Banner Advertiser

Sunday, March 6, 2016

[mukto-mona] Fw: বাঙালি জাতিকে আর কারো ''ঘোষণার'' জন্য অপেক্ষা করতে হয়নি।





On Monday, March 7, 2016 12:02 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




আজ ঐতিহাসিক ৭ মার্চ ,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির দিক-নির্দেশনার দিন ,
বজ্রকন্ঠে বাঙালির মুক্তির উদাত্ত আহবানের দিবস ,
নিরস্ত্র জাতিকে স্বশস্ত্র জাতিতে পরিনত করার দিন।
সেই কালজয়ী কাব্যিক ভাষণের পংতিমালা ,
''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার'' এ উদ্বেলিত হয়ে 
নিপীড়িত বাঙালি ঝাঁপিয়ে পরেছিল মুক্তি সংগ্রামে।
সেই আগুন ঝরানো ভাষণে আরো ছিল 
''আমি যদি হুকুম দেবার না পারি , 
যার যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা কর'' ,
তাই , মহান স্বাধীনতা যুদ্ধে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন 
করার জন্য বাঙালি জাতিকে আর কারো 
''ঘোষণার'' জন্য অপেক্ষা করতে হয়নি।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
ডা : মুহাম্মদ আলী মানিক , 
সহ-সভাপতি , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
Muhammad Ali Manik's photo.




__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ঐতিহাসিক ৭ই মার্চ আজ



ঐতিহাসিক ৭ই মার্চ আজ

স্টাফ রিপোর্টার | ৭ মার্চ ২০১৬, সোমবার


                                                                                                  
ঐতিহাসিক ৭ই মার্চ আজ। শোষিত-বঞ্চিত বাঙালির ঘুরে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসমুদ্রে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। কালজয়ী ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের অগ্নিঝরা ভাষণে বাঙালির উদ্দেশে তিনি বলেছিলেন, 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।' বঙ্গবন্ধুর এই আহ্বান উল্কার বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি। ক্ষেত্র প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। ঐতিহাসিক এই দিনটিকে উপলক্ষ করে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আজকের জনসভাকে সফল করা এবং ব্যাপক জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আওয়ামী লীগ গৃহিত কর্মসূচি দেশবাসীর সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


                           ঢাকা, ৭ মার্চ ২০১৬, সোমবার

7th March, 1971 Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman HD




সাবাব ও ৭ মার্চের ভাষণ  

https://www.youtube.com/watch?v=9NcG5OivWOw


Speech of 7 March - Little Bangabandhu Aprubo
https://www.youtube.com/watch?v=jUBLGbswhjo&ebc=ANyPxKo4r4PwAiJy0E66jAIFqFZR3ZFgEUF1ZB5EduNfKTxfBxs3H-




































         


__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] মীর কাসেমের ফাঁসি ছাড়া ঘরে ফেরা নয়: ইমরান



মীর কাসেমের ফাঁসি ছাড়া ঘরে ফেরা নয়: ইমরান

  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-03-06 20:57:08.0 BdST Updated: 2016-03-06 22:23:28.0 BdST

তিন বছর আগে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার পর যেভাবে শাহবাগে টানা অবস্থান চলেছিল, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের জন্যও সেভাবে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মীর কাসেমের আপিলের রায়ের দিন ৮ মার্চ মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান থাকবে।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, "ওই দিন সকাল ৮টা থেকে আমরা প্রজন্ম চত্বরে অতন্দ্র প্রহরী হিসেবে থাকব এবং  যতক্ষণ না পর্যন্ত এই মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে দাবি আদায় করে নেব।"

জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা মীর কাসেমের আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশকে কেন্দ্র করে তুমুল আলোচনা চলছে।

তার ফাঁসির রায় বহাল না থাকার ইঙ্গিত মিলছে বলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মন্তব্য করেছেন। তিনি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে আপিলের পুনঃশুনানির দাবি জানিয়েছেন।   

মীর কাসেমকে 'রক্ষার ষড়যন্ত্রের' প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মসূচির ধারাবাহিকতায় রোববার শাহবাগে অবস্থানে ইমরান বলেন, "মীর কাসেম আলীকে রক্ষা করার চূড়ান্ত ষড়যন্ত্রে তারা নেমেছে।

"বিচার প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। প্রয়োজন মনে করি না, নতুনভাবে তদন্ত করার কিংবা নতুনভাবে আবার প্রসিকিউসন বা ট্রাইব্যুনাল বা আদালতে বিচারপ্রক্রিয়া আবার নতুনভাবে শুরু করার।"

ইমরান বলেন, "নতুনভাবে বিচার প্রক্রিয়ার আগে আমাদের ভাবতে হবে, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগগুলো যেহেতু প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে একাত্তর সালে মীর কাসেম আলী চট্টগ্রামের ডালিম হোটেলকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে এবং সেখানে নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করেছে।

"সুতরাং আজকে নতুনভাবে প্রমাণ করবার আর কিছু নেই। আজকে যেহেতু মীর কাসেম আলীর অপরাধ প্রমাণিত, তাই নতুনভাবে আর কালক্ষেপণ করার সুযোগ নেই।"

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে যুদ্ধাপরাধীরা নতুনভাবে ষড়যন্ত্র করবার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন গণজাগরণের মুখপাত্র।

"বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে যুদ্ধাপরাধীরা নতুনভাবে ষড়যন্ত্র করবার সুযোগ পাচ্ছে এবং বারবার আমাদের রাজপথে এসে দাঁড়াতে হচ্ছে। সুতরাং এই দীর্ঘসূত্রতার জাল আগে ভাঙতে হবে।"

"আমরা প্রত্যাশা করব, মতিউর রহমান নিজামী  এবং মীর কাসেম আলীসহ যাদের মামলা ইতোমধ্যে নিষ্পত্তির পথে রয়েছে, আপিল বিভাগ এর দ্রুত নিষ্পত্তি করে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দণ্ড কার্যকরের রায় দেবে," বলেন ইমরান।

http://bangla.bdnews24.com/bangladesh/article1115555.bdnews






__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] হিলারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে উপকৃত হবে বাংলাদেশ - বিশেষ সাক্ষাৎকার : নাজদা আলম, বোস্টন



হিলারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে উপকৃত হবে বাংলাদেশ

বিশেষ সাক্ষাৎকার : নাজদা আলম

৭ মার্চ, ২০১৬ ০০:০০



হিলারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে উপকৃত হবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেমোক্র্যাট ও মুসলিম ভোটার তালিকাভুক্তি প্রকল্পের চেয়ারওম্যান নাজদা আলম ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে একটি সরকারি সমাজকল্যাণবিষয়ক দপ্তরে কর্মরত। দীর্ঘ ২৩ বছর ধরে ডেমোক্রেটিক দলের জন্য কাজ করছেন তিনি। মুসলিম ভোটার তালিকাভুক্তি প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের

পক্ষে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে আড়াই মিলিয়ন তালিকাভুক্ত মুসলিম ভোটারের মধ্যে তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রায় ১৫ হাজার ভোটারকে তালিকাভুক্ত করেছেন। সম্প্রতি নিউ হ্যাম্পশায়ারে এ বিষয় নিয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা হয়েছে হিলারি ক্লিনটনের। তাঁর এ কাজে খুশি হয়েছেন হিলারি। তিনি বলেছেন, 'আই নিড ইউ' নাজদা। তোমার মতো বাংলাদেশি আমার প্রয়োজন। মার্কিন নির্বাচন নিয়ে কালের কণ্ঠ'র সঙ্গে কথা হয় নাজদা আলমের। সাক্ষাত্কার নিয়েছেন কালের কণ্ঠ'র নিউ ইয়র্ক প্রতিনিধি সাবেদ সাথী

 

কালের কণ্ঠ : যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সঙ্গে আপনি জড়িত রয়েছেন। বোস্টন এলাকায় বাংলাদেশি ডেমোক্র্যাট হিসেবে আপনি সক্রিয় ভূমিকা পালন করছেন। আপনার দল ও মার্কিন রাজনীতির কিছু অভিজ্ঞতার কথা বলুন।

 

নাজদা আলম : এক দিনে বা হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে প্রবেশ করা কারো পক্ষেই সম্ভব নয়। এর জন্য অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়। আমি এ দেশে আসার পর অনেক কষ্ট করেছি। লেখাপড়ার পাশাপাশি রাজনীতি নিয়ে চর্চা করেছি। বলতে পারেন, যুক্তরাষ্ট্রে তৃণমূল থেকেই শুরু করেছি এ দেশের রাজনীতি। এর ফলে ডেমোক্রেটিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও আজ আমাকে চেনেন। এক দশক ধরে আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে মুসলিম ভোটার সংগ্রহের কাজ করছি। ২০০৮ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জন্য তাঁর নির্বাচনী কাজ করেছি। এবার খুব আনন্দের সঙ্গেই কাজ করছি হিলারি ক্লিনটনের জন্য।

 

কালের কণ্ঠ : আপনি কি মনে করেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দৌড়ে টিকবেন?

 

নাজদা আলম : এ ব্যাপারে একটি কথা না বললেই নয়। ২০০৮ সালের নির্বাচনী মনোনয়ন দৌড়েও আমি দেখেছিলাম হিলারির পক্ষে মার্কিন নাগরিকদের গণজোয়ার। কিন্তু শেষ পর্যন্ত বারাক ওবামাই পেয়েছেন দলীয় মনোনয়ন। বাংলাদেশ কিংবা এশিয়ার দেশগুলোর মানুষ আর যুক্তরাষ্ট্রের মানুষের মানসিকতার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। ধরুন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা—সবাই মহিলা। কিন্তু যুক্তরাষ্ট্রে মহিলাদের নির্বাচিত করার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এর মূল কারণ হচ্ছে, একজন মহিলাকে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করার মানসিকতা এখনো যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে জন্মায়নি। কিন্তু এবার মহিলা প্রেসিডেন্ট নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হতে পারে। একটা পরিবর্তন দেখতে চায় মার্কিনিরা।

 

কালের কণ্ঠ : আপনি মুসলিম ভোটার তালিকাভুক্তি প্রকল্প নিয়ে কাজ করছেন? যুক্তরাষ্ট্রে মুসলিম ভোটাররা ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর কাকে সমর্থন করছে বলে আপনি মনে করেন?

 

নাজদা আলম : যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত আড়াই মিলিয়ন মুসলিম ভোটারের মধ্যে আমি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রায় ১৫ হাজার ভোটারকে তালিকাভুক্ত করেছি। এসব মুসলিম ভোটারের মধ্যে বেশির ভাগ হিলারিকেই ভোট দেবে। কারণ হিলারি ক্লিনটন আর বার্নি স্যান্ডারসের রাজনৈতিক ইতিহাসে অনেক পার্থক্য রয়েছে। হিলারির রাজনৈতিক যোগ্যতা বার্নি স্যান্ডারসের চেয়ে অনেকাংশেই বেশি। এ দেশের গণমাধ্যম তাদের মনগড়া জরিপ দেখিয়ে বার্নি স্যান্ডারসকে টেনে ওপরে এনেছে। এ ছাড়া আর কিছুই না। তবে নতুন প্রজন্মের মধ্যে ভীষণভাবে নাড়া দিয়েছেন বার্নি। আমি হিলারিকে কাছ থেকে দেখেছি, কথা বলেছি। হিলারিকে আমার কাছে খুব সাদামাটা মনে হয়েছে। বিশেষ করে তিনি শিশুদের খুব ভালোবাসেন। শুধু তা-ই নয়, হিলারিকে সব বয়সী মানুষই পছন্দ করে।

 

কালের কণ্ঠ : হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশের মানুষ উপকৃত হবে বলে মনে করেন কি?

 

নাজদা আলম : হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবশ্যই প্রবাসীসহ বাংলাদেশের মানুষ উপকৃত হবে। বাংলাদেশিদের ব্যাপারে তাঁর অনেক ধারণাও রয়েছে। কখনো তাঁর সঙ্গে কথা বলার তেমন সুযোগ হলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য বিষয়ে কথা বলব। ইচ্ছা করলে তাঁরা ক্লিনটন ফাউন্ডেশন থেকেও বাংলাদেশের মানুষের জন্য সাহায্য করতে পারেন। কিন্তু সময় নিয়ে এ বিষয়ে তাঁর সঙ্গে বসে কথা বলতে হবে। সম্প্রতি নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারাভিযান বা প্রাইমারিতে এলে তাঁর সঙ্গে মাত্র ৩০ সেকেন্ড কথা হয়েছে আমার। এ সময় বাংলাদেশ বা প্রবাসীদের ব্যাপারে কোনো কথা বলার সুযোগই হয়নি। আমি ডেমোক্রেটিক দলের হয়ে মুসলিম ভোটার তালিকাভুক্তির জন্য যে কাজ করছি, শুধু এ বিষয় নিয়েই কথা হয়েছে। যুক্তরাষ্ট্রে আড়াই মিলিয়ন তালিকাভুক্ত মুসলিম ভোটারের মধ্যে আমি প্রায় ১৫ হাজার ভোটারকে তালিকাভুক্ত করেছি। এ খবর শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। এ সময় তিনি আমাকে বলেন, 'আই নিড ইউ' নাজদা। তোমার মতো বাংলাদেশি আমার প্রয়োজন। হিলারি প্রেসিডেন্ট হলে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে আমি ব্যক্তিগতভাবেই তাঁকে অনুরোধ জানাব।

 

কালের কণ্ঠ : একজন বাংলাদেশি মুসলমান মহিলা হয়ে ডেমোক্রেটিক দলের সভা বা সেমিনারে গিয়ে কখনো কোনো সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন?

 

নাজদা আলম : কোথাও তেমন কোনো সমস্যা হয়নি। তবে যেহেতু আমি হিজাব পরি না, অনেকেই আমাকে অমুসলিম মনে করে। তাদের কাছে আমি বাংলাদেশি হিসেবে পরিচয় দিই। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি আরো গর্বিত, একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের মুসলিমদের নিয়ে নানা ব্যঙ্গ-বিদ্রূপ করছিলেন তখন আমি একমাত্র বাংলাদেশি মুসলিম, তাঁকে টুইট করে এসব বন্ধ করার আহ্বান জানিয়েছিলাম। তিনি শুধু মুসলিমদের কটাক্ষ করেননি, এ দেশের স্প্যানিশসহ বিভিন্ন ধর্মাবলম্বীকেরও কটাক্ষ করেছেন।

 

কালের কণ্ঠ : আপনি কবে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং কত দিন ধরে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত?

 

নাজদা আলম : আমার স্বামীসহ আমরা যুক্তরাষ্ট্রে এসেছি ১৯৮২ সালে। তখন আমরা শিক্ষার্থী ছিলাম। গ্রিনকার্ড পাওয়ার পর অপেক্ষা করেছিলাম এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য। নাগরিকত্ব পাওয়ার পর ১৯৯৩ সাল থেকে মূলধারার রাজনীতি অর্থাৎ ডেমোক্রেটিক দলের সঙ্গে সম্পৃক্ত।

 

কালের কণ্ঠ : মার্কিন নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে আপনার কী প্রত্যাশা?

 

নাজদা আলম : প্রত্যাশা বলতে, আমি প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অনুরোধ করব বর্তমান মার্কিন নির্বাচনী প্রক্রিয়ায় হিলারি ক্লিনটনকে সমর্থন করে তাঁর জন্য কাজ করার। একই সঙ্গে মূলধারার রাজনীতিতেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাব। হিলারি প্রেসিডেন্ট হলে বাংলাদেশসহ বাংলাদেশিরা উপকৃত হবে। তাঁর জন্য আমাদের আরো কাজ করতে হবে।

 

কালের কণ্ঠ : এবার ব্যক্তিগত প্রসঙ্গে একটি প্রশ্ন করি, বাংলাদেশে আপনার বাড়ি কোথায়?

 

নাজদা আলম : আমার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। লেখাপড়া টাঙ্গাইল শহরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার (সম্মান) ডিগ্রি লাভ করেছি। আমার স্বামী শামস আলম পেশায় একজন ব্যাংকার। তিনি ম্যাসাচুসেটসের লিডার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে ম্যাসাচুসেটসে কর্মরত। আমাদের দুটি সন্তান রয়েছে। মেয়ে সামা আলম এবং ছেলে সামুয়েল আলম। তারা দুজনই এ দেশে লেখাপড়া করছে।

 

 কালের কণ্ঠ : আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 

নাজদা আলম : কালের কণ্ঠকেও ধন্যবাদ।

- See more at: http://www.kalerkantho.com/print-edition/muktadhara/2016/03/07/333060#sthash.XihsKSGM.dpuf





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Ray of light at the end of the tunnel



At long last, it seems the Supreme Court of Bangladesh may reverse the contaminated addition of Islamist jargons in the constitution by Zia/Ershad clique in the 1980s deleting the original "secularity" provision. 


- AR


__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] নাবালিকা ছাত্রী ধর্ষণের দায়ে বাঙালি শিক্ষকের ১৯ বছরের জেল



নাবালিকা ছাত্রী ধর্ষণের দায়ে বাঙালি শিক্ষকের ১৯ বছরের জেল
অনলাইন ডেস্ক
Published : Saturday, 5 March, 2016 at 5:53 PM
  
নাবালিকা ছাত্রী ধর্ষণের দায়ে বাঙালি শিক্ষকের ১৯ বছরের জেল

ইসলাম ধর্ম বিষয়ে প্রাইভেট পড়াতে গিয়ে ইস্ট লন্ডনে ১৪ বছরের এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাকে গর্ভবতী করেছেন এক শিক্ষক। শিক্ষকের নাম মোহাম্মদ ইসলাম। বয়স ৩১ বছর। ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা মোহাম্মদ ইসলামকে শিশু ধর্ষণের অভিযোগে ১৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে সেক্স অফেন্ডার হিসাবে তালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছে সায়ার্সব্রুক ক্রাউন কোর্ট। 
আদালতের শুনানিতে বলা হয়, ওয়েস্ট লন্ডনের হেইসে বসবাসরত ১৪ বছরের ছাত্রীকে দীর্ঘদিন থেকে প্রাইভেট পড়িয়ে আসছেন বেথনালগ্রিনের মরপেথ স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ ইসলাম। ছাত্রীটির পরিবার হেইসে বসবাসের আগে ইস্ট লন্ডনে ছিলেন। তখন থেকেই প্রাইভেট পড়াতে গিয়ে ৯ বছরের ছাত্রীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক স্থাপন শুরু করেন প্রাইভেট শিক্ষক। ছাত্রীর পরিবার হেইসে চলে যাবার পরেও ক্ষান্ত হচ্ছিলেন না প্রাইভেট শিক্ষক ইসলাম। তিনি চাপ দিয়ে ছাত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক বজায় রাখেন। এক পর্যায়ে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। এ ঘটনা গত বছরের জুলাই মাসের। এরপর পুরো সম্পর্ক অস্বীকার করে অসহায় কিশোরীকে ছেড়ে আসেন তিনি। মানসিকভাবে বিধ্বস্ত কিশোরী এবং তার পরিবার আদালতে গর্ভবতী কিশোরীর পেটের বাচ্চার বাবা ওই প্রাইভেট শিক্ষক মোহাম্মদ ইসলাম বলে প্রমাণ করতে সমর্থ হন। আদালতের দীর্ঘ শুনাতিতে মোহাম্মদ ইসলাম তার ছাত্রীকে ধর্ষণের ঘটনা শিকার করেন। এছাড়া শিশুকে যৌন হয়রানির ৪টি এবং শিশুর সঙ্গে যৌন কার্যক্রমের আরো ২টি অভিযোগে অভিযুক্ত হন ইসলাম ধর্মের প্রাইভেট শিক্ষক মোহাম্মদ ইসলাম। 
আদালত ভণ্ড শিক্ষক মোহাম্মদ ইসলামকে অপ্রাপ্তবয়সী শিশু ধর্ষণের অভিযোগে ১৯ বছরের জেল এবং একই সঙ্গে অপ্রাপ্ত বয়সীকে যৌন হয়রানি এবং যৌন কার্যক্রমের জন্য আরো সাড়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছে। তাকে সেক্স অফেন্ডার হিসাবে রেজিস্টার বা তালিকাভুক্ত করতে গত ২৯ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছে আদালত।

মানবকণ্ঠ/এমআর
- See more at: http://www.manobkantha.com/2016/03/05/107972.php#sthash.Y5u7GgCU.dpuf





__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Newer Posts Older Posts Home