Banner Advertiser

Wednesday, October 21, 2015

Re: [mukto-mona] প্রকাশের জন্যে-



In Rig Veda, high Gods like Mitra and Varuna have been described as Asuras. Reference:- Hamsa Narayan Bhattacharya in Hinduder dev-devi, udbhab ebang Vikash.

2015-10-22 5:16 GMT+06:00 Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 

I am not disputing your account of Asurs. 
Ravan is considered as Evil in our part of the world, but, in Sri Lanka, Ravan is a hero(God), if I am not mistaken. So, the concept may vary from society to society. 

Scriptural description should not be taken literally; it needs to be interpreted with proper perspectives of the time and society when those books were written, and then translate those themes into contexts of the today's world. 


From: "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Wednesday, October 21, 2015 9:03 AM

Subject: Re: [mukto-mona] প্রকাশের জন্যে-

 
Please read Rig Veda.

Sent from my iPad



On Oct 21, 2015, at 6:48 AM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Sur and Asur, repectively, represent 'good' and 'evil' in Sanskrit. These two forces have been fighting from the beginning of time. As per scripture, Asurs will gain enough strength, at times, to aspire for ruling the world. At that moment, Surs will join hands, and form an enormous force, which will defeat Asurs, and establish peace on earth. The end. 

From: "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Tuesday, October 20, 2015 9:55 AM
Subject: Re: [mukto-mona] প্রকাশের জন্যে-

 
Asur, in old Sanskrit, is one who gives life. Ahura Majda is high God in Avvestan religion.

Sent from my iPad

On Oct 20, 2015, at 9:49 AM, Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
সবাইকে শারদীয় শুভেচ্ছা
সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেবী দুর্গার আগমন সংক্ষুদ্ধ পৃথিবীতে শান্তি বয়ে আনুক, সবার জীবন হউক উচ্ছল শান্তিময়। এই শারদীয়া শুভেচ্ছা বার্তাটি যখন লিখতে বসেছি ঠিক তখনই দেখলাম পূজা উপলক্ষে এক ভাষণে নৌমন্ত্রী বলেছেন, 'বিএনপি জামাত অসুরদের শায়েস্তা করতে হবে' দূর্গা পূজার মূল থিমটি হচ্ছে 'অসুরের বিরুদ্ধে সুরের বিজয়' অর্থাৎ অসুন্দর/অসত্যের বিরুদ্ধে সুন্দর/সত্যের বিজয়। অসুর কি শুধু বিএনপি-জামাতে আছে, অন্য কোথাও নেই? অসুর সর্বত্রই আছে, মন্ত্রী বা সাংসদ যারা ক্ষমতার দাপটে জোর পূর্বক হিন্দু সম্পত্তি দখল করেন তারাও অসুর বটে! যারা মুর্ক্তি ভাঙ্গে তারাও অসুর। আমরা বাংলাদেশে সকল দলের অসুরদের বিরুদ্ধে সুরের বিজয় কামনা করছি।

পত্রিকায় দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুর্ক্তি ভাঙ্গার বিরুদ্ধে আইন করা হবে ১৯৭২ সালের অক্টোবরে ঠিক এমনি দুর্গাপূজার মহাষ্টমীর দিন সারাদেশে একযোগে পরিকল্পনামফিক মন্দির ও প্রতিমার ওপর হামলা হয়। বাঙালি চেতনায় সেদিন এনিয়ে কেউ উচ্চ্বাচ্য করেনি। স্বাধীন বাংলাদেশে মন্দির বা মুর্ক্তিভাঙ্গার সেই শুরু; আজো সেই ধারা অব্যাহত আছে। সেদিনও ঐ ঘটনার বিচার করার তাগিদ কেউ অনুভব করেননি বা চার দশক পর আজো তা কেউ অনুভব করেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, তিনি অন্তত: বলেছেন। চুয়াল্লিশ বছরে বাংলাদেশে হাজার হাজার মন্দির ভেঙ্গেছে, কিন্তু এই অপরাধে একজনও সাজা পেয়েছেন এমন নজির নাই। ফেইসবুকে একজন প্রশ্ন রেখেছেন, বাংলাদেশে মুর্ক্তি ভাঙ্গা বন্ধ হবে কবে? আর একজন উত্তর দিয়েছেন, যখন কোন হিন্দু থাকবে না বা সব মন্দির ভাঙ্গা শেষ হবে।

মুর্ক্তি ভাঙ্গলে বা মন্দিরে আগুন দিলে হিন্দুর ধর্মীয় অনুভুতিতে কি আঘাত লাগে? ছোটকালে অনেকের 'কাতুকুতু' থাকে। বড় হতে হতে আঘাতে আঘাতে কাতুকুতু চলে যায়। হিন্দুর অনুভুতিটাও ওই রকম, চুয়াল্লিশ বছরে সেটা ভোথা হয়ে গেছে। ক'দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ নির্মান করা হবে। মন্দিরের কথা বলতে সম্ভবত: তিনি ভুলে গেছেন। কিছুদিন আগে শ্রদ্ধেয় গাফফার চৌধুরী নিউইয়র্ক এলে তাকে এক হিন্দু বাড়ী দখলের কাহিনী বলি। শুনে তিনি বলেছিলেন, হিন্দুর সম্পত্তি তো 'গনিমতের' মাল। প্রতিমাও কি গনিমতের মাল? এ সময়ে দেশে বা প্রবাসে পূজার ঢোল বাজছে। হোমরা-চোমরারা অনেকে প্রধান অতিথি হয়ে মন্দিরে মন্দিরে যাবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, সম্প্রীতির বাণী শোনাবেন। তারপর আবার 'যেই লাউ সেই কদু'। এ প্রসঙ্গে আমার একটি তথ্য জানতে বড় ইচ্ছে করছে! সেটা হলো, কেউ কি কখনো খালেদা জিয়াকে কোন পূজা মন্ডপে যেতে দেখেছেন?

আমাদের দেশে এক্ষণে সাম্প্রদায়িক সম্প্রীতির নহর বইছে। পূজা এলে এমনই হয়। এবার অনেক বেশি পূজা হচ্ছে। বেশি পূজা মানে কি বেশি সম্প্রীতি? এখন পর্যন্ত তেমন বড় ধরনের গোলযোগের সংবাদ পাইনি। সরকার বা সংশ্লিষ্ট সবাই এজন্যে বাহবা পেতে পারেন। হিন্দুরা যে ভালো আছে, শান্তিপূর্ণ পূজা এর প্রমান, দেশে-বিদেশে এমত অকাট্য প্রমান অগ্রাহ্য করা কষ্টকর। কিন্তু এর পেছনে সরকারের কত টাকা খরচ হয়েছে সেই হিসাব কি কেউ রাখেন? শান্তি বজায় রাখতে সরকার র্যাব-পুলিশ-বিজিবি সবই মোতায়েন করেছেন। শুনেছি কোথাও কোথাও আওয়ামী লীগ নেতা-কর্মীরা প্রহরায় নেমেছেন। আরো শুনলাম, কোথায় নাকি এমনকি বিএনপি-জামাতও নেমে পড়েছে শান্তি রক্ষায়। হিন্দুদের প্রতি এমন দরদ শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব!

আমাদের দেশে শিয়ালের কাছে মুরগী বর্গা দেয়ার একটি প্রবাদ প্রচলিত আছে। এর পক্ষে-বিপক্ষে যথেস্ট যুক্তি আছে। যারা এর পক্ষে তাদের যুক্তি হলো, শিয়াল মুরগী খায় তা সবার জানা। সুতরাং শিয়ালের জিন্মায় মুরগি রেখে গেলে ব্যাটা আর কোন ফন্দি-ফিকির করতে পারবেনা। সত্যি সত্যি যদি আওয়ামী লীগ-বিএনপি-জামাতের সুমতি হয়, তাহলে নিশ্চিত বলা যায়, 'সামনে আছে শুভদিন'। আসলে কি তাই? কথায় বলে, 'ঘরপোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়'। এত পুলিশ মিলিটারী দেখে আমরাও ভীত! পুলিশ প্রহরায় কি শান্তিতে ঘুমান যায়? প্রশ্ন জাগে, পূজা মন্ডপে পুলিশ না থাকলে কি হবে? কই, ঈদের দিন তো পুলিশ দিতে হয়না!

লেখাটা যখন প্রকাশিত হবে তখন হয়তো বিজয়া এসে পড়বে, সবাইকে তাই বিজয়ার আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম।

শিতাংশু গুহ, কলাম লেখক।
নিউইয়র্ক, ২০শে অক্টোবর ২০১৫।

SitangshuGuha 646-696-5569











__._,_.___

Posted by: Kamal Das <kamalctgu@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ভারতে এক কোটি ২৫ লাখ হিন্দু গরু খায়




ভারতে এক কোটি ২৫ লাখ হিন্দু গরু খায়

Wednesday, October 21, 2015 || Time : 8:30:15 PM

ছবি: সংগৃহীত

গো-মাংস নিষিদ্ধ করা নিয়ে ভারতে এখন বিতর্কের ঝড় বইছে। কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে এক মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনার পর থেকেই এই বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মধ্যে ভারতের কোনো জনগোষ্ঠী কী পরিমাণ গো-মাংস খায় তা নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে সরকারি সংস্থা। এতে বলা হয়েছে, ভারতের আট কোটি মানুষ গরু অথবা মহিষের মাংস খায়। এর মধ্যে এক কোটি ২৫ লাখ হিন্দু রয়েছেন।

ভারতের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের (এনএসএসও) সর্বশেষ তথ্যে দেখা গেছে, ভারতের আট কোটি মানুষ অর্থাৎ প্রতি ১৩ জন ভারতীয়ের মধ্যে একজন গরু অথবা মহিষের মাংস খান। এই সংখ্যা জার্মানির জনসংখ্যার সমান এবং ভারতের সব রাজ্যের সব ধর্মের মানুষই এর মধ্যে রয়েছে। ধর্মীয় বিশ্বাস থেকে মুসলমানরা গরুর মাংস খেয়ে থাকে। তাই এই আট কোটি মানুষের বেশির ভাগই মুসলমান।

এনএসএসওর বরাত দিয়ে নয়দিল্লিভিত্তিক পত্রিকা লাইভমিন্ট জানিয়েছে, ছয় কোটি ৩৪ লাখ মুসলমান গরু অথবা মহিষের মাংস খায়। এই সংখ্যা ভারতে মুসলিম জনসংখ্যার ৪০ শতাংশ। এ ছাড়া ২৬ দশমিক ৫ শতাংশ খ্রিস্টান এবং ২ শতাংশেরও কম হিন্দু গরু অথবা মহিষের মাংস খায়। এই হিসাবে এক কোটি ২৫ লাখ হিন্দু গো-মাংস ভক্ষণ করে থাকে। লাইভমিন্ট হিন্দুস্তান টাইমসের একটি প্রকাশনা প্রতিষ্ঠান।

এনএসএসও ২০১১ থেকে ২০১২ সালে এক লাখ এক হাজার পরিবারের ওপর এই সমীক্ষাটি করেছে। দেখা গেছে, নয় হাজার ৭১১ পরিবার গো-মাংস খায়। ১১০ কোটি জনসংখ্যার আট কোটি ৩৫ লাখ অর্থাৎ প্রায় ৭ দশমিক ৩৫ শতাংশ এই মাংসের তৈরি বিভিন্ন খাবার খেয়ে থাকে।

মুসলমান, তফসিলি জাতি ও তফসিলি সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ গো-মাংস খায়। হিন্দুদের মধ্যে ৭০ শতাংশের বেশি তফসিলি গোত্র ও আদিবাসী সম্প্রদায়ের, নিম্নবর্ণের ২১ শতাংশ এবং উচ্চবর্ণের মাত্র ৭ শতাংশ এই মাংস খেয়ে থাকে।

বিভিন্ন রাজ্যে গো-মাংস ভক্ষণকারীর সংখ্যায় ভিন্নতা রয়েছে। জম্মু ও কাশ্মীরের মতো মুসলিম অধ্যুষিত রাজ্যের চেয়ে মেঘালয়ে গো-মাংস ভক্ষণকারীর সংখ্যা বেশি। সেখানে জনসংখ্যার ৮০ শতাংশ গো-মাংস খায়। এরপর বৃহত্তর রাজ্য জম্মু ও কাশ্মীর, কেরালা, আসাম ও পশ্চিমবঙ্গ রয়েছে।-আমাদের সময়

দিগ্লোবালনিউজ২৪.কম/রাজুআহমেদ/সাএডি


http://theglobalnews24.com/details.php?id=57564

'গরুর গোশত খাওয়া অপরাধ হলে বিচারপতি কাটজুরও সাজা চাই'

শীর্ষ নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের নগর উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়কমন্ত্রী আজম খান অভিযোগ করে বলেছেন, 'গরুর গোশতকে কেন্দ্র করে মুসলিমদের হত্...বিস্তারিত


http://www.sheershanewsbd.com/2015/10/21/100985


এবার ভারতে ছাগল, মুরগি ও মাছ নিষিদ্ধের দাবি

Wednesday, April 15, 2015 || Time : 4:45:54 PM

ছাগল

সম্প্রতি ভারত গরু প্রাচার ও গরুর গোশতের উপর যে কড়াকড়ি আরোপ করেছে তার তীব্র সমালোচনা করেছেন দেশটির বিখ্যাত অভিনেতা ঋসি কাপুর।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুধু গরু কেন নিষিদ্ধ করা হল, ছাগল, মুরগি, মাছ এরা কি দোষ করেছে বলেও মন্তব্য করেন তিনি। 

http://theglobalnews24.com/details.php?id=32196



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] জামায়াতকে সংস্কারের পরামর্শ খালেদার! [6 Attachments]

[Attachment(s) from Jiten Roy included below]

Very timely advice for Jamat.
Both BNP and Jamaat need reform, and, if that happens, BNP may have a better future in Bangladesh. 
Political parties must remember that - Bangalis inherently believe in the  religious secularism, meaning they believe in their own religions, but respect religions of others. Politics must conform to this most important principle.
If BNP changes its course from its current communal political ideology to secular political ideology, it has better future, because - there is a void for viable alternative secular political organization in Bangladesh, and BNP can fill that void easily.

 

From: "SyedAslam Syed.Aslam3@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Wednesday, October 21, 2015 12:06 AM
Subject: [mukto-mona] জামায়াতকে সংস্কারের পরামর্শ খালেদার!

 
|বিস্তারিত সঙ্গ ত্যাগে দেশি-বিদেশিদের চাপের মুখে অবশেষে জামায়াতে ইসলামীকে সংস্কারের পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া। অন্যথায় বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে জামায়াতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বিএনপি। সম্প্রতি দলের একজন শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে জামায়াতের কাছে এমন বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন। আগামী নভেম্বরে খালেদা জিয়া লন্ডন থেকে ফিরলে জামায়াতকে সংস্কার তথা সংশোধনের পরামর্শ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। একদিকে দলের শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, অন্যদিকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে জামায়াতের গোপন সম্পর্ক ও কট্টর মৌলবাদী রাজনীতির অভিযোগে চতুর্মুখী চাপে অত্যন্ত গোপনে দলটিকে এই বার্তা দিয়েছেন বিএনপিপ্রধান। দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে।
খালেদা জিয়ার বার্তা বহনকারী নেতাকে জামায়াতের শীর্ষ নেতারা বলেছেন, দেশের ভেতর ও বাইরে কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। এ ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তা ছাড়া তারা কোনো কট্টর মৌলবাদী রাজনীতিও করেন না। বাংলাদেশের সংবিধানে দেওয়া মৌলিক অধিকার অনুযায়ী সব নিয়ম-কানুন মেনেই রাজনীতি করেন। বিএনপিকে দুর্বল করতেই জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন তারা।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সমকালকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হলে রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। জামায়াতে ইসলামীকে সংস্কারের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন।
নাম প্রকাশ না করে বিএনপির একজন নেতা বলেন, জামায়াত নিয়ে শুধু বিদেশি বা দেশীয় চাপ নয়, বিএনপির ভেতরেও চাপ সৃষ্টি হয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে বিএনপির নিজের স্বার্থে জামায়াত সংশ্লিষ্টতার ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অন্যথায় বিএনপির লোকসান হবে। তবে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় এবং দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে না পারার পর পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করেন ওই নেতা। নতুন দল না করলে জামায়াত নামের কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই জামায়াত সংস্কারের একটি উপযুক্ত সময়ও বটে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সমকালকে বলেন, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ ভিন্ন। তারা শুধু নির্বাচনী জোট করেছেন। অতীতে আওয়ামী লীগও এটি করেছে। এটা দোষের কিছু নয়। সংস্কারের প্রস্তাব সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করতে প্রতিবেশী প্রভাবশালী দেশসহ পশ্চিমা গুরুত্বপূর্ণ দেশ ও দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। তাদের ধারণা, জামায়াতে ইসলামী জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদী রাজনীতির সঙ্গে জড়িত, বিশেষ করে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে তাদের। বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর তৎপরতার নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে। বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত থাকায় দেশজুড়ে তাদের শিকড় বিস্তৃত করা সহজ হচ্ছে।
বিএনপি নেতারা বলেন, বিদেশিরা তাদের জামায়াতের সঙ্গ ত্যাগের পরামর্শ দিয়ে বলেছেন, অন্যথায় বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে অবস্থান অটুট রাখা তাদের জন্য কঠিন হতে পারে।
সূত্র জানায়, ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ভারত সফরকালেও জামায়াতের ব্যাপারে আপত্তি জানিয়েছিল দেশটি। তখন ভারতের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান শিবশঙ্কর মেনন বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠককালে জামায়াতের ব্যাপারে কিছু গুরুতর অভিযোগ আনেন। তার দাবি, ভারতের শত্রু হিসেবে পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে, তাদের সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর গোপন সম্পর্ক রয়েছে। জোটের প্রধান দল হিসেবে বিএনপিকে শরিক দল জামায়াতে ইসলামীর এ ধরনের কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার আহ্বান জানানো হয়।

Gevi RvgvqvZ‡K e`‡j hvevi civgk© Lv‡j`vi!

Inline image 1

 রাজনীতি

ভারতকে তুষ্ট করতে জামায়াত ছাড়তে পারে বিএনপি

Updated : 21 October, 2015
* তারেক প্রশ্নেও অবস্থান বদলাতে পারে সংগঠন 
* তারেক রহমানও আগের চেয়ে 'বাস্তববাদী' হয়ে উঠছেন
এনাম আবেদীন-কালের কণ্ঠ



২০ অক্টোবর ২০১৫ ১৮:৩১:০০ পিএম মঙ্গলবার
Print

ভারতের মন জয়ের মিশনে খালেদা-তারেক

স্পেশাল করেসপন্ডেন্ট 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  ও  বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জেড‌এম/
Inline image 2









fvi‡Zi mv‡_ m¤ú‡K©vbœq‡b e¨¯Í weGbwc

Avgv‡`i mgq.Kg : 17/08/2015
hhhhhhhhhhhhhhhh





Ø›Ø Avi Awek¦v‡m bvwfk¦vm weGbwc

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদীকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের পরপরই তারেক রহমানের পক্ষ থেকে তার লিখিত শুভেচ্ছা বার্তাটি প্রধানমন্ত্রী মোদীর হাতে পৌঁছে দেন বিজেপির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি বিজে জলি।


মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন তারেক রহমান!
2015.02.08.
ভূতের মুখে রাম নাম !!!!

বিএনপি 'ভারতবিরোধী' নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-05-27 18:30:57.0 BdST Updated: 2015-05-27 20:34:38.0 BdST
ঢাকা সফরে আসতে যাওয়া নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভাসিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতবিরোধী দল নয়।
Related:
বিএনপির নাকে খত???
বিএনপি ভারতবিরোধী রাজনীতি করে না, করবেও না ॥ রিপন
স্টাফ রিপোর্টার ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, মোদির ঢাকা সফরকে আমি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ভারতবিরোধী রাজনীতি এখনও ... বিস্তারিত

weGbwcÕi e³e¨‡K 'fviZ †ZvlYbxwZ' ej‡jb mv‡`K Lvb
Avgv‡`i mgq.Kg : 28/05/2015
Memory lane:



Bhorerkagoj Logo :mylgv ¯^iv‡Ri mdi Ges †`‡ki ivRbxwZwe`iv
†fv‡ii KvMR : 05/07/2014
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০১৪, ২১ আষাঢ় ১৪২১

সুষমার সফরও গেল ॥ এখন কি করবেন খালেদা
মুহম্মদ শফিকুর রহমান
প্রকাশ:শনিবার, ৫ জুলাই ২০১৪, ২১ আষাঢ় ১৪২১

রবিবার, ২৯ জুন ২০১৪, ১৫ আষাঢ় ১৪২১
সুষমার সঙ্গে খালেদার সাক্ষাতে বিএনপি হতাশ
নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ
শরীফুল ইসলাম ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতে বিএনপির অর্জন শূন্য। বহু চেষ্টা-তদবির করে হোটেলে গিয়ে সাক্ষাত করলেও এতে কোন রাজনৈতিক ফায়দা অর্জন করা তো সম্ভব হয়ইনি, উল্টো দলের ইমেজ ক্ষুণœ হয়েছে। সাক্ষাতকালে খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করেও কোন কাজ না হওয়ায় বিএনপি হতাশ হয়েছে। .......
Datails at:
রবিবার, ২৯ জুন ২০১৪, ১৫ আষাঢ় ১৪২১

সুষমাকে খালেদার 'নালিশ'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-06-27 12:07:33.0 BdST Updated: 2014-06-27 17:14:38.0 BdST
    


বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রীসুষমা স্বরাজের কাছে 'নালিশ' দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।...............








__._,_.___

Attachment(s) from Jiten Roy | View attachments on the web

6 of 6 Photo(s)


Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___