Banner Advertiser

Wednesday, March 12, 2014

[mukto-mona] Fwd: A call for help from Hindus in Bangladesh





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fwd: Killers Of Bangabandhu Sheikh Mujib




Subject: Killers Of Bangabandhu Sheikh Mujib
Date: Mon, 10 Mar 2014




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] মুক্তিযুদ্ধের ইতিহাস: নির্মাণ ও বিনির্মাণ



খোলা চোখে

মুক্তিযুদ্ধের ইতিহাস: নির্মাণ ও বিনির্মাণ

হাসান ফেরদৌস | আপডেট: ০১:৩৫, মার্চ ১৩, ২০১৪ প্রিন্ট সংস্করণ

বলিউডকে যাঁরা ইতিহাসের উৎস হিসেবে বিবেচনা করেন, তাঁদের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলা একদম অযৌক্তিক নয়। বলিউডি ফিল্ম মানেই গাঁজায় দম দিয়ে বানানো গল্প। বাস্তব অথবা সত্যের সঙ্গে যে ফিল্মের যোগ যত কম, সে ফিল্ম তত বেশি জনপ্রিয়। লোকজন সেসব দেখতে ভিড় জমায় ইতিহাস বইয়ে কী লেখা আছে বা বাস্তবে কী ঘটে, তা জানতে নয়; বরং দুদণ্ড সব ভুলে স্বপ্নের জগতে ঠাঁই নেওয়া যাবে, সে জন্য।
ঠিক সে কারণে বলিউডের গুন্ডে ছবি নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হয়েছে, তা কিছুটা কৌতুকপ্রদ মনে হতে পারে। ছবিটির প্রথম কয়েক মিনিট বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনি সাজানো হয়েছে, যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় মহাতুলকালাম ঘটে যায়। ফেসবুক মুখ্যত তরুণদের দখলে, ফলে তারা যা খুশি বলবে, লিখবে, তাতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু একদম সরকারি পর্যায়ে তা নিয়ে প্রতিক্রিয়া উঠবে, তা ভাবিনি। তর্ক-বিতর্কের উত্তাপ এতটা ছড়িয়ে পড়ে যে আমেরিকার অতি-সিরিয়াস ওয়াল স্ট্রিট জার্নাল পর্যন্ত নাক গলাতে বাধ্য হয়।
ব্যাপারটা উপেক্ষার সঙ্গে দেখাও খুব বুদ্ধিমানের কাজ নয়। তরুণেরাই এ নিয়ে প্রথমে প্রশ্ন তোলে, কিন্তু সেটি পরিহাসের বিষয় নয়। এ থেকে বরং বোঝা যায়, মুক্তিযুদ্ধকে এই প্রজন্মের সদস্যরা কতটা গুরুত্বের সঙ্গে নেয়। এই যুদ্ধের ইতিহাস, তার স্মৃতি, আগলে রাখার কাজ, যা আমরা বুড়োরা যোগ্যতার সঙ্গে করেছি বলা যাবে না। নব প্রজন্মের সদস্যরা তাকে নিজেদের অস্তিত্বের সংগ্রাম বলে মনে করে। চলচ্চিত্রমাধ্যমের শক্তির সঙ্গে এদের পরিচয় আছে। নিজের জন্মের ইতিহাসের এই বিকৃত চলচ্চিত্রায়ণ দেখে তারা প্রতারিত বোধ করেছে। প্রতিবাদের তীব্রতাও সে কারণে এমন প্রবল।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার ন্যারেটিভ শুধু একটি, এ কথা আমি বলি না। ইতিহাস মানেই কোনো কাল, সময় অথবা ঘটনার ব্যক্তিগত ও সম্মিলিত স্মৃতি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, সেই ইতিহাসের এই তিন প্রধান কুশীলব, যার যার নিজস্ব চশমায় সে ন্যারেটিভ নির্মাণ করবে, তাতেও অবাক হওয়ার কিছু নেই। এই ইতিহাসের বহির্গত চরিত্র রয়েছে, তার কুশীলব ভিন্ন। নাকের ওপর ভিন্ন চশমা গুঁজে তাঁরা যখন এই ইতিহাস লিখতে বসেন, তার বহিরঙ্গটি যায় বদলে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বয়স এখনো অর্ধশতক পূর্ণ হয়নি। ফলে ইতিহাসের নৈর্ব্যক্তিকতা অর্জনের জন্য সময়ের যে দূরত্ব প্রয়োজন, তা অনুপস্থিত। ফলে, জাতিগত ও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে নির্মিত ভিন্ন ভিন্ন ন্যারেটিভের মধ্যে যদি বৈপরীত্য অথবা প্রতিদ্বন্দ্বিতা রয়ে যায়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।
অধিকাংশ ভারতীয় লেখকের বিবরণে একাত্তর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভাবনীয় ও ঐতিহাসিক বিজয় ভিন্ন অন্য কিছু নয়। অতিসম্প্রতি প্রকাশিত শ্রীনাথ রাঘবনের গ্রন্থ ১৯৭১, এ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ গ্রন্থেও বাঙালির মুক্তি আন্দোলনের কোনো পরিচয় নেই। পাকিস্তানি লেখকের হাতে ১৯৭১-এর ইতিহাস বাঙালি মুসলমানের বিশ্বাসঘাতকতা ও কয়েকজন পাকিস্তানি সেনা কমান্ডারের মূর্খতা ও অযোগ্যতা ছাড়া আর কিছু নয়। যেমন একাত্তরের ওপর ফজল মুকিম খানের লেখা বই পাকিস্তানস ক্রাইসিস ইন লিডারশিপ। পরাজিত সমরনায়ক নিয়াজির গ্রন্থের নাম দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান।
মার্কিন অথবা ইউরোপীয় লেখক যাঁরা এই প্রতিদ্বন্দ্বী ন্যারেটিভে কোনো আনুভূতিক পুঁজি বিনিয়োগ করেননি বলে ভাবা স্বাভাবিক, তাঁরা একাত্তরকে বরাবরই ভারত ও পাকিস্তানের লড়াই এই দুই দেশের মধ্যে সংঘটিত তৃতীয় যুদ্ধ হিসেবেই বর্ণনা করেছেন। যে গ্রন্থটিকে একাত্তরের সবচেয়ে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ বিবরণ বলে কেউ কেউ রায় দিয়েছেন, মার্কিন গবেষক রিচার্ড সিসন ও লিও রোজ-এর লেখা ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ, সেখানেও 'বাংলাদেশ যুদ্ধ'কে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ হিসেবেই বর্ণনা করা হয়েছে।
যাঁরা দৃশ্যত নিরপেক্ষ, যেমন ইংরেজ লেখক রবার্ট জ্যাকসনের সাউথ এশিয়ান ক্রাইসিস-এও, একাত্তর বড়জোর বাঙালির বিচ্ছিন্নতার আন্দোলন, তার বেশি নয়। হেনরি কিসিঞ্জারের মতো আত্মপ্রেমী মেকি-ইতিহাসবিদের চোখে একাত্তরের প্রকাশ ঘটে পরাশক্তিত্রয়ের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে 'প্রক্সি যুদ্ধ' হিসেবে। তাঁর সুবিশাল হোয়াইট হাউস ইয়ার্স গ্রন্থে একাত্তরের ইতিহাস পুনর্নির্মাণ করতে ৮০ পাতার যে অধ্যায়টি তিনি লিখেছেন, বাঙালির মুক্তি আন্দোলনের কোনো পরিচয়ই তাতে নেই। কিসিঞ্জার সে পরিচ্ছদের শিরোনাম দিয়েছেন 'দ্য টিলট: দি ইন্ডিয়া-পাকিস্তান ক্রাইসিস অব ১৯৭১'। অতিসম্প্রতি মার্কিন সাংবাদিক ও গবেষক গ্যারি বাস 'ব্লাড টেলিগ্রাম' নামে একাত্তরের যে বিকল্প ইতিহাস রচনা করেছেন, তাতেও অনুসন্ধিৎসু আলোটি পড়েছে বাঙালির মুক্তিযুদ্ধের ওপর নয়, একাত্তরে যে গণহত্যা হয়, তা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ওপর।
কিন্তু বাঙালির মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তার প্রধান চরিত্র যেমন তার, তার কথকও সে নিজে, অন্য কেউ নয়। বাঙালির অভিজ্ঞতা ও সম্মিলিত স্মৃতির ভিত্তিতে নির্মিত এ ইতিহাস। তার একমাত্র কুশীলব বাঙালি, এ কথা আমি বলি না। কিন্তু জাতিরাষ্ট্রের জন্য বাঙালির সংগ্রামের এই ইতিহাস লিখতে হলে আসল নজর থাকতে হবে বাঙালির অভিজ্ঞতার ওপর। এর আনুপূর্বিক বিবরণ ও বিশ্লেষণ ছাড়া সে ইতিহাস পূর্ণাঙ্গ হবে না।
ঔপনিবেশিক আমলে ইংরেজের হাতে আমাদের ইতিহাস লিখিত হয়েছিল। ইংরেজ দাবি করেছে, সভ্যতার দায়দায়িত্ব নিয়ে সে উপমহাদেশে এসেছে, ফলে তার লিখিত ইতিহাসে নির্বিকার শোষণের বদলে শ্বেত প্রভুর সভ্যতার জয়ডঙ্কা শোনা গেছে। ম্যাকলের মতো লেখকের হাতে যখন সে ইতিহাস লিখিত হয়, তাতে ইংরেজের নগ্ন শোষণের পক্ষে কৃত্রিম নৈতিকতার সাফাইও শোনা গেছে। আবার পাকিস্তানি আমলে যে নব্য উপনিবেশের সূচনা হয়, তাতে বিজাতীয় প্রভুদের হাতে রচিত ইতিহাসে বাঙালির স্থান হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, সেখানে বাঙালি চিত্রিত হয় ভীরু ও প্রভু তোষণপ্রিয় জাতি হিসেবে।
এসব সমীকরণই বদলে যায় একাত্তরে। বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়েছিল অনেক আগেই। একাত্তরের রক্তক্ষয়ী লড়াইয়ের ভেতর দিয়ে অর্জিত হয় বাঙালির জাতিরাষ্ট্র সত্তার। অন্তর্গত বোধন ছাড়া যে অর্জন অসম্ভব ছিল।
বিদেশি লেখক বা চলচ্চিত্রকার তা সে ভারতীয়, পাকিস্তানি বা আমেরিকান—যে-ই হোক, বাঙালির আত্ম-আবিষ্কার ও আত্মনিয়ন্ত্রণাধিকারের দীর্ঘ সংগ্রামের ঘটনাবলি বিষয়ে অবহিত হলেও তার আনুভূতিক অভিজ্ঞতার অংশীদার তারা কখনোই হবে না। ঠিক এ কারণেই বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালিকেই লিখতে হবে। অন্য যারা সে ইতিহাস লিখবে, উৎস হিসেবে তাদের বাঙালির লেখা আকর গ্রন্থের দিকেই হাত বাড়াতে হবে। এই ইতিহাস রচনায় বাঙালির অধিকার কেবল স্বতঃসিদ্ধ ও মৌলিকই নয়, বাংলাদেশের লেখক-বুদ্ধিজীবী-সাংবাদিকদের দায়িত্বও বটে।

হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।

http://www.prothom-alo.com/opinion/article/167031/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8_%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3_%E0%A6%93_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Women's right in Bangladesh. [2 Attachments]

[Attachment(s) from Milon Ahmed included below]

Please publish the article in MUKTOMONA. 
..... Milon Ahmed.


__._,_.___

Attachment(s) from Milon Ahmed | View attachments on the web

2 of 2 File(s)



****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] যুদ্ধাপরাধের বিচার নিয়ে পশ্চিমাদের মতামতকে পাত্তা দেওয়া উচিত হবে না, ওরা তালেবান তৈরি করে [সাক্ষাৎকার : ফিলিপ আলফোঁসি]



সাক্ষাৎকার : ফিলিপ আলফোঁসি
ক্ষতিগ্রস্ত জাতি এ বিচারে সান্ত্বনা পেতে পারে
আরিফুজ্জামান তুহিন ও নূরে আলম দুর্জয়
শেয়ার - মন্তব্য (0) - প্রিন্ট
যুদ্ধাপরাধের বিচার নিয়ে পশ্চিমাদের মতামতকে পাত্তা দেওয়া উচিত হবে না, ওরা তালেবান তৈরি করে
অ-অ+
ফরাসি সাংবাদিক ফিলিপ মার্ক এদুয়ার্দ আলফোঁসি বলেছেন, ১৯৭১ সালে গণহত্যা, 'যুদ্ধাপরাধ', ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের বিচার করার অধিকার বাংলাদেশ সরকারের রয়েছে। তখনকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোসহ পুরো জাতি এ বিচার থেকে কিছুটা হলেও সান্ত্বনা পেতে পারে।
ফিলিপ আলফোঁসি আরো বলেন, 'বাংলাদেশের মতো দেশগুলো সম্পর্কে পশ্চিমা কিছু এনজিও ও মানবাধিকার সংগঠন মতামত প্রকাশ করছে। কিন্তু ওদের মতামত এখানে এত প্রাধান্য পায় কেন?' তিনি বলেন, পশ্চিমারা বলছে, বাংলাদেশে যে ট্রাইব্যুনাল হয়েছে, তার পেছনে সরকার রয়েছে। আর এ বিচার হচ্ছে রাজনৈতিক লক্ষ্য থেকে। অথচ পশ্চিমারা ভুলে যায় সারা পৃথিবীতে তাদের ভূমিকা কী।
ওরা তালেবান তৈরি করে। কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
১৯৭১ সালে তরুণ সাংবাদিক ফিলিপ আলফোঁসি কাজ করছিলেন ফ্রান্সের একমাত্র টিভি চ্যানেলে। ওই সময় বাংলাদেশে পাঠানোর জন্য আলফোঁসিকে বেছে নেওয়ার কারণ ছিল তাঁর পূর্ব-অভিজ্ঞতা। যুদ্ধ শুরু হওয়ার আগে একবার তিনি এ দেশে এসেছিলেন। বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধের সময় তিনি দেশের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা ঘুরে সরেজমিন প্রতিবেদন করেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মুক্তিযোদ্ধারা তাঁর পাসপোর্টে অনুমিতসূচক সিলমোহর দিয়েছিলেন। আলু কেটে তৈরি করা হয়েছিল সিলমোহর। সম্প্রতি সেই পাসপোর্টটি ফিলিপ আলফোঁসি জমা দিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। যুদ্ধকালীন ধারণ করা প্রায় দুই ঘণ্টার সেই ভিডিও ফুটেজগুলো এত দিন অগোচরেই ছিল ফ্রান্সের জাতীয় মহাফেজখানায়। বাংলাদেশের শ্রীমঙ্গলের প্রকাশ রায় তা খুঁজে পান। ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ্র সহযোগিতায় দুর্লভ ভিডিওচিত্র উদ্ধার করা হয়। নিজের অভিজ্ঞতা এবং বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন আলফোঁসি। ইংরেজি জানলেও ফরাসি ভাষা ছাড়া তিনি কথা বলেন না। এ সাক্ষাৎকারে দোভাষীর কাজ করেছেন কাজী এনায়েত উল্লাহ্।
কালের কণ্ঠ : বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধের বিচারকে পশ্চিমারা কিভাবে দেখছে?
ফিলিপ আলফোঁসি : বাংলাদেশের মতো দেশগুলো সম্পর্কে পশ্চিমা কিছু এনজিও ও মানবাধিকার সংগঠন মতামত প্রকাশ করছে। কিন্তু ওদের মতামতগুলো এখানে এত প্রাধান্য পায় কেন? ওই সব গোষ্ঠী মনে করে, বাংলাদেশে 'যুদ্ধাপরাধের' যে বিচার চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখানে 'যুদ্ধাপরাধীদের' বিচারের যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেখানে মানবাধিকার রক্ষার স্বীকৃত বিষয়গুলো নেই। ওরা বলছে, বাংলাদেশে যে ট্রাইব্যুনাল হয়েছে, তা আন্তর্জাতিক বিচার আদালত নয়। এটা দেশীয় একটা আদালত, যার পেছনে সরকার রয়েছে। আর রাজনৈতিক উদ্দেশ্য থেকে ৪২ বছর পর এসে 'যুদ্ধাপরাধের' বিচার করছে সরকার। কিন্তু আমি তা মনে করি না। আমি পশ্চিমাদের এসব নীতির বিরুদ্ধে।
কালের কণ্ঠ : ১৯৭১ সালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে। অপরাধের স্থান বাংলাদেশ। অভিযুক্ত যেসব অপরাধীর এখন বিচার চলছে তাঁরা বাংলাদেশি। এ-সংক্রান্ত আইনও রয়েছে। দেশে বিচার করার মতো বিচারক আছেন, রয়েছে অবকাঠামোও, তাহলে কেন বিচার করা যাবে না?
ফিলিপ আলফোঁসি : প্রথমত বলি, এ বিচারের অধিকার বাংলাদেশ সরকারের রয়েছে। আর ১৯৭১ সালে বাঙালির ওপর যে অপরাধ হয়েছিল, তাতে তখনকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোসহ পুরো জাতি এ বিচার থেকে কিছুটা হলেও সান্ত্বনা পেতে পারে। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠন ও এনজিওগুলো বলছে ভিন্নকথা। তারা বলছে, যুদ্ধাপরাদের বিচার করতে গিয়ে সরকার নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। এসব সংগঠন বলছে, সঠিক বিচার হচ্ছে না। বিচার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য থেকে। অথচ আমরা মানে পশ্চিমারা কিন্তু ভুলে যাই সারা পৃথিবীতে আমাদের ভূমিকা কী। ইউরোপেরই অনেক দেশে, এমনকি লিবিয়ায় গাদ্দাফিকে হত্যা করার পেছনে তারা সরাসরি যুক্ত ছিল। ইরাকে সাদ্দাম হোসেনকেও তারা হত্যা করেছে। সিরিয়াসহ অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘনের নামে সেখানে তারা প্রবেশ করছে, বিভিন্ন স্বার্থ পূরণ করে সেখানকার সরকারকে উৎখাত করা হয়েছে। এসব দেশে স্বৈরাচার উচ্ছেদের নামে, 'পশ্চিমা গণতন্ত্র' রপ্তানির নামে নতুন যেসব শাসক বসানো হয়েছে তারা চরমভাবে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। তারা আগের শাসকগুলোর চেয়েও নিকৃষ্ট। এর নামই কি কথিত উন্নত পশ্চিমা গণতন্ত্রের ভালো চয়েস? পশ্চিমারা মধ্যপ্রাচ্য, আফ্রিকার মুসলিমপ্রধান দেশগুলোতে যেভাবে সরকার উৎখাত করে তাদের আরো নিকটবর্তী মানুষকে বসিয়েছে, বাংলাদেশেও তারা তা-ই করতে চায়।
কালের কণ্ঠ : আপনি কি বলতে চাচ্ছেন পশ্চিমারা জঙ্গিবাদের বিরোধিতা করে, আবার তারাই জঙ্গিবাদকে লালন করে? অর্থাৎ সারা পৃথিবীতে নয়া উপনিবেশবাদ স্থাপনে কথিত ইসলামী জঙ্গিবাদ একটি ঢাল?
ফিলিপ আলফোঁসি : আমি সেটাই বলতে চাচ্ছি। ওরা তালেবান তৈরি করে। তাদের অর্থ ও অস্ত্র-প্রশিক্ষণ দেয়, আবার তালেবান উচ্ছেদের নামে তারাই দেশ দখল করে। বাংলাদেশেও তা-ই হচ্ছে।  প্রথমত, সারা দুনিয়ার মিডিয়ায় বাংলাদেশে ধর্মীয় নেতারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে প্রচার চালানো হচ্ছে। এর মধ্যে বড় ধরনের উদ্দেশ্য আছে। এসব প্রচার করে তারা মূলত 'যুদ্ধাপরাধের' বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। অথচ এসব যুদ্ধাপরাধী অতীতে পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছে। বাংলাদেশে 'যুদ্ধাপরাধের' বিচার এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ হয়ে উঠেছে। অতীতেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। একাত্তরে যুদ্ধের সময় বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মধ্য একটা শীতলযুদ্ধ চলছিল। সেই শীতলযুদ্ধে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল। এ যুদ্ধকে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে ব্যবহার করেছে। তখন দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষের মিত্র ছিল পাকিস্তান। আর সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের দিকে।
কালের কণ্ঠ : বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক মিডিয়া পক্ষপাতিত্ব করছে। যেমন ধরুন, সংবাদ শিরোনামেই বলা হচ্ছে 'টপ ইসলামিস্ট লিডার হ্যাঙড'। এখানে অপরাধীর প্রথম পরিচয় হতে পারে না তিনি ইসলামী নেতা। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। অথচ ওই সব মিডিয়া তা আড়াল করে 'ইসলামিস্ট লিডার' হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা কেন?
ফিলিপ আলফোঁসি : হ্যাঁ, আমিও লক্ষ করেছি, তারা 'যুদ্ধাপরাধী' বলছে না। তারা বলছে, শীর্ষ ইসলামী নেতা। আল-জাজিরা, সিএনএন প্রভৃতি মিডিয়া এটা করছে। একাত্তরে পাকিস্তানিরা যে ভয়ানক নিপীড়ন চালিয়েছিল সে বিষয়ে এবং কখন কিভাবে যুক্ত ছিল সেটার কোনো অনুসন্ধানমূলক প্রতিবেদন আমরা দেখি না। এর কারণ হচ্ছে ক্ষমতাবান কিছু সংগঠন ও কিছু দেশের সরকারের একচ্ছত্র আধিপত্য। তারা যে সুরে কথা বলবে, মিডিয়াও সেটাই উগরে দেবে। ধর্মকে হাইলাইট করার আরেকটা কারণও থাকতে পারে। সেটা হচ্ছে 'ইসলাম' বিষয়টাই ওই সব পশ্চিমা সংগঠন ও কিছু সরকারের রাজনৈতিক হাতিয়ার। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পশ্চিমাদের যে ভুল ধারণা ছিল, এখনো অনেক পশ্চিমার মধ্যে সেই ধারণাই আছে। একাত্তরেও কিন্তু পাকিস্তানপন্থীরা ধর্মকে সামনে নিয়ে এসেছিল এবং ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। 
এখন তারা বলছে, এত বছর পর কেন বিচার হচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে; যদিও আমি জানি, একাত্তরে যুদ্ধের সময় পাকিস্তানিরা বর্বর অত্যাচার-নিপীড়ন, হত্যা-ধর্ষণ চালিয়েছিল। সুস্পষ্ট প্রমাণও আছে। তাই এ বিচার ন্যায়সংগত এবং এ বিচার এ দেশের জনগণের প্রাপ্য। এটা প্রহসন নয়। ওদের বিচার করা জনগণের সাধারণ দাবি। যুক্তরাষ্ট্রসহ ওই মানবাধিকারওয়ালাদের এই বিষয়টা বোঝা উচিত। আপনাদের উচিত পশ্চিমাদের এসব প্রচার-প্রপাগান্ডাকে পাত্তা না দেওয়া, তাদের কথায় কান না পাতাটাই বেশি যুক্তিযুক্ত হবে।
কালের কণ্ঠ : একাত্তরের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করার জন্য আপনাকেই কেন বেছে নিয়েছিল?
ফিলিপ আলফোঁসি : আমি তখন যে টেলিভিশন চ্যানেলে কাজ করেছিলাম, সেখানে দুজন নামকরা সাংবাদিক পিয়েরে দেসগ্রপস ও পিয়েরে দুমায়েত এটা পরিচালনা করতেন। তাঁদের সব বিষয় নিয়ে ভিন্নধর্মী বিশ্লেষণের একটা আগ্রহ ছিল। একাত্তরের আগেও আমার ভারত-পাকিস্তান যুদ্ধ কাভার করার অভিজ্ঞতা ছিল। আমরা ইউরোপে বসে একাত্তর সম্পর্কে যে ধারণা পেতাম, সেটা আসলে ঠিক কি না বা সত্যিকারের বিষয়টা কী সেটা জানার জন্য তাঁরা দুজন আমাকে এ দেশে পাঠিয়েছিলেন। আর আমাকে পাঠানোর কারণ আমি সত্তরের নির্বাচনের সময় পূর্ব পাকিস্তানে এসেছিলাম। আমি জানতাম পূর্ব পাকিস্তানে কিছু একটা ঘটতে যাচ্ছে। এটা আঁচ করেছিলাম সত্তরে এ দেশে এসে। এ অভিজ্ঞতার কারণেই আমাকে পাঠানো হয়।
কালের কণ্ঠ : যুদ্ধকালীন দেশের কোন কোন অঞ্চল গিয়েছেন?   
ফিলিপ আলফোঁসি : আমি যুদ্ধের প্রথম দিকে এসেছিলাম। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর ও খুলনা অঞ্চলে গিয়েছিলাম। এর আগে তৎকালীন পাকিস্তান সরকার আমাদের জানিয়েছিল, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমি এসে অন্য রকম দেখি। আশ্চর্য হয়ে যাই। মানুষ 'জয় বাংলা' স্লোগানে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ছে। পাকিস্তানি শাসন থেকে মুক্তির অদম্য আকাক্সক্ষা দেখতে পাই। যেখানে গিয়েছি সেখানেই দেখেছি বাঙালি জাতি সংঘবদ্ধভাবে লড়াইয়ে। স্বাধীনতা পাওয়ার জন্য দুর্দান্ত মনোবল দেখেছিলাম মানুষের মধ্যে। সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে ছোট্ট ছোট্ট অস্ত্র নিয়ে বড় বড় অস্ত্রের মোকাবিলা করায় ওই দুর্দান্ত মনোবলই প্রকাশ পায়।
কালের কণ্ঠ : আপনার সংবাদ প্রচারিত হওয়ার পর আপনার দেশে তখন কী প্রতিক্রিয়া হয়েছিল?
ফিলিপ আলফোঁসি : পাকিস্তানিরা অন্যায়-অত্যাচার করেছে, সেটা তখন মানুষ বুঝতে পেরেছে। পাকিস্তান সম্পর্কে আগে যে ধারণা ছিল, সেটা ভুল প্রমাণিত হয়েছে। পাকিস্তানের প্রপাগান্ডা ছিল ভুল। এ ছাড়া রিপোর্টের পরও সাহায্য-সহযোগিতা করতে তারা বাধ্য হয়েছিল।
কালের কণ্ঠ : আপনাকে ধন্যবাদ।
ফিলিপ আলফোঁসি : আপনাদেরও ধন্যবাদ।

http://www.kalerkantho.com/print-edition/last-page/2014/03/12/61010

Logo

প্রকাশ :ঢাকা, বুধবার ১২ মার্চ ২০১৪, ২৮ ফাল্গুন ১৪২০, ১০ জমাদিউল আউয়াল ১৪৩৫


hy×vciv‡ai wePvi wb‡q cwðgv‡`i gZvgZ‡K cvËv †`Iqv DwPZ n‡e bv, Iiv Zv‡jevb ˆZwi K‡i : wdwjc Avj‡duvwm

 ¯'vbxq mgq : 0629  NÈv, 12 gvP© 2014




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] জুন মাসে কি আবার বর্গির উপদ্রব শুরু হবে?



বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪, ২৯ ফাল্গুন ১৪২০
জুন মাসে কি আবার বর্গির উপদ্রব শুরু হবে?
আবদুল গাফ্ফার চৌধুরী
জুন মাস থেকে আবার বাংলাদেশে বর্গির উপদ্রব শুরু হবে। ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপিকেই আমি বর্গি মনে করি। নবাবী আমলের বর্গিদের সঙ্গে বর্তমান সময়ের বিএনপির চরিত্রে কোন অমিল নেই। এটা দুই যুগের দুই বর্গির কাজকর্ম, কথাবার্তা দেখলেই বোঝা যায়। নবাব আলিবর্দীর আমলে বর্গিদস্যুরা হঠাৎ হঠাৎ সশস্ত্রভাবে জনপদে হামলা করত। নিরস্ত্র-নিরীহ মানুষকে পুড়িয়ে মারত, তাদের গোলার ধান, ঘরের গহনাপাতি লুট করত। বিশেষ করে সুন্দরী গৃহস্থকন্যাদের দলবেঁধে অপহরণ করে নিয়ে যেত। 
তখনকার বাংলায় বর্গিদের অত্যাচারের পাশাপাশি ছিল হার্মাদ, মগ দস্যুদেরও অত্যাচার। ছিল ভাস্কর প-িত নামে এক ভয়ানক ডাকাত সর্দারের দল। বর্গিদের সহায়ক শক্তি হিসেবে তারা লুটতরাজ করত। সব দেখেশুনে নবাব আলিবর্দীর বেগম তাকে পরামর্শ দিয়েছিলেন, আপনি কৌশলে এই ভাস্কর প-িতকে ধরার ব্যবস্থা করুন। তার দলকে নিপাত করতে পারলে বর্গিদের অনেকটাই দমন করা যাবে। 
ইতিহাস বলে, নবাব আলিবর্দী তাঁর বেগমের পরামর্শ শুনেছিলেন। তিনি কৌশলে ভাস্কর প-িতকে বন্দী করার ব্যবস্থা করেন। বন্দী করার পর প-িতকে প্রাণদ- দেয়া হয়। সর্দারের মৃত্যুতে তার দলটি ভেঙ্গে যায় এবং বর্গিদের বেপরোয়া ভাবটাও অনেকটা কেটে যায়। বর্তমান বাংলাদেশেও অনেকে মনে করেন, বিএনপি আন্দোলনের নামে বর্গিদের কায়দায় যে সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তার বড় সহায়ক শক্তি অতীতের ভাস্কর পণ্ডিতের মতো জামায়াত-শিবির। বিএনপির কিছু জনসমর্থন আছে। আর জামায়াত-শিবিরের আছে অস্ত্র ও ক্যাডারশক্তি। 
জামায়াতের সমর্থন না থাকলে বিএনপি সম্ভবত এতদিনে রাজনীতিতে শূন্য অবস্থানে চলে যেত। ফলে দেশী-বিদেশী চাপের মুখেও বেগম খালেদা জিয়া জামায়াতের ভূজবন্ধন ছাড়তে পারছেন না।
বিএনপি তার নিজের ঘোষণা অনুযায়ী যদি আগামী জুন মাস থেকে আবার দেশে বর্গির উপদ্রব শুরু করতে চায়, তাহলে জামায়াত-শিবিরের প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সহযোগিতা ছাড়া সেটা পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং এই জুন মাসের আগেই যদি বর্তমান সরকার একটু সাহসের সঙ্গে অতীতের ভাস্কর পণ্ডিত নিপাতের মতো একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ও দণ্ড দানের কাজটা শেষ করে ফেলতে পারেন।
তাতে জামায়াত-শিবিরের শিল নোড়াই শুধু ভাঙবে না; আবার বর্গির ভূমিকা গ্রহণে বিএনপিও নিরুৎসাহিত হবে।
তারা যদি সত্যিই সরকারবিরোধী আন্দোলন করতে চায়, তাহলে জনগণের সমর্থিত কর্মসূচী নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবিহীন আন্দোলনে নামতে হবে। বিএনপি সরকারবিরোধী আন্দোলনের নামে যা করে, তা আসলে জনগণের বিরুদ্ধে আন্দোলন। বর্গিদের মতোই হঠাৎ হামলা চালিয়ে তারা সরকারের কিছু বাস, গাড়ি, ভবন ইত্যাদি পোড়ায়। কিন্তু আগুনে পুড়িয়ে মারে সাধারণ মানুষকে ফলে তাদের কোন আন্দোলন সফল হয় না। মানুষ বিএনপিকে এখনও ভোট দেয়। কিন্তু তাদের আন্দোলনে সমর্থন দেয় না। কারণ, জামায়াতীদের সহযোগিতায় এই আন্দোলন শেষ পর্যন্ত নিরীহ মানুষ হত্যার সন্ত্রাসে পরিণত হয়।
সন্ত্রাস দ্বারা যে আন্দোলন সফল করা যায় না, বিএনপি তার প্রমাণ পেয়েছে হেফাজতী অভ্যুত্থান ও তাদের নির্বাচনবিরোধী সন্ত্রাসের শোচনীয় ব্যর্থতা থেকে। ফলে ৫ জানুয়ারির নির্বাচনের পর তারা সন্ত্রাসের নখরদন্ত গুটিয়ে একটু ভাল মানুষ সাজার চেষ্টা করেছে। উপজেলা নির্বাচনে তাদের অংশগ্রহণে মনে হয়েছিল, দলটি বুঝি কি জামায়াতের খপ্পরমুক্ত হয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসছে। কিন্তু জুন মাসে আবার দেশে উৎপাত সৃষ্টির ঘোষণায় মনে হয় বিএনপি তার আদি ও অকৃত্রিম চরিত্রে ফিরে যাচ্ছে। 
হেফাজতী সন্ত্রাস এবং নির্বাচনবিরোধী সহিংসতার ব্যর্থতা বিএনপিকে যতটা নিরুৎসাহিত করেছিল, বর্তমানে উপজেলা নির্বাচনে তাদের তুলনামূলক সাফল্য সম্ভবত আবার তাদের রাস্তায় নামার জন্য সে রকম উৎসাহিত করছে। তাছাড়া তাদের উৎসাহ দেয়ার জন্য দেশী-বিদেশী চক্রের তো অভাব নেই। বিগ এনজিওর অনুগ্রহপুষ্ট মিডিয়া ও সুশীল সমাজ তো আছেই, জামায়াতও বিএনপির ভাঙ্গাকল্কেয় তামাক সেবনের আশা এখনও ত্যাগ করেনি, উপজেলা নির্বাচনে বিএনপির সঙ্গে তাদের মিল-মহব্বত এবং আসন সমঝোতা তার প্রমাণ দেয়।
এখন দেশের মানুষের সামনে তিনটি প্রশ্ন। ক. জুন মাসে কি বিএনপির আন্দোলনে নামার আগ্রহ ও শক্তি আছে, না এটা তার হুমকি? খ. যদি তারা আন্দোলনে নামে, তাহলে তা জনসমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন হবে, না আবার জামায়াত সমর্থিত সন্ত্রাস শুরু হবে? গ. যদি জুন মাসে বিএনপি আবার বর্গির চেহারা ধারণ করে এবং মানুষ মারা সন্ত্রাসী তা-বে লিপ্ত হয় তাহলে সরকার তাকে মোকাবেলা করবে কিভাবে? আগের মতোই ঢিলেঢালা প্রশাসনিক শক্তি দ্বারা, না তারা রাজনৈতিক প্রতিরোধও গড়ে তুলতে পারবে?
ঢাকার এক নেতৃস্থানীয় বিএনপি বন্ধুকে আমি প্রথম দু'টি প্রশ্ন করেছিলাম। তিনি নাম প্রকাশ না করার শর্তে বললেন, বিএনপির গণআন্দোলন করার শক্তি নেই, কৌশলও জানা নেই। বিএনপির সাধারণ কর্মীরা মাঠে নামতে চায় না। কারণ, নেতারা আন্দোলনের ডাক দিয়ে নিজেরা মাঠে নামেন না। দু'একজন গ্রেফতার হন, বাকিরা গর্তে লুকান। আমরা জামায়াতী সমর্থন চাই বা না চাই, তারা আন্দোলন হাইজ্যাক করে নেয় এবং নিজেদের কায়দায় তাকে সন্ত্রাসে রূপান্তর করে। এবার উপজেলা নির্বাচনের সাফল্যে উৎসাহিত হয়ে বিএনপি গণআন্দোলনে নামার চেষ্টা করবে। কিন্তু জনসমর্থনের অভাবে হয়ত শেষ পর্যন্ত জামায়াতের সন্ত্রাসী তৎপরতার খপ্পরে পড়ে যাবে।
তৃতীয় প্রশ্নটি আমি কারও কাছে করিনি। কারণ তার জবাব অল্পবিস্তর আমার জানা আছে, সরকার যত শক্তিশালী হোক, সংগঠন দুর্বল হলে সেই সরকারের সাফল্য যে ক্ষণভঙ্গুর, তার প্রমাণ প্রতিবেশী ভারতেও রয়েছে। দিল্লীর বর্তমান কংগ্রেস সরকারের অবস্থা তার উদাহরণ। কংগ্রেসের এখন সংগঠন শক্তি নেই, দলের নেতৃত্বেও ক্যারিশমা নেই। ফলে অতীতে নাদির শাহের দিল্লী দখলের মতো বর্তমানে গুজরাটের নরেন্দ্র মোদির দিল্লী দখলের অভিযানে সারা ভারত কম্পমান।
বিএনপি-জামায়াতের গত বছরের অবিরাম সন্ত্রাস গত হাসিনা সরকার সাংগঠনিক শক্তি দ্বারা মোকাবেলা করতে পারেনি। প্রশাসনিক শক্তি দ্বারা করতে হয়েছে। সন্ত্রাস সফল হয়নি। কিন্তু দেশের অর্থনীতির চরম ক্ষতিসাধন করেছে। এই অবস্থায় পুনরাবৃত্তি দেশবাসীর কাম্য হতে পারে না অথচ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কিছুমাত্র বাড়েনি। দলটি পুনর্গঠিত হয়নি। আবার যদি বিএনপির হুমকি অনুযায়ী দেশে বর্গির উপদ্রব শুরু হয়, তাহলে সরকারকে প্রশাসনিক শক্তির ওপরেই তা দমনের জন্য নির্ভর করতে হবে। রাজনৈতিকভাবে রাজনৈতিক সন্ত্রাসের মোকাবেলা না করা হলে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী দ্বারা দু'চারজন সন্ত্রাসীকে হত্যা করা যাবে, গ্রেফতার করা যাবে' সন্ত্রাস নির্মূল করা যাবে না।
রাজনৈতিকভাবে সন্ত্রাস দমনের অর্থ এই নয় যে, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ আগেভাগেই আন্দোলনের দিন মাঠ দখল করে রাখবে; বিএনপি জামায়াতকে মাঠে নামতে দেবে না। পাল্টা সন্ত্রাস দিয়ে কখনও সন্ত্রাস দমন করা যায় না। পারা গেলে ভারতের সশস্ত্রবাহিনীগুলোই দেশটিতে মাওবাদী সন্ত্রাস নির্মূল করতে পারত। তারা তা এখন পর্যন্ত পারেনি।
বাংলাদেশেও আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ভালবাসা ততটা না থাকুক, সন্ত্রাসের প্রতি ঘৃণা আছে। আওয়ামী লীগের উচিত, নিজেদের সাংগঠনিক শক্তি দ্বারা এই ঘৃণাকে কাজে লাগানো, সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী জনপ্রতিরোধ গড়ে তোলা। সাংগঠনিক নেতৃত্বের অভাবে সাধারণ মানুষ এখন সন্ত্রাসকে ভয় পায়। সন্ত্রাসের ভয়ে ঘরে লুকায়। ফলে সন্ত্রাসীরা ভীরু-কাপুরুষ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জীবনে উপদ্রব সৃষ্টি করার সুযোগ পায়। তাদের সাহস বাড়ে। অতীতেও আমরা দেখেছি, সাম্প্রদায়িক দাঙ্গার সময় দাঙ্গাকারীরা দাঙ্গা চালাতে সাহস পেয়েছে, যতক্ষণ সাধারণ মানুষ দাঙ্গাকারীদের প্রতিরোধ করেনি। দাঙ্গাবিরোধীরা পাল্টাদাঙ্গা করেনি; গণমানুষের দাঙ্গাবিরোধী মিছিল বের করেছে। নিরস্ত্র মিছিল। এই নিরস্ত্র মিছিলের মুখে সশস্ত্র দাঙ্গাকারীরা পালিয়ে গেছে।
যে কোন সন্ত্রাস দমনেই এই থিয়োরি সত্য। আওয়ামী লীগ যদি তার সাংগঠনিক শক্তির জোরে, সন্ত্রাসের ভয়ে ভীত সাধারণ মানুষকে গৃহে স্বেচ্ছাবন্দী অবস্থা থেকে মুক্ত করে এনে রাজপথে সন্ত্রাসবিরোধী আন্দোলনে জমায়েত করতে পারে, তাহলে সন্ত্রাস শুধু দমন করা নয়, নির্মূল করার ব্যাপারে শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা স্থায়ী সাফল্য লাভ করবে। দুর্ভাগ্যের বিষয় আওয়ামী লীগের এই সাংগঠনিক শক্তি এখন নেই।
বর্তমান উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ যে সাফল্য দেখাতে পারল না তার বড় কারণ সাংগঠনিক দুর্বলতা এবং দলের হাইকমান্ডের ব্যর্থতা। দলীয় অন্তর্দ্বন্দ্বও ছিল প্রকট। একই নির্বাচন কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ছিল একাধিক। তারা দলের মনোনীত প্রার্থীর ভোট কেটেছেন এবং বিএনপি ও জামায়াত প্রার্থীদের জয়লাভের পথ সুগম করে দিয়েছেন। বহু উপজেলায় দল মনোনয়ন দিয়েছে যাকে, দলের কোন কোন মন্ত্রী ও এমপি সেখানে তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন এবং দলের পরাজয় সহজ করে দিয়েছেন। আওয়ামী লীগ হাইকমান্ড এদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থাই গ্রহণ করতে পারেনি।
আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা দূর করার জন্য প্রথমেই এই বিদ্রোহী প্রার্থী ও তাদের পৃষ্ঠপোষক দলীয় এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। পশ্চিমবঙ্গে সিপিএমের অত্যন্ত প্রভাবশালী নেতা আবদুর রেজ্জাক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাঁকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশেও আওয়ামী লীগে একটি বড় ধরনের পার্জিংয়ের ব্যবস্থা হওয়া দরকার। এই পার্জিংয়ের দ্বারা আওয়ামী লীগ দুর্বল হবে না বরং শক্তিশালী হবে।
আওয়ামী লীগ সভানেত্রী দলের একজন সার্বক্ষণিক ও সক্রিয় সাধারণ সম্পাদক নিযুক্ত অথবা নির্বাচিত করুন। কথাটা আগেও অনেকবার বলেছি। এক কথা অনেকবার বলা নিজের কাছেও অশোভন মনে হয়। তবু আওয়ামী লীগের মতো প্রাচীন একটি গণতান্ত্রিক দলের ভবিষ্যত ভেবে এক কথা বার বার বলতে হচ্ছে। দলটির তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠন প্রয়োজন। দলে নতুন রক্তের সঞ্চালন দরকার। আওয়ামী লীগের সব আছে, নীতি, নেতৃত্ব এবং কর্মী। এই মুহূর্তে নেই সাংগঠনিক শক্তি ও শৃঙ্খলা। তা ফিরিয়ে আনতে পারলে বিএনপির আন্দোলন বা জামায়াতের সন্ত্রাস কোন কিছুকেই আওয়ামী লীগের ভয় করার কিছু নেই।
আগামী জুন মাসে দেশে আবার বর্গির অত্যাচার বিএনপি শুরু করতে পারবে কিনা, তা আমি জানি না। আমার ধারণা, তারা হুমকি দিয়ে কার্যোদ্ধার করতে চায়। যদি তারা প্রকৃত রাজনৈতিক ইস্যু নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে প্রকৃত গণআন্দোলনে নামে তাহলে কারও আপত্তি করার কিছু নেই। কিন্তু তারা যদি আবার আন্দোলনের নামে বর্গির উপদ্রব সৃষ্টির চেষ্টা করে তাহলে জনসমর্থন পেছনে সংগঠিত করে সরকারকে সেই উপদ্রব কঠোর হাতে দমন করতে হবে। জনজীবনের নিরাপত্তা এবং দেশের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য নিশ্চিত করতে হবে। 
বাংলায় একটা কথা আছে, যত গর্জায় তত বর্ষায় না। বিএনপি এখন একটি গর্জনসর্বস্ব দল। নিজেদের তারা হয়ত বাঘ মনে করে। আসলে তারা এখন কাগজের বাঘ। জামায়াতী সন্ত্রাসের দাঁত না থাকলে বিএনপিকে বহু আগে রাজনীতির মাঠ ছাড়তে হতো।

[লন্ডন ॥ ১২ মার্চ ॥ বুধবার ॥ ২০১৪]
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪, ২৯ ফাল্গুন ১৪২০



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ইসরাইলি ফল সৌদি আরবে



ইসরাইলি ফল সৌদি আরবে

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক-জনতার নিউজ ২৪.কম: সৌদি আরবের আজ জুউফ অঞ্চলের কুরাইয়াত শহরে পাওয়া গেছে ইহুদিবাদী ইসরাইলের স্টিকার লাগানো ফল। 

 স্থানীয় পৌরসভার পরিবেশ-স্বাস্থ্য বিভাগের  প্রধান কর্মকর্তা আবদুল আজিজ আল মুসায়েদ জানিয়েছেন, তাদের তদন্ত কর্মকর্তারা আকস্মিক অভিযান চালিয়ে সেখানকার বাজার থেকে ইসরাইল থেকে আসা ফলের কিছু বাক্স আটক করেছেন। 

 সৌদি আরবে ইসরাইলি ফল নিষিদ্ধ বলে তিনি জানান। 

 বাক্সগুলোতে ছিল ১৪০ কেজি জাপানি পার্সিমন। এইসব ফলের ওপর ছিল ইসরাইলি স্টিকার।  পৌরসভা বিষয়টি সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে জানিয়েছে।  

 এইসব ফল কিভাবে, কত পরিমাণে ও কয়বার দখলদার ইসরাইল থেকে সৌদি আরবে ঢুকেছে তা জানার চেষ্টা করছে সৌদি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কুররিয়াত পৌরসভা এইসব ফলের প্রবেশের পদ্ধতি ও কারণ সম্পর্কে কিছুই জানে না বলে মুসায়েদ জানিয়েছেন। 

 সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের প্রকাশ্য রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাস্তবে পর্দার আড়ালে অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মিক ও সামরিক সম্পর্ক রয়েছে এবং তেল-আবিব ও রিয়াদের গোপন যোগাযোগ সম্পর্কে প্রায়ই নানা খবর প্রকাশিত হচ্ছে। 

 সৌদি সরকার কয়েক বছর আগে ইসরাইলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজা ও পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রস্তাব দিয়েছিল। ইসরাইল ও ফিলিস্তিনের সংগ্রামী গ্রুপগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

http://janatarnews24.com/details.php?sid=4&id=6953

ইসরায়েল-সৌদি মৈত্রী! - Prothom Alo

www.prothom-alo.com/.../ইসরায়েল_...
Prothom Alo 
সৌদি বাদশাহ আবদুল্লাহ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়ই চাইছেন যুক্তরাষ্ট্র 'সাপের মাথা কেটে ফেলুক' মধ্যপ্রাচ্যের দুই রাষ্ট্র 
ইসরায়েল  সৌদি আরব পরস্পরের প্রতি খুব বেশি বন্ধুভাবাপন্ন ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষী, অভিন্ন স্বার্থ প্রবল শত্রুকেও জান-ই-দোস্তে পরিণত করে। 
ইতিহাসের এক অনিবার্য পরিণতিতে তাই ইসরায়েল  সৌদি ...

সৌদি বাদশাহ আবদুল্লাহ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়ই চাইছেন যুক্তরাষ্ট্র 'সাপের মাথা কেটে ফেলুক'। ছবি: ফাইল








সৌদি বাদশাহ আবদুল্লাহ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়ই চাইছেন যুক্তরাষ্ট্র 'সাপের মাথা কেটে ফেলুক'। 
ছবি: ফাইল



  1. সৌদি আরবের সাথে ইসরায়েলের গোপন চুক্তির কথা আজ আর গোপন নয়। - গনজাগরন

    সৌদি আরবের সাথে ইসরায়েলের গোপন চুক্তির কথা আজ আর গোপন নয়। PAKISTAN should apologize officially to BANGLADESH for 1971's Facebook Page. 10 April, 2013. সৌদি আরবের সাথে ইসরায়েলের গোপন চুক্তির কথা আজ আর গোপন নয়। ইসরায়েল যদি ইরান আক্রমন করে, তাহলে স্ট্র্যাটেজিক্যালী ইসরায়েলকে সৌদিআরবের আকাশ পথ ব্যবহার করতে হবে ...



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] TIME---A new report claims the Naypyidaw government has been methodically oppressing the Muslim minority for decades



Dear all,

We have to do our part to share this sad development in our neighboring country. As a part of humanity, it is least we can do.....

May peace be unto you and your families.

=====================================================================================================================

Burma Accused of 'Crime Against Humanity' Over Persecution of Rohingya

A Rohingya woman sits by a fire at a crowded internally displaced persons (IDP) camp Nov. 23, 2012 on the outskirts of Sittwe, Burma Paula Bronstein / Getty Images

A new report claims the Naypyidaw government has been methodically oppressing the Muslim minority for decades

The Burmese government's treatment of the Rohingya ethnic minority is tantamount to a "crime against humanity," according to a new report released by watchdog NGO Fortify Rights.
Released Tuesday, the 79-page report claims that the government of Buddhist-majority Burma, officially known as Myanmar, has been methodically oppressing the Muslim Rohingya for decades.



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] LEGALIZED PROSTITUTION IN SAUDI ARABIA !



الدعارة مشروعة في المملكة العربية السعودية

  LEGALIZED PROSTITUTION

IN  SAUDI ARABIA



Women are treated like commodities and disposable containers in Salafi society. Different kinds of legal opportunities have been provided for Salafi men to exploit women in the name of Islam  throughout the world.  Saudi/Salafi scholars have issued many Fatawas to allow several kinds of deceptive and fake marriages to use women as sex slaves for as long as they wish. We are providing below some details in this regard.  

(a) Misyaar - It is a temporary relationship between men and women for sexual pleasure. In this relationship the woman relinquishes all her rights  that are available to her in an Islamic marriage.  It is claimed that 60 Salafi scholars, including Saudi Grand Mufti Shaikh Abdulaziz al-Shaikh  endorsed Misyar relationship between men and women in their fatawas.

The terms and conditions of  Misyar and  Shia practice of Mutah  (sexual pleasure ) are same except that in Misyar,  it is claimed that the partners do not fix a time to end their sexual relationship and are free to leave each other anytime they wish. In Mutah, they fix a specific time, like one week, one month etc., and at the end of that period both man and woman are considered as legally separated.  In Mutah and Misyaar, man and woman need not live together under the same roof.  They can meet  whenever the man demands and spend a few hours together in privacy for sex and go to their homes quietly. 

Misyar is a " Koensdeler relationship ".  Koensdeler is a Danish name given to a girl/woman who is neither your wife, nor girl friend.  There is no social binding or loyalty in the relationship.  She is just a sexual mate and not a prostitute who entertain sex with anybody for money. Whenever you want, call each other, meet, have sex, and both of you are on your ways.  If you are fed up with the lady (Koensdeler), just call her and tell her that you don't want to continue having sex with her.  That is the end of your relationship.  

(b) Urfa In this relationship, arrangements are made as a customary marriage but there are no official contracts signed and this relationship also does not give women any rights whatsoever.  She is kept as along as the man wishes to use her for sex.    

(c) Mesyaf ( Summer holiday marriage) -  It is a tourism marriage practiced by Saudis and other Salafis in the world who go on summer vacation to countries, like Yamen, India, Pakistan, Bangladesh and other countries.  In these countries they take advantage of poor Muslim families by fake marriages with young, rather very young girls between the ages of  9 to 16 years  in collusion with local middlemen and agents who are paid for these notorious services. 

There are two types of fake marriages in Mesyaf. 

(i) The woman / girl is made aware that the fake marriage is done for a short time for the Saudi to have sex with her.  In this case, she bargains and gets paid an agreed amount in advance.  

(ii) The woman / girl and her parents are  not made aware about the intentions of Saudis.  Poor parents and the young girl consider that it is a regular Islamic marriage and that after marriage she will go to Saudi Arabia with her husband. These fake marriages are done with the knowledge and collusion of middlemen and agents.   In these deceptive marriages, Salafis from Saudi Arabia and other rich Gulf countries spend 15 days to one month with these poor hapless young girls in hotels.  At the end of their vacation, Saudis disappear in thin air leaving behind the devastated young girl and her parents. There are hundreds of thousands of young Muslim girls who have become victim to this Saudi practice. These girls later get involved in prostitution in these countries.    

(d) Friend Marriage -  This is a special marriage where the bride does not go out of her house.  The male goes to her house  in the night or meets with her in a hotel and have sex with her, after which she goes back to her home.  In this relationship the woman does not have any legal maintenance from the man. In most of the cases the woman demands a certain amount and gets it in advance.  

(e) Misfar -  (Foreign study and Business Trip marriage)Misfar refers to a deceptive marriage  contracted by a Salafi for sexual gratification so that a woman may cohabitate with him for the period of time he is visiting a foreign country. These women are formally divorced after a short period that ranges from a week to a month.  It is natural that most of these women who fall victim to this kind of fake marriage come from deprived backgrounds, and for most of them, they have very little say in the matter. 

Misfar is a deceptive marriage undertaken by  Saudis/Salafis  who go to study in foreign countries.   In Misfar, Salafis marry local women but never disclose their true intentions.  Once their studies are over or their businesses are accomplished, they dump their  wives and children born out of these fake marriages and go back to their countries. without a trace.  They use these women physically, emotionally and many a timesfinancially since they save them the trouble of finding accommodation or facing the financial burdens on their own.  Many Fatawa by Saudi Scholars  in this context are available on official websites like Bin Baaz.

In all the above deceptive marriages, the arrangements are made discretely where women will have no evidence to pursue men legally. There is a massive network of Arabic dating websites that use  revolutionary ways of interaction between total strangers  where unsuspecting women are easily tricked into Saudi prostitution net in the guise of fake marriages.
 
 
Most alarming in this context is the latest Fatwa by Shaikh Adil Al-Kalbani, the Imam of the Grand Mosque of Makka issued on July 16, 2010. This Fatwa was published on  www.al-arabiya.net
 

Shaikh Kalbani, proclaimed this fatwa after receiving an email from an overseas Saudi male student studying in the 'West'.  The Saudi student, who is married and living with his wife, claims that he is worried about controlling his desires when he sees 'Western' females wearing seductive semi-naked clothes that arouse him.

He goes on to ask the Shaikh if it is OK to marry one of those women in a 'Misfar' marriage, which means marriage based on travel, because he claims that he can't fight temptations and also accuses his wife of being frigid.

The old Shaikh Kalbani posted on his own website his fatwa that permits Saudis marrying Western women with the intention of divorcing them when they are finished with them  without the pre-knowledge of the women of their deceitful plan. 

Meaning, the Imam has given green light to  Saudi overseas students and traveling businessmen to use women as disposable containers to relieve themselves sexually.  

One of the prominent Salafis scholars of recent times, Shaikh Abdulaziz Ibn Baaz  (1910-1999) who was Grand Mufti of Saudi Arabia, also gave a similar Fatwa (available in Majmua Fatawa wa Maqalat Mutanawwi'ah - 16  Volumes). 

 

Ibn Baaz used to sell cloths with his brother in his childhood and early teens.  By the time he was 16, (1927) he lost his eyesight and became completely blind within 2-3 years. He remained blind till his death in 1999.  He is one of the three  greatest innovators of recent times (the other two being Naseeruddin Al-Bani - 1914-1999 and Ibn Uthaymeen an-Najdi - 1925-2001)whose leadership,  policies and influence had crippling effect on Islamic Sharia and Muslims Society in the whole world. Read more ......

In 1990 someone asked Shaikh Ibn Baaz the following question.

Question: I heard one of your fatawa on audio-cassette in which you permitted marriages in foreign countries where the man marries with the intent of divorcing his wife after the termination of his employment or student visa. What, then, is the difference between this type of marriage and an invalid temporary marriage? What should he do if his wife bears him a daughter? Should he abandon her in a foreign country with her divorced mother? I am in need of clarification.

Fatwa: The Shaikh replied : "Yes, the Permanent Committee for Scholarly Research and the Issuing of Fatawa, (in Saudi Arabia) over which I preside, has issued a fatwa permitting a marriage entered into with the intent of divorce as long as this intention remains concealed between the groom and his Lord.  If he married in a foreign country with the undisclosed intent of divorcing his wife upon the completion of his studies or employment, he is not liable according to the majority of scholars.

Salafism is not Islam.  Salafis openly allow indiscriminate physical, spiritual, mental, emotional and financial rape of women by so many deceptiveways devised by them to exploit poor hapless women all over the world.   

Saudi Newspaper Ash-Sharq on February 03, 2011,devoted its main page to launch a scathing and  virulent attack on Saudis who travel abroad and indulge inobscene (sex) parties, night clubs and prowl in sex tourism countries around the Globe.  Watch this Video
 
 
Saudi Rich and Royals throwing currency notes on  pub singers in Syria.   Saudi newspaper Ash-Sharq reported on February 03, 2011. Watch Full Video
 
 
 
The paper published several pictures, videos and films showing Saudi girls dancing with boys and other local men in obscene parties. Watch this Video clip
 
The paper wrote "many Saudi female students abroad have been seen partying with non Muslim local men openly.  Many Saudi women have been spotted with a lot of make up prowling on the streets of Cairo, Malaysia and other places often dancing in public places. Many Saudi families have been seen at night clubs all over the world".  Read full Report
 
Daily Mail, UK, reported on February 3, 2013, that famous Saudi Salafi scholar Fayhan al-Ghamdia celebrity scholar and preacher of Salafism on Salafi TV channels,  raped and tortured his five year old daughter to death.
 
 
The shocking news isGhamdi was set free by Salafi Judiciary and Government of Saudi Arabiaeven though he confessedthat he beat her.  He was asked to pay  Fifty thousand Saudi Riyals as compensation to his wife for his daughter's murder.
 
What a judgment, what a judiciary and what a treatment of women in Saudi society!  Astaghrifullah.
 
Lama al-Ghamdi, 5 year old kid's back, ribsleft arm were broken and skull crushed  when she was admitted into hospital.  Doctors testified that she was raped repeatedly and her rectum was ripped open. 
 
Her wounds were burned to hide the crime.  She died in October 2012 from her injuries after 10 months in hospital. Read more...
Press TV reported on January 1, 2013 that Shaikh Muhammed al-Arifi, a Saudi Salafi Scholarissued a fatwa that permits all Jihadist (hired militants) in Syria to engage in rape of Syrian women one by one, en masse.

Arifi called itIntercourse Marriage (Astaghfirullah). He said he wanted to give freedom toSalafi mercenariesand hired snipers in Syria to have sex with each Syrian women, one by one,to satisfy their sexual pleasure (lust) and boost their determination.  He said, by doing so, they will enter Paradise.  Read more on this link. Also, watch this video clip.  Shaikh Arifi, later denied that he has issued such a Fatwa on his FB page and on twitter.  Read more. 

Washington Times reported on April 3, 2013 thatanother Salafi Sheikh Yasir al-Ajlawni, who hails fromJordan, has also issued a Fatwa to clear the path forSalafi Terrorists fighting against the Government of Syrai to "rape Syrian Women so long as they are non-Salafis".  Read full report ... 

Watch the following video clip which shows how Saudi rich and royals and Qatari rich and royals are preying on hapless Syrian refugee women and small girls in Jordanian camps made for Syrian refugees who have fled their country in view of Saudi Zionists sponsored war in Syria.  They enter these camps as in the guise of donars and kidnap young girls from these camps taking advantage of darkness. It is reported that when a woman resisted rape from these men, they burnt her camp.  The Saudi rich and royal have transformed these camps as mass rape centers of hapless unprotected Syrian women.  

PATHETIC STATE OF SALAFI SOCIETY

The statistics at Saudi Aabia, UAE and other Salafi dominated societies show that women are openly hooked dozens of times for short periods, sometimes even for an hour. 

In Yemen, Far East, Europe and other sex tourism countries, these deceptive marriages  is a flourishing business through middlemen where Salafis from Saudi Arabia and other Gulf countries visit during summer months and spend their time with plenty of women. 

Halal Sex - Watch this shocking  Video 

Watch this shocking Arabic Video - 1

Watch this shocking Arabic Video - 2

What about women who get pregnant in all the above criminal marriages? Either pregnancies are terminated or in case the woman decides to give birth to the child, she is responsible for his/her upbringing because she will never meet the person again in her life who is the biological father of her child. She is not allowed to disclose father's name to her child or to anyone in society.  Details in this context are available all over Internet.  It is a known fact that thousands of children of Arab descent and Salafi features, born to prostitutes,  and poor women who were victims of deceptive marriages  in sex tourism destinations like Thailand, Yamen and other countries,  loiter on the streets, mostly begging, perhaps from their own fathers during their  summer vacations. These children are looked down by locals with hatred.  The Internet is full of pathetic stories of these children who are forced to live like street dogs feeding from the garbage bins.  Astaghfirullah.

 

READ MORE

Arab News Article dated October 9, 2009

Abandoned by fathers,  children born of 'misfar' marriages long for recognition - Khaleej Times Article dated October 15, 2010

Children of Saudi Fathers cry for help - Arab News Article August 28, 2012


On Tue, Mar 11, 2014 at 2:09 PM, Farukh Chowdhury <farukhchowdhury@gmail.com> wrote:
Great News for the Muslims, especially for the Muslim women of the
world. Such kind of right (wearing Hijabs by the Muslim women) can
only be exercised in the United States of America, a country where
Muslim population accounts only 7%, which (wearing Hijab) is in the
process of "prohibition or ban" in Bangladesh where 93% of the total
population is Muslim.

Shame on the Sheikh Hasina led government in Bangladesh which is
working hard to please Hindu dominated so-called big brother India.
Not only that, Hasina now allows Chatra League goons and Hindu
teachers to rape Muslim female students and make porn with them so
that Hasina can make prostitutes to satisfy lustful Indians as gifts
in return of her getting power. At the same time, the advocates of the
secularism are supporting these (rapes and porn) activities to
eliminate Islam from Bangladesh, the second largest Muslim populated
nation of the world.

FC
____________________________________________________________________



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home