Banner Advertiser

Saturday, December 27, 2014

[mukto-mona] রাষ্ট্র ও রাজনীতি - তারেকের পাণ্ডিত্য ও রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি



রাষ্ট্র ও রাজনীতি

তারেকের পাণ্ডিত্য ও রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি

মইনুল ইসলাম | আপডেট:  | প্রিন্ট সংস্করণ
Like

অলংকরন: মাসুক হেলালতত্ত্বাবধায়ক সরকারের ছদ্মবেশে আড়াল থেকে গেড়ে বসা ২০০৭-০৮ সালের সামরিক শাসকদের কোপানলে পড়ে তারেক রহমান গ্রেপ্তার হয়ে যৌথ বাহিনী পরিচালিত টর্চার সেলে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন, ফলে বেশ কিছুদিন তাঁর চলৎশক্তি রহিত হয়েছিল এবং তাঁকে হুইলচেয়ারের আশ্রয় নিতে হয়েছিল। ওই অবস্থায় সমঝোতার মাধ্যমে চিকিৎসার জন্য প্যারোলে তাঁকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই সময় ছেলের শারীরিক অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত খালেদা জিয়া তারেক রহমান রাজনীতিতে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।


কিন্তু, গত ছয় বছর রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে তারেক রহমানই যে বিএনপির রাজনীতির নেপথ্যের প্রধান কুশীলবের ভূমিকা পালন করে চলেছেন, সেটা না বোঝার কারণ নেই। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিপ্লবের কল্যাণে বিএনপির কর্মকাণ্ড পরিচালনা তাঁর জন্য একেবারেই সহজসাধ্য হয়ে গেছে। জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণের যে ফর্মুলাটি জাতিসংঘের দূত তারানকোর মধ্যস্থতায় শেষ পর্বের আলোচনার দুই পক্ষের প্রতিনিধিদের সম্মতি পেয়ে গিয়েছিল, সেটা তারেকের ভেটোর কারণেই খালেদা জিয়া বাতিল করে দিয়েছিলেন। ফলে, আলোচনা ভন্ডুল হয়ে গিয়েছিল এবং একতরফা নির্বাচনের সুযোগ পেয়ে গিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।


যেনতেনভাবে ওই নির্বাচনটা করে ফেলতে পারায় আওয়ামী লীগ জনপ্রিয়তা হারানোর বিপর্যয় সামলে উঠেছে। বরং, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এক বছর ধরে বিএনপি হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে। কারণ, ওই নির্বাচন মহাজোট সরকারকে 'পপুলার লেজিটিমেসি' দিতে না পারলেও সাংবিধানিক বৈধতার দৃষ্টিকোণ থেকে এই সরকারকে 'অবৈধ' বলার যুক্তি নেই। খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির নেতারা ও তাঁদের সমর্থক বুদ্ধিজীবীরা যতই এ ব্যাপারে 'অবৈধ' বলে গলাবাজি করুন না কেন, তাতে তেমন সাড়া মিলছে না। ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচার–প্রক্রিয়া নিয়ে কালক্ষেপণের ধারাবাহিকতা থেকে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে যে জামায়াত-শিবিরকে রাজপথের তাণ্ডব থেকে বিরত রাখার জন্য আদালতের রায় বাস্তবায়নের তুরুপের তাসটিকে ব্যবহার করা হচ্ছে। ফলে, বিএনপির আন্দোলনের তর্জন-গর্জন মাঠে মারা যাচ্ছে। এমনকি ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজপথের আন্দোলন-সংগ্রাম জমিয়ে তোলার যে প্রস্তুতি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০-দলীয় জোট গ্রহণ করছে, সে ব্যাপারেও জনগণ আশাবাদী হওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না।


এই প্রেক্ষাপটে তারেক রহমান লন্ডন থেকে একের পর এক শব্দবোমা ফাটিয়ে চলেছেন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা ধরনের অভিনব ও কষ্টকল্পিত অপব্যাখ্যা হাজির করার মাধ্যমে। এই পাণ্ডিত্য জাহিরের উদ্দেশ্যই হলো ইচ্ছাকৃতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উসকানিমূলকভাবে আক্রমণ করে শেখ হাসিনাকে খেপিয়ে দেওয়া। এই সুপরিকল্পিত চরিত্র হনন ও 'হেইট ক্যাম্পেইনের' ধুরন্ধর চাল লন্ডনে তারেককে ঘিরে থাকা পরামর্শদাতা যাঁর মাথা থেকেই আসুক, সেটা যে ওই দুরভিসন্ধি পূরণে বিলক্ষণ সফল হচ্ছে, তা বোঝাই যাচ্ছে! এই সুচতুর চাণক্যচাল বারবার শেখ হাসিনাকে প্ররোচিত করছে মিডিয়ার সামনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে পাল্টা গালাগালির টার্গেটে পরিণত করতে। এর সর্বশেষ এপিসোড হলো বঙ্গবন্ধুকে রাজাকার, পাকিবন্ধু, শখের বন্দী ঘোষণা করে তারেক রহমানের ফতোয়া এবং তার জবাবে শেখ হাসিনার জানোয়ার, কুপুত্র, শকুনি ইত্যাকার গালাগাল। এসব ক্রুদ্ধ প্রতিক্রিয়ার জবাবে খালেদা জিয়া আবার শেখ হাসিনাকে উপদেশ খয়রাত করেছেন বাক্সংযমের চর্চা করতে। তিনি তাঁর পুত্রের কোনো দোষই খঁুজে পেলেন না, বরং বললেন, ওগুলো নাকি তারেক রহমানের গবেষণালব্ধ তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রদত্ত রাজনৈতিক বক্তব্য। উপরন্তু, সাধু সেজে তিনি জানিয়ে দিলেন এ কে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সব সমালোচনার ঊর্ধ্বে রাখতে অনেক আগে তিনি যে প্রস্তাব দিয়ে চলেছেন, তাতে শেখ হাসিনা সাড়া দিচ্ছেন না। সাধারণ মানুষকে খুশি করার জন্য খালেদা জিয়ার এই মোক্ষম চালটি সফল হতেও পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আপাতদৃষ্টিতে তাঁর 'মাসুম প্রস্তাবটিকে' ঝালাই করলে এর অন্তর্নিহিত আসল মরতবাটি খোলাসা হয়ে যাবে। নিচের ব্যাখ্যাটা দেখুন:
শেরেবাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র নামে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মওলানা ভাসানী—এই জাতির ইতিহাসের তিনজন মহানায়ক। তাঁদের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের কোনো কোনো পর্যায়ে তাঁদের বেশ কিছু ভুলত্রুটি থাকলেও এ দেশের জনগণের প্রাণপ্রিয় নেতা হিসেবে তাঁদের অবস্থান সব বিতর্কের ঊর্ধ্বে থাকবে। তাঁরা তিনজন বঙ্গবন্ধুরও নেতা ছিলেন; তাঁদের স্নেহধন্য ছিলেন তিনি। পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসনের ইস্যুতে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট তাদের ২১ দফার নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে যে বিপুল গণরায় অর্জন করেছিল, তার ঐতিহাসিক রূপকার এই তিনজন জননায়ককে বিতর্কের টার্গেটে পরিণত করে কোনো মহল খুব বেশি সুবিধা আদায় করতে পারবে না। শেরেবাংলা ও সোহরাওয়ার্দী যথাক্রমে ১৯৬২ ও ১৯৬৩ সালে মৃত্যুবরণ করায় বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁদের প্রত্যক্ষ নেতৃত্ব প্রদানের সুযোগ ঘটেনি। মওলানা ভাসানী সর্বপ্রথম ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানকে প্রয়োজনে 'আসসালামু আলাইকুম' জানানো হবে বলে যে হুংকার দিয়েছিলেন, তার কৃতিত্বও কেউ ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছে বলে জানা নেই। কিন্তু, ১৯৬৬ সালে ছয় দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বশাসনÿক্ষমতা অর্জনের সংগ্রাম তুঙ্গে পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাসংগ্রামের একক মহানায়কে পরিণত হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন না যে আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে অন্তরীণ থাকা অবস্থায় তিনিই তাঁর নেতা মওলানা ভাসানীকে আওয়ামী লীগের কয়েকজন নেতা-নেত্রীর মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন আগরতলা মামলার বিরুদ্ধে গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য। মওলানা ভাসানী নেতৃত্ব গ্রহণের পাশাপাশি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ সংগ্রামে অবতীর্ণ হওয়ায় দ্রুত জনগণ আন্দোলনে শরিক হয়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি আসাদের হত্যাকাণ্ড এবং ২৪ জানুয়ারি মতিউরসহ কয়েকজন শহীদের শাহাদতের পথ ধরে ১৬ ফেব্রুয়ারি গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়। বিশেষত, গণ-অভ্যুত্থানে মওলানা ভাসানীর ঘেরাও এবং জ্বালাও-পোড়াও কৌশল ক্ষমতাসীন আইয়ুব খানের স্বৈরশাসনের ক্ষমতার ভিতকে তছনছ করে দিতে সমর্থ হওয়ায় ২১ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল করে পরদিন ২২ ফেব্রুয়ারি সব অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডাকসুর সহসভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়ার প্রস্তাব করলে ওই ঐতিহাসিক জনসভার লাখো লাখো মানুষ দুই হাত তুলে ওই প্রস্তাব অনুমোদন করে। এভাবেই শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে' পরিণত হয়েছিলেন। ১৯৭৮ সালে জন্মগ্রহণকারী বিএনপির ইতিহাসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে অপমান করার ধৃষ্টতা দেখানো কি স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করা নয়?


যখন তাঁকে 'জাতির পিতা' অভিহিত করা হয়, তখন এই সত্যটিকেই স্বীকৃতি দেওয়া হয় যে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা ঘোষণার দ্বারপ্রা‌েন্ত নিয়ে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধের নয় মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও বঙ্গবন্ধুর নামেই এ দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারের ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবই বাংলাদেশ রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণাকেই বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তখন ২৫/২৬ মার্চের রাতের ঘটনা-ঘোষণা ইত্যাদি নিয়ে বিতর্ক ছিল না। আর, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন মর্মে একটা সাইক্লোস্টাইল করা লিফলেট ২৬ মার্চ সকালে চট্টগ্রামের রাজপথে বিলি করা হয়েছে; আন্দরকিল্লার নজীর আহমদ চৌধুরী রোডে আমি নিজেও ওই লিফলেট পেয়েছি। স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত বঙ্গবন্ধু কর্তৃক ২৬ মার্চের এই স্বাধীনতা ঘোষণা এ দেশের সংবিধানের মূল ভিত্তি। পণ্ডিতপ্রবর তারেক রহমান এসব ভালোভাবে জানেন, তাঁর জ্ঞানপাপী উপদেষ্টারাও জানেন। এতদ্সত্ত্বেও যদি ইচ্ছাকৃতভাবে তারেক রহমান প্রলাপ বকে বঙ্গবন্ধুকে হেয় করতে উঠেপড়ে লেগে থাকেন এবং খালেদা জিয়া 'গবেষণালব্ধ তথ্য' বলে তাঁর পণ্ডিত ছেলের ঔদ্ধত্যকে উৎসাহিত করেন, তাহলে বলতেই হবে, খালেদা জিয়া নিজেও একদল জ্ঞানপাপীর খপ্পরে পড়েছেন।


২৫ মার্চ রাতে মেজর জিয়ার নেতৃত্বাধীন অষ্টম বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামের ষোলশহরের ক্যাম্পে বিদ্রোহ করে পাকিস্তানি সামরিক অফিসারদের হত্যা করে কালুরঘাট রোড ধরে বোয়ালখালী-পটিয়ার দিকে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তাঁদের ওই অবস্থান থেকে ২৭ মার্চ মেজর জিয়াকে কিছু সেনাসহ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের নিরাপত্তা বিধানের অনুরোধ জানিয়ে নিয়ে আসা হয়েছিল। আর বেতার কেন্দ্রের সংগঠকদের অনুরোধে সাড়া দিয়ে ২৭ মার্চ সন্ধ্যায় মেজর জিয়া তাঁর বিখ্যাত স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন।


কিন্তু, প্রথম ঘোষণাটি বঙ্গবন্ধুর পরিবর্তে নিজের নামে দেওয়ায় যখন চারদিক থেকে প্রবল আপত্তি ওঠে, তখন ঘোষণাটি পরিবর্তন করার জন্য উপস্থিত কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধুকে সুপ্রিম লিডার হিসেবে স্বীকৃতি দিয়ে পঠিত ওই পরিবর্তিত ও পরিমার্জিত ঘোষণাটিই এখন ইতিহাস। এটাই সত্য।


স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু, মওলানা ভাসানী ও জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা যেহেতু পারস্পরিক বিরোধিতাপূর্ণ ধারায় প্রবাহিত হয়েছিল, তাই সে ব্যাপারে রাজনৈতিক বিতর্ক ও পাল্টাপাল্টি বক্তব্য থাকতেই পারে। কিন্তু, দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে স্বাধীন বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। খালেদা জিয়া ও তারেক রহমান যদি এটুকু মেনে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে কাদা-ছোড়াছুড়ি থেকে জনগণ পরিত্রাণ পাবে।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

http://www.prothom-alo.com/opinion/article/409045/ তারেকের-পাণ্ডিত্য-ও-রাজনৈতিক-কাদা-ছোড়াছুড়ি

ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিরোধ করবে 'গণহত্যা-নির্ঘণ্ট'
  • প্রকাশনা উৎসবে এইচটি ইমাম
স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে কটূক্তি করে, ইতিহাস নিয়ে যারা মন্তব্য করার ধৃষ্টতা করে তারা হলো রাষ্ট্রদ্রোহী, কুলাঙ্গার। তাদের শাস্তি হওয়া উচিত। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলার মানে শহীদদের, নিপীড়িত, নির্যাতিতদের অপমান করা। যারা এই ধৃষ্টতা করেছে বা করে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া উচিত। এমনকি ... বিস্তারিত
২৮/১২/২০১৪         দেখা হয়েছে ৪৩৯১ বার         মন্তব্য  টি



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!



Manik is a chamcha. 

Sent from my iPad

On Dec 28, 2014, at 12:32 AM, "'mahfuzur@aol.com' mahfuzur@aol.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 

   I, like Mr. Manik,wish the Prime Minister well. May she live long. Many in the country share his wish. However, in his enthusiasm he has overlooked an obvious implication of his statement.
   He says, the Prime Minister has survived repeated attempts on her life because Allah Almighty always keeps her fully bestowed with His rahmat. This should lead one to wonder about the fate of her father, Bangabandhu Sheikh Mujibur Rahman who was brutally murdered. Does it then not follow that Bangabandhu did not have Allah's rahmat on him?
   One should avoid saying things without thinking of their implications. An uncritical mind is a dangerous thing to possess. This also suggest that we must not use religion for purposes other than the purely spiritual and personal. In particular, religion should be off-limits to politics. Sadly, in Bangladesh there are all too many minds such as Mr. Manik's.    
 
Mahfuzur Rahman  
 
 
-----Original Message-----
From: Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sat, Dec 27, 2014 11:32 am
Subject: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 


On Saturday, December 27, 2014 9:13 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন , তাহাজ্জুত সহ পাঁচ ওয়াক্ত নামাজ পরেন , তার হাতে দেশ নিরাপদ থাকবে না তো কার হাতে থাকবে ? জননেত্রী যথার্থই বলেছেন 'শকুনির দো'আয় গরু মরে না' ! আল্লাহ সুবহানু তা আলার অশেষ রহমত আপনার উপর আছে বলেই বার বার অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। দেশের উন্নতির জন্য , দেশের মানুষের ভালোর জন্য 'আপনার সরকার বার বার দরকার' ! আপনি সুস্থ থাকুন , দীর্ঘ জীবন লাভ করুন।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
 





__._,_.___

Posted by: Kamal Das <kamalctgu@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] খোলা চোখে :ধন্যবাদ, ড্যান মজীনা



Yes, I agree with Subimal Chakrabarty that Dan Mozena, the ex-US Ambassador to Bangladesh, was really a good man and felt for the country. If he really likes the country, he can help it from the USA exerting his influence. I feel that he will remain as a good friend of Bangladesh.
In this respect, I remember that during the Pakistani time, Mr Azam Khan came as the Governor of East Pakistan. Normally Governors were chosen by the Pakistani regimes to exploit the province as much as possible for the benefit of West Pakistan. But Azam Khan felt for the people of East Pakistan and helped them in every possible way. When he was recalled prematurely because he became 'too native', the people wept when a farewell was given to him. I, as a college student, went to his farewell at the Governor's house and he met many of us.

- AR   

From: "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, 27 December 2014, 1:41
Subject: Re: [mukto-mona] খোলা চোখে :ধন্যবাদ, ড্যান মজীনা

 
One very general question: how to react if a foreign diplomat becomes nosy in the internal affairs of the country or takes side with a particular political party or political group? Is there any reason to believe that a diplomat is naive? Expulsion of diplomats is not an uncommon thing in the arena of foreign relations. Without pointing my finger to Dan Mozena who seems to be good man and a true friend of the people of Bangladesh hopefully without any political bias, I will reflect on the roles of the American Ambassadors during 1971 and 1975. I believe every country has the right to keep an eye on the suspicious activities, if any, of the foreign missions. The government must ensure that sovereignty and the other interests are not at stake. 


Sent from my iPhone

On Dec 26, 2014, at 6:56 PM, 'Jamal G. Khan' M.JamalGhaus@gmail.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com> wrote:

 

খোলা চোখে

ধন্যবাদ, ড্যান মজীনা

হাসান ফেরদৌস | আপডেট: ০০:১১, ডিসেম্বর ২৭, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
ঢাকার রিকশাকেও পছন্দ করেছিলেন ড্যান মজীনা l ছবি: ডেইলি স্টারের সৌজন্যেবাংলাদেশের এক জ্যেষ্ঠ মন্ত্রী ঠাট্টা করে তাঁকে নাম দিলেন 'কাজের মেয়ে মর্জিনা'। জবাবে তিনি বললেন, 'ধন্যবাদ, বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।' এ দেশের মানুষকে তিনি বললেন পরিশ্রমী, সৃজনশীল, উদার ও উদ্যোগী।
আমাদের প্রধানমন্ত্রী বললেন, আমেরিকাকে আমাদের প্রয়োজন নেই। জবাবে মজীনা বললেন, আমেরিকার কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র। সন্ত্রাসবাদ দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এক কলাম লেখক বললেন, 'এখন মানে মানে সরে পড়ো, তাহলে আপদ বিদেয় হয়।' জবাবে তিনি বললেন, 'যাওয়ার আগে আমার চোখ জলে ভরে আসছে। আমি আবার ফিরে আসব।'
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজীনা এভাবেই আমাদের কূটনৈতিক শিষ্টাচার শিক্ষা দিলেন। কোথাও কারও নাম উচ্চারণ করেননি, কারও দিকে আঙুল তুলে দেখাননি। কিন্তু আমাদের বুঝতে বাকি রইল না তাঁর শ্রদ্ধামিশ্রিত এই বিনম্র বক্তব্যের মধ্যে কতটা শ্লেষ আছে।
কূটনীতি বরাবরই আচারনির্ভর। ডেল কার্নেগির একটা খুব বিখ্যাত উদ্ধৃতি হলো, কথা বলতে গিয়ে কোনো কথা না বলার নাম কূটনীতি। যেকোনো পেশাদার কূটনীতিকই এই নিয়মের সঙ্গে পরিচিত। আমাদের পেশাদার কূটনীতিকেরাও এই আচারসর্বস্বতার সঙ্গে সম্যক পরিচিত। সমস্যা হলো, কূটনীতির অ-আ-ক-খ এর সঙ্গে পরিচিত নয়, বাংলাদেশে এমন কর্তাব্যক্তিরা কূটনৈতিক বিষয়ে নাক গলাতে ভালোবাসেন। ওয়াশিংটনে বাংলাদেশের একজন উচ্চপদস্থ কূটনীতিক আমাকে দুঃখ করে বলেছেন, 'আমরা দিনের পর দিন পরিশ্রমের পর সব যখন গুছিয়ে আনি, দেশের এক কর্তা তখন এমন কিছু বলে বসেন যে মনে হয়, দুগ্ধপাত্রে এক ফোঁটা চনা ছড়িয়ে দেওয়া হলো। এর ফলে সব যে বিফলে গেল তা হয়তো নয়, কিন্তু সমস্যা দাঁড়ায়, স্টেট ডিপার্টমেন্ট থেকে এসব বক্তব্যের ব্যাখ্যা যখন জানতে চাওয়া হয়, আমাদের বলার কিছু থাকে না।'
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই কিছুটা গোলমেলে। তাতে অবশ্য এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন বা বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণ সহযোগিতা সমস্যার সৃষ্টি করেনি। বস্তুত, আমেরিকা এখন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। সামরিক ও কৌশলগত প্রশ্নেও আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। সন্ত্রাস আমাদের দুই দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারত, যার সঙ্গে আমেরিকার নিকট সম্পর্ক রয়েছে, সে-ও সন্ত্রাস প্রশ্নে আমাদের দুই দেশের নিকট সমন্বয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে। ফলে নিজের স্বার্থেই আমেরিকার সঙ্গে আমাদের মিত্রতা বজায় রাখা প্রয়োজন। প্রায় আড়াই লাখ বাঙালি এখন আমেরিকায়। তঁাদের স্বার্থরক্ষায়ও আমাদের প্রয়োজন আমেরিকার বন্ধুত্ব।
তার মানে এই নয়, ড্যান মজীনা অথবা যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমাদের অসন্তোষ থাকতে পারে না। একাত্তরের কথা আমরা ভুলে যাইনি, ভুলে যাইনি চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় আমেরিকার বৈরী মনোভাব। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর পুরোনো অভ্যাস আমেরিকা এখনো ত্যাগ করেনি। বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদের বোম্বেটেপনার সঙ্গেও আমরা পরিচিত। এসব বিষয়ে আমরা সমালোচনা করি, করব। কিন্তু এর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে অশালীন ভাষায় কটাক্ষ করা বস্তুত শুধু আমাদের কূটনৈতিক শিষ্টাচারের অভাবের কথা মনে করিয়ে দেয় তা–ই নয়, আমাদের গ্রাম্যতারও প্রমাণ রাখে।
দেশের কর্তাব্যক্তিরা মুখে যা-ই বলুন, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে তাদের চেয়ে বেশি আগ্রহ অন্য কারোর নয়। তা না হলে দেশের দুই প্রধান দলই নিজেদের পক্ষে আমেরিকায় লবি করার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতেন না। আমেরিকার প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আরজি নিয়ে কূটনীতিকদেরও দেনদরবার করতে হতো না। এই আরজির ফলে কোনোরকমে তিন মিনিটের জন্য তাঁদের কারও সঙ্গে দেখা হলো, তো সে ছবি চৌদ্দবার দেখানো হয় শুধু এ কথা বোঝাতে যে আমেরিকার কর্তাব্যক্তিদের তাঁরা চেনেন।
শুধু আমেরিকা নয়, পৃথিবীর সব দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রাখা দরকার। মতবিরোধ যদি থাকে, তো কূটনীতিকের কাজই হলো পর্দার অন্তরালে থেকে সে মতবিরোধ মিটিয়ে ফেলা বা নিদেনপক্ষে দূরত্ব কমানো। দূরত্ব আছে জেনেই আমরা সার্ক সম্মেলনে যাই, যৌথভাবে আলোচনায় বসি, তার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করি। সমস্যা থাকলে তা যাতে বিস্ফোরণের আকার না নেয়, সে
জন্য দেনদরবার করি পর্দার অন্তরালে থেকে। এই পর্দার অন্তরাল থেকে কাজ করেই আমরা আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষাজনক সাফল্য অর্জন করেছি। তার সাম্প্রতিক প্রমাণ আন্তপার্লামেন্টারি পরিষদে আমাদের প্রার্থীর সভাপতির মর্যাদা লাভ অথবা জাতিসংঘের ৪০টির মতো ফোরামে আমাদের সদস্যপদ অর্জন। এসব প্রতিটি কূটনৈতিক সাফল্যের পেছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম। এই কাজটা শুধু পেশাদার কূটনীতিকদের একার নয়। দেশের রাজনৈতিক নেতৃত্বও তাতে নানাভাবে সাহায্য করতে পারে। নিদেনপক্ষে তারা যা করতে পারে তা হলো, মুখের ওপর একটু লাগাম বেঁধে রাখা।
মুখের ওপর এই লাগাম সাঁটার ব্যাপার শুধু কূটনৈতিক কারণেই প্রয়োজন নয়। সাধারণ শিষ্টাচারের জন্যও দরকার। জাতি হিসেবে আমাদের সম্মিলিত ব্যবহারের মাত্রা বেঁধে দেন দেশের নেতা-নেত্রীরা। তাঁরা যে ভাষায় কথা বলেন, সেটাকে 'স্ট্যান্ডার্ড' ভেবে অন্যরা তা অনুকরণ করে। সাংবাদিক বা টক শোর বাচাল বিশেষজ্ঞরা তো আছেনই। আমাদের ছেলেমেয়েরাও তাঁদের দেখেই শেখে কোন ভাষায় কথা বলা বোধ হয় বিধিসম্মত। এখন বলুন, আইন পরিষদে সাংসদেরা অথবা রাজনৈতিক সভায় নেতা-নেত্রীরা যে ভাষায় একে অন্যকে সম্বোধন করেন, আপনার সুপুত্রটি যদি সে ভাষায় আপনার মুখের ওপর কথা বলে, তাহলে আপনার কেমন লাগবে?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান নিজে যদিও কূটনীতির ব্যাপারে সাফল্যের শ্রেষ্ঠ উদাহরণ নন, কূটনীতি বিষয়ে তাঁর একটি কথা অমর হয়ে আছে। নিজ দেশের কূটনীতিকদের তিনি পরামর্শ দিয়েছিলেন, অন্যের পা মাড়াবে, কিন্তু সে লোকের জুতায় তোমার পায়ের দাগটুকুও লাগবে না, তাহলেই বুঝব, তুমি কূটনীতি বুঝেছ।
ড্যান মজীনা ঠিক সে পরামর্শ অনুসারে আমাদের দুই কান মলে দিলেন, কিন্তু আমাদের কানে তাঁর হাতের স্পর্শটুকুও পড়ল না।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।






__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!



I am in full agreement with Mr Mahfuzur Rahman that people quite often make baseless comments giving credit to God without thinking it through. If God is now helping Sheikh Hasina, where was He when Sheikh Mujibur Rahman was killed? Did God not know about that killing or did God abandon him as he was not good man? Either way, bringing God into this and other affairs create more insoluble problems than presenting spiritual virtues of religion.

My advice would be just think rationally. Rational thinking would remove all these mumbo-jumbo and hairy-fairy tales.

- AR


From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Saturday, 27 December 2014, 19:20
Subject: Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 
Usually, credit goes to the God when something goes right; if it goes against, people blame themselves. It's an interesting fact of religion to ponder about. 
Jiten Roy
 

From: "'mahfuzur@aol.com' mahfuzur@aol.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, December 27, 2014 12:32 PM
Subject: Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 
   I, like Mr. Manik,wish the Prime Minister well. May she live long. Many in the country share his wish. However, in his enthusiasm he has overlooked an obvious implication of his statement.
   He says, the Prime Minister has survived repeated attempts on her life because Allah Almighty always keeps her fully bestowed with His rahmat. This should lead one to wonder about the fate of her father, Bangabandhu Sheikh Mujibur Rahman who was brutally murdered. Does it then not follow that Bangabandhu did not have Allah's rahmat on him?
   One should avoid saying things without thinking of their implications. An uncritical mind is a dangerous thing to possess. This also suggest that we must not use religion for purposes other than the purely spiritual and personal. In particular, religion should be off-limits to politics. Sadly, in Bangladesh there are all too many minds such as Mr. Manik's.    
 
Mahfuzur Rahman  
 
 


-----Original Message-----
From: Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sat, Dec 27, 2014 11:32 am
Subject: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 


On Saturday, December 27, 2014 9:13 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন , তাহাজ্জুত সহ পাঁচ ওয়াক্ত নামাজ পরেন , তার হাতে দেশ নিরাপদ থাকবে না তো কার হাতে থাকবে ? জননেত্রী যথার্থই বলেছেন 'শকুনির দো'আয় গরু মরে না' ! আল্লাহ সুবহানু তা আলার অশেষ রহমত আপনার উপর আছে বলেই বার বার অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। দেশের উন্নতির জন্য , দেশের মানুষের ভালোর জন্য 'আপনার সরকার বার বার দরকার' ! আপনি সুস্থ থাকুন , দীর্ঘ জীবন লাভ করুন।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
 









__._,_.___

Posted by: ANISUR RAHMAN <anisur.rahman1@btinternet.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!



Usually, credit goes to the God when something goes right; if it goes against, people blame themselves. It's an interesting fact of religion to ponder about. 
Jiten Roy
 

From: "'mahfuzur@aol.com' mahfuzur@aol.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Saturday, December 27, 2014 12:32 PM
Subject: Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 
   I, like Mr. Manik,wish the Prime Minister well. May she live long. Many in the country share his wish. However, in his enthusiasm he has overlooked an obvious implication of his statement.
   He says, the Prime Minister has survived repeated attempts on her life because Allah Almighty always keeps her fully bestowed with His rahmat. This should lead one to wonder about the fate of her father, Bangabandhu Sheikh Mujibur Rahman who was brutally murdered. Does it then not follow that Bangabandhu did not have Allah's rahmat on him?
   One should avoid saying things without thinking of their implications. An uncritical mind is a dangerous thing to possess. This also suggest that we must not use religion for purposes other than the purely spiritual and personal. In particular, religion should be off-limits to politics. Sadly, in Bangladesh there are all too many minds such as Mr. Manik's.    
 
Mahfuzur Rahman  
 
 


-----Original Message-----
From: Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sat, Dec 27, 2014 11:32 am
Subject: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 


On Saturday, December 27, 2014 9:13 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন , তাহাজ্জুত সহ পাঁচ ওয়াক্ত নামাজ পরেন , তার হাতে দেশ নিরাপদ থাকবে না তো কার হাতে থাকবে ? জননেত্রী যথার্থই বলেছেন 'শকুনির দো'আয় গরু মরে না' ! আল্লাহ সুবহানু তা আলার অশেষ রহমত আপনার উপর আছে বলেই বার বার অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। দেশের উন্নতির জন্য , দেশের মানুষের ভালোর জন্য 'আপনার সরকার বার বার দরকার' ! আপনি সুস্থ থাকুন , দীর্ঘ জীবন লাভ করুন।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
 







__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!



   I, like Mr. Manik,wish the Prime Minister well. May she live long. Many in the country share his wish. However, in his enthusiasm he has overlooked an obvious implication of his statement.
   He says, the Prime Minister has survived repeated attempts on her life because Allah Almighty always keeps her fully bestowed with His rahmat. This should lead one to wonder about the fate of her father, Bangabandhu Sheikh Mujibur Rahman who was brutally murdered. Does it then not follow that Bangabandhu did not have Allah's rahmat on him?
   One should avoid saying things without thinking of their implications. An uncritical mind is a dangerous thing to possess. This also suggest that we must not use religion for purposes other than the purely spiritual and personal. In particular, religion should be off-limits to politics. Sadly, in Bangladesh there are all too many minds such as Mr. Manik's.    
 
Mahfuzur Rahman  
 
 
-----Original Message-----
From: Muhammad Ali man1k195709@yahoo.com [mukto-mona] <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>
Sent: Sat, Dec 27, 2014 11:32 am
Subject: [mukto-mona] Fw: যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন !!!!!!

 


On Saturday, December 27, 2014 9:13 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


যিনি এ ভাবে একাগ্রচিত্বে পবিত্র কোরান তেলওয়াত করেন , তাহাজ্জুত সহ পাঁচ ওয়াক্ত নামাজ পরেন , তার হাতে দেশ নিরাপদ থাকবে না তো কার হাতে থাকবে ? জননেত্রী যথার্থই বলেছেন 'শকুনির দো'আয় গরু মরে না' ! আল্লাহ সুবহানু তা আলার অশেষ রহমত আপনার উপর আছে বলেই বার বার অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। দেশের উন্নতির জন্য , দেশের মানুষের ভালোর জন্য 'আপনার সরকার বার বার দরকার' ! আপনি সুস্থ থাকুন , দীর্ঘ জীবন লাভ করুন।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু।
 





__._,_.___

Posted by: "mahfuzur@aol.com" <mahfuzur@aol.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___