Banner Advertiser

Sunday, May 17, 2015

RE: [mukto-mona] New Chittagong Mayor Nasir meets Hifazat-e Islam chief Shafi, seeks his blessings



We should learn from the negative experience of Pakistan . . .


<< One would think that with Pakistan having to pay such a high price for the misuse of religion, the country would come to one conclusion swiftly. That our current path is not leading us to be better Muslims or better people but instead, is creating divisions within society that are resulting in an insecure Pakistan for all. . . . .>>...
See More
When religion starts to interfere in the matters of the state, there is little to gain and much to lose



From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sat, 16 May 2015 20:52:45 -0400
Subject: [mukto-mona] New Chittagong Mayor Nasir meets Hifazat-e Islam chief Shafi, seeks his blessings

 


__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Hillrious!



Please watch this video. BNP/Jamat are congenitally criminals but this Awami cadre makes me stunned. Are these our countrymen? Future leaders? Should we be proud of these Bongo-Shantans?

 



__._,_.___

Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] অনন্ত, আমরা চুপ থাকব না : ড মো আনোয়ার হোসেন



অনন্ত, আমরা চুপ থাকব না

মে ১৭, ২০১৫

Dr. Md. Anwar Hossainপ্রকৃতিজগতের বিবর্তনবাদী ব্যাখ্যা বিজ্ঞানসম্মতভাবে হাজির করে চার্লস ডারউইন চিন্তার জগতে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তারই সার্থক উত্তরসূরী ফ্রান্সিসকো জোসে আয়ালা। বলা হয়, বিবর্তনবাদী প্রাণবিজ্ঞানে রেনেসাঁর জন্ম দিয়েছেন তিনি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র, অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর আয়ালার একটি বইয়ের বাংলা অনুবাদ করে। অনন্ত সমাজকর্ম বিভাগ থেকে মাস্টার্স করার পর সিলেটের একটি স্থানীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেছিল। বিজ্ঞানের ছাত্র সে নয়। কিন্তু বিবর্তনবাদী প্রাণবিজ্ঞানের জটিল বিষয়াদি অধ্যয়নই শুধু সে করেনি, ইংরেজি থেকে বাংলায় তা অনুবাদ করেছে সিদ্ধার্থের সঙ্গে মিলে। 'জীববিবর্তন সাধারণ পাঠ' বইটি পাঠক সমাদর পেয়েছিল।

ব্লগার রাসেল আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লিখেছে: ''সাস্ট ক্যাম্পাসে আয়োজিত বইমেলায় সবার আগে 'জীববিবর্তন সাধারণ পাঠ' বইটির সবগুলো কপি শেষ হয়ে যায়। এটাকে একটি শুভ বার্তা হিসেবেই সে দেখেছিল। বলেছে, 'বুঝলাম, আমার আশপাশের মানুষজন চিন্তাশীলতার দিকে ঝুঁকছে, বিজ্ঞানমনস্কতার দিকে ঝুঁকছে।'"

তারপর একেবারে দিনের আলোয় চাপাতির কোপে অনন্ত নিহত হবার পর রাসেল লিখেছে: "এটাও একটা ম্যাসেজ। আপনি চুপ থাকুন। আপনি যদি মুখ খোলেন, যদি চিন্তার কথা বলেন, বিজ্ঞানের কথা বলেন, মৌলবাদ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, তবে আপনাকেও এই পরিণতি বহন করতে হবে। … যদি বাঁচতে চান, চুপ থাকুন। দরকার হলে নিজের টুঁটি নিজেই চেপে ধরে চুপ থাকুন। এই দেশে কোনো কথা বলা প্রাণির স্থান নেই।"

বুঝলাম, আমার আশপাশের মানুষজন চিন্তাশীলতার দিকে ঝুঁকছে

বুঝলাম, আমার আশপাশের মানুষজন চিন্তাশীলতার দিকে ঝুঁকছে

রাসেলের লেখার শুরুতে একটা ছবি আছে। প্রথম চিনতে পারিনি। শান্ত-সমাহিত এক তরুণ ঘুমিয়ে আছে। তার মুখটি শুধু খোলা। নিমীলিত চোখের উপর দুটো সবুজ পাতা। প্রকৃতির প্রতীক সবুজ পত্রাবলী। এ ধরিত্রীতে প্রাণ সৃষ্টির আগে সূর্যের আলো-তাপ শুধুই হারিয়ে যেত শূন্যতায়। বাড়াত এনট্রপি বা বিশৃঙ্খলা। সালোক-সংশ্লেষী উদ্ভিদ ও কিছু এককোষী প্রজাতি সূর্য আলোর সামান্য কিছু শক্তি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করল। শৃঙ্খলা আনল এই পৃথিবীতে। সে জন্যেই মহাবিশ্বের এই গ্রহে প্রাণময়তা।

মাতা ধরিত্রীর সে সব শৃঙ্খলা জানতে চেয়েছিল অনন্ত বিজয় দাশ। তাই সমাজকর্ম পড়েও প্রকৃতিবিজ্ঞানের গভীরে সে প্রবেশ করেছিল। মানুষ মানুষকে কেন মেরে ফেলে? কেন প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করে প্রবুদ্ধ মানুষ? ধর্মের নামে সারা দুনিয়া জুড়ে কেন এত হত্যাকাণ্ড? কাফের আখ্যা মাথায় নিয়ে কেন ইবনে সিনাকে দেশান্তরী হতে হয়? আবার ভিন্ন সময়ে সেই ইবনে সিনাকে মহিমান্বিত করে ধর্মব্যবসায়ীরা। তাঁর নামে বানায় ইবনে সিনা ট্রাস্ট, ব্যবসা প্রতিষ্ঠান। সে সব কথা জানতে চেয়েছে, জানাতে চেয়েছে অনন্ত।

অনন্তকে চুপ করে থাকতে বলেছে সমাজ। 'অদ্ভুত আঁধারে' যে সব অন্ধ সবচেয়ে বেশি দেখে, তারা চুপ করে থাকতে বলেছে, মৃত্যুভয় দেখিয়েছে। অনন্ত চুপ থাকেনি। যেমন থাকেননি তার পূর্বসূরী হুমায়ুন আজাদ, রাজীব, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবুর মতো অনেকেই। ঘাতকের চাপাতির আঘাতে তাই অনন্তের নিহত হওয়া। প্রকৃতির যে সবুজ থেকে অনন্তের আগমন, বন্ধ চোখের উপর সেই সবুজ পত্র ধারণ করে অনন্ত ফিরে যাচ্ছে প্রকৃতির অনন্তলোকে। যখন যাবার সময় হয়নি। বড় অসময়ে।

গুরুতর প্রশ্ন হচ্ছে এ সব মৃত্যুর কারণ কি শুধুমাত্র মৌলবাদী জঙ্গিদের চাপাতি? আর কারও কি কোন দায় নেই? রাষ্ট্রের, রাজনীতিবিদের, সরকারপ্রধান বা ভবিষ্যৎ সরকারপ্রধানদের, এমনকি নাগরিক সমাজের?

এখন থেকে পঞ্চাশ বছর আগের সমাজটি কেমন ছিল? ফার্মগেটের কাছে একটি বাড়ির নাম মনে পড়ল। 'সংশয়' নামের এ বাড়ির মালিক সাইদুর রহমান আস্তিক নন। তাঁর সম্পর্কে নানা কথা শুনি। জগন্নাথ কলেজের এই আলোকিত অধ্যক্ষকে ড. মুহম্মদ শহীদুল্লাহ বললেন কলেজ ক্যাম্পাসে একটা মসজিদ বানাতে। উত্তরে সাইদুর রহমান বিনয়ের সঙ্গে জানালেন: ''যে পূণ্যবানেরা এই শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছেন, তাঁরা তো এখানে মন্দির বানাননি। আমি তাদের দান করা এই জায়গাতে মসজিদ বানাতে পারব না।''

ইসলাম ধর্মে যার গভীর নিষ্ঠা, সেই ড. মুহম্মদ শহীদুল্লাহ অধ্যক্ষ সাইদুর রহমানের যুক্তি এক বাক্যে মেনে নিলেন। 'সংশয়' নামের বাড়িতে কখনও ঢিল পড়েনি, কেউ কালির পোঁচে ঢেকে দেয়নি নামফলকটি। ড. আহমেদ শরীফও আস্তিক ছিলেন না। ধর্ম তাঁর ছিল। তা মানবধর্ম। তার জন্য তাঁর প্রাতঃভ্রমণে কেউ বিঘ্ন ঘটায়নি। জীবননাশ তো নয়ই।

ইসলাম ধর্মে যার গভীর নিষ্ঠা, সেই ড. মুহম্মদ শহীদুল্লাহ অধ্যক্ষ সাইদুর রহমানের যুক্তি এক বাক্যে মেনে নিলেন

ইসলাম ধর্মে যার গভীর নিষ্ঠা, সেই ড. মুহম্মদ শহীদুল্লাহ অধ্যক্ষ সাইদুর রহমানের যুক্তি এক বাক্যে মেনে নিলেন

ড. অভিজিৎ রায়ের মৃত্যুর পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে 'নিঃশব্দতার চাপাতি ও জীবন বাঁচাতে জীবন' শীর্ষক আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল ১০ মার্চ, ২০১৫ তারিখে। পরাধীন বাংলাদেশে ধর্মীয় গোঁড়ামি বিষয়ে সাধারণ মানুষ এবং বঙ্গবন্ধুর ভাব-মানসটি বোঝাতে সে প্রবন্ধের কিছু অংশ উল্লেখ করছি:


'৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনের কথা বলছেন বঙ্গবন্ধু। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মুসলিম লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান। বহু অর্থের মালিক তিনি। বঙ্গবন্ধু বলছেন, "বেশি টাকা খরচ করার সামর্থ্য আমার ছিল না।"

নিতান্ত গরিব জনসাধারণ ও ছাত্র ও যুবক কর্মীরা নিজেদের টাকা খরচ করে বঙ্গবন্ধুর জন্য কাজ শুরু করে।

"কয়েকটি সভায় বক্তৃতা করে বুঝতে পারলাম, ওয়াহিদুজ্জামান সাহেব শোচনীয়ভাবে পরাজয় বরণ করবেন। … জামান সাহেব ও মুসলিম লীগ যখন দেখতে পারলেন তাদের অবস্থা ভালো নয়, তখন এক দাবার ঘুঁটি চাললেন। অনেক বড় বড় আলেম, পীর ও মওলানা সাহেবদের হাজির করলেন। … 'আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ধর্ম শেষ হয়ে যাবে।' শর্ষীনার পীর সাহেব, বরগুনার পীর সাহেব, শিবপুরের পীর সাহেব, রহমতপুরের শাহ সাহেব সকলেই আমার বিরুদ্ধে যত রকম ফতোয়া দেওয়া যায় তা দিতে কৃপণতা করলেন না।"

বঙ্গবন্ধু আরও জানান কীভাবে সরকারি প্রশাসন ও পুলিশ খোলাখুলি মুসলিম লীগ প্রার্থীর জন্য কাজ করেছিল। তারপরও ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ১০ হাজার ভোটের ব্যবধানে বঙ্গবন্ধু জয়ী হয়েছিলেন। নির্বাচনে পুরো পূর্ব পাকিস্তানের চিত্র ছিল একই। এ থেকে বঙ্গবন্ধু যে গভীর ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক শিক্ষাটি পেয়েছিলেন তা তিনি বিবৃত করেছেন এভাবে:

"এই নির্বাচনে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে, জনগণকে 'ইসলাম ও মুসলমানের নামে' স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যায় না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালবাসে; কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না, এ ধারণা অনেকের হয়েছিল। জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নতি।"

(অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ২৫৫-২৫৮)

'৫৪ সালের এই অভিজ্ঞতার আরও উজ্জ্বল নিদর্শন '৭০এর নির্বাচন ও '৭১এর মুক্তিযুদ্ধ। সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানের ধর্মনিরপেক্ষ অবস্থানের সেই সব গৌরবময় অতীত কী নির্দ্বিধায় আমাদের বর্তমান রাজনৈতিক নেতারা ভুলে বসেছেন! বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কি ভুলে গেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ইসলামের নামে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দালালদের গণহত্যার বিরুদ্ধে জাতির পিতার আহ্বানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল; বঙ্গবন্ধুর অনুপস্থিতে তাঁর নামটি জপ করেই জীবন দিয়েছিল অকাতরে এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল? 'আমরা সবাই এদেশের সন্তান', এই বিশ্বাসে একত্র হয়েছিল হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান-আদিবাসীরা। তারই ফসল আমাদের সংবিধান যাতে চার মৌলনীতির একটি ধর্মনিরপেক্ষতা।

কী দুর্ভাগ্য আমাদের! যেখানে মাত্র দুবছর আগে এদেশের নতুন প্রজন্ম জামায়াত-হেফাজত-বিএনপির ধর্মীয় উস্কানির বিরুদ্ধে সৃষ্টি করল জাতীয় পুর্নজাগরণের, যার ফলে টিকে থাকল শেখ হাসিনার সরকার, সেই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী জাতির পিতার দৌহিত্র নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক সজীব ওয়াজেদ জয় রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে এ কী কথা বললেন? উগ্রবাদী ধর্মীয় জঙ্গি যারা তাদের লিস্ট অনুযায়ী এক এক করে হত্যা করছে মুক্তমনা মানুষদের, তাদের তিনি তুষ্ট করতে বক্তব্য রাখলেন? কী ভেবেছেন তিনি? তার এই আপোসে এরা চাপাতি উঠিয়ে রাখবে?

জাতির পিতার দৌহিত্র নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক সজীব ওয়াজেদ জয় রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে এ কী কথা বললেন

জাতির পিতার দৌহিত্র নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক সজীব ওয়াজেদ জয় রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে এ কী কথা বললেন

তা যে নয়, তার প্রমাণ পেতে তো দুদিনের বেশি সময় গেল না। নিহত হল অনন্ত বিজয় দাশ। নতুন প্রজন্মকে কী উত্তর দেবেন জয়? কী উত্তর দেবেন যখন তাঁর দলের নবনির্বাচিত মেয়র হেফাজতের শফি হুজুরের কাছে দোয়া চাইতে যান? জয় কি ভুলে যাচ্ছেন, হেফাজতে ইসলাম হচ্ছে সেই সংগঠন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৮৪ জন মুক্তমনা ব্লগারের তালিকা পেশ করেছিল তাদের শাস্তি দাবি করে? সে তালিকা ধরেই তো এক এক করে হত্যাকাণ্ড। আর হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধনের ছবি দেখেছি। অধ্যাপক জাফর ইকবাল, তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকসহ তিন শিক্ষক এবং তাদের সঙ্গে অল্প কিছুসংখ্যক ছাত্রছাত্রী। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনন্ত বিজয় দাশের করুণ মৃত্যুর বিরুদ্ধে এই মানববন্ধন। ইসলামি জঙ্গিদের হাতে নিহত হওয়ার আগে অনন্ত লিখেছিল অধ্যাপক জাফর ইকবালের বিরুদ্ধে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ কয়েস চৌধুরীর শিষ্টাচারবিবর্জিত ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে। শুনেছি এই ব্যক্তিটি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য। মুক্তিযুদ্ধকালে নূরপুর গ্রামের আলবদর সদস্য যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন চৌধুরী ফিরুর পুত্র আওয়ামী লীগের সিলেট ৩ আসনের এই সংসদ সদস্য সিলেট শহরের কোর্ট পয়েন্টে 'সিলেটবিদ্বেষী' অধ্যাপক জাফর ইকবালকে চাবুকপেটা করার মহৎ ইচ্ছা প্রকাশ করেন, আর বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের একজন নেতাকেও পাওয়া যায় না তার প্রতিবাদ করতে!

সিলেটের আবদুল মাল আবদুল মুহিতও নিরুত্তর থাকেন। নিশ্চুপ থাকেন সিলেটের আলোকিত মান্যজনেরা। প্রতিবাদ করে কথা বলতে হয় অনন্ত বিজয় দাশকে। তার দুদিনের মাথায় খুন হন তিনি। আগের হত্যাগুলো থেকে এটা অনেকটাই নিশ্চিত যে, জামায়াত জঙ্গিরাই অনন্তকে হত্যা করেছে তাদের লিস্ট ধরে। তারপরও এই হত্যাকাণ্ডে ওই সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ কয়েস চৌধুরীর কি কোনো দায় নেই? আওয়ামী লীগ কি দলীয়ভাবে ব্যবস্থা নেবে না এই ব্যক্তির বিরুদ্ধে?

অধ্যাপক জাফর ইকবাল, ২০০৭ সালে যখন আমি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নিয়ে জেলখানায় আটক, আপনি কলম ধরেছিলেন। আমি ও আমার পরিবার কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করি। আপনাকে যেভাবে হেয়-অপদস্থ করা হচ্ছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গিয়েছে। মনে হচ্ছে আওয়ামী লীগ ভুলে গিয়েছে এই অল্প কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার তিন মাসের অবরোধ-হরতাল-পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে আপনার কলম কত তীক্ষ্ণ হয়েছিল।

আপনাকে যেভাবে হেয়-অপদস্থ করা হচ্ছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গিয়েছে

আপনাকে যেভাবে হেয়-অপদস্থ করা হচ্ছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গিয়েছে

রয়টারকে দেওয়া জয়ের সাক্ষাৎকারের পর হাতেগোনা অল্প কয়েকজন মানুষ ছাড়া কেমন নিশ্চুপ হয়ে গেছে বাকি সকলে। 'নুরলদিনের সারাজীবন' কাব্যনাট্যের অমর রচয়িতা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক। তাঁর কণ্ঠও নিশ্চুপ। কিন্তু এই সময়ে, এই দুঃসময়ে 'জাগো বাহে, কোনঠে সবাই' শুনতে চেয়েছে সবাই আপনার কণ্ঠে। এই কিছুদিন আগে সিলেটে সাংবাদিক আহমেদ নূর রচিত 'ওয়ান-ইলেভেন: কারারুদ্ধ দিনগুলো' পুস্তকের প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলাম। সৈয়দ শামসুল হকসহ বহু আলোকিতজন সে অনুষ্ঠানে ছিলেন। শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করুন। নতুন প্রজন্মের সবচেয়ে অগ্রসর চিন্তার অধিকারী অংশের পাশে দাঁড়ান। সিলেটের আহমেদ নূর, আপনার শহরের আলোকিত মানুষদের নিয়ে একটি প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করুন। আমরা আপনাদের পাশে দাঁড়াব।

বাংলাদেশ এবং যথার্থ অর্থেই তার কাণ্ডারি শেখ হাসিনার বৃহস্পতি এখন তুঙ্গে। অন্যদিকে, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা তাই গুরুতর প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি সম্ভাবনার দেশে পরিণত করার সংগ্রামে আমাদের যে ভরসা শেখ হাসিনা তা শুধু তাঁর দল আওয়ামী লীগ নয়, দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ বিশ্বাস করে। তাই আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-হেফাজতের লাগাতার ধ্বংসাত্মক অপতৎপরতায় তারা অংশ নেয় না। বরং তা অকার্যকর করে দেয়।

শত প্রতিকূলতার মুখেও তাই বাংলাদেশ বহু ক্ষেত্রে সামনে এগিয়ে যাচ্ছে। একচল্লিশ বছর পর মুজিব-ইন্দিরা চুক্তি, যাকে বিএনপি গোলামির চুক্তি বলে এসেছে এতদিন, তার অন্যতম ধারা ছিটমহল মহল বিনিময় ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এর আগে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের ফলে বঙ্গোপসাগরের বিশাল সম্পদ কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ব ব্যাংকের ঋণের উপর নির্ভর না করে নিজস্ব উদ্যোগে পদ্মা সেতু নির্মাণ কাজ করায় বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাথাপিছু আয়ের তাৎপর্যপূর্ণ বৃদ্ধি, সামাজিক নানা সূচকে পৃথিবীর বহু দেশকে পেছনে ফেলা, আগামী পাঁচ বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে প্রবেশ করার বাস্তব সম্ভাবনা, মধ্যপ্রাচ্যে বিপুল শ্রমবাজার উন্মুক্ত হওয়া– এ সব কারণে অনেকেরই সুচিন্তিত ধারণা, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক শক্তির এমন সুসময় আগে আর কখনও আসেনি।

এমন সবল অবস্থানে থেকে দেশে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার শেকড় শক্ত মাটিতে প্রোথিত করার সুবর্ণ সুযোগ কেন হেলায় হারাবেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়? এ কথা তো তাদের জানা যে জাতিধর্মবর্ণনির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বসবাসস্থল হিসেবেই সোনার বাংলার কল্পনা করেছেন জাতির জনক। তাঁর সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে জেগে ওঠা নতুন প্রজন্মের স্বপ্ন। এখন শুধু প্রয়োজন সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। সে কাজ তাঁরা করতে পারবেন, যেমনটি তাঁদের পূর্বসূরীরা করেছিলেন ১৯৫৫ সালে দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দিয়ে?

এমন সবল অবস্থানে থেকে দেশে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার শেকড় শক্ত মাটিতে প্রোথিত করার সুবর্ণ সুযোগ কেন হেলায় হারাবেন

এমন সবল অবস্থানে থেকে দেশে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার শেকড় শক্ত মাটিতে প্রোথিত করার সুবর্ণ সুযোগ কেন হেলায় হারাবেন

তার জন্য প্রধানত রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ করণীয় আছে। সঙ্গে অবশ্যই প্রকৃত সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। অতীতে দেশের দুঃসময়ে কি আমরা এগিয়ে আসিনি? সে জন্যই দেশ প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পেয়েছিল। এক এগারোর পরের কঠিন সময়ে কারাগারে থেকেও সিএমএম কোর্টে আমার জবানবন্দির কথা আমি স্মরণ করি। সে সময় কাণ্ডারীর ভূমিকায় থাকা শেখ হাসিনাকে অবিচল রাখতে, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাহস জোগাতে সে জবানবন্দি ছোট হলেও ভূমিকা রেখেছিল।

আজ শেখ হাসিনা সরকারের সুসময়ে যখন মুক্তবুদ্ধির চর্চা চাপাতির নিচে, যখন নৈঃশব্দের ভয়াল চাপাতি আমাদের চোখ রাঙাচ্ছে, যখন স্তাবকেরা মুক্তকচ্ছ হয়ে শক্তিমানদের বন্দনায় মত্ত, যখন বিবেক নিজের টুঁটি চেপে চুপ থাকা বাঞ্ছনীয় মনে করছে, তখন সৈয়দ শামসুল হকের কণ্ঠ আমি নিজ কণ্ঠ করে উচ্চারণ করছি, 'জাগো বাহে, কোনঠে সবাই।' জানি সে ডাকে সাড়া দেবেন দেশের শুভশক্তি।

সে ডাকে সজীব ওয়াজেদ জয়কে সাড়া দিতেই হবে। তা না হলে জয় এক সময় নতুন প্রজন্মের সবচেয়ে অগ্রসর শক্তির আস্থা ও সমর্থন হারাবেন। এর ফলে এক অনন্যসাধারণ শক্তির ঐক্য বিনষ্ট হবে। সোনার বাংলা গড়ার জন্য এই ঐক্য যে অপরিহার্য, জয়কে তা অনুধাবন করতে হবে। এই ঐক্যে ফাটল ধরলে আমাদের সামনে সমূহ বিপদ, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।

মনে পড়ল, অনন্ত নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর একটি টিভি চ্যানেল থেকে একজন যোগাযোগ করে বললেন, রাতে এ হত্যাকাণ্ড বিষয়ে টকশোতে অংশ নিতে। সঙ্গে সঙ্গেই রাজি হলাম। পাঁচ মিনিট গেল না। আবার ফোন এল। খুবই কুণ্ঠার সঙ্গে তিনি জানালেন অনুষ্ঠানে পরিবর্তনের কথা। ভূমিকম্প নিয়ে আলোচনা হবে। তবে আগামীকাল অনুষ্ঠানটি হবে।

সে আগামীকাল আর আসেনি। রাত পোহায়নি। ভয়টি সেখানে।

আমার প্রয়াত বড় ভাই কর্নেল আবু তাহের বীর উত্তমের কনিষ্ঠ পুত্র মিশু তার একটি রচনায় লিখেছিল: 'আকাশের তীরে ঠেকা চাঁদ, রাত সবে শুরু।' মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শক্তি যদি নৈঃশব্দ থেকে বেরিয়ে না আসে, আত্মসমালোচনার অনুশীলনের অভাবে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়, এই রাত আমরা কখনও পার করতে পারব না।

তবে মানবতা, যুক্তি, বিজ্ঞান এবং মূল্যবান জীবন বিপন্ন হতেই থাকবে। সোনার বাংলায় তা হবে না।

http://opinion.bdnews24.com/bangla/archives/27561

Tags: 

জাফরদ্বেষ: তোপের মুখে আওয়ামী এমপি

সোশ্যাল মিডিয়া ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-05-17 19:36:52.0 BdST Updated: 2015-05-17 20:07:18.0 BdST

  • লেখক ও কলামনিস্ট মুহম্মদ জাফর ইকবালকে চাবুক মারার ইচ্ছা প্রকাশ করে বক্তব্য দিয়ে ফেইসবুকে তার ভক্তদের তোপের মুখে পড়েছেন সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
  • ভিডিওটিতে এক সরকার সমর্থককে বলতে শোনা যায়, "এই কুলাঙ্গার জাফর ইকবাল যে অবমাননা করেছে, এই মুহূর্তে আমরা তার নিন্দা ও কঠোর শাস্তি চাই।"
  • Related video:

    Sylhet MP Mahmud Us Samad wants to whip writer, SUST Prof Zafar Iqbal:
    https://www.youtube.com/watch?v=YOONNcC9WpQ&feature=youtu.be







__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] In Memorium of all the fallen free-thinkers to religious bigotry



In Memorium of all the murdered bloggers and thinkers of Bangladesh 


. . . from my friend Prof Shamsul Islam of India . . .


It is a poem by Sachin Mali and film by Anand Patwardhan. It is a moving tribute to all those who have fallen victim to religious bigotry in the past and present. Please save it and pass on to friends and organizations which are concerned about the rising tide of religious fanatics.
S. Islam

You can destroy the body In August 2013 while on his morning walk, the rationalist crusader Narendra Dabholkar was gunned down by men on motorcycles. In February 2015, the popular CPI mass leader, Comrade Govind Pansare, was...
PATWARDHAN.COM



__._,_.___

Posted by: Farida Majid <farida_majid@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] How many Ananta will sacrifice their lives?



এখনো যারা দেশে জীবিত আছে, এবং প্রতিনিয়ত তালিকায় নিজেদের নাম দেখে ও চারপাশের সমস্ত মানুষের সাবধানে থাকার ও বিদেশে চলে যাওয়ার উপদেশবানী শুনে শুনে দিন কাটাচ্ছে ... তাদের নিরাপত্তার কথা কি ভাবা উচিৎ নয়?

এমন একটা দেশে বাস করছি, যেখানে বলে কয়ে তালিকা পাবলিশ করে একের পর এক "নাস্তিক" নিধন করা হচ্ছে- কিন্তু সরকার বাহাদুর, পুলিশ প্রশাসন- কারোরই কোন রা নেই! প্রধানমন্ত্রী পুত্র- সাফ জানিয়ে দিয়েছেন- কেন তাদের তরফ থেকে রা থাকা সম্ভব নয় ... কেননা, নাস্তিকদের পক্ষে দাঁড়ালে তাদের পিঠে এরকম সিল পড়তে পারে- ফলে খুনীদের পক্ষে দাড়ানোই শ্রেয় ... দেশের লোকের খেয়েদেয়ে কোন কাজ নেই যে, তারা আল্লা বিরোধী "নাস্তিক"দের খুনের বিরুদ্ধে দাঁড়াবে ... যেখানে পহেলা বৈশাখের মত ঘটনার পরেও পাবলিকের টনক নড়ে না - সেখানে অভিজিৎ বা অনন্ত খুনে তারা কতখানি কি করবে ভালোই বুঝা হয়ে গেছে ... আমার তো মনে হয়- এমনকি জাফর ইকবাল স্যাররে খুন করে গেলেও দু একটা মশাল মিছিল, মানব বন্ধন ছাড়া তেমন কিছু হবে না ... এটাই হচ্ছে আজকের বাস্তবতা ... এই মুহুর্তে তাহলে কি করণীয়?

সরকারের উপর চাপ তৈরির আর কি উপায় আছে?
দেশে থাকা জীবন্মৃত মুক্তমনাদের নিরাপত্তার ব্যাপারে কি করা যায়?

তালিকার লিঙ্কঃ http://www.jugantor.com/news/2015/03/07/230871

৮৪ জন ব্লগারের তালিকাঃ
আরিফুর রহমান, মনির হাসান, বৃত্তবন্ধি, সবাক, শয়তান, মনজুরুল হক, কখগ, রাসেল, নাস্তিকের ধর্মকতা, দূরের পাখি, আরিফুল হক তুহিন, তিতি আনা, নাজিম উদ্দিন, আলমগীর কুমকুম, ফরহাদ উদদিন স্বপন, দুস্যবনহুর, ফারহানা আহমেদ, ঘনাদা, রাহান, অন্যকেউ, পাপী ০০৭, হোরাস, প্রশ্নোত্তর, ভালমানুষ, ভন্ডপীর, বৈকুণ্ঠ, সত্যান্বেষী, পড়ুয়া, হাল্ক (সানাউল), বিপ্লব ০০৭, রাস্তার ছেলে, ঘাতক, বিশাল বিডি, সাহোশি ৬, লাইট হাউজ, মমতা জাহান, রাতমজুর, কৌশিক, মেঘদূত, স্বপ্নকথক, প্রায়পাস, আহমেদ মোস্তফা কামাল, লুকার, নুহান, সোজাকথা, ট্রানজিস্টার, দিওয়ান, রিসাত, আমি এবং আধার, অরন্যদেব, কেল্টুদা, আমি রোধের ছেলে, ভিন্নচিন্তা, আউটসাইডার, প্রণব আচার্য, আসিফ মহিউদ্দিন, আবুল কাশেম, আলমগীর হোসেন, অনন্য আজাদ, অনন্ত বিজয় দাস, আশীষ চ্যাটার্জি, অভিজিত রায়, বিপ্লব কান্তি দে, দাঁড়িপাল্লা ধমা ধম (নিতাই ভট্টাচার্য), ইব্রাহীম খলিল সবাগ, (সুমন সওদাগর) কৈশীক, আহমেদ, নুরনবী দুলাল, পারভেজ আলম, রাজিব হায়দার শোভন (থাবাবাবা), রতন (সন্যাসী), সৈকত চৌধুরী, শর্মী আমিন, সৌমিত্র মজুমদার (সৌম্য), আল্লামা শয়তান (বিপ্লব), শুভজিদ ভৌমিক, সুমিত চৌধুরী, সৈকত বড়ুয়া, সুব্রত শুভ ও সুসান্ত দাস গুপ্ত, সৈয়দ কামরান মির্জা, তাহসিন, তন্ময় এবং তালুকদার ও জোবায়েন সন্ধি


On Sun, May 17, 2015 at 9:29 PM, Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:
 

Yes raise a great question. However, people should take their own responsibilities according to the circumstances of their own living environment. There is no need to show any bravado with a visible sign on the chest that you are a critical thinker. Nobody needs to do that unless you have adequate protection against these coward attacks.
Abhijit too forgot about this cardinal mantra of safety. He exposed himself by not being enough paranoid for his and his wife's safety. The martyrs are great for history but may not be great for a cause. He knew, there was a bounty on his head and he went into that trap anyway. My strategy would be to fight these cowards with equal force...but, by being unpredictable and cautious.  
 




On Sunday, May 17, 2015 10:38 AM, "Kamrun Nahar alorkona@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 

Mr. Jahed Ahmed
 
You should know, I have no personal enmity with you, neither do I believe in revenge to anyone. But after the death of my child Ananta, I cannot but ask you some questions. You need not answer to me; neither should your present-day active disciples need to babble in respond to my mail. Rather you answer to yourself before the mirror of mind.
 
I knew, from the very beginning, Ananta accepted you and Avijit Roy as his Gurus and followed your path of writing. Living in safe and secure zone of America, you inspired him to be a hardcore writer against fundamentalism without warning him that he lives in a country of blind people and mindless-killers. Was it not your duty to make conscious about his future danger? How did you so irresponsible about his life and many others? Think that your child, whatsoever his name is, lives in Bangladesh and you push him into such a danger without making him aware, will it be justice? You all here claim that you are humanists. But what do humanists really mean? All humanists will and must try to save lives of other people, because one life on earth is for once. 
 
How could you sleep in secure room, when Ananta, soaked with blood, was rolling on bed? How did you feel safe, when his soft body was cut with choppers?  How did all mukto-monas happily pass their time with their families, when the family of Ananta was going through the grinding of hearts?   
 
 
Ananta was my child, my friend, my brother, and what he was not. Some relations cannot be explained by words. I say, all my beloved ones are the parts of my soul. At the death of Ananta, I lost one part of my soul. His life was a gem, because he was truly a kind–hearted man, who sought to help others by his best. 
 
Kamrun Nahar
Bangladesh









__._,_.___

Posted by: "nastikerdharmakatha ." <nastikerdharmakatha@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] নতুন লে�



Exactly, forget about police or government; be prepared with guns to face those butchers from the Madrassa.  

2015-05-17 4:13 GMT-05:00 Rokto Gonga roktogonga@googlemail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 
[Attachment(s) from Rokto Gonga roktogonga@googlemail.com [mukto-mona] included below]

শ্রদ্ধেয় সম্পাদক

আমার শুভেচ্ছা জানবেন। আমি (গোলাম রব্বানী কিন্তু রক্ত গঙ্গা নামে লিখতে চাই) ফেসবুকেই মাঝে মধ্যে লিখি। সিদ্ধান্ত নিয়েছি আরও লিখবো এবং মুক্তমনাতেও লিখতে চাই। আমি মুলত: মুক্তচিন্তা ও রাজনীতি নিয়ে লিখি। মুক্তমনাতে লিখতে পারলে খুব খুশি হবো।

ধন্যবাদ।

সদস্য হবার প্রকৃয়া একটু দীর্ঘসূত্রী মনে হচ্ছে আমার। যদিও নিরাপত্তার খাতিরে এমনটা করা হয়েছে মনে হয়। আপনাদের সহযোগীতা পালে সহজেই অভ্যেস করে নেব।

ধন্যবাদ।

রক্ত গঙ্গা





__._,_.___

Posted by: Dristy Pat <dristypat5@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] How many Ananta will sacrifice their lives?



We want clever heroes with pen and pencils. Mujib had millions behind him while Abhijit, Ananta, Oyashekur and Razib were fighting for very different and sharper thing. They should not have lost their lives if they little paranoid. I hope lesson is learned with the last murder. Bangladesh government is simply too weak to prosecute these known murderers. They need Hepazoti patronage for their survival. I simply do not want anymore heroes at this point. Please stay safe and fire your words diligently. Critical thinking is not against anybody, any religion or any country. If we do not it, we might as well be slaves for another century. And, that would be a great shame. 
 




On Sunday, May 17, 2015 12:43 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
It's wrong to think that those who are involved in such activities do not understand the risk in Bangladesh. I advised Avijit not to go to Bangladesh. Did he heed my advice? Not at all! Sheikh Mujib new that - he was risking his life and his family's wellbeing by dissenting the West Pakistani rulers. Did he stop his dissent out of that concern? He didn't. If he did, what did we get today? Nothing! So, blaming squarely on someone for these well visible risks is a misplaced concern. Fact is - no social change come without someone's risks and sacrifices.
I am amazed by the courage and dedication of these young people, who take this perilous journey, knowing the danger along the way. One thing that puzzles me, though, is – how callous they are about their safety and security. This is foolishness, and very wrong. The must know - the path for them is not paved with bed of roses. World is a jungle!
But, they are the real heroes, and they deserve our outmost respect, not sympathy.
Jiten Roy

From: "Kamrun Nahar alorkona@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Cc: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>; "humanistnyc@hotmail.com" <humanistnyc@hotmail.com>; "farid300@gmail.com" <farid300@gmail.com>
Sent: Sunday, May 17, 2015 1:22 AM
Subject: [mukto-mona] How many Ananta will sacrifice their lives?

 

Mr. Jahed Ahmed
 
You should know, I have no personal enmity with you, neither do I believe in revenge to anyone. But after the death of my child Ananta, I cannot but ask you some questions. You need not answer to me; neither should your present-day active disciples need to babble in respond to my mail. Rather you answer to yourself before the mirror of mind.
 
I knew, from the very beginning, Ananta accepted you and Avijit Roy as his Gurus and followed your path of writing. Living in safe and secure zone of America, you inspired him to be a hardcore writer against fundamentalism without warning him that he lives in a country of blind people and mindless-killers. Was it not your duty to make conscious about his future danger? How did you so irresponsible about his life and many others? Think that your child, whatsoever his name is, lives in Bangladesh and you push him into such a danger without making him aware, will it be justice? You all here claim that you are humanists. But what do humanists really mean? All humanists will and must try to save lives of other people, because one life on earth is for once. 
 
How could you sleep in secure room, when Ananta, soaked with blood, was rolling on bed? How did you feel safe, when his soft body was cut with choppers?  How did all mukto-monas happily pass their time with their families, when the family of Ananta was going through the grinding of hearts?   
 
 
Ananta was my child, my friend, my brother, and what he was not. Some relations cannot be explained by words. I say, all my beloved ones are the parts of my soul. At the death of Ananta, I lost one part of my soul. His life was a gem, because he was truly a kind–hearted man, who sought to help others by his best. 
 
Kamrun Nahar
Bangladesh










__._,_.___

Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___