Banner Advertiser

Sunday, December 18, 2016

[mukto-mona] বিদেশের কারাগারগুলোতে মানবেতর জীবনযাপন । তাদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারকেই নিতে হবে।



বিদেশের কারাগারগুলোতে মানবেতর জীবনযাপন । তাদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারকেই নিতে হবে।

পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িতে ৯ হাজার ৯৬৭ বাংলাদেশী কারাগারে রয়েছে। এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৯৮ জন, ভারতে ২ হাজার ৬৯৭ জন, সৌদি আরবে ৭০৩ জন, যুক্তরাজ্যে ২১৮ জন এবং মিয়ানমারে ৫৭ জন আটক রয়েছে।
উল্লেখ্য, ভিটেমাটি বিক্রি করে, ধার-দেনা আর ব্যাংক থেকে চড়া সুদের টাকায় বিদেশে পাড়ি জমানো অনেক দিনের নিয়মিত ঘটনা। প্রচলিত ও অপ্রচলিত পথে বিদেশে পাড়ি জমাচ্ছে বাংলাদেশীরা। বৈধ পথের পাশাপাশি যাচ্ছে অবৈধ পথেও। অনেকেই গিয়ে আটক হচ্ছে সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। আবার অনেকে মেয়াদ শেষে বাড়তি অবস্থান করে অবৈধ হয়ে যাচ্ছে। বেশিরভাগই লুকিয়ে থেকে কাজ করছে। কেউ কেউ গ্রেফতার হচ্ছে। আবার কোনো কোনো বাংলাদেশী অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ আছে। প্রবাসের মাটিতে চুরি, মাদক পাচার থেকে শুরু করে রোমহর্ষক খুন পর্যন্ত করছে বাংলাদেশীদের কেউ কেউ। অবশেষে ঠাঁই হচ্ছে বিদেশের কারাগারে। 
এছাড়া অনেকেই কাজের সন্ধানে ভিজিট ভিসায় বিদেশে গিয়ে আর আসে না। আবার অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে থেকে যায়। ভিসার মেয়াদ শেষ হলেই তারা সেদেশে অবৈধ হয়ে যায়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়লে জেলে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া দালালরা অনেককে ভিজিট ভিসায় নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট কেড়ে নেয়। পাসপোর্ট কেড়ে নেয়ার ফলে সেদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে না। সে কারণে ধরা পড়লে সেসব বাংলাদেশীদের জেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হলেও এ মুহূর্তে ঠিক কতজন বাংলাদেশী বিদেশের কারাগারগুলোয় বন্দি বা আটক আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। কারণ আটকদের পক্ষ থেকেই সংশ্লিষ্ট দেশগুলোয় বাংলাদেশ মিশনে যোগাযোগ করলেই কেবল তাদের খোঁজ রাখা সম্ভব হয়। অনেক দেশে নেই মিশনও। তাই তালিকার বাইরেও থেকে যায় অনেক বন্দি।
প্রসঙ্গত, বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ। আর এ জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করতে পারলে তা দেশের উন্নয়নে অন্যতম প্রভাব রাখবে এমনটি নিশ্চিত করেই বলা যায়। সে মোতাবেক সার্বিক পরিস্থিতির দিকে দৃষ্টি দিলে এটা স্পষ্ট যে- আজ বিশ্বের বিভিন্ন দেশেই বাংলাদেশের নাগরিকরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছে এবং তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতেও রাখছে ইতিবাচক ভূমিকা। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, যখন বাইরের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীরা নানারকম অপরাধে জড়িয়ে পড়ার খবরও আসছে, তখন তা অত্যন্ত দুঃখজনক। কেননা এ ধরনের ঘটনা ঘটার অর্থই হলো- দেশের সুনাম ক্ষুণœ হওয়া এবং একই সঙ্গে এদেশ থেকে শ্রমিক আমদানিতে অন্যান্য দেশের অনাগ্রহী হওয়ার সম্ভাবনা প্রবল হওয়া। 
অতি উৎকণ্ঠার সঙ্গে বলতে হয়, বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়ার কথা। কিন্তু অভিযোগ আছে, বেশির ভাগ বিদেশগামীকেই তা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে অপরাধপ্রবণতা বৃদ্ধির এটা একটা বড় কারণ হতে পারে। আর যখন যথাযথ তথ্য সংগ্রহ ও তদারকি ছাড়াই একজন বিদেশ যায় আর পরবর্তী সময়ে অপরাধে যুক্ত হয়ে পড়ে তখন তার দায় সরকারও এড়াতে পারে না। ১৯৭৬ সালের পর থেকে কয়েক কোটি বাংলাদেশী নাগরিক বিদেশে গমন করলেও তাদের মধ্যে মাত্র ১১ লাখকে ব্রিফিং দেয়া হয়েছে। ফলে যখন একটি বড় অংশই সংশ্লিষ্ট দেশ সম্পর্কে কিছু না জেনে বিদেশে যাচ্ছে এবং নানা আইন-শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের দায়ে কারাবরণ করছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন- 'বিদেশে আটক বাংলাদেশীরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।' আমাদের কথা- এই 'দ্রুত' যেন সত্যি সত্যি দ্রুত হয়। বন্দিদের দুর্ভোগ দীর্ঘতর না হয়, দেশে স্বজনদের মানসিক যন্ত্রণা দীর্ঘায়িত না হয়। প্রতিবেশী দেশসহ অনেক দেশের কারাগারে বাংলাদেশীদের আটক থাকার সংবাদ প্রকাশিত হয়। এদের অধিকাংশই ভাগ্যান্বেষী। বৈধ, অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে তাদের এমন অবস্থায় পড়তে হয়েছে। অনেকে পাচারের শিকারও। এদের মধ্যে নারী-শিশুও রয়েছে। যে যেভাবেই হোক, বিদেশ গিয়ে আটক হওয়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া জরুরী। যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান তাদেরও তথ্য-তালাশ করেই পা বাড়ানো উচিত যে- সে বৈধ, নাকি অবৈধভাবে যাচ্ছে, দালাল-প্রতারকের খপ্পরে পড়লো কিনা? গাঁটের পয়সা দিয়ে, জমি-জিরাত বিক্রির টাকা খরচ করে, ঋণ-হাওলাত করে বিদেশে পাড়ি দিয়ে যদি দুর্বিপাকে পড়ে জেলের ঘানি টানতে হয়, তাহলে তার মতো কষ্ট-দুর্ভোগ-ক্ষতির আর কী আছে? তাই সবারই সচেতন হওয়া উচিত।
পাশাপাশি ভুক্তভোগীদের আত্মীয়-স্বজনেরা প্রবাসের কারাগারে আটক বাংলাদেশীদের ফেরত আনার জন্য সরকার কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি প্রতারক আদম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 
মূলত, এতে একদিকে যেমন বিদেশে দেশের ভাবমর্যাদা ক্ষুণœ হচ্ছে, অন্যদিকে সর্বস্বান্ত হচ্ছে এদেশের অনেক পরিবার। বর্তমান সরকারকে এ অবস্থা অবসানে বিদেশ পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত আমরা মনে করি, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে আগের তুলনায় লেবার উইং আরো অনেক বেশি শক্তিশালী করা উচিত। ডিপ্লোম্যাটিক সার্ভিস ট্রেনিং মডিউলেও পরিবর্তন করা উচিত, যাতে যারা সার্ভিস দেবে তারা যেন জেনে বুঝে বাংলাদেশী কর্মীদের যথাযথ সেবা দিতে পারে।




__._,_.___

Posted by: =?UTF-8?B?4Ka24Ka+4KaH4KaW4KeB4KayIOCmueCmvuCmpuCmv+CmuCDgpobgprLgp43gprLgpr7gpq4=?= =?UTF-8?B?4Ka+IOCmhuCmrOCnjeCmpuCngeCmsiDgppXgp4Hgpqbgp43gpqbgp4Hgpps=?= <sipahsalar.jamana@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] National Anthem in Cinema houses



Can Compulsions Elicit Respect?         
Singing of National Anthem in Cinema Halls
Ram Puniyani
 
Supreme Court Order on national Anthem (November 2016) has asked theatres to play the national anthem before a film show begins "for the love of the motherland". This has yet again started the debate over the personal freedom and legal obligations in present times. This is in the backdrop of growing intolerance. The point is whether nationalistic pride can be injected by such legal dictates. Some commentators are arguing that this compulsion is a undermining of civil liberties. Let's recall that few decades ago, in many places national Anthem used to be played at the end of the film screening. The observation was that many in the audience will leave the hall during the anthem. Now at many places, like in Maharashtra, the playing of anthem has been started in the beginning of the film screening. The Supreme Court order of the two judge bench; court makes it mandatory for this singing to be done all over the country and this order also asks for closing of the doors during this period.
There are laws to ensure the protection of national symbols like National flag. There are some landmark cases which have shown the conflict between the state norms and the individual liberty. In the well known 'Jehovahs witness'case the students belonging to Jehovah faith had refused to sing the anthem; their argument being that it would tantamount to idolatry not permitted by their faith. The children were expelled by the principal of the school. The matter went up to Supreme Court which ruled in favor of the students and their expulsion from school was revoked. 
In a democracy there is a balance between the individual rights and the duties towards the state. The whole Constitution is an attempt to bring in 'rights of citizens' and 'freedom of expression' to the fore. While a decade ago the Court could rule in favor of the individual liberty; now it seems the trend is just the opposite as 'love for mother land, nationalism, patriotism' are being flaunted at the drop of the hat. All those not agreeing with the policies of the ruling government are being dubbed anti national, it is being said that they are 'not patriots'. Even standing in queue for withdrawing cash from ATM or Bank is being glorified as an act of patriotism, for the sake of the country. This is in the wake of the painful demonetization brought in by Narendra Modi. The present Court order comes in a back drop of the times when words patriotism; nationalism are dominating the scene in the rule of BJP Government.
We also recall that since Modi Government has come to power the patriotism/nationalism of those who are dissenting from the ruling Government's policies are being challenged by the ruling dispensation. In case of Rohith Vemula the activities of the Ambedkar Student Association were dubbed 'anti-national' and so the whole pressure of the MHRD minister on the complying Vice Chancellor to expel him from Hostel and stop his fellowship, leading to Rohith's suicide. In an attempt to close down JNU, the Government resorted to nationalism ploy and the doctored CD was played on some TV channels to demonize Kanhaiya Kumar and his friends. He was labeled to be Deshdrohi (anti national). It is another matter that Kanhaiaya Kumar had not shouted those 'slogans' and that even Constitutional position is that mere shouting of slogans does not tantamount to anti-national activity. In the present charged up atmosphere, the hysteria around patriotism and nationalism, in Goa a wheel chair bound person was beaten up for not standing during singing of national anthem. In Mumbai a young script writer was heckled out of cinema hall for not standing during the anthem.
Such growing atmosphere of intimidation and imposition around issue of nationalism is a matter of concern for the political culture which is being built up in the country. As such in India the whole concept of patriotism begins in a very strange fashion. During kingdoms the kings were eliciting and demanding absolute loyalty from their subjects. The punishments for not complying with such patriotism-loyalty were severe, cutting off hands, meting out of death punishment etc. During colonial period we had two types of nationalism which came up simultaneously. On one hand were the rising classes of Industrialists, workers and educated classes veering around anti-colonial movement for secular democratic India. They opposed the British rule. They were not patriots. The nationalism in the name of religion began with the Kings and landlords coming together and pledging their loyalty to British. They were patriots for Queen of England. Their organization, United India Patriotic Association was the progenitor of nationalism in the name of religion, Muslim Nationalism and Hindu Nationalism. These formations did remain loyal and patriotic to British rule all through.
The anti colonial nationalism was comprehensive, inclusive and not merely ethnic nationalism. The nationalism of Muslim League and Hindu Mahasabha-RSS was built around their religious identity. The nationalism built around democratic values and secularism, the one led by Mahatma Gandhi had inherent liberalism in it. Post Independence the nationalism of the communal organization as such has the feudal mind set of unquestioning loyalty to the state and no scope to have differences from the ruling state. That is what the Kings demanded from their subjects. That's what dictators demand in present times. The present atmosphere created by RSS-BJP smacks of the mindset of the norms of authoritarian systems. In these systems like Kingdoms, Kings were supreme and people were mere subjects. In dictatorship again the rights of citizens are undermined. As per RSS-BJP politics state is supreme and citizen should be loaded with duties alone. It seems the present judgment is has the overbearing influence of such a mind set.
Ultra nationalism, while operating in the broad democratic setup, is an attempt to instill the values of dictatorial state. Hope such a realization will prompt the Supreme Court to revisit the judgment with a larger bench.    
 


__._,_.___

Posted by: ram puniyani <jhang45@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___