Banner Advertiser

Tuesday, May 19, 2015

[mukto-mona] Mosquito Bite: অসবর্ণ প্রেমের জেরে নগ্ন করা হল পাঁচ নারীকে [বিবিসি বাংলা, দিল্লি]



Re: [mukto-mona] Castes, social statues, etc.

অসবর্ণ প্রেমের জেরে নগ্ন করা হল পাঁচ নারীকে

শুভজ্যোতি ঘোষ ,    বিবিসি বাংলা, দিল্লি   ১৯ মে ২০১৫
শেয়ার করুন
dalitদলিত এই পাঁচ মহিলার অভিযোগ তাদের নগ্ন করে জনসমক্ষে ঘোরোনো হয়

গ্রামীণ উত্তরপ্রদেশে আজও জাতপাতের লড়াই আর নিচু জাতের ওপর অত্যাচার কোনও বিরল ঘটনা নয়।

তারপরও শাহজানপুর জেলার জালালাবাদের কাছে রবিবার যে ঘটনাটি ঘটেছে সেই নির্যাতন ছিল শিউরে ওঠার মতো।

ওই গ্রামের অন্তত পাঁচজন দলিত মহিলা অভিযোগ করেছেন, তাদের চেয়ে তুলনায় উঁচু জাতের কাশ্যপ সমাজের অন্তত জনা পনেরো নারীপুরুষ সেদিন সকালে তাদের ওপর চড়াও হয়। তারপর তাদের কাপড়চোপড় খুলে নিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়।

মারা হয় বেতের বাড়িও, আর বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এই নির্যাতন। তাদের অপরাধ, দলিত সমাজের একটি ছেলে কাশ্যপদের একটি নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল।

ওই জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশা রাম বিবিসি বাংলাকে বলছিলেন, ওই মেয়েটির মা এবং অন্য আত্মীয়রা এসে ছেলেটির মা-নানি-চাচিদের ওপর হামলা চালান। তাদের মারধর করা হয়, শাড়ি ও কাপড়চোপড় খুলে নেওয়া হয়। তারা বলতে থাকেন, আমাদের সম্মান যারা নষ্ট করেছে তাদের আবার ঘোমটা কীসের, তাদেরকেও আমরা ইজ্জত রাখতে দেব না।

তবে, তিনি বলেন, পুরো নগ্ন করে ঘোরানোর কথাটা ঠিক নয়। "আমরা খোঁজ নিয়ে জেনেছি ওই মহিলাদের পরনে পেটিকোট ও ব্লাউজ কিন্তু ছিল"।

পুলিশের এই বক্তব্যের সঙ্গে অবশ্য পুরো একমত নন শাহজাহানপুরের নির্বাচিত জনপ্রতিনিধি কৃষ্ণা রাজ।

বিজেপি-র এই মহিলা এমপি বিবিসিকে বলেন, তারা ঘটনার তদন্তে যে প্রতিনিধিদল পাঠিয়েছিলেন তারা এসে রিপোর্ট দিয়েছেন দলিত মহিলাদের অবশ্যই নগ্ন করে ঘোরানো হয়েছিল।

স্থানীয় এমপি বলেন, প্রশাসনও প্রথমে ছিল নির্বিকার। "আর সবচেয়ে দু:খের ব্যাপার, কয়েকজন মহিলাই কিন্তু এই হামলার পুরোভাগে ছিলেন। আজকের সমাজ এত এগিয়ে যাওয়ার পরও যে এমন ঘটনা ঘটতে পারছে, সেটা সত্যিই হৃদয়বিদারক"।

উত্তরপ্রদেশের পুলিশ প্রধান অরবিন্দ কুমার জৈন ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

জেলা পুলিশ অবশ্য দাবি করছে তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন – দলিতদের বেইজ্জতি করার জন্য কাশ্যপ সমাজের মোট দশজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরও তিনজন ফেরার মহিলাকে ধরার জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে।

http://www.bbc.co.uk/bengali/news/2015/05/150519_sa_up_dalit

Also read:

  1. In the Name of Honor: A Memoir: Mukhtar Mai, Linda ...

    In June 2002, Mukhtar Mai, a Pakistani woman from the impoverished village of Meerwala, was gang raped by a local clan known as the Mastoi -- punishment ...
  2. Phoolan Devi - Wikipedia, the free encyclopedia

    Conversely, Indian police authorities claimed there were no recorded instances ... In 2001, Phoolan Devi, a sitting Member of Parliament in the 13th Lok Sabha, was ... almost dead by the road, with a note warning older men not to marry young girls. Mallah taught Devi how to use a rifle, and she helped the gang loot villages

From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, May 10, 2015 10:19 AM
Subject: Re: [mukto-mona] Castes, social statues, etc.

"Dr. Jiten Roy has been trying to defend his  indefensible Mosquito Bite Theory. His theory is as indefensible as Mowlana Shafi's Tamarind Theory." - Subimal Chakraborty

Rubbish talks! Medications perhaps affecting your thoughts.

Before I left Bangladesh 40 years back, we had only one Bahmin family in the whole village, and there was only one Priest in that family, who could perform Pujas. The Priest had only one son, who was a student, and did not learn how to say Montras, and perform priesthood during Pujas.
I also saw that when older people would bow their heads to his feet, he would object to it. If that was the fact in those days, I can imagine what it is now after 40 years. I don't believe people are being more brainwashed today than those days. 
On top of that, what I said is that - caste-ism is on the way out, which does not mean it is gone completely. Of course, caste-ism is still in the society. That's not the point; the point is - how harmful is this caste-ism today compared to religious communality, which is affecting millions of people everyday and it is rising. It is responsible for loss of countless lives, properties, businesses, religious institutions, etc.
Help me here - how can I get this point across to your blocked head?   
Jiten Roy
From: "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com 
Sent: Saturday, May 9, 2015 11:27 AM
Subject: Re: [mukto-mona] Castes, social statues, etc.

 
Few observations:
1. Dr. Jiten Roy has been trying to defend his  indefensible Mosquito Bite Theory. His theory is as indefensible as Mowlana Shafi's Tamarind Theory. 

2.  Prof. Kamal Das mentioned that Islam also has castes. Dr. Roy supported him. I requested them to let us know which Islamic scriptures have provisions for multiple castes. Their reply is still awaited. My request is open to all Islamic scholars. I am really curious. 

3. I highly appreciate Dr. Bain' explanation of how elitism in modern societies is substantially quite different from Hindu casteism. 

4. I cannot quite agree with Dr. Roy that 'brainwashing' has totally stopped. I will request him to contact rural Bangladesh to find out the truth. An old Hindu person belonging to a lower caste can still be found saluting a Brahmin boy by bowing down and touching his feet. There is some thing called 'Oshowcha-broto' (Impurity ritual) in the Hindu society. The period is 11 days for the Brahmins while it is 30 days for the Shudras. 

5. Indian casteism is so sticky that even after converting to a different religion, the convert can still be called schedule caste Buddhist for example. 

Sent from my iPhone

On May 9, 2015, at 9:47 AM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Brainwashing was embedded in the religious scriptures, which used to be disseminated by Bahmins; that's no longer the case.
I have seen a reverse effect as well, where (so-called) Shudras boosting their caste heritage after attaining higher social statuses. Even though I can understand the sentiment, but cannot accept the notion, because - it means, we are accepting caste as destiny, which it is not. This will keep the (wrong) system alive forever.
The professional divisions of labor (e.g., farmer, fisherman, blue color, white color, etc.), and societal statuses (rich, middle, and poor classes) are all natural entities. The theory of Communism was developed to eliminate such social statuses, but could not be implemented successfully. I think, failure to implement communism was not due to any fault of the theory, but due to the human character faults. Human achievements are limited by our inherent features. No matter what we say or do, divisions of labor and social statues are here to stay.  
Jiten Roy


From: "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com 
Cc: Bangladesh-progressives Googlegroups <bangladesh-progressives@googlegroups.com
Sent: Saturday, May 9, 2015 7:55 AM
Subject: Re: [mukto-mona] Enjoy

 
Not sure who is brainwashing whom? There is no state power that enforcing this 'brainwashing' that Subain invokes here. At this point, people are pretty clever to know what is right and what is phony. It is the money and power that keeps people at the bottom. If new Jogen Mondols take new Hindu high caste surnames, would anybody care to stop it? As far as I know, there is no genetic test that differentiates a low caste Hindu from a 'high caste' Hindu. I have seen enough fair skinned low caste Hindus, who are far fairer than many Banerjees and Chakrabartys. So, low caste thing is on the way out with people having access to money and power. Whereas, the same thing cant be said about an American or European negro. He/she is dammed forever in a western class based system. No money or education would wipe out the social prejudices that easily. Humans are very cruel animals....even with their own progeny.
 

On Friday, May 8, 2015 8:48 PM, "Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:
Indeed, the so-called low-caste Hindus and their representative, Jogen Mondal, made a wrong judgment in the 1940s. They did not have the foresight to see that India was pluralistic and was very likely to improve on that, whereas Pakistan had Islamic/Muslim fanaticism in its core and was likely to get worse. In spite of some sensational stories that come into light occasionally, the so-called low-caste Hindus are doing a lot better in India than in Bangladesh; and of course today's Pakistan is just too barbaric against non-Muslims.
 
As for class divisions and caste system, there is a big difference between having a caste system that is tied to religion and a free-market class system. In a free-market class system, a low class person is not brainwashed to accept the class as his/her destiny due to things like what sins he/she might have done in the last lives. A low class person of today can certainly become a high class person of tomorrow; and we see that happening all the time in many parts of the world. The same cannot be said about the caste system. So, it would be wrong to try to find an excuse for the Hindu caste system by pointing to the class divisions that we see everywhere, including in the USA.
 
SuBain
 
==================================

On Thursday, May 7, 2015 5:51 PM, "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:
 
Hindu societies from India to Indonesia had plenty of faults. These fell easily to Muslim invasion. So did even the Persians. They fell even more easily. In fact, the four major caste system was a Persian innovation. Modern day theologians don't consider it ineffective. The system decomposed when belonging to high caste became inheritance. 

Alliance among the Dalits and Muslims is a fact of politics in India even today. Jogen Mandal and his followers voted for Pakistan. He was assured a cabinet post in lieu of it. When Indian army marched into Hyderabad, the repercussion set into the form of riot in East Pakistan. Fearing arrest, Mandal left for Calcutta. The poor subaltern Hindus were uprooted due to their bad judgment. Along with blaming the Brahmins, the low caste should also blame themselves for the events. The downtrodden should overthrow the oppressor first and then choose a new destiny.

Sent from my iPad

On May 6, 2015, at 8:53 AM, Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
We, gentlemen, let me make some comments here.
 
The Hindu caste system has been no less harmful for the Indian subcontinent than the Hindu-Muslim divide. To compare the extra-religious and far less defined caste mentality among the Muslims with the Hindu caste system is preposterous. Here, I am in serious disagreement with Dr. Roy and Dr. Das. Look, even as recently as in 1947, much of the present day territory of Bangladesh fell into the insanity of Islamic fanaticism because a so-called low-caste Hindu community decided that their Muslim brothers would be better than the so-called high-caste Hindus.
 
Discrimination against women in Hindu religion/tradition has also been an egregious and indefensible offence.
 
I am also puzzled by Mr. Chakrabarty's notion that the preacher in the video was "spreading hatred against women." The preacher asked people to not look at women on Earth lustfully, because that would be a sin; and if they could avoid that sin, they would get the prize of having so many attractive, sexy and lustful young women in heaven. Here he surely did not preach anything like subjugating or harming women. He was just stupid, preaching a bunch of stupider people; and no honorable human being would associate himself/herself with thing kind of morons. We could add/emphasize that this kind of stupid people can be manipulated to do a lot of bad things for their belief, and they should be re-educated - hell with religion, if needed.
 
SuBain
 
=========================================
 On Tuesday, May 5, 2015 7:43 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:
 
Exactly, Dr. Das, Islam has various castes, and so do all other religions also. I am not sure how someone, like Mr. Chakraborty, could equate caste-ism to religious communality.
His extra eagerness to expose my favoritism to Hinduism by pointing out my willful omission of Hinduism from the list of organized religions made him persistent on my response. I understood his intention, and ignored his first response. I knew - he did not know what an organized religion was. He insisted on my response again, and I had to reply.  
Jiten Roy


From: "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com 
Sent: Monday, May 4, 2015 9:53 PM
Subject: Re: [mukto-mona] Enjoy

 Contrary to common belief, even Islam ain't free from caste system. Al Barani, a contemporary of Muhammad bin Tughlaq defended it. In his time, the number of castes in Islam was a little less than four hundred. Buddhism, Christianity, and Judaism also have it. An ignoramus can put as much mud on himself as he wants. Such an idiot should follow the steps of Suman Kabir.

Sent from my iPad

On May 5, 2015, at 5:57 AM, Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 
"Dr. Jiten Roy compared casteism and discrimination against women in Hinduism as a mosquito bite while the same thing in other organized religions as tiger bites."
I always regret to reply to idiotic response, like this, because it's a misstatement of my comment.
The format of this forum does not allow me to qualify all comments with enough details that is required for some people to understand.
First, Hinduism is not an organized religion; in fact, it's the most disorganized religion on earth, which recognizes all religions, all interpretations (Mots), and all paths (ways).  
Second, caste-ism is not the religious communality, because - caste-ism occurs within the same religious boundary, and affects communities within the same religion only. On the contrary, religious communality occurs across the religious boundary, and affects all other religious communities.
In fact, caste-ism of Hinduism helped other organized religions (Islam, Christianity, Buddhism, Sikhism, Jainism, etc.) to spread and flourish in India, instead of affecting them negatively.
That why, I compared caste-ism of Hinduism to mosquito-bite, and religious communality with tiger-bite. Also, Mr. Chakraborty, this comment has nothing to do with discrimination of women in religion, which is a different topic altogether.
I think - your thoughts are messed up with too many issues.   
Jiten Roy
From: "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com 
Sent: Sunday, May 3, 2015 7:27 PM
Subject: Re: [mukto-mona] Enjoy

 
I think both Bangladesh and india have some sort of blasphemy law. He can be prosecuted if the government wants to. Having said this I must say that I do not believe in blasphemy law. 

Moreover, spreading hatred against women in an open forum can be taken seriously by the women's rights groups and the feminists. I claim myself to be belonging to the latter group. So logically I am justified to seek justice. 

In a different but related thread Dr. Jiten Roy compared casteism and discrimination against women in Hinduism as a mosquito bite while the same thing in other organized religions as tiger bites. He did not elaborate on it. It was a single liner. 

Sent from my iPhone

On May 3, 2015, at 1:19 PM, Sukhamaya Bain subain1@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 If bringing to justice means punishment by a court of law or worse, Professor Chakrabarty's statement would be disappointing; as he is an otherwise rational intellectual. If the speaker committed the so-called blasphemy, even by intentional falsification (which is worse than misinterpretation) of Islam, the punishment for him should be from the proclaimed almighty, Allah, not from humans individually or collectively (society/government). The so-called Ulema and people in general could criticize/disown him, nothing more.
 
SuBain
 
=================================== 
On Sunday, May 3, 2015 1:37 PM, "subimal chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:
If Prof. Majid is right (I am sure she is), the speaker is committing 'blasphemy' by mentioning a Surah which does not exist in the Koran. He should be identified, caught, and brought to justice. The entire Ulema should also protest.  
On Sunday, May 3, 2015 10:31 AM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:
The trouble is - not many people has the ability to interpret the religious scriptures, and they depend on these readily available sources for understanding the religious teachings, which should be a grave concern for the society, in my view.
Unfortunately, there is no accountability of any preacher, and anything can go in the name of religion. Some cunning people are taking advantage of this situation, and they have taken up the religious preaching, as a living, without knowing much about the religion, and they are passing political and personal interests as divine religious doctrines.  This should not be the case.
Since the society revolves around religion, Government must control these individuals through the Religious Affairs' Ministry. Otherwise, society will be polluted beyond repair. We need to remember, religious freedom only gives freedom to practice religion. Unfiltered religious propaganda is not a part of the religious freedom.  
Jiten Roy

From: "Farida Majid farida_majid@hotmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com 
Sent: Sunday, May 3, 2015 1:28 AM
Subject: RE: [mukto-mona] Enjoy
 
He is LYING in the name of Allah! He has uttered gobbledygook - some Arabic sounding gibberish. It is certainly not any ayah from any Surah of the Qur'an that says what he says it says. There is no Bokhari, no Muslim Hadith that say what he says they say. His audience is fooled and bullied. He should be reported to the Police for purposefully distorting Holy Scriptures in order to incite social unrest.

I have forwarded the video to a member of the Law Commission asking for suggestions to curb such outrageous public bullying.
From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sat, 2 May 2015 13:46:28 -0500
Subject: Re: [mukto-mona] Enjoy

 
Can we get reference? I understand it was in Dhaka, but who is the speaker? Does he belong to an Islamic political party? Has it been recorded by the speaker for public consumption or some one videoed it secretly and then put the same on YouTube? 

Sent from my iPhone

On May 2, 2015, at 9:05 AM, Sitangshu Guha guhasb@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:



__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] মুক্তযুদ্ধ বনাম ভূয়া মুক্তিযোদ্ধা



দীর্ঘ নয়মাস ৭১এর স্বাধীনতা যুদ্ধকাল,এসময়ের অনেক স্মৃিত আজও মুক্তযোদ্ধাদের বুকে জগদ্দল পাথর হয়ে চেপে বসে আছে।আজও সংবাদমাধ্যমগুলোতে তাঁদের হতাশা মাখা খেদোক্তি প্রকাশিত হয়,ভাবতে বড় কষ্ট হয় যারা জীবন বাজি রেখে তাঁদের মা,বোনদের সম্ভ্রমের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছিলেন,তাঁরা কেউ এখনো পথের কিনারে ভিক্ষা মাগে,অথচ-ঐ সময়ে যারা অকালের উলঙ্গতা কাটিয়ে উঠতে পারেনি,মায়ের বুকের দুধ ছিল উদরপুর্তির উপাদেয় যাদের অথবা যারা সরাসরি বিরোধিতা করেছিল তারা আজ দিব্যি মহামূল্যবান একটি সনদের মাধ্যমে ভাতা তুলে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে।আমাদের এলাকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছে যাদের মধ্যে কেউ আসল আবার কেউবা নকল,তো আসল বলে যার সুখ্যাতি আছে তার মদের আসরে যাওয়া হল একদিন,ইচ্ছে ছিল অনেক তথ্য তাঁর কাছথেকে নেব,কিন্তু মদের নেশায় ঐ একটু খানি কথায় সে বলতে পেরেছিল"উমুক বাজারে তুকুক বীরাঙ্গনা বলতে পারবে আমি কেন মদ খাই।"এর কয়েকদিন পরে তিনি মারা যান বলে বীরাঙ্গনাকেই খুজতে হল।তাকেও পাওয়া গেল ভিখারিণী বেশে/বীরাঙ্গনা পাগলী বলে তার এলাকায় সুনাম আছে,তো তার কাছে প্রশ্ন করার আগে সে টাকার জন্য হাত বাড়াল,প্রাপ্য দিয়ে অনেক কিছুই জানতে পারলাম,তার মধ্যে আমাদের সেই মুক্তিযোদ্ধার মাতালামির কারণটাও জানা গেল-তিনি আসলে ভূয়ামুক্তিযোদ্ধাদের মেনে নিতে পারেনি,তাই তাদের সাথে সহবস্থান করে না থাকার চেয়ে মরণটাই তার কাছে অধিক যুক্তিযুক্ত বলে মনে হয়েছে,তাই তিনি সজ্ঞানে না থেকে অজ্ঞানে মরেছেন।এরকম আরও মুক্তিযুদ্ধের দলিল বাংলার বুকে খুঁজলে অহরহ পাওয়া যাবে।এবার মূল প্রসঙ্গে আসা যাক-তাহলে আমাদের দেশটা কতটুকু স্বাধীন?মুক্তিযোদ্ধা হতে হলে রাজনীতি কি বাধ্যতামূলক,তাও একটা বিশেষ দলকে সমর্থন করে?যারা ঐ সময় বিরোধীতা করল এ সময়ে এসে চাটুকারিতার মাধ্যমে তারা উপকার ভোগী হয়ে গেল,আর কলংক এঁকে দিল লাল সবুজের ক্ষতবিক্ষত হৃদয়ে!এ অপরাধবোধটুকু কার মধ্যে আছে!কাকে খুঁজব চেতনার নাগপাশে?হায় বাংলাদেশ!কিছুই করতে পারলাম না ক্ষমা কোরো।



__._,_.___

Posted by: Shahin Shah <shahinshah591@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] All About Salahuddin !!!!!!



BNP is a party of Pakistani Collaborators and Agents. Be aware of BNP!

People of Bangladesh should reject them for the sake of the country. If they do not like Awami League for whatever reason, there are many other political parties, besides BNP. It's imperative that people support political ideology, not just the politicians.

2015-05-19 11:24 GMT-05:00 Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>:
 

সালাহউদ্দিনের আত্মপ্রকাশ বিএনপির সর্বনাশ
জাফর ওয়াজেদ
অন্তর্ধান রহস্য নিয়ে বাংলা গোয়েন্দা গল্পগুলো একসময় পাঠকপ্রিয়তা পেয়েছিল। গত শতকে সবচে' বেশি জনপ্রিয়তা পেয়েছিল এসব রহস্যরোমাঞ্চ কাহিনীগুলো। এসব নিয়ে বায়স্কোপও নির্মাণ হয়েছে। একুশ শতকে এসে বাস্তব রহস্য কাহিনীর অবতারণা করলেন বিএনপি-জামায়াত জোটের নেতা সালাহউদ্দিন আহমেদ। আত্মগোপনে থাকা অবস্থায় আকস্মিকভাবে 'গায়েব' হয়ে যাওয়ার মাজেজা ক্রমশ উন্মোচিত হলেই স্পষ্ট হবে কাহিনীর অন্তর্গত শিকড়-বাকড়ের রহস্য। সালাহউদ্দিন গায়েব হওয়ার আগের তিন মাসও ছিলেন গোপন আস্তানায়। পরিবারের সঙ্গে বসবাস করা তার হতো না। রহস্য উপন্যাসের চরিত্রের মতো তিনি গোপনে গোপনে ক্রিয়াকর্ম চালাতেন। শুধু তাই নয়, ফৌজদারি মামলা এড়াতে এই গোপনবাসকালে তিনি বিবৃতিতে নির্দেশ পাঠাতেন দলীয় চেয়ারপার্সনের পক্ষে অবরোধ-হরতাল অব্যাহত রেখে দেশজুড়ে নাশকতা চালিয়ে পেট্রোলবোমায় মানুষ হত্যার জন্য। লক্ষ্য ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে দেশকে পাকিস্তানী স্টাইলে পরিচালনার মাধ্যমে যুদ্ধাপরাধীদের রক্ষাও তত্ত্বাবধায়ক যুগে দায়ের করা দুর্নীতির মামলা হতে রেহাই পাওয়া। তিন উদ্দিনের শাসনকালেও সালাহউদ্দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। তখন সম্ভবত দেশের বাইরে অবস্থান করছিলেন। সেদিক থেকে দেখলে বোঝা যায়, পালিয়ে থাকা বা গায়েব হয়ে যাওয়ার প্রবণতা তার পুরনো। বিসিএস ক্যাডার হিসেবে সরকারী প্রশাসনে যোগদানের আগে ছাত্রজীবনে ছাত্রদল করতেন। প্রচার রয়েছে যে, তিনি তারেক-কোকোর গৃহশিক্ষক ছিলেন একটা সময়ে, যখন ওরা বিদ্যালয়ে যাওয়া-আসা করত। তার ছাত্ররা অবশ্য শিক্ষকের মতো উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। গৃহশিক্ষক হওয়ার সুবাদেই পারিবারিক ঘনিষ্ঠতায় তিনি প্রধানমন্ত্রী খালেদার ১৯৯১-৯৬ কালে এপিএস পদ পেয়ে যান। আর তখন তিনি ক্ষমতার ছড়ি ঘোরাতেন এবং স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করেন। প্রশাসনকে দলীয়করণ করার বিএনপির নীতি অনুযায়ী সে সময় তার প্রভাব প্রতিপত্তি ব্যাপক আলোচনা-সমালোচনার খোরাক যোগায়। রাজনৈতিক দাপটের স্বাদ তাকে চাকরিমুক্ত করে। পরবর্তীকালে জামায়াতের ঘাঁটি হিসেবে খ্যাত নিজ এলাকা হতে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠন করলে তিনি হয়ে যান যোগাযোগ প্রতিমন্ত্রী। তখন থেকেই তার দাপট তুঙ্গে ওঠে। তিন উদ্দিন যুগে অপর উদ্দিন সালাহউদ্দিন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে অন্তর্ধানে চলে যান। ফলে নির্বাচনে অংশ নিতে না পেরে তার আসনে তার স্ত্রী হাসিনা আহমেদ অংশ নিয়ে জয়লাভ করেন। আওয়ামীজোট ক্ষমতায় এলে তিনি আবির্ভূত হন। বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে তিনি ছিলেন তারেকের প্রিয়ভাজন। একই সঙ্গে বেগম জিয়ারও। জামায়াত অধ্যুষিত এলাকার বাসিন্দা হিসেবে জামায়াতেরও প্রিয়পাত্র তিনি। হাবভাবে বেশ রূঢ়তা থাকায় লোকে ভয়ও পেত। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পূর্বে বিএনপি-জামায়াত জোট প্রশাসনকে যে তিন স্তরে সাজিয়েছিল, তার রূপকল্প প্রণেতার অন্যতম ছিলেন সালাহউদ্দিনও। সেই স্তর নিয়ে বর্তমান সরকারও দ্বিতীয় দফা শাসনকার্য চালাচ্ছেন। এই দলবাজদের ওপর ভরসা করেই বেগম জিয়া গত ৫ জানুয়ারি রাজপথে বেরিয়ে প্রেসক্লাবে আশ্রয় নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছিলেন। কতিপয় আমলাও বেগম জিয়ার সঙ্গে বৈঠক করেছিল সে সময়। যদিও পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পর অবরোধ নামক নাশকতা প্রকল্প চালু করা হয়। এই নাশকতার সঙ্গে সরাসরি জড়িত থাকায় সালাহউদ্দিনের বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলাও দায়ের করে পুলিশ। কিন্তু দৃশ্যপটে তাকে পাওয়া না গেলেও অজ্ঞাতস্থান হতে তিনি বোমাবাজির নির্দেশ পাঠাতেন। অবশ্য সম্প্রতি তার স্ত্রী দাবি করছেন, তার স্বামীর নামে বিবৃতি পাঠানো হতো। প্রচার রয়েছে, স্বামীর নামে বিবৃতি দিয়ে মানুষ হত্যা বন্ধ করার জন্য এই 'অপহরণের' কাহিনী সাজানো হয়েছিল।
১০ মার্চ সালাহউদ্দিন গায়েব হয়ে যান বলে তার স্ত্রী ২৪ ঘণ্টা পর জানান, যার মধ্যে রহস্যের ভোমরাটি রয়ে যায়। স্মরণ করতে পারি, শেষ বিবৃতি প্রদানের কয়েক ঘণ্টার মধ্যে গায়েব হয়ে যান যখন, তখনও দেশজুড়ে পেট্রোলবোমা হামলায় ৪ জনের মৃত্যু ঘটে, বার্ন ইউনিটে আরও ৬ জন অগ্নিদগ্ধ ভর্তি হয়। দেশজুড়ে জঙ্গী তৎপরতায় আতঙ্কগ্রস্ত মানুষ। নাশকতা, সহিংসতা, অরাজকতা, নিষ্ঠুরতা, নির্মমতার ভারে জর্জরিত দেশ। বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন সরকারকে যে কোন মূল্যে উৎখাতের জন্য যাত্রীবাহী বাস, সরকারী স্থাপনা পোড়ানোর কাজ ব্যাপক করে তোলে। শিশু, অন্তঃসত্ত্বা নারী, স্কুল-কলেজ ছাত্র-ছাত্রী, শ্রমিক, বাসচালক হেল্পারসহ নিরীহ মানুষের নৃশংস মৃত্যুর মিছিল চলছিল। আইন প্রয়োগকারী সংস্থা সালাহউদ্দিনের টিকিটিও খুঁজে পাচ্ছিল না। অথচ তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে তখনও। গোপন আস্তানা হতে সালাহউদ্দিন 'অপহরণ' হলেন বলে ঘটনার একদিন পর তার স্ত্রী দাবি করেন। উত্তরার যে বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন, সে বাড়ির মালিক ব্যাংকার ২৪ ঘণ্টা পর বেগম সালাহউদ্দিনকে জানিয়েছেন, র‌্যাবের লোকজন তাকে মাঝরাতে তুলে নিয়ে গেছে। কিন্তু র‌্যাবসহ অন্য সংস্থাগুলো তা অস্বীকার করে। কিন্তু চৌকস গোয়েন্দা বা র‌্যাব তাদের সম্পর্কে আনীত অভিযোগ তদন্ত করেনি। এমনকি সেই ব্যাংকারকে জিজ্ঞাসাবাদও করেনি। বিষয়টিকে তারা হাল্কাভাবে নিয়েছে বলেই গূঢ় রহস্য আবিষ্কার করতে পারেনি। কর্তব্যে অবহেলা বা গাফিলতি যাই হোক, পরোয়ানা থাকা সত্ত্বে¡ও তারা সালাহউদ্দিনকে গ্রেফতার করতে পারেনি। অথচ তিনি তখনও নাশকতাকর্মের জন্য অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে যাচ্ছিলেন।
শত নাগরিক কমিটির সভাপতি তথা বেগম জিয়ার সবেধন বুদ্ধিজীবী প্রফেসর এমাজউদ্দীনও আরেক উদ্দিন, যিনি বেগম জিয়া জামায়াতকে নিয়ে ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর, সেই তিনিও চাইছেন, সালাহউদ্দিনের দু'মাসের বৃত্তান্ত যেন জনগণ জানতে পারে। খুবই সত্য কথা। জনগণ স্বাভাবিক কারণেই তা জানতে চাইবেন। কারণ যার নির্দেশে দেশজুড়ে পুড়িয়ে মানুষ মারা হতো, তার হঠাৎ অন্তর্ধান এবং দুু'মাস পর আত্মপ্রকাশ তো মুখরোচক যেমন, তেমনি নানা সন্দেহকে সামনে নিয়ে এসেছে। তারও আগের তিন মাস তিনি প্রকাশ্যে আসেননি। দফতর সম্পাদক রিজভী গ্রেফতার হওয়ার পর তার আবির্ভাব ঘটে, অবশ্য অদৃশ্যলোকে। প্রফেসর এমাজউদ্দীন শর্তারোপও করেছেন, ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে। এমন দাবি তিনি করতেই পারেন। যদিও বিচার বিভাগের ওপর তাদের আস্থা কম এমনটা বার বার বলে আসছেনও। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের জ্ঞানের পরিধি তো আর সামান্য নয়, তিনি বিএনপি মনোনীত উপাচার্যও ছিলেন। তদন্ত হলে জানা যাবে, গায়েব হওয়ার তিন মাস পূর্ব হতেই তিনি কী করছিলেন। কারণ ওই আত্মগোপনের কোন বৃত্তান্ত মেলে না। নাশকতার জন্য ফৌজদারি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে অজ্ঞাতস্থান হতে বিবৃতি পাঠাতে পাঠাতে একদিন কিভাবে গায়েব হয়ে গেলেন-তার অন্তর্গত বিষয় জানার অধিকার জনগণের রয়েছে। এই যে বোমাবাজি অগ্নিদগ্ধের ঘটনা টানা তিন মাসের বেশি ঘটল, তা অজ্ঞাতস্থান হতে পরিচালিত হয়ে আসছিল। সালাহউদ্দিন, যিনি বেগম জিয়ার বিশ্বস্তজন, সেই তিনি নেপথ্য হতে কলকব্জা যে নাড়েননি, তার নিশ্চয়তা কি? গুলশানে অফিস কাম রেসিডেন্স প্রতিষ্ঠা করে, সেখান হতে বেগম জিয়া যে নির্দেশ দিতেন, অজ্ঞাতস্থান হতে সালাহউদ্দিন তা প্রচার করতেন বিভিন্ন মিডিয়াতে। যে কাজটি করতেন জঙ্গী সংগঠন আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন। অনুরূপ কায়দায় সালাহউদ্দিনের অবরোধ-হরতাল পালনের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির নির্দেশদানের এই বার্তা প্রেরণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহউদ্দিন বিন লাদেন হিসেবে অভিহিত করা হয়েছে। স্পষ্ট যে, জঙ্গীদের মতো আচার-আচরণে তার দক্ষতা রয়েছে এবং এমন জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন, বার্তা পাঠানোর প্রক্রিয়া তারই নিদর্শন। উদ্দিনদের তত্ত্বাবধায়ক যুগে আরও অনেকের সঙ্গে সালাহউদ্দিনকেও সন্ত্রাস ও দুর্নীতির 'গডফাদার'-এর তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সময় যে পলাতক জীবন বেছে নেন, সেই অভ্যাসটা তাকে ছেড়ে যায়নি। তখন দেশের বাইরে অবস্থানকালে তার সঙ্গে দুবাইয়ের একটা সংযোগ যে গড়ে উঠেছিল, তা অব্যাহত রয়েছে বলেই শিলং হতে স্ত্রীর সঙ্গে যে ফোনালাপ করেন সেই সিমটি দুবাইয়ের। দুবাই কানেকশন মানেই মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে তারেক ও একদা গোয়েন্দা সংস্থা প্রধান রেজ্জাকুল হায়দারের কয়েক দফা বৈঠক ও বাংলাদেশে নাশকতার মাধ্যমে আওয়ামী লীগপ্রধান শেখ হাসিনাকে হত্যার ও ভারতের সাত রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ পরিকল্পনার প্রচারকেই মনে করায়। তারেক ঘনিষ্ঠ হিসেবে সেই সংযোগ পরম্পরায় সালাহউদ্দিন রক্ষা করে আসছেন কিনা, তদন্ত হলে তা স্পষ্ট হবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের পূর্বাঞ্চলীয় সেভেনস সিস্টার রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে লালন-পালন ও সশস্ত্র পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল। বিএনপি সরকার এই সংগঠনগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে ঘাঁটি গাড়া ও আশ্রয় দেয়। বাংলাদেশের সমুদ্র উপকূল ও স্থলভাগকে এই সংগঠনগুলোর অস্ত্র পরিবহনের রুট হিসেবে ব্যবহার করতে দেয়া হয়। তারেক ও মন্ত্রী বাবর সরাসরি তত্ত্বাবধায়ন করতেন। অসমের উলফার প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের বৃহত্তর সিলেট সীমান্তে এদেশী গোয়েন্দাদের সহায়তায় গড়ে তোলা হয়েছিল। দশ ট্রাক অস্ত্রের যে চালানটি ধরা পড়েছে, তার নেপথ্যে কুশীলবরা আদালতে বিচারের সম্মুখীন। ১৯৮৯ সালে উলফা প্রথম বাংলাদেশে ঘাঁটি গাড়ে। এরপর খালেদা শাসনযুগে এদেশের ভূখ- ব্যবহার করে ভারতবিরোধী তৎপরতা চালানোর সুযোগ করে দেয় বিএনপি। তারা সমরাস্ত্র ও বিস্ফোরকের চালান বাংলাদেশের ওপর দিয়ে অবাধে পাচারের নেটওয়ার্ক গড়ে তোলে। উলফার শীর্ষ নেতারা ঢাকায় ব্যবসা-বাণিজ্য চালু করে। (উলফার এসব তৎপরতা নিয়ে জনকণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়েছে গত বৃহস্পতি ও শুক্রবার)। উলফাসহ সাত রাজ্যের অন্য বিচ্ছিন্নতাবাদীরাও এ সময়ে বিএনপির পৃষ্ঠপোষকতা পেতে থাকে আইএসআই-এর পরামর্শে। সালাহউদ্দিন সে সময় প্রধানমন্ত্রী খালেদার এপিএস। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা বাংলাদেশের ভূখ- ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নেন। উলফাসহ অন্যরা তখন ভুটান নেপালসহ ভারতের অন্য রাজ্যে আশ্রয় নিয়েছিল। ২০০১ সালে পুনরায় ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট ভারতের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিতে থাকে। তাদের নেতারা সংসদে দাঁড়িয়ে ভারতের সাত রাজ্যকে স্বাধীন হিসেবে দেখতে চায় বলে ঘোষণাও দেয়। সে সময় উলফার জন্য অস্ত্র সরবরাহ করা হতো কক্সবাজার-টেকনাফ উপকূল হয়ে কর্ণফুলী নদীঘাটেও খালাস হতো। সালাহউদ্দিন প্রতিমন্ত্রী হিসেবে তারেকের নির্দেশে এসব দেখাশোনা করতেন কিনা, তা এখন স্পষ্ট হবে। সালাহউদ্দিন আত্মপ্রকাশ হওয়ার পর কলকাতা হতে তার আত্মীয়র আবির্ভাবও নানা প্রশ্নের জন্ম দেয়। ভারতের বিচ্ছিন্নতাবাদী কোন গোষ্ঠীর সঙ্গে সালাহউদ্দিনের সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টি খতিয়ে দেখছে দেশের গোয়েন্দারা। দুই দেশের অস্থিতিশীল কোন গোষ্ঠীর সঙ্গে গোপন বৈঠক করেছে কিনা-তা তদন্ত করছে। ভারত সরকারের উচিত সালাহউদ্দিনের সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বৈঠকের প্রমাণ পাওয়া গেলে ফেঁসে যাবেন সালাউদ্দিনসহ বিএনপি নেতারা। অবরোধ নামক বোমা আন্দোলন যখন তুঙ্গে তখন সালাহউদ্দিনের ভারত অবস্থান হয়ত নাশকতার জন্য উলফার সশস্ত্র গ্রুপকে ভাড়ায় খাটাতে চেয়েছিল কিনা- তাও জানা দরকার দেশের স্বার্থে। তার স্ত্রী তো বলেই দিয়েছে একদা গলাকাটা রাজনীতির ধারক শিমূল বিশ্বাসকে যে, তাদের নির্দেশেই তার স্বামী দেশত্যাগ করেছে। সালাহউদ্দিনের আত্মপ্রকাশে বিএনপি সন্তুষ্ট হতে পারেনি। কারণ নাশকতাসহ সরকার উৎখাতের সব ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়বে এখন। সর্বনাশের যে খেলায় বিএনপি নেমেছে, সেই খেলা তার সর্বনাশকেই ত্বরান্বিত করবে। বেগম জিয়ার সব কৌশলই বুমেরাং হয়ে যাচ্ছে আজ।




__._,_.___

Posted by: Dristy Pat <dristypat5@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___