Banner Advertiser

Tuesday, March 18, 2014

[mukto-mona] কার্ফু দিয়ে জিয়া প্রতিরাতে হাজার হাজার মানুষ মেরেছে ॥ প্রধানমন্ত্রী




বুধবার, ১৯ মার্চ ২০১৪, ৫ চৈত্র ১৪২০
কার্ফু দিয়ে জিয়া প্রতিরাতে হাজার হাজার মানুষ মেরেছে ॥ প্রধানমন্ত্রী
সংসদ রিপোর্টার ॥ বিএনপি নির্বাচনে না আসায় সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একশ্রেণীর মানুষ আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, দেশের মানুষ শান্তিতে ও ভাল থাকলেই তাঁদের জ্ঞান-বুদ্ধির দরজা খুলে যায়। দেশ এগিয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, দেশের মানুষ শান্তিতে আছে- এটা তাঁদের পছন্দ নয়। সন্ত্রাসী-জঙ্গীবাদ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতেই যেন তাঁদের এতো মায়াকান্না! কিন্তু যে যত কথাই বলুক না কেন, দেশের মানুষের কীসে কল্যাণ হয়, ভাগ্যের পরিবর্তন ও উন্নতি হয়- তা আমাদের ভাল করেই জানা আছে। আওয়ামী লীগ তা ভাল করেই জানে। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী সমালোচকদের জবাব দিতে গিয়ে আরও বলেন, এবারের নির্বাচনের আগেও অনেক খেলা হয়েছে। সেই খেলা এখনও শেষ হয়নি। নবম জাতীয় সংসদে ৪১৮ কার্যদিবসের মধ্যে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (খালেদা জিয়া) মাত্র ৮-১০ দিন উপস্থিত ছিলেন। যে বিরোধী দল সংসদেই আসেনি, সংসদে ছিল না- তাদের জন্য কিছু শ্রেণীর লোকের এখন মায়াকান্না দেখা যাচ্ছে। জঙ্গীবাদ-সন্ত্রাস-দুর্নীতিবাজদের ক্ষমতায় আনতে তাই কত পরামর্শ, কত রিপোর্ট বের করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হলো, জঙ্গীবাদ-সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হলো পুরো দেশ- তখন আজ যারা মায়াকান্না করছেন তখন তাদের চেতনা ও জ্ঞান-বুদ্ধি অসাড় হয়ে পড়েছিল। মুখে কুলুপ এঁটেছিলেন, তখন তাঁদের মুখে কোন কথা শোনা যায়নি। বিএনপি-জামায়াতের সময় তাঁদের জ্ঞান-বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। তখন মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তাদেরও কোন কথা শোনা যায়নি। কারণ তারা ভাল করেই জানতেন ওই কথা বললে তারেক জিয়ার হাতে তাঁদের ছ্যাঁচা খেতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এই শ্রেণীর মানুষদের জ্ঞান-বুদ্ধি জেগে উঠে। নির্বাচনের পর আমরা দেশকে স্বাভাবিক করেছি, দেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শান্তিতে রয়েছে- এসব তাঁদের পছন্দ হচ্ছে না। বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় আনতেই যেন প্রতিদিনই নানা পরামর্শ, নানা ধরনের রিপোর্ট বের করা হচ্ছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না। মানুষের কী ভাবে কল্যাণ করতে হয়, ভাগ্যের পরিবর্তন করতে হয়- তা আমাদের ভাল করেই জানা আছে। সেভাবেই সরকার কাজ করে যাচ্ছে। 
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্যে রাখেন প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাহাঙ্গীর কবির নানক, ফজিলাতুন্নেসা ইন্দিরা ও সুজিত রায় নন্দী। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনাসভা পরিচালনা করেন ড. হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল। 
বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, এদের চরিত্র এখনও বদলায়নি। বিএনপি নেতারা বলেন, জিয়া নাকি গণতন্ত্র এনেছিলেন! আসলে জিয়া গণতন্ত্রের নামে দেশে 'কার্ফু গণতন্ত্র' চালু করেছিলেন। প্রতিরাতে কার্ফু দিয়ে জেনারেল জিয়া হাজার হাজার মানুষকে হত্যা করেছে। নামে মুক্তিযোদ্ধা হলেও আসলে জিয়াউর রহমানের অবস্থান ছিল স্বাধীনতার বিরুদ্ধে। অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া একাত্তরের পরাজিত গোষ্ঠী, যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদরদের নিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা একে একে ধ্বংস করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত এবং ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করেছিলেন। 
তিনি বলেন, '৭৫ সালের ১৫ আগস্টের আগে দেশে কেউ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হননি। কিন্তু অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া দুর্নীতির দরজা খুলে দিয়েছিলেন, ঋণখেলাপী কালচার চালু করেছিলেন। ওই সময় গরিব আরও গরিব হয়েছে, মুষ্টিমেয় ধনিক শ্রেণী সৃষ্টি করে উনি (জিয়া) অবৈধ ক্ষমতাকে বৈধ করার চেষ্টা করেছেন। এদের যে চরিত্র বদলায়নি ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তা প্রমাণ হয়েছে। পাঁচটি বছর ধরে দেশের মানুষ দুর্নীতি, জঙ্গীবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলার মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য দেশের জনগণ প্রত্যক্ষ করেছেন। এবারের নির্বাচনের আগেও দেশের মানুষ তাদের আসল রূপ প্রত্যক্ষ করেছে। 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার জন্য দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রাম ও নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বলেন, শেখ মুজিব শুধু একটি নাম নয়, এই একটি নামের মধ্যে বাঙালী জাতি পেয়েছে তাদের জাতিসত্তা, রক্তস্নাত স্বাধীনতা, একটি স্বাধীন রাষ্ট্র ও লাল-সবুজের একটি স্বাধীন পতাকা। ২৩ বছরের সংগ্রামে বছরের পর বছর কারাগারে বঙ্গবন্ধুকে নির্যাতনের শিকার হতে হয়েছে, মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে- কিন্তু নিজ কর্তব্য ও বাঙালীর স্বাধীনতা ও মুক্তির প্রশ্নে এতটুকু বিচ্যুত হননি। কারোর কাছে কোনদিন আপোস কিংবা মাথানত করেননি। 
সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে এতো রাস্তাঘাট ছিল না। বঙ্গবন্ধু কখনও সাইকেলে চড়ে, পায়ে হেঁটে, নৌকা কিংবা সাম্পানে চড়ে সারাদেশ চষে বেরিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন, স্বাধীনতার যুদ্ধের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। কারণ বঙ্গবন্ধু বাংলার মানুষের ভাষা ভাল করেই বুঝতেন। তাঁর দূরদৃষ্টি ছিল অসাধারণ। তিনি ভাল করেই জানতেন যুদ্ধ ছাড়া দেশকে স্বাধীন করা যাবে না। তাই ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার আগেই বঙ্গবন্ধু কী ভাবে যুদ্ধ করতে হবে, কোথায় থেকে অস্ত্র আসবে, কে আশ্রয় দেবে- তার সব পরিকল্পনা সম্পন্ন করে গিয়েছিলেন। 
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে অল্প সময়ের মধ্যেই নতুন করে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয় স্বাধীনতাবিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশ গড়ার কাজে ব্যস্ত ছিলেন তখন 'আল্টা লেফটিস্ট' (উগ্র বামপন্থী) ও 'আল্টা রাইটিস্ট'রা (উগ্র ডানপন্থী) নানা সংগঠন গড়ে তোলে বঙ্গবন্ধুকে সহযোগিতার পরিবর্তে তাঁকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যায়। আওয়ামী লীগের ১১ জন নির্বাচিত প্রতিনিধিকে সর্বহারাসহ নানা নামে হত্যা করা হয়। 
তিনি বলেন, শত ষড়যন্ত্রের বাধা ডিঙ্গিয়ে বঙ্গবন্ধু যখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, আন্তর্জাতিক সমর্থন যতই বাড়ছিল- তখনই মরণ কামড় দেয় স্বাধীনতাবিরোধীরা। বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পাশাপাশি কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকেও হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে দেশকে চালিত করে ক্ষমতা দখলকারীরা। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে আবার মুক্তিযুদ্ধের পথে ফিরিয়ে আনে। আওয়ামী লীগ সরকারের প্রথম পাঁচ বছর ছিল উন্নয়নের স্বর্ণযুগ।
প্রকাশ : বুধবার, ১৯ মার্চ ২০১৪, ৫ চৈত্র ১৪২০



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব




বুধবার, ১৯ মার্চ ২০১৪, ৫ চৈত্র ১৪২০
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব
এম. আর. মাহবুব
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব আমাদের জাতীয় ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ১৯২৭ সালে ২৩ ডিসেম্বর বরিশালে গৌরনদী থানার কাজী কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী আবদুল মজিদ এবং মাতার নাম আছিয়া খাতুন। গোলাম মাহবুব ১৯৪২ সালে টরকী বন্দর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং সে বছরই কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িত হন। তিনি ১৯৪২ সালে সমগ্র দেশব্যাপী স্বাধীনতা আন্দোলনের পক্ষে একজন সক্রিয় কর্মী হিসেবে বিভাগোত্তর রাজনীতিতে অংশ নেন। ১৯৪৪ সালে তিনি আবুল হাশিমের প্রেরণায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করার পর ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে এমএ ভর্তি হন কিন্তু রাজনৈতিক কারণে জেলে থাকায় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে এলএলবি ডিগ্রী লাভ করেন। কাজী গোলাম মাহবুব পেশাগত জীবনে একজন সফল আইনজীবী ছিলেন। তিনি ১৯৫৩ সালে বরিশালে আইন ব্যবসা শুরু করেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকায় হাইকোর্ট স্থায়ীভাবে এই পেশায় নিয়োজিত হন। রাষ্ট্রভাষা আন্দোলনে কাজী গোলাম মাহবুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ সালের ১১ মার্চে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পাকিস্তানের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন। ঐ হরতালে তিনি গ্রেফতার হন এবং জীবনের প্রথম কারাভোগের অভিজ্ঞতা লাভ করেন। ১১ মার্চ হরতাল কর্মসূচী চলার সময় সচিবলায়ের সম্মুখে একটি পিকেটিং গ্রুপে নেতৃত্ব দেন কাজী গোলাম মাহবুব। তিনি তোপখানা রোডের দিক সচিবালয়ের ২য় গেটের সামনে পিকেটারদের নিয়ে অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে পুলিশের আইজি জাকির হোসেনের গাড়ি সচিবালয়ের দিকে অগ্রসর হলে তারা সেটি গতিরোধ করার জন্য রাস্তায় শুয়ে পড়েন। এই সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। কাজী গোলাম মাহবুব পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেফতার হন। ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঢাকা বার লাইব্রেরিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের আহ্বায়ক নিযুক্ত হন কাজী গোলাম মাহবুব। তৎকালীন পূর্ব পাকিস্তানব্যাপী ১৯৫২ সালে ভাষা-আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নির্দেশক এবং কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত সভাসমূহের আয়োজক হিসেবে মূল ভূমিকা পালন করেন। সংগ্রাম পরিষদের গৃহীত কর্মসূচীকে সাফল্য ম-িত করার জন্য তিনি নানা কর্মোদ্যোগ গ্রহণ করেন এবং সারা দেশব্যাপী প্রচার কার্য চালিয়ে যান। ১১ ও ১৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালন করা হয়। এসব সভা ও প্রতিবাদ কর্মসূচীতে কাজী গোলাম মাহবুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০ ফেব্রুয়ারি সরকার ১৪৪ ধারা জারি করলে ঐদিনই সন্ধ্যায় ৯৪ নং নবাবপুর রোডে সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভায় অন্যদের মধ্যে কাজী গোলাম মাহবুবও বক্তব্য রাখেন। ২১ ফেব্রুয়ারি প্রথমে ১৪৪ ধারা ভাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিলেও পরে এই আন্দোলনের পক্ষে কাজ করেন। একুশের গুলি বর্ষণের পরবর্তী গোপন বৈঠক ডাকেন এবং ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় মেডিকেল কলেজ হোস্টেলে ভাষা-আন্দোলনের কারারুদ্ধ কর্মী আলী আজমলের রুমে আরেকটি বৈঠক ডাকেন। 
২১ ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে গুলি ও হত্যাযজ্ঞের পর কৌশলে গোপন স্থানে কাজী গোলাম মাহবুব আরও কয়েকটি বৈঠক করেন এবং গ্রেফতার করেন এবং গ্রেফতার এড়িয়ে আন্দোলন পরিচালনা করেন। একুশের ঘটনাবলী সম্পর্কে তৎকালীন পূর্ব-পাক প্রধানমন্ত্রী নূরুল আমীনের বেতার ভাষণের তীব্র প্রতিবাদকারী এবং সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ২৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদ পত্রিকায় ঐতিহাসিক বিবৃতি প্রদান করেন। ভাষা-আন্দোলনের দায়ে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় এবং ১৯৫২ সালের ২ মার্চ গেজেট আকারে প্রকাশিত হয়। ২৩ ফেব্রুয়ারি পত্রিকায় কাজী গোলাম মাহবুবসহ নয়জন ভাষাসৈনিককে ধরিয়ে দেয়ার জন্য সরকারীভাবে ৫০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এই নয়জনের মধ্যে সর্বপ্রথম নামটি ছিল কাজী গোলাম মাহবুবের। হুলিয়া মাথায় নিয়ে ভাষা-আন্দোলন সংগঠনে শান্তিনগরে ৭ মার্চ ১৯৫২ তারিখে গোপন বৈঠকের আয়োজন করে আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেন। ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালনের জন্য আরমানিটোলা মাঠে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় অন্যতম বক্তা ছিলেন কাজী গোলাম মাহবুব। ভাষা-আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি ১৯৫২ সালে এবং ১৯৫৩ সালে গ্রেফতার হন এবং বহুদিন জেলে বন্দী থাকেন।
কাজী গোলাম মাহবুব ১৯৯৩-৯৪ সালে বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি সে সময় দলীয় এবং সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কাজী গোলাম মাহবুবের নেতৃত্বে আইনজীবী সমাজে ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে নতিস্বীকার করে তৎকালীন সরকার সুপ্রীমকোর্টের আইনজীবী নিয়োগ প্রদান করেন। কাজী গোলাম মাহবুব দলীয় বিভাজনের বিরুদ্ধে এক প্রতিবাদী ও সাহসী কণ্ঠস্বর আইনের শাসন প্রতিষ্ঠার তিন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী কাজী গোলম মাহবুব ১৯ মার্চ, ২০০৬ ইং তারিখে ঢাকায় ইন্তেকাল করেন। ভাষা-আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক, ২০০০ সালে তমদ্দুন মজলিশের মাতৃভাষা পদক এবং ২০০২ সারে আওয়ামী লীগের ভাষাসৈনিক পদকসহ অসংখ্য পদকে ভূষিত হন। তার মৃত্যুর পর ঢাকা সিটি কর্পোরেশন ধানম-ির ৯ ও ১০ নং সড়কের নাম 'ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব সড়ক' নামকরণ করেছে। লেখক : রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক, গবেষক
mrmahabub@yahoo.com
প্রকাশ : বুধবার, ১৯ মার্চ ২০১৪, ৫ চৈত্র ১৪২০

বঙ্গবন্ধুর সাথে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব (১৯৭২)



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: [BDPANA] RE: Embarrassing video for all Muslims



Galloway speaks, you jump. Next time he speaks, you would be jumping higher? Only question is, how high?
Intelligent nations do not need preachings from an English backbencher to sort their mess. Do you understand the difference? Or, your scull has gotten too thick with Saudi zakat? If only Saudis could just distribute more of their wealth with the Muslim countries, all problems will be solved? Please, do not hold your breath for such irrational dream. That won't be happening in your life time! Good day and get lost, you, dickhead.
-SD



On Tue, Mar 18, 2014 at 9:06 PM, Mahbubur Rahman <apurba01@gmail.com> wrote:
Muzy Bhai,

Dada Dildar did not understand what you meant. May be he faces the same inequality in his society as a nomosudhro. This could be a tough sentiment to grow with and to shape his thinking and world based on the inequality. 

SD should first fight from his own social settings (Hindu society). Someone was telling that a nomosudhro can only view world with all the negative as they are the most deprived. 



On Monday, March 17, 2014, Husainy, Mozammel <meh@husainy.net> wrote:
 

Your explanation here is a lot more palatable and highlights some of the harder facts of life people have to deal with on a daily basis.  You will probably realize that your point of view is not all that divergent from mine.  Yes, Darwinism is still alive and well, but I prefer to high light the positive aspects rather than the negative qualities of humanity.  You may call it utopian.  The struggle for equal access to opportunity remains not only in the developed and industrialized nations but also in the developing countries.  Agricultural slavery of the yester has been replaced by white collar slavery, thanks to newer technology and increased productivity and need for increased profit.  I think there is an acute deficit of moral leadership in most nations, and most captains of the industries and social elites continue to yield to irrational greed.  Yes, education is required but education in itself is not sufficient without the benevolence or cooperation of the ‘powers to be’.  Unified demand for social and economic equity can only bring about change.  Majority of the Palestinian emigrants are among the most highly educated, but have not been able to make much dent in their quest for a sovereign state.  Look at Bangladesh. There are more schools per sq. kilometer in Dhaka, yet we continue to suffer from high rates of under employment.  Governments are not half as effective as they ought to be.  Take India or Pakistan.  There are Phd folks in Bombay or Karachi who are driving taxis or serving in five start restaurants.  Not all can be absorbed in the IT or Manufacturing sectors.  The same story in South Africa or for that matter in the entire Middle East.  Greece, Italy, Spain, Cyprus --- the same basic story there.  Maybe the newer generation will yield more result by uniting and rallying behind core generational ideas across the globe for greater harmony across social classes and higher social & economic equity.   Anyways, I don’t want to continue further with such depressing thoughts…Castle is about to start!

 

Peace,

 

MH

 

From: Shah DeEldar [mailto:shahdeeldar@gmail.com]
Sent: Monday, March 17, 2014 2:17 PM
To: Husainy, Mozammel
Cc: bangladesh-progressives googlegroups; mukto-mona@yahoogroups.com; Americanbangladeshi; Rezaul Karim; Nazda Alam; BDPANA@yahoogroups.com; BANGLADESH C.FORUM; bisne boston
Subject: Re: Embarrassing video for all Muslims

 

I have no extra passion to engage you with this issue either. What I wanted to state with my post is that the inequality is the mother of all world's problem whether you believe or not. You bring any problem and I will show you the blatant connection. We have stronger countries and then, we have weaker countries. And, the very same goes with the people. Some do think that they are superior to others. Are they right to do that? I do not know. If Bangladesh could produce fifty or so Nobel laureates in Physics, Math, Chemistry and Biology, no damn country would dare to address Bangladeshis as poor Mishkins of the east. If Muslim countries could take care of their own citizens with a decent governance and good science based education, no damn Galloway would be required to deliver the sermon. Not that Galloway has really diagnosed the real disease, he just stated what people wanted to hear. But, what is Galloway's recipe to deal with Muslim problem? Unite and fight? For whom, for what and where? Please enlighten me if you care!

 

Declaration of Independence is a great document. The people who preach it everyday are not practicing it to its full meaning. And that is my problem. Read carefully what I wrote. No need to distort my message.

 

Thank you.  

-SD  

 

On Sun, Mar 16, 2014 at 9:41 PM, Husainy, Mozammel <meh@husainy.net> wrote:

First of all, neither equality nor inferiority complex are necessary conditions for enmity.  It is a matter of speech to say someone is his own enemy.  It essentially speaks to behavior which is harmful for one’s own good.  Unity is a virtue that is often missing (as you suggest).  Mr. Galloway was simply stating a fact, and no one is jumping up & down.  With respect to Saudi Arabia, being the keeper of the Holy Mosques, and being the largest and richest Muslim country, it is their moral obligation to protect the interests of all Muslims word wide. The western countries with majority Christian population are more united than the Islamic countries.  It is widely believed among political scientists that the KSA has intentionally maintained disparity in the region to secure not only their regional power but maintain the strong hold of the royal family, and hence the long sufferings of the Palestinians, Syrians etc. vis-à-vis Israel and the USA.

 

Your disrespect for the Declaration of Independence of the USA – assuming it is your adopted country now, to say the least, is deplorable.

 

I do not wish to further engage with you on this issue.  Let’s agree to disagree. 

 

-MH       

 

From: Shah DeEldar [mailto:shahdeeldar@gmail.com]
Sent: Sunday, March 16, 2014 6:24 PM
To: Husainy, Mozammel
Cc: bangladesh-progressives googlegroups; mukto-mona@yahoogroups.com; Americanbangladeshi; Rezaul Karim; Nazda Alam; BDPANA@yahoogroups.com; BANGLADESH C.FORUM; bisne boston


Subject: Re: Embarrassing video for all Muslims

 

"Muslims are their own enemies"

Why would Muslims be their own enemies unless some consider themselves superior to others? That is why I had to jump to the equality question. Then, you castigate Saudis for their brand of Islam and Saudi nationalism. Saudis are Muslims but you can't expect sub-continental Muslim mentality from these desert people? They are simply different people with different culture and national interests, period!

The main point has been how to unite all these Muslim populations and fight the Western interests when West itself is not an united entity? This is basically nothing but some empty talk leading us no where. Galloway gives a stupid sermon and you guys are jumping up and down.


We can talk about that beautiful Declaration of Independence (1776) crap but question is, why it took another six decades to get rid of slavery (1833). Now, if that was the end of all that Black sufferings, I would be truly happy. But it did not end there. Segregation exited up until 1960s despite all these great words from 1776 declaration. So, put that thing in box and experience the true reality of the street. 

"The Muslim problem" (if exists)  is not any different our equality problem. Think carefully!

-SD

  

 

 

On Sun,



--
Mahbubur Rahman



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Fw: Our Meeting with the Hon. Ambasssador Dan W. Mozena [4 Attachments]

<*>[Attachment(s) from Jiten Roy included below]



--- On Tue, 3/18/14, Unity Couniclusa <unitycouncilusa@aol.com> wrote:

> From: Unity Couniclusa <unitycouncilusa@aol.com>
> Subject: Our Meeting with the Hon. Ambasssador Dan W. Mozena
> To: bhbcop@dhaka.net
> Cc: chittasaker@hotmail.com
> Date: Tuesday, March 18, 2014, 8:20 PM
>
>
> Press
> Release
>
>
>
> For Immediate Release
>
>
>
>
> New York
>
>
>
> March 17,
> 2014
>
>
>
>  
>
>
> BHBCUC, USA's
> Meeting with the  US Ambassador
> to Bangladesh,
>
>
>  His Excellency Dan W. Mozena
> Held
>
>
>
>  
>
>
>  
>
>
> Dear Minority
> Rights Advocates/Activists:
>
>
>
>  
>
>
> Bangladesh Hindu
> Buddhist & Christian Unity Council, USA is held a  meeting with the US Ambassador to
> Dhaka the Honorable Dan W. Mozena on Sunday, March 16, 2014
> at the Gulshan Terrace  of
> Woodside, Queens,  New York
> City.  Ambassador Mozena
> accompanied by two Department of State officials, Dr. Erick
> Eide and Mr. Christopher Elms, arrived promptly at 9: 45 AM
> and were greeted by  350 to 400
>  members of the
> Bangladeshi-Americans belonging to various Hindu, Buddhist
> and Christian organizations, a dozen print media and TV
> cameras (BHBCUC, USA
> apologizes  to the scores of
> people who, responding to our invitation, enthusiastically
> came there braving the Sunday morning cold to express their
> solidarity with the victims of religious & ethnic
> cleansing in Bangladesh and let the Hon. Ambassador know
> that America must act to protect them).
>
>
>  
>
>
> Seated on the stage
> were the three co-presidents of the organization Dr. Jiten
> Roy, Mr. Julius Gomez and Mr.  Ranabir Barua, the Honorable
> Ambassador Mozena and the two other State Department
> officials: Dr. Erick Eide and Mr. Christopher Elms.  And, the meeting was very efficiently
> conducted by the organization's Vice Chairman/Board of
> Director and an articulate speaker Mr. Bidyut Das.
>
>
>
>
>  
>
>
>  The meeting started with Anandita
> offering the ambassador a bouquet of flowers and President
> Julius Gomez offering him a gift on behalf of BHBCUC, USA.
>   
>
>
>
>  
>
>
>
>
>
>
>
>
>
>
>
> Figure 1Ambassador Mozena with Presidents Dr. Jiten
> Roy & Mr. Julius Gomez
>
>
>
>
>
>  
>
>
> Ambassador Mozena
> was introduced by young Attorney Rakesh Roy and Professor
> Dastidar by Mr. Akash Das, an intern of BHBCUC, USA.  All the presentations were supported
> by relevant Power Point slides containing pictures
> portraying atrocities as well as data, which were prepared
> and/or projected on the screen simultaneously with the
> speech by BHBCUC, USA Advisor Mr. Ranjit  Roy.
>
>
>
>  
>
>
> The speakers
> included Distinguished Professor of SUNY Old Westbury
> Campus,  Dr. Sachi Ghosh
> Dastidar, Dr.  Dwijen
> Bhattacharjya, Lecturer  in
> Bengali/Columbia University, 
> Mr. Amit Chowdhury, Director Policy, Mr. Rup
> Kumar Bhowmick, Director Communications &
> Publications,  and Ms. Sathi
> Roy.
>
>
>
>  
>
>
> Following the
> welcome address by Mr. Amit Chowdhury, Director Policy, Mr.
> Rup Kumar Bhowmuck, Director of Communications &
> Publications, apprised the audience of the fact that BHBCUC,
> USA was a politically non-aligned Human Rights advocacy
> group, focused only on helping the religious & ethnic
> minorities of Bangladesh regain their equal rights and the
> right to live in their ancestral homeland, Bangladesh, with
> human dignity and safety of life and property.  He pointed out that this organization
> brutally honest when it comes to presenting facts about
> which political party or its leaders & cadres have
> played what role in this on-going state-sponsored campaign
> of religious & ethnic cleansing in Bangladesh. 
>
>
>
>  
>
>
> In presenting the
> Position Paper on behalf of the organization,  Dr. Bhattacharjya ( henceforth "the
> paper") started out by arguing that the vicious campaign
> of blatant discrimination and religious & ethnic
> cleansing that has raged in Bangladesh for decades,  has been a state sponsored,
> goal-oriented and targeted campaign. 
> The paper substantiated the claim by citing Kennedy
> Report of November 1971, Sydney Shanberg's (NY Times Dhaka
> correspondent in 1971 who is world famous for his role in
> "Killing Field") reports, both of which says that
> particularly the Hindus were targeted in 1971 – their
> houses were marked "H," reminiscent of what the Nazis
> did to the Jewish population during World War-II. 
>
>
>
>  
>
>
> Then by referring
> as well as showing in slides such notices served by the
> Islamists' as "Leave Bangladesh or face dire
> consequences,"  "Islam has
> been declared state religion, and therefore you must convert
> to Islam or leave the country," 
> "Hindus must convert to Islam if they want to
> vote., etc.," including in January 2014, the paper argued
> that the campaign has always been driven by the Islamic
> nationalist's and extremists goal of ridding the country
> of its minorities through violence. 
>
>
>
>
>  
>
>
> By describing
> select heart rending cases of atrocities that occurred
> between  1988 and 2014, e.g.,
> that of  the Logang Massacre of
> the indigenous people on April 10, 1992 by Prime Minister
>  Begum Zia's armed forces and
> Muslim settlers (referring to the letter that 17 US
> Congressmen wrote Prime Minister Begum Zia expressing
> concern it was stated that 600 residents of that village
> were systematically killed after raping their women and
> looting their dwelling houses), the Banskhali Massacre, the
> slaughtering of the internationally famous Buddhist monk
> Gnanajyoti Mahasthabir, Principal Muhuri, the celebration of
> their election victory by the cadres of BNP and Jamaat-
>
> e- Islami by raping  200 girls in
> one night (The Daily Star Editorial), and the case
> of  rape-murder where they
> urinated in the mouth of dying person begin for a drop of
> water, the paper  further argued
> that when the deadly combination of BNP and
> Jamaat-E- Islami returns to power Bangladesh becomes
> a "killing field" for its minorities as well as the
> secular Muslims (the case of the cadres of BNP gang raping
>  a secular Muslim girl after
> their election victory in 2001 was cited). 
>
>
>
>  
>
>
> Although everything
> that was included in the Position Paper was shown in the
> Power Point slides along with the presentation, the Hon.
> Ambassador  was also provided two
> books: one our own publication Bangladesh: a
> portrait of covert Genocide (2004) and Professor
> Barakat's book (about  the
> effects of Enemy Property Act on the minorities), in
> which such documents as the letter that 17 US Congressmen
> wrote to Begum Zia in November 1992, expressing concern over
> the Logang Massacre,  the Kennedy
> Report of 1971, the  Shanberg
> Report, American Taliabn John Walker Lindh's interview
> with CNN On Line etc.,  were
>  conspicuously flagged.
>
>
>
>
>  
>
>
> Referring to
> Professor Barakat's resercah the paper Dr. Bhattacharjya
> told the audience that BNP and Awami League both seized the
> highest quantiy of peroperty during the time they were in
> power, and, thus, there is little difference among parties
> when it comes to minority persecution/cleansing.
>
>
>
>
>  
>
>
>  Upon firmly establishing that the
> minorities have been persecuted regardless of which party
> has been in power, varying only in terms of the degree of
> intensity, the paper argued that while the goal of the  Islamic extremists  ( Jamaat, Shibieer and  its allies) behind this campaign has
> been to (i) rid the country of its "infidel" population,
> i.e., the Hindus, Buddhists and Christian including the
> indigenous peoples, so the country could be turned into a
> monolithic Islamic; the goal of the Islamic nationalist  BNP has been also been the same for a
> different reason: reduce Awami League's vote bank by 14%,
> so  it could never win the
> parliamentary election again.  
> The Awami League's goal has been totally different
> -- by not preventing or stopping pogroms by using the the
> police or armed forces, when the attacks are conducted
> against the minorities, it has always wanted to show the
> world how evil BNP and Jamaat-E- Islami are.  Thus, to all the parties the
> minorities are simply an expandable commodity, and not human
> beings like them.  
>
>
>  
>
>
> The paper then
> pointed out how BNP reinstated the killers and murderers of
> 1971 into politics and started the process of Islamizing
> Bangladesh through the passage of the 5th
> amendment and how Lt. General Ershad firmly established
> Islam as the state religion through the 8th
> Amendment, thus rendering the minorities as 2nd
> rate citizens and other religions as less important.  It also pointed out that Awami League
> and its so called secularist allies put a permanent seal on
> the issue by reaffirming what Lt. General Ershad had done to
> the minorities by passing the 8th Amendment or
> the State Religion bill.  Dr.
> Bhatatcharjya argued that by taking this unthinkable
> backward action Awami League reverted to its original
> character that it had when it was born as the Awami
> Muslim League.
>
>
>
>  
>
>
> The paper further
> argued that Bangladesh experienced an astronomical rise in
> Islamic militancy during the BNP-Jamaat rule between 2001
> and 2006.  It pointed out that
> Prime Minister Begum Zia - Nijami's government provided
> shelter to the shipload of Al-Qaeda soldiers who entered
> Bangladesh by M. V. Mecca after the fall of Kandahar. 
>
>
>
>  
>
>
> By citing the
> American Taliabn John Walker Lindh's interview with CNN On
> Line, the paper pointed out that 
> they sent a full  Brigade
> of Bangalee jihadists to Afghanistan to fight
> alongside Bin Laden's' Ansar Al Islam and the
> Urdu speaking Pakistani brigade.   He clearly told the Ambassador
> that the combination of BNP and Jamaat is lethal one, which
> brought Bangladesh to the brink of being turned into a semi
> Taliban state.  The paper citing
> two famous reports established that Islamic Chatra
> Shibeer is the third most danger non-governmental armed
> terrorist group in the world and hence must be banned along
> with Jamaat-E- Islamic, which is its funding source.
>
>
>
>
>  
>
>
> He said that in
> 1971 it is today's leaders of the Jamaat-E-Islami who
> collborated w ith the pakistani army in the killing of 3
> million unarmed civilians raping of 200, 000 women and the
> exodus of nealry 10 million people to India, majority of
> whom were minorities.  
> Pointing out that a lot is being said about  the trial of the War Criminals, but
> BHBCUC, USA holds the postion that if anyone is found guilty
> of crime agsint humanity in during the war or afterwards,
> that person must be brought to justice like the Nazis are
> being tried and punished if found.
>
>
>
>  
>
>
> The paper also
> pointed out how the minorities were shocked and stunned
> again and again by the centrist party of Awami League
> and its secular democratic allies.   This included reference to the
> Father of the nation Bangobondhu's refusal to return the
> Ramna Kali Temple to the Hindus after liberation, deliberate
> failure to to repeal the Enemy Property Act (thus
> allowing successive government seize 2.8 million acres of
> land from the minorities), and create Hindu, Buddhist and
> Christian Foundations along with the Islamic Foundations
> that he had created through legislation.
>
>
>
>  
>
>
>  He criticized the Bangobondhu
> government for looking the other way when the Islamic
> nationalists & extremists desecrated deities and temples
> during the Durga Pooja in October 1972, thus signaling to
> the Islamists that minority persecution was all right in
> secular democratic Bangladesh as it had been in Islamic
> Pakistan. 
>
>
>
>  
>
>
>  The paper accused Prime Minister
> Sheikh Hasina's government for all the above plus  her failure to prosecute the
> perpetrators of crime against the minorities despite the
> existence Shahabuddin Commissions' report which lists
> thousands of them.
>
>
>
>  
>
>
>   He also pointed out how it took
> decades before the minorities got access to the Ramna Kali
> Temple and finally repeal the Enemy or Vested Property Act,
> under tremendous international pressure, which was
> still  an exercise in chicanery
> in that the losers of property , unlike the Jews of Nazi
> Germany or  the Armenians of
> Turkey,  cannot reclaim their
> property.  He also criticized
> Prime Minister Hasina for her failure failure to take
> decades before addressing the issues only under tremendous
> international pressure (e.g. rebuilding the Buddhists
> Temples under international pressure but not the hundreds of
> Hindu Temples that have been destroyed).  The position Paper also criticized
> Prime Minister Hasina for her failure to implement the
> Chittagong Hill Tracts Peace Accord of 1997 that she herself
> had signed.
>
>
>
>  
>
>
> The paper pointed
> out that although whenever a minority candidate was
> nominated they won the parliamentary election, e.g., 14 in
> the 2008 election, the centrist Awami League and its allies
> refuse to nominate them, and that there is not single
> cabinet minister in the current cabinet, whereas in India
> there have been several Muslim Presidents and even the
> current External Affairs Minister is a Muslim.
>
>
>
>  
>
>
> The paper pointed
> out that due to the campaign of discrimination and
> atrocities there has been an exodus of 16 million minorities
> to India since 1971, who live there as stateless people for
> India doesn't grant asylum to Bangladesh's minorities
> and thus they were not economic migrants, which is what has
> been claimed by the agents of BNP and Jamaat, who have
> consistently denied that minority persecution has ever
> occurred in Bangladesh.
>
>
>
>  
>
>
> Having thus very
> fairly criticizing  all the
> political parties and arguing that perpetrators of crime
> against the minorities are primarily the cadres of BNP and
> Jamaat,  Dr. Bhattacharjya
> profusely praised Awami League for completely separating the
> state and Mosque/Church and for Prime Minister Sheikh
> Hasina's stellar records in combating terrorism, women
> empowerment, child mortality, economic development,
> generation of electricity, etc and that her government does
> not bar the promotions due to the minorities which is why
> they vote for the secularists and that he himself would also
> vote for Awami League, if he were to go back to Bangladesh.
>  He clearly let the ambassador
> know that, as in every nation, the minorities always tend to
> vote for the relatively more secular party and they will
> thus vote for Awami League and its allies, as would he
> himself.
>
>
>
>  
>
>
> Dr. Bhattacharjya,
> gratefully acknowledged the assistance the secular
> democratic people of Bangladesh have provide whenever the
> minorities have have come under attack by the cadres of BNP
> and jamaat and pointed out that in every country the
> minorities have been able to survive and even regain their
> rights only with the help of the secular democratic forces
> of the majority group and that the same is the case in
> Bangladesh, too.
>
>
>
>  
>
>
> Having said that,
> he urged the Ambassador to support the secular democratic
> forces in Bangladesh and roll the country back into a
> secular democratic state like his predecessor Ambassador
> Moriarty did in Nepal.
>
>
>
>  
>
>
> He pointed out that
> the religious minorities of Bangladesh looked up to the
> United States to device a permanent solution because it has
> done so all over the world, e.g., in East Timor, South
> Sudan, Bosnia and the likes.
>
>
>
>  
>
>
> Dr. Bhattacharjya
> suggested that the US take the following steps to accomplish
> that goal:  
>
>
> i.                   
> Advise BNP and Jamat-E- Islami to end
> their vicious campaign of religious & ethnic cleansing
> in Bangladesh.
>
>
>  
>
>
> ii.                 
> Advise Prime Minister Sheikh Hasina to take
> precautionary measures whenever attacks on the minorities
> are anticipated, and not use them to show the world how evil
> the BNP and Jamaat are for the world already knows
> that.
>
>
>  
>
>
> iii.               
> Encourage Prime Minister Sheikh Hasina to
> constitutionally uphold secular democracy (as opposed to
> Islamic democracy that her party has perpetuated by
> reaffirming Islam as the state religion through the
> 15th Amendment to the
> constitution).
>
>
>  
>
>
> iv.              
> Encourage Prime
> Minister Sheikh Hasina to enact a Hate Crime Law and try the
> perpetrators of crime against the country's minorities
> under that law in a special tribunal, starting the process
> using the Justice Shahabuddin Report or Probe Commission
> report.
>
>
>  
>
>
> v.                 
> Encourage Prime
> Minister Hasina to create separate foundations for the
> Hindus, Buddhists and Christians like the existing Islamic
> foundation.
>
>
>  
>
>
> vi.              
> Encourage Prime
> Minister Sheikh Hasina to complete the trial and punishment
> of the perpetrators of crimes against humanity (If this is
> done the Islamist will not dare conduct pogroms against the
> minorities and secular Muslims of the country.  Trial of those criminals is as
> non-negotiable as that of the Nazis, RSS and).
>
>
>
>  
>
>
> vii.            
> Encourage Prime
> Minister Sheikh Hasina to empower the country's minorities
> politically and economically. 
>
>
>
>  
>
>
> viii.         
> Advise Prime
> Minister Sheikh Hasina to rehabilitate and compensate the
> victims of violence by rebuilding their places of worship,
> dwelling houses that have ever been destroyed by the
> religious nationalists and extremists, and making
> arrangements for dealing with their psychological
> trauma. 
>
>
>
>  
>
>
> ix.              
> Encourage Prime
> Minister Sheikh Hasina ban religious extremists parties like
> Jamaat-e-Islami, Islami Chatra
> Shibir and Islami Oikya Jote who have links to
> terrorist activities as per proposal of European
> Parliament.
>
>
>  
>
>
> x.                 
> Advise Prime
> Minister Sheikh Hasina to fully implement the Chittagong
> Hill Tracts Peace Accord of 1997, so the indigenous peoples
> of Chittagong Hill tracts may live in peace.
>
>
>
>  
>
>
> xi.              
> Encourage Prime
> Minister Sheikh Hasina to empower the country's minorities
> politically and economically (Please note that, in her
> current cabinet there is not a single full minister from
> among the minority groups.)
>
>
>  
>
>
> xii.            
> Consistently promote
> and support the secular democratic
> forces.
>
>
>  
>
>
> xiii.         
> Provide a permanent
> solution to the problems facing the minorities of Bangladesh
> like you did in East Timor, South Sudan, Bosnia and the
> likes.
>
>
>  
>
>
> Dr. Bhattacharjya ended the presentation of
> the position paper by reiterating three requests to the Hon.
> Ambassador:
>
>
> i.                   
> Consistently promote
> and support the secular democratic forces in Bangladesh.
>
>
>
>  
>
>
> ii.                
> Roll Bangladesh back
> into a secular democracy that it was at
> birth.
>
>
>  
>
>
> iii.              
> Device a permanent
> solution to the problem facing Bangladesh's religious and
> ethnic minorities.
>
>
>  
>
>
> Professor Sachi Dastidar's valuable paper
> focused on the minority exodus of over 50 million people
> under duress, which was supported by a detailed statistical
> analysis, very much like the papers he previously presented
> at two Congressional Hearings in Washington D.C., in 2008
> and 2011.
>
>
> Ms. Sathi Roy's insightful paper focused on
> the use of rape and conversion as tools of choice in the
> campaign of religious and ethnic cleansing.  It argued that when these tools are
> used in combination the victims have no alternative but to
> leave the country because no parents want to witness their
> daughters violated again and again in front of their eyes.
>
>
>
>
>  
>
>
> Responding to the
> presentations, Ambassador Mozena held the hands of the
> introducer from the young generation, Attorney Rakesh Roy
> and Akash Das, and said, they were the future of Bangladesh.
>
>
>
>
>  
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>  
>
>
>
>  
>
>
> He said having
> traveled throughout Bangladesh he noticed that at the deeper
> level the majority group was willing to live side by side
> with the minorities as they have for centuries; however that
> he has also witnessed this  harmony disrupted through violence
> against the minorities again and again, in 2014, 2013, 2012,
> 2011, etc.  He argued that in
> order to maintain that history of peaceful coexistence
> Bangladesh's majority group must respect the rights and
> dignity of the minorities.  He
> said a few times that he personally believed and also it was
> the U. S. policy to protect the minorities everywhere.  The ambassador said that Bangladesh
> could not make progress complete neglecting the minorities,
> and hence minority persecution must stop. 
>
>
>
>  
>
>
> The Hon. Ambassador
> said he believed in Lord Krishna's statement that he is
> present inside every human being, and thus he believes that
> people must love each other.  He
> ended his speech by thanking BHBC, USA for hosting this
> event.
>
>
>
>  
>
>
> In the
> question/Answer session, Dr. Jiten Roy asked: "We hear
> that another election might be held soon.  But experience shows that, another
> election is unlikely to help the democratic process because
> the opposition parties never go to the parliament.  What another election would certainly
> do is cause another wave of atrocities against the
> country's minorities followed by yet another wave of
> minority exodus.  So, what would
> be the point of another election soon?
>
>
>
>  
>
>
> The ambassador
> skillfully avoided this question.
>
>
>
>  
>
>
> The meeting ended
> with the thank You note from Mr. Ranabir Barua,
> President who had previously introuduced Councilman
> Weprin to the audience.
>
>
>
>  
>
>
> Finally, on a
> different note we would like our fellow human rights
> advocates/ activistsworldwide to know that, the man who has
> created counter-Oikya Parishad committees  in various places defying the central
> committee yet claiming that he was the international
> coordinator of this organization, and who had  his surrogate writers write articles
> in New York's weeklies likening Major General C.R. Datta
> to the traitors Jogendra Mandal and Rasaraj Mandal and then
> e-mailed to most of you in order to defame him  ( He also did the same thing with the
> General Secretary of the Central Committee Advocate
> RananDas-Gupta the prosecutor of Delwar Hossain Syedee and
> Salhauddin Qader Chowdhury), simply because they refused to
> make Oikya Parishad a tool for promoting the his political
> masters, called many people of New York City trying to
> dissuade them from coming to our event.    Recipients of that
> villain's  call  contacted us one after another to
> find out what was going on, but did show  up, thus overcrowding the hall, and
> raising the number of attendees to well above 350 (
> Journalists told us they never saw so many people show up at
> a meeting so early in the morning and then attend it for
> three hours on their feet.)
>
>
>
>  
>
>
> Thank
> you.
>
>
>  
>
>
> Sincerely,
>
>
>  
>
>
> Mr. Rup Kumar
> Bhowmick,  Director
> Communications & Publications
>
>
>
>  
>
>
> On Behalf of
>
>
>
> Presidents: Dr. Jiten Roy Ph. D., Mr. Julius Gomez & Mr. Ranabir
> Barua
>
>
> General
> Secretary:
> Dwijen
> Bhattacharjya, Ph. D.  &
> Treasurer:  Mr. Dilip
> Chakraborty
>
>
>
>  
>
>
> Chairman/Board of
> Directors:
> Mr. Shyamal
> Sharma
>
>
> Vice Chairman/Board of
> Directors:
> Mr. Bidyut
> Das
>
>
> Members
> Secretary:
> Mr. Ranjit
> Bhaduri
>
>
> Director
> Policy :
> Mr. Amit Chowdhury
> & Director
> Organizaiton:  Mr. Bappi Sen Chowdhury
>
>
>  
>
>
>
>  
>

<*>Attachment(s) from Jiten Roy:

<*> 2 of 2 Photo(s) https://groups.yahoo.com/neo/groups/mukto-mona/attachments/2082119328
<*> Ambassador Mozena with Presidents Dr. Jiten roy & Mr. Julius Gomez
<*> Attorney Rakesh Roy & Akash Das.JPG

<*> 2 of 2 File(s) https://groups.yahoo.com/neo/groups/mukto-mona/attachments/2082119328
<*> PRESS RELEASE - OIKYA PARISHAD&#39;S MEETING WITH HIS EXCELLENCY AMBASSADOR MOZENA.docx
<*> Attorney Rakesh Roy and Akash Das.htm

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] চতুর পাঞ্জাবি ও সরল বাঙালি



চতুর পাঞ্জাবি ও সরল বাঙালি
ওয়াহিদ নবী
মার্চ মাস এলেই রক্তাক্ত অধ্যায়ের কথা মনে পড়ে যায়। আর মনে পড়ে সাবেক পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর কথা। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের দূরত্ব এক হাজার মাইল। মাঝখানে যে ভূখণ্ডটি তাকে বৈরী একটি দেশ বলে বিবেচনা করা হতো। পশ্চিম পাকিস্তানের লোকসংখ্যা শতকরা ৪৪ ভাগ, কিন্তু সেখানেই দেশের রাজধানী। সেনাবাহিনীর প্রধান কার্যালয়, নৌ ও বিমান বাহিনীরও। দেশের সব প্রধান দফতরও সেখানে। সেখানেই দেশের সব নীতি প্রণয়ন করা হতো। বাণিজ্যিক প্রধান দফতর সেখানেই। পুরো দেশের আর্থিক লেনদেন স্বাভাবিকভাবেই হতো সেখানে। অত্যন্ত স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তানের মানুষ সুযোগ-সুবিধা ভোগ করত বেশি। অর্থনীতির স্বাভাবিক কারণ রাজধানী থেকে দূরে অবস্থিত পূর্বের অংশটি অপর অংশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আমরা বাঙালিরা সরল, তাই দেশটির অস্বাভাবিক কাঠামোকে গ্রহণ করে সব সুযোগ-সুবিধা পশ্চিমের হাতে ছেড়ে দিয়েছিলাম। আমাদের এই সরলতার কারণ আমাদের ধর্মবোধ। আমরা আমাদের মুসলিম ভাইদের হাতে সব ছেড়ে দিয়েছিলাম। এমন একটি অস্বাভাবিক রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোর অবশ্যম্ভাবী চরিত্রের কথা ভাবিনি। ফলে যা হওয়ার তা-ই হয়েছিল। পশ্চিমের অংশটির চারটি প্রদেশ যাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস আলাদা। বৃহত্তর প্রদেশ পাকিস্তানে সর্বেসর্বা হয়ে দাঁড়াল পাঞ্জাব। প্রশ্ন হচ্ছে পাঞ্জাবিরা কি পূর্ব পাকিস্তানে রাজধানী ও অন্যসব সুযোগ-সুবিধা দিয়ে একটি রাষ্ট্রের কাঠামোতে রাজি হতো? প্রশ্ন হচ্ছে এতদিন পরে এসব কথা আসছে কেন? এর কারণ হচ্ছে যেসব কারণে সরল মনে বাঙালিরা পাকিস্তান মেনে নিয়েছিল সেসব কারণের কিছু কিছু আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা কি কিছু শিখেছি পাকিস্তানের ইতিহাস থেকে? আমরা কি বাস্তবতার আলোকে আমাদের পথ বেছে নিতে পারব? নাকি আমরা আবার ভাবপ্রবণ হয়ে সরল মনে দিশেহারা হয়ে পড়ব?
আমরা তো পাকিস্তানিদের ভাই হিসেবে গ্রহণ করেছিলাম, কিন্তু তারা আমাদের সম্বন্ধে কী ভাবত? একাত্তরের যুদ্ধে পরাজয়ের পর পূর্ব পাকিস্তানে নিয়োজিত সেনাকর্তারা যুদ্ধবন্দি হিসেবে ভারতে অবস্থান করেন। তারপর পাকিস্তানে ফিরে তাদের কেউ কেউ স্মৃতিকথা লেখেন। এসব বই পড়লে তাদের মনোভাব জানা যায়। অনেকে প্রশ্ন করতে পারেন সেনাকর্তাদের মনোভাব পাকিস্তানের অন্যান্য মানুষের মতো? সংক্ষেপে বলা যায় 'হ্যাঁ'। কারণ পূর্ব পাকিস্তানে গণহত্যা ও গণধর্ষণ চলার সময় পশ্চিম পাকিস্তানিরা একদিন চুপ করেছিল।  এদের প্রায় সবাই মন্তব্য করেছেন যে, বাঙালি মুসলমানরা হিন্দুদের দ্বারা প্রভাবান্বিত। তারা বলেন যে, পাকিস্তানের জšে§র পর হিন্দুরা পশ্চিম পাকিস্তান ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু হিন্দুদের একটি বৃহৎ অংশ পূর্ব পাকিস্তানে থেকে যায়। এদের মধ্যে অনেকে শিক্ষকতা করতেন। এরা বাঙালি মুসলমানদের মগজ ধোলাই করেন। এর ফলে বাঙালি মুসলমানরা হিন্দুঘেঁষা হয়ে যায়। প্রশ্ন করা যেতে পারে যে, হিন্দুদের সঙ্গে বাস করা সত্ত্বেও বাঙালি মুসলমানরা তবে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন কি করে! পাকিস্তানিদের এসব বক্তব্যের সারাংশ হচ্ছে এই যে, বাঙালিদের মস্তিষ্কে ঘিলু নেই। যে যা বলেন তারা তাই মেনে নেন। বাঙালিদের পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো কিছুই নয়। হিন্দুরা বলেছে বলেই তারা পাকিস্তানবিদ্বেষী হয়েছেন। পাকিস্তানিরা আরো বলতে চেয়েছেন যে, বাঙালি মুসলমানরা নিকৃষ্ট শ্রেণীর মুসলমান। কিন্তু নিকৃষ্ট হলেও তারা মুসলমান, তাই তারা পাকিস্তানে থাকতে পারেন। তাদের ভারতে চলে যাওয়ার দরকার নেই। তবে যেহেতু তারা নিকৃষ্ট শ্রেণীর মুসলমান তাদের অধীনস্থ হয়ে থাকতে হবে। 
দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পর পরই স্পষ্ট হয়ে ওঠে যে, শুধু ধর্মের ভিত্তিতে দেশ চলতে পারে না। হাসান হক্কানি তার  'পাকিস্তান : বিটউইন মস্ক অ্যান্ড মিলিটারি' বইতে এসব আলোচনা করেছেন। জিন্নাহ ঘোষণা করেছিলেন যে, রাষ্ট্র পরিচালনায় ধর্ম ব্যবহৃত হবে না। কিন্তু তার মৃত্যুর পর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দেশ ভিন্ন পথে চালিত করেন। তিনি ৩টি নীতির কথা উল্লেখ করেন আর সেগুলো হচ্ছে (ক) পাকিস্তানের অখণ্ডতা, (খ) ইসলাম ও (গ) অর্থনৈতিক উন্নতি। তখনকার রুশ-মার্কিন দ্বন্দ্বের কারণ অর্থের জন্য পাকিস্তান মার্কিনদের আশ্রয় নেয়। সেনাবাহিনী শক্তিশালী হয়ে ওঠে। তারা বিরামহীনভাবে নিজেদের ইমেজ বৃদ্ধির কাজে লেগে যায়। যার ফলে পাকিস্তানের অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে, পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর সেরা সেনাবাহিনী। প্রথমে বেসামরিক আমলা ও সেনাকর্তারা মিলিতভাবে দেশ পরিচালনা করেন। এরপর প্রথমে ইস্কানদার মির্জা ও  পরে আইয়ুব খানের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। আইয়ুব খানের বাঙালিবিদ্বেষ তার  'ফ্রেন্ডস নট মাস্টার্স' বইতে ফুটে ওঠে। শেরে বাংলা সম্বন্ধে তিনি জঘন্য মন্তব্য করেন। এতপর তার রোজনামচায় তিনি বঙ্গবন্ধুকে 'মূর্খ ও গুণ্ডা' বলে অভিহিত করেন। তার দশ বছরের শাসনকালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিশাল বৈষম্য গড়ে ওঠে। এসব বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের প্রতিবাদ ও প্রতিকার হিসেবে ৬ দফা ঘোষিত হয়। এটিকে বিচ্ছিন্নতার দলিল হিসেবে আখ্যায়িত করে পাকিস্তান সরকার। আগরতলা মামলায় জড়ানো হয় বঙ্গবন্ধুকে। ৬ দফাকে ভিত্তি করে নির্বাচনে বিশাল জয়লাভ করে আওয়ামী লীগ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখে যাত্রা শুরু করলেও আজ পর্যন্ত তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটেনি। এর দায় কার? 
শেষ পর্যন্ত পাকিস্তানের এতদিনের গোঁজামিলভিত্তিক রাজনীতির স্বরূপ প্রকাশ পেল। সেনাবাহিনী বহু বছর ধরে ক্ষমতার ফায়দা লুটে আসছে। তারা সে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। সেনাবাহিনীর একচ্ছত্র কর্তৃত্ব রাজনীতিবিদরা মেনে নিতে চান না। তারা সেনাবাহিনীর জায়গায় ক্ষমতায় যেতে চান। কিন্তু পশ্চিম  পাকিস্তানের সেনা ও রাজনীতিবিদ দু'পক্ষই জানেন যে, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের হাতে ক্ষমতা গেলে পশ্চিম পাকিস্তানের পঁচিশ  বছরের প্রাধান্য চলে যাবে। তাই ইয়াহিয়া আর  ভুট্টো ষড়যন্ত্রের পথ ধরলেন। অস্ত্রের জোরে দেশের শতকরা ৫৬ জন মানুষের কণ্ঠকে তারা স্তব্ধ করে দেয়ার চেষ্টা করলেন। নিয়াজিসহ অনেকেই মনে করেন যে, পূর্ব পাকিস্তানকে একটি সরকারবিহীন অবস্থায় পরিত্যাগ করার ষড়যন্ত্র ছিল এটি। মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তার বইয়ের নাম দিয়েছিলেন 'স্বদেশে বহিরাগত'। পূর্ব পাকিস্তানকে কি পশ্চিম পাকিস্তানিরা স্বদেশ বলে মনে করেছিলেন? 
পাকিস্তানিরা কি ভেবেছে ভাবুক। প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের একটি মাত্র বিষয়কে ভিত্তি করে একটি দেশ শুধু অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি করে কি টিকে থাকতে পারে? পাকিস্তানের ইতিহাস থেকে আমরা কিছু শিখতে পারি জীবনের বাস্তবতা সম্বন্ধে। নাকি আমরা আবার সরল মনে মোহচ্ছন্ন হয়ে চাঁদে মুখ দেখার কথা বিশ্বাস করে বিদ্যুৎকেন্দ্র পোড়াব? আমরা কি অবাস্তব আদর্শে মোহচ্ছন্ন হয়ে হাজার হাজার গাছ নষ্ট করব আর রেললাইন উপড়ে ফেলব? আমরা কি সরল মনে অন্যের কথায় ধ্বংসাত্মক কাজে লিপ্ত হব উসকানিদাতাদের জীবনযাত্রা প্রণালী পরীক্ষা না করে? আমরা কি সরল মনের কারণে একবারও ভেবে দেখব না আমাদের কাজে লাভবান হবে কে?
লেখক: রয়াল কলেজ অব সাইকিয়াট্রিস্টের ফেলো
- See more at: http://www.manobkantha.com/2014/03/19/164523.html#sthash.6gtQflh4.dpuf



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona] Re: Meeting with Ambassador

Mr. Rahman, we do everything openly; we are apolitical, and try to tell the truth by exposing wrongdoing of all political parties. We believe – covering up wrongdoings will only encourage more wrongdoings, not less. Those who have true love for the country won't violate this principle. Every political party, right from the get-go of Bangladesh, has been using religious minorities as political pawn. BNP/Jamat blames religious minorities for their failures, and Awami League inflames violence against religious minorities just to put blame on BNP/Jamat. Religious minorites are footballs in the political game in Bangladesh.This game cannot go on. It needs to stop.

I hear a lot that – exposing bad things about our country will harm the image of the country, meaning we should hide and cover up bad things. I know - this is exactly what a cat also thinks when it hides its dropping under the dirt. It thinks no one will ever find it out. The fact is – cat may hide the physical evidence, but it cannot hide the stink. I remember, Khaleda Zia used this cat-principle in 2001, when she kept on denying all atrocities on religious minorities after the election while they were going on unabated.

Was she able to hide those evidences under the rug? She could not, the whole world knew everything as they were unfolding.

Yes, I saw many evictions from the ancestral lands in the religious majority group also due to land-grabbing by the influential people. The whole system is corrupt now. The point is, we cannot accept the status quo if we really love our country. We need to strive for the better; that's where true love for the country lies.

Jiten Roy


--------------------------------------------
On Tue, 3/18/14, QR <qrahman@netscape.net> wrote:

Subject: Re: [mukto-mona] Re: Meeting with Ambassador
To: mukto-mona@yahoogroups.com
Date: Tuesday, March 18, 2014, 6:24 AM
















 












It's
a disgrace and disappointment that people among us can go
that low to
do such thing. I could understand it - if someone from
Awami League
would do so. In fact, we received call from Bangladesh
Embassy in DC not
to go through with this event. They knew - we will tell the
truth about
Awami League also. They guessed it right. Even BNP people
said - we
delivered impartial messages about all political parties,
and we were
fair and square about the truth.




 




But,
what we never envisioned is that someone from an imposter
organization, using the same name of the Bangladesh
Hindu, Buddhist, and
Christian Unity Council, will do so.
Obviously, that person is an Awami
Leaguer, which is fine with us. But, our concern is his
political
interest, in this case, superseded interests of the millions
of
religious minorities in Bangladesh.














>>>>>>>>>>
Member Roy,



I am very happy to learn about your work. Specifically your
effort to keep politics out of this vital national
issue. Go after criminals no matter which party they
belong to and expose those imposter who are distorting our
culture of tolerance and acceptance of each other.



I was watching a report (On ETV-Ekushe tv) on critical
condition of Waqf estates (Similar to debottor shopotti) in
Bangladesh. It appears around 80% of estate properties were
sold (Be definition no one should be able to sell these
properties).



I think corruption gotten so much into our systems that, it
is disturbing and sometimes destroying every fabric of our
society.



Our non-Muslim brothers and sisters are STILL OUR brothers
and sisters!!



Stay authentic and objective, you will see results in
future.



Shalom!














-----Original
Message-----


From: SAIF Davdas <islam1234@msn.com>


To: mukto-mona <mukto-mona@yahoogroups.com>


Sent: Mon, Mar 17, 2014 6:31 pm


Subject: RE: [mukto-mona] Re: Meeting with Ambassador




























 























Great work, Jiten! Godspeed with your
crusade; we are with you. Saif







To: asim.dey@gmail.com


CC: mukto-mona@yahoogroups.com


From: jnrsr53@yahoo.com


Date: Mon, 17 Mar 2014 08:21:16 -0700


Subject: [mukto-mona] Re: Meeting with Ambassador




















 























 







Bangladesh Hindu,
Buddhist, and Christian Unity Council, USA held
a breakfast meeting with honorable US Ambassador to
Bangladesh, Dan W. Mozena, in the Gulshan Terrace, New
York to apprise him of the recent reign of terror on
religious minorities, unleashed by the BNP, Jamat, and, in
some cases, Awami League before and after the general
election in January, 2014.




Turn out at
the event was beyond the capacity of the
Hall (> 400), and hundreds of people had to
stand through the entire event, which lasted more than 2.5
hours. In spite of overcrowded Hall, it was a remarkably
peaceful event; there was no complaining from
attendees. They have, in fact, congratulated
organizers, and expressed their satisfaction
over the event.  




 




Bangladesh Hindu,
Buddhist, and Christian Unity Council will issue
official statements on the event in due
course. 




 




The
greatest satisfaction is - in spite of a Hindu
gentleman (I do not want to disclose his name at this time)
called people in the community to tell them not to
attend this meeting they all came.




 




It's a disgrace and
disappointment that people among us can go that low to do
such thing. I could understand it - if someone from
Awami League would do so. In fact, we received call from
Bangladesh Embassy in DC not to go through with this
event. They knew - we will tell the truth about Awami League
also. They guessed it right. Even BNP people said - we
delivered impartial messages about all political parties,
and we were fair and square about the truth.





 




But, what we never
envisioned is that someone from an imposter
organization, using the same name of the Bangladesh
Hindu, Buddhist, and Christian Unity Council, will do
so. Obviously, that person is an Awami Leaguer, which
is fine with us. But, our concern is his political interest,
in this case, superseded interests of the millions of
religious minorities in Bangladesh.




 




Other than that,
everything went smoothly.




 




Thanks again.







 




Jiten Roy




President, BHBCUC, USA.
























From: Asim Dey <asim.dey@gmail.com>


To: Jiten Roy
<jnrsr53@yahoo.com>



Sent: Monday,
March 17, 2014 8:58 AM


Subject: Re:
Meeting with Ambassador



















Jiten da,










How did it go yesterday with the
Ambassador? 










Thanks










Asim





Sent from my iPhone








On Mar 4, 2014, at 9:03 AM, Jiten Roy
<jnrsr53@yahoo.com> wrote:













Yes, I will be at home, waiting for your call.






















From: Asim Dey <asim.dey@gmail.com>
To: Jiten Roy <jnrsr53@yahoo.com>
Sent: Monday, March 3,
2014 11:17 PM
Subject: Re: Meeting
with Ambassador















Jiten da,










Is 7:45 pm tomorrow ok to talk? 










Asim

Sent from my
iPhone








On Mar 3, 2014, at 10:38 PM, Jiten Roy
<jnrsr53@yahoo.com> wrote:













Asim babu,










Shitangshu
Guha is not involved in this meeting at all. He belongs to a
different group. I do not know why he is interfering with
messaging. 










Please
contact me directly at jnrsr53@yahoo.com or call me at
347-419-2012 for any information. We will love to have you
here among us. Your presence will be very helpful in this
event. Please let me know how I can be of any help.










Jiten Roy













































































































































------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/