Banner Advertiser

Thursday, September 21, 2017

[mukto-mona] RE: Sjheikh Hasina should remove Food Minister Kamrul from the Ministry a nd utilize Dr. Yunus: Bongobir Kader Siddiki



 

'দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন' তিনি আরও বলেন, 'কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না  এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ'

 

উপরের মন্তব্যটা নি্য়েই এখন একটু কথা বলি –

 

বুদ্ধিমান হোন ঠিক কাজটি করুন।

এরূপ একটি বিজ্ঞাপন  রিডিও টিভি-তে প্রায়ই শুনা যেতো কোর একসময়। কোন বিজ্ঞাপনের জন্য এরূপ সর্বজনগৃহীত উপদেশ দেয়া হতো মনে নেই, তবে আমরা অনেকই এরূপ উপদেশ দিয়ে থাকি।

-বোকারা তর্ক করে বুদ্ধিমান-রা তর্ক এড়িয়ে চলে। এ প্রবাদ বাক্য ধারন করে হিন্দুরা যেমন বুদ্ধির পরিচয় দিয়ে লক্ষ কোটি বছর টিকে আছে তেমনি কোন কোন ধর্ম অল্প কিছুদিনেই অগ্রগতি লোপ পেয়ে উল্টো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েচ্ছে। মানুষের ধর্ম মানুষ রক্ষা করবে আর ঈশ্বরের ধর্ম ঈশ্বর। ঈশ্বরের ধর্ম রক্ষা করার জন্য মানুষ যখন মরিয়া হয়ে উঠে, তখন মানুষের ধর্ম তথা মানবতার ধর্ম উপেক্ষিত হয়। আর সে শ্রেনীর মানুষগুলোকেই এই উপেক্ষার দন্ড দিতে হয়, সাথে সমব্যাথী, প্রতিবেশী, সাথী ও শুভাকাঙ্থীদেরও দন্ড পেতে হয়।

 

এ কেমনতর মুখ্যতা? বার্মায় রোহিঙ্গা-সন্ত্রাস নামকরে সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতিফলনে বার্মিজ সৈন্যরা যখন ওদেশের মুসলমানদের উপর ঝাপিয়ে পড়ল তখন সারা মুসলিম জাহানের উচিত ছিল সন্ত্রাসীদের কর্মকান্ডের নিন্দা করে নিরীহ মুসলমানদের যেন অত্যাচার না করা হয় সে বিনীত অনুরোধ বার্মা সরকারের প্রতি রাখা। তাদেরকে মিথ্যে ধমক নয়, শক্তিধরদের সাথে নিয়ে ধমক দেয়া। যে যন্ত্রনার বা বৈষম্যের কারনে বার্মার সৈন্য মুসলমানদের উপর অত্যাচারের সিদ্ধান্ত নিল সে যন্ত্রনার কারন দ্রুত কমিয়ে ফেলা বা লাঘব করার ব্যবস্থা করা।

বাংলাদেশ এখনও তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশের একটা। এখনও খাবারদাবর ঔষধপত্র যন্ত্রপাতি ও জালানী সহ প্রাথমিক সরবরাহের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। প্রতিবেশীদেশগুলো বিশেষকরে বার্মা ও ভারতের উপর এদেশ নির্ভরশীল সেখানে তাদেরকে না বুজে না শুনে অবিবেচকের মত গালিগালাজ ও যুদ্ধ ঘোষনা করা কতটুকু বোকামী তা শুধু বুদ্ধিমানরাই বুঝতে পারে।

নিজের দেশের ভাইদের উপর অত্যাচার করে, হোক না তারা সৎভাই, ভিনদেশী ভাইদের জন্য কান্না করতে গিয়ে নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ অবশ্যই বুদ্ধিমানরা করতে পারেন না। সৎভাইদের নিজের ভাইয়ের চেয়ে বেশি না জেনে উত্তম হতে না পারলেও বুদ্ধিমানরা কখনই ভাই সম্পর্ক অস্বীকার করে অথবা সৎভাইদেরকে নিজের মতো বেঁচে থাকার প্রচেষ্টায় আঘাত করে অধম হতে চায় না। হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠানরা যখন বাংলাদেশে অবহেলিত, মিথ্যা অপবাদে জেল জুলুম অত্যাচার জমি দখল, ধর্ষন হত্যার স্বীকার হয়, বিনা বিচারে ঘুম করা হয় বা আটকে রাখা হয় তখন রোহিঙ্গা মুসলমানদের প্রতি মানবতার কান্না এমন ভালমানুষী কোথায় লুকিয়ে রাখা হয়? তাহলে কি এটা মায়াকান্না না স্বার্থলোভী বর্বর বুদ্ধিহীনদের মতো বিবেচনা?

 

বর্মার উপর রাগ সাথে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের উপরও রাগ দেখানোর সাহস যারা দেখায় তারা কখনও ভাবে না যে, নিজ পায়ে কুড়াল মারা সহজ কিন্তু ক্ষতিটা ফিরিয়ে নেয়া যায় না ভুগে ভুগে পরিশোধ করতে হয়, কষ্ট ও পরিচর্যায় ঘা শুকিয়ে গেলেও ঠান্ডা গরম আমাবশ্যা পূর্ণিমায় পুন পুন মনে করিয়ে দেয়। বুদ্ধিমানরাই শুধু শিক্ষা নিয়ে পুনরায় বোকামী করা থেকে দুরে থাকে।

অমুসলিমরা যখন প্রশ্ন তোলে - নিজের ধর্মপিতা আরব ও মুসলিম দেশগুলোর বাবারা মায়েরা ভাই বোনরা যখন সধর্মের লোকগুলোকে সিরিয়ার মত জায়গায় গুলি খেয়ে মরতে দেখেও জায়গা দেয় না, নাফ নদিতে ঝাপ দিয়ে মরতে দেখেও বাঁচাতে এগিয়ে আসে না তখন মুসলমান ভাইরা অমুসলমানদের উপর ক্ষেপে যায় তারা কেন সাহায্য করছে না এজন্য। এক শিয়ালে ডাক দিলে সব শেয়াল ডাকতে মরিয়া হয়ে উঠে বলেই অনেক সময় – না বুঝে চেঁচামেচি করে এমন লোকদের শেয়ালের দল বলে গালি দেয়। এক হিন্দুকে গালি দিলে সব হিন্দু চেঁচামেচি করে না বলে হিন্দুদের শেয়ালের দল বলতে না পারলেও হিন্দু ধর্ম নিয়ে তিরষ্কার ও মজা করার পরেও রাগাতে না পারার কারনে অনেককে ভীতু, দায়িত্বহীন অপদার্থ জাতি বলতে ছাড়ে না। কিন্তু শুধু নিজের ধর্ম, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠিকে প্রশংসা করা বা সুবিধা দেয়া যেমন সাম্প্রদায়িক তেমনি অন্য জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়কে ঘৃণা করাও জগন্য এবং মহা সাম্প্রদায়িক।

 

যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের চিত্র আন্তর্জাতিক মিডিয়া ও আমেরিকা ইউরোপের বাৎসরিক রিপোটে উঠে আসে, দেশের হিংসা হানাহানি চাপাতির কোপ গলাকাটা ছাড়াও নাসির নগরের রসরাজ ও নারায়নগন্জের শ্যামল কান্তিদের মত লোকদের জলের মতো পরিষ্কার মিথ্যা কেইসে অমানবিক অত্যাচার ও জেল জুলুমের প্রতিবাদ থাকে না, সে দেশকে আন্তর্জাতিক দেশগুলো ইনভেস্টম্যান্ট এবং টুরিজমের জন্য নিরাপত্তার অভাবে কোন রেঙ্ক বা লেভেল দিচ্ছে? বানিজ্য ও আধুনিকতার অভাবে দেশ সভ্যতার বিপক্ষে চলে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। বিদেশের ঘটনার দোহাই দিয়ে নিজেদের মধ্যকার হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে মুসলিম অমুসলিম বিভেদ তৈরী করা হচ্ছে। ভিনদেশীদের প্রতি দরদ দেখাতে গিয়ে প্রতিবেশীদের প্রতি সম্পর্ক নষ্ট হচ্ছে। গুরুত্বপূর্ণ কারন ছাড়ুা প্রতিবেশীদের উত্তেজিত করে মৌলিক চাহিদা পুরনের সরবরাহ বন্ধ করে ঘটতি তৈরী করে দুঃভিক্ষ এনে জাতিকে ফকির বানিয়ে অন্ধকারে ধাবিত করার উপদেশ দিচ্ছি।

দেশে শান্তি তৈরীর জন্য কলম না চালিয়ে অশান্তি ভেদাভেদ ও যুদ্ধের দিকে মগজ ধোলাইয়ের লেখনি লিখছি। কতো ভয়াবহ হতে পারে আমার এক ভুল লেখনি। রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা এটা আন্তর্জাতিক ভাবে সমাধান করা হোক – এ শ্লোগান নিয়েই কাজ করি। কেউ উত্তেজিত কথা লিখলে বিতর্কে জড়ায়ে না পড়ি, বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে যাই, নিজেদের অস্তিত্ব ও সম্প্রীতি রক্ষা করি।

 

প্রতিবেশী রাষ্ট্র ভারতেও হিন্দু এবং উপজাতি শরনার্থী রয়েছে। ভারতে প্রচুর বাংলাদেশী অবৈধ অভবাসী আছে বলে ভারত দাবী করছে। এগুলো নিয়েই সমস্যা রয়েছে। ভারত রোহিঙ্গা নিয়ে কিছু না বললেও আমরা ভারতকে রোহিঙ্গাদের বিরুদ্ধে জোর করে ঠেলে দিচ্ছি আজে বাজে মন্তব্য করে।

আমরা পজিটিভ হই। উচিত কথা বলতে গেলে কারো সপক্ষে বা বিপক্ষে যাবেই। বুদ্ধিমানরা কেউ তাদের সপক্ষে না বললে চেঁচামেচি করে না, তবে অন্যায়ভাবে বিপক্ষে বললে উচিত শিক্ষার ব্যবস্থা করে। বুদ্ধিমানরা কারো সমালোচনা পড়ে বিপক্ষে জেনেও তাকে অবিবেচকের মতো দালাল বলে চেঁচামেচি করে গালিগালাজ করে শত্রু কেনে না। বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে অন্যদের জয় করতে শেখে। আমাদেরও তাই করা উচিত। নিজেদের উন্নতি সম্প্রীতি রক্ষায় বুদ্ধিমান হওয়া উচিত। দেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান ও পাকিস্তা্নের মতো হতে না দেয়া উচিত।

 

 

From: Mohiuddin Anwar [mailto:mohiuddin@netzero.net]
Sent: Thursday, September 21, 2017 3:05 PM
To: mohiuddin@netzero.net
Cc: amsmel@aol.com; guhasb@gmail.com; Shojib.wazed@gmail.com; sheikhhasina@hotmail.com; dr.dipumoni@gmail.com; farida_majid@hotmail.com; pfc-friends@googlegroups.com; 71GDNCBoston@gmail.com; Bangla-Women@yahoogroups.com; Shojib.wazed@gmail.com; abdul_momen@hotmail.com; abid.bahar@gmail.com; abidbahar@gmail.com; akabir60@yahoo.com; akhtergolam@gmail.com; anis.ahmed@netzero.net; asm_rob@hotmail.com; azad_abukamal@yahoo.com; bachchuhaq13@yahoo.com; bamandas_basu@yahoo.com; banglarnari@yahoogroups.com; bapsnewsagency@yahoo.com; bazlul@yahoo.com; bd_mailer@yahoo.com; bdmailer@gmail.com; bhbcop@dhaka.net; bhbcucne@gmail.com; bipulnahar@yahoo.com; bishawdipta@yahoo.com; bnp.newengland@yahoo.com; borakhbash@gmail.com; dr.dipumoni@gmail.com; drM.Mdrmohsinali@yahoo.com; faithcomilla@gmail.com; farah_haq_quazi@yahoo.com; farahmina@gmail.com; faruhchowdhury@gmail.com; farukhchowdhury@gmail.com; golardho@yahoo.com; gondomurkho@yahoo.com; haquemashud95@gmail.com; helala7@yahoo.com; jafar224cu@gmail.com; jukhan@gmail.com; kazi4986@yahoo.com; khabor@yahoogroups.com; khabor24@gmail.com; khanboston@gmail.com; khandaker.a.mansur@census.gov; khandker.saleque@gmail.com; khoniker.othithee@yahoo.com; liaquat707@me.com; liaquat707@gmail.com; lokhossain@yahoo.com; manik195709@yahoo.com; mo.gani@hotmail.com; mohibul.ezdanikhan@posten.se; mohibullah@adamscenter.us; mostofadrgholam@gmail.com; mukto-mona@yahoogroups.com; nabdc@googlegroups.com; neawamileague@gmail.com; news.banglareport@gmail.com; news.editor@bdnews24.com; nfbnews@gononet.com; nurunnabi@gmail.com; obaidul.quader@gmail.com; osmangani@gmail.com; ovimot@yahoogroups.com; pdey247@gmail.com; postcardfromcanada@gmail.com; pothik2302@yahoo.com; quazinuru@yahoo.com; rajakhan33@hotmail.com; rakhalbandho@gmail.com; ranu51@hotmail.com; rashedanam@yahoo.com; rezaulkarim617@gmail.com; sakhter1015@gmail.com; serajul7@gmail.com; shahadathussaini@hotmail.com; shahanara.rahman@yahoo.com; shahdeeldar@gmail.com; sheikhhasina@hotmail.com; shouvikerbaba@gmail.com; smargoob@yahoo.com; suhasboston@gmail.com; tamannak2013@gmail.com; taslimanasreen@gmail.com; unitycouncilusa@gmail.com; wthikana@gmail.com; wthikana@aol.com; zoglul@hotmail.co.uk
Subject: Sjheikh Hasina should remove Food Minister Kamrul from the Ministry a nd utilize Dr. Yunus: Bongobir Kader Siddiki

 

খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করে ড. ইউনূসকে কাজে লাগান: বঙ্গবীর

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৪৮ অপরাহ্ন

http://www.sheershanews24.com/uploads/1506001680.jpg

শীর্ষনিউজ, ঢাকা: চলমান রোহিঙ্গা সংকটের ভেতরেই মিয়ানমার থেকে চাল আনতে যাওয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করে এ সমস্যার সমাধানে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান
সরকারকে  উদ্দেশে করে তিনি বলেন, 'রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের চেষ্টা করুন  এ সুযোগ আর পাবেন না  রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিন'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, 'দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন' তিনি আরও বলেন, 'কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না  এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ'
তিনি বলেন, 'সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে মিয়ানমারে পাঠিয়ে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কূটনৈতিক কার্যক্রম শুরু করা হোক' তিনি আরও বলেন,  '. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগান  যা হয়েছে তা হয়েছে, এখন এসব ভুলে যান'
বক্তব্যে বিএনপির ত্রাণ আটকে দেওয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী  সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, 'সংকীর্ণতা ছেড়ে দিন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে সুযোগ দিন'
শীর্ষনিউজ/এনএমএম



--



____________________________________________________________
We Say Good Bye To Joanna And Chip
trecommanews.com
http://thirdpartyoffers.netzero.net/TGL3242/59c40db78d00bdb76f8bst03duc
SponsoredBy Content.Ad



__._,_.___

Posted by: "Priyatosh Dey" <pdey247@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: {NA Bangladeshi Community} More for Mr. Baruar's "অনুত্তর প্রশ্ন !"



Suhas does not need a God, let alone an Islamic God. With all Allah's constant blessings, Muslim world is in deep chaos and fleeing from their to own countries to settle in infidel populated countries for better future. Most of the Muslim masses are poorly educated and dreaming for Keyamot rather than building a great society for themselves and others. What we have seen is rather ugly violence to coerce people to believe in Islamic Allah and his prophet as if that is what this world needs? The question is why Muslim countries have not become paradises on this earth yet... but the gutters of the world. 

On Thu, Sep 21, 2017 at 3:33 PM, 'Razzak Syed' via Bangladesh Progressives <bangladesh-progressives@googlegroups.com> wrote:
Thank you Firoz bhai. It's very true. Irrespective of faith and religions, if every human being practice the following, definitely Allah's mercy will be with them. Further more if they don't associate Allah (SWT) with anything, surely they will be guided and protected from the Devil, Insha-Allah.


Razzak A. Syed


Sent from my iPhone


On 22 Sep 2017, at 5:18 am, Mir Firoz Ahmad <mirahmadf@hotmail.com> wrote:

The following is for Mr. Barua.


I hope he will appreciate it and find his creator if he can only open his heart. Since he is trying to find his creator, here is a Hadith (saying of Prophet Muhammad - peace and blessing be upon him) that was given a poetic form by poet Abdul Quadir. Most of us know this poem from our childhood!


Abu Hurairah (may Allah be pleased with him) reported that the Messenger of Allah said:

Allah will say on the Day of Judgment, 'Son of Adam, I was sick but you did not visit Me.'

'My Lord, How could I visit You when You are the Lord of the Worlds?'

'Did you not know that one of My servants was sick and you didn't visit him? If you had visited him you would have found Me there.'


Then Allah will say, 'Son of Adam, I needed food but you did not feed Me.'

'My Lord, How could I feed You when You are the Lord of the Worlds?'

'Did you not know that one of My servants was hungry but you did not feed him? If you had fed him you would have found its reward with Me.'


'Son of Adam, I was thirsty, but you did not give Me something to drink.'

'My Lord, How could I give a drink when You are the Lord of the Worlds?'

'Did you not know that one of My servants was thirsty but you did not give him a drink? If you had given him a drink, you would have found its reward with Me.' 

(Al-Bukhari)

 

মানুষের সেবা

আবদুল কাদির

 

হাশরের দিন বলিবেন খোদা- হে আদম সন্তান

তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।

মানুষ বলিবে - তুমি প্রভু করতার,

আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার?

বলিবেন খোদা- দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে,

তারি শুশ্রুষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে।


খোদা বলিবেন- হে আদম সন্তান,

আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।

মানুষ বলিবে- তুমি জগতের প্রভু,

আমরা কেমনে খাওয়াব তোমারে, সে কাজ কি হয় কভু?

বলিবেন খোদা- ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,

মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।


পুনরপি খোদা বলিবেন- শোন হে আদম সন্তান,

পিপাসিত হয়ে গিয়েছিনু আমি, করাও নি জল পান।

মানুষ বলিবে- তুমি জগতের স্বামী,

তোমারে কেমনে পিয়াইব বারি, অধম বান্দা আমি?

বলিবেন খোদা- তৃষ্ণার্ত তোমা ডেকেছিল জল আশে,

তারে যদি জল দিতে তুমি তাহা পাইতে আমায় পাশে।


From: Mir Firoz Ahmad <mirahmadf@hotmail.com>
Sent: Wednesday, September 20, 2017 4:22 PM
To: bangladesh-progressives@googlegroups.com; nabdc@googlegroups.com; americanbangladeshi@googlegroups.com; Anis Ahmed; zainul321@yahoo.com
Subject: Re: {NA Bangladeshi Community} Re: &#2437;&#2472;&#2497;&#2468;&#2509;&#2468;&#2480; &#2474;&#2509;&# 2480;&#2486;&#2509;&#2472; !
 

If atheism is the absence of belief in a God or gods, then many Buddhists are, indeed, atheists.

Buddhism is not about either believing or not believing in God or gods. Rather, the historical Buddha taught that believing in gods was not useful for those seeking to realize enlightenment. In other words, God is unnecessary in Buddhism, as this is a practical religion and philosophy that emphasizes practical results over faith in beliefs or deities.


https://www.thoughtco.com/atheism-and-devotion-in-buddhism-449718


Why Mr. Barua is looking for স্রষ্টা ?  And why is he mocking those who believe in
স্রষ্টা ? To you is your way and to me is my way (deen).
 
One can compare the atheist to a man who is born blind and refuses to acknowledge the existence of light because he cannot perceive light. This blind man's very existence depends on light, yet his inability to perceive it allows him to deny what is so obvious to the sighted. No amount of rational argument, evidence, facts and proof will convince him because he has limited himself to trusting in his faulty perception.


Can a Muslim prove to an atheist or an infidel that God actually exists? As far as I know most atheists will argue that since they can't hear, see or feel God then He ...



From: 'zainul abedin' via Bangladeshi-Americans Living in New England <bangladeshiamericans@googlegroups.com>
Sent: Wednesday, September 20, 2017 2:42 PM
To: bangladesh-progressives@googlegroups.com; bangladeshiamericans@googlegroups.com; nabdc@googlegroups.com; americanbangladeshi@googlegroups.com; Anis Ahmed
Subject: Re: {NA Bangladeshi Community} Re: &#2437;&#2472;&#2497;&#2468;&#2509;&#2468;&#2480; &#2474;&#2509;&# 2480;&#2486;&#2509;&#2472; !
 

Salam,

Buddhism is not a religion based on - "স্রষ্টা" so  far I know. So is the "অনুত্তর প্রশ্ন !"

ZA


On Wednesday, September 20, 2017, 10:35:06 AM CDT, Anis Ahmed <anis.ahmed@netzero.net> wrote:


হাজার হাজার রহিংগা মুসলমান খুন ও নারীদের ধর্ষণ করে সজাতীয় খুনি ও সন্ত্রাসীদের এই সমর্থক এখন স্রষ্টাকে খুজসেন এবং কবিতার মাদ্ধমে অনুত্তর প্রশ্ন করে শান্তনার বাণী শুনাচ্ছেন।.....
 
http://content.time.com/time/subscriber/article/0,33009,2146000,00.html
It's a faith famous for its pacifism and tolerance. But in several of Asia's Buddhist-majority nations, monks are inciting bigotry and violence — mostly against Muslims

 
https://www.youtube.com/watch?v=GtAl9zJ3t-M
Watch Our Latest Documentaries: http://ajplus.co/ajplusdocsnew Buddhist monks were a symbol of hope and defiance during the dark years of Myanmar's military ...

 
http://world.time.com/2013/06/20/extremist-buddhist-monks-fight-oppression-with-violence/
The fault lines of conflict are often spiritual, one religion chafing against another and kindling bloodletting contrary to the values girding each faith ...

 


---------- Original Message ----------
Return-Path: bangladesh-progressives@googlegroups.com
 for <anis.ahmed@netzero.net>

(sender <bangladesh-progressives@googlegroups.com>);
Tue, 19 Sep 2017 19:13:22 -0700 (PDT)



অনুত্তর প্রশ্ন !
-সুহাস বড়ুয়া 
কোথায় থাকো স্রষ্টা তুমি? কোথায় তোমার বাড়ী ?
দেখতে তুমি কেমন প্রভু? পুরুষ কিংবা নারী ?
স্রষ্টা বলে জানে তোমায়, নানান ধর্ম - জাতে , 
বিশ্ব জুড়ে বিশ্বাসীরা ডাকছে দিনে রাতে!
তোমার কথা বলে গেলো মুসা, ঈসা, নবী !
কেউ দেখেনি তোমার কায়া, কেউ আঁকেনি ছবি !
ধর্ম লইয়া এলো প্রচারক দূত, পুত্র বলে ? 
ধর্মের  নামে ভাগ হয়ে গেলো মানুষেরা দলে দলে !
কেনো দিলে তুমি এতো প্রচারক? গ্রন্থ, গ্রন্থ,বাণী ? 
ধার্মিকেরা বাণী পড়ে পড়ে করে যায় হানাহানী ! 
তুমি জানি সদা সর্বজ্ঞ, সবার মন যে জানা ! 
ধর্ম দূতেরা ভুল করে যাবে, কেন করিলেনা মানা ? 
স্রষ্টা আছো ? কেমন আছো? কেউ ভাবে না যে তাহা ! 
তোঁমার কাছে চেয়েই গেলো, যার মন চায় যাহা।
কোথায় আছো স্রষ্টা তুমি, কোথায় দেখা পাই ?
বিশ্বাস ছাড়া, বিশ্বাস করা, অন্য পথ কি নাই?
বিশ্বাসে দেখি বিড়ম্বনা, বিশ্বাসী বিভ্রান্তে ! 
মতবাদে বিশ্বাসীরা, ধ্বংসের দ্বার প্রান্তে ?
 
 
 
 
 
 
  
 
 

 

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
* Disclaimer: You received this message because you had subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England". Any posting to this group is solely the opinion of the author of the messages to BangladeshiAmericans@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to BangladeshiAmericans@googlegroups.com.
To unsubscribe from this group, send email to BangladeshiAmericans-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/BangladeshiAmericans?hl=en ].

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladeshi-Americans Living in New England" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladeshiamericans+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to nabdc@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to nabdc@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+unsubscribe@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/nabdc.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.

---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] যে উৎসব সর্বজনীন - Women Chapter



যে উৎসব সর্বজনীন - Women Chapter

ইশরাত জাহান ঊর্মি: "আচ্ছা আপনারা নিজেদের সেক্যুলার বলে দাবি করেন, তাহলে বাতাসে পূজো পূজো গন্ধ কেন পান? কীভাবে পান? বাতাসে পূজো পূজো গন্ধ যদি পান, ঈদ নিয়া আপনাদের এতো ইচিং হয় কেন? আপনাদের সেক্যুলারিজম সব হিন্দু বা অন্য ধর্ম নিয়া। মুসলমান ধর্ম নিয়া আপনাদের এতো জ্বলে ক্যান?" -অনেকের মনের মধ্যে এই প্রশ্ন।

সারাদেশে ৩০ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে

জাগো নিউজ ডেস্ক
 জাগো নিউজ ডেস্ক
 প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

https://www.jagonews24.com/national/news/341359








__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: ক্যানাডায় মুসলিম ভেবে শিখকে গালি! ভাইরাল ভিডিও



Actually, Jagmeet did vote for Sharia law. And that was missing from the footage. The lady knew that he is a Sikh. So, it was not a mistake for her to confront Jagmeet about his vote.

2017-09-21 14:36 GMT-04:00 Jamal G. Khan <m.jamalghaus@gmail.com>:

ভাইরাল ভিডিও

মুসলিম ভেবে শিখকে গালি!

জাতিবৈচিত্র্যের এক অনন্য উদাহরণ ক্যানাডা৷ কিন্তু তাই বলে দেশটিতে যে জাতিবিদ্বেষ থেমে আছে, তা কিন্তু নয়৷ এবার এক মুসলিমবিদ্বেষী এক নারীর রোষের মুখে পড়তে হল ভারতীয় বংশোদ্ভূত এক শিখ ক্যানাডিয়ানকে৷

default

ফাইল ফটো

নিউ ডেমোক্র্যাটিক পার্টি বা এনডিপির বেশ জনপ্রিয় একজন নেতা জগমিত সিং৷ ভারতীয় বংশোদ্ভূত এই শিখ ক্যানাডিয়ান এখন এনডিপির শীর্ষ পদে 

যাওয়ার জন্য লড়াই করছেন৷ সেই প্রচারণার অংশ হিসেবে অন্টারিও-র এক অনুষ্ঠানে যোগ দেন জগমিত৷

কিন্তু শুরুতেই বাধে বিপত্তি৷ মাইক্রোফোন হাতে নিয়ে শব্দ পরীক্ষা করে বক্তব্য শুরুর আগেই তাকে পড়তে হয় জেনিফার নামের এক নারীর রোষে৷ 

নিজেকে একজন শিশু ও নারী অধিকারকর্মী হিসেবে পরিচয় দেন জেনিফার৷

মুখে দাঁড়ি এবং মাথায় পাগড়ি দেখে জগজিতকে মুসলিম ভেবে ভুল করেন তিনি৷ বারবার প্রশ্ন করছিলেন, ''তোমাদের এই শরিয়া আইনের শেষকোথায়?'' 

জেনিফার প্রশ্ন তুলছিলেন মুসলিম ব্রাদারহুড নিয়েও৷

জগমিতের সহকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ ডাকার হুমকি দেন জেনিফার৷ তবে জগমিত সিং জেনিফারের ভুল ভাঙানোর চেষ্টা 

করেননি৷ বরং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ''আমরা ঘৃণা দ্বারা প্ররোচিত হব না৷ এসময় পুরো হলজুড়ে একযোগে জগমিতের নির্বাচনি স্লোগান 

'ভালোবাসা এবং সাহস' বলতে থাকেন সবাই৷ এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ছেড়ে বের হয়ে যান জেনিফার৷

ঘটনার ভিডিও ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে উল্কার গতিতে৷ বিভিন্ন সংস্কৃতি বিষয়ে 'না জেনে' মন্তব্য করার 

জন্য অনেকেই সমালোচনা করেন জেনিফারের৷ কেউ কেউ অবশ্য 'আমি মুসলিম না' বললেই পারতেন জগমিত, এমনটাও মনে করছেন৷

ORIGINAL VIDEO: Is Canada Ready for Jagmeet Singh?


https://www.youtube.com/watch?v=j2onmR-oBIY

Jagmeet Singh "heckler": Her side of the story


http://www.dw.com/bn/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF/a-40615440

Rise Canada Throws Jennifer Bush Under The Bus - "She's Independent From The Group"

Jennifer Bush speaks at and feted by leading Jewish group JDL Canada

Racist white women asks for a white Doctor


Published on Jun 27, 2017

This incident happened in Mississauga Ontario. Racism is all over but lets not get hypocritical about it. My thoughts on this event.










__._,_.___

Posted by: DeEldar <shahdeeldar@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___