Banner Advertiser

Monday, March 24, 2014

[mukto-mona] প্রেম করে বিয়ে, ইসলাম কি বলে?



            প্রেম করে বিয়ে, ইসলাম কি বলে?

প্রশ্নঃ প্রকৃত ইসলাম প্রেম করে বিয়ে করার ব্যাপারে কি দৃস্টিভংগী পোষন করে?

উত্তরঃ কথায় বলে প্রেম স্বরগীয়, একজন নর এবং একজন নারীর মধ্যে প্রকৃত ভালবাসার চেয়ে ভাল কি আর কিছু হয়! ১৫০০ শত বছর আগের কুরআন নাজিলের সময়, স্থান ও সামাজিক অবস্থা এবং বর্তমানের আধুনিক অবস্থা এবং উপায় উপকরনের বিস্তর ফারাক কাজেই আমাদের পবিত্র কুরান অনুসরনের সাথে সাথে এটাও মনে রাখতে হবে এই আধুনিক যুগে পবিত্র কুরআনের বিভিন্ন আদেশ-নিষেধ কিভাবে প্রয়োগ করা যাবে। ১৫০০ শত বছর আগে ছেলে এবং মেয়েরা একসাথে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ত না বা একসাথে একই কর্মস্থলে চাকুরী করত না। সামাজিক অবস্থা পরিবর্তনের ফলে অধিকাংশ ক্ষেত্রেই প্রেম করে বিয়ে একটা অনিবার্য বাস্তব অবস্থা হয়ে দাড়িয়েছে তবে আমরা এটাও বলছি না যে প্রেম করে বিয়েই হল আদর্শস্থানীয়। প্রেম, বিয়ে, ভালবাসার ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম খাটে না।

তবে প্রেম-ভালবাসার নামে আমাদের সমাজে অনেক দুঃখজনক ঘটনাও ঘটছে, কিছু নারী হয়রানীর শিকার হচ্ছে, কেওবা ধর্ষনের শিকারও হয়, কেও বা প্রেমে ব্যার্থ হয়ে "দেবদাস" হয়, গাজা-হেরোইনে আসক্ত হয়, আত্বহত্যার পথও কেও কেও বেছে নেয় ইত্যাদি। ওসব দুঃখজনক ঘটনার জন্য আমাদের শিক্ষাব্যবস্থা অনেকাংশে দায়ী। আমরা আমাদের স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে  ইতিহাস, ভুগোল, ধর্ম, সমাজনীতি, বিখ্যাত ব্যক্তিদের জীবনী ইত্যাদি কত কিছুই না পড়ে থাকি কিন্তু যৌনতা এবং নারী-পুরুষের প্রেম-ভালবাসার সম্পর্ক কিভাবে গড়ে উঠবে, কোন নীতিমালার ভিত্তিতে ইত্যাদি ব্যাপারে কিছুই পড়ানো হয় না যা জানা প্রত্যেকটি মানুষের জন্য অতি জরুরী।

একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলে সে কিভাবে তার পছন্দ উক্ত মেয়েকে বলবে এটাই সে অধিকাংশ ক্ষেত্রে জানে না! আবার উক্ত ছেলে বা মেয়ে যদি তাকে পছন্দ না করে তাহলে তার কি করনীয় হবে এ ব্যাপারেও তার  অধিকাংশ ক্ষেত্রে সঠিক জ্ঞান নেই ফলে আমাদের সমাজে অনেক দুঃখজনক এবং মারাত্বক ঘটনা ঘটছে। দেখুন কিছু মারাত্বক ঘটনার নমুনা, এ ধরনের ঘটনা প্রায়শঃ মিডিয়াতে আসে। চট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়েকে খুন; মেয়ের উত্ত্যক্তকারীকে কুপিয়ে খুন ; হাফিজকে ঠেকানোই গেল  না ইত্যাদি ইত্যাদি। এ বাপারে বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নেই তবে আমরা কিছু মৌলিক দিক আলোচনা করলাম।

১. আপনি যদি কোন বিশেষ অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধোবা মেয়েকে পছন্দ করেন তাহলে নিজে সরাসরী তাকে তা সুন্দরভাবে বলেন। এ ধরনের কথা বলার জন্য একটা ভাল পরিবেশ লাগে কাজেই ধৈর্য ধরুন একটা ভাল সুযোগের অপেক্ষায়। আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং কোন বিশেষ ছেলেকে পছন্দ করেন তাহলেও একই নিয়ম।

২. মেয়েরা  অনেক ক্ষেত্রেই প্রথমে না করে থাকে বা অনেক সময় নিতে পারে সিদ্ধান্ত দিতে কাজেই ধৈর্য ধরুন! মহান আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন!

৩. আপনি যদি প্রধানমন্ত্রীর কন্যাও হন আর একটা দরিদ্র ছেলেও আপনাকে ভালবাসার প্রস্তাব দেয় তার সাথে দুর্ব্যবহার করবেন না। তাকে যথাসম্ভব ভালভাবে বুঝানোর চেস্টা করুন! মহান আল্লাহ দাম্ভিক-অহংকারীকে পছন্দ করেন না! আপনি যেই হন না কেন, যত সুন্দরীই হন না কেন আপনি একজন রক্ত-মাংশে গড়া আর একজন সাধারন মানুষের মতই মানুষ, কাজেই অহংকার করার আপনার আসলে কিছুই নেই!

৪. আপনার ভালবাসার প্রস্তাব যদি আপনার স্বপ্নের রাজকুমারী প্রত্যাক্ষ্যন করে তাহলে এখন আপনার এ ব্যাপারে আর কিছুই করনীয় নেই। আপনাকে সে ভালবাসে না বা আপনার স্বপ্নের রাজকুমারী আপনার প্রতি আকর্ষন অনুভব করে না। কাজেই সে আপনার জন্য নয় আর আপনিও তার জন্য নন। কত গভির রোমান্টিক ভালবাসা, অতপর বিয়ে তারপর দাম্পত্য কলহ অতপর বিচ্ছেদ এবং তালাকের ঘটনা ঘটে!

যাহোক, ভুলে যান তাকে। একইভাবে আপনি খুজতে থাকুন কে আপনাকে সত্যিকারভাবে ভালবাসে। মহান আল্লাহ নিশ্চয় কাওকে না কাওকে আপনার ভালবাসার জন্য সৃস্টি করেছেন। মহান আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। এ ব্যাপারেও মহান আল্লাহ সাহায্য প্রার্থনা করুন। আপনার ভালবাসার মানুষকে খুজে পাওয়া জন্য ভাল একটা চাকুরী খোজার চেয়েও বেশি সময় লাগতে পারে! মনে রাখবেন ভালবাসা সস্তা কোন জিনিস না! আর এই পৃথিবীতে সবাই একই রকম ভাগ্য নিয়ে জন্ম নেই নি। যাহোক, একই কথা  আপনার জন্যও প্রযোজ্য যদি আপনি একজন মেয়ে হয়ে থাকেন।

৫. কোন অবস্থাতেই প্রত্যাক্ষ্যত হয়ে আপনার স্বপ্নের রাজকুমারী বা রাজকুমারকে হুমকি দিবেন না। হুমকি  দেওয়া বা ক্রমাগত উত্যাক্ত করা অপরাধ যা আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। সাবধান, সীমালংঘনকারীকে মহান আল্লাহ পছন্দ করেন না!

৬. মনে রাখবেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী এবং আকর্ষনীয় মেয়েটিও যে পদার্থ দিয়ে তৈরি আবার এই পৃথিবীর সবচেয়ে অসুন্দরী এবং কুৎসিত মেয়েটিও সেই একই পদার্থ, রক্ত ও মাংশ দিয়ে তৈরি! কত ক্লিওপেট্রা এই পৃথিবীতে এল এবং গেল কে তার হিসাব রাখে! কাজেই সুন্দরী এবং আকর্ষনীয় মেয়ে দেখলেই পাগল হওয়ার খুব বেশি কিছু নেই! সুতরাং আপনার স্বপ্নের রাজকুমারী আপনাকে প্রত্যাক্ষ্যন করেছে মানে আপনার "দেবদাস" হওয়ার কিছু নেই! যে আপনাকে ভালবাসে না তাকে ভুলে যান আর যে আপনাকে ভালবাসে আপনি তাকে নিয়ে ব্যস্ত হওয়ার চেস্টা করুন।

৭. সবাই সবার প্রতি গভির রোমান্টিক আকর্ষন বা ভালবাসা অনুভব করে না। এটা প্রকৃতির নিয়ম! এই পৃথিবীর প্রতিটি মানুষ, সে নর বা নারী যেই হোক না কেন, প্রকৃতির নিয়ম শৃংখলের কঠিন বন্ধনে আবদ্ধ! কাজেই আপনার স্বপ্নের রাজকুমারী বা  রাজকুমার আপনাকে প্রত্যাক্ষ্যন করেছে মানে  সে আপনার প্রতি গভির রোমান্টিক আকর্ষন অনুভব করে না; করলে সে আপনাকে প্রত্যাক্ষ্যন করতে পারত না! আবার বাস্তব অবস্থার আলোকে প্রত্যাক্ষ্যন করার অন্য কোন কারনও থাকতে পারে, জীবনতো সবসময় সহজ হয় না! কাজেই স্বাভাবিক কারনেই তাকে আপনাকে ভুলে যেতে হবে!

৮. এই সমস্যা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে প্রায়শ দেখা যায়। বেশ কিছু বন্ধু একসাথে কোন সুন্দরী, আকর্ষনীয় ললনার প্রেমে পড়ে যায়! কঠিন বেকায়দা অবস্থা! এ অবস্থায় আমাদের পরামর্শ হল বন্ধুত্বকে গুরুত্ব দেন, বাস্তবতা মেনে নিন এবং আবেগ সংবরন করুন। উক্ত সুন্দরী, আকর্ষনীয় মেয়েটিকেই সিদ্ধান্ত নিতে দিন আপনাদের সব বন্ধুদের মধ্যে কাকে সে ভালবাসে অথবা আপনাদের সব বন্ধুদের মধ্যে হয়ত কাওকেই সে ভালবাসে না! সে হয়ত ভালবাসে আপনাদের সার্কেলের বাইরের কাউকে! আপনাদের সব বন্ধুদের মধ্যে  যদি সে কাওকে ভালবাসে তাহলে উক্ত বন্ধুকে অভিনন্দন জানান এবং সব বন্ধু মিলে ওই নব যুগলকে শুভকামনা জানান, নিজেদের মধ্যে আত্বকলহ না করে!

যাহোক, আমরা এখানে যা বললাম তা একান্তই আমাদের নিজস্ব অভিমত, এটা কোন আইনি পরামর্শ না। আইনি পরামর্শর জন্য কোন অভিজ্ঞ আইনজ্ঞের পরামর্শ নিতে পারেন। সবাইকে নিরন্ত্রর শুভেচ্ছা।

Copyright © www.QuranResearchBD.org

      Source:  http://www.quranresearchbd.org/love-marriage-what-Islam-says.htm



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] RTC



Round Table Meeting in Geneva

On Tuesday, 25th March

A Round Table Meeting will be held today, Tuesday 25th March 2014 in Geneva (Venue: Ecumenical Centre, the headquarters of the World Council of Churches (Route de Ferney 150, 1218 Grand-Saconnex, Geneva, Switzerland)  'On Human Rights and Human Security in Bangladesh' which is Organized by World Council of Churches & Bangladesh Minority Council from 9am to 6pm. Arun Barua, President, Minority Council & Country Director, BHBCUC, Europe informed today that, all preparation is complete and delegations from different countries already arrived. The program is supported by Bangladesh Hindu Buddhist Christian Unity Council, Europe & USA. From Bangladesh Mr. Shahriar Kabir, Ms. Rosaline Costa, Adv. Rabindra Ghosh, Shaheen Reza Noor, Executive editor, Ittefaq; Al-Noman, Natuke; Tarun Chowdhury, President, BHBCUC, Europe; Ms. Jenny Launderstrom, Netherlands had already arrived. Stay tuned, detail is coming. A conference call with the leaders was held today where Nabendu Dutta, President, BHBCUC, USA; Sitangshu Guha; Chitra Paul from Sweden attended and talked with the leaders.


শিতাংশু গুহ 
৬৪৬-৬৯৬-৫৫৬৯


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Watch




শিতাংশু গুহ 
৬৪৬-৬৯৬-৫৫৬৯


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] মেয়েকে বাঁচাতে বখাটেকে খুন, মায়ের কারাবরণ ও আমাদের বিবেকের কাছে প্রশ্ন



Hats off to Khadiza Begum! She should be rewarded as a heroine, not punished as a criminal. The 44 years old man who wanted to marry an eighth grader was a criminal, and his threats and intimidations against the girl's family deserved a more serious punishment than what he got. The law enforcing authorities should thank Ms. Begum for doing their job, only better. In societies like Bangladesh, the need for caring and brave parents like Ms. Begum is an unfortunate reality. Her action should open some eyes among the so-called leaders of the society.
 
Sukhamaya Bain
 
 
From: Jamal G. Khan <M.JamalGhaus@gmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, March 23, 2014 10:59 PM
Subject: [mukto-mona] মেয়েকে বাঁচাতে বখাটেকে খুন, মায়ের কারাবরণ ও আমাদের বিবেকের কাছে প্রশ্ন

 

মেয়েকে বাঁচাতে বখাটেকে খুন, মায়ের কারাবরণ ও আমাদের বিবেকের কাছে প্রশ্ন

জুলকারনাইন মেহেদী's picture
জুলকারনাইন মেহেদী
Sunday, 23 March 2014 - 10:08pm
alt
আজকের দৈনিক ইত্তেফাকের একটা খবরের শিরোনাম ছিল এরকম 'বিচার না পেয়ে ঘাতক হয়েছি'। প্রতিদিন পত্রিকা আর অনলাইন মিডিয়াতে এতো এতো খবর আসে, অনেক কিছুই হয়তো আমাদের, একইসাথে নীতি-নির্ধারকদেরও চোখ এড়িয়ে যায়। আর অনেকক্ষেত্রে সুবিচার এদেশের দরিদ্র মানুষের কাছে পৌঁছায় না কিংবা দরিদ্ররাই হয়তো আদালত পর্যন্ত যেতে পারেন না, অবশ্যই প্রতিপক্ষ রাঘব বোয়ালদের ভয়ে। তো এই যখন অবস্থা তখন এই শিরোনামটি অবশ্যই চমকে দেয়ার মতো। কারণ ছোটকাল থেক আমরা শুনে এসেছি 'আইন নিজের হাতে তুলে নেবেন না!'
চলুন জানা যাক ঘটনার সার-সংক্ষেপ। যশোরের সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের কৃষাণী খাদিজা বেগম (৪৫)। গত ১২ মার্চ নিজ বাড়িতে তিনি হাসুয়া (বড় দা) দিয়ে হত্যা করেন উত্ত্যক্তকারী একই এলাকার বাসিন্দা পাঁচ সন্তানের পিতা মফিজুর রহমান মফিকে (৪৪)। প্রিয় পাঠক, সিদ্ধান্তে উপনীত হবেন না এতটকু পড়েই। ঘটনার শুরু কীভাবে হয়েছিল জানা যাক খাদিজার মুখ থেকেই। পুলিশের কাছে তিনি বলেন, "প্রচুর বিষয় বৈভব না থাকলেও সংসারে সুখ ছিল অনেক। কিন্তু মানুষরূপী দানব মফি আমার সেই সুখের সংসার তছনছ করে দিয়েছে। তার হাত থেকে রেহাই পাবার জন্য পুলিশ-দারোগা, মেম্বার, পার্টির লোকের কাছে গিয়েছি। কেউ আমার সাহায্যে এগিয়ে আসেনি।

একই ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মোসলেম শেখের ছেলে মফিজুর রহমান মফি। সে আমার বোনের ননদের মেয়েকে প্রথম বিয়ে করে। ঐ ঘরে তার চার মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে কলেজে পড়ে। তারপরও সে কোটচাঁদপুরে গিয়ে আমার বোনের মেয়ে রুনাকে উত্ত্যক্ত করত। সেখান থেকে রুনার বাবা-মা রুনাকে আমার কাছে পাঠিয়ে দেয়। আমার বাড়িতে এসেও মফি তাকে বিরক্ত করত। একটা সময় রুনা বাধ্য হয়ে মফিকে বিয়ে করে।
এখানেই শেষ নয়। এরপর মফি আমার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করে। আমি তাকে নানাভাবে বুঝাই যে, ও তোমার মেয়ের চেয়েও ছোট। ওকে বিরক্ত করো না। কিন্তু সে আমার কথা না শুনে সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই বাড়িতে এসে শাসাত এবং বিয়ের জন্য চাপ দিত। এ নিয়ে এলাকার লোকজনও নানা বাজে মন্তব্য করতে শুরু করে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মফির বিরুদ্ধে থানায় জিডি করেছি, জানিয়েছি এলাকার মেম্বারকে, ধর্না দিয়েছি রাজনৈতিক নেতাদের কাছে। কিন্তু মফির বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি। উল্টা মফির উত্পাত আরও বেড়ে যায়। এ অবস্থায় মাসখানেক আগে মেয়েকে আমার মেজ ছেলের ( রাজমিস্ত্রী) কাছে ঢাকায় পাঠিয়ে দেই।ঘটনার দিন মাগরিবের নামাজের পর কোরআন শরীফ পড়ছিলাম। এ সময় মফি ঘরে ঢুকে আমার মেয়ে কোথায় তা জানতে চায় এবং এখনই মেয়েকে তার হাতে তুলে দিতে বলে। এ সময় কৌশল করে রান্নাঘর থেকে বেটে রাখা মরিচ এনে মফির চোখে লাগিয়ে দেই। এরপর হাসুয়া (বড় দা) দিয়ে কুপিয়ে তাকে হত্যা করি।"

ঘটনা এখানেই শেষ। কিন্তু আমরা যারা নারী অধিকার ও তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের কথা বলি, তাদের এ ঘটনা নিয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশে এখনো নারীরা হোক শিশু কিংবা বৃদ্ধা, নানা ভাবে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক স্থানে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে বখাটেদের উৎপাতের কারণে। কত মেয়েকে যে অপমান সইতে না পেরে আত্মহত্যা করতে হয়েছে তার সঠিক হিসেব আমাদের কাছে নেই। প্রশ্ন হচ্ছে, কেন সেই মেয়েটিকে আত্মহত্যা করতে হবে যে কিনা অপরাধের শিকার? কারণ সমাজ ও পরিবার সব দোষ চাপিয়ে দেয় সে মেয়েটির উপর। অপরাধী পুরুষ ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে। অনেক শিক্ষিত পরিবারের ক্ষেত্রেও দেখা যায়, কোনো ঘটনা ঘটলে সাথে সাথে দোষ দেয়া হয় মেয়েটিকে। সে হিসেবে একজন দরিদ্র কৃষাণী খাদিজা বেগম সবার সামনে এক দৃষ্টান্ত, যিনি তার মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন। যিনি প্রাণপণ চেষ্টা করেছেন বখাটের উৎপাত থেকে মেয়েকে রক্ষা করতে। তিনি খুন করার পর আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা দেখিয়েছে, তা কী আগে দেখানো হয়েছিল কিনা সে প্রশ্ন থেকেই যায়। শুধু তাই নয়, স্থানীয় জনপ্রতিনিধিরাও তার পক্ষে এগিয়ে আসেন নি বলে অভিযোগ করেছেন তিনি। মফি নামের পশুর বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, নারীর প্রতি এদেশের বিভিন্ন পেশার মানুষ কিংবা কিছু মানুষের দৃষ্টিভঙ্গির দৈন্যতাই ফুটে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা কিছুতেই তাদের দায় এড়াতে পারেন না।
খাদিজা যেহেতু খুন করেছেন তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মাননীয় আদালত। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের আবেদন থাকবে, মহামান্য আদালত যেন পুরো বিষয়টি বিবেচনা করেন। কারণ এখনো যখন সব আশা শেষ হয়ে যায়, রাষ্ট্রযন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়ে, তখনো সাধারণ মানুষ আশা করে সে সুবিচার পাবে। আর আমরা সাধারণ মানুষ যারা, তাদের উচিত একজন স্নেহময়ী মা, একজন নিরুপায় নারীর মনের তীব্র ক্ষোভ বুঝতে চেষ্টা করা। যিনি প্রচণ্ড ভালোবাসা আর সাহস নিয়ে তার মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন। আজ যদি আমরা না বুঝি, তবে মফিদের মতো পিশাচরা হয়তো আমাদেরই মা, বোন, বন্ধু কিংবা স্ত্রীকে উত্যক্ত করবে
আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই এগিয়ে যাক বাংলাদেশ।
দৈনিক ইত্তেফাকের নিউজ লিঙ্ক দেখুন 

1 day ago - পুলিশ ও উপস্থিত সাংবাদিকদের সামনে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিশোরী কন্যার উত্ত্যক্তকারীকে নিজ হাতে হত্যা করার অভিযোগে গ্রেফতারকৃত যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নের ভেকুটিয়া গ্রামের কৃষাণী খাদিজা বেগম (৪৫)। গত ১২ মার্চ নিজ বাড়িতে তিনি হাসুয়া (বড় দা) দিয়ে হত্যা করেন উত্ত্যক্তকারী একই এলাকার ...

Debate It!

Intruder killing appears justified ?





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Terrorism & Islam

This scholar is an Islamic religious extremist, who cannot make the distinction between Islam, politics, and war. He is saying that – extremist Muslims also deserve the right to continue terrorism, since millions of innocent people have been killed in the past during the expansionist political wars.

Most Islamic religious extremists do not separate Islam from politics; to them, religious expansionism is the same as the regional expansionism. It needs political support to achieve the expansionist objective. So, good luck with secular democratic system in the Muslim world.

Jiten Roy

--------------------------------------------
On Mon, 3/24/14, ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com> wrote:

Subject: Re: [mukto-mona] Terrorism & Islam
To: mukto-mona@yahoogroups.com
Date: Monday, March 24, 2014, 5:12 AM
















 









This
unnamed 'German Muslim Scholar' is total bonkers.
The 1st World War and 2nd World War were political war, not
religious wars or war of terrorism. People of all religions
were involved in both sides of these World
Wars. 
Terrorism
is implicated when someone perpetrates atrocities against
other people, mostly innocent people, for his or her cause.
That cause is quite often the religious cause and in
overwhelmingly large number of cases Islam is involved. Of
course, Judaism and
Christianity are also occasionally involved. The
ex-president of USA, George W Bush can also be called a
terrorist as he waged Crusade' against Iraq. Terrorism
and Islam are now intricately linked - whether that
'German Muslim Scholar' understands it or
not.
-
Anis Rahman

From: Shahadat
Hussaini
<shahadathussaini@hotmail.com>
To:
mukto-mona@yahoogroups.com
Sent: Sunday,
23 March 2014, 21:22
Subject:
[mukto-mona] Terrorism & Islam
















 




















































------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] The Irony of 23rd March



http://laaltain.com/ibtidah/2014/03/24/the-irony-of-23rd-march/

March 23 was originally supposed to commemorate the adoption of the first constitution of Pakistan and thus the declaration of Pakistan as a republic. However, when Field Marshal Mohammad Ayub Khan abrogated the constitution on October 27, 1958; barely 30 months after its adoption, and declared martial law, there was no constitution and no rationale for the "republic" day.
Current Affairs Featured — 24 March 2014
by Waseem Altaf
pakistan day
 
 
Prior to March 1956, Pakistan never celebrated March 23 and there never was a gazetted holiday on this day.
On February 29, 1956, Pakistan's constituent assembly adopted the first constitution and on March 2, 1956, a resolution was passed by the same assembly to commemorate March 23 as republic day.
The chief guest at the "republic" day celebrations was President Iskander Mirza, an ex-General turned bureaucrat , while the first Prime Minister, Chaudhary Mohammad Ali, a hardcore bureaucrat also graced the occasion.
March 23 was originally supposed to commemorate the adoption of the first constitution of Pakistan and thus the declaration of Pakistan as a republic. However, when Field Marshal Mohammad Ayub Khan abrogated the constitution on October 27, 1958; barely 30 months after its adoption, and declared martial law, there was no constitution and no rationale for the "republic" day.
Hence, in order to justify celebrating the national day, Ayub Khan's regime, changed it to commemorate the 1940 landmark, during which All India Muslim League passed the Lahore Resolution.
Hence, a military dictator redefined "Republic" day and the entire nation celebrates.
It is also interesting to note that the Lahore resolution was passed on March 24 and not March 23. Moreover, there was no mention of the word Pakistan in it. The only thing which was sought in the resolution was greater autonomy for the Muslim majority areas.
The welcome address at the general session of the Muslim League was made by Sir, Shah Nawaz Mamdot who had left the Unionist Party two years back in 1938 and was made the President of Punjab Muslim League.
A. K. Fazal-ul-Haq, a Bengali politician heading the Krishak Praja Party presented the Lahore resolution. Later, he was dismissed from public office by Governor-General Iskander Mirza on charges of inciting secession, and was later banned from politics by General Ayub Khan.
Interestingly it is controversial as to who authored the Lahore resolution. Some say that it was written by Sir Sikander Hayat Khan, KBE, MBE a Unionist and a British loyalist.
However, the dominant view is that the resolution was penned by Sir Zafarullah. In the 1953 bloody Lahore riots, religious extremists called for Zafarullah Khan's expulsion due to his adherence to the Ahmadiyya faith. The pressure from religious extremists finally led to Zafarullah's resignation as Foreign Minister in October 1954.
It was only the Sindh Assembly, amongst all the provinces of undivided India, which passed a resolution on March 3, 1943, presented by the late G.M. Syed on the lines of the Lahore Resolution, in support of Pakistan. On June 26, 1947 the Sindh Assembly, at a special session, decided to join the new Pakistan Constituent Assembly. Thus, Sindh became the first province to opt for Pakistan.
On April 26, 1948 the government of elected Chief Minister of Sindh Mr.Ayub Khuhro which enjoyed the support of majority of the members of the provincial assembly was dismissed as Mr.Jinnah ordered the Governor Mr. Hidayatullah to dispose him off.
The man behind passage of the Pakistan resolution in the Sindh assembly was G.M Syed. Being a nationalist he was labeled as a traitor by the establishment. Later he suffered 33 years of imprisonment, sometimes even in solitary confinement, He died in police custody at Jinnah Hospital Karachi on April 25, 1995 at the age of 91.


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Terrorism & Islam



This unnamed 'German Muslim Scholar' is total bonkers. The 1st World War and 2nd World War were political war, not religious wars or war of terrorism. People of all religions were involved in both sides of these World Wars. 

Terrorism is implicated when someone perpetrates atrocities against other people, mostly innocent people, for his or her cause. That cause is quite often the religious cause and in overwhelmingly large number of cases Islam is involved. Of course, Judaism and Christianity are also occasionally involved. The ex-president of USA, George W Bush can also be called a terrorist as he waged Crusade' against Iraq. Terrorism and Islam are now intricately linked - whether that 'German Muslim Scholar' understands it or not.

- Anis Rahman


From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, 23 March 2014, 21:22
Subject: [mukto-mona] Terrorism & Islam

 


WESTERN DOUBLE STANDARDS !!





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re: A country gets the leaders it deserves



I fully agree with Jiten Roy that people, particularly religious minded people, would spend large amount of money in the name of religion (like setting up madrassas, mosques, temples etc), but would cringe to donate any money for humanitarian causes. The reason may be that these people had been brainwashed in their childhood by religious scamps and now they follow collectively, what I call, herd mentality. But they may also be following their selfish attitude that if they give money now for religious causes, they will get very good returns in the form of access to heaven or paradise in the after-life! Only exception, to a large extent, is the Christianity where people donate without hoping for anything in return. The recent Sports Relief raised £52 million!  

- Anis Rahman


From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, 23 March 2014, 21:10
Subject: Re: [mukto-mona] Re: A country gets the leaders it deserves

 
We will find thousands of religious academically high achievers in all religions, who talk total nonsense when it comes to discussions about the religion. It is because - they have developed firm believes in their minds, most of which came to them through childhood brainwashing. Most religious people want to keep them above logic. In other words, they want to protect and preserve those thoughts. As a result, they will not delve into logical discussion about those believes. As a result, they can donate money to a Madrassa, knowing full well that - these institutions are not producing good citizens. .

Similarly, Hindus spend inordinate amount of money worshipping idols in the name of religion, but, they will often hesitate to spend money for humanitarian causes. You will find thousands of people in the idol worshipping programs, but you will face hard time to gather even 100 people for a humanitarian cause.

In general, people spend huge resource, time, and effort to conform to the nonsensical religious acts. "Proper education" could have solved this issue, but it is not available, partly due to the resistance from the religious establishment. This establishment is very strong; even absolute autocracy, such as communism, failed in the combat against religious establishments.

Jiten Roy

--------------------------------------------
On Sun, 3/23/14, Sukhamaya Bain <subain1@yahoo.com> wrote:

Subject: Re: [mukto-mona] Re: A country gets the leaders it deserves
To: mukto-mona@yahoogroups.com
Date: Sunday, March 23, 2014, 10:39 AM
















 
















Of
course, Om Shanti, PBUA (peace be upon all), and
similar!
 
There are 7 billion
people with 7 billion personalities, and no two people
really think exactly the same way. However, I think to me A.
Rahaman probably would be more similar than Q. Rahman;
although the former was quite a bit of emotional about his
adoptive nationality and did some undue criticism against me
a few months back.
 
As for Q. Rahman, I am
pleased that he has expressed appreciations for a lot of my
thoughts in this forum. However, he is too servile to his
religion, and at times his common sense gets lost when it
comes to his religion.
 
Now, let us get to some
point of real discussion, as opposed to individual
personalities.
 
When a
person with a Ph.D. degree donates money to a madrasa or to
establish a mosque, to me, he does a great disservice to
humanity. He does not really help uplift the poor and
illiterate souls that have gotten the Muslim identity
through birth and childhood brainwash. Rather, he creates a
bunch of idiots, many of whom grow up to hate a lot of good
people who happen to be non-Muslims. I am very much
frustrated with this kind of high academic
achievers.
 
I have
seen a lot of academically qualified people who talk about
their religion and prophet in ways that are of no better
quality than how the average illiterate person of my
village does about his religion. They are so religious, yet
they talk as if giving and taking bribe is an acceptable way
of life. With this kind of idiots in the society, it is not
surprising that corruption and irresponsibility are endemic
in Bangladesh.
 
Well, that is all for
now,
 
Sukhamaya
Bain
 
=====================================






From: ANISUR RAHMAN
<anisur.rahman1@btinternet.com>
To:
mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, March
22, 2014 2:53 PM
Subject: Re:
[mukto-mona] Re: A country gets the leaders it deserves




 





What is
the matter with you, guys? Everybody is agreeing with
everybody. My little email was meant to mock the herd
mentality of Bangladeshi people who keep electing and
submitting to the leadership of Hasina and Khaleda Zia. Now
I see that everyone agrees. How can we conduct any
meaningful discussion and debate if there is no dissent
among us? Should we pack up and go home, saying that there
is no dissent and peace has broken out?


- Anis
Rahman






From: QR
<qrahman@netscape.net>
To:
mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, 22
March 2014, 14:31
Subject: Re:
[mukto-mona] Re: A country gets the leaders it deserves






 
My frustration is more
with people who have big academic qualifications, yet
are unworthy of being called
"educated."


>>>>>>>>>>
Boy! you sounded like me here.

 I have been saying this all along. We are
not "Value" driven people but driven by our
favorite party. WE should get out of this culture of
protecting "My thug/my party".

As people we should stand up
against all thugs, gangs, violences. Until we learn to do
so, all of us will be some kind of victims one of these
days.

Shalom!



-----Original
Message-----
From: Sukhamaya Bain
<subain1@yahoo.com>
To: mukto-mona
<mukto-mona@yahoogroups.com>
Sent:
Fri, Mar 21, 2014 4:38 pm
Subject:
[mukto-mona] Re: A country gets the leaders it deserves



 






Indeed, "a country gets the leaders it
deserves." I also agree with Dr. A. Rahman that
Bangladesh deserved the leaders that it got over the years.
I doubt though if they are really happy with such leaders.
May be a lot people are happy in a perverted way;
and in many instances a lot of people probably
have given up to the frustrating reality.

Because I
believe that "a country gets the leaders it
deserves", I am generally not a big critic of
any leader. My
frustration is more with people who have big
academic qualifications, yet are unworthy of being called
"educated."
 
Sukhamaya Bain  

==============================================================



From: ANISUR RAHMAN
<anisur.rahman1@btinternet.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Friday, March 21,
2014 4:34 AM
Subject: Re:
[mukto-mona] Re: Meeting with Ambassador




 




(This is AR, not QR)
I fully concur
with the democratic values QR has highlighted below. In a
democratic system one can disagree, often fundamentally, but
that disagreement should not turn to aggressive behaviour,
abusive language or violence. In Bangladesh, people and, in
particular, our politicians don't appreciate this
fundamental pre-requisite for democracy. Khaleda Zia had
been lodging 'movement' ('andolon') burning
cars, buses, trucks etc and in the process killing people
before the recent election to bring down the government by
force. She must have learnt it from Sheikh Hasina who said
in 1996 that the then government must be brought down by
force. Now Hasina has turned from poacher to
gamekeeper! 


I
am not criticising Sheikh Hasina or Khaleda Zia singularly.
I am criticising the system which brought out such
despicable characters into the so-called Bangladeshi
'democratic system'. As it is said, a country gets
the leaders it deserves. Probably Bangladesh deserves such
leaders and people are happy with them.


-
Anis Rahman








From: QR <qrahman@netscape.net>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Thursday, 20
March 2014, 9:42
Subject: Re:
[mukto-mona] Re: Meeting with Ambassador




 


(This is QR talking not Dr. Rahman from UK)

I am glad member Roy's
open response. I agree with most of it and wish to add
couple more ideas ....

In
our country you can support whatever political group you
wish to support. I respect that. At the same time if someone
else do support their choice of parties, you should show
some level of maturity, tolerance and respect for that
choice. I have been with this forum for a while. I am not
actively involved with any parties but have some opinions
that does not always follow any party line. I was shocked to
see how nasty people can get with even symbolic differences
in opinions.

I mean my
likes or dislikes does not amount to much in our country but
what the hell happen to democratic culture?

With your response, it is
clear that the right group
is NOT apolitical (As claimed earlier) but they
"Time" their complaints to benefit their political
party. So even if violence take place before election, they
will remain quiet. I imagine will  do the opposite if
the other party is involved.

The whole idea of any human right group is to
be the spokesperson for that group. WHENEVER any violence or
persecution takes place they should speak up right there!!


I am glad to see how
common people stood up against violence in Ramu and post
election violence in couple places in our country. They did
not want to "Time"" their response to offer
political benefit.


I believe - this is an
ominous signal for the country. It shows that the country of
Bangladesh is drifting towards Pakistani line of politics of
getting rid of religious minorities from the land, and
Awami League is slowly subscribing to that line of politics
as well.


Pakistan in Bangladesh is left for the
history books only. We broke up and moving forward with our
own ways. Today I wish to see a Bangladesh who will look
after it's own interest over Pakistan or India or any
other foreign country.

certainly as neighbors we can learn from
mistakes in India, Sri Lanka, Pakistan etc but still bring
up Pakistan in political arena does not work anymore.


As you know – Pakistan has
gotten rid of religious minorities from that country. What
did they gain? They have become the world's factory of
religious extremists. I hate to see Bangladesh following
that route.


>>>>>>>>>> I agree
that we have to stand up against extremists. At the same
time we should remember to respect common religious people
who do not support violence or politics of religion. As said
it before, we should have a simple ideal. Which is to stand
up against violence in politics. It does not matter which
party is the sponsor, we have to reject violence and
injustice.

Shalom!



-----Original Message-----
From: Jiten Roy <jnrsr53@yahoo.com>
To:
mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Wed, Mar 19, 2014 6:55 pm
Subject: Re: [mukto-mona] Re: Meeting with
Ambassador



 



Dr. Rahman,

Criticism
is an important tool of advancement, but it is only useful
if you use it wisely. If you don't, it could be
detrimental to your goal.

I
see BNP as a center-left political party, much like Muslim
League, and Awami League as a centrist progressive party. In
my view, religious minorities have no other option, but to
support Awami League in the election season. That's the
reality, and the reason behind my objection to your
criticism of Awami League before the general election.

You criticize Awami League for
corruptions, which I do not disagree. But, I have much more
at stake than corruption. I have to think about existence
and survival as a religious minority in Bangladesh;
corruption is the least of my problem, especially when it is
a common phenomenon in both parties; probably much more
prevalent in BNP. As a result, I thought - it was not
the time for criticism of Awami League, as it would only
help BNP. That was my reason for criticism of you at the
time.

Time to criticize
Awami League is now. They need to change their political
equation. Based on the recent attacks on religious
minorities in Hazarihat, Ramu, Pabna, etc., where Awami
cadres took part, it is clear that Awami League is also
moving slowly to the left of center, and it is becoming
Awami Muslim League. In that case, there will be no
difference left between BNP and Awami League, as we came to
know. This is what we have said to Ambassador Mozena
also.

I believe - this is an
ominous signal for the country. It shows that the country of
Bangladesh is drifting towards Pakistani line of politics of
getting rid of religious minorities from the land, and Awami
League is slowly subscribing to that line of politics as
well.

As you know – Pakistan has
gotten rid of religious minorities from that country. What
did they gain? They have become the world's factory of
religious extremists. I hate to see Bangladesh following
that route.

Jiten
Roy

--------------------------------------------
On Wed, 3/19/14, ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com> wrote:

Subject: Re: [mukto-mona] Re:
Meeting with Ambassador
To: mukto-mona@yahoogroups.com
Date: Wednesday, March 19, 2014, 4:38 AM


First of
all, I am not the Mr. Rahman that Jiten Roy
addresses below.
I am Dr. A. Rahman from
England. I needed to identify myself
at the
outset, lest Jiten Roy gets confused and start
directing fire at random.
It
is in Bengali culture to contradict and
disagree even when
there is nothing
contentious. Undeniably minorities in
Bangladesh, or even in East Pakistan, had been
treated
disgracefully and often violently,
which no civilised
society can condone. The
governments of the day had either
ignored
and overlooked or aided and abetted with the
perpetrators. The BNP/Jamaat had been carrying
out religious
atrocities for a long time and
the AL were no angels. There
had been
undeniable evidence of AL involvement in burning,
looting Hindu properties before the recent
elections. When I
raised this despicable
behaviour of the ruling party, Jiten
Roy
immediately branded me as a BNP supporter. I wrote many
articles against BNP/Jamaat's religious
excesses and
criminality, but Jiten Roy
ignored them all or was totally
oblivious.
However, he seems to have got now a rational,
realistic view of the situation existing in
Bangladesh. All
political parties, to a
greater or lesser extent, are guilty
of
religious misdemeanour and criminality.
I
agree with Jiten Roy that truth (or rather
facts) must be
brought out. But one must be
careful about what one calls
truth. For
example, to Jamaatis the existence of God and His
divine messages are the truths. To Narendra
Modi Hindu
chauvinism
is the truth. So the establishment of truth is
not as clear cut as it seems. But we must bring
out facts
and try to show to the world what
is fair and what is not.
  
-
Anis Rahman




















































__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] On the night of 23rd March, 1971



Excellent story of patriotism. These are the stories we never come to hear in the media. Thanks for sharing it with us.

- Anis Rahman


From: Farida Majid <farida_majid@hotmail.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, 23 March 2014, 22:01
Subject: [mukto-mona] On the night of 23rd March, 1971

 
।।২৩মার্চ,১৯৭১-বিদ্রোহের রাত এবং মুস্তাফামনোয়ার ও ফাহমিদা খাতুন।।
১৯৭১-এর সেই রাতটি ছিল বাঙ্গালী জাতির জীবনে একটি বিশাল বিদ্রোহের--গণমাধ্যমের পক্ষ হতে
পাকিস্হানকে অস্বীকার করার রাত। দিনটি ১৯৪৭'র পর "পাকিস্হান দিবস" হিসেবে পালিত হয়ে অাসছিল।
পূর্ববাংলায় শেষ পালিত হয় ১৯৭০সালে।
১৯৭১এর ১মার্চ হতেই যে উত্তাল বিদ্রোহের ঢেউ ছড়িয়ে পড়ে সারা বাঙলায়--তা বাঙ্গালীর জীবনে প্রথম
সম্মিলিত উত্থান এনেছিল।সবার ভেতরে কম্পন তুলেছিল চাই স্বাধীনতা। সারাদেশ জুড়ে চলছে তারই প্রস্তুতি।
৭মার্চের ডাক শুনে স্হির করে নিয়েছিল বাঙ্গালী যে যার কর্তব্য।পাকিস্হানের প্রতি অসহযোগ চলছে সর্বত্র।
পাকিস্হান টেলিভিশন কর্পোরেশন ঢাকা ততোদিনে পরিণত হয়েছে ঢাকা টেলিভিশন কেন্দ্র। দেশপ্রেম,আন্দোলন
সংগ্রাম তার অনুষ্ঠান জুড়ে। ডিআইটিভবনে তখন পাকি সেনা ক্যাম্প।
২৩মার্চ"পাকিস্হান দিবসে" রাত দশটার পর শুধু "আগুন" নিয়ে গান প্রচার হতে থাকে ।লাইভ অনুষ্ঠান।।
সেলিনা মালেক চৌধুরী গাইছেন- "ওরে আগুন আমার ভাই"।ইফপাত আরা দেওয়ান গাইতে থাকেন-
"যদি তোর ভাবনা থাকেফিরে যা না"।ডাকসুর তখন সাংস্কৃতিক সম্পাদক ও সংস্কৃতি সংসদের সম্পাদক
ইকবাল আহমদ গাইছেন-"উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে"।এরপর কোরাসে-
" বুক বেঁধে তুই দাঁড়া দেখি"। শিল্পীদেরকে ক্যামেরার কায়দায় সংখ্যায় অগণ্য করে তোলা হচ্ছিল ।খানিক পর পরই গানট বাজছিল।
অনুষ্ঠানের পরিকল্পক নির্দেশনা ক্যামেরায় তখন সবার প্রিয় চিত্রকর-গায়ক-নাটকনির্মাতা-টিভির প্রযোজক কবি গোলাম
মোস্তফা তনয় মুস্তাফা মনোয়ার(ফেবু বন্ধূ সত্তরোর্ধ ফরিদা মজিদের মন্টু মামা)।সিদ্ধান্ত নিয়ে রেখেইছেন-অনুষ্ঠান শেষে
প্রতিদিনের মতো পাকিস্হানের পতাকা প্রদর্শনের নিয়ম ভঙ্গ করবেন এবং পাকিস্হান দিবসকে অস্বীকার করা লক্ষ্য।
ক্যামেরার সামনে এলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা,কাজী মোতাহার হোসেনের কন্যা ফাহমিদা খাতুন।তিনি গেয়ে
চলেছেন-"আজি বাংলাদেশের হূদয় হতে"।দীর্ঘ গানটি তিনি ফিরে ফিরে গাইছিলেন।গানটিতে মন্দির শঙ্খ,ললাট নেত্র
ইত্যাকার শব্দ থাকায় পাকি সেনা কর্মকর্তারা ক্ষিপ্ত হতে থাাকে। ফোন করে ডিআইটি ভবন উড়িয়ে দেবার হুমকি দিতে
থাকে--ক্যাম্পের সেনারা স্টেনগান নিয়ে স্টুডিওর দরজায়।বাইরে ততক্ষণে ট্যাংক মোতায়েনও করা হয়েছে।
"মন্টু"র লক্ষ্য পূরণ হতে চলেছে তখন।ফাহমিদা গানটি টেনে টেনে গেয়ে রাত ১২টা পার করে দিলেন।
নিয়মানুযায়ী রাত ১২টায় অধিবেশন শেষ হতো জাতীয় সংগীতের সাথে পতাকা প্রদর্শন দিয়ে। কিন্তু ২৩মার্চ
বঙ্গবন্ধু বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ৩২নং বাড়িতে-তার মানে পাকিস্হান মৃতপ্রায়।আর পাকিসেনারা পতাকা
দেখানো না হলে চুরমার করে দেবার সর্বশেষ হুমকি দেয়।
রাত ১২টা ১০মিনিটে ঘোষণা হলো আজ ২৪ মার্চ। আমাদের অধিবেশন শেষ হলো।তারপর পাকি পতাকা দেখানো হলো।
সেই মন্টু মুক্তিযুদ্ধের সম্মানিত সৈনিক ছিলেন। মুজিবনগরেসহ অনেক বড় ভূমিকা রেখেছেন।২৫মার্চের পর ফাহমিদাকে
হানাদাররা খুঁজেছিলো। রবীন্দ্রসংগীতের এই শিল্পীর অবদান বিশাল।১৯৭০সালে কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে কবিতা লিখেছেন।
৪৩বছর আগের এই বীরেরা এখনো জীবিত। আমরা অকর্মার ধাড়ি বলে তাদের আজো সম্মানিত করি নি। তাদের নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করা হয় নি।
বীরযোদ্ধা মুস্তাফা মনোয়ার ও শিল্পী ফাহমিদা খাতুনকে ৪৩ বছর পর হলেও জানাই টুপিখোলা স্যালুট।





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home