ইলিয়াস আলী সুস্থ আছেন: তারানা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপি দাবি করেছেন, এম ইলিয়াস আলী সুস্থ আছেন। তার নিঁখোজ হওয়ার ঘটনার পিছনের রহস্য উদঘাটন করে জনগণের সামনে তা প্রকাশ করা হবে। সবার জীবনের মূল্য আমাদের কাছে সমান।''
তিনি রাজধানীতে বাস চাপায় নিহত দুই সাংবাদিকের প্রাণ কেড়ে নেয়া বাসচালকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেছেন। তিনি বলেন, ''ঘাতক বাস চালকরা সেবক নয়, তারা ঘাতক- শুধুই ঘাতক।''
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 'একজন ইলিয়াস আলীর জন্য পাঁচটি জীবন নেয়া কতটা যৌক্তিক?' শীর্ষক মানববন্ধন করে সংগঠনটি।
নিঁখোজ বিএনপি নেতা ইলিয়া আলী প্রসঙ্গে তারানা হালিম বলেন, ''ইলিয়াস আলীকে উদ্ধারে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। তারপরেও বিএনপি এক জন ইলিয়াসের জন্য গাড়িতে আগুন দিয়ে পাঁচজন মানুষকে মেরেছে। ইলিয়াসের স্ত্রীর ন্যায় ওই সব সাধারণ মানুষদের স্ত্রীদের কান্নাও আমাদের আহত করে।''
তিনি বলেন, ''একজন ইলিয়াস আলীর জন্য সারাদেশ অচল করে দেয়া হবে। লাগাতার হরতাল দেয়া হবে। এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। যারা জনগণের জন্য রাজনীতি করেন বলে দাবি করেন তারা এমন কাজ কি করে করেন?''
ইলিয়াস আলী নিঁখোজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের সময় গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যাকারী পিকেটারদের আইনে সোপর্দ করার জন্য বিএনপির প্রতি আহাবন জানান তারানা হালিম এমপি।