Banner Advertiser

Thursday, April 21, 2016

[mukto-mona] নেপথ্যে মেজর জিয়া



নেপথ্যে মেজর জিয়াপ্রকাশিত : ২২ এপ্রিল ২০১৬


  • তার অনুসারীরা ভিন্ন নামে সংগঠিত হয়ে ব্লগার হত্যা করছে
  • আইএসের সঙ্গে এদের জড়িত থাকার কোন প্রমাণ মেলেনি
  • গাফফার খান চৌধুরী ॥ সেনাবাহিনীতে ক্যু করার পরিকল্পনা, ব্লগার হত্যা এবং বাংলাদেশে আইএসের তৎপরতা থাকার অপপ্রচার চালানো এক সূত্রে গাঁথা। পুরো প্রক্রিয়াটির সঙ্গে সেনাবাহিনীতে ক্যুর চেষ্টাকারী বহুল আলোচিত মেজর জিয়াসহ বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য মিলেছে। ব্লগার হত্যাকারীদের নেপথ্যের কারিগররাই বাংলাদেশে আইএসের তৎপরতা রয়েছে বলে প্রপাগা-া চালাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে আইএসের (ইসলামিক স্টেট) তৎপরতা থাকার প্রমাণ মেলেনি। তবে কোন কোন জঙ্গী সংগঠনের তরফ থেকে আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। তবে আইএসের তরফ থেকে কোন সাড়া মেলেনি।

    সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, খেলাফত প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে সামনে রেখে আইএস সৃষ্টি করে পৃথিবীর অন্যতম একটি সুপার পাওয়ার। মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ায় রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে দেশ দুটির কিছু অংশ দখল করে আইএস আলোচনায় আসে। মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, লন্ডনে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সারা পৃথিবীতে ব্যাপক আলোচনার জন্ম দেয় আইএস। যে দেশ আইএসকে সৃষ্টি করেছে তাদের কারসাজিতেই দুনিয়াব্যাপী অপপ্রচার চলছে।

    এমন অপপ্রচারের ধারাবাহিকতায় আইএস বাংলাদেশ, ভারত, মিয়ানমারসহ দূর প্রাচ্যের দেশগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছে বলে বিভিন্ন সময় প্রকাশ করা হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৩ এপ্রিল আইএসের সাময়িকী হিসেবে পরিচিত 'দাবিক'-এ একটি সাক্ষাতকার প্রকাশিত হয়েছে। সাক্ষাতকারটি জঙ্গী গোষ্ঠীটির বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের বলে প্রচার করা হয়। সেই সাক্ষাতকারে বলা হয়েছে, ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই আইএসের ঘাঁটি বানানোর জন্য তাদের পছন্দ। ওই ঘাঁটি থেকেই তারা ভারতে হামলা চালাতে চায়। যুদ্ধাপরাধের বিচার ও শীর্ষ নেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মীরা এখন আইএসে যোগ দিচ্ছেন।

    জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে জামায়াত নেতাকর্মীদের আইএসে যোগ দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএসের কথিত প্রধানের সাক্ষাতকার একটি পরিকল্পিত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই।

    গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহ্্রীর সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে। সেই সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়। ক্যুর পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম মেজর জিয়া। বর্তমানে তিনি পলাতক। মেজর জিয়ার এমন পরিকল্পনা ব্যর্থ হলে তিনি পুরোপুরি বেপরোয়া হয়ে ওঠেন। তার পরামর্শে ও নির্দেশনায় হিযবুত তাহ্্রীরের অনেক সদস্য নতুন করে সংগঠিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম নামে আরেকটি সংগঠনের জন্ম দেয়। আনসারুল্লাহ বাংলা টিমের ৪-৫ জন করে সদস্য নিয়ে ছোট ছোট সিøপার সেল তৈরি করা হয়। সেই সব সিøপার সেল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনলাইন এ্যাক্টিভিস্টদের ওপর চড়াও হয়। তারা নির্মমভাবে হত্যা করা শুরু করে ব্লগারদের। ব্লগার হত্যার পর আগে কোন জঙ্গী সংগঠনের তরফ থেকে হত্যার দায় দায়িত্ব স্বীকার করা হয়নি।

    কিন্তু ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ধারাবাহিক অভিযানে বেশ কিছু জঙ্গী ধরা পড়ে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি (জামাআ'তুল মুজাহিদীন বাংলাদেশ), হিযবুত তাহ্রীর ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের অধিকাংশই আইএসের অনুসারী। গ্রেফতারকৃতরা আইএসের অনুসারী বলে ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকে। তাতে দেশে আইএসের তৎপরতা থাকার তথ্য অনেকটা সুদৃঢ় হয়। যদিও এসব সংগঠনের তরফ থেকে আইএসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে আইএস সাড়া দেয়নি।

    এমন সুযোগটিকে পুরোপুরি কাজে লাগানোর পাশাপাশি আইএসের দৃষ্টি আকর্ষণ করতে ব্লগারদের নির্মমভাবে হত্যা করা হয়। যাতে আইএস তাদের সঙ্গে যোগাযোগকারী জঙ্গী সংগঠনগুলোকে নানাভাবে বিশেষ করে আর্থিকভাবে ব্যাপক সহায়তা করে। আইএসের দৃষ্টি আকর্ষণ করার ধারাবাহিকতায়ই ব্লগার হত্যার পরেই আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার আনসার আল ইসলাম বা আনসার আল ইসলাম-৭ বা ৮ বা বিভিন্ন নামে হত্যার দায় স্বীকার করা হয়েছে। এসব দায় স্বীকার করা হয়েছে আইএসের প্রচারের সঙ্গে জড়িত সাইট ইন্টেলিজেন্স নামের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে। এই ওয়েব সাইটটিকে পরিকল্পিতভাবে এসব প্রপাগা-া চালানোর ক্ষেত্রে ব্যবহার করারও অভিযোগ রয়েছে। সাইটটির মালিক রিটা কাৎজের সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যোগাযোগ করে সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু রিটা কাৎজের তরফ থেকে কোন সহযোগিতা করা হয়নি।

    ব্লগার হত্যার তদন্তকারী সংস্থাগুলো সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীসহ পুরো রাষ্ট্রযন্ত্র ও মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতেই এবং হত্যাকারীরা গ্রেফতারের বাইরে থাকইে মূলত ভিন্ন নামে হত্যার দায় স্বীকার করা হয়েছে। এমন অপপ্রচারের কারণে একদিকে বাংলাদেশে আইএসের তৎপরতা থাকার বিষয়টি প্রকাশ করা হচ্ছে, অপরদিকে মূল হত্যাকারীরা দিনের পর দিন আড়ালে থাকার চেষ্টা করছে।

    এ ব্যাপারে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, বাংলাদেশের আইএসের তৎপরতা থাকার অপপ্রচার শুরুর পর চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত ৫০ জঙ্গী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্লগার হত্যা, আইএসের পক্ষে অপতৎপরতা চালানোসহ বিস্তর অভিযোগ রয়েছে। তারা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিযুবত তাহ্রীরসহ বিভিন্ন জঙ্গী সংগঠনের সদস্য। গ্রেফতারকৃতরা নিজেদের আইএসের অনুসারী বলেও দাবি করেছেন। তবে তাদের সঙ্গে এখন পর্যন্ত তদন্তে ও জিজ্ঞাসাবাদে আইএসের যোগাযোগ থাকার কোন প্রমাণ মেলেনি। গ্রেফতারকৃতদের অনেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে আইএসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে আইএসের কাছ থেকে কোন সাড়া পাওয়ার তথ্য মেলেনি।

    ব্লগার হত্যার পর দায় স্বীকারের বিষয়ে তিনি বলেন, মূলত ব্লগার হত্যাকারীরাই নিজেদের গ্রেফতারের বাইরে রাখতে এবং দেশে আইএসের তৎপরতা থাকার অপপ্রচার চালাতেই দায় স্বীকার করছে। আইএসের দৃষ্টি আকর্ষণ করতেই বিভিন্ন জঙ্গী সংগঠনের সিøপার সেল নির্মমভাবে অনলাইন এ্যাক্টিভিস্টদের হত্যা করছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচালে ব্যর্থ হয়ে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়েই একটি গোষ্ঠী ব্লগার হত্যায় নামে। তারাই ব্লগারদের হত্যার পর দেশে আইএসের তৎপরতা রয়েছে বলে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে আইএস বা আল কায়েদার কোন তৎপরতা নেই। এসবই প্রপাগা-া।

    তিনি আরও জানান, আইএসের বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত আইএসে যোগদানকারী হিসেবে ১৫ থেকে ২০ জন বাংলাদেশীর কথা জানা গেছে। এদের মধ্যে ৩ থেকে ৪ জনের মৃত্যু হয়েছে। যারা যোগ দিয়েছেন তারা সরাসরি বাংলাদেশ থেকে যোগ দেননি। তাদের অধিকাংশই বাংলাদেশী বংশোদ্ভূত বিভিন্ন দেশের নাগরিক। যোগদানকারী বাংলাদেশীদের অধিকাংশই মালয়েশিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের বসবাস করছিলেন। এর মধ্যে জাপান থেকে একজন তার স্ত্রী ও চার সন্তানসহ আইএসে যোগ দিয়েছেন। আইএসে যোগদানের চেষ্টাকারী ও আইএস থেকে বাংলাদেশে ফেরত আসার চেষ্টাকারীদের সম্পর্কে বিমানবন্দরে বিশেষ বার্তা দেয়া আছে। যারা বাংলাদেশ থেকে ইরাক বা সিরিয়ায় যেতে আগ্রহী তাদের বয়সসহ আনুষঙ্গিক সবকিছু বিবেচনায় নিয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোকে জানাতে বলা হয়েছে। আর ইরাক ও সিরিয়া থেকে ফেরত আসা দেশী বা বিদেশীদের বিষয়েও একই রকম তথ্য এবং বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোকে তাৎক্ষণিক জানানোর সরকারী নির্দেশ রয়েছে। গত সোমবার পর্যন্ত কোন বাংলাদেশীর সিরিয়া বা ইরাকে যাওয়ার চেষ্টা করার তথ্য মেলেনি। এমনকি দেশ দুটি থেকে কারও আসারও তথ্য মেলেনি।

    - See more at: https://www.dailyjanakantha.com/details/article/186618/ নেপথ্যে-মেজর-জিয়া


    ২২ এপ্রিল ২০১৬, ৯ বৈশাখ ১৪২৩, শুক্রবার, ঢাকা, বাংলাদেশ


    †mbvevwnbx‡Z Ky¨Õi cwiKíbv I eøMvi nZ¨vi †bc‡_¨ †gRi wRqv

    Avgv‡`i mgq.Kg : 22/04/2016

     

    nvmvb : †mbvevwnbx‡Z Ky¨ Kivi cwiKíbv, eøMvi nZ¨v Ges evsjv‡`‡k AvBG‡mi ZrciZv _vKvi AccÖPvi Pvjv‡bv GK m~‡Î Muv_v| cy‡iv cÖwµqvwUi m‡½ †mbvevwnbx‡Z Ky¨i †PóvKvix eûj Av‡jvwPZ †gRi wRqvmn †ek K‡qKR‡bi RwoZ _vKvi Z_¨ wg‡j‡Q| eøMvi nZ¨vKvix‡`i †bc‡_¨i KvwiMiivB evsjv‡`‡k AvBG‡mi ZrciZv i‡q‡Q e‡j cÖcvMvÛv Pvjv‡"Q| GLb ch©šÍ evsjv‡`‡k AvBG‡mi (BmjvwgK †÷U) ZrciZv _vKvi cÖgvY †g‡jwb| ..........RbKÉ|




    http://www.amadershomoys.com/newsite/2016/04/22/576447.htm#.Vxmcg9QrJrE




    __._,_.___

    Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    [mukto-mona] জয়কে হত্যাচেষ্টার মূল নায়ক কে?



    জয়কে হত্যাচেষ্টার মূল নায়ক কে?

    বখতিয়ার উদ্দীন চৌধুরী১২:৫০, এপ্রিল ২১, ২০১৬


    বখতিয়ার উদ্দীন চৌধুরীবলা হয় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নির্মম প্রকৃতির লোক। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে নিষ্ঠুর পথে অগ্রসর হতেন। তিনি যখন বিএনপি গঠন করে রাজনীতির ময়দানে অবতীর্ণ হন,তখন সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে তিনি যদি রাজনীতির ময়দানে আওয়ামী লীগের একক প্রতিদ্বন্দ্বী হতে না পারেন, তবে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া তার পক্ষে মুশকিল হবে। তাই আওয়ামী লীগ বিরোধী একক শক্তি হতে প্রথমে আওয়ামী লীগ বিরোধী অপর শক্তি খন্দকার মোশতাককে ময়দান থেকে উচ্ছেদের পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছিলেন তিনি।
    জিয়া প্রথমে  খন্দকার মোশতাককে বঙ্গভবনে রাষ্ট্রপতি থাকার সময় কাপ-পিরিচ চুরির মামলায় গ্রেফতার করেন এবং ট্রাইবুনাল করে তার বিচার সম্পন্ন করেন। ট্রাইবুনাল তাকে তিন বছরের জেল দেন এবং এক লাখ টাকা জরিমানা করেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যখন খন্দকার মোশতাক মুক্ত হন, তখন তিনি মোশতাককে প্রাণে বদ করার পরিকল্পনা করেন। ১৯৭৯ সালে মোশতাক জেল থেকে মুক্ত হয়ে যখন বায়তুল মোকাররমের সামনে জনসভা করতে উদ্যোগী হন, তখন গ্রেনেড হামলা করে অসংখ্য মানুষ হত্যা করা হয়। ১৯৭৯ সালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে জনসভার আয়োজন হলে খেলার মাঠের টিকেট ঘরের ছাদের উপর মঞ্চ তৈরি করা হতো। সেই মঞ্চে মোশতাকের দলের সব কেন্দ্রীয় নেতারা উপবিষ্ট ছিলেন। মঞ্চে যে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিলো তা লক্ষ্য ভ্রষ্ট না হলে খন্দকার মোশতাক, অলি আহাদ, পীর দুদু মিঞা, শাহ মোয়াজ্জেমসহ সবাই মরে ভূত হয়ে যেতেন।
    দ্বিতীয় এবং তৃতীয়বারও মোশতাকের  জনসভায় আক্রমণ করা হয়েছিল, যার কারণে মোশতাকের ডেমোক্রেটিক লীগ ক্ষীণমান হয়ে যায়। সেনানিবাসেও তিনি তার দালাল ঘেষা রাজনীতি করা যারা পছন্দ করতেন না, তাদেরকে নির্মমভাবে নির্মূল করেছিলেন। যে কর্ণেল তাহের তাকে ক্ষমতা গ্রহণে সাহায্য করেছিলেন তিনি তাকেই  প্রথম ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে ছিলেন। অথচ কর্ণেল তাহের ছিলেন পঙ্গু মুক্তিযোদ্ধা। আতাউর রহমান খাঁন পঙ্গু মানুষকে ফাঁসি দেওয়া বিধি বহির্ভূত উল্লেখ করে কর্ণেল তাহেরের ফাঁসির আদেশ মওকুফ করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সে কথা জিয়া শুনেননি। আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেনানিবাসে জিয়ার নির্মমতার একটা চিত্র দেশবাসী শ্বেতপত্র আকারে পাবেন কিন্তু এ কাজটা আওয়ামী লীগ করার কোনও উদ্যোগই নেয়নি।
    জিয়া নির্মমতার পথ বেয়ে বিরুদ্ধবাদীদের নির্মূল করার যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, বিএনপি বা তার পরিবার সে পথ থেকে একেবারেই সরে দাঁড়ায়নি। বিএনপি ২০০১ সালে যখন পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসে এবং 'হাওয়া ভবন'র  আত্মপ্রকাশ ঘটে তখন আবার হত্যার রাজনীতি আরম্ভ করেছিলো। কিবরিয়া হত্যা, আহসানউল্ল্যাহ মাস্টারকে হত্যা, খুলনার এডভোকেট মমতাজ উদ্দীনকে হত্যা সে সময়ের ঘটনা। এসব হত্যাকান্ডে বিএনপি জড়িত ছিলো।
    সর্বশেষ ২০০৪  সালে ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগে ২৪ জন নেতাকর্মী নিহত হন। গ্রেনেড লক্ষ্য ভ্রষ্ট হয়ে নীচে পড়ে যাওয়ায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা বেঁচে গিয়েছিলেন, না হয় সেদিন গ্রেনেড মঞ্চে পড়লে আওয়ামী লীগের বোশরভাগ কেন্দ্রীয়  নেতা মৃত্যুবরণ করতেন। এ হত্যাকান্ডে বেগম জিয়ার সরকার যা করেছেন এবং জজ মিঞাকে আসামি করে যেভাবে চার্জশিট প্রদান করা হয়েছিলো, তা দেখে মনে হয় যে সেই ঘটনার সঙ্গে হাওয়া ভবন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে জড়িত ছিলো।

    পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে পুনঃতদন্তে প্রকৃত সত্য উৎঘাটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে বারো বছর অতীত হতে চলেছে মামলাটার এখনও রায় হয়নি। অথচ গত সাত বছর আওয়ামী লীগ ক্ষমতায়। আমাদের জীবদ্দশায় রায় দেখব কিনা জানিনা। আসামিদের উপযুক্ত শাস্তি না হলে ষড়যন্ত্রতো বার বার হবেই। জুলিয়ান অ্যাসাঞ্জ আমেরিকায় পররাষ্ট্র দফতরের যে আড়াই লাখ গোপনীয় তারবার্তা হ্যাক করে তার ওয়েবসাইট উইকিলিকসে নিয়ে আসে, তার সবটাই এখন সর্ব সাধারণের কাছে উন্মুক্ত। এসব তারবার্তায় বাংলাদেশে নিযুক্ত আমরিকার রাষ্ট্রদূতের পাঠানো তারবার্তাও রয়েছে। ১৫ই সেপ্টেম্বর ২০০৪ সালের এক তারবার্তায় রাষ্ট্রদূত ওয়াশিংটনকে অবহিত করেছিলেন যে, হামলার জন্য তারা আওয়ামী লীগকে দোষারোপ করছে, গোয়েন্দা ব্যর্থতার কথা বলছে এবং ভারতীয়দের দোষারোপ করছে, কিন্তু এসব অভিযোগের তারা কোনও স্বাক্ষ্য প্রমাণ দেখাতে পারছে না।

    বিভিন্ন তারবার্তায় দেখা যায়, পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিদেশিদের নানা কৌশলে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। অথচ বিভিন্ন তারবার্তা পাঠে দেখা যায় যে, বেগম জিয়া, তারেক জিয়া এবং হারিছ চৌধুরীসহ বিএনপির বেশিরভাগ নেতা সম্পর্কে আমেরিকানদের ধারণা খুবই খারাপ ছিলো। ১১মে ২০০৫ সালের এক তারবার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত তারেক জিয়া সম্পর্কে ওয়াশিংটনকে অবহিত করে তারবার্তায় বলেন, 'তারেক রহমান খালেদা জিয়ার কুখ্যাত জ্যৈষ্ঠপুত্র ও উত্তরসুরী। বলা হয় ৬০ সদস্যের মন্ত্রিসভায় এক তৃতীয়াংশ পদ তিনি বিক্রি করেছেন।'

    হারিছ চৌধুরী সম্পর্কে একই তারবার্তায় রাষ্ট্রদূত বলেন,  'বিএনপির একজন যুবনেতা হিসেবে তার ইতিহাস, রূঢ় আচার-ব্যবহার এবং বিরোধীদের বিরুদ্ধে সহিংস আচরণে তার সুবিদিত সংশ্লিষ্টতার কারণে ভয়ংকর গুন্ডা সন্ত্রাসী হিসাবে তার পরিচিতি ঘটেছে।' একই  তারবার্তায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে ওয়াশিংটনকে রাষ্ট্রদূত জানান, 'লোকে বলেন তিনি একগুয়ে, অনড়, অলস, অশিক্ষিত, প্রতিটি কানকথায় প্রভাবিত হন তবু স্পষ্টত সব ক্ষমতা তার হাতেই।'

    শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যারা জিয়ার জুব্বা পরেছেন তারা প্রাণপণ চেষ্টা করেছেন। ২০১১ সাল থেকে তারা শেখ হাসিনার ছেলে জয়কে টার্গেট করেছেন। জয় আমেরিকায় থাকেন। তাকে আমেরিকায় অপহরণ করে হত্যা করার যে প্রচেষ্টা চলেছিলো বিএনপি নেতা মামুনের ছেলে সিজারই আমেরিকায় তার মুখ্য ভূমিকা পালন করেছেন। সিজার আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর এজেন্টদের মারফত প্রচেষ্টা চালান। এক পর্যায়ে এফবিআই ষড়যন্ত্রের প্লট উৎঘাটন করে এবং সিজার ও এজেন্টদের বিরুদ্ধে মামলা হয়। সে মামলায় সিজারের ৪২ মাস কারাদণ্ড হয়েছে, আদালতেই নাকি শফিক রেহমান এবং আমার দেশ-এর তথাকথিত সম্পাদক মাহামুদুর রহমানের কথা উঠে আসে। শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে শফিক রেহমান এফবিআই এজেন্টদের কাগজপত্রও নাকি প্রদান করেছেন এবং তার সঙ্গে আমেরিকায় যাদের কথা বার্তা হয়েছে তাদের বিষয়ে সব কিছু প্রকাশও করেছেন। শফিক রেহমান বাংলাদেশে  'ভালোবাসা দিবসটা' জনপ্রিয় করেছিলেন। লাল গোলাপ শুভেচ্ছার শফিকুর রেহমান হিসেবে তার পরিচয় অন্য পরিচয়কে ম্লান করে দিয়েছে। এমন লোকটা ৮২ বছর বয়সে নিজেকে সম্পৃক্ত করলেন একটা হত্যার ষড়যন্ত্রের সঙ্গে। কি দ্বিমুখী চরিত্র তার! গোয়েন্দারা সঠিকভাবে তদন্ত করলে বের হয়ে আসবে এ ষড়যন্ত্রের নাটের গুরু কে?

    এফবিআই-এর এজেন্ট সিজার, শফিকুর রেহমান, মাহমুদুর রহমান এরা সহযোগী। আসল গুরু এরা নন। এদের সঠিক শাস্তির ব্যবস্থা করে যেন বাংলাদেশ থেকে হত্যার রাজনীতির মূল উৎপাদন করা হয়। আশা  করি সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মাঝে স্যোশাল মিডিয়ায় গণজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার নিজেকে শফিক রেহমানের সাফাই স্বাক্ষী হিসেবে উপস্থিত করার চেষ্টা করেছেন। তদন্তকারী অফিসার বলছেন, শফিক রেহমানের ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তার হাতে দালিলিক প্রমাণ রয়েছে, আর ইমরান বলছেন কোনও প্রমাণ নেই।পত্রিকার খবরে দেখলাম আওয়ামী লীগ যখন ইমরানের উপর বিরক্ত তখন তার পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি। ডা. ইমরানের সঙ্গে তারেকের যোগাযোগ হলো নাকি? ইমরান এতো বিভ্রান্ত হলেন কেন?

     লেখক: রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক

    bakhtiaruddinchowdhury@gmail.com

     শুক্রবার ; এপ্রিল ২২, ২০১৬



    Also read:

    The US has confirmed to media they provided evidence of Shafik Rehman and BNP plot against me to our Government.
    যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছে যে আমার বিরুদ্ধে শফিক রেহমান এবং বিএনপির ষড়যন্ত্রের প্রমাণ তারা আমাদের সরকারকে দিয়েছে।
    The United States provided assistance to Bangladesh in its investigation that unearthed the plot to abduct and kill Prime Minister Sheikh Hasina's son in the…






    __._,_.___

    Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    Re: [mukto-mona] Bangladesh's shameful response to murder



    Hasina government has been playing a double game with the wish that it will eventually be saved by these murderous extremists. Once the djinni is out of the bottle, it may not distinguish between secularists and poor Awamis. 


    On Thursday, April 21, 2016 6:40 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


     
     

    Bangladesh's shameful response to murder

    CNN Wed, Apr 20 2:55 PM PDT
    alt Paul Fidalgo is communications director for the Center for Inquiry. Michael De Dora is director of the center's office of public policy, the organization's representative to the United Nations and the president of the United Nations NGO Committee on Freedom of Religion or Belief. The opinions expressed in this commentary are theirs. (CNN)An innocent young man is brutally hacked to death in the street by marauding thugs with machetes, and the government's response is to effectively blame the victim. This is the outrageous and absurd situation in the supposed democratic state of Bangladesh, where a bloody campaign of terror is being waged against secularists and atheists who have criticized radical ...
     




    __._,_.___

    Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    [mukto-mona] পুরান ঢাকায় মুয়াজ্জিন খুনে গ্রেপ্তার ৪



    পুরান ঢাকায় মুয়াজ্জিন খুনে গ্রেপ্তার ৪

    নিজস্ব প্রতিবেদক | আপডেট: 
     

    পুরান ঢাকায় ঝব্বু খানম জামে মসজিদের ভেতরে মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
    আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
    খুদে বার্তায় দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া চারজন মুয়াজ্জিন বিল্লাল হোসেন হত্যার সঙ্গে জড়িত।
    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাঁদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।
    বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় নিজেদের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথা জানিয়েছে ডিএমপি।
    চলতি মাসের শুরুর দিকে ইসলামপুর রোডের ঝব্বু খানম জামে মসজিদ থেকে মসজিদটির মুয়াজ্জিন বিল্লালের (৫০) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
    পুরান ঢাকার ২৪ নম্বর ইসলামপুর রোডের চারতলা একটি ভবনের ওপরের তিনতলাজুড়ে ঝব্বু খানম মসজিদ, নিচতলায় মার্কেট। মসজিদের তৃতীয় তলার একপাশে তিনটি কক্ষ। এর পশ্চিম পাশের কক্ষটিতে থাকতেন বিল্লাল। প্রায় ৩২ বছর যাবৎ এই মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি।
    বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিদ্দিকনগরের দাসুরাপাড়ায়। তবে ছোটবেলা থেকেই তিনি ঢাকায় ছিলেন। পড়ালেখা করেছেন তাঁতীবাজারের একটি কওমি মাদ্রাসায়।
    হত্যার ঘটনায় বিল্লালের ছেলে মো. ইয়াসির অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। 
    ঘটনার পর পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে আর্থিক সংশ্লিষ্টতা থাকার ধারণা করছে তারা। হত্যাকারীরা হয়তো নিহত মুয়াজ্জিনের পরিচিত।
    http://www.prothom-alo.com/bangladesh/article/835315/ পুরান-ঢাকায়-মুয়াজ্জিন-খুনে-গ্রেপ্তার-৪


    আরও পড়ুন:
    পুরান ঢাকায় মসজিদের ভেতর মুয়াজ্জিন খুন
    জড়িত কেউ শনাক্ত হয়নি, কারণ এখনো অজানা

    মসজিদের টাকায় সুদের ব্যবসা করতেন মুয়াজ্জিন
    শফিকুল বারী
    Published : Wednesday, 20 April, 2016 at 10:20 PM
      
    মসজিদের টাকায় সুদের ব্যবসা করতেন মুয়াজ্জিন








    মানবকণ্ঠ/এসবি/জেডএইচ

    - See more at: http://www.manobkantha.com/2016/04/20/120204.php#sthash.FGb2Vs6F.dpuf



    __._,_.___

    Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    [mukto-mona] Bangladesh's shameful response to murder



     

    Bangladesh's shameful response to murder

    CNN Wed, Apr 20 2:55 PM PDT
    Paul Fidalgo is communications director for the Center for Inquiry. Michael De Dora is director of the center's office of public policy, the organization's representative to the United Nations and the president of the United Nations NGO Committee on Freedom of Religion or Belief. The opinions expressed in this commentary are theirs. (CNN)An innocent young man is brutally hacked to death in the street by marauding thugs with machetes, and the government's response is to effectively blame the victim. This is the outrageous and absurd situation in the supposed democratic state of Bangladesh, where a bloody campaign of terror is being waged against secularists and atheists who have criticized radical ...
     


    __._,_.___

    Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    [mukto-mona] Fw: US helped Bangladesh in Uncovering Plot to Kill Joy .





    On Thursday, April 21, 2016 2:21 PM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


    The US has confirmed to media they provided evidence of Shafik Rehman and BNP plot against me to our Government.
    যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছে যে আমার বিরুদ্ধে শফিক রেহমান এবং বিএনপির ষড়যন্ত্রের প্রমাণ তারা আমাদের সরকারকে দিয়েছে।
    The United States provided assistance to Bangladesh in its investigation that unearthed the plot to abduct and kill Prime Minister Sheikh Hasina's son in the…
    hindustantimes.com




    __._,_.___

    Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


    ****************************************************
    Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
    Call For Articles:

    http://mukto-mona.com/wordpress/?p=68

    http://mukto-mona.com/banga_blog/?p=585

    ****************************************************

    VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

    ****************************************************

    "I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
                   -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





    __,_._,___

    Newer Posts Older Posts Home