Banner Advertiser

Wednesday, February 6, 2013

[mukto-mona] Eight Shibir and Jamaat workers killed ( seven from Shibir)in a week at Chittagong, Bogra and other places by police and Chara League activists by firing and torture



Eight Shibir (Islamic student organization) and Jamaate Islami  workers ( seven of them from Shibir ) were killed  in a week at Chittagong , Bogra and other places. In the history of Bangladesh it has not happened that seven students were killed in a week by police mainly (in some cases by Chatra League, the student front of the main government party).

 

It is strange that neither the government nor the government party have taken steps to investigate these cases and condemn the police action. In one case a police officer Prodip Kumar Dey is himself shooting a Shibir boy in close range. We have also seen the news that in Chittagong police have fired bullets as rain drops.

We ask all to protest these student killings by the police .We ask the government to enquire and punish the offenders.

Shah Abdul Hannan

 



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] ফাঁসির দাবিতে গণজাগরণ




প্রজন্ম চত্বর 
সব পথ গিয়ে যেন মিশেছে শাহবাগের প্রজন্ম চত্বরে। কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাতের আঁধারে ঠিকরে বেরোচ্ছে জনতার ক্ষোভের আগুন। কণ্ঠে দৃঢ় উচ্চারণ, 'ফাঁসির রায় না নিয়ে ঘরে ফিরব না।' ছবি তুলেছেন নাভিদ ইশতিয়াক তরু।
ফাঁসির দাবিতে গণজাগরণ চৌধুরী আফতাবুল ইসলাম ও নওশাদ জামিলএক অভূতপূর্ব গণজাগরণ। তারপর গণবিস্ফোরণ। ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কেরানি, আমলা, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী- কে নেই। মাথায় বাঁধা জাতীয় পতাকা, হাতে হাত, মিলিত কণ্ঠে স্লোগান, গান-কবিতায় সুতীব্র দ্রোহ। রাজনৈতিক বৃত্তের বাইরে সাধারণ মানুষের প্রতিবাদ মঞ্চে তুমুল হাঁক, 'ফাঁসি চাই, ফাঁসি।' রাজধানীর শাহবাগ চত্বর এখন প্রতিবাদের আগ্নেয়গিরি। মঙ্গলবার জঘন্য, নির্মম, নৃশংস অপরাধের দায়ে যখন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার নরমতম শাস্তি যাবজ্জীবন কারাবাসের রায় হয়, তখন তীব্র ক্রোধে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট কয়েকজন তরুণ নেমে আসেন রাস্তায়। মোমবাতি, মশাল জ্বেলে, ফুল ছিটিয়ে অহিংস বিক্ষোভে নামেন তাঁরা। বিক্ষুব্ধ মানুষ বোধ হয় এমন একটা প্ল্যাটফর্মেরই খোঁজে ছিল। তা না হলে পদে পদে প্রথমে শত শত, তারপর হাজারে হাজারে, সবশেষে লাখো মানুষের জমাট উপস্থিতি শাহবাগ চত্বরে। কণ্ঠে কণ্ঠে ক্রোধ-ধিক্কার। আর সেই প্রতিবাদী ঢেউ লহমায় ছড়িয়ে যায় সবখানে। তাতে উন্মাতাল চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর, নারায়ণগঞ্জও। শুরু হলো এ প্রজন্মের মুক্তিযুদ্ধ।
সমাজবিজ্ঞানীদের মতে, রাজনৈতিক বৃত্তের বাইরের আন্দোলনই এখন বেশি জোরদার হতে দেখা যাচ্ছে। কারণ সরকার বা বিরোধী দল কারোর ওপরই আর জনগণের কোনো আস্থা অবশিষ্ট নেই। ফলে ক্ষোভ উগরে দিতে মানুষ নেমে আসে রাস্তায়। গেল ২৪ ঘণ্টায় তারই প্রতিফলন এ বাংলায়। একাত্তরের যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এ অভূতপূর্ব জনজাগরণ রূপ নিয়েছে প্রতিবাদী মানুষের গণবিস্ফোরণে, যার সূচনা শাহবাগ চত্বর থেকে। যত দিন যুদ্ধাপরাধীদের ফাঁসি না হচ্ছে, তত দিন গণ-আন্দোলন চালিয়ে যাওয়ার দৃপ্ত শপথ আমজনতার।
মঙ্গলবার বিকেলেই শাহবাগে জড়ো হতে থাকে তরুণ প্রজন্ম। রাতভর প্রতিবাদী গান, কবিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে এবং কাদের মোল্লাকে ছয়বার প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরের শহীদদের রক্তের ঋণ শোধের শপথ নেয় তারা। গতকাল বুধবার সূর্য মুখ দেখাতেই আন্দোলন পায় নতুন মাত্রা। জামায়াতের হরতাল চলার মধ্যেও বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ বাঁধভাঙা স্রোতের মতো শাহবাগের সমাবেশে যোগ দিয়ে স্লোগান তোলে, 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই'।
আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের চার পাশের চারটি সিগন্যাল পোস্টে যুদ্ধাপরাধীদের চারটি কুশপুত্তলিকা ঝুলিয়ে দেয়। মাঝখানে কাদের মোল্লার। এ ছাড়া সাপের আকৃতিতে বানানো হয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের আরেকটি কুশপুত্তলিকা। এরই মধ্যে চলছে প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও ফাঁসির দাবিতে আগুনে স্লোগান।
সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলপড়ুয়ারা জড়ো হতে থাকে শাহবাগ মোড়ে। সেখানে একে একে এসে সংহতি জানায় বিভিন্ন সংগঠন। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসে আন্দোলনকারীদের উজ্জীবিত করেন। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলও এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। 

সকাল থেকেই আসতে থাকেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। প্রতিবাদ জানাতে আসেন রাজনীতিবিদরাও। আসেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, নৃত্যশিল্পী দীপা খন্দকারসহ অনেকে। 
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, কাদের মোল্লা যে অপরাধ করেছেন তাতে তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আদালত যে রায় দিয়েছেন তাতে সরকার ও আওয়ামী লীগও হতাশ।

আন্দোলনে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আনোয়ার হোসেন বলেন, 'জামায়াত-শিবিরের আন্দোলন রাজাকারদের রক্ষা করার জন্য, যারা একাত্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। অন্যদিকে শাহবাগের এ আন্দোলন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে, স্বাধীনতার চেতনার পক্ষে। আমরা একাত্তরে রাজাকারদের পরাজিত করেছি, এবারও পরাজিত করে ঘরে ফিরব।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জাকারিয়া শুভ বলেন, 'আমার কাছে এ আন্দোলন আগুনের মতো। আমরা যারা আন্দোলনের সঙ্গে আছি, তারা আগুনের এ উত্তাপে ওম পোহাচ্ছি। কেউ যদি এ আগুন নেভাতে আসে, তাহলে সে নিজেই পুড়ে যাবে। আমরা স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম। আমরাই এ আগুন।' তিনি আরো বলেন, 'অসমাপ্ত এ বিপ্লবকে সমাপ্ত করে তবেই আমরা ঘরে ফিরব।'
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ার পরও কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তীব্র ক্রুদ্ধ। তাঁদের প্রশ্ন- কতগুলো খুন করলে, কতগুলো ধর্ষণ করলে ফাঁসির সমান অপরাধ হয়?
গানে ও কবিতায় প্রতিবাদ : গতকাল দুপুরের পর থেকে বাড়তে থাকে জনস্রোত। বিকেলের মধ্যে শাহবাগ চত্বর থেকে চারুকলা ইনস্টিটিউট, বিপরীত দিকে রূপসী বাংলা হোটেল, অন্যদিকে আজিজ সুপার মার্কেট, শিশুপার্ক পর্যন্ত লোকে লোকারণ্য। প্রতিবাদের ঢেউয়ে প্রকম্পিত গোটা প্রাঙ্গণ। এ সময় সমাবেশ থেকে তরুণ শিল্পীরা গেয়ে শোনান গণসংগীত, আবৃত্তিকাররা শোনান প্রতিবাদী কবিতা। গণসংগীত শিল্পী কফিল আহমেদ সমাবেশে সংহতি জানিয়ে কণ্ঠে তোলেন প্রতিবাদী সুর। তিনি একে একে গেয়ে শোনান, 'অগ্নি চেতনায় শাণ দাও', 'আগুন খাই, আগুন ঘুমাই', 'বুকটান বুক টান টান করে দাঁড়াও' ইত্যাদি। ভরাট কণ্ঠের সুরে, কথার শাণিত স্পর্ধায় জেগে ওঠে, নেচে ওঠে প্রতিবাদী জনতা। হাজারো মানুষ কফিল আহমেদের সঙ্গে কণ্ঠ মেলায়, সুর তোলে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়। শিল্পী ফকির আলমগীরও এসেছিলেন সংহতি জানাতে। তিনিও গান গেয়ে উজ্জীবিত করেন প্রতিবাদীদের।
এর আগে কয়েক শ তরুণ-তরুণী স্লোগান-গান-আবৃত্তি করে রাত কাটিয়ে দেয়। দুটি বড় পর্দায় মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখানো হয়। রাত আড়াইটার দিকে মুক্তির গান চলচ্চিত্র শেষ হয়ার পর বিজিবির দুটি গাড়ি শাহবাগের অবরোধস্থলের পাশ দিয়ে এগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় সংবাদমাধ্যমের কর্মীরা তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা নিশ্চুপ থাকে। ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ একদল পুলিশ এসে বারডেমের পাশের সড়কে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের সামনে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
প্রতিবাদের ঢেউ উঠেছে জনসমুদ্রে : নেই কোনো নৈরাজ্যের চেষ্টা। ককটেল বিস্ফোরণ বা বোমাবাজিও নিখোঁজ। সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর তো দূরের কথা, পুলিশের ওপর হামলার কোনো চেষ্টাই ছিল না। তবে মানুষের মনে আছে প্রচণ্ড ক্ষোভ। আছে তুমুল প্রতিবাদ। কয়েক মাস ধরে যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবিরের সহিংস আন্দোলনে যখন দেশ অস্থির, তখনই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে নেই কোনো সহিংসতা। এখানকার আন্দোলনের ভাষা গান-কবিতা-ব্যঙ্গচিত্রসহ নানা সৃষ্টিশীল ও নান্দনিক উপাদান। সঙ্গে রাজাকারবিরোধী মজার মজার স্লোগান।
আন্দোলনকারীরা কেই কাউকে চেনে না। তার পরও তাদের মধ্যে কত নিবিড় সম্পর্ক, সৌহার্দ্য। কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়ে গেছে প্রতিবাদী মানববন্ধনে। আন্দোলনের দ্বিতীয় দিনে গতকাল সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ কণ্ঠ মিলিয়েছে একই দাবিতে- 'যুদ্ধাপরাধী কসাই কাদেরের ফাঁসি চাই'। তাদের মতে, যাবজ্জীবনের মতো লঘু শাস্তি একাত্তরের শহীদদের সঙ্গে প্রহসন।
দলে দলে তারা গাইছে প্রতিবাদী গান। চারুকলার সামনের রাস্তায় অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা মিলিত হয়ে আঁকছেন যুদ্ধাপরাধবিরোধী ব্যঙ্গচিত্র। রাজপথের কালো পিচে ফুটে উঠছে কাদের মোল্লা, সাঈদী, নিজামী, গোলাম আযম, সাকাসহ চিহ্নিত সব যুদ্ধাপারাধীর ভয়ংকর চেহারা। রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ রাজাকারদের এসব ব্যঙ্গচিত্রে থুথু ছুড়ছেন।
আন্দোলনস্থলে একদল তরুণ লুডু খেলারও আয়োজন করেছে। লুডুর সাপের মাথায় রয়েছে যুদ্ধাপরাধীদের ছবি। একটানা চড়া রোদের মধ্যে থেকে আন্দোলনকারীদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও স্যালাইনের ব্যবস্থা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সংগঠন 'স্লোগান ৭১'। এভাবে পারস্পরিক সহমর্মিতায় পুরো আন্দোলনস্থল পরিণত হয়েছে এক ঐক্যের মেলবন্ধনে
http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1146&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=0#.URMC_h2S8vw





সে আগুন ছড়িয়ে গেল সবখানে কালের কণ্ঠ ডেস্কhttp://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1146&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=4
জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডের রায় প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রগতিশীল ছাত্র-তরুণরা জমায়েত হয়ে বিক্ষোভ করে। ছবি : রবি শংকর

কাদের মোল্লার বিচারের রায়আপিল করবে রাষ্ট্রপক্ষhttp://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1146&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=1
SHARING "SHAHBAG SLOGANS" WITH YOU ALL :



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: [FutureOfBangladesh] Among the Infidels




----- Forwarded Message -----
From: Farida Majid <farida_majid@hotmail.com>
To:
Sent: Wednesday, February 6, 2013 1:37 PM
Subject: [FutureOfBangladesh] Among the Infidels

 
http://www.thenews.com.pk/Todays-News-9-158341-Among-the-infidels

Farooq Sulehria is one of the few Pakistani writers who understands our agony with Bangali Jamaatis. He writes about the infamous Islamist groups based in London (whose long arms have reached the heart of Bangladesh bearing bombs, Jehadist ideologies, and other explosives):
<< For instance, we know the case of Syrian cleric Omar Bakri. Now 52, Omar Bakri arrived in London in 1986 and stayed there until 2005. He earned fame as leader of the Hizb-ut-Tahrir and later founded Al-Mouhajiroun, a split from the Hizb-ut-Tahrir. Before he was banned from the UK, he unscrupulously claimed £250,000 in infidel social benefits. While in the UK, he publicly praised the 9/11 atrocity. >>
  Our very own, the bureaucrat par excellence, the Godfather of Islami Bank of Bangladesh, Mr. Shah Abdul Hannan, the Jamaati honcho,  cannot stand anything written by Farooq Sulheria.


           Farida Majid





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Re: [Bangladesh-Zindabad] কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে মহাসমাবেশের ডাক !!!!!



কাদের মোল্লার রায় মেনে নিতে পারছেনা তরুন ছাত্রদলের নেতারাও!
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৩ (বিডিএনএন২৪) :- আদর্শিক মতভেদ ভুলে কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে এককাট্টা হয়েছে প্রগতিশীল সব ছাত্র সংগঠন। সেখানে নেই শুধু জাতীয়তাবাদী ছাত্রদল। মূল সংগঠন বিএনপির মতো ছাত্রদলও প্রতিক্রিয়াহীন।
ছাত্রদলের একাধিক সূত্র জানায়, সংগঠনটির অনেক তরুণ নেতা-কর্মীও কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু দলীয় অবস্থানের কারণে তাঁরা অসহায়, কিছু বলতে পারছেন না। গতকাল মঙ্গলবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকে প্রায় সব মহলে অসন্তোষ দেখা দেয়।
অনলাইনে সংগঠিত হতে থাকেন ব্লগার ও 'অনলাইন অ্যাক্টিভিস্টরা'। মূলত ব্লগ, ফেসবুকের মতো সামাজিক ওয়েব সাইটগুলোতে বার্তা ছড়াতে থাকে শাহবাগে অবরোধ গড়ে তোলা হবে। গতকাল বিকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট শাহবাগের আন্দোলনে গিয়ে একাত্মতা প্রকাশ করে। সেখানে সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আছেন। তবে তাঁদের দলীয় কোনো স্লোগান বা ব্যানার ব্যবহার করা হচ্ছে না। প্রগতিশীল সব ছাত্র সংগঠন থাকলেও সেখানে নেই ছাত্রদল। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
 
 
 


From: A Ahmed <bestfriend20878@yahoo.com>
To: Bangladesh-Zindabad@yahoogroups.com
Sent: Wednesday, February 6, 2013 5:50 PM
Subject: Re: [Bangladesh-Zindabad] কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে মহাসমাবেশের ডাক !!!!!

 
Bangladesh War Crime tribunal chairman and other members are Neo Razakars. One day nation will see Prime Minister Shiekh Hasina and her team members will become Razakars leaving behind their jumpking kids (4th goat kids) home and aboard alone.
 
In a short future Awami League leaders will go to the old Razakars for blessings.
 
In the mean time let extra kids (goat) jump at Shahbag square, Bangladesh and in abroad.


--- On Wed, 2/6/13, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:
 
From: Muhammad Ali <manik195709@yahoo.com>
Subject: [Bangladesh-Zindabad] কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে মহাসমাবেশের ডাক !!!!!
To:
Date: Wednesday, February 6, 2013, 7:57 PM

 
কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে মহাসমাবেশের ডাক
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৩ (বিডিএনএন২৪) :- আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে শাহবাগকেন্দ্রিক আন্দোলন আরো বিস্তৃত হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াতে ইসলামীর হরতালের মধ্যেই বুধবার সন্ধ্যায় হাজারো মানুষের সমাবেশ থেকে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
ওই মহাসমাবেশে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সমাবেশ শুরুর উদ্যোক্তাদের অন্যতম ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের মাহমুদুর হক মুন্সি। তিনি বিডিএনএন২৪কে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টটা থেকে শাহবাগে সমাবেশ করা হবে আর শুক্রবার হবে মহাসমাবেশ।

এদিক রায় পুনর্বিবেচনা এবং ফাঁসির আদেশ না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে বলেও জানান মাহমুদ। সন্ধ্যা ৬টায় বিক্ষোভের মূলমঞ্চ থেকে জানানো হয়, মঙ্গলবারের মতো বুধবার সারারাতও শাহবাগে অবস্থান করবেন তারা। এরপর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে সমাবেশ এবং শুক্রবার হবে মহাসমাবেশ।
 
 




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Pakistan Selling Energy to India



We are tired of hearing from Khaleda Zia and her Party honchos how AL is selling Bangladesh to India.
Now comes the news of this from her porom guru Pakistan:

This one was shocking. About selling one of the most important energy reserves of our land to TATA of India. Is there any other option?

Pak coal mining firm all set to strike deal with India's Tata

LAHORE (ASHRAF JAVED ) – The Sindh Engro Coal Mining Company (SECMC) is all set to join hands with Indian TATA Group and Bharat Heavy Electrical Limited (BHEL) for technology transfers to conduct open-cast mining of Thar Coal, it was reliably learnt on Thursday.



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসণ বন্ধ কর



কাদের মোল্লার এই রায়ে বিরোদ্ধে সরকারের আপীল করার কোন আইনগত এখতিয়ার নেই।সরকারি দলের কতিপয় নেতাগণ আশাহত মানুষদেরকে মিথ্যা আশা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যার্থ চেস্টা করছে।
কাদের মোল্লার বর্তমান রায়ই বলবত থাকবে।
পরবর্তীতে বাকি রাজাকারদের যেন মৃত্যুদন্ড প্রদান করা হয় তার জন্যই আমি শাহবাগের রায়ের প্রতি সর্বাত্বক সমর্থন জ্ঞাপন করছি।
গোলাম আযম সহ সকল রাজাকারদের মৃত্যুদন্ড না হলে আমি পুরো যুদ্ধাপরাধীদের বিচার প্রৃকৃয়াটাকেই প্রহসণের নাটক মনে করবো।
রাজাকারদের ফাঁসি হতেই হবে।সরকার যদি রাজাকারদের বিচার না করে তাইলে বাংলার ১৮ কোটী জাগ্রত জনতা সরকারকে ক্ষমা করবে না এবং জনগণ নিজেরাই রাজাকারদের ফাঁসি দিবে।
সেফাত উল্লাহ্ 
ভিয়েনা

__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] ALL ABOUT GAOYSSHER ROY !!!!!





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Fw: ICSF Press Release: On the verdict against Kader Molla [1 Attachment]

[Attachment(s) from Muhammad Ali included below]


----- Forwarded Message -----
From: Jamal Hasan <poplu@hotmail.com>
To:
Sent: Wednesday, February 6, 2013 1:33 PM
Subject: FW: ICSF Press Release: On the verdict against Kader Molla

Date: Wed, 6 Feb 2013 18:14:10 +0000
Subject: ICSF Press Release: On the verdict against Kader Molla
From: info@icsforum.org
To: rayhan.rashid@gmail.com

Dear Sir/Madam,

We enclose herewith ICSF's response to the verdict of International Crimes Tribunal-2 in relation to Kader Molla . We would be very grateful if you kindly consider covering this in your esteemed media outlet.

Please do not hesitate to contact us if you feel we could be of any assistance with any queries that you may have in this regard.

With kind regards,

Yours faithfully,

Rayhan Rashid & Sheikh Rajiuddin

Members
(On behalf of)
International Crimes Strategy Forum (ICSF)
http://icsforum.org/

==================================


৬ ফেব্রুয়ারী ২০১৩, লন্ডন
 
 
প্রেস বিজ্ঞপ্তি
 
আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ঘোষিত রায়ে আইসিএসএফ এর প্রতিক্রিয়া
 
গত ৫ ফেব্রুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ঘোষিত রায়ে অপরাধীর লঘু শাস্তিতে একাত্তরের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত এবং নির্যাতিত মানুষ এবং তাঁদের স্বজনদের আশার প্রতিফলন হয়নি বলে মনে করে বিচারের পক্ষের নাগরিকদের দ্বারা সংগঠিত স্বাধীন আন্তর্জাতিক কোয়ালিশন ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)। জনাব আব্দুল কাদের মোল্লা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধ, হত্যা, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা, ধর্ষন ইত্যাদি অভিযোগে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি হয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ তার বিরুদ্ধে আনা ৬ টি অভিযোগের ৫ টি সন্দেহাতীতভাবে   প্রমাণিত হওয়ার পরও তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদানের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করায় বিস্ময় প্রকাশ করা হয়েছে আইসিএসএফ এর পক্ষ থেকে।
 
আইসিএসএফ বিশ্বব্যাপী ১৩টি ভিন্ন সংগঠন ও বিভিন্ন ব্যক্তির সমন্বয়ে ২০০৯ সালে গঠিত একটি ফোরাম, যারা ১৯৭১ সালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতির অবসান, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালে নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয়।
 
একাত্তরে পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর তৎকালীন জামায়াতে ইসলামী, এবং তাদের দ্বারা সৃষ্ট রাজাকার আলবদর এবং আল-শামস বাহিনী কর্তৃক সংঘঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধসমূহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারের এখতিয়াভুক্ত, যা একটি স্বাধীন আদালত। তবে আইসিএসএফ মনে করে যে ট্রাইবুনালে তথ্য-প্রমাণসহ কাদের মোল্লার প্রমাণীত অপরাধসমূহের ভয়াবহতা, নৃশংসতা এবং ব্যাপ্তির সাথে তাকে প্রদত্ত যাবজ্জীবন কারাদন্ড সামঞ্জস্যপূর্ণ হয়নি। ফলে উক্ত রায়ে প্রদত্ত এই লঘু দণ্ডে সাধারণ মানুষ এবং একাত্তরে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ ও নির্যাতিত মানুষ এবং তাঁদের স্বজনদের আশার প্রতিফলন ঘটেনি। আন্তর্জাতিক অপরাধের বিচারকে এগিয়ে নিতে যত ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠন সোচ্চার ভূমিকা রেখেছেন তাঁদেরকেও এই রায় হতাশ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে পূর্বে অপর পলাতক অপরাধী আবুল কালাম আযাদের বিচারে ঘোষিত মৃত্যুদন্ড এবং সেখানে এই একই ট্রাইবুনাল কর্তৃক অনুসৃত শাস্তি প্রদানের মানদন্ডের সাথে কাদের মোল্লার বিরুদ্ধে রায়ে ঘোষিত শাস্তি সঙ্গতিপূর্ণ নয় বলে আইসিএসএফ মনে করে। অপরাধের সাথে সামমঞ্জস্যহীন লঘু দণ্ড প্রদানের এই দৃষ্টান্ত ভবিষ্যতে বিচারাধীন অন্যান্য মামলাগুলোর রায়ে শাস্তি প্রদানের মানদন্ডের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আইসিএসএফ এর পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে।  আইসিএসএফ আশা প্রকাশ করে যে, নিন্ম আদালতে অপরাধীর অপরাধের মাত্রা প্রমাণে কোন দূর্বলতা থেকে থাকলে উচ্চতর আদালতে আপিল শুনানিতে সেটি সংশোধিত হবে এবং উচ্চ আদালতে যথার্থ সর্বোচ্চ দণ্ড প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচারে সাধারণ মানুষ এবং ১৯৭১ এর অগণিত ভিকটিমদের ন্যায়বিচারের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
 
যেসব ব্যক্তি, গোষ্ঠী এবং সংগঠন আব্দুল কাদের মোল্লার বিচারের রায়ে আশাহত হয়ে প্রতিবাদে মুখর হয়েছেন এবং মামলাগুলোর ক্ষেত্রে সুবিচার দাবী করছেন এবং চিহ্নিত মৌলবাদী এবং যুদ্ধাপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন, তাঁদের সাথে আইসিএসএফ সবসময়ই সর্বাঙ্গীন ভাবে একাত্ম। কিন্তু একই সঙ্গে আইসিএসএফ  এও আশা করে যে, সকল ক্ষোভ-হতাশা-বেদনার পরেও, সকলের এই সামষ্টিক আন্দোলনে প্রতিবাদের ভাষা যেন কোনভাবেই যুদ্ধাপরাধী গোষ্ঠীর অপপ্রচারের পক্ষে না যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলে এখন থেকেই সতর্কতা অবলম্বন করবেন, কারণ সুবিচােরর এই আন্দোলনকে নস্যাত করতে কিংবা তাকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে ষড়যন্ত্রকারী এবং সুযোগ সন্ধানীরা গত চল্লিশ বছর ধরেই সক্রিয় ছিল এবং আছে।
 
আন্তর্জাতিক অপরাধের বিচার একাত্তরের মুক্তিসংগ্রামের মতোই বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার এবং বিচারহীনতার সমাপ্তি ঘটানোর সংগ্রাম। এই বন্ধুর সময়ে আইসিএসএফ ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামে নিহত এবং ক্ষতিগ্রস্ত সকললের ত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করছে, এবং বিচারহীনতার সমাপ্তির লক্ষ্যে, সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে আরো দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করছে।
 
নিবেদনক্রমে,
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম এর পক্ষে

রায়হান রশিদ
এবং
শেখ রাজিউদ্দিন




Attachment(s) from Muhammad Ali

1 of 1 File(s)


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Among the Infidels



http://www.thenews.com.pk/Todays-News-9-158341-Among-the-infidels

Farooq Sulehria is one of the few Pakistani writers who understands our agony with Bangali Jamaatis. He writes about the infamous Islamist groups based in London (whose long arms have reached the heart of Bangladesh bearing bombs, Jehadist ideologies, and other explosives):
<< For instance, we know the case of Syrian cleric Omar Bakri. Now 52, Omar Bakri arrived in London in 1986 and stayed there until 2005. He earned fame as leader of the Hizb-ut-Tahrir and later founded Al-Mouhajiroun, a split from the Hizb-ut-Tahrir. Before he was banned from the UK, he unscrupulously claimed £250,000 in infidel social benefits. While in the UK, he publicly praised the 9/11 atrocity. >>
  Our very own, the bureaucrat par excellence, the Godfather of Islami Bank of Bangladesh, Mr. Shah Abdul Hannan, the Jamaati honcho,  cannot stand anything written by Farooq Sulheria.


           Farida Majid



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] কাদের মোল্লা সহ সকল রাজাকারদের ফাঁসি চাই।



শাহবাগ-স্কয়ার হবে রাজাকারের ফাঁসির মঞ্চ - 

নূতন প্রজন্মের মুক্তিযোদ্ধারা এগিয়ে চলো 
আমরা আছি তোমাদের পাশে।
সেফাত উল্লাহ্






__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] There was not a single episode of the rape of Bihari women by the official MuktiBahin forces ..



SA Hannan Shahib

Your "I always write the truth, I am not guided by propaganda   ...... " 
rethoric doesn't jive with the reality and facts.... 

Your now hidden, now open  partiality for the Yahia Khan's regime is 
well understood through your writings ....

As a matter of fact, you have picked up and sporadically  reffered
Sarmil Bose's book "Dead Reckoning" to perpetuate your own 
propaganda and hide Jamaate Islami/Islami Chattro Sangho vis-a-vis 
Albodor Bahini's attrocities on the people of Bangladesh during our 
liberation war in 1971 ......

1. Do you deny that killings (Genocide) of innocent Bangladeshis & 
    supporters of the Independence of Bangladesh was an official policy 
    of the Yahia regime (occupation army of Pakistan) ?
          [Yahya Khan to the journalist on 22 February 1971: 
          "Kill three million of them, and the rest will eat out of our hands."[28][29] ]

2 (a)  Do you deny that mass rapes of Bangali women in 1971 were also 
    an approved systematic official policy of Pakistan Army  in the killing 
    fields of  Bangladesh ?
    [ Note:  The infamous General Niazi shameless defended the rapists by 
                declaring: " You can not expect a man to live, fight and die in East 
                 Pakistan and go to Jhelum for sex, would you?"
                Also see:  http://www.dukandar.com/endgame.html 
         Pakistani Soldiers had not only violated Bengali women on spot; they 
         abducted tens of hundreds and held them by force in the military barracks
         for nightly use [rape in custody]. These women were kept naked to prevent 
         their suicide or escape. These rapes were systematic and pervasive and 
         was a conscious Pak army policy, planned by the Yahia Regime ...... ]

2(b)  You have said "There were rapes on all sides, on Bengali women and 
         Bihari women   ..."  This statement of yours is essentially an attempt to
         whitewash the mass rapes of Bangladeshi women by the Pakistan Army.
          [especially, in the context of Muntasir Mamuns's article that exposes the
         crimes of the occupation army of Pakistan ].

         But the truth is that, there was not a single episode of the rape of Bihari 
         women  by the official MuktiBahini (The Liberation Army of Banglades). 
         There were no captivating of Bihari women in the liberated areas of 
         Bangladesh or after Liberation ...... As a matter of fact, MuktiBahini has 
         saved many Biharies from the outrage of unruly mobs .... 
         [ The statement "There were rapes on all sides, on Bengali women and 
         Bihari women   ..."  is a "balancing act", a mean propaganda tactics]

3.     Sarmila Bose did not deny the Genocide & mass rapes committed by the 
        Pak Army during it's occupation (1971). She disputes the total number of 
         Bangladeshis killed by Pakistan Army in the occupied Bangladesh. 
        Her book "Dead Reckoning" indicates the number of people killed by 
        Pak Army was around 100,000 [not 3 million as mentioned in various 
        other sources]. The Hamoodur Rahman Commission report constituted 
        by Pakistan Government put the casualty figure as low as 26000.

        "In any case, whether the death toll was three million or 100,000 or 
         even 26,000,  does that make Pak Army's killings of unarmed, innocent
         civillians any less of a Genocide?"
         
         Dr Bose did not ignore atrocities carried out by Pakistan and its
         supporters including Jamaati Al-bodor Bahini - her book has a chapters
         on this subject. 

         The bottom line is Pakistan Army committed indiscreminate political 
          killings in 1971 Bangladesh, that were essentially Genocidal.


Sent by:
Syed Aslam
 
Related:
 বীরাঙ্গনা ৭১ ॥ ধর্ষিত হওয়ার আত্মগ্লানি থেকে কেউই মুক্তি পায়নি
বীরাঙ্গনা ৭১ ॥ হানাদাররা ডাবের খোসায় প্রস্রাব করে ধর্ষিতাদের খেতে দিত
বীরাঙ্গনা ৭১ ॥ সামরিক অফিসাররা মেয়েদের সম্মিলিতভাবে ধর্ষণ করত
বীরাঙ্গনা ৭১॥ হাজার হাজার নারী গর্ভবতী হয়ে পড়ে
বীরাঙ্গনা ৭১


2013/2/3 SAHANNAN <sahannan@sonarbangladesh.com>
 

There were rapes on all sides, on  Bengali women and  Bihari women. The number is really guess work. Credible proofs are few (see Sharmila Bose—Dead Reckoning.)

Shah Abdul Hannan

 


From: mukto-mona@yahoogroups.com [mailto:mukto-mona@yahoogroups.com] On Behalf Of SyedAslam
Sent: Saturday, February 02, 2013 6:25 AM
To: Khobor; notun Bangladesh; chottala@yahoogroups.com
Subject: [mukto-mona]
বীরাঙ্গনা ৭১ - : মসজিদে আটকে রেখেও ধর্ষণ করা হয়েছে

 

 

শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৩, ২০ মাঘ ১৪১৯

মসজিদে আটকে রেখেও ধর্ষণ করা হয়েছে -  ৩

মুনতাসীর মামুন

(পূর্ব প্রকাশের পর)

সৈন্যদের ব্যাংকারগুলিতে এসব মেয়েকে সারাক্ষণই নগ্ন অবস্থায় রাখা হতো। ডিসেম্বর মাসের ১৬ তারিখে পাকিস্তানী সেনারা আত্মসমর্পণের পর এসব নারীর অধিকাংশেরই ছিন্নভিন্ন দেহাবশেষ আবিষ্কৃত হয়।
'
জন হেস্টিংস নামে এক মিশনারি বলেছিলেন,
'পাকিস্তানী সৈন্যরা... মেয়েদের যোনিপথে বেয়নেট ঢুকিয়ে তাদের হত্যা করেছে।' মেয়েদের মসজিদে আটকে রেখেও ধর্ষণ করা হয়েছে। সাতক্ষীরার একটি গ্রামের মসজিদ থেকে বেশ কিছু নগ্ন নারী উদ্ধারের পর এ ধরনের ঘটনা নজরে আসে। এ সমস্ত বিবেচনায় নিয়ে বলা যেতে পারে, ধর্ষিত নারীর সংখ্যা ছয় লাখের কাছাকাছি হতে পারে বা তার চেয়েও কিছু বেশি, কম নয়। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইন্দোনেশিয়া, কোরিয়া, চীন, ফিলিপিন্স জাপানীদের অধীনে ছিল। সেখানে পাঁচ বছরে তারা প্রায় দুই লাখ নারী ধর্ষণ করে। এসব দেশের আয়তনও জনসংখ্যার সঙ্গে বাংলাদেশের আয়তন ও জনসংখ্যার তুলনা করলে বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণের ব্যাপকতা ও তীব্রতা বোঝা যাবে। বিশ্বের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি। আট মাসে রক্ষণশীল হিসেবে সাড়ে চার লাখের ওপর ধর্ষণ। আরেকটি হিসাবে জানা যায়, ছয় বছরব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধে 'গোটা ইউরোপে নাৎসি ও ফ্যাসিস্ট বাহিনী সম্মিলিতভাবেও এত বেশি নারীকে ধর্ষণ করেনি।'
নারীদের নির্যাতনের/ ধর্ষণের বিষয়টিকে ডা. হাসান চার ভাগে ভাগ করেছেন- স্পট রেপ, মাস বা গ্যাঙ রেপ, রেপ ইন কাস্টোডি ও সেক্সুয়াল সেøভারি।
অবশ্য, একদিক থেকে বিচার করলে এই বিভাজনে তেমন কিছু আসে যায় না। এ্যাকাডেমিক আলোচনা ছাড়া স্থানিক বা গণধর্ষণ যাই হোক না কেন অন্তিমে তা ধর্ষণই। আবার স্থানিক ধর্ষণও অনেক সময় পরিণত হয়েছে গণধর্ষণে। গণধর্ষণের পর আবার যৌন দাসত্বে।
স্পট রেপ বা স্থানিক ধর্ষণ মার্চ থেকে শুরু করে পাকিস্তানীদের পরাজয় পর্যন্ত অব্যাহত ছিল। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে এমনকি শহরাঞ্চলেও বাড়িতে ঢুকে ধর্ষণ। অনেক সময় দুই-তিন জন সৈন্য এসে একই নারীকে ধর্ষণ করে চলে গেছে। এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। আমাদের সংগৃহীত কেস স্টাডিগুলোর অধিকাংশ স্থানিক ধর্ষণ।
একই নারীকে একই জায়গায় আবার কয়েকজন মিলে ধর্ষণ করেছে সেটিকে গণধর্ষণ আখ্যায়িত করেছেন ডা. হাসান। এই ধরনের কেস স্টাডি আছে এই গ্রন্থে। আবার একই সঙ্গে অনেককে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। তিনি নাটোরের ছাতনী গ্রামের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। হানাদাররা আসছে এ খবর পেয়ে পুরুষরা একটি ঘরে মেয়েদের ঢুকিয়ে দরজায় শিকল এঁটে পালাবার চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি। তাদের হত্যা করা হয়। তারপর সৈন্য ও বিহারিরা ওই ঘরে উপস্থিত হয়। সেখানে ১৫০ জন মহিলা ছিলেন। মেয়েদের গয়নাগাটি লুট করার পর তাদের বাইরে নিয়ে লাইনে দাঁড় করানো হয়। জোহরা নামে একজন বীরাঙ্গনা জানিয়েছেন,
'পাকিরা সেই সময় আমাদের কু প্রস্তাব দিল। কিন্তু আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমাদের বুকে বন্দুক তাক করল। ভয় দেখালো তাদের প্রস্তাবে রাজি না হলে বাচ্চাদের পা ছিঁড়ে ফেলবে। তখন বাধ্য হলাম আমরা তাদের কথামতো কাজ করতে। এরপর বাইরে দাঁড়ানো মেয়েদের পাকিরা এক এক করে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল আবার বের করে নিয়ে আসছিল। ... অনেক মেয়েকে বাড়ির বাইরেও নিয়ে যাচ্ছিল। আমার জাকেও তারা ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজেও পাকিদের গণধর্ষণের শিকার হলাম।'
সেনা ঘাঁটিতে বন্দী করে রেখে ধর্ষণকে ডা, হাসান
'রেপ ইন কাস্টোডি' বলে উল্লেখ করেছেন। এ ধরনের ঘটনা সারা দেশেই ঘটেছে। যেখানেই ঘাঁটি ছিল সেখানেই মেয়েদের নিয়ে বন্দী করে রাখা হয়েছে। ডা. হাসান উল্লিখিত যৌন দাসত্বও এই পর্যায়ে পড়ে। এমনকি বাংকারেও মেয়েদের নিয়ে রাখা হতো। দিনাজপুরের একটি এলাকায় হানাদার পরাজিত হয়ে পালিয়ে যায়। একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করেছেন, 'এরপর আমরা সেখানে গিয়ে বাংকারের ওপরে কিছু রক্তমাখা কাপড়-চোপড় পড়ে থাকতে দেখলাম।.... ভেতরে তাকিয়ে দেখলাম দুটি মেয়ে বাংকারের ভেতরে একটি চৌকির ওপর উলঙ্গ অবস্থায় বসে আছেন। তারা বাংকার থেকে উঠে আসতে পারছিলেন না। এই অবস্থায় আমরা বাংকারে না ঢুকে পাশের গ্রাম থেকে কিছু কাপড়চোপড়সহ কয়েকজন মহিলাকে নিয়ে আসি। তারপর একটি বাঁশের মইয়ের সাহায্যে গ্রামের মহিলাদের বাংকারের ভেতরে নামিয়ে কাপড় পরিয়ে ঐ দুটি মেয়েকে ওপরে উঠিয়ে আনি। মেয়ে দুটির নাম ছিল আসমা খাতুন ও মরিয়ম বেগম। এদের একজন ছিলেন আইএ পাস, অন্যজন ছিলেন মেট্রিক পরীক্ষার্থী। মা-বাবার সঙ্গে ভারতে পালিয়ে যাবার সময় এরা ধরা পড়েন।'
চাঁদপুরের শাহরাস্তিতে খ- যুদ্ধের পর পাকিরা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা খবর পেয়েছিলেন, ওই ক্যাম্পে পাকিস্তানী ও রাজাকাররা কিছু মেয়েকে আটকে রেখেছে। তাদের উদ্ধারের জন্যই মুক্তিযোদ্ধারা পাকিস্তানীদের আক্রমণ করে। ডা. বদরুন নাহার ছিলেন তাঁদের সঙ্গে। তিনি জানিয়েছেন,
'স্কুলের ভেতরে গোপন একটি বাংকার থেকে উলঙ্গ ও অর্ধমৃত অবস্থায় ১২টি মেয়েকে উদ্ধার করলাম। পরে সেখান থেকে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা হলো। আমি সেবা দিয়ে তাদের সুস্থ করে তুললাম। পরে যুদ্ধের তিন মাস ধরে তারা আমরা কাছেই ছিল। দেশ স্বাধীন হলে আমরা তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করি...। পরিবারের সদস্যদের সঙ্গে শরীয়তপুর থেকে চাঁদপুর হয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে তারা ভারত যাচ্ছিল। পথে শাহরাস্তির সুলতান ভুঁইয়া নামের এক রাজাকার কমান্ডার তাদের আটক করে। এ সময় রাজাকাররা পরিবারে অন্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে।' বাংলাদেশ জুড়ে পাকিস্তানী সৈন্যরা এ কাজ করেছে। আমাদের সংগৃহীত কেস স্টাডিগুলোতে ক্যাম্পে নিয়ে আটক রাখা বা যৌনদাসী হিসেবে ব্যবহার করার কয়েকটি ঘটনা উল্লেখ হয়েছে।
ডা. হাসান আরেকটি দিকের কথা তুলে ধরেছেন যা ছিল আমাদের অনেকের অজানা। তাহলো কারাগারে নারী নির্যাতন ও ধর্ষণ। বিভিন্ন কারণে নারীদের জেলে এনে রাখা হতো এবং তাদের ধর্ষণ করা হতো। যেমন বরগুনার ক্লাস সেভেন পড়া মালতী রানী রায় জানিয়েছেন,
'বর্বর পাকিরা কারাগারের অভ্যন্তরে আটক সকল মহিলাকে পালাক্রমে বীভৎসভাবে ধর্ষণ করেছে। প্রতিরাতে আটক মহিলাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে বের করে পাকিদের প্রমোদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত পার্শ্ববর্তী ডাক বাংলাতে নিয়ে যেত।
একই জেলে আটক পুষ্পরাণী জানিয়েছেন, তাদের জেলখানায় রাখা হয়েছিল। গ্রামের কিছু পরুষদের সঙ্গে তাদের বন্দী করা হয়। পাকিরা মহিলাদের ডাকবাংলায় নিয়ে সারা রাত নির্যাতন করে ভোর বেলায় লাল কাপড় পরিয়ে আবার জেলখানায় পাঠিয়ে দিত।
' বর্বর পাকি সৈন্যদের পাশবিক নির্যাতনের চিহ্ন সেসব হতভাগ্য নারীর শরীরে এতটাই স্পষ্ট থাকত যে, তাদের দিকে তাকানো যেত না।' (চলবে)

 

 

শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৩, ২০ মাঘ ১৪১

 

Also read:

শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৩, ১৯ মাঘ ১৪১৯

বীরাঙ্গনা ৭১ হাজার হাজার নারী গর্ভবতী হয়ে পড়ে

মুনতাসীর মামুন

(পূর্ব প্রকাশের পর)
॥ দুই ॥

শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৩, ১৯ মাঘ ১৪১৯

 

 

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৩, ১৮ মাঘ ১৪১৯

 

বীরাঙ্গনা ৭১     -  এক    মুনতাসীর মামুন

http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-01-31&ni=124028

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৩, ১৮ মাঘ ১৪১৯

 

 

 ড. নীলিমা ইব্রাহিমের 'আমি বীরাঙ্গনা বলছি' : প্রিয় বই - সাতিয়া মুনতাহা নিশা 
 নীলিমা ইব্রাহীম আর একাত্তরের বীরাঙ্গনা: বাঙালির নিভৃত নিরঞ্জনা - শনিবারের চি

১৯৭১: বীরাঙ্গনা অধ্যায়


ক্যাটাগরী:   

***
"একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই"

***

http://blog.bdnews24.com/laboni/12415


সূত্র : 
জেনোসাইড বাংলাদেশ

Proven charges against Bachchu Razakar

[ Rape of three women.]

Dhaka: Seven of eight charges of crimes against humanity committed during the 1971 Liberation War were "proved beyond doubt" leading to death penalty for Abul Kalam Azad alias Bachchu Razakar.

The International Crimes Tribunal-2 handed him down the capital punishment finding him guilty of six charges under Section 3(2) (a) and under Section 3(2) (c.i) of the International Crimes Tribunal Act.

The tribunal, however, acquitted him of one specific charge of abduction, confinement and torture as it could not be proved beyond doubts.

The proven charges are-

1. Abduction, confinement and torture of Ranjit Nath.

2. Murder of Sudhangshu Mohan Roy.

3. Murder of Madhab Chandra Biswas.

4. Murder of Chitta Ranjan Das.

5. Rape of three women.

6. Murder of Haripada Saha and Prabir Kumar Saha.

7. Genocide in Hasamdia village of Boalmari in Faridpur.

"He (Bacchu) is found guilty of the offences of crimes against humanity listed in charge number three, four and six and for the offence of genocide listed in charge number seven and he be convicted and sentenced to death and be hanged by the neck till he is dead," Chairman of the three-member tribunal Justice Obaidul Hassan Shaheen pronounced the verdict in the crowded courtroom on Monday noon.

 

 

 

 

 

 




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___