Banner Advertiser

Monday, December 30, 2013

[mukto-mona] Directors Lab-Deadline Extended still January 8th 2014



NFDC LABS - Directing for Directors Lab. for  details www.nfdcindia.com



--
Mailers from Pocket Films reach out to over 65,000 entertainment industry professionals globally. To advertise through us contact us on info@pocketfilms.in

If you do not want to receive any more newsletters, this link

To update your preferences visit this link
Forward a Message to Someone this link



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ -১



রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩, ১৫ পৌষ ১৪২
১৬ ডিসেম্বর সোমবার আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দিনে পাকিস্তানের জাতীয় পরিষদে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করার মধ্য দিয়ে জংলী ও বর্বর পাকিস্তান রাষ্ট্রটি '৭১-এর যুদ্ধাপরাধীদের প্রকাশ্য সমর্থন দিয়ে আবারও প্রমাণ করল '৭১-এ বাংলাদেশের মুক্তিসংগ্রামে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সুনির্দিষ্টভাবে সংঘটিত করেছে। শুধু তাই নয়, এরকম একটি নিন্দা প্রস্তাব পাস করার মধ্য দিয়ে বিজয়ের দিনে তারা আবারও যে ত্রিশ লাখ বাঙালীর আত্মাহুতি আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছিল তাদেরই অপমানিত করল। '৭১-এর পরাজয়ের যে যন্ত্রণা ও প্রতিশোধপরায়ণতা তাদের রন্ধ্রে রন্ধ্রে ক্রিয়া করছে তারই প্রমাণ গত সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নিন্দা প্রস্তাব গ্রহণ। পররাষ্ট্র নীতির সকল শিষ্টাচার ভুলে গিয়ে বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের মাটিতে '৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে মন্তব্য ও নিন্দা প্রস্তাব পাস একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি শুধু হুমকিই নয়, চরম অবমাননারও বহির্প্রকাশ। পাকিস্তান সরকার '৭১-এর যুদ্ধাপরাধের জন্য কোনদিন ক্ষমা তো চায়ইনি বরং তাদের নির্লজ্জ কর্মকা-ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের সমর্থন করায় এবার পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আবারও সামনে চলে এসেছে। 
৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালীর শৌর্য, বীর্য আর অহঙ্কারের প্রতীক। দীর্ঘ ৯ মাস পাকিস্তানী বর্বর সামরিক বাহিনীর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পৈশাচিক বর্বরতা ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালী মরণপণ সংগ্রাম করেছে। ত্রিশ লাখ বাঙালীর আত্মাহুতি আর আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীন বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হলো বিশ্ব মানচিত্রে। শোষণ, শাসন আর নিপীড়নের বিরুদ্ধে '৪৭ সালের পর থেকে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছিল তার সফল পরিণতি ছিল মুক্তিসংগ্রামে বাঙালীর বিজয় এবং লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশের আবির্ভাব। এজন্য ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালী জাতির জনক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি । বাংলাদেশের মুক্তিসংগ্রামে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ এহেন কোন ভয়াবহ অপরাধ নেই যা তারা করেনি। খুন, ধর্ষণ, গণহত্যা, দেশান্তরিত, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন থেকে শুরু করে সব ধরনের পৈশাচিকতা চালিয়েছে বর্বর পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা। '৭১-এ সংঘটিত এই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার দীর্ঘদিন বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের উদ্যোগ নেয়া হলেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলে বিচার প্রক্রিয়া বন্ধ হয় এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তরা জেলখানা থেকে বেরিয়ে এসে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিপুলভোটে জয়লাভ করে ক্ষমতায় আসলে তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করে। ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধীর বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এবং ইতোমধ্যে বেশ কয়েক যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ফাঁসিসহ যাবজ্জীবন কারাদণ্ডের মতো রায় প্রদান করা হয়েছে ও যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় গত ১২ ডিসেম্বর রাত ১০টা ১ মিনিটে কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদর এই বিচার শুধু এশিয়া মহাদেশে নয় সারা পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। দীর্ঘদিন পরে হলেও কলঙ্ক মোচনের দায় ঘোচাতে বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করেছে, কিন্তু পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার এখনও শুরু করা যায়নি, এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার শুরু না হলে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বাঙালীর আত্মা শান্তি পাবে না ও নির্যাতিত দু'লাখ মা-বোনের ক্রন্দনও কোনদিন থামবে না এবং শহীদ ও নির্যাতিত মা-বোনের আত্মীয়স্বজনদের হৃদয়ের ক্ষতও কোনদিন শুকাবে না। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত যুদ্ধাপরাধ এবং যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টি বিশ্ববিবেককে নাড়া দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা, নিপীড়ন, নির্যাতন আর হাজার হাজার নারীর ওপর পৈশাচিকতা যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই জার্মানির ন্যুরেমবার্গ শহরে ১৯৪৫ সালের ২০ নবেম্বর নাৎসি জার্মানির প্রধান যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় যা ইতিহাসে ন্যুরেমবার্গ ট্রায়াল নামে পরিচিত। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সাম্রাজ্যের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত হয় দূরপ্রাচ্যের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল এবং টোকিওতে ১৯৪৬ সালের ৩ মে বিচার শুরু হয়। এই ট্রাইব্যুনাল বিশ্বে টোকিও ট্রাইব্যুনাল নামে পরিচিত। এভাবে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচারের বিষয়টি প্রথমবারের মতো বাস্তবতা লাভ করে। ১৯৪৯ সালের ১২ আগস্ট ৪টি জেনেভা কনভেনশন যা একটি মৌল নীতির ওপর ভিত্তি করে রচিত স্বাক্ষরিত হবার পর যুদ্ধের সময় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয় যা লঙ্ঘন যুদ্ধাপরাধেরই নামান্তর। সার্বিকভাবে বলা যায় এসব কনভেনশনে এমনসব বিধান অন্তর্ভুক্ত করা হয় যা কোন যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও জানমালের ক্ষতিকে যুদ্ধাপরাধের পর্যায়ে ফেলবে। এই ৪টি কনভেনশনে যুদ্ধে অংশগ্রহণকারীদের যুদ্ধ চলাকালে দায়িত্ব, কর্তব্য ও আচরণ স্থির করে দেয়। জেনেভা কনভেনশনের পক্ষরাষ্ট্রগণ সনদের এ ধরনের মারাত্মক লঙ্ঘনের জন্য দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান করতে পারে, সেটা হতে পারে যুদ্ধাপরাধের জন্য। জেনেভা কনভেনশনের আগে ১৯৪৮ সালে জেনোসাইড কনভেনশন নামে একটি কনভেনশন গৃহীত হয়, যেখানে গণহত্যার সুনির্দিষ্ট ও ব্যাপক সংজ্ঞা দেয়া হয় যাতে এ ধরনের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যায়। মানবতার বিরুদ্ধে অপরাধ সর্বপ্রথম সংজ্ঞায়িত করা হয় ন্যুরেমবার্গের মিলিটারি ট্রাইব্যুনালের চার্টারের ৬(সি) অনুচ্ছেদে। মানবতার বিরুদ্ধে অপরাধ হলো খুন, আটক, দীপান্তর এবং সিভিলিয়ানদের ওপর সংঘটিত অন্যান্য অমানবিক আচরণ। এ ধরনের অপরাধ যুদ্ধের সময় বা যুদ্ধের আগে যখনই সংঘটিত হোক না কেন যুদ্ধাপরাধ বলেই গণ্য হবে। (চলবে)

ড. এম. হাসিবুল আলম প্রধান
লেখক : সহযোগী অধ্যাপক,
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩, ১৫ পৌষ ১৪২


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] বেয়োনেটের খোঁচায় জিয়াই শুরু করেন রাজাকার পুনর্বাসন প্রক্রিয়া



মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩, ১৭ পৌষ ১৪২০

বেয়োনেটের খোঁচায় জিয়াই শুরু করেন রাজাকার পুনর্বাসন প্রক্রিয়া
পঁচাত্তরের এ দিনেই যুদ্ধাপরাধ বিচারের ৬৩ ট্রাইব্যুনাল বাতিল হয়েছিল
তপন বিশ্বাস ॥ পঁচাত্তর পরবর্তী সময়ে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন মেজর জেনারেল (অব) জিয়াউর রহমান। ১৯৭৫ সালে এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয়ার পর অন্য কোন সরকার আর এই বিচার কার্যক্রম চালাতে পারেনি। মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০০৯ সালে আবারও যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় কার্যকর হয়েছে। এ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে দেশজুড়ে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা নিয়ে নানান মিথ্যাচার করে চলেছে। ৩৭ হাজার যুদ্ধাপরাধীর মধ্যে ২৬ হাজারকে সাধারণ ক্ষমা করা হয়। বাকি ১১ হাজার যুদ্ধাপরাধী ক্ষমার আওতামুক্ত রয়ে যায়। সামরিক ফরমান জারির মাধ্যমে ১৯৭৫ সালের এই দিনে (৩১ ডিসেম্বর) মেজর জেনারেল(অব) জিয়াউর রহমান যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত ৬৩টি ট্রাইব্যুনাল বাতিল করে দেয়। এর মাধ্যমে মৃত্যদণ্ড প্রাপ্ত ২০, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬২ যুদ্ধাপরাধীসহ মোট ৭৫২ সাজাপ্রাপ্ত রাজাকারকে মুক্ত করে দেন। এর পরই শুরু হয় এ দেশে রাজাকার পুনর্বাসন কার্যক্রম।
রাজাকার পুনর্বাসনের প্রথম ধাপে শাহ আজিজকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। দ্বিতীয় সামরিক ফরমান দিয়ে সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে ধর্মীয় রাজনীতি তথা রাজাকারদের প্রকাশ্য রাজনীতির পথ উন্মুক্ত করেন। ফলে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দল প্রকাশ্য রাজনীতিতে আত্মপ্রকাশ লাভ করে।
১৯৭৫ সালের এই দিনে (৩১ ডিসেম্বর) বিচারপতি সায়েম এক সামরিক ফরমান বলে 'দালাল আইন, ১৯৭২' বাতিল করেন। একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচারে গঠিত সারাদেশের ৬৩টি ট্রাইব্যুনাল বিলুপ্ত করা হয়। একই সামরিক ফরমানে জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয়। এই দালাল আইন বাতিলের ফলে ট্রাইব্যুনালে বিচারাধীন সহস্রাধিক মামলা বাতিল হয়ে যায় এবং এ সকল মামলায় অভিযুক্ত প্রায় ১১ হাজার দালাল, রাজাকার, আলবদর, আল শামস মুক্তি পেয়ে যায়। এর মধ্যে ২০ মৃত্যুদ-প্রাপ্ত, ৬২ যাবজ্জীবন দ-প্রাপ্তসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৭৫২ যুদ্ধাপরাধীও মুক্তি পেয়ে যায় এবং যুদ্ধাপরাধের দায়ে দ-প্রাপ্ত রাজাকাররা বীরদর্পে মুক্ত হয়ে বেরিয়ে আসে।
প্রকৃতপক্ষে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীরা সাধারণ ক্ষমা ঘোষণার আওতাবহির্ভূত ছিল। ১৯৭৩ সালের ৩০ নবেম্বর সরকারী যে ঘোষণার মাধ্যমে সাধারণ ক্ষমা করা হয়েছিল তার মুখবন্ধে এবং উক্ত ঘোষণার ৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে, "যারা বাংলাদেশের দ-বিধি আইন, ১৮৬০ অনুযায়ী নিম্নবর্ণিত ধারাসমূহে শাস্তিযোগ্য অপরাধে সাজাপ্রাপ্ত অথবা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অথবা যাদের বিরুদ্ধে দ-বিধি আইন, ১৮৬০ এর অধীন নিম্নোক্ত ধারা মোতাবেক কোনটি অথবা সব অপরাধের অভিযোগ রয়েছে তারা এ আদেশ দ্বারা সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় পড়বেন না। এগুলো হলো- ১২১ (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানো); ১২১ ক (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ষড়যন্ত্র); ১২৪ ক (রাষ্ট্রদোহিতা); ৩০২ (হত্যা); ৩০৪ (হত্যার চেষ্টা); ৩৬৩ (অপহরণ); ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ); ৩৬৫ (আটক রাখার উদ্দেশ্যে অপহরণ); ৩৬৮ (অপহৃত ব্যক্তিকে গুম ও আটক রাখা); ৩৭৬ (ধর্ষণ); ৩৯২ (দস্যুবৃত্তি); ৩৯৪ (দস্যুবৃত্তির কালে আঘাত); ৩৯৫ (ডাকাতি); ৩৯৬ (খুনসহ ডাকাতি); ৩৯৭ (হত্যা অথবা মারাত্মক আঘাতসহ দস্যুবৃত্তি অথবা ডাকাতি); ৪৩৬ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে ক্ষতিসাধন); ৪৩৬ (বাড়ি ধ্বংসের উদ্দেশ্যে আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের ব্যবহার) এবং ৪৩৭ (আগুন অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে যে কোন জলযানের ক্ষতি সাধন অথবা এসব কাজে উৎসাহ দান, পৃষ্ঠপোষকতা বা নেতৃত্ব দেয়া বা প্ররোচিত করা)।
সাধারণ ক্ষমা ঘোষণার পর দালাল আইনে আটক প্রায় ৩৭ হাজার অভিযুক্ত দালাল আইন, ১৯৭২ সালে বাতিল হওয়ার পরও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ বিচারে রয়ে যাওয়া আরেকটি শক্তিশালী আইন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এ দুর্বল ভাষার ব্যবহার যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার বিলম্বের একটি কারণ। আইনটির ৬ ধারায় বলা হয়েছে "দ্য গবর্নমেন্ট মে, বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট, সেট আপ ওয়ান অর মোর ট্রাইব্যুনালস" অর্থাৎ সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে এই আইনের কার্যকারিতা। সরকার ইচ্ছা করলে সরকারী গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই উদ্দেশ্যে ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। কিন্তু এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ আইন শর্তসাপেক্ষে প্রণয়ন করার ফলে এর কার্যকারিতা দুর্বল হয়। যদি ট্রাইব্যুনাল গঠনের সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হতো তা হলে এটি বাস্তবায়নের ওপর গুরুত্ব বাড়ত। আইনটি কার্যকর বা বলবত করতে তারিখ দিয়ে যে সরকারী প্রজ্ঞাপন জারির প্রয়োজন ছিল ২০০৯ সালে বর্তমান সরকারের মেয়াদের আগে তা করা হয়নি।
১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন সামরিক সরকারের সময় প্রধান সামরিক আইন প্রশাসক ও পরবর্তীতে রাষ্ট্রপতি মেজর জেনারেল (অব) জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের শাসনামলে দালাল আইন, ১৯৭২ বাতিল করা হয়। এতে সাধারণ ক্ষমা ঘোষণার পরও দালাল আইনে আটক প্রায় ৩৭ হাজার যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর মধ্যে প্রায় ২৬ হাজার সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিতে পূর্বেই বেকসুর খালাস পেলেও সাধারণ ক্ষমা ঘোষণার আওতার বাইরে থাকা পূর্বোল্লিখিত গুরুতর কয়েকটি অপরাধে অভিযুক্ত ও আটক অবশিষ্ট প্রায় ১১ হাজার যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদেরও জেল থেকে বেরিয়ে আসার সুযোগ ঘটে। সে সময় এদের মধ্যে যেসব অভিযুক্ত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী বিচারের রায়ে ইতোমধ্যে সাজা ভোগ করেছিল তাদের মধ্যে কেউ কেউ স্বাধীনতার পর পঁচাত্তর পরবর্তী কোন কোন সরকারের শাসনকালে রাষ্ট্রদূত, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছে, যারা বাংলাদেশ নামে কোন ভূখ-ই চায়নি। 
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের উদ্দেশ্যে স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি তৎকালীন বঙ্গবন্ধু সরকার 'বাংলাদেশ দালাল আইন, ১৯৭২" প্রণয়ন করে এবং যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার কাজ শুরু করে। ১৯৭৩ সালে ৩০ নবেম্বর সাধারণ ক্ষমা ঘোষণার পূর্বে ১৯৭৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দালাল আইনে অভিযুক্ত ও আটক মোট ৩৭ হাজার ৪৭১ অপরাধীর মধ্যে ২ হাজার ৮৪৮ জনের মামলা নিষ্পত্তি হয়েছিল। এর মধ্যে দণ্ড প্রাপ্ত হয়েছিল ৭৫২ অপরাধী। বাকি ২ হাজার ৯৬ ব্যক্তি বেকসুর খালাস পায়। দ-প্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ড দেয়া হয় ২০ রাজাকারকে। পরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে এবং দালালির দায়ে অভিযুক্ত স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত কিংবা তাদের বিচার বা শাস্তি প্রদানের বিষয়টি ১৯৭৫ সালে সরকার পরিবর্তনের ফলে ধামাচাপা পড়ে যায়। ২০০৯ সালের আগে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর বিচারের আর কোন ঘটনা বাংলাদেশে ইতোপূর্বে ঘটেনি


যুদ্ধাপরাধী বিচার
সাক্ষীদের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন

ড. এম. হাসিবুল আলম প্রধান
লেখক : সহযোগী অধ্যাপক,
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩, ১৫ পৌষ ১৪২
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩, ১৬ পৌষ ১৪২
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩, ১৭ পৌষ ১৪২







__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] ‘ডেমোক্রেসি ফর মার্চের’ নেত্রী এবার দয়া করে ক্ষ্যামা দিন!!




মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩, ১৭ পৌষ ১৪২০

'ডেমোক্রেসি ফর মার্চের' নেত্রী এবার দয়া করে ক্ষ্যামা দিন!!
মাসুদা ভাট্টি
এ দেশে রাজ-নীতি করাটা যে কত সহজ এবং সে জন্য কোন প্রকার সৌজন্যবোধ থাকার যে কোনই প্রয়োজন নেই সে কথা বেগম খালেদা জিয়া আবারও প্রমাণ করে দিয়েছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যে ভাষায় কথা বলেছিলেন তাতে বোঝা গিয়েছিল যে, তিনি আসলে ক্ষমতার জন্য এতটাই লালায়িত হয়ে পড়েছেন, সামান্য বাচনভঙ্গিতেও ভদ্রতা বজায় রাখতে পারছেন না। তিনি যে ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেন এবং গোপালগঞ্জের নাম পরিবর্তন করার হুমকি দিলেন তাতে কেউ যদি মনে করেন যে, এই ভদ্র মহিলার আসলে দেশের মানুষকে দেয়ার কিছুই অবশিষ্ট নেই, তাহলে তাকে আমরা দোষ দিতে পারব না। তাকে এখন ক্ষমতায় বসিয়ে দিলেও তিনি সত্যিই দেশকে এবং দেশের মানুষকে কিছুই দিতে পারবেন না, কেবল তার দলের ক্ষমতা-বুভুক্ষ কিছু নেতাকর্মীকে সুযোগ করে দেয়া ছাড়া। হ্যাঁ, অবশ্যই এদেশে জামায়াতী রাজনীতিকে আবারও কেবল জায়গা করে দেয়া নয়, বরং বিএনপিকে কোরবানি দিয়ে জামায়াতকে তার জায়গা করে দেয়াও বেগম জিয়ার প্রাথমিক দায়িত্ব হবে ক্ষমতা পেলে। জামায়াত যদি সত্যি সত্যিই একটি রাজনৈতিক দল হতো তাহলে তারা নিঃসন্দেহে বেগম জিয়া ও তার দল বিএনপির জন্য একটি মনুমেন্ট তৈরি করত এবং সেখানে দিনের মধ্যে তিনবার ফুল চড়াত, বেগম জিয়া ও তার দলের এই ত্যাগের জন্য। কিন্তু সেটা তো বিএনপি এবং জামায়াতের ভেতর সম্পর্কের ব্যাপার, এদেশের মানুষ বিগত পাঁচ বছরে বেগম জিয়ার কাছ থেকে কী পেল আর ভবিষ্যতেই বা বেগম জিয়া এদেশকে কী দিতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়াটা জরুরী মনে করছি। 
আমার এই কলামের পাঠকদের অনেকেই হয়ত মনে করতে পারেন যে, বেগম জিয়া আসলে রাজনীতিতে এসেছিলেন আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর। আওয়ামী লীগের নেতৃত্ব যদি সে সময় অন্য কেউ নিত তাহলে আমরা বেগম জিয়াকে রাজনীতিতে দেখতাম না। তিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তার স্ত্রী হিসেবে তার আয়েশী জীবন কাটাতে পারতেন। মানুষের সঙ্গে চাকর-বাকরের মতো ব্যবহার তিনি কোত্থেকে অর্জন করেছেন সে প্রশ্ন করা যেতেই পারে কিন্তু সে জন্য আমি ঢালাওভাবে সেনা কর্মকর্র্তাদের স্ত্রীদের ওপর দায়ভার চাপাতে আগ্রহী নই। কিন্তু উচ্চ শিক্ষিত না হয়েও তীব্র সৌজন্যবোধ মানুষ অর্জন করতে পারে, এরকম ভূরি ভূরি প্রমাণ দেয়া সম্ভব। বেগম জিয়া সে পথ মাড়াননি বোঝাই যায়। তার দলের অনেক নেতাকর্মীই বলেছেন, তিনি মানুষের সঙ্গে কতটা দুর্ব্যবহার করেন। মানবিকবোধের কতটা অভাব হলে তিনি মহিলা পুুলিশের প্রতি ছুড়ে দেন এরকম ভয়ঙ্কর বাক্য। তিনি রাগ করতে পারেন, তাকে তার বাড়ি থেকে না বেরুতে দেয়ার বিষয়টি নিয়ে তিনি তর্ক করতে পারেন কিন্তু তাতে তার মানবিক চরিত্রের এই কলঙ্কময় দিকটি উন্মোচিত হবে কেন? তিনি সেগুলো তার শয়নকক্ষে রেখে এসে স্বাভাবিক সৌজন্যবোধের পরিচয় দিতে পারতেন মানুষের সঙ্গে আচরণে, কিন্তু তিনি সেটি করেননি। তিনি কথা বলেছেন, কলতলার ভাষায়। যে ভাষায় কোন সুস্থ, স্বাভাবিক মানুষ কথা বলা তো দূরের কথা, এরকম কথা শুনতে পর্যন্ত চাইতে পারেন বলে বিশ্বাস করা দায়। 
আচ্ছা না হয় বাদ দিচ্ছি ভাষা ব্যবহার কিংবা দুর্ব্যবহারের কথা। বেগম জিয়ার রাজনীতিরই বা হাল-হকিকত কি? তিনি বার বার দেশের জনগণকে ডাকছেন, তার পক্ষে দাঁড়াতে। জনগণের ভেতর তার সমর্থক অংশও চাইছে সুষ্ঠু রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতে। কিন্তু বিএনপির প্রোগ্রামে অংশ নিতে আসা মানুষগুলোকে দায় নিতে হচ্ছে জামায়াত-শিবিরের সৃষ্ট সহিংসতার। তারা হয়ত এসেছে পল্টনে কিংবা সোহ্রাওয়ার্দী উদ্যানে বেগম জিয়ার বক্তৃতা শুনতে কিন্তু সে রাতেই জামায়াত-শিবির পুলিশ পুড়িয়ে মারছে কিংবা রেললাইন উপড়ে ফেলছে অথবা দেদারছে গাছ কাটছে আর মানুষ জনবিদ্বেষী হিসেবে চিহ্নিত করতে বিএনপি-কর্মীদের, যারা শুধুই বেগম জিয়ার নির্দেশে ঢাকায় এসেছিল। দিনের পর দিন এভাবে অভিযুক্ত হওয়ার ফলে তারা এখন আর সে দায় নিতে চাইছে না। যে কারণে বেগম জিয়ার ২৯ তারিখের ডাকে কেউ সাড়া দেয়নি। অনেকে হয়ত বলবেন যে, সরকার বাধা দিয়েছে বলে সারাদেশ থেকে কেউ ঢাকায় আসতে পারেনি। মেনে নিচ্ছি সে কথা, সরকার বাধা কোন্কালে দেয়নি? কোন্ রাজনৈতিক প্রোগ্রামটি এদেশে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পালিত হতে পেরেছে? আমরা স্মরণ করতে পারি ২০০৬ সালের অবরোধের কথা, যখন এক দিনেই গ্রেফতার করা হয়েছিল আট হাজার নেতাকর্মীকে। কিন্তু তারপরও ঢাকায় অবরোধ হয়েছিল, সমাবেশ করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে অন্য রাজনৈতিক দলগুলো। কিন্তু বিএনপি নেত্রীর ডাকে গতকাল ঢাকায় একটা চিল-কাকও এল না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, প্রেসক্লাব আর হাইকোর্টের ঘটনা দিয়ে কেউ যদি কালকের রাজনীতিকে বিশ্লেষণ করতে চান তাহলে তিনি দুটো বড় ভুল করবেন। এক. প্রেসক্লাব রাজনীতির জায়গা নয়, কিন্তু তাই বলে সেখানে কেউ হামলা করবে সেটাও মেনে নেয়া যায় না, তা সে যতই ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামুন না কেন; দুই. একই কথা হাইকোর্টের ক্ষেত্রেও প্রযোজ্য, নারী আইনজীবীকে রাস্তায় ফেলে পেটানোয় কোন বীরত্ব নেই, নেই কোন রাজনীতিও। কিন্তু এই দুই জায়গাই যে ঢাকা নয়, আর বেগম জিয়া এখানেই কেবল সমাবেশ ডাকেননি, ডেকেছিলেন নয়াপল্টনে তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। কিন্তু সেখানে কাউকে উপস্থিত না পেয়ে কুমিল্লা থেকে আসা এক ছাত্রদল কর্মীর 'গ্যাংনাম স্টাইলের নাচ' জাতিকে স্তম্ভিতই করেছে শুধু, কার্যত কোন রাজনৈতিক ফলাফল তাতে আসেনি। 
২৯ তারিখ সকাল থেকেই বেগম জিয়া এই নামছেন, সেই নামছেন বলে মিডিয়াতে সংবাদ প্রকাশিত হচ্ছিল। কিন্তু সকাল থেকে তিনটে অবধি জাতিকে অপেক্ষা করিয়ে বেগম জিয়া বাগানে নামলেন এবং সামনেই পুলিশের সঙ্গে ঝগড়া করে আবার বাড়ি ফিরে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যে, 'ডেমোক্রেসি ফর মার্চ' চলবে, তিনি আজকেও অর্থাৎ সোমবারেও তার সমাবেশের ডাক অব্যাহত রাখলেন। তার আগের দিন অবশ্য তিনি ভিডিও-বার্তায় বলেছিলেন, তিনি উপস্থিত না থাকলেও যেন সমাবেশ চলে। কই তার দলের নেতাকর্মীরা তো সে কথা শোনেনি। এমনকি তার ভারপ্রাপ্ত মহাসচিবকেও কাল কোথাও কেউ দেখেনি। আর তার সঙ্গী জামায়াত কী করেছে? তার হয়ে মালিবাগে পুলিশের সঙ্গে লড়েছে এবং সেখানে লাশ পড়েছে, যা হয়ত সংখ্যায় আরও বেশি বিএনপি নেত্রীর কাম্য ছিল। এখন আর দু'একটি লাশ দিয়ে রাজনীতি হয় না। কমপক্ষে দশাধিক লাশ লাগে। কিন্তু কাল সেটি সম্ভব হয়নি সরকার তথা শান্তিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে। আমি জানি না, কাল যদি বিএনপি নেত্রীকে এবং বিরোধী দলকে ঢাকায় আসার অবাধ সুযোগ দেয়া হতো তাহলে কী হতো? আমাদের সামনে তো উদাহরণ রয়েছে ৫ মে'র। হেফাজত মতিঝিলের কী অবস্থা করেছিল? কালকে হয়ত তার চেয়েও খারাপ অবস্থা হতো এবং তারপর কল্পিত লাশের সংখ্যা গুনতে গুনতে জাতির নাভিশ্বাস উঠত। জাতিকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য পুলিশ বাহিনীকে অবশ্যই একটি ধন্যবাদ দিতে হবে। জনগণের জানমাল রক্ষাই যদি তাদের প্রাথমিক দায়িত্ব হয়ে থাকে তাহলে তারা গতকাল তা পালনে সার্বিক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং আমি নিশ্চিত যে, অতীতের চেয়ে অনেক বেশি তারা জনসমর্থনও পেয়েছে কাল। কালকে অপর যে সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সামনে তা হলো, বিএনপির প্রত্যক্ষ মদদ না পেলে জামায়াত-শিবির বড় কোন নাশকতা ঘটাতে পারে না। কালকে যেহেতু রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল না সেহেতু জামায়াত-শিবির কোন নাশকতা ঘটাতে পারেনি। 
কিন্তু যে প্রশ্নটি শুরুতেই তুলেছিলাম তা হলো, বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতায়, বিএনপি নামক রাজনৈতিক দল কিংবা তার নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকাটি আসলেই কি? সরকারের ব্যর্থতা দিয়ে বিরোধী দলের জনপ্রিয়তা যাচাই হয় এবং এদেশে একবার এ-দল, আরেকবার ও-দল, এই চিন্তাভাবনার বাইরে দাঁড়িয়ে যদি কেউ বিশ্লেষণ করতে চান বিএনপি ও বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে তাহলে কতটা আশাবাদী হতে পারেন? কালকে 'ডেমোক্রেসি ফর মার্চ' যেভাবে ব্যর্থ হলো এবং একে যারা আসলেই রাজনৈতিক-সার্কাস মনে করছেন তাদের সকলেই আওয়ামী লীগের রাজনীতি করেন, সেটা ভাববার কোন কারণ নেই। সুতরাং, বিএনপি এবং বেগম জিয়াকে বিষয়টি মাথায় রাখতে হবে যে, শুধু গণমাধ্যমের শিরোনামে থাকলেই বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন হয় না, জনগণের কাতারে না দাঁড়াতে পারলে তাকে বিরোধী দল হিসেবে মানুষ মানবে কেন? সংসদে পারেননি, রাজপথেও পারেনি- এখন বেগম জিয়া বেছে নিয়েছেন ভিডিও-বার্তাকে, তাও সেই গণমাধ্যম নির্ভরতা এবং আরও বিশেষভাবে বললে কেবল টেলিভিশনকেই বেগম জিয়া রাজনীতির জায়গা মনে করছেন। কিন্তু কালকে টেলিভিশনের কল্যাণেই মানুষের প্রতি বেগম জিয়ার তীব্র অপমানকর ভূমিকাটি প্রত্যক্ষ করেছে মানুষ। আর ওদিকে গোটা দেশ পরিণত হয়েছে জামায়াত-শিবিরের কল্যাণে বার্ন ইউনিটে। দুঃখজনক সত্য হলো, এদেশে বুদ্ধিজীবীরা সরকারের ব্যর্থতা নিয়ে নর্তন-কুর্দন করেন ঠিকই কিন্তু বিরোধী দল হিসেবে বিএনপি তথা বেগম জিয়া এই ব্যর্থতা নিয়ে কোন বিশ্লেষণের দিকে যান না। গণমাধ্যমও কেবল সংবাদ প্রকাশ এবং টকশোর নামে এক ধরনের আপাতত দায় মিটিয়ে দায়িত্ব শেষ করছে। অথচ আজকে বিএনপি যে, নিজেকে বিলিয়ে দিয়ে জামায়াতের জন্য রাজনৈতিক ভবিষ্যত তৈরি করে দিচ্ছে এবং তা যে কোনভাবেই বাংলাদেশের জন্য শুভ ফল বয়ে আনবে না সে বিষয়ে আমাদের কমই নজর পড়ছে। অথচ এই মুহূর্তে এটিই প্রধানতম প্রশ্ন হিসেবে উচ্চারিত হওয়া প্রয়োজন যে, বিএনপি এবং বেগম জিয়ার এই রাজনীতি এদেশে আর প্রয়োজন আছে কিনা? এখানে কেউ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ধূয়া তুললে তাকে বলব তিনি প্রশ্নটিই বোঝেননি। কারণ, বিএনপি চিরদিন বিরোধী দলে ছিল না, চিরদিন হয়ত থাকবে না। কিন্তু আগামীতে যদি এই দলটি সরকার গঠনের সুযোগও পায় তাহলেও দেশ তাদের কিংবা বেগম জিয়ার কাছ থেকে কী পেতে পারে, তা নিয়ে কথা না বললে, আমাদের ভবিষ্যতকেই নাশকতার ভেতর ফেলা হবে। 
সবার আগে যে কথাটি আমাদের দলমতনির্বিশেষে সকলেরই দৃঢ়ভাবে উচ্চারণ করা প্রয়োজন, তা হলো, বেগম জিয়া এবার ক্ষান্ত দিন। অনেক তো হলো। রাজনীতির নামে, অবরোধের নামে, হরতালের নামে আমাদের তো কম দেখালেন না। মার্চ ফর ডেমোক্রেসি হয়ে গেল 'ডেমোক্রেসি ফর মার্চ।' এবার একটু থামেন। আপনিও বিশ্রাম নিন। জনগণও একটু নিঃশ্বাস ফেলুক। গোটা বছরটাই তো জনগণ আপনার জন্য বলি দিল, বছরের শেষটা এবং আগামী বছরের শুরুটা এবার আপনি জনগণকে দিন দয়া করে। আর এর মাঝে আপনিও না হয় চিন্তা করে দেখুন, আগামী বছরে কী নতুন রাজনীতি আপনি ও আপনার দল জনগণকে দিতে পারবেন। জনগণ শ্বাস নিতে ভুলে গেছে, দোহাই আপনার, এবার তাদের শ্বাস নেয়ার ব্যবস্থা করে দিন। 

ঢাকা ॥ ৩০ ডিসেম্বর, সোমবার ॥ ২০১৩ ॥
masuda.bhatti@gmail.com

RbKÉ


Ô†W‡gv‡µwm di gv‡P©iÕ †bÎx Gevi `qv K‡i ¶¨vgv w`b!! :gvmy`v fvwÆ





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

Re: [mukto-mona] Christmas' Pagan Origins



I know. Dr. Rahman wrote to me and accused me too. I have replied with some points. Let me see how he responds. I will request him to write to the whole Muktomona group. I have trust in him. I asked about historicity of Prophet Adam and construction by him the mosque. I have also asked how much it was feasible that Abraham went to Mecca to reconstruct the mosque. Moreover I asked him for his opinion on whether a great discipline like Islamic History should be less comprehensible to non-Muslims. Let us wait to see his valued comments on these issues. 

Let me tell you one thing. Study of history can be painful. Any kind of emotion or preconception (for example, hatred towards or blind love for Islam) can be damaging when it comes to study Islamic History. We need to be objective. 

Sent from my iPhone

On Dec 29, 2013, at 11:54 PM, QR <qrahman@netscape.net> wrote:

 

Mr. QR has now taken a communalist turn. He has now an absurd proposition: Islamic history to a Muslim and a non-Muslim may not be same!

>>>>>>>>>> NO. I reluctantly decided to lecture some of you (Who are acting like a spoiled kid in this forum) about being RATIONAL.

It is very LOGICAL/RATIONAL to think that, a common Muslim will have a little more knowledge about Islam than an average non-Muslim. Similarly a common non-Hindu would most likely know less than a Hindu person about Mahabharat.

I also reluctantly wanted to remind you that, I do not have unlimited time for silly people who have nothing better to do.


He is now playing a trick

>>>>>>>>> Member Rahman will be answering to this very SILLY statement. However I do not think I have the power to play "Tricks" on anyone. Playing games or tricking people comes easily to those who aim to do such things with others.


Shalom!


-----Original Message-----
From: Kamal Das <kamalctgu@gmail.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sun, Dec 29, 2013 4:53 pm
Subject: Re: [mukto-mona] Christmas' Pagan Origins

 
Most of Islamic history has been constructed by people who are not Muslims. Hence the opinion of a blockhead does not matter. 

Sent from my iPad

On Dec 29, 2013, at 8:59 PM, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:

 
Mr. QR has now taken a communalist turn. He has now an absurd proposition: Islamic history to a Muslim and a non-Muslim may not be same! He is now playing a trick to have Dr. Anisur Rahman whom I consider to be a free thinker on his side on this issue. I will earnestly request Dr. Rahman to make a comment on this. 


Sent from my iPhone

On Dec 29, 2013, at 4:37 AM, QR <qrahman@netscape.net> wrote:

 
Dear members,

I was talking to member Anisur Rahman (Who probably has a little more knowledge of Islamic history).

Now, we were talking about RELIGIOUS history!!

So it is ONLY natural (And LOGICAL) both (RELIGION and HISTORY) will come up in the conversation. I do understand coming from non-Muslim background, some of you do not understand some of these established facts. It is OK with me and I am only trying to share information about it. I have no intention to convert you here.

So take whatever make sense to you and you are welcome to disagree with the rest.

I do not have unlimited time to walk you through maturity with some of you and I am comfortable with that!!

May peace be unto all of you.



-----Original Message-----
From: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sat, Dec 28, 2013 8:43 pm
Subject: Re: [mukto-mona] Christmas' Pagan Origins

 
Look, any logical argument you would like to make with this QR will only bound to end up like the one that you are having right now. It is obscene and absurd without any limit. This man world knowledge does not go beyond his book and its some outrageous interpretations. He has been serving the forum with these idiotic answers without any critical thinking or analysis. Just simply ignore this man if you can as suggested by Dr. Das. Thank you.
-SD

 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Saturday, December 28, 2013 7:34 PM, Subimal Chakrabarty <subimal@yahoo.com> wrote:
 
Mixture of history and myth make it difficult to filter the real truths. Was Prophet Adam the first Man? If he was, when and where was he born? Was technology advanced enough at that time to build a mosque? 

Where was Abraham born? In present time Iraq! About 2000 years before Christ was born? Is there any historical evidence that he went to Mecca to reestablish the mosque? What was the time gap between the first construction and the reconstruction? 

History must not be replaced with faith. 

Sent from my iPhone

On Dec 26, 2013, at 4:36 AM, QR <qrahman@netscape.net> wrote:

 
Thank you for sharing.

 understand where you are coming from.

Actually a little more context is important to get the whole picture. According to some theologians The Masjid at Mecca was established by prophet Adam (PBUH). Later Abraham and his son Ishmael (PBUT) re-established it.  Both were well known for being strict monotheist. Later pagans took over the holy mosque and had some of the original practices (Like tawaf ) within that practice. In fact some of them used to be absolutely NUDE while doing that tawaf as well. Muslim historians noted that part as well.

Here is a little bit on it from an article....


Hajj and its rites were first ordained by Allah in the time of the Prophet lbrahim [Abraham] and he was the one who was entrusted by Allah to build the Kaba - the House of Allah - along with his son Ismail [Ishmael] at Makkah. Allah described the Kaba and its building as follows:
"And remember when We showed Ibrahim the site of the [Sacred] House [saying]: Associate not anything [in worship with Me and purify My House for those who circumambulate it [i.e. perform tawaaf] and those who stand up for prayer and those who bow down and make prostration [in prayer etc.]."
[Surah Al-Hajj 22:26]

Prophet Muhammad (PBUH) established the original way of worshiping Allah (SWT) as envisioned by his forefather Abraham (PBUH). Jewish theologians considers Abraham as the "Originator" of Judaism (Which preached strict monotheism like Islam).

Therefore, calling hajj "Originated" from pagan origin is inaccurate but it was intended by our spiritual father Abraham to be worshiped to ONE TRUE GOD only. 

Therefore, I think re-prasing it would be more accurate. While it is true pagans took over the holy masjid at Mecca but they did not "Originate" the rituals of hajj, rather hajj rituals carries many original instructions of propohet Abraham (PBUH) even today.

Islam originated with the base ideal of monotheism and anyone who feels it's otherwise may miss the foundation of Islam (Thinking Islam ever allowed or accepted any concept about making partners with our Creator).

My two cents.....

Shalom!



-----Original Message-----
From: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Wed, Dec 25, 2013 10:01 pm
Subject: Re: [mukto-mona] Christmas' Pagan Origins

 
On page 187 of the 'A History of God' by Karen Armstrong, she said, I quote, "In 630 the city of Mecca opened its gates to Mohammad who was able to take it without bloodshed. In 632, shortly before his death, he made what has been called the Farewell Pilgrimage in which he Islamised the old Arabian pagan rites of the hajj and made this pilgrimage, which was so dear to the Arabs, the fifth pillar of the religion." 

Remember that there were a large number of pagans in Arabia at that time and accepting pagan rites in Islam was to encourage them to the new religion, Islam. The Jews, however, stuck steadfastly to their religion. Even then quite a few Jewish rites had been assimilated in Islam, when Mohammad went to Medina to escape Qurayshi persecution of Muslims in Mecca.

I hope this will satisfy you. 

- Anis Rahman


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'পতাকানুভূতি ও চেতনা '

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'পতাকানুভূতি ও চেতনা '

কয়েক মাস আগে মুক্তমনায় একটি
লেখায় মন্তব্যের থ্রেডে জাতীয়
পতাকার অবমাননা নিয়ে একটা
বিতর্ক হয়েছিলো। সেই সময়ে
জামাত-শিবির দেশের দেশের
কোনখানে জাতীয় পতাকা পোড়ানোতে
অনেকে খুব উজ্জীবিত হয়ে
উঠেছিলো। স্বাধীন দেশে এতোবড়ো
একটা তীব্র অপমান সহ্য না করতে
পেরে কীবোর্ড আর ব্লগে ঝড় তুলে
ফেলেছিলো চেতনাধারীরা। সে
সময়ে আমি মন্তব্য করেছিলাম যে
একজন মুক্তমনা কখনোই [...]

You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=38871

You received this e-mail because you asked to be notified when new updates are
posted.

Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।



------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
http://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] RE: "কেউ রাস্তায় নামেনি" Yellow Journalism by 'Goghonno Konttho'



Zainul Bhai:
I agree but with little apprehension. BNP could do and/or intended do better in their movement, because the party does not give the leadership to Goondas Goondies.
What I have ovserved that BNP does not give the leaderships to the 'GYandis' (Goondas and Goodies), like BAL gives. Rather, BNP gives leaderships to the 'Gyanis' in general.
Movement like (BAL's movement) can not be produced with quality leadership. BAL makes movement with tyrranical leadership.
Just take some samples in Bangladesh as well as in other countries where BNP and BAL works and the qualities of leadership they have. Also look at the supporters. 
In a place Boston also leaderhips of BAL is ..... In New York same. In Washington same.
In Bangladesh; Gonobhabhan same. In each and every moholla, gram, thana, district, or even in Supreme Court they are all same. Just look Apu Ukil, Justice Babu (murder case ashami-later pardoned before justice got fionalized).
 
Hussaini Shahadat Suhrawardy
Boston/Washingto DC

 

Date: Mon, 30 Dec 2013 12:04:36 -0800
From: zainul321@yahoo.com
Subject: Re: "কেউ রাস্তায় নামেনি" Yellow Journalism by 'Goghonno Konttho'
To: shahadathussaini@hotmail.com; md.uddin@comcast.net; khabor@yahoogroups.com; alochona@yahoogroups.com; chottala@yahoogroups.com; mukto-mona@yahoogroups.com; bangladesh-progressives@googlegroups.com; saokot_nccbl@yahoo.com; neawamileague@gmail.com; farzana.ahmed48@yahoo.com; bazlul@yahoo.com; farida_majid@hotmail.com; kazi4986@yahoo.com; manik195709@yahoo.com; diagnose@yahoogroups.com; salimafsar@gmail.com; alapon@yahoogroups.com; baainews@yahoogroups.com; farzanamitu2003@yahoo.com; abhuiya@comcast.net; rezaulkarim617@gmail.com; aleem53@yahoo.com; khanboston@gmail.com; shahadathusaini@hotmail.com; mohiuddin@netzero.net; syed.aslam3@gmail.com

Salam, Shahadat bhai,

Your comment on yellow journalism is OK, but it should also be Great SHAME on the easy-going BNP leaders. They like "comfortable jailing" more than movement. None of them was arrested from the  meeting or procession. They are good in "hiding" with compliance of restrictions! They are asking people of the districts/rural areas to come to Dhaka to rescue them!

Where are their leaders, workers, supporters of Dhaka city of 15 million? If the movement worked in 1980s, if it does not work now, they should change the mode.

Where are Aman-Kaman, Anny-Ranni of BNP (all are now "Fulley-Tetala). People of Bangladesh has a bad "Nasib" that they have been making sacrifices for these "Full-Babu" leaders!

Khaleda Zia should make herself "Osthayee" (Acting) Chair too! If she could have inspired people in 1980s, why can she not do that now?  At that time she came down to the street facing all barricades!

Are they now waiting for a MUA, or Amrica? That will not happen any more. Amrica/Urupa/India did that election of 2008 by plan. They are all birds of the same feather, till now.

BNP/Khaleda look like betraying the sacrifices and support of the people of Bangladesh through their apparent inactivity and ineffective activities.

Hasina has not called people from districts to show her power in Dhaka in her 2006 Machete Movement/Killings." It was the supporters/workers of Dhaka who executed her order.

I am sorry to tell all these truths!


Zainul


From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>
To: Nakib Uddin <md.uddin@comcast.net>; "khabor@yahoogroups.com" <khabor@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>; chottala yahoogroups <chottala@yahoogroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>; bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>; saokot hossain <saokot_nccbl@yahoo.com>; neawamileague NE <neawamileague@gmail.com>; Farzana Ahmed <farzana.ahmed48@yahoo.com>; Bazlul Wahab <bazlul@yahoo.com>; farida <farida_majid@hotmail.com>; Zainul Abedin <zainul321@yahoo.com>; "kazi4986@yahoo.com" <kazi4986@yahoo.com>; "manik195709@yahoo.com" <manik195709@yahoo.com>; diagnose <diagnose@yahoogroups.com>; Salim Afsar <salimafsar@gmail.com>; alapon yahoo <alapon@yahoogroups.com>; Bangladesh American <baainews@yahoogroups.com>; farzana Mitu <farzanamitu2003@yahoo.com>; Akram Bhuyian <abhuiya@comcast.net>; Rezaul Karim <rezaulkarim617@gmail.com>; Mohammad Aleem <aleem53@yahoo.com>; khan boston <khanboston@gmail.com>; Shahadat Hussaini <shahadathusaini@hotmail.com>; Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>; syed aslam <syed.aslam3@gmail.com>
Sent: Monday, December 30, 2013 11:20 AM
Subject: "কেউ রাস্তায় নামেনি" Yellow Journalism by 'Goghonno Konttho'

Nakib please forward it to Bangladeshi googlegroups owner Nazrul
 
১৮ দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচী ॥ কেউ রাস্তায় নামেনি
০ খালেদা বাসা থেকে বের হতে পারেননি
০ বিএনপিপন্থী সাংবাদিকদের মিছিলের চেষ্টা ও আওয়ামী লীগের মিছিলের ওপর ঢিল এবং শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি
০ তিন বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সহসভাপতির নেতৃত্বে সুপ্রীমকোর্টে জাতীয়তাবাদী আইনজীবীদের মিছিল
 
 
"কেউ রাস্তায় নামেনি" Yellow Journalism by 'Goghonno Konttho'
 
রিপোর্ট টা হবার কথা 'কাউকে রাস্তায় নামতে দেওয়া হয়নি'




__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] সুপ্রিমকোর্টে ফের হামলা : আইনজীবীদের দিকে ঢিল ছুঁড়ে মারেন অপু উকিলসহ কর্মীরা



Shaheen/Masum, please forward it to Bangladeshi googlegroups.

সুপ্রিমকোর্টে আওয়ামী যুবলীগের ফের হামলা : আইনজীবীদের দিকে ঢিল ছুঁড়ে মারেন অপু উকিলসহ কর্মীরা

স্টাফ রিপোর্টার
একদিন পরই সুপ্রিমকোর্টকে ফের কলঙ্কিত করল ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যবলীগ। মহিলা যুবলীগ নেত্রী অপু উকিলের নেতৃত্বে যুবরীগের সশস্ত্র সন্ত্রাসীরা শতশত পুলিশের উপস্থিতিতে সুপ্রিমকোর্টে ঢুকে আইনজীবীদের ওপর বর্বর হামলা চালান। সুপ্রিমকোর্টের ভেতরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আইনজীবীরা। অপু উকিল আইনজীবীদের অশ্রাভ্য ভাষায় গালিগালাজ করেন। একজন মহিলা এমপির মুখের ভাষা শুনে স্তম্বিত হয়ে যান সিনিয়র আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে আইনজীবীরা বার সমিতি ভবন থেকে একটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টোর মুল গেটের দিকে আসে। গেট আগে থেকেই বন্ধ থাকায় তারা গেটের সামনে এসে বিক্ষোভ করেন। এসময় রাজধানীর মত্স ভবন এলাকা থেকে লাঠি ও ইটের টুকরাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে যুব মহিলা লীগের একটি মিছিল হাইকোর্টার সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। মিছিল থেকে যুব লীগের সন্ত্রাসীরা আইনজীবীদের জুতা দেখায়। এক পর্যায়ে তারা আইনজীবীদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বেশ কিছু সময় সংঘর্ষ চলে। অপু উকিল পুলিশের উপস্থিতিতেই আইনজীবীদের দিকে উপর্যপুরি ঢিল ছুঁড়ে মারেন। যুবলীগের মহিলা কর্মীদের অশ্রাভ্য গালিগাজাল ও চিত্কার চেঁচামেচি উপভোগ করেন পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই সেখানে লাঠি ও ব্যানার নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ, মত্সা লীগ, প্রজন্ম লীগসহ বিভিন্ন সংগঠন। তারাও ঢিল মারতে থাকেন আইনজীবীদের দিকে। পুলিশ আগের দিনের মতো সুপ্রিমকোর্টের প্রধান গেটটি খুলে না দেয়ায় কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে তারা এ এলাকা ত্যাগ করেন। আইনজীবীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ঢিল ও নাজেহাল করার দৃশ্যটি প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে থেকে দাঁড়িয়ে উপভোগ করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামছুল ইসলাম। বিক্ষুব্ধ আইনজীবীরা তার কাছে গিয়ে তাদের ওপর সরকার দলীয় ক্যাডারদের হামলার বিষয়ে অভিযোগ করেন। আইনজীবীরা সুপ্রিমকোর্টের পবিত্র রক্ষার জন্য রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করলে জবাবে তিনি বলেন, আমরা কি করব? আমাদের কিছুই করার নেই। তার এ মন্তব্যের পর আইনজীবীরা বলেন, সুপ্রিমকোর্ট কি প্রতিবন্ধী হয়ে গেল?
আইনজীবীদের ওপর যুবলীগের মহিলা কর্মীদের হামলার বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আকতারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কখনোই ভিন্নমতকে সহ্য করতে পারে না। একদলীয় স্বৈরাচারী বাকশালী শাসনের স্বাদ জাতি এখন উপভোগ করছে। দুই দিন ধরে আওয়ামী লীগ ও তাদের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করছে অথচ সুপ্রিমকোর্ট প্রশাসন নির্বিকার। অতীতেও আওয়ামী লীগ সুপ্রিমকোর্টের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল। গত ২৯ তারিখ রোববার ইতিহাসের বর্বরোচিত ঘটনার জন্ম দিয়েছে সরকার। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা করে মহিলা আইনজীবীদের বেধড়ক পিটিয়েছে। বিশ্ববাসী আওয়ামী সরকারের বাকশালী চরিত্র দেখতে পেয়েছে।


__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

RE: [mukto-mona] NaMo Vs Kejriwal



Sankar da, here's an excerpt from an Indian Muslim blogger/journalist . . . ~ ~ Happy New Year ~ ~ Farida



I have been pondering over the step to form an NGO " Wakf Protection and Restoration Movement " and formation of a new political party to work for bringing in changes in the system and make such institutions which are better equipped and sensitive to Human Rights of the citizens.I will appeal to persons wanting to help me bring these changes contact me on my mail ID siddiquiahmedsohail@gmail.com .


Kerjriwal and Anna Hazare biggest threat to Human Rights


The Aam Admi Party plank is straight out of the World bank Agenda blue print to capture third world countries economies. The  World has been financing Kejriwal owned NGO's and has given him the services of Awas.org which has promoted him through emails and social media campaigns of India against corruption.The world over fights in name of corruption such as those launched by Kejriwal and Anna Hazare are sponsored by World Bank [IMF] to maintain their grip on the economies of such countries.This writer during the Anna Kejriwal movement had exposed the link between Anna,Kejriwal team with Dr.Manmohan Singh a former World Bank employee.


The sudden upstaging of these people on Indian political scene and now evident with Kejriwal even leading his Aap to form government in National capital Delhi and his attempts to capture India have begum in the name of giving corruption free government. But even a layman can mark that the Multinational corporate's which are behind Kejriwal and Anna Hazare cannot hide their open affiliations.Thus any amount of claims among the innocent youth who have been trapped by surrendering to their imagination of wanting removal of corrupt politicians all over India and replace the system with corruption free politicians cannot work until the corrupt Business houses to leave the scene.It is here that Kejri and Anna Hazare is in fix as they are the indirect products of Big Multinationals controlling World Bank Agenda and IMF. The other hidden agenda and strength of Kejriwal and Anna Hazare is support from RSS cadre through slogans with communal history " Bharat Mata Ki Jai" and "Vande Mataram".


RSS Game


Again the RSS with its surrendering Swadeshi Agenda during Vajpayee tenure is using Kejriwal to invite Global Zionist Multinational companies like Walmarts to loot India and let RSS implement its non-inclusive Agenda through Kejriwals by keeping the BJP and Congress out of power.The other option open before RSS is to blindly support Modi fascism backed by Desi corporations afraid of foreign competition and non-protective regimes.The Ambani's,Tata's,Goenka's,Birla's etc have had thousands of crores of subsidies and protection with out giving any products of international order.They have progress only because of protections from the ruling parties as I call them Brahman parties,Brahman governments and Brahman Business houses.[ NDA and UPA ].




From: subimal@yahoo.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sun, 29 Dec 2013 16:28:54 -0800
Subject: Re: [mukto-mona] NaMo Vs Kejriwal

 

SankarDa

I understand a very little of Indian politics which is multi-layered and multidimensional. I don't know much about the new leader Kejriwal either. While I will have my finger crossed that the Indian voters reject Modi in the upcoming election, I will also not rely too much on this "show-off" type of leaders. Kejriwal reminds me of Mamata Banerjee who lives in her old cheap private house. She does not care about her own body guards. Is Poschimbongo better off today corruption-wise and law and order situation wise? My friends and relatives living in this province are not happy with the current administration. As people originally from Bangladesh we are not happy either. 

I guess it is impossible to do any thing for the country or the province unless you have a set of honest and forward looking cadres.  

I hope you will correct me if I am wrong. 



On Sunday, December 29, 2013 8:35 AM, Sankar Kumar Ray <sankarray62@rediffmail.com> wrote:
 

Prajatantra Vs Rajashahi :: Arvind Kejriwal Vs Narendra Modi

By Mukul Sinha 29 Dec 13 (http://www.truthofgujarat.com/prajatantra-vs-rajashahi-arvind-kejriwal-vs-narendra-modi/)
Scene (1): One elected Chief Minister arrives in a Metro rail without any guards trailing him. Lakhs of people spontaneously gather at Ramleela maidan to cheer their own leader who takes his oath in the name of the people. The massive celebration is organized with virtually no expenditure..
Scene (2): A Prime Ministerial candidate arrives in a helicopter in Mumbai and lands in the University campus, in violation of the orders of the Vice Chancellor, surrounded by 108 gun totting black cats. Eleven special trains and hundreds of bus brings few lakhs cheer-leaders to the venue for whom five lakh food packets had been prepared to supply them sufficient energy to hail their Hitler. The magnum show costs the promoters of the party in excess of 25 crores..
Since 1947, people of India have been thirsting to see the scene described in Scene (1); for 66 years however the feudal-capital nexus has promoted the autocratic culture of performing raj-abhisheks that over-awes the common masses and profiles the leader as a "King". Let us salute Kejriwal and his team for at least conjuring the image of a Republic that we had forgotten!
For the last four years, a national conspiracy is being hatched to foist a corporate sponsored stooge as the leader of the country. The task had become rather easy after the Congress led UPA exposed their corrupt underbelly and went into a free fall. In this vacuum, BJP funded by the corporate houses could trumpet their chosen leader who could satisfy the demands of both the domestic as well as global corporates. In absence of any other visible alternative, the juggernaut of the right wingers was dangerously moving towards Delhi. But suddenly Delhi itself has given them the biggest jolt.
The sudden metamorphosis that we see in the politics of Delhi is indeed miraculous. The subjective factors had ripened to the extent where the people were willing to risk a completely untested political outfit than surrender to BJP or Congress. More than the concerted efforts of Kejriwal and his team, it is the collective consciousness of the Delhites that has led to this unusual upheaval.
We at TruthOfGujarat believe that this is the first awakening towards a genuine Prajatantra (Democracy) within ofcourse the bourgeois frame work. We got our freedom at the stroke of the midnight hour but we now have a Republic in broad daylight – let us rejoice this day in the defense of democracy.



 
 


Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___