Banner Advertiser

Monday, July 20, 2015

[mukto-mona] প্রকাশের জন্যে-





ইরান পারমানবিক চুক্তি: শান্তি না অশনিসংকেত?  

'ইরান নিউক্লিয়ার চুক্তি' বিশ্বে এসময় সবচেয়ে আলোচ্য বিষয়, 'হট টপিক'। নিউইয়র্ক সময় সোমবার ১৪ই জুলাই ২০১৫ সকালে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামা এ চুক্তির কথা মার্কিনীদের জানান এবং এর বিশেষ বিশেষ ক্লজগুলো ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে বিশ্ব এবং আমেরিকা নিরাপদ হয়েছে। ইরান অন্তত: এক দশক বা তারও বেশি সময় পারমানবিক বোমা বানাতে পারবে না। জার্মানী ও নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫-সদস্য ইরানের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করে। যুক্ত্ররাস্টের নেতৃত্বে এ চুক্তির প্রশংসা করে ওবামা আরো বলেন, কংগ্রেস উল্টাপাল্টা করলে তিনি ভেটো দেবেন।

চুক্তিটি স্বাক্ষর হয়েছে ভিয়েনায়, যা প্রায় এক দশক আলোচনার ফসল। নিউইয়র্ক টাইমস জানায়, ইরান আগামী পনের বছরে এর পারমানবিক সক্ষমতা ও মজুদ কবিয়ে আনবে। তবে আগামী ৫বছর ইরানের অস্ত্র রফতানী নিষিদ্ধ থাকছে; ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র রফতানী নিষিদ্ধ থাকবে ৮ বছর। ওবামা বলেছেন, এই চুক্তি বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়, বরং এটা ভেরিফিকেশনের ওপর ভিত্তিশীল। ভেরিফিকেশনের  পয়েন্টগুলো অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। একশ' পাতারও বেশি এই চুক্তির চুলচেরা বিশ্লেষণ হবে, যদিও অনেকের কাছে এখনই এটা একটি বাজে চুক্তি, তাদের আর বিশ্লেষণের দরকার নেই। যেমন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপার্থী উইস্কিনসিনের গভর্নর স্কট ওয়াকার বলেছেন, 'আমি প্রেসিডেন্ট হলেই প্রথম দিনেই এই চুক্তি বাতিল করবো'। আরকানসাসের সিনেটর টম কটন বলেছেন, এ চুক্তি উড়িয়ে দাও।

অবশ্য, কেউ কেউ এটাকে 'পারমানবিক নিরস্ত্রীকরণ' বলে মন্তব্য করেছেন। এই চুক্তিতে ইরানের পারমানবিক স্থাপনায় জাতিসংঘের সার্বক্ষনিক পরিদর্শন থাকবে। ইরান বোমা বানানোর উপযোগী 'এনরিচইড ইউরেনিয়াম' ৯৮ শতাংশ ধ্বংস করবে। ইরান প্রকাশ্যে বা গোপনে বোমা বানাতে চেষ্টা করবে না। বিনিময়ে ইরানের ওপর থেকে জাতিসংঘ ও বহুজাতিক অবরোধ উঠে যাবে। অর্থনৈতিকভাবে ইরান প্রায় ১শ' বিলিয়ন ডলার লাভবান হবে। ইরান চুক্তি ভঙ্গ করলে তাত্ক্ষনিকভাবে সকল অবরোধ পুনরায় আরোপিত হবে। তবে শক্তি প্রয়োগের কথা নেই।

এই চুক্তি শান্তির পক্ষে বিরাট পদক্ষেপ, এ বক্তব্য ওবামার। ইরানের বিদেশমন্ত্রী এই চুক্তি সবার জন্যে 'উইন উইন' বলে বর্ণনা করেছেন। ইসরাইল বলেছে, এটা 'ঐতিহাসিক আত্ম্নসমর্পণ'। ইসরাইলের প্রধানমন্ত্রী নেত্তানেহু এই চুক্তির বিপক্ষে এবং বলেছেন, এতে ইরান পারমানবিক শক্তিধর দেশে পরিনত হবে। ভারত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। দিল্লীর ইসরাইলী রাষ্ট্রদূত এই চুক্তিকে 'ঐতিহাসিক ভুল' বলে বর্ণনা করেছেন। সিরীয় সরকার চুক্তিকে স্বাগত জানিয়েছে; তবে বিদ্রোহীরা এর বিপক্ষে এবং বলেছে, ইরানের হাত সিরীযদের রক্তে রঞ্জিত।    

মধ্যপ্রাচ্যে এই চুক্তির পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সৌদী আরব, ইসরাইল বা মিশর এতে অখুশি। তাদের মতে এতে মধ্যপ্রাচ্যে পারমানবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। ইরান যেমন সৌদি আরবের শত্রু, তেমনি ইসরায়লেরও শত্রু। রাজনীতির কি বিচিত্র নিয়ম, ইরান ঠেকাতে সৌদি-ইসরাইল এককাট্টা। আবার লেবাননে ইরান হিজবুল্লাহকে সাহায্য করছে, কিন্তু ইসরাইল চাচ্ছে হিবুল্লাহকে গুড়িয়ে দিতে। চিরশত্রু আমারিকা-ইরান কি এই চুক্তির ফলে কাছাকাছি হচ্ছে? হোক বা নাহোক, এই দুই দেশই আইসিস বিরোধী। ইরান শিয়া। আইসিস সুন্নী। সৌদি আরবও সুন্নী। কিন্তু হলে কি হবে, আইসিস প্রকাশ্যেই সৌদি আরব ও ইরানের এন্টি। আবার ইরান ও সৌদি আরব দু'রাষ্ট্রই আইসিস বিরোধী হলেও পরস্পরের শত্রু।

একজন উপানন্দ ব্রন্মচারী লিখেছেন, ইরান নিউক চুক্তি মানে বিশ্ব শান্তি ধ্বংস। তারমতে এরফলে শিয়া-সুন্নী সংঘাত বাড়বে এবং এতে ইসলামিক তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও তিনি প্রকাশ করেছেন। আর একজন ড: জাভেদ জামিল লিখেছেন, ইরানের সাথে চুক্তি করে শেষমেষ ওবামা প্রমান করলেন, তিনি পারেন। ড: জাভেদ লিখেছেন, সাম্প্রতিক কালে ওবামা যুদ্ধ এড়াতে সচেষ্ট ছিলেন, যদিও গৃহযুদ্ধ উস্কে দিচ্ছিলেন, কিন্তু এই চুক্তির ফলে তিনি যুদ্ধ নয়, শান্তির নিমিত্ত প্রেসিডেন্ট হিসাবে খ্যাত হবেন।

আশির দশকের অনেকটা সময় ইরাক-ইরান যুদ্ধে লিপ্ত ছিলো। ওই অঞ্চলে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত নিত্যনৈমত্তিক ঘটনা। এর প্রেক্ষিতে বলা যায়, এই চুক্তির পক্ষে-বিপক্ষে বিশ্ব যেমন দুইভাগে বিভক্ত, তেমনি মুসলিম দেশগুলোতে একই ঘটনা ঘটবে। এতে আইসিস-র প্রতিক্রিয়া সুখকর হবার কথা নয়। মুসলিম বিশ্বে আইসিস-এর নীরব সমর্থক আছে বৈকি! তারা এর বিপক্ষে দাড়াবে। ইরান সমর্থকরা চুক্তির পক্ষে, অর্থাৎ শিয়ারা চুক্তির পক্ষে আর সুন্নীরা বিপক্ষে চলে গেলে সমস্যা বাড়বে। অবশ্য ধর্মীয় বিভাজন না হলে রক্ষা।

খোদ আমেরিকাতে এই চুক্তির পক্ষে-বিপক্ষে কথা সবে শুরু হয়েছে। পার্টি লাইনে বিভক্ত হলে রিপাবলিকানরা বিপক্ষে যাবে। এক্ষণে হাউজ ও সিনেট দু'টিই রিপাবলিকানদের দখলে, চুক্তিটি দুই হাউসেই উঠবে, তারা ৬০দিন সময় পাবেন এচুক্তি নিয়ে আলোচনার। উভয় হাউস এটি পাশ বা বাতিল করতে পারে, অথবা কিছুই না করতে পারে। পাশ করলে সমস্যা নেই, বাতিল করলে ওবামা ভেটো দেবেন। ওই ভেটো খারিজ করতে সিনেট বা কংগ্রেসে দুই-তৃতীয়াংশ ভোট দরকার হবে। অর্থাৎ ডেমক্রেটদের সমর্থন ছাড়া সেটা সম্ভব হবেনা। পক্ষান্তরে এচুক্তি এগিয়ে নিতে ওবামার দরকার উভয় হাউসের মাত্র এক-তৃতিয়াংশ সমর্থন।

আমেরিকায় ইসরাইল লবী ভীষণ শক্ত। ইতিমধ্যে ইসরাইল ভক্ত প্রভাবশালী ডেমক্রেট সিনেটর শ্যুমার বলেছেন, যারা সন্ত্রাসের স্পন্সর তাদের সাথে আবার কিসের চুক্তি? কারো কারো মতে, ক্লিন্টনের উত্তর কোরিয়া চুক্তির মত এটাও ভেস্তে যাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। হাউস স্পীকার জন বেহনার মনে করেন এটা একটি বাজে চুক্তি, কারণ এতে ইরানের পারমানবিক নিরস্ত্রীকরণের কথা নেই। ইসরাইলও তাই মনে করে। 

যারা মনে করেন, 'শক্তি প্রয়োগ নয়, টেবিলই হওয়া উচিত সব সমস্যার সমাধানের স্থান', তারা সবাই ওবামাকে অন্তত: 'বেনিফিট অফ ডাউট' দেবেন এবং এই চুক্তির প্রশংসা করবেন। ফাঁক-ফোকড় থাকা অসম্ভব নয়, কিন্তু তারপরও শান্তির নিমিত্ত এই চুক্তি অভিনন্দনযোগ্য। এই চুক্তির ব্যাপারে বাংলাদেশের অবস্থান কি? সরকার এখনো মুখ খুলেনি। ধারণা করি মুখ আরো কিছুকাল বন্ধই থাকবে।

শিতাংশু গুহ, কলাম লেখক।
১৯শে জুলাই ২০১৫। নিউইয়র্ক।





 









__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fwd: extremely graphic---barbaric





__._,_.___

Posted by: Sitangshu Guha <guhasb@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ছেড়ে দে মা কেঁদে বাঁচি: বিএনপি জামায়াত টানাপোড়ন !!!!!!!





__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___