Banner Advertiser

Monday, June 8, 2015

[mukto-mona] Fwd: Articles

অনন্ত বিজয় দাসঃ মৃত্যুই যেখানে শেষ কথা নয়

পাপলু বাঙ্গালী


দার্শনিক সরদার ফজলুল করিম বলতেন, 'আমি বলি যে মানুষের জন্ম কবে হয়। আমি
কবে জন্মাব? মৃত্যুর মধ্য দিয়েই আমি জন্মাব।' মানুষ সময়ে-অসময়ে নিরন্তর
চলা এক ঐতিহাসিক নদীর নাম। নদীর জল ঋতু চক্রে শুকিয়ে যেতে পারে কিন্তু
নদীর নিরন্তর ছুঁটে চলা থামে না। মানুষও সেরকম তাঁর মৃত্যু নেই। কিন্তু
অবশ্যই জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হতে হবে। মানুষ তাঁর
চিন্তা-চেতনা নিয়ে অবিরত ছুটে চলা এক একটা স্রোতস্বীনি।

শুদ্ধ কবি জীবনানন্দ দাশ তাই লিখেছিলেন, 'মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়;।

অনন্ত বিজয় দাশ। এক অপার সম্ভাবনাময় তরুণ ছিলেন। আমার কাছে শহরের এক খসে
পড়া নক্ষত্র অনন্ত বিজয়। যাকে এক অন্ধকার সমাজ প্রকাশ্য ভোরের হাওয়া
মিলিয়ে যাওয়ার পূর্বেই চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। কী
তাঁর অপরাধ ছিল নিজেরাই নিজেদের জিজ্ঞেস করুন। আমাদের কাছে অনন্ত বর্বর
আদিম সমাজে জন্ম নেয়া এক ফিনিক্স। যে তাঁর চিন্তা নিয়ে বারবার ফিরে আসবে
তাঁকে পরাজিত করা যাবে না। তাকে ধ্বংস করা যায় না। শহরের নতুন রোদ্দূরে
তাঁর দেখা মিলবে, ভোরের চমৎকার বাতায়নে অনন্ত এসে দাঁড়াবে। অনন্তদের
মৃত্যু নেই মৃত্যু হতে পারে না।

যার বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনায় এবং নতুন ভাবনায় অনেকেই স্বস্তি
পাচ্ছিলো না। হাজার বছরের সমাজের ভাবনায় গেঁথে যাওয়া শৈবাল পরিষ্কারের
দায়িত্ব নিয়েছিলেন তরুণ অনন্ত। যা কূপমণ্ডুকদের অন্ধকার চাষাবাদের এবং
আদিম রুটি-রুজির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক শহুরে হাতে কলম ধরা
তরুণ।

যিনি মানুষের অতি প্রাকৃতিক শক্তির চিন্তার জায়গায় প্রাকৃতিক ব্যাখ্যার
পরিমণ্ডল তৈরির চেষ্টা করেছিলেন। অদম্য চেষ্টা আর চর্চায় যিনি হয়ে
উঠেছিলেন যুক্তিবাদী তরুণ। গড়তে চেয়েছিলেন বিজ্ঞানমনস্ক সমাজ, ছড়িয়ে দিতে
চেয়েছিলেন যুক্তিবাদী চিন্তা-চেতনা। শহরের অন্যান্য বিজ্ঞানমনস্ক তরুণদের
নিয়ে তাই গড়ে তুলেছিলেন 'বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল।' যার মাধ্যমে
কুসংস্কার আর অজ্ঞতাকে সরিয়ে জায়গা দিতে চেয়েছিলেন গবেষণালব্ধ
জ্ঞান-বিজ্ঞানকে। শুধু বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলই গড়ে তুললেন না।
মানুষের কাছে বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান আর যুক্তিবাদী চিন্তা ছড়িয়ে
দিতে নিজের সম্পাদনায় বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ 'যুক্তি' দিয়ে
বিজ্ঞান আন্দোলনের নিবিড়ভাবে সক্রিয় থাকার চেষ্টায় থাকলেন।

চিন্তায়, শ্রমে আর ঘামে এই সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন বিজ্ঞানমনস্ক সমাজ
হিসেবে। আর সেই মানুষগুলো তাঁর সঙ্গে নতুন দিনের সারথি হবে। কিন্তু
পুরাতন সমাজের আবর্জনা থেকে জন্ম নেয়া মস্তিষ্ক তাড়ি মানুষ তাঁকে হত্যা
করলো নির্মমভাবে। শুধুমাত্র ধ্বংস করতে পারলো না। অতীতে যেমন থামানো
সম্ভব হয়নি নতুন চিন্তার জয়রথকে।

ষোল শতাব্দিতে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই কথাটা বলাও বিপজ্জনক
ছিল। কিন্তু সেই সময় কোপার্নিকাস তত্ত্বটা সামনে নিয়ে এসেছিলেন।
কোপার্নিকাস এক ধাক্কা দিয়ে পৃথিবীকে সরিয়ে দিয়েছিলেন মহাবিশ্বের
কেন্দ্র থেকে। মনে হতে পারে এটা তো স্বাভাবিক ঘটনা-পৃথিবী সূর্যের
চারিদিকে ঘুরছে- এটা আমরা অহরহ বলছি। কিন্তু সেই সময় এই কথাটা বলা
বিপজ্জনকই ছিল না-প্রাণঘাতীও ছিল। আজকের বিজ্ঞান এই জায়গায় আসতে
ধর্মান্ধদের বাঁধার ভীড়ে কয়েক'শ বছর লেগেছিল। তবুও লড়াই থেমে থাকে নি।

প্রকৃতিকে যুক্তি দিয়ে বিচারের জায়গা থেকে যুক্তিবাদী মানুষ সরে আসে নাই।
তাই মধ্যযুগীয় চার্চের নির্দেশ ব্রুনোকে পুড়ে মরতে হয়েছিল, গ্যালিলিওকে
সইতে হয়েছিল অসহ্য যন্ত্রণা। সবচেয়ে বেদনাদায়ক এবং নৃশংস পরিণতি বরণ করতে
হয়েছিল জ্যোর্তিবিজ্ঞানী হাইপেসিয়াকে। চার্চের এক রিডারের নেতত্বে
আলেকজান্দ্রিয়ার রাস্তায় জ্যোর্তিবিজ্ঞানী হাইপেসিয়াকে ঝিনুকের খোল দিয়ে
ঘষে ঘষে তার শরীরের চামড়া আর মাংস ছড়িয়ে নেয়া হয়েছিল। তারপর আগুন দিয়ে
পুড়িয়ে দেয়া হল।

ভয়-ভীতি অত্যাচারের অবজ্ঞা করে অতীতের মতো সেবারও আস্তে আস্তে বিজ্ঞান
এগিয়ে গিয়েছিল। হাইপেশিয়াকে, ব্রুনোকে,গ্যালিলিওকে কিংবা যখন ডারউইনকে
'শয়তানের সঙ্গী' আখ্যায়িত করা হয় তখন খুবই অল্প মানুষকে পাওয়া যাবে হয়তো
প্রতিবাদ করেছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে থাকে নি। বরং জ্ঞান
আর অজ্ঞতাকে সরিয়ে প্রবল প্রতাপে বিজ্ঞানই জায়গা করে নিয়েছিল তার
অবস্থান।

অনন্ত বিজয় দাশকে যারা হত্যা করেছিল তারা তাঁর চিন্তার কাছে পরাজিত হয়ে,
যুক্তির কাছে হেরে গিয়ে সেই আলেকজান্দ্রিয়ার রাস্তার ধর্মান্ধদের মতো
ছুঁটে এসেছিল সুজলা-সুফলা এই অনন্তের প্রিয় শহরের চাপাতি নিয়ে। কিন্তু যে
চারজন অনন্ত বিজয়ের সামনে এসেছিল চাপাতি হাতে তারা অনন্তের কাছে শুধু
মানুষ হিসেবেই এসেছিল। তাঁর কাছে তাদের একটা পরিচয় ছিল,তারা মানুষ।
চাপাতি হাতে সেই মানুষরূপি নরখাদকগুলো নিশ্চয়ই এখন হাঁটছে, ফিরছে,
হাসছে। কিন্তু তাদের মনে শান্তি নেই, হৃদয়ে প্রচণ্ড ভয় ভর করেছে। তারা
অস্থির সময় পার করছে। মানুষ হত্যার ঠুনকো মতাদর্শ নিয়ে তো ভালোভাবে
বাঁচা যায় না। মানুষ অনন্তকে তারা হত্যা করতে পারে নাই। তারা শুধু তার
ক্ষণজন্মের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পেরেছে। কিন্তু অনন্ত মাথা উঁচু করে
তাঁর চিন্তা নিয়ে সারা দেশ, সারা বিশ্ব দাপিয়ে বেড়াবেন। অথচ সেই অন্ধকার
চাষাবাদ করা হিংস্র দাঁতাল শুকরগুলো পড়ে থাকবে পুরাতন দেয়ালের খুপড়িঘরে।
যেখানে আলো নেই, ভালোবাসা নেই।

অনন্ত বিজয় দাশ হত্যার দিন গড়িয়ে, সপ্তাহ গড়িয়ে মাস চলে যাচ্ছে কিন্তু
তাঁর খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই রাষ্ট্র নামের অথর্ব প্রশাসন।
একই ঘটনা দেশের সম্ভাবনাময় তরুণ বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ক্ষেত্রেও।
হত্যার একশ' দিন যাওয়ার পরও কাউকে গ্রেফতার করতে পারে নাই। বিচারহীনতার
সংস্কৃতির কথা আমরা বলি বারবার কিন্তু সেই বিচারহীনতার সংস্কৃতি আবার সকল
জায়গায় সক্রিয় নয়। যেমন প্রধানমন্ত্রীকে কটুক্তি করলে তাদের কয়েক ঘন্টার
মধ্যে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত
লাগার কথা বলে অনেক ব্লগার, লেখককে কয়েক ঘন্টার ভেতর এই রাষ্ট্রে
গ্রেফতার করার ইতিহাস আছে। কিন্তু মুক্তমনা লেখক কিংবা ব্লগার হত্যার পর
সেই সক্রিয়তা খুঁজে পাওয়া যায় না। এইখানে ধিক্কার জানানো এবং ঘৃণা
জানিয়ে দেয়া ছাড়া আপাতত আমাদের কোন সামর্থ্য নেই।

এই রাষ্ট্র হয়তো অভিজিৎ, অনন্ত বিজয় দাশের হত্যার বিচার করতে পারবে কিনা
কিংবা সেই ইচ্ছা তাদের আছে কিনা জানি না। কিন্তু আমরা বিচার প্রাপ্তির
জন্য লড়ে যাবো, নৃশংস মানুষ হত্যার বিরুদ্ধে সংগ্রাম করবো, মুক্ত
মতামতের উপর পশুদের আক্রমণ প্রতিহত করতে রাজপথে থাকবো। একই সঙ্গে
বিজ্ঞানভিত্তিক-একই ধারার শিক্ষা ব্যবস্থার জন্যও আমাদের লড়ে যেতে হবে।
আমার বিশ্বাস করি একটা বিজ্ঞানভিত্তিক-একইধারার-বৈষম্যহীন শিক্ষা
ব্যবস্থাই পারে আগামী অনন্তদের গড়ে তুলতে। আর অনন্ত বিজয় দাশ বেঁচে
থাকবেন অন্ধকার দূর করা ভিষণ তেজোদ্বিপ্ত আলো হয়ে। সেই আলো তিনি
আমাদের হাতে দিয়ে গেছেন। যে আলোর ধ্বংস হয় না পরম্পরা ছুঁটে চলে। সেটা
এখন আমাদের বয়ে নিয়ে যাবার পালা। সকল ভয়-ভীতি,অত্যাচার-অজ্ঞতাকে পেছনে
ফেলে আমরা এগিয়ে যাবো।

শেষ করার আগে আবারও দার্শনিক সরদার ফজলুল করিমের আরেকটা কথা আমাদের সামনে
চলে আসে, 'ব্যক্তিমানুষের মৃত্যু আছে, তার আদর্শ বা স্বপ্নের মৃত্যু
নেই।' সত্যি অনন্ত বিজয় দাসের মৃত্যু হতে পারে না।

শহরের নক্ষত্র পতন হয়েছিল ১২ মে ২০১৫ সালে। আরো হাজার-হাজার, লক্ষ-লক্ষ
নক্ষত্র তৈরি হয়ে আছে। পতনের শব্দ শুনার জন্য অপেক্ষায় আছে একবিংশ
শতাব্দি। তবুও হারা চলবে না। জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই
সেখানে শেষ কথা নয়।

অনন্ত বিজয় দাশ, আপনাকে লাল সালাম!


------------------------------------
Posted by: Shohiduzzaman Paplu <paplubangali@gmail.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] Fw: Surrender ceremony of December 16 , 1971 .





On Tuesday, June 9, 2015 12:11 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


There were intentional outcries from anti-liberation group for absence of Gen. Osmany at the surrender ceremony of December 16 . As chief of allied forces , Gen. Arora  signed the treaty along with defeated Pakistan force chief Gen. Niazi . At the end of world war two , we have noticed the similar scenario on May 7 , 1945 when German Nazi force surrendered to the allied forces in France . But France army chief didn't sign the treaty . The treaty was signed by the supreme allied forces commander Gen. Dwight Eisenhore of USA , even any member of the mighty Soviet Union armed forces were not present . Later signed documents were send to British , France , Soviets and Italian authorities . There were no criticism from any parties there . We should learn from the history . 




__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সম্পর্ক





On Friday, June 5, 2015 3:26 PM, Farida Majid <farida_majid@hotmail.com> wrote:


বিষয়:- বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সম্পর্ক।
আলোচক:- লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, ডা. দিপু মনি এবং দেলোয়ার হোসেন।
তারিখ : ০৫-০৬-২০১৫

বিষয়:- বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সম্পর্ক। আলোচক:- লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, ডা. দিপু মনি এবং দেলোয়ার হোসেন।
youtube.com






__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Please read





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re: {PFC-Friends} Mark Zuckerberg wants everyone to read 'The Muqaddimah' : which contradicts the Quran completely



Which part of my post is so complicated that you could not understand? 

Historically, religion has always been in the way of advancement of knowledge. Think about earlier European society, dominated by Christian clergies, where scientists had been mercilessly tortured, imprisoned, and killed because of espousing knowledge contradicting the established religious beliefs. On that backdrop, look at the European society today. What do you see? How did European society liberated itself from the clergy domination? How did that society go to where it is today? Don't you think – Muslim society could have been there today, had they been able to overcome clergy domination and make use of the knowledge of the 14th century Muslim visionaries?

You should know, a few scientists here and there are not the norm; they are just exceptions. Even many of those scientists are ultra-religious themselves, and can not set their mind free from the religious bondage. Consequently, some of them are trying to color scientific knowledge with religious flavors. That's the irony of the Muslim world, in my view. 

Jiten Roy


 

From: "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, June 7, 2015 10:56 PM
Subject: Re: [mukto-mona] Re: {PFC-Friends} Mark Zuckerberg wants everyone to read 'The Muqaddimah' : which contradicts the Quran completely

 
1. Mr. Deeldar's comment is not clear to me and as such I refrain from saying any thing on it.

2. I don't understand why Dr. Jiten Roy thinks that the Muslim world 'completely' 'denounced' the knowledge of the 14th century. Muslims don't learn science! There are no scientists among them! 

Sent from my iPhone

On Jun 7, 2015, at 9:33 AM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
It is ironic that only infidels have the eyes for great hidden Muslim treasures? Would this wake up people to the reality of new world? Or, the man will be condemned as an obsolete apostate? 
 




On Saturday, June 6, 2015 11:17 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
[Attachment(s) from Jiten Roy included below]


Muslim world completely denounced those knowledge of the 14 century, and failed to utilize the knowledge to advance. They have done the same under British rule, while Hindus embraced it whole heartedly.

Why is that? It's because - Muslims have ultra-fascination for their religion. No society can advance with such fascination for religion; the goal of the religion is to block mental maturity, not advancement. Islam, even though, ask followers to go to china to acquire knowledge, but when someone does that, he/she gains knowledge that contradict the religious text. So, those knowledge get rejected right away by the greater Muslim community, and he/she becomes apostate.

That's the reason why 14th century knowledge gained remained untapped by the Mulsim community, but embraced by the non-Muslim communities, especially by the European communities and moved forward.

Jiten Roy

 


From: "SyedAslam Syed.Aslam3@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, June 6, 2015 6:06 PM
Subject: [mukto-mona] Re: {PFC-Friends} Mark Zuckerberg wants everyone to read 'The Muqaddimah' : which contradicts the Quran completely

 
During the 14th century, Ibn Khaldun wrote in his book 'Al Muqaddimah' (The Introduction):

Quote
   This world with all the created things in it has a certain order and solid construction. It shows nexuses between causes and things caused, combinations of some parts of creation with others, and transformations of some existent things into others, in a pattern that is both remarkable and endless. [...]

    One should then take a look at the world of creation. It started out from the minerals and progressed, in an ingenious, gradual manner, to plants and animals. The last stage of minerals is connected with the first stage of plants, such as herbs and seedless plants. The last stage of plants, such as palms and vines, is connected with the first stage of animals, such as snails and shellfish which have only the power of touch. The word 'connection' with regard to these created things means that the last stage of each group is fully prepared to become the fist stage of the newest group.

    The animal world then widens, its species become numerous, and, in a gradual process of creation, it finally leads to man, who is able to think and reflect. The higher stage of man is reached from the world of monkeys, in which both sagacity and preception are found, but which has not reached the stage of actual reflection and thinking. At this point we come to the first stage of man. This is as far as our (physical) observation extends. [pp 74-75]

http://abdusalaam.blogspot.com/2006/02/ibn-khaldun-on-human-evolution.html

Ibn Khaldun on human evolution - Council of Ex-MuslimsInline image 1

www.councilofexmuslims.com › ... › Religions and Gods
Sep 18, 2011 - 7 posts - ‎5 authors
Ibn Khaldun on human evolution. ...
 I renounced my faith to become a kafir, the beloved betrayed me and turned in to a Muslim ...


Yup, which completely contradicts the Quran

Ibn Khaldun [1332-1406]: 'Arabs are by their savage nature ...Inline image 2

https://themuslimissue.wordpress.com/.../ibn-khaldun-1332-1406-arabs-a...
May 19, 2014 - Ibn Khaldūn (1332–1406) was a famous arab historiographer and historian born in present-day ... Ibn Khaldun writes, .... Kafir & Proud T-Shirts.
https://themuslimissue.wordpress.com/2014/05/19/ibn-khaldun-1332-1406-arabs-are-by-their-savage-nature-people-of-pillage-and-corruption/

Creation of world in Six daysInline image 3

www.parsquran.com/eng/subject/6days.htm
It is mentioned in Quran that this universe was created in six days or six periods. This is mentioned in 7 different verses and also explained in details in three ...
http://www.parsquran.com/eng/subject/6days.htm 

The Qur'an, Creation and Evolution - The Detailed Qur'anInline image 4

www.detailedquran.com/.../Quran%20creation%20evolution%20science....
www.detailedquran.com ... He creates you in the wombs of your mothers-- a creation after a creation-- in triple darkness; that is Allah your .... The Verses Used by 'Muslim' Evolutionists to Try and Justify the Muslim Acceptance of Evolution…
http://www.jesussonofjohn.com/Quran/QrnAyats_On_Creation.html


On Thu, Jun 4, 2015 at 9:48 AM, Isha Khan <bdmailer@gmail.com> wrote:

Mark Zuckerberg wants everyone to read the 14th-century Islamic book 'The Muqaddimah'

the muqaddimah

Facebook CEO Mark Zuckerberg's 2015 New Year's resolution was to read an important book every two weeks and discuss it with the Facebook community.
Zuckerberg's book club, A Year of Books, has focused on big ideas that influence society and business. His selections so far have been mostly contemporary, but for his 11th pick he's chosen "The Muqaddimah," written in 1377 by the Islamic historian Ibn Khaldun.
"The Muqaddimah," which translates to "The Introduction," is an early attempt to strip away biases of historical records and find universal elements in the progression of humanity.
Khaldun's revolutionary scientific approach to history has established him as one of the foundational thinkers of modern sociology and historiography.
The influential 20th-century British historian Arnold J. Toynbee described "The Muqaddimah" as "a philosophy of history, which is undoubtedly the greatest work of its kind that has ever yet been created by any mind in any time or place," according to the Encyclopedia Britannica.
Zuckerberg explains his latest book-club pick on his personal Facebook page:
It's a history of the world written by an intellectual who lived in the 1300s. It focuses on how society and culture flow, including the creation of cities, politics, commerce and science.
While much of what was believed then is now disproven after 700 more years of progress, it's still very interesting to see what was understood at this time and the overall worldview when it's all considered together.
Most of Zuckerberg's book club selections have explored issues through a sociological lens, so it makes sense he is now reading a book that helped create the field.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.









__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: Documentary Evidences of Anti-Indian Stance of Khaleda Zia and BNP !!!





On Monday, June 8, 2015 3:21 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:



The pro-Indian posture being demonstrated of late by the BNP in the name of welcoming the Bangladesh visit of India Prime Minister Narendra Modi is mere political bluff and cunning to mislead the New Delhi administration with an ultimate objective  of attaining political gains.
An ardent and traditionally India-baiting party, the BNP and its alliance earlier launched vilification campaigns against India. Here at home, in season and out of season, the BNP has tried consistently to paint the Awami League government as an Indian stooge. But suddenly it has shifted its stance on New Delhi    only to attain its dubious objective of coming by political gains, senior leaders of the Awami League note.
"The BNP never did anti-Indian politics nor will it do so in future. The party works in the greater national interest and it can't be said to be anti-Indian," claimed BNP International Affairs Secretary Asaduzzaman Ripon on Wednesday.
Citing a number of instances to refute Ripon's observations, a presidium member of the ruling Awami League said, "The BNP has always been an anti-Indian party since it was founded by Ziaur Rahman. The party basically was formed through assembling all anti-Indian elements and fundamentalists under one umbrella."
It may be noted that as recently as May 1, 2014, at a public rally on the occasion of May Day, Khaleda Zia accused the Awami League-led government of a slave of India.
BNP Chairperson Khaleda Zia in an interview with the BBC in December 2011 said that the present AL-led  government did not speak for the country's people but worked for another country. She did not name the country, but the implication was clear. So long as the present government is in power, said Khaleda Zia, there will be more damage caused to the country.
In November 2011, at a rally at Kushtia, Khaleda Zia claimed that the government of the country was actually the Indian government and was run by it. People were killed at the border constantly and Indian security forces occupied Bangladesh's territory, but the government does not utter a word in protest.
She also claimed in the same year that the government had tried to implement a 25-year treaty of slavery, signed after liberation, with India. The AL-led government had assumed power to implement that treaty.
Khaleda Zia also made the call several times for all business relations with India to be rescinded. She was loud in her demand that no deal should be signed on such issues as corridors and transit if India did not sign the Teesta water sharing agreement with Bangladesh.
She also said that no vehicles should be allowed transit facilities through Bangladesh. She made the impolitic statement that Sheikh Hasina's  government was trying to turn Bangladesh into a state of the Indian Union and that Prime Minister Sheikh Hasina had gone to India to mortgage the country to India, another AL presidium member recalled the BNP chief as saying.
After Bangladesh's arbitration triumph on the maritime boundary questions with India and Myanmar, BNP Vice-Chairman Major (retd.) Hafiz Uddin Ahmed claimed at a discussion that since the number of brokers working for India had increased in the country, there was no need of the Indian High Commission in the country, noted an AL leader. The BNP's anti-India position was also articulated several times by other senior BNP figures, such as Mirza Fakhrul Islam Alamgir, Mirza Abbas, Gayeshwar Chandra Roy and Khairul Kabir Khokon.
AL Presidium Member Kazi Zafarullah told the Daily Observer, "BNP always used the anti-India card to undermine the Awami League. It began with its founder Ziaur Rahman."
"Khaleda Zia also refused to meet Indian President Pranab Mukherjee during his first official foreign visit to Bangladesh in March 2013," he said.
"After the national election on January 5,  2014, the BNP leaders claimed that they wanted to build good relations with India, but the party has always maintained links with Pakistan and its allies," Zafrullah added.
AL Presidium Member Nuh-ul-Alam Lenin said, "That the BNP has raised the issue at this time proves it has always played an anti-Indian role. It is in fact pro-Pakistani and is guided and directed by Pakistan's Inter-Services Intelligence (ISI)."
"When Khaleda Zia went to visit India,  she just forgot to raise the issue of Teesta water sharing," Lenin said. On her arrival back home from New Delhi, when reporters asked her if the Teesta water sharing issue had been discussed with her Indian hosts, Khaleda Zia pretended that she had forgotten to raise this issue although it was a life and death question for Bangladesh," noted Lenin.





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Sajeeb Wazed on Narender Modi's Tour of Bangladesh !!!!!



A very successful and historic visit by Indian Prime Minister Narender Modi. This takes the relationship between our two countries to new heights with increasing trade and cooperation to benefit the entire subcontinent. He has been most gracious in both his words and actions.
I find it quite amusing that BNP is now vehemently denying ever being anti-India. They must think that people are really stupid. All you have to do is search for statements by Khaleda Zia against India. She even snubbed the Honorable President of India Pranab Mukherjee and cancelled a scheduled meeting with him while he was visiting Bangladesh. Prime Minister Modi was not scheduled to meet with Khaleda Zia at all. The BNP lobbied desperately for this meeting.
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সাথে সাথে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।
সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে। আপনাদেরকে শুধু খালেদা জিয়ার ভারতবিরোধী বক্তব্যগুলো খুঁজতে হবে। খালেদা জিয়া এমনকি ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাঁকে উপেক্ষা করেছেন এবং তাঁর সাথে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে খালেদা জিয়ার কোন সাক্ষাৎ নির্ধারিত ছিল না। বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।



__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Articles

অনন্ত বিজয় দাসঃ মৃত্যুই যেখানে শেষ কথা নয়

পাপলু বাঙ্গালী


দার্শনিক সরদার ফজলুল করিম বলতেন, 'আমি বলি যে মানুষের জন্ম কবে হয়। আমি
কবে জন্মাব? মৃত্যুর মধ্য দিয়েই আমি জন্মাব।' মানুষ সময়ে-অসময়ে নিরন্তর
চলা এক ঐতিহাসিক নদীর নাম। নদীর জল ঋতু চক্রে শুকিয়ে যেতে পারে কিন্তু
নদীর নিরন্তর ছুঁটে চলা থামে না। মানুষও সেরকম তাঁর মৃত্যু নেই। কিন্তু
অবশ্যই জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হতে হবে। মানুষ তাঁর
চিন্তা-চেতনা নিয়ে অবিরত ছুটে চলা এক একটা স্রোতস্বীনি।

শুদ্ধ কবি জীবনানন্দ দাশ তাই লিখেছিলেন, 'মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়;।

অনন্ত বিজয় দাশ। এক অপার সম্ভাবনাময় তরুণ ছিলেন। আমার কাছে শহরের এক খসে
পড়া নক্ষত্র অনন্ত বিজয়। যাকে এক অন্ধকার সমাজ প্রকাশ্য ভোরের হাওয়া
মিলিয়ে যাওয়ার পূর্বেই চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। কী
তাঁর অপরাধ ছিল নিজেরাই নিজেদের জিজ্ঞেস করুন। আমাদের কাছে অনন্ত বর্বর
আদিম সমাজে জন্ম নেয়া এক ফিনিক্স। যে তাঁর চিন্তা নিয়ে বারবার ফিরে আসবে
তাঁকে পরাজিত করা যাবে না। তাকে ধ্বংস করা যায় না। শহরের নতুন রোদ্দূরে
তাঁর দেখা মিলবে, ভোরের চমৎকার বাতায়নে অনন্ত এসে দাঁড়াবে। অনন্তদের
মৃত্যু নেই মৃত্যু হতে পারে না।

যার বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনায় এবং নতুন ভাবনায় অনেকেই স্বস্তি
পাচ্ছিলো না। হাজার বছরের সমাজের ভাবনায় গেঁথে যাওয়া শৈবাল পরিষ্কারের
দায়িত্ব নিয়েছিলেন তরুণ অনন্ত। যা কূপমণ্ডুকদের অন্ধকার চাষাবাদের এবং
আদিম রুটি-রুজির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক শহুরে হাতে কলম ধরা
তরুণ।

যিনি মানুষের অতি প্রাকৃতিক শক্তির চিন্তার জায়গায় প্রাকৃতিক ব্যাখ্যার
পরিমণ্ডল তৈরির চেষ্টা করেছিলেন। অদম্য চেষ্টা আর চর্চায় যিনি হয়ে
উঠেছিলেন যুক্তিবাদী তরুণ। গড়তে চেয়েছিলেন বিজ্ঞানমনস্ক সমাজ, ছড়িয়ে দিতে
চেয়েছিলেন যুক্তিবাদী চিন্তা-চেতনা। শহরের অন্যান্য বিজ্ঞানমনস্ক তরুণদের
নিয়ে তাই গড়ে তুলেছিলেন 'বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিল।' যার মাধ্যমে
কুসংস্কার আর অজ্ঞতাকে সরিয়ে জায়গা দিতে চেয়েছিলেন গবেষণালব্ধ
জ্ঞান-বিজ্ঞানকে। শুধু বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলই গড়ে তুললেন না।
মানুষের কাছে বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান আর যুক্তিবাদী চিন্তা ছড়িয়ে
দিতে নিজের সম্পাদনায় বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ 'যুক্তি' দিয়ে
বিজ্ঞান আন্দোলনের নিবিড়ভাবে সক্রিয় থাকার চেষ্টায় থাকলেন।

চিন্তায়, শ্রমে আর ঘামে এই সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন বিজ্ঞানমনস্ক সমাজ
হিসেবে। আর সেই মানুষগুলো তাঁর সঙ্গে নতুন দিনের সারথি হবে। কিন্তু
পুরাতন সমাজের আবর্জনা থেকে জন্ম নেয়া মস্তিষ্ক তাড়ি মানুষ তাঁকে হত্যা
করলো নির্মমভাবে। শুধুমাত্র ধ্বংস করতে পারলো না। অতীতে যেমন থামানো
সম্ভব হয়নি নতুন চিন্তার জয়রথকে।

ষোল শতাব্দিতে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই কথাটা বলাও বিপজ্জনক
ছিল। কিন্তু সেই সময় কোপার্নিকাস তত্ত্বটা সামনে নিয়ে এসেছিলেন।
কোপার্নিকাস এক ধাক্কা দিয়ে পৃথিবীকে সরিয়ে দিয়েছিলেন মহাবিশ্বের
কেন্দ্র থেকে। মনে হতে পারে এটা তো স্বাভাবিক ঘটনা-পৃথিবী সূর্যের
চারিদিকে ঘুরছে- এটা আমরা অহরহ বলছি। কিন্তু সেই সময় এই কথাটা বলা
বিপজ্জনকই ছিল না-প্রাণঘাতীও ছিল। আজকের বিজ্ঞান এই জায়গায় আসতে
ধর্মান্ধদের বাঁধার ভীড়ে কয়েক'শ বছর লেগেছিল। তবুও লড়াই থেমে থাকে নি।

প্রকৃতিকে যুক্তি দিয়ে বিচারের জায়গা থেকে যুক্তিবাদী মানুষ সরে আসে নাই।
তাই মধ্যযুগীয় চার্চের নির্দেশ ব্রুনোকে পুড়ে মরতে হয়েছিল, গ্যালিলিওকে
সইতে হয়েছিল অসহ্য যন্ত্রণা। সবচেয়ে বেদনাদায়ক এবং নৃশংস পরিণতি বরণ করতে
হয়েছিল জ্যোর্তিবিজ্ঞানী হাইপেসিয়াকে। চার্চের এক রিডারের নেতত্বে
আলেকজান্দ্রিয়ার রাস্তায় জ্যোর্তিবিজ্ঞানী হাইপেসিয়াকে ঝিনুকের খোল দিয়ে
ঘষে ঘষে তার শরীরের চামড়া আর মাংস ছড়িয়ে নেয়া হয়েছিল। তারপর আগুন দিয়ে
পুড়িয়ে দেয়া হল।

ভয়-ভীতি অত্যাচারের অবজ্ঞা করে অতীতের মতো সেবারও আস্তে আস্তে বিজ্ঞান
এগিয়ে গিয়েছিল। হাইপেশিয়াকে, ব্রুনোকে,গ্যালিলিওকে কিংবা যখন ডারউইনকে
'শয়তানের সঙ্গী' আখ্যায়িত করা হয় তখন খুবই অল্প মানুষকে পাওয়া যাবে হয়তো
প্রতিবাদ করেছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে থাকে নি। বরং জ্ঞান
আর অজ্ঞতাকে সরিয়ে প্রবল প্রতাপে বিজ্ঞানই জায়গা করে নিয়েছিল তার
অবস্থান।

অনন্ত বিজয় দাশকে যারা হত্যা করেছিল তারা তাঁর চিন্তার কাছে পরাজিত হয়ে,
যুক্তির কাছে হেরে গিয়ে সেই আলেকজান্দ্রিয়ার রাস্তার ধর্মান্ধদের মতো
ছুঁটে এসেছিল সুজলা-সুফলা এই অনন্তের প্রিয় শহরের চাপাতি নিয়ে। কিন্তু যে
চারজন অনন্ত বিজয়ের সামনে এসেছিল চাপাতি হাতে তারা অনন্তের কাছে শুধু
মানুষ হিসেবেই এসেছিল। তাঁর কাছে তাদের একটা পরিচয় ছিল,তারা মানুষ।
চাপাতি হাতে সেই মানুষরূপি নরখাদকগুলো নিশ্চয়ই এখন হাঁটছে, ফিরছে,
হাসছে। কিন্তু তাদের মনে শান্তি নেই, হৃদয়ে প্রচণ্ড ভয় ভর করেছে। তারা
অস্থির সময় পার করছে। মানুষ হত্যার ঠুনকো মতাদর্শ নিয়ে তো ভালোভাবে
বাঁচা যায় না। মানুষ অনন্তকে তারা হত্যা করতে পারে নাই। তারা শুধু তার
ক্ষণজন্মের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পেরেছে। কিন্তু অনন্ত মাথা উঁচু করে
তাঁর চিন্তা নিয়ে সারা দেশ, সারা বিশ্ব দাপিয়ে বেড়াবেন। অথচ সেই অন্ধকার
চাষাবাদ করা হিংস্র দাঁতাল শুকরগুলো পড়ে থাকবে পুরাতন দেয়ালের খুপড়িঘরে।
যেখানে আলো নেই, ভালোবাসা নেই।

অনন্ত বিজয় দাশ হত্যার দিন গড়িয়ে, সপ্তাহ গড়িয়ে মাস চলে যাচ্ছে কিন্তু
তাঁর খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই রাষ্ট্র নামের অথর্ব প্রশাসন।
একই ঘটনা দেশের সম্ভাবনাময় তরুণ বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ক্ষেত্রেও।
হত্যার একশ' দিন যাওয়ার পরও কাউকে গ্রেফতার করতে পারে নাই। বিচারহীনতার
সংস্কৃতির কথা আমরা বলি বারবার কিন্তু সেই বিচারহীনতার সংস্কৃতি আবার সকল
জায়গায় সক্রিয় নয়। যেমন প্রধানমন্ত্রীকে কটুক্তি করলে তাদের কয়েক ঘন্টার
মধ্যে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত
লাগার কথা বলে অনেক ব্লগার, লেখককে কয়েক ঘন্টার ভেতর এই রাষ্ট্রে
গ্রেফতার করার ইতিহাস আছে। কিন্তু মুক্তমনা লেখক কিংবা ব্লগার হত্যার পর
সেই সক্রিয়তা খুঁজে পাওয়া যায় না। এইখানে ধিক্কার জানানো এবং ঘৃণা
জানিয়ে দেয়া ছাড়া আপাতত আমাদের কোন সামর্থ্য নেই।

এই রাষ্ট্র হয়তো অভিজিৎ, অনন্ত বিজয় দাশের হত্যার বিচার করতে পারবে কিনা
কিংবা সেই ইচ্ছা তাদের আছে কিনা জানি না। কিন্তু আমরা বিচার প্রাপ্তির
জন্য লড়ে যাবো, নৃশংস মানুষ হত্যার বিরুদ্ধে সংগ্রাম করবো, মুক্ত
মতামতের উপর পশুদের আক্রমণ প্রতিহত করতে রাজপথে থাকবো। একই সঙ্গে
বিজ্ঞানভিত্তিক-একই ধারার শিক্ষা ব্যবস্থার জন্যও আমাদের লড়ে যেতে হবে।
আমার বিশ্বাস করি একটা বিজ্ঞানভিত্তিক-একইধারার-বৈষম্যহীন শিক্ষা
ব্যবস্থাই পারে আগামী অনন্তদের গড়ে তুলতে। আর অনন্ত বিজয় দাশ বেঁচে
থাকবেন অন্ধকার দূর করা ভিষণ তেজোদ্বিপ্ত আলো হয়ে। সেই আলো তিনি
আমাদের হাতে দিয়ে গেছেন। যে আলোর ধ্বংস হয় না পরম্পরা ছুঁটে চলে। সেটা
এখন আমাদের বয়ে নিয়ে যাবার পালা। সকল ভয়-ভীতি,অত্যাচার-অজ্ঞতাকে পেছনে
ফেলে আমরা এগিয়ে যাবো।

শেষ করার আগে আবারও দার্শনিক সরদার ফজলুল করিমের আরেকটা কথা আমাদের সামনে
চলে আসে, 'ব্যক্তিমানুষের মৃত্যু আছে, তার আদর্শ বা স্বপ্নের মৃত্যু
নেই।' সত্যি অনন্ত বিজয় দাসের মৃত্যু হতে পারে না।

শহরের নক্ষত্র পতন হয়েছিল ১২ মে ২০১৫ সালে। আরো হাজার-হাজার, লক্ষ-লক্ষ
নক্ষত্র তৈরি হয়ে আছে। পতনের শব্দ শুনার জন্য অপেক্ষায় আছে একবিংশ
শতাব্দি। তবুও হারা চলবে না। জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই
সেখানে শেষ কথা নয়।

অনন্ত বিজয় দাশ, আপনাকে লাল সালাম!


------------------------------------
Posted by: Shohiduzzaman Paplu <paplubangali@gmail.com>
------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

Newer Posts Older Posts Home