক বলে মনে হয়। এ যুগের বাচ্চা-জামায়াতীরা রাসুলের সুন্নত মেনে টুপি-দাঁড়ি রাখে না। ইসলামী পোশাক বা পাঞ্জাবি পরে না। তাদের অভিহিত 'নাসারাদের' মতো জিন্সের প্যান্ট বা শার্ট পরে। দাঁড়ি-গোঁফ কামায়। কাঁধে ব্যাগ ঝোলায়। প্রযুক্তিতেও দক্ষ ওরা। সর্বোপরি, একাত্তরের কথা জেনেও ওরা এই দলের রাজনীতিতে যুক্ত হয়েছে। তাই ওরা হবে একাত্তরের জামায়াতের চেয়েও অনেক-অনেক বেশি ভয়ানক।

দেথতে পাচ্ছি, এতদিনে নড়েচড়ে বসেছেন সবাই। জামায়াতের রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে। দেখা যাক কী হয়। আমি শুধু একটা কথাই বুঝি। যে যে ভাষা বোঝে তার সঙ্গে সে ভাষায় কথা বলতে হয়। জামায়াত যদি নাশকতাকে পলিসি হিসেবে নেয় তবে তার সঙ্গে সেভাবেই ট্রিট করতে হবে। জামায়াতীরা ভদ্র ভাষা বোঝে না।

বঙ্গবন্ধু সাহস করেছিলেন। নিষিদ্ধ করেছিলেন জামায়াতের রাজনীতি। দালাল আইনে বিচার করেছিলেন কিছু স্বাধীনতা-বিরোধীর। গোলাম আজমসহ কিছু চিহ্নিত জামায়াতী নেতা ও যুদ্ধাপরাধীর নাগরিকত্বও বাতিল করা হয়েছিল। এমন সাহস করার মতো নেতা বর্তমান আওয়ামী লীগে নেই কেন এ প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। আমি এর উত্তরে একটা কথাই বলব, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয়। এখানে নানা ধরনের লোক আছেন। এই নেতারা নানা সময়ে নানাভাবে সমঝোতা করেছেন, করে যাচ্ছেন। এই নেতাদের কোনো প্রতিশ্রুতি নেই। আর যে সমাজে সবাই দু'নম্বরী কাজে ব্যস্ত সেখানে নেতাদের কাছে বেশি কিছু আশা করা ঠিক নয়। তাদের পক্ষে বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা হওয়া সম্ভব নয়।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তো একা সবকিছু করা সম্ভব নয়। আমরা চেয়েছিলাম যুদ্ধাপরাধীদের একটা রাজনৈতিক বিচার হোক। এই যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করার সাহস দেখিয়েছেন শেখ হাসিনা। এ জন্য আমরা মনে করি, তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।

জামায়াতের সাম্প্রতিক কার্যকলাপের পেছনে বেশ ক'টি কারণ থাকতে পারে। তারা এর মাধ্যমে কয়েকটি 'বাণী' দিতে চাচ্ছে। প্রথমত, যুদ্ধাপরাধের বিচার জামায়াত বা বিএনপি কেউ হতে দিতে চাইবে না। শীর্ষ যুদ্ধাপরাধীদের কয়েকজনের বিচার প্রায় শেষের পথে। ট্রাইব্যুনালের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই কয়েকজনের ব্যাপারে রায় হয়ে যাবে। এ পরিস্থিতিতে জামায়াতের একাংশ ক্ষুব্ধ হযে উঠতে পারে।

দ্বিতীয়ত, নির্বাচন আসছে। সঙ্গত কারণেই জামায়াত শক্তির মহড়া দিচ্ছে। তারা দেখাতে চাচ্ছে যে, তারা একটি শক্তি। তারা এর মাধ্যমে বোঝাতে চাচ্ছে তারা যেভাবে চাইবে সেভাবে সবকিছু হতে হবে। বলতে চাচ্ছে- চীন, ভারত, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো তাদের সমর্থন করছে। তারা তখনই নির্বাচনে অংশ নিতে চাইবে যখন তারা ভাববে যে তারা বিজয়ী হবে।

তৃতীয়ত, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে তারা বুঝিয়ে দিল যে, তাদের কথামতো চলতে হবে। চতুর্থত, পুলিশকে যেভাবে তারা পেটাতে পারছে তাতে সুশীল সমাজ বা বুদ্ধিজীবীদের জন্যও এটা একটা সতর্কবার্তা।

অনেকে বলছেন, বিএনপি-জামায়াতের জুটি ভেঙ্গে যাচ্ছে। আমি বলব, বিএনপি সবসময় জামাতের পাশে ছিল। এখনও আছে। বিএনপির সঙ্গে জামায়াতের তো খুব বেশি পার্থক্য নেই। বিএপির লোকেরা সাফারি পরেন। আর পুরনো জামায়াতীরা ইসলামী পোশাক পরেন। এই তো?

বিএনপির নেত্রী খালেদা জিয়া সম্প্রতি ভারত সফর করে এসেছেন। এ দলটি সবসময় বলে এসেছে যে, ভারতের সঙ্গে তারা 'নতজানু' পররাষ্ট্রনীতি মেনে চলে না। এখন এ দল যদি ভারতের কাছে নতজানু হয়ে যায়, তাদের ভাষায়- 'ভারতপন্থী' বা 'ভারতের এজেন্ট' হয়ে ওঠে- তাতেও জামায়াতের কোনো সমস্যা নেই। মজার বিষয় হল, জামায়াতের পত্রিকা দৈনিক সংগ্রামে প্রবন্ধ লেখা হচ্ছে এ সব বিষয়ে। তার লিখছে, ভারতের সঙ্গে আমাদের যে 'মধুর সম্পর্ক' এটা ধরে রাখতে হবে। এটা নষ্ট হতে দেওয়া যাবে না!

আমাদের সুশীল সমাজের লোকেরা এখন এতটাই সুশীল হয়ে গেছেন যে শুধু উপদেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি মনে করি, একজন তখনই উপদেশ দিতে পারবেন যখন তিনি নিজে কাজটি করে ফেলবেন। অনেকেই বলছেন যে, আওযামী লীগ এটা পারল না ওটা পারল না। কিন্তু কী পারেনি সেটা তো বলছেন না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল। তারা কী করেছে জাতি সেটা দেখেছে। অনেকেই হয়তো ভুলে গেছেন সে সব দিনের কথা। জামায়াত আবার তাদের এখনকার কার্যকলাপ দিয়ে বুঝিয়ে দিল, তারা কী করতে পারে। আমাদের তাই সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে।

আমি মনে করি, এ পরিস্থিতিতে আমাদের সবার ভেবে দেখার সময় হয়েছে যে এ দেশে জামায়াতকে রাজনীতি করতে দেওয়া ঠিক হবে কিনা। এমনকী যারা জামায়াতকে সমর্থন দেবে, তাদেরও এ দেশে রাজনীতি করতে দেওয়া উচিত নয়। আমরা এদের প্রতিরোধ করব, রুখে দেব, এটাই আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত।

মুনতাসীর মামুন : অধ্যাপক, লেখক ও গবেষক।

http://opinion.bdnews24.com/bangla/2012/11/18/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87/







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Malala becomes latest money-making tool amongst Pak-origin community in UK



I was involved in an organizational efforts to raise funds for the victims of the 2001 post-election mayhem by BNP on Hindus. I am not aware of any administrative expenses. There was rather allegation that funds repatriated was misappropriated in very Bangladesh. 

Sent from my iPhone

On Nov 17, 2012, at 1:26 PM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:

 


Most Charity organizations have high over-heads; even Red-Cross Administrators draw high salaries. The small amount that goes to the victims should justify the donation initiatives.
--- On Sat, 11/17/12, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:


From: Subimal Chakrabarty <subimal@yahoo.com>
Subject: Re: [mukto-mona] Malala becomes latest money-making tool amongst Pak-origin community in UK
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Date: Saturday, November 17, 2012, 1:52 PM

 
We have seen in the past some Bangladeshi Americans raising money for natural calamity affected people in Bangladesh. I have heard that small portions of those funds only went to the real victims. Sadhu Sabdhan. 

Sent from my iPhone

On Nov 17, 2012, at 12:26 PM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:

 
"....Following the widespread publicity of the attack on Malala, who was shot by the Taliban for advocating female education, several people in the British Pakistani community are reportedly raising money in her name to "promote education", reports The News....The horrific attack on Pakistani teenager Malala Yousufzai by the Taliban is being seen as another money-making venture by certain sections of the society."
 

How raising money for women's education becomes a condemnable offense, especially for regions, controlled by fanatical Islamists, where women have been increasingly under pressure to stay home? Unless it is a fraudulent operation, we should appreciate it. Since I don't know if it is fraudulent, I say - God bless those who have taken the initiative.

I see some discontent among some people with the publicity and attention Malala is receiving from the international community. Anyone understands why?

 

Jiten Roy

 
--- On Sat, 11/17/12, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:

From: Farida Majid <farida_majid@hotmail.com>
Subject: [mukto-mona] Malala becomes latest money-making tool amongst Pak-origin community in UK
To:
Date: Saturday, November 17, 2012, 5:04 AM

 

http://www.dnaindia.com/world/report_malala-becomes-latest-money-making-tool-amongst-pak-origin-community-in-uk_1765370

<< The horrific attack on Pakistani teenager Malala Yousufzai by the Taliban is being seen as another money-making venture by certain sections of the society.


Following the widespread publicity of the attack on Malala, who was shot by the Taliban for advocating female education, several people in the British Pakistani community are reportedly raising money in her name to "promote education", reports The News>>



http://www.dnaindia.com/world/report_malala-becomes-latest-money-making-tool-amongst-pak-origin-community-in-uk_1765370



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] BLUEPRINT OF JAMAT-E-ISLAM !!!!!!



নীলনক্সা তৈরি ॥ জামায়াতের হিটলিস্ট
০ তালিকায় মন্ত্রী এমপি থেকে রয়েছে সব পেশার প্রগতিশীল ব্যক্তি
০ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা
০ পার্বত্য এলাকার বান্দরবান ও সিলেটের দুর্গম এলাকায় পরিচালিত হচ্ছে প্রশিক্ষণ ক্যাম্প
০ দেশী বিদেশী এনজিও অর্থ যোগাচ্ছে
শংকর কুমার দে ॥ জামায়াত শিবির হিটলিস্ট তৈরি করেছে। মন্ত্রী, এমপি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতি ব্যক্তিত্ব আছেন তালিকায়। গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে বঙ্গভবন, গণভবন, মন্ত্রিপাড়া, রেডিও-টেলিভিশন স্টেশন, বিদ্যুত, গ্যাস, ওয়াসাসহ স্পর্শকাতর স্থানে নাশকতা কর্মকা- চালানোর নীলনকশা তৈরি করেছে। যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে এ ধরনের নানামুখী কৌশল নিয়ে মাঠে নেমেছে জামায়াত শিবির। এই ধরনের নীলনকশার অংশ অনুযায়ী আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়ি বহরসহ কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িসহ যানবাহনে আগুন দেয়ার ঘটনায় শতাধিক জামায়াত শিবির কর্মী-ক্যাডারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।
গত ১৩ নবেম্বর রাজধানীর কাওরান বাজারের সার্কফোয়ারা মোড়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়িবহরে হামলাসহ পুলিশের ওপর জামায়াত-শিবির ক্যাডারদের হামলার ঘটনায় আটক ২৬ জনের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত ৫ নবেম্বর থেকে গত ১৩ নবেম্বরের আগ পর্যন্ত প্রায় ১ সপ্তাহকাল ধরে রাজধানী ঢাকায় জামায়াত-শিবির সন্ত্রাসের তা-বলীলা চালানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ৭৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। এক সপ্তাহ কাল ধরে জামায়াত শিবিরের সন্ত্রাসের তা-বলীলা চলে দেশব্যাপী। তাদের হাতে আইনমন্ত্রীর গাড়িবহরে হামলা ছাড়াও গত এক সপ্তাহে ২ শতাধিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। তারা হঠাৎ করে এত বেপরোয়া হয়ে উঠেছে কেন সে ব্যাপারে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে এই ধরনের তথ্য পেয়েছে তদন্তকারীরা।
বিজয়ের মাস আগামী ডিসেম্বরের মধ্যেই শীর্ষ যুদ্ধাপরাধীদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দু'এক জনের বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণার আগেই বিচার প্রক্রিয়া বানচাল করার জন্য নীলনকশা তৈরি করেছে। পরিকল্পনাকারীরা ঢাকায় বড় ধরনের নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে। এজন্য জামায়াত-শিবির বিশেষ কমিটি ও ছোট ছোট গ্রুপ গঠন করেছে। নাশকতা চালাতে সারাদেশের জামায়াত শিবির কর্মী-ক্যাডারদের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার বিভিন্ন বাসাবাড়ি ও মেসে অবস্থান নিয়েছে ক্যাডাররা। ক্যাডারদের মূল টার্গেট আইনশৃঙ্খলা বাহিনী, পথচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নিজ দলীয় কর্মী। দেশী ও বিদেশী জঙ্গী সংগঠনগুলোকে সংগঠিত করে জামায়াত-শিবিরের ক্যাডাররা দেশে নাশকতা, খুন, বোমাবাজি, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়েছে। টার্গেটকৃতদের ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
আগামী ডিসেম্বরের হামলার প্রস্তুতি হিসেবে জামায়াতের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ শিবিরে প্রতিব্যাচ করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পিস্তল, রিভলবার, গ্রেনেড, বোমা ও বিস্ফোরক দ্রব্যের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান ও সিলেটের দুর্গম পাহাড়ী অঞ্চলের গহীন অরণ্যে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। দেশী-বিদেশী এনজিওদের অর্থের অনুদানে জঙ্গী প্রশিক্ষণের এসব ক্যাম্প পরিচালিত হচ্ছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতারকৃতরা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি, হুজি, হিজবুত তাহরীরসহ জঙ্গী সংগঠনগুলোকে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকা- চালাতে প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য জিহাদী বই, অডিও, ভিডিও ক্যাসেট সরবরাহ করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করার বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সভা, সমাবেশ, সিডি, লিফলেটের মাধ্যমে প্রচার চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গ্রেনেড-বোমা হামলা চালানোর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি, হুজি বা জঙ্গী সংগঠনগুলোর আদলে নিজেরাই বোমা তৈরি করছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা। এজন্য শিবিরের মধ্যে প্রশিক্ষিত আলাদা একটি 'উইং' আছে। তাদের কাজ হলো বিস্ফোরক সম্পর্কে ধারণা বোমা তৈরি তৈরি করা। শিবিরের মধ্যে যারা অস্ত্র বিস্ফোরক সম্পর্কিত কাজ-কর্মে পারদর্শী তাদের সংগঠন থেকে 'ইনসেনটিভ' বা সুবিধাও দেয়া হচ্ছে।
জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাদের প্রস্তুতির বিষয়ে প্রায় দেড় বছর আগেই হুঁশিয়ার ও সতর্ক করে দিয়েছে সরকারকে। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তখনই দম্বোক্তি করে বলেছেন, 'জামায়াত-শিবিরের শক্তি এমনিতেই আছে। সময় হলে এই শক্তি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। যথাসময়ে যথাযথ ব্যক্তির ওপর আমরা আমাদের শক্তি প্রয়োগ করব।
যুদ্ধাপরাধীর অভিযোগে গ্রেফতার হওয়ার আগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজাহারুল ইসলাম পল্টন ময়দানে এক প্রতিবাদ সভায় বলেছেন, ''প্রয়োজনে শহীদ হব, জেলে যাব, তবু রাজপথ ছাড়ব না'।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থার দফতরে জামায়াত নেতাদের এসব বক্তব্য রেকর্ড করা আছে। এসব বক্তব্যের বাস্তবায়ন ঘটাতেই গত এক সপ্তাহে রাজধানী ঢাকায় আইনমন্ত্রীর গাড়ি বহর ও পুলিশের ওপর আক্রমণ, গাড়িতে আগুন, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। গ্রেফতারকৃত শতাধিক জামায়াত শিবির ক্যাডারকে জিজ্ঞাসাবাদ করেও এই ধরনের তথ্য পাওয়া গেছে। পূর্বপরিকল্পিত নীলনকশা অনুযায়ী গত ১৩ নবেম্বর রাজধানীর কাওরান বাজারে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়িবহরসহ পুলিশ স্কট, কর্তব্যরত পুলিশের ওপর আক্রমন, পুলিশের গাড়িতে আগুন দেয়াসহ সারাদেশে এই ধরনের সন্ত্রাসের তা-বলীলা চালানোর ঘটনা ঘটানো হয়েছে বলে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের গাড়িতে হামলা ও রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা পৃথক ৪টি মামলায় আটক ২৬ জনের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের রিমান্ডে দেয়া হয়েছে তাঁরা হচ্ছেন, নূর আলম ওরফে নূর ইসলাম, আফজাল হোসেন, শরিফুল ইসলাম, হুমায়ুন কবির, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন, মেহেদী হাসান, ইসরাফিল মুকিত, আল মাহদী, আব্দুল ওয়াদুদ, শিহাবুল ইসলাম, আলাউদ্দিন, মোঃ হোসেন, আব্দুল কাদের ভুঁইয়া, রফিকুল ইসলাম, ইয়াহিয়া ওরফে মশিউর, অলিউল্লাহ, শহিদুর রহমান পলাশ, সাদেক আহম্মেদ, আজিজ মুন্সী, রুহুল আমিন, সুরুজ মিয়া, ইসমাইল হোসেন, নুর হোসেন, মঈনুল ইসলাম ও কেরামত বিন আহম্মেদ। আসামিদের মধ্যে ১২ জনকে দ্রুত বিচার আইনের দুই মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

RE: [mukto-mona] জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে ॥ ব্যারিস্টার আমীর



        Have you read the lengthy proceedings of the Indian Constituent Assembly in 1947-48?  There are certain superb gems hidden there.  Should some of those points (especially about local governance) be taken into consideration and included in the Constitution it would simply have been great!  Poor Babasaheb Ambedkar had a handful with the shenanigans of Hindu Mahasabha guys who ultimately won the day by scoring small victories like 'cow slaughter' clause.
        Indian Constitution was one of the half a dozen different Constitutions that were being closely studied by the 1972 Constituent Assembly in Dhaka, Bangladesh.  That we were able to correct some of the mistakes in the Indian Constitution deliberately left behind 25 years ago was simply the RIGHT thing to do. That is why a great statesman like T N Haskar encouraged us to do so. But our pride in doing the right thing was smashed up in 1979 with the Martial Law proclamation of Maj. Gen. Ziaur Rahman who mangled up our beloved 1972 Constitution by the curse of Fifth Amendment.

http://www.samakal.com.bd/details.php?news=23&view=archiev&y=2010&m=04&d=26&action=main&menu_type=&option=single&news_id=61535&pub_no=318&type=

মার্শাল ল' এবং একটি মামুলি মামলা
 
রেটিং :
0.47%
 
গড় রেটিং:
সংবিধান
ফরিদা মজিদ
মানুষের যেসব মৌলিক অধিকারের গ্যারান্টি
দেওয়া ছিল বাহাত্তরের সংবিধানে, ১৯৭৭ থেকে নানা মার্শাল ল' প্রক্লেমেশন দ্বারা সেসবের অধিকাংশ খর্ব করা হয়েছিল। এই নৈরাজ্য থেকে সৃষ্ট অবস্থা মানুষকে কত রকমভাবে নাজেহাল করেছে তার সব তো জানি না, জানা সম্ভবও নয়। শুধু একটি জলজ্যান্ত উদাহরণ হলো মুন সিনেমা হলের মামলাটির আসল আরজি। দেশের আইন-আদালতগুলোর হালহকিকত বা কার্যর্ক্রমের নির্ভরযোগ্যতা নিয়ে গর্ব করার মতো কিছু নেই। অথচ তারই মধ্যে একটি মামুলি মামলা, প্রচলিত আইন প্রয়োগ দ্বারাই সুচিন্তিত পরিচালনাপূর্বক কী করে পঞ্চম সংশোধনীর মতো একটি মারাত্মক ক্যান্সার থেকে দেশ ও জাতিকে পরিত্রাণ দিতে পারল, বিচারিক সৎ সাহস ও দেশপ্রেমের তা এক প্রকৃষ্ট দৃষ্টান্ত

      


To: mukto-mona@yahoogroups.com
From: subimal@yahoo.com
Date: Sat, 17 Nov 2012 04:45:18 -0600
Subject: Re: [mukto-mona] জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে ॥ ব্যারিস্টার আমীর

 

I feel proud to know that the constitution of Bangladesh is more progressive than the Indian one at least on the point of formation of religion based political party. What has happened to Article 12? Jamaat and other Islamic parties can be outlawed by this article if it still exists. 

Sent from my iPhone

On Nov 13, 2012, at 2:07 AM, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:

 

  Any old civic organization is not ONE and the SAME as a registered political party of a country.  How many times does one have to point that out?
        Religion-based political party is a logical impossibility in a democracy, as I spell it out below.  The Indian Constituent Assembly in 1947 made the attempt to prohibit religion-based political party from its Constitution. The move failed due to Hindu Mahasabha manipulation (which managed to insert a ban on "cow slaughter"). It was Mr. T. N. Haskar  who encouraged Bangladeshi Constituent Assembly members in 1972 to accomplish what Indian Constitution could not. A clause was included in Article 12 which prohibits the formation of a political party based on any particular religion, caste or creed in the Bangladesh Constitution, 1972.

Why Jamaat must be banned as a political party in Bangladesh   

  1)    A political party  based on religion is propositioned on the principle that all those outside the party are excluded from the 'religion' or, considered lesser members of that religious community.  Thus an Islamic political party is already a betrayal of both the fundamental ideal of "equality of all believers in the eye of Allah" and the democratic principle of freedom of religion (meaning free to practice religion without any political binding).
          [The point was made stark and clear in 1992 Presidential election in the USA. The Republicans tried to paint the Democrats as godless.  "I did not hear one word at their Convention", said George H. W. Bush running for re-election, "and that word is G-O-D". Next day the National Council of Churches vehemently rebuked the statement, "It is sacriligeous to claim God belongs to one party, or God prefers one political party over the other."]
 
       2) Religion is not the same as a political ideology, here today and gone tomorrow.  Neither is it a fixed, monolithic, unchangeable, unvaried institution.  A big religion like Islam has various sects, sub-sects, and local groupings. When Jamaat-i-Islami claims to be adhering to ONE and only one form of Salafi/Wahhabi Sunni Muslim school then it ceases to be representative of other groups of Muslims nurtured by centuries of beliefs and regional practices. It is precisely in this sense of ONE fixed idea at its core that makes Jamaat resemble a fascist organization. As a fascist organization it has engaged in killing Muslims of other sects by the thousands.

      3) Islam is not a clergy-oriented religion and has no central authoritative body (like the Vatican in Catholic Christianity) dictating its norms and rules.  Wahhabism is a diabolically manipulated diversion from this core principle in Islam.  Its ignominious political origin in 18th century Arabia is well-known and it its propagation as the only "pure Islam" is downright kufri and sinful. A political party based on these ideas is, therefore, un-Islamic and undemocratic.

                      Jamaat-i-Islam MUST be BANNED in Bangladesh in order to SAVE ISLAM in Bangladesh.

                      STOP fascism in Bangladesh in the guise of Jamaat-i-Islam

            Not in Our Name: STOP GENOCIDE OF MUSLIMS, Sectarian and Communal violence in the name of Islam --- signed: Muslim Citizens of Bangladesh
 



To: mukto-mona@yahoogroups.com
From: qrahman@netscape.net
Date: Mon, 12 Nov 2012 06:49:49 -0500
Subject: Re: [mukto-mona] জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে ॥ ব্যারিস্টার আমীর

 

I think there should be ONE law for all parties. If they have criminals among them, they should be charged and punished (If found guilty). Jammat should be given the same treatment.


History tells us banning any organization does not help. In fact it makes them more popular. I was told that, our own dictator Ershad was not very popular in his native Rangpur during his term but he became very popular after he went to jail. 


Generally Jammat have few followers but it seems so much talk about them is making them even more popular and they should thank BAL for that. They were given more attention than their major rival BNP. I just don't know why is that.

My two cents...

Shalom!


-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Cc: bangladesh-progressives <bangladesh-progressives@googlegroups.com>
Sent: Mon, Nov 12, 2012 1:02 am
Subject: Re: [mukto-mona] জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে ॥ ব্যারিস্টার আমীর

 
"Any illiterate in Bangladesh understands this rule."
Farida, get off your high horse! Most of the Bangladeshis are illiterates and you have been trying to preach Jeffersonian democracy to these hapless people? Please go to a Bangladeshi village and ask about our constitution. You will get your answer! I do not know what have you been smoking?

Banning Jamat will create problem for Bangladesh unless you go for a Bangladeshi police state. Let Jamatis sink or swim in a free society. Let voters decide their fate than you, who have all the solutions for our ills.

-SD



 
"All great truths begin as blasphemies." GBS

From: Farida Majid <farida_majid@hotmail.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Sunday, November 11, 2012 4:56 AM
Subject: RE: [mukto-mona] জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে ॥ ব্যারিস্টার আমীর

 
            Stubborn ignorance is a prerogative of the educated and the semi-literates. 

There is a difference between an "organization" and a registered political party that participates in elections.  If the party manifesto of a political party is vehemently opposed to, or violates, the foun



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Opportunity to register at mukto-mona english blog as a blogger!



Many of our Mukto-Mona members are quite progressive writers.  They continuously write on progressive values of social justice, human rights, freethinking, science, equality and peace. But I see most of the times they pass their time only in forum discussion.  I am not criticizing your effort, nor vilifying it, just humbly suggesting that we might need to go beyond that.

Mukto-Mona English blog provides an opportunity for a very limited period of time to register the bloggers who wants to write in English. So take the opportunity and start blogging!

Visit
Select the 'Register' link on the right side of the page, and complete your registration.  You will be registered as subscriber initially. You will be able to manage their profile, view blogs or comment. You can post your blog when moderator will make you a contributor.
 http://mukto-mona.com/bangla_blog/wp-content/uploads/2012/11/english_blog_login.jpg
Alternatively, you can always send your article via email [ send your article at : mukto-mona-owner@yahoogroups.com  ] .  The article should be precise, focused, and above all critical—expected to be written in an objective and unbiased manner, that  our progressive and intelligent reader would likely find persuasive.
Your Submission should:
  • Be original. (Forwarded articles, news from other media are not acceptable)
  • Uphold Freethinking, Rationalism, skepticism, humanism or offer a unique progressive perspective.
  • Appeal to national and international readers
  • Be proofread by you (author of the article) . We do not have time to edit submissions.
  • Include a one- or two-line bio and your email address if you'd like us to register you in mukto-mona English blog.
 
Happy blogging!

Avijit Roy,
Founding Moderator, Mukto-Mona.


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Fw: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন



When you go to the US State department or any US policy makers for a cause, very first question they ask - why is this cause so important for USA that it will justify direct involvement? Therefore, you need to be prepared to answer that question, when you approach Obama for the trial of War criminals.

From the US-point of view, what Razakar were during the liberation war of Bangladesh, Taliban were during the fight against Soviet forces in Afghanistan. The fact is - while Taliban turned against USA, but Razakars yet did not do so publicly. Therefore, only US interest in this case is because of the change of circumstances in the post 9/11, which  justifies  tacit US support for the trial.

Jiten Roy

--- On Sat, 11/17/12, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:


From: Subimal Chakrabarty <subimal@yahoo.com>
Subject: Re: [mukto-mona] Fw: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Date: Saturday, November 17, 2012, 1:57 PM

 
We should write to Obama. Since Avijit has already established a personal connection with Obama, he may kindly take the initiative. Obama should know our aspirations as Bengalis. He should also know what 'chis' this war criminals are. American-Saudi-Pskistan connection should not frustrate the Bengali aspirations. 

Sent from my iPhone

On Nov 16, 2012, at 10:50 AM, Muhammad Ali <man1k195709@yahoo.com> wrote:


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>
Sent: Friday, November 16, 2012 8:25 AM
Subject: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন

১৬ নভেম্বর,২০১২

<Menon_354_1.jpg>
ঢাকা, ১৬ নভেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারেরর প্রতি আহবান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, 'প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করে ৭২ এর মূল ধারায় ফিরে যাব। তবুও জামায়াতের এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।'

শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ এই সমাবেশের আয়োজন করে।

মার্কিন রাষ্ট্রদূতের জামায়াতের সাথে সংলাপে বসার আহবানকে দুঃখজনক উল্লেখ করে মেনন বলেন, 'জামায়াতের সাথে সরকারের সংলাপের বসার বক্তব্যকে তারা প্রত্যাহার করে নেবেন বলে আমরা আশা করি।'

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে বিদেশে জামায়াত লবিস্ট নিয়োগ করেছে। একইসাথে দেশে তাণ্ডব চালিয়ে নৈরাজ্যের মাধ্যমে তাদের বাঁচাতে চাইছে।

মহাজোট সরকারের অন্যতম এই শরিক নেতা বলেন, একাত্তর সালে এই মার্কিন শক্তি এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এখন আবার তাদের এই প্রস্তাব দুঃখজনক।

এ সময় মার্কিন দূতাবাসের প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জামায়াতের সাথে কোনো সংলাপ নয়। মুক্তিযুদ্ধে সপক্ষের সকল শক্তি ও অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা শিরীন আক্তার, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, খেলাঘরের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এস�=8


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Malala becomes latest money-making tool amongst Pak-origin community in UK



Thanks Farida. I think your diagnosis was correct. Many Pak liberals are great at talking but they want the real fight to be carried on by small girls and women. 
-SD  
 
"All great truths begin as blasphemies." GBS

From: Farida Majid <farida_majid@hotmail.com>
To:
Sent: Saturday, November 17, 2012 5:04 AM
Subject: [mukto-mona] Malala becomes latest money-making tool amongst Pak-origin community in UK

 

http://www.dnaindia.com/world/report_malala-becomes-latest-money-making-tool-amongst-pak-origin-community-in-uk_1765370

<< The horrific attack on Pakistani teenager Malala Yousufzai by the Taliban is being seen as another money-making venture by certain sections of the society.


Following the widespread publicity of the attack on Malala, who was shot by the Taliban for advocating female education, several people in the British Pakistani community are reportedly raising money in her name to "promote education", reports The News>>



http://www.dnaindia.com/world/report_malala-becomes-latest-money-making-tool-amongst-pak-origin-community-in-uk_1765370





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন



EC should refuse registration of Jamaat as a legitimate political party of Bangladesh
Why Jamaat must be banned as a political party in Bangladesh

Any old civic organization is not ONE and the SAME as a registered political party of a country. How many times does one have to point that out? Yet the Jamaati honcho, Mr. S A Hannan keeps harping on the 'democratic' right of a religion-based political party. His argument is full of holes and falsehoods. There is, for instance, Moududi's Jamaat-i-Islami party in India, but it does not take part in local or national elections. It is not a registered political party in India.

Religion-based political party is a logical impossibility in a secular democracy, as I spell it out below. The Indian Constituent Assembly in 1947 made the attempt to prohibit religion-based political party from its Constitution. The move failed due to Hindu Mahasabha manipulation (which managed to insert a ban on "cow slaughter"). It was Mr. T. N. Haskar who encouraged Bangladeshi Constituent Assembly members in 1972 to accomplish what Indian Constitution could not. A clause was included in Article 12 which prohibits the formation of a political party based on any particular religion, caste or creed in the Bangladesh Constitution, 1972.

Why Jamaat must be banned as a political party in Bangladesh

1) A political party based on religion is propositioned on the principle that all those outside the party are excluded from the 'religion' or, considered lesser members of that religious community. Thus an Islamic political party is already a betrayal of both the fundamental ideal of "equality of all believers in the eye of Allah" and the democratic principle of freedom of religion (meaning free to practice religion without any political binding).

[The point was made stark and clear in 1992 Presidential election in the USA. The Republicans tried to paint the Democrats as godless and irreligious. "I did not hear one word at their Convention", said President George H. W. Bush running for re-election and seeking the Republican party nomination, "and that word is G-O-D". Next day the National Council of Churches vehemently rebuked the statement, "It is sacrilligeous to claim God belongs to one party, or God prefers one political party over the other."]

2) Religion is not the same as a political ideology, here today and gone tomorrow. Neither is it a fixed, monolithic, unchangeable, unvaried institution. A big religion like Islam has various sects, sub-sects, and local groupings. When Jamaat-i-Islami of Bangladesh claims to be adhering to ONE and only one form of Salafi/Wahhabi Sunni Muslim school then it ceases to be representative of other groups of Muslims nurtured by centuries of beliefs and regional practices. It is precisely in this sense of ONE fixed idea at its core that makes Jamaat resemble a fascist organization. As a fascist organization it has engaged in killing Muslims of other sects by the thousands.

3) Islam is not a clergy-oriented religion and has no central authoritative body (like the Vatican in Catholic Christianity) dictating its norms and rules. Wahhabism is a diabolically manipulated diversion from this core principle in Islam. Its ignominious political origin in 18th century Arabia is well-known and it its propagation as the only "pure Islam" is downright kufri and sinful. A political party based on these ideas is, therefore, un-Islamic and undemocratic.

Jamaat-i-Islam MUST be BANNED in Bangladesh in order to SAVE ISLAM in Bangladesh.

STOP fascism in Bangladesh in the guise of Jamaat-i-Islam

Not in Our Name: STOP GENOCIDE OF MUSLIMS, Sectarian and Communal violence in the name of Islam --- signed: Muslim Citizens of Bangladesh

From: Farida Majid



To: mukto-mona@yahoogroups.com
From: subimal@yahoo.com
Date: Sat, 17 Nov 2012 12:57:55 -0600
Subject: Re: [mukto-mona] Fw: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন

 

We should write to Obama. Since Avijit has already established a personal connection with Obama, he may kindly take the initiative. Obama should know our aspirations as Bengalis. He should also know what 'chis' this war criminals are. American-Saudi-Pskistan connection should not frustrate the Bengali aspirations. 

Sent from my iPhone

On Nov 16, 2012, at 10:50 AM, Muhammad Ali <man1k195709@yahoo.com> wrote:


----- Forwarded Message -----
From: SyedAslam <syed.aslam3@gmail.com>
To: Khobor <khabor@yahoogroups.com>; notun Bangladesh <notun_bangladesh@yahoogroups.com>
Sent: Friday, November 16, 2012 8:25 AM
Subject: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: মেনন

১৬ নভেম্বর,২০১২

<Menon_354_1.jpg>
ঢাকা, ১৬ নভেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারেরর প্রতি আহবান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, 'প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করে ৭২ এর মূল ধারায় ফিরে যাব। তবুও জামায়াতের এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।'

শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ এই সমাবেশের আয়োজন করে।

মার্কিন রাষ্ট্রদূতের জামায়াতের সাথে সংলাপে বসার আহবানকে দুঃখজনক উল্লেখ করে মেনন বলেন, 'জামায়াতের সাথে সরকারের সংলাপের বসার বক্তব্যকে তারা প্রত্যাহার করে নেবেন বলে আমরা আশা করি।'

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে বিদেশে জামায়াত লবিস্ট নিয়োগ করেছে। একইসাথে দেশে তাণ্ডব চালিয়ে নৈরাজ্যের মাধ্যমে তাদের বাঁচাতে চাইছে।

মহাজোট সরকারের অন্যতম এই শরিক নেতা বলেন, একাত্তর সালে এই মার্কিন শক্তি এই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এখন আবার তাদের এই প্রস্তাব দুঃখজনক।

এ সময় মার্কিন দূতাবাসের প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জামায়াতের সাথে কোনো সংলাপ নয়। মুক্তিযুদ্ধে সপক্ষের সকল শক্তি ও অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা শিরীন আক্তার, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, খেলাঘরের সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এস�=8



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___