Banner Advertiser

Saturday, May 17, 2014

[mukto-mona] Memory lane: যেভাবে টাকার কুমির হল রনি



যেভাবে টাকার কুমির হল রনি

সীমান্ত আরিফ
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
 

  

ঢাকা: ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি,টেন্ডারবাজি, দুর্নীতি থেকে শুরু করে অনেক অভিযোগ ওঠে গোলাম মওলা রনির বিরুদ্ধে। অল্প সময়ে প্রায় শূন্য দশা থেকে তিনি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। শিল্প-কারখানাসহ রয়েছে একাধিক ফ্ল্যাট, প্লট, গাড়ি-বাড়ি। এমপি রনির বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগ পেয়ে অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী মাসেই অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং একই সঙ্গে সম্পদের হিসাব চেয়ে তাঁকে নোটিশ পাঠাতে পারে কমিশন।

পটুয়াখালীর আওয়ামী লীগ নেতারা দলের ইমেজ নষ্ট করার জন্য দলের প্রধানের কাছ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশা করছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর বলেছেন, 'গোলাম মাওলা রনি উগ্র মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি যুদ্ধাপরাধী কাদের মোল্লার ভাইয়ের ছেলে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী।' তাঁর কথিত 'ভাইয়া বাহিনী'র বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকা গলাচিপায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালানোরও অসংখ্য অভিযোগ রয়েছে। দুর্নীতিসহ এসব কারণেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা।

 

দুদকের অনুসন্ধান : দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের প্রাথমিক অনুসন্ধানে এমপি রনির সম্পদের ব্যাপক গরমিল পাওয়া গেছে। কাগজে-কলমে তাঁর সাতটি প্রতিষ্ঠান পাওয়া গেলেও এবং একটি প্রতিষ্ঠানে ৯ কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে তিনি হিসাব দিলেও অন্য ছয়টি প্রতিষ্ঠানে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, সেটা উল্লেখ করেননি। এমনকি যে প্রতিষ্ঠানে ৯ কোটি টাকা বিনিয়োগ করেছেন, সেই টাকা কোথা থেকে পেয়েছেন- দুদকের জিজ্ঞাসাবাদে তার সঠিক তথ্য দিতে পারেননি এমপি রনি। তিনি কোটি কোটি টাকার সম্পদের হিসাব গোপন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। বিস্তারিত জানতে আরো অধিকতর অনুসন্ধানের প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।


দুদক সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও এলাকায় 'সেবোল্ট গার্মেন্ট লিমিটেডের' মালিক গোলাম মাওলা রনি। এই প্রতিষ্ঠানে ২০০৬-০৭ সালে ৯ কোটি টাকা বিনিয়োগ করার কথা তিনি আয়কর রিটার্নে উল্লেখ করলেও মেসার্স সেবোল্ট এঙ্প্রেস, মেসার্স সেবোল্ট অ্যাডজাস্টস, নেট অ্যাকসেস, নন্দিতা এন্টারপ্রাইজ, ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যাডভারটাইজিং নামক প্রতিষ্ঠানগুলোতে কত কোটি টাকা বিনিয়োগ করেছেন সেটা আয়কর রিটার্নে উল্লেখ করেননি। ধানমণ্ডির ৬/বি, নাইম রোডে এবং তোপখানা রোডে রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাচলে প্লটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, বাড়ি এবং প্লট রয়েছে। ল্যান্ডক্রুজার প্রাডোসহ রয়েছে একাধিক গাড়ি।


এমপি রনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. তালেবুর রহমান। তিনি  বলেন, গোলাম মাওলা রনির দখলে থাকা সম্পদের তথ্য যাচাই করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ব্যাংক ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে পটুয়াখালী জেলা এলজিইডি, সওজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, বদলিসহ নানা ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে; আমাদের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী মাসের (আগস্ট) মাঝামাঝি অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দিতে পারব। পরবর্তী সময়ে কমিশনের অনুমোদন সাপেক্ষে এমপি গোলাম মাওলা রনিকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাব। তিনি বলেন, 'ওই নোটিশ অনুযায়ী এমপি রনির দখলে থাকা স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব পেশ করতে হবে। পরে ওই হিসাব যাচাই করে তাঁর দখলে অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হবে।

সূত্র জানায়, এমপি রনির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি প্রথমে অনুসন্ধান করেন দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আহসান আলী। সেখানে রনি বা রনির লোকজন অনুসন্ধান কাজে প্রভাব খাটাতে পারে- এই সন্দেহে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক তালেবুর রহমানকে।


'হে এত টাহা বানাইছে কেমনে?'


'রনির বাবা শামসু মুন্সি কান্দে (কাঁধে) গামছা লইয়া গাওয়াল (ফেরি) করছে গ্রামে গ্রামে। হেইয়া বেইচ্চা সংসার চালাইছে। হেই গামছাওলার পোলা রনি এ্যাহন এমপি অইছে, কোটি কোট টাহার মালিক হইছে'- গোলাম মাওলা রনি প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেন তাঁর নির্বাচনী এলাকা গলাচিপা উপজেলার ডাউকা গ্রামের সাতাত্তর বছর বয়স্ক মো. এসমাইল সরদার।


গলাচিপা পৌরমঞ্চ এলাকায় রিকশা গ্যারেজের মালিক মো. আবদুস সোবাহান বলেন, 'এমপি অওনের পর হুনি হ্যার টাহার কোনো অভাব নাই। এমপি অইয়া হে এত টাহা বানাইছে কেমনে?'

 

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার বলেন, 'তাঁর বাবা সামসুদ্দিন মুন্সি ১৯৭৪ সালে গলাচিপার উলানিয়া নামক এলাকায় সপরিবারে আসেন ব্যবসার খোঁজে। তখন তিনি গামছা ফেরি করে বিক্রি করতেন। ওই আয়েই চলত সংসার। এক পর্যায়ে ওখানে সরকারি খাসজমিতে ছোট্ট একটি কাপড়ের দোকান নিয়ে বসেন। তখন গোলাম মাওলা রনি ছোট। তিনি ওখান থেকে মাধ্যমিক সার্টিফিকেট পাস করে এলাকা ছাড়েন। তাঁদের পরিবারের আর্থিক দৈন্য ছিল আগে থেকেই। অথচ তিনি এখন নিজেকে পটুয়াখালী জেলার সবচেয়ে বড় সম্পদশালী কিংবা ধনী মানুষ হিসেবে দাবি করেন। তার কোটি কোটি টাকা কিভাবে এসেছে তা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে।

 

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর এমপি রনিকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী অভিহিত করে বলেন, দলকে বিতর্কিত করতে ও আওয়ামী লীগের সুনাম নষ্ট করতেই তিনি ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন বলে আমাদের বিশ্বাস।'

 

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, ২০০৮ সালে এমপি হওয়ার পর সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুর্নীতি শুরু করেন রনি। টেন্ডারবাজি আর লুটপাট করেছেন ইচ্ছা মতো। এমপির স্পেশাল বরাদ্দ, হতদরিদ্র কর্মসূচির জন্য দশমিনা ও গলাচিপা এ দুই উপজেলায় প্রতিবছর বরাদ্দের কিছুই স্থানীয় লোকজন পায়নি। লুটপাটের মাধ্যমে এমপি রনি ও তাঁর লোকজন হাতিয়ে নিয়েছে সেসব। আওয়ামী লীগের এমপি তিনি, অথচ সেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।



সাংবাদিক নির্যাতনের বিষয়ে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা আবু জাফর খান বলেন, 'এমপি রনি এখনো সাংবাদিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা জিইয়ে রেখেছেন। আমরা মফস্বল সাংবাদিকরা তাঁর ছোবল থেকে রক্ষা না পেয়ে হতাশ ছিলাম এত দিন। আমরা চাই সাংবাদিক নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার হোক।'


লাঞ্ছিত হয়েছেন শতাধিক নেতা : ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালীতে অবস্থানকালে রনি ও তাঁর 'ভাইয়া বাহিনী'র হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র ওহাব খলিফা। তাঁরা দুজন কয়েকবার লাঞ্ছিত হন ভাইয়া বাহিনীর হাতে। এ ছাড়া বিভিন্ন সময় রনির ওই বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছেন গলাচিপা আওয়ামী লীগ সম্পাদক গোলাম মস্তফা টিটো, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিকন, সদস্য কাশিনাথ দত্ত, সহসভাপতি সন্তোষ কুমার দে, উপদেষ্টা কালাম মোহাম্মদ ইসা, সদস্য রামকৃষ্ণ পাল, পৌর আওয়ামী লীগ সম্পাদক মাইনুল ইসলাম রনো, ছাত্রলীগ সহসভাপতি শাকিল খান, সদস্য শওকত ফিরোজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা। শুধু গলাচিপা উপজেলায় বিভিন্ন সময় রনি কিংবা তাঁর ভাইয়া বাহিনী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর প্রায় ১২৫টি হামলা  কিংবা সংঘর্ষে লিপ্ত হয়। এ কারণে পাল্টাপাল্টি ৩২টি মামলা হয়েছে ওই থানায়।


ভাইয়া বাহিনীর হাত থেকে রক্ষা পাননি পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদারও। পটুয়াখালী-৪ (কলাপাড়া-গলাচিপা উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর সরকারি সফরে গলাচিপা যান। তাঁর আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গেট ও জনসভার মঞ্চ তৈরি করা হলে ভাইয়া বাহিনী তা আগুন দিয়ে পুড়িয় দেয়। দশমিনায় ভাইয়া বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আ. আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার ডলি, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শওকত, ছাত্রলীগ সভাপতি কাজি শাকিল আহম্মেদ, রণগোপালদি ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট আ. খালেক, দশমিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শুভ, ওই ইউপি ছাত্রলীগ সম্পাদক সমীরণ কর্মকার, বাঁশবাড়িয়া ইউপি যুবলীগ সম্পাদক মোশারেফ হোসেন, বহরমপুর ইউপি যুবলীগ সভাপতি রমিজ মলি্লক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মো. আবু জাফর, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রমিজ উদ্দিন তমাল, আলীপুর ইউপি যুবলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মুন্সি, বহরমপুর ইউপি যুবলীগ সভাপতি মো. জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌতম রায়সহ অসংখ্য নেতা-কর্মী।

http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/07/22/11756

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি : গোলাম মওলা রনি

http://www.bd-pratidin.com/2013/07/24/7452

গোলাম মাওলা রনি গ্রেপ্তার


http://www.bd-pratidin.com/2013/07/24/7450

এমপি গোলাম মওলা রনি কারাগারে

Friday,July 26, 2013,সময় 10:02

image_59422



শূন্য থেকে শতকোটি টাকার মালিক রনি!লিখেছেন ২২ জুলাই ২০১৩, ২০:২৫ | রাজনীতি


http://blog.prothom-alo.com/posts/8/188727







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Hoons in politics



Your comment, though it is a blunt way to put the fact of BD political scene today, the truth is undeniable .  A long history of hooliganism in the name of politics in BD rapidly going downhill currently.  Claiming fresh lives, creating terror, challenging a civil society.
 
The big hope is that commoners are extremely hardworking people which is easily visible in the streets of cities and villages of the country. The nation is economically sound though based on traditional way of doing things. Its amazing that a nation of such huge population manages to grow their own food and does not import basic needs. These all are happening without a stable people friendly political management, entirely based on various unwritten successful rules of their own. Most of the population is un-corrupt, honest and hardworking.
 
The people pay taxes but does not receive any social support when in need in sickness or in old ages. Still they are continuously contributing to the nation by their strong hands and generous hearts.  But sadly, a class of hoon monsters eating up endlessly until they die in the hand of the others hoons ultimately. 
 
Dr. Mushrafi,  FF, Australia
 


From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sat, 17 May 2014 10:36:26 +0100
Subject: Re: [mukto-mona] Fw:

 
It is too much to expect that the present cadre of illiterate and semi-literate political animals in Bangladesh will learn anything (from India or from any other country) or even capable of learning anything. You have to put your hopes on hold until these politicians disappear from the political scene voluntarily or otherwise.

- AR 


From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Cc: Bmaglobal Googlegroups <bmaglobal@googlegroups.com>
Sent: Friday, 16 May 2014, 23:02
Subject: [mukto-mona] Fw:

 
On Friday, May 16, 2014 10:38 AM, Jiten Roy <jnrsr53@yahoo.com> wrote:


BJP wins with landslide (267 seats) victory in India, while Congress gets only 50 seats. It's worth mentioning that such a giant democracy (~560 million votes casted) ended election without incidence of violence is nothing short of wonder. Suspicion was raised from BJP before election about possible vote rigging by the ruling Congress Party, but no one screamed for caretaker-government, and no one tried to block the election through violence either. It took more than a month to complete vote casting in the election. This is remarkable. Please see the rest of the news at:  

  
 
I just hope immature and jungle political system of Bangladesh will learn some civic lessons from this historic election in India.
 
Jiten Roy 







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: জামাত যখন মোদীর পায়ে !!!!!!



Mr. Ali,
Please start respecting other people' choice. What do you want? Jamat E Hind start fighting with PM elect right away? For what? Awamis should take a deep breath and adapt the new reality with some grace. Indians got fed up with the Congress and wanted a change. What is so wrong with it?
-SD 
 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss

On Saturday, May 17, 2014 12:04 PM, "Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 

On , Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:



On Saturday, May 17, 2014 12:43 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


জামাত যখন মোদীর পায়ে
ভারতের হবু   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা । (!)
ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা । (!)









__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re:



Amen, brother!
-SD


On Sat, May 17, 2014 at 8:56 PM, Bipulnahar <bipulnahar@yahoo.com> wrote:
Dear Shah Bhai,

Your writing has logic but It would or this logic may be good example for Nelson Mandela or someone like him, and yes we have to respect people's verdict but at the same time we all have rights to critique the reality or may be reality, factor is we are only predicting the future. Let's wait and see, hope for the best.

Best 

Bipul  

Sent from my iPhone

On May 17, 2014, at 4:02 PM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Brother Bipul,
Please do not guarantee anything. In regards to nationalism BJP is not any different than BNP or Pakistan's Muslim league. Most Bangladeshi minorities hate BNP/Jamat regime but that does mean if BNP/Jamat ever participate and win the election, they will exterminate all the minorities. That is a preposterous idea. Wait and watch Modi cutting the red tape for Indian businesses. Since, everything is seen through the prism of religion, he would not have a smooth path but with his great majority, he will push for the real reforms. Not letting BJP come to the power should not be anybody's business and that would have created real problem in the society. I think Indian Muslims are very educated and will do right thing to work with him. He will put Muslims in his cabinet and that would set the tone.

With the same breath, I would ask our PM to call for an early election and go for true mandate for greater good of the country. I know, you will have problem with that but in long run, that would be big thing for Bangladeshi democracy. We have to start respecting people's mandate. There is no alternative to it. We have to bite the bullet soon or later.
-SD


2014-05-17 17:21 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Dear Shah Bhai,

Your disagreement is respected but we have to see, and you will see the result within 6 months, what N Modi will do with India, I can guarantee you that soon all over the India cross country will have riot and N Modi will be responsible for that, so we need to wait,

Thanks 

Bipul  

Sent from my iPhone

On May 17, 2014, at 12:04 PM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Mr. Nahar,
I am sorry to disagree with you. India has been good democracy since 1947 and it has gone through many elections and many leaders have come and gone in six decades. Modi might be communal person but we got plenty of those types amongst our Awamis, BNPs and JPs. The examples are just too many to name here. India needed a change from Congress dynastic rule and voters have chosen Modi to lead their country. Indians are more clever than you think. Modi will be molded as according to the Indian constitution and he will do great things for India. If not, Indian voters will boot him out before his term. I understand, you are an Awami devotee but that does not mean you are automatically right. Thank you. Change is great and it is a must medicine in the politics!
-SD


2014-05-17 13:32 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Western internal propaganda make N Modi win Indian election, they spent billions of billions dollar for these, and now India will be 20 years behind by N Modi's leadership.

N Modi is a fanatic, fundamentalist, arrogant, he cannot offer anything good to India.

Very sad news for India .....

Sent from my iPhone

> On May 17, 2014, at 11:25 AM, Bipulnahar <bipulnahar@yahoo.com> wrote:
>
> Hello Mrs Fara,
>
> Your article if good and all the references are authentic, but the content or it's truthfulness is part of BNP Jamaat and our captive slave shushils propaganda against Shamim Osman.
>
> SHAMIM OSMAN AND HIS FAMILY IS A TRUE PATRIOT FAMILY IN BANGLADESH.
>
> First of all with due respect shamim Osman is not a god father, he is real politician and a true patriot.
>
> Mr Osman and his family has a very deep and long glorious historical AL background, and their patriotism through our 1971 independence movements are unparalleled and unquestionable,
>
> Now question is why everyone called him god father ;
>
> This is our leftist our shushil and media's long term meditation and practice to destroy AL politics from N Gonj (N Gonj called dandi of Bangladesh) and to do that they have to destroy Ivy (Mr Chunka's daughter) and Osman family, and our shushils fit example mr muzahidul Islam Selim and mahfuzulllah and others utilized Jamaat as conspirator and they used our media as propaganda machine.
>
> Shamim Osman indeed a patriot and please read his family (hira zheel) their house where lots of crisis time of Bangladesh and AL has passed their times to regroup and reorganize AL and muktijuddho.
>
> We should respect that and how they Osman family protect N Gonj during our liberation period was goldenin our history again these British captive slaves our shushil dr KAMAL and sultana KAMAL should be in justice for doing and ruining our country's image internally and externally. So Dr Younus.
>
> Joy Bangla
>
> Bipul KAMAL
>
> Sent from my iPhone
>
>> On May 17, 2014, at 6:26 AM, Mina Farah <farahmina@gmail.com> wrote:
>>
>> উন্নতি পরে, আগে বাঁচতে দিন
>> মিনা ফারাহ
>> মারিও পুজোর বিশ্ববিখ্যাত উপন্যাস 'গডফাদার' পড়েছি। কিন্তু ফেডারেল
>> রিপাবলিক অব নারায়ণগঞ্জের ঘরে ঘরে সাপের মতো বংশবিস্তার করা গডফাদাররা
>> 'কারলোন' ক্রাইম ফ্যামিলিকেও লজ্জা দেয়। এমনকি এরশাদ শিকদারের মতো ভয়ঙ্কর
>> গডফাদারকেও পেছনে ফেলে দিলো নারায়ণগঞ্জ। এই গডফাদাররা প্রশাসনকে পুঁজি
>> করে প্রতিদিন গড়ে দুই-তিনটা খুন করে, দিনে কয়েক কোটি টাকার চাঁদাবাজি
>> করে, খুনের মামলা গুম করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কুর্নিশ করে...
>> প্রতিদিন ১৮০টা খাম বানিয়ে রকদের হাতে পৌঁছায় নূর হোসেনরা, যেন রকেরা
>> নৌকা নিয়ে শীতল্যায় ভকের কাজটি বারবার করতে পারে। জানি না শীতল্যায়
>> চিরুনি অভিযান চালালে আরো কত লাশ পাওয়া যাবে কিন্তু একটি কথা নিশ্চিত
>> জানি, এখানেই হয়তো হতভাগ্য লুনা আর চৌধুরী আলমের স্ত্রীর বৈধব্য নিশ্চিত
>> হবে। সুতরাং ভারত যদি কয়েক দিনের জন্য শীতল্যার পানি প্রত্যাহার করে বরং
>> তা হতে পারে দৈবিক কারণ, ইলিয়াসের লাশ হয়তো পাওয়া যাবে না, হাড়গোড় পাওয়া
>> গেলে মন্দ কী! রকেরা কী দারুণ ভক আজ! আইন পকেটে না রাখলে যেমন সফল ক্রাইম
>> ফ্যামিলি গড়ে ওঠে না, তেমনই প্রশাসন না চাইলে গডফাদাররাও এক মুহূর্ত
>> টিকতে পারে না। সরকারি ও বেসরকারি, ৫৬ হাজার বর্গমাইলজুড়ে সর্বত্রই হাজার
>> হাজার মাফিয়া ডনরা ৪৩ বছর নিয়ন্ত্রণ করছে ঘুড়ির নাটাই যেন এদের হাত থেকে
>> কখনোই মুক্তি নেই। যেন সব ক'টা নদীর তলদেশ পেট কাটা লাশের বস্তায় ভরে
>> গেলেও কিছুই হবে না। অন্য কোনো সভ্য দেশ হলে বারবার ব্যর্থতার দায়দায়িত্ব
>> নিয়ে পদত্যাগ করতেন সরকারের সব নীতিনির্ধারক।
>> Read More: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=Mzg4OTY=&s=Mjc=&c=OTE=





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re:




Most cases communal political attacks on religious minorities can happen from the political party that lost, not from the party that won. Why would a winning party destabilize the country; why would they create their own problem in the international political world, unless it is BNP? BNP started attacking religious minorities after winning the election in 2001.
       
Mr. Bipul, BJP was also in power before. How many riots happened all over the India, except Gujrat, after BJP came to power? Did riots stop after BJP lost power and Congress took over the helm in India? 
I believe - religious minorities will be better off with BJP in power in India. Leaders of Islamic groups congratulated Modi for his success. Do you know that - BJP has many Muslim leaders, including Spokesperson of BJP.
So, please don't make hasty provocative meaningless forecast. Just wait and see. 

Jiten Roy
   

On Saturday, May 17, 2014 5:43 PM, "Shah DeEldar shahdeeldar@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Brother Bipul,
Please do not guarantee anything. In regards to nationalism BJP is not any different than BNP or Pakistan's Muslim league. Most Bangladeshi minorities hate BNP/Jamat regime but that does mean if BNP/Jamat ever participate and win the election, they will exterminate all the minorities. That is a preposterous idea. Wait and watch Modi cutting the red tape for Indian businesses. Since, everything is seen through the prism of religion, he would not have a smooth path but with his great majority, he will push for the real reforms. Not letting BJP come to the power should not be anybody's business and that would have created real problem in the society. I think Indian Muslims are very educated and will do right thing to work with him. He will put Muslims in his cabinet and that would set the tone.

With the same breath, I would ask our PM to call for an early election and go for true mandate for greater good of the country. I know, you will have problem with that but in long run, that would be big thing for Bangladeshi democracy. We have to start respecting people's mandate. There is no alternative to it. We have to bite the bullet soon or later.
-SD


2014-05-17 17:21 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Dear Shah Bhai,

Your disagreement is respected but we have to see, and you will see the result within 6 months, what N Modi will do with India, I can guarantee you that soon all over the India cross country will have riot and N Modi will be responsible for that, so we need to wait,

Thanks 

Bipul  

Sent from my iPhone

On May 17, 2014, at 12:04 PM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Mr. Nahar,
I am sorry to disagree with you. India has been good democracy since 1947 and it has gone through many elections and many leaders have come and gone in six decades. Modi might be communal person but we got plenty of those types amongst our Awamis, BNPs and JPs. The examples are just too many to name here. India needed a change from Congress dynastic rule and voters have chosen Modi to lead their country. Indians are more clever than you think. Modi will be molded as according to the Indian constitution and he will do great things for India. If not, Indian voters will boot him out before his term. I understand, you are an Awami devotee but that does not mean you are automatically right. Thank you. Change is great and it is a must medicine in the politics!
-SD


2014-05-17 13:32 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Western internal propaganda make N Modi win Indian election, they spent billions of billions dollar for these, and now India will be 20 years behind by N Modi's leadership.

N Modi is a fanatic, fundamentalist, arrogant, he cannot offer anything good to India.

Very sad news for India .....

Sent from my iPhone

> On May 17, 2014, at 11:25 AM, Bipulnahar <bipulnahar@yahoo.com> wrote:
>
> Hello Mrs Fara,
>
> Your article if good and all the references are authentic, but the content or it's truthfulness is part of BNP Jamaat and our captive slave shushils propaganda against Shamim Osman.
>
> SHAMIM OSMAN AND HIS FAMILY IS A TRUE PATRIOT FAMILY IN BANGLADESH.
>
> First of all with due respect shamim Osman is not a god father, he is real politician and a true patriot.
>
> Mr Osman and his family has a very deep and long glorious historical AL background, and their patriotism through our 1971 independence movements are unparalleled and unquestionable,
>
> Now question is why everyone called him god father ;
>
> This is our leftist our shushil and media's long term meditation and practice to destroy AL politics from N Gonj (N Gonj called dandi of Bangladesh) and to do that they have to destroy Ivy (Mr Chunka's daughter) and Osman family, and our shushils fit example mr muzahidul Islam Selim and mahfuzulllah and others utilized Jamaat as conspirator and they used our media as propaganda machine.
>
> Shamim Osman indeed a patriot and please read his family (hira zheel) their house where lots of crisis time of Bangladesh and AL has passed their times to regroup and reorganize AL and muktijuddho.
>
> We should respect that and how they Osman family protect N Gonj during our liberation period was goldenin our history again these British captive slaves our shushil dr KAMAL and sultana KAMAL should be in justice for doing and ruining our country's image internally and externally. So Dr Younus.
>
> Joy Bangla
>
> Bipul KAMAL
>
> Sent from my iPhone
>
>> On May 17, 2014, at 6:26 AM, Mina Farah <farahmina@gmail.com> wrote:
>>
>> উন্নতি পরে, আগে বাঁচতে দিন
>> মিনা ফারাহ
>> মারিও পুজোর বিশ্ববিখ্যাত উপন্যাস 'গডফাদার' পড়েছি। কিন্তু ফেডারেল
>> রিপাবলিক অব নারায়ণগঞ্জের ঘরে ঘরে সাপের মতো বংশবিস্তার করা গডফাদাররা
>> 'কারলোন' ক্রাইম ফ্যামিলিকেও লজ্জা দেয়। এমনকি এরশাদ শিকদারের মতো ভয়ঙ্কর
>> গডফাদারকেও পেছনে ফেলে দিলো নারায়ণগঞ্জ। এই গডফাদাররা প্রশাসনকে পুঁজি
>> করে প্রতিদিন গড়ে দুই-তিনটা খুন করে, দিনে কয়েক কোটি টাকার চাঁদাবাজি
>> করে, খুনের মামলা গুম করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কুর্নিশ করে...
>> প্রতিদিন ১৮০টা খাম বানিয়ে রকদের হাতে পৌঁছায় নূর হোসেনরা, যেন রকেরা
>> নৌকা নিয়ে শীতল্যায় ভকের কাজটি বারবার করতে পারে। জানি না শীতল্যায়
>> চিরুনি অভিযান চালালে আরো কত লাশ পাওয়া যাবে কিন্তু একটি কথা নিশ্চিত
>> জানি, এখানেই হয়তো হতভাগ্য লুনা আর চৌধুরী আলমের স্ত্রীর বৈধব্য নিশ্চিত
>> হবে। সুতরাং ভারত যদি কয়েক দিনের জন্য শীতল্যার পানি প্রত্যাহার করে বরং
>> তা হতে পারে দৈবিক কারণ, ইলিয়াসের লাশ হয়তো পাওয়া যাবে না, হাড়গোড় পাওয়া
>> গেলে মন্দ কী! রকেরা কী দারুণ ভক আজ! আইন পকেটে না রাখলে যেমন সফল ক্রাইম
>> ফ্যামিলি গড়ে ওঠে না, তেমনই প্রশাসন না চাইলে গডফাদাররাও এক মুহূর্ত
>> টিকতে পারে না। সরকারি ও বেসরকারি, ৫৬ হাজার বর্গমাইলজুড়ে সর্বত্রই হাজার
>> হাজার মাফিয়া ডনরা ৪৩ বছর নিয়ন্ত্রণ করছে ঘুড়ির নাটাই যেন এদের হাত থেকে
>> কখনোই মুক্তি নেই। যেন সব ক'টা নদীর তলদেশ পেট কাটা লাশের বস্তায় ভরে
>> গেলেও কিছুই হবে না। অন্য কোনো সভ্য দেশ হলে বারবার ব্যর্থতার দায়দায়িত্ব
>> নিয়ে পদত্যাগ করতেন সরকারের সব নীতিনির্ধারক।
>> Read More: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=Mzg4OTY=&s=Mjc=&c=OTE=






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re:



Brother Bipul,
Please do not guarantee anything. In regards to nationalism BJP is not any different than BNP or Pakistan's Muslim league. Most Bangladeshi minorities hate BNP/Jamat regime but that does mean if BNP/Jamat ever participate and win the election, they will exterminate all the minorities. That is a preposterous idea. Wait and watch Modi cutting the red tape for Indian businesses. Since, everything is seen through the prism of religion, he would not have a smooth path but with his great majority, he will push for the real reforms. Not letting BJP come to the power should not be anybody's business and that would have created real problem in the society. I think Indian Muslims are very educated and will do right thing to work with him. He will put Muslims in his cabinet and that would set the tone.

With the same breath, I would ask our PM to call for an early election and go for true mandate for greater good of the country. I know, you will have problem with that but in long run, that would be big thing for Bangladeshi democracy. We have to start respecting people's mandate. There is no alternative to it. We have to bite the bullet soon or later.
-SD


2014-05-17 17:21 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Dear Shah Bhai,

Your disagreement is respected but we have to see, and you will see the result within 6 months, what N Modi will do with India, I can guarantee you that soon all over the India cross country will have riot and N Modi will be responsible for that, so we need to wait,

Thanks 

Bipul  

Sent from my iPhone

On May 17, 2014, at 12:04 PM, Shah DeEldar <shahdeeldar@gmail.com> wrote:

Mr. Nahar,
I am sorry to disagree with you. India has been good democracy since 1947 and it has gone through many elections and many leaders have come and gone in six decades. Modi might be communal person but we got plenty of those types amongst our Awamis, BNPs and JPs. The examples are just too many to name here. India needed a change from Congress dynastic rule and voters have chosen Modi to lead their country. Indians are more clever than you think. Modi will be molded as according to the Indian constitution and he will do great things for India. If not, Indian voters will boot him out before his term. I understand, you are an Awami devotee but that does not mean you are automatically right. Thank you. Change is great and it is a must medicine in the politics!
-SD


2014-05-17 13:32 GMT-04:00 Bipulnahar <bipulnahar@yahoo.com>:
Western internal propaganda make N Modi win Indian election, they spent billions of billions dollar for these, and now India will be 20 years behind by N Modi's leadership.

N Modi is a fanatic, fundamentalist, arrogant, he cannot offer anything good to India.

Very sad news for India .....

Sent from my iPhone

> On May 17, 2014, at 11:25 AM, Bipulnahar <bipulnahar@yahoo.com> wrote:
>
> Hello Mrs Fara,
>
> Your article if good and all the references are authentic, but the content or it's truthfulness is part of BNP Jamaat and our captive slave shushils propaganda against Shamim Osman.
>
> SHAMIM OSMAN AND HIS FAMILY IS A TRUE PATRIOT FAMILY IN BANGLADESH.
>
> First of all with due respect shamim Osman is not a god father, he is real politician and a true patriot.
>
> Mr Osman and his family has a very deep and long glorious historical AL background, and their patriotism through our 1971 independence movements are unparalleled and unquestionable,
>
> Now question is why everyone called him god father ;
>
> This is our leftist our shushil and media's long term meditation and practice to destroy AL politics from N Gonj (N Gonj called dandi of Bangladesh) and to do that they have to destroy Ivy (Mr Chunka's daughter) and Osman family, and our shushils fit example mr muzahidul Islam Selim and mahfuzulllah and others utilized Jamaat as conspirator and they used our media as propaganda machine.
>
> Shamim Osman indeed a patriot and please read his family (hira zheel) their house where lots of crisis time of Bangladesh and AL has passed their times to regroup and reorganize AL and muktijuddho.
>
> We should respect that and how they Osman family protect N Gonj during our liberation period was goldenin our history again these British captive slaves our shushil dr KAMAL and sultana KAMAL should be in justice for doing and ruining our country's image internally and externally. So Dr Younus.
>
> Joy Bangla
>
> Bipul KAMAL
>
> Sent from my iPhone
>
>> On May 17, 2014, at 6:26 AM, Mina Farah <farahmina@gmail.com> wrote:
>>
>> উন্নতি পরে, আগে বাঁচতে দিন
>> মিনা ফারাহ
>> মারিও পুজোর বিশ্ববিখ্যাত উপন্যাস 'গডফাদার' পড়েছি। কিন্তু ফেডারেল
>> রিপাবলিক অব নারায়ণগঞ্জের ঘরে ঘরে সাপের মতো বংশবিস্তার করা গডফাদাররা
>> 'কারলোন' ক্রাইম ফ্যামিলিকেও লজ্জা দেয়। এমনকি এরশাদ শিকদারের মতো ভয়ঙ্কর
>> গডফাদারকেও পেছনে ফেলে দিলো নারায়ণগঞ্জ। এই গডফাদাররা প্রশাসনকে পুঁজি
>> করে প্রতিদিন গড়ে দুই-তিনটা খুন করে, দিনে কয়েক কোটি টাকার চাঁদাবাজি
>> করে, খুনের মামলা গুম করে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কুর্নিশ করে...
>> প্রতিদিন ১৮০টা খাম বানিয়ে রকদের হাতে পৌঁছায় নূর হোসেনরা, যেন রকেরা
>> নৌকা নিয়ে শীতল্যায় ভকের কাজটি বারবার করতে পারে। জানি না শীতল্যায়
>> চিরুনি অভিযান চালালে আরো কত লাশ পাওয়া যাবে কিন্তু একটি কথা নিশ্চিত
>> জানি, এখানেই হয়তো হতভাগ্য লুনা আর চৌধুরী আলমের স্ত্রীর বৈধব্য নিশ্চিত
>> হবে। সুতরাং ভারত যদি কয়েক দিনের জন্য শীতল্যার পানি প্রত্যাহার করে বরং
>> তা হতে পারে দৈবিক কারণ, ইলিয়াসের লাশ হয়তো পাওয়া যাবে না, হাড়গোড় পাওয়া
>> গেলে মন্দ কী! রকেরা কী দারুণ ভক আজ! আইন পকেটে না রাখলে যেমন সফল ক্রাইম
>> ফ্যামিলি গড়ে ওঠে না, তেমনই প্রশাসন না চাইলে গডফাদাররাও এক মুহূর্ত
>> টিকতে পারে না। সরকারি ও বেসরকারি, ৫৬ হাজার বর্গমাইলজুড়ে সর্বত্রই হাজার
>> হাজার মাফিয়া ডনরা ৪৩ বছর নিয়ন্ত্রণ করছে ঘুড়ির নাটাই যেন এদের হাত থেকে
>> কখনোই মুক্তি নেই। যেন সব ক'টা নদীর তলদেশ পেট কাটা লাশের বস্তায় ভরে
>> গেলেও কিছুই হবে না। অন্য কোনো সভ্য দেশ হলে বারবার ব্যর্থতার দায়দায়িত্ব
>> নিয়ে পদত্যাগ করতেন সরকারের সব নীতিনির্ধারক।
>> Read More: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=Mzg4OTY=&s=Mjc=&c=OTE=




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___