Banner Advertiser

Monday, June 9, 2014

Re: [mukto-mona] ‘প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে মাঠে থাকবেই গণজাগরণ’



Go ahead  Banglar Proud Gonojagon Moncho !!! 




On Tuesday, June 10, 2014 4:36 AM, "SyedAslam Syed.Aslam3@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
 খবর বাংলাদেশ > 'প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে মাঠে থাকবেই গণজাগরণ'

'প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে মাঠে থাকবেই গণজাগরণ'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম
Published: 2014-06-06 21:38:55.0 BdST Updated: 2014-06-06 22:54:04.0 BdST


প্রতিক্রিয়াশীলদের কবর রচনা করতে গণজাগরণ মঞ্চ মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে শাহবাগে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, "প্রতিক্রিয়াশীলদের সঙ্গে যারা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের কবর করার জন্য গণজাগরণ মঞ্চ মাঠে থাকবে।"
গত মাসে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বগুড়ায় এক অনুষ্ঠানে বলেছেন, 'নাস্তিক ইমরানের' কবর রচনা না করা পর্যন্ত হেফাজতে ইসলাম রাস্তায় থাকবে।
গত ২৯ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়ের অপরাধ সংগঠন হিসেবে জামায়াতে বিরুদ্ধে মামলা এবং বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। 
এর প্রতিবাদে গত সোমবার আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ডাকে গণজাগরণমঞ্চ। ওই কর্মসূচিতে দোয়েল চত্বরে পুলিশের বাধার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধপরাধীদের বিচার নিয়ে সরকারকে 'টালবাহানা' না করার করার আহ্বান জানিয়ে ইমরান বলেন, "আপনারা কি আরও ৪৩ বছর সময় চান যুদ্ধপরাধীদের বিচার নিয়ে রাজনীতি করতে? আপনাদের এ সময় দেয়া হবে না।"
ইমরান বলেন, গণজাগরণ মঞ্চঘোষিত ছয় দফা অনুযায়ী যুদ্ধপরাধী সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে যুদ্ধাপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।
গণজাগরণ মঞ্চ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় 'তাদের ওপর হামলা হচ্ছে' উল্লেখ করে ইমরান বলেন, "আমরা যখন আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করছি, ইসলামী ব্যাংক থেকে টাকা নেয়ার প্রতিবাদ করছি, যুদ্ধপরাধীদের বিচার ত্বরান্তিত করার কথা বলছি, তখনই আমাদের ওপর হামলা করা হচ্ছে।"
সমাবেশে মানবাধিকার কর্মী খুশি কবির, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
 Inline image 1
Inline image 3

Inline image 4
Inline image 5
Inline image 6




__._,_.___

Posted by: danesh Hawlader <danesh1963@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] ডুবন্ত বিএনপিকে রক্ষায় ড. কামাল হোসেনের শেষ চেষ্টা




Kamal-Hossain
মঙ্গলবার, ১০ জুন ২০১৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪২১
ডুবন্ত বিএনপিকে রক্ষায় ড. কামাল হোসেনের শেষ চেষ্টা
সরদার সিরাজুল ইসলাম
বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, সংবিধান, নির্বাচন ইত্যাদি নিয়ে ফ্রি স্টাইল কথাবার্তা, টকশো ও পত্র-পত্রিকায় সুশীলদের অক্লান্ত অপপ্রচার সরকারের বিরুদ্ধে এবং বিএনপি জামায়াতের পক্ষে। একথা সবাই জানেন যে, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। জিয়া সামরিক পোশাক পরে বেতার-টেলিভিশনের মাধ্যমে অন্তত তিনটি বাজেট ঘোষণা করেছিলেন ('৭৬, '৭৭, '৭৮)। এমনি অবৈধ কর্মকা-ের উত্তরাধিকার বিএনপি নেতারা কোন আক্কেলে গত ৫/৬/১৪ তারিখে জাতীয় সংসদে পেশকৃত বাজেটকে অবৈধ সরকারের অবৈধ বাজেট বলে?
জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে নিহত হওয়ার মাত্র ১৩দিন আগে শেখ হাসিনা দেশে ফেরেন। জিয়া খালি মাঠে গোল দিয়েছেন কিন্তু ৫ বছর রাজত্বকালে প্রতিদিনই ক্যান্টনমেন্টে সৈনিক হত্যা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তিনি যদি ওইভাবে মারা না যেতেন তাহলে শেখ হাসিনার গণআন্দোলনে ২/৩ বছরের মধ্যেই তাকে স্বৈরাচার খেতাব নিয়ে দেশ ছেড়ে পালাতে হতো। কিন্তু চক্রান্তকারীরা মুক্তিযুদ্ধের চেতনা পুনর্প্রতিষ্ঠাকে বিলম্বিত করার লক্ষ্যে জিয়াকে হত্যা করে এরশাদের সৌজন্যে ঢাকঢোল পিটিয়ে ঢাকা শহরে সংসদ প্লাজায় একটি বিরাট উদ্যানে রাজকীয় দাফনের মাধ্যমে তাকে একটি অমরত্ব প্রদানের চেষ্টা করেন। তাকে শহীদ বা ঘোষক টাইটেল দেন তার ভক্তরা। জিয়াউর রহমান কিভাবে শহীদ হয় এর কোন ব্যাখ্যা নেই। কারণ তার মৃত্যু হয়েছিল জাতির কোন গৌরবময় পদক্ষেপ বা ধর্মযুদ্ধের জন্য নয়। জিয়াউর রহমানের কোন জীবনী গ্রন্থ এ পর্যন্ত কেউ লিখতে পারেননি। তার দলের লোকেরা বহুবার সরকারী টাকা খেয়ে শেষ পর্যন্ত তা লিখতে পারেননি। সর্বশেষ ৮লাখ টাকা খেয়েছিলেন মরহুম ড. আফতাব আহম্মেদ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি)। 
বিএনপি নেতা মওদুদ আহমদ রাজনীতি বিষয়ক একজন ভাল লেখক কিন্তু জিয়াকে নিয়ে তার প্রকাশিত গ্রন্থসমূহের এমন কোন মূল্যায়ন নেই যা তাকে শহীদের মর্যাদা দিতে পারে। বরং যা আছে তা পাঠ করলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। সে যাই হোক, মওদুদ আহমদ কিন্তু বঙ্গবন্ধুর ওপর লিখিত গ্রন্থ Bangladesh: Era of Sheikh Mujibur Rahman
 গ্রন্থের উপসংহার তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করেছেন। 
জিয়াউর রহমানের পরবর্তীতে বিএনপির ভগ্নদশা থেকে সাইডলাইনে ম্যাডাম খালেদাকে নামালেন হুসেইন মুহম্মদ এরশাদ। কারণ এরশাদ নিশ্চিত ছিলেন যে, আওয়ামী লীগকে হত্যা করা যায়নি বরং তার শক্তি আরও প্রবল মাত্রা পেয়েছে। তাই শেখ হাসিনার আন্দোলনের ('৮৩-'৯০) মুখে এরশাদের পতনের সম্ভাব্য চিন্তায় জিয়া-এরশাদের অভিন্ন ধারা প্রলম্বিত করার জন্য ম্যাডাম খালেদাকে সাইডলাইনে রাজপথে নামালেন। ১৯৮৬ সালে বিএনপির ৩০০ আসনে প্রার্থী দেয়ার মতো লোক ছিল না। এবং জিয়া-এরশাদের ভোট ভাগাভাগি ঠেকাতে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছিলেন এরশাদ। চট্টগ্রামে শেখ হাসিনাকে হত্যার ব্যর্থ চেষ্টা এরশাদও করেছিলেন ১৯৮৮ সালে ২৪ জানুয়ারি। এরশাদবিরোধী আন্দোলন এককভাবে চালিয়ে তুললেন শেখ হাসিনা। আর আপোসহীন খেতাব পেলেন এরশাদকে নেপথ্যে সহযোগিতাকারী ম্যাডাম খালেদা। এসব সুশীল মিডিয়ার কারসাজি। সেই সুশীলরাই ১৯৯১ সালে ড. কামাল হোসেনকে নিয়ে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ঠেকাতে সফল হয়েছেন। ২০০১ সালের নির্বাচনে নানা কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি বিজয়ী হয়ে যেসব অপকর্ম করেছে তার লম্বা ফিরিস্তি এখানে দেয়া সম্ভব নয়। তবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ২৬ জানুয়ারি ২০০৮ সংখ্যায় ২১ আগস্টের হামলা: সত্য বেরিয়ে আসছে 'আষাঢ়ে গল্পকারদের' কী হবে? 
শিরোনামে বিএনপির ভবিষ্যত নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই নিবন্ধ থেকে কিছুটা উদ্ধৃতি করা হলো-
'মনে আছে, ২৬ আগস্ট অপরাহ্ণে বেগম জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ আলোচনার সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। সেদিন সাবেক প্রধানমন্ত্রীকে বেশ বিচলিত মনে হয়েছিল। সে সময় খালেদা জিয়ার আমন্ত্রণে পত্রিকার সম্পাদকরা তাঁর সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করেছিলেন। বেগম জিয়া শুরুতেই আমাকে জিজ্ঞেস করেছিলেন, কারা এ ঘটনা ঘটাতে পারে বলে আপনি মনে করেন? আমার সরাসরি উত্তর ছিল 'সুনির্দিষ্টভাবে আমার পক্ষে বলা মুশকিল। তবে হরকত-উল-জিহাদ, ভারতের অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'উলফা' বঙ্গবন্ধুর হত্যাকারীদের সংগঠন ফ্রিডম পার্টি প্রভৃতি হয়ত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। এসব গোষ্ঠীর পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা পরস্পরকে সাহায্য-সহযোগিতা করে বলেও শোনা যায়।'
বেগম জিয়া শুরুতেই 'ফ্রিডম পার্টির এখন আর অস্তিত্ব নেই' বলে তাদের জড়িত থাকার সম্ভবনা নাকচ করে দেন। কিন্তু হরকত-উল-জিহাদ ও উলফা সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি। আমার এখনও মনে পড়ে, তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সেই আলোচনাটি ছিল কখনও স্বাভাবিক, কখনও বেশ উত্তেজনাপূর্ণ। সেদিন অপরাহ্ণের আলোচনায় বেগম জিয়া বার বার আওয়ামী লীগকে প্রয়োজনে শায়েস্তা করা হবে এবং কিছুতেই '৯৬ সালের অবস্থা তৈরি করতে দেবেন না বলে জানিয়েছিলেন। 
সম্প্রতি প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে, জোট সরকারের প্রভাবশালী অংশ থেকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে সে সময়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে কোন তদন্ত করতে নিষেধ করে দেয়া হয়েছিল। তৎকালীন সরকার তাদের পছন্দের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের দিয়ে ২১ আগস্টের হত্যাকা-ের উদ্দেশ্যমূলক তদন্ত করিয়েছিল বলে জানা যায়। এসব তথ্যের পটভূমিতে এখন যে কেউ প্রশ্ন তুলতে পারেন, তাহলে কি ২১ আগস্ট হামলার সঙ্গে জোট সরকারের উচ্চ পর্যায়ের কোন যোগসাজশ ছিল? সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় কর্মরত কোন কোন কর্মকর্তার মনেও এ প্রশ্ন দেখা দিয়েছিল। ওই হামলার পরপর বিভিন্ন ঘটনা থেকে এমন ধারণাই হয়েছিল তাদের।
আজ যখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বকে হত্যা করতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো অবিশ্বাস্য ভয়াবহ ঘটনাবলীর অনেক তথ্য বের হয়ে আসছে তখন এটা সত্যি বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে, একটি নির্বাচিত সরকার ও নেতৃত্ব কীভাবে তাদের প্রতিপক্ষ শক্তিকে ধ্বংস করতে কী নিলর্জ্জভাবে সত্যকে উল্টোপথে পরিচালিত করতে পারে! এবং সেই জঘন্য কাজটি হয়েছে এই ঢাকায়, এই বাংলাদেশে।
২১ আগস্টের মতো ভয়ঙ্কর ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের এই ভূমিকাকে দেশের মানুষ কীভাবে গ্রহণ করবে? এক ঘটনা বিএনপির জন্য এখন এবং ভবিষ্যতের জন্য একটি কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। 
এই বক্তব্যই সাক্ষ্য দেয় যে, বিএনপিকে জাতি ২০০৮ সালে বর্জন করেছেন এবং ভবিষ্যতে তার এগোবার আর কোন পথ নেই। সেই কারণেই তারা বিকল্প পথের সন্ধান না পেয়ে নির্বাচন বর্জন করেছে তার প্রধান কারণ যে ২০০৮ সালের আওয়ামী লীগ যে পরিমাণ ভোট পেয়েছিলেন তার চাইতে কম পেলেও তার বিএনপি জামায়াতের চেয়ে অনেক বেশি। 
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে যে সংবিধান সংশোধন করেছিলেন তা গ্রহণযোগ্য ছিল না। পরে জিয়ার রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। সেই সংবিধানের আওতায় ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮-এর নির্বাচনে অংশ নিয়ে তারা দু'দুবার ক্ষমতায় এসেছে।
২০০৮-এ ৯০ শতাংশ আসনে আওয়ামী জোট নির্বাচিত হয়েছে। সে নির্বাচনে শতভাগ স্বচ্ছতা ছিল; যা নিয়ে জামায়াত-বিএনপির সুশীল বাটপাররাও কোন প্রশ্ন তুলতে পারেননি। বিএনপি-জামায়াত জোট পেয়েছিল ৩০টি আসন। ২০০১ সালের কথিত নিরপেক্ষ নির্দলীয় দুই প্রধান বিচারপতি শাহাবুদ্দীন-লতিফুর রহমান ম্যাডাম খালেদাকে অদেয় কিছু না রাখার নির্বাচনের কলঙ্ক দেশবাসী ভুলে যায়নি। দৃষ্টি এড়ায়নি সুপ্রীমকোর্টের। যার প্রমাণ পাওয়া যায় সুর্প্রীমকোর্টের আদেশ। তথাকথিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেই সুপ্রীমকোর্ট ক্ষান্ত হয়নি বরং এই মর্মে একটি ড়নংবৎাধঃরড়হ (যা বাধ্যতামূলক নয়) দিয়েছে যে "সংসদ মনে করলে দশম ও একাদশ নির্বাচন করলে তত্ত্ববধায়ক সরকারের অধীনে হতে পারে তবে অনির্বাচিত কাউকে নেয়া যাবে না।" যারা তত্ত্ববধায়ক সরকার পদ্ধতির কথা বলেন তারা এর বাইরে একজন লোক ঠিক করুন তো? 
সুপ্রীমকোর্টের এই আদেশটির প্রেক্ষাপট্ হচ্ছে এক নাগরিক হাইকোর্টে একটি রিট করেন যাতে সামরিক শাসকদের বৈধতার প্রশ্ন প্রসঙ্গক্রমে উঠে আসে। সুপ্রীমকোর্ট জিয়া-এরশাদের শাসনকালকে অবৈধ ঘোষণা করে এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার প্রথা আর্টিকল ৫৮-(থ) বাতিল ঘোষণা করে।
যেহেতু আওয়ামী লীগ পঁচাত্তর পরবর্তীতে বিশেষ করে ২০০৮'র নির্বাচনে আওয়ামী লীগ জোটের নির্বাচনী ওয়াদা ছিল ১৯৭২- এর সংবিধান পুনঃস্থাপন করবেন এবং যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের জিয়া-এরশাদের সামরিক ফরমান দ্বারা সংবিধানের সংযোজনী বাতিল হয়ে যায় সেহেতু সংবিধানে সংশোধন অপরিহার্য হয়ে যায়। আওয়ামী জোটের তিন-চতুর্থাংশ সংসদীয় আসন থাকায় বাহাত্তরের সংবিধান (বিসমিল্লা-রাষ্ট্রধর্ম ব্যতীত) পুনর্বহাল হয় (৩০.০৬.২০১১)
এ প্রসঙ্গে উল্লেখ্য, সুপ্রীমকোর্টের আদেশের পর যদি সংবিধান সংশোধনের জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয় সংখ্যক সদস্য নাও থাকত তবুও জিয়া-এরশাদের সামরিক ফরমানের সংবিধান অকার্যকর হওয়ায় এবং বিরোধী দল বিএনপিকেই পঞ্চদশ সংশোধনীতে ভোট দিতে হতো। অথবা বিএনপি রাজি না হলেও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে ১৯৭২-এর সংবিধান পুনঃস্থাপিত হতো। কেননা সুপ্রীমকোর্টের আদেশ বাধ্যতামূলক। তাই পঞ্চদশ সংশোধনী আইনও ন্যায়সঙ্গত।
কিন্তু বিএনপি-জামায়াত এই সংবিধান মানে না। পল্টনের জনসভায় ম্যাডাম খালেদা জিয়া বলেছেন, এই সংবিধান এখন ডাস্টবিনে ফেলে দেবেন অথচ সেই সংবিধানের আওতায় তিনি তখনও বিরোধী দলের নেত্রী। সংসদ থেকে পদত্যাগ করেই এ কথা বলতে পারতেন। যতদিন এই সংবিধান বহাল থাকবে তা মেনেই রাজনীতি করতে হবে। আর কোনদিন নির্বাচন না করলে সেই দলের শাস্তিস্বরূপ নিবন্ধন বাতিল হওয়া উচিত। অবাক হওয়ার কিছু নেই যখন দেখা যায় বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি এবং বঙ্গবন্ধুর আইন ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন তার সংবিধানের ফিরে যাওয়া ভাল লাগছে না বরং বাতিল চাইছেন। ড. কামাল হোসেনের মনে এখন গভীর বেদনা ও হতাশা। কারণ এখন দলে থাকলে রাষ্ট্রপতি হতে পারতেন। ১৯৯১ সালে তিনি আওয়ামী লীগ ঠেকাতে সচেষ্ট থেকে শেষ পর্যন্ত দলত্যাগ করেন। তার কাছে রাজনীতির মাধ্যমে দেশ সেবার চাইতে আইন ব্যবসা বেশি লাভজনক বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। ড. কামাল হোসেন ছাড়াই শেখ হাসিনার অবিশাস্য সাফল্য কি তাকে রাতে নিদ্রাহীন করেছে? তিনি এখন বঙ্গবন্ধু খুনী জিয়ার বিএনপি ও জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছেন। আবার দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু সেই দুর্নীতিবাজ রাজাকারের পক্ষে লড়াই করে বরং তা 'শেয়ার' (ংযধৎব) করেন।
সংবিধান মোতাবেক নির্বাচন হয়েছে একথা সবাই একবাক্যে স্বীকার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী নেতা ম্যাডাম খালেদা জিয়াকে টেলিফোন সংলাপ করে ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন এবং শুনিয়েছেন (২৬.১০.১৩)। শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে ২৮.১০.১৩ তারিখে সন্ধ্যায় গণভবনে যতজন ইচ্ছা ততজন নিয়ে আসার আমন্ত্রণ জানান। 'নির্বাচনসহ সবকিছু নিয়ে কথা হবে।' কিন্তু খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করলেন এই বলে যে হরতাল প্রত্যাহার করবেন না। আর হরতালের মধ্যে তিনি নিজে বের হন না। সদিছা থাকলে ৩ দিনের হরতাল প্রথম একদিন (২৭.৬.১৩) পালন করে প্রধানমন্ত্রীর অনুরোধ বন্ধ করে পরবর্তী দুই দিন হরতাল প্রত্যাহার করে ২৮-১০-১৩ শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারতেন, নির্বাচনের ইচ্ছা থাকলে। তিনি নির্বাচনে যাওয়ার বদলে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে অটল থাকলেন আপোসহীনভাবে। 
২০০৮ সালের নির্বাচন আইন ও সংবিধানসম্মত হয়েছে। পরাজয়ের ভয়ে যদি কেউ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তাতে নির্বাচনের বৈধতায় এতটুকু কমতি থাকে না। এতদসত্ত্বেও আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে ড. কামাল হোসেন এবার কোর্টে গেছেন নির্বাচন অবৈধ ঘোষণার আবদার নিয়ে। ডুবন্ত বিএনপিকে বাঁচানোর জন্য তিনি এখন আদালতে গেছেন। হায়রে! বঙ্গবন্ধুর প্রিয় ড. কামাল হোসেন। এরা এখন ইতিহাসের করুণার পাত্র। 
উত্তরা, ঢাকা।

০৮/০৬/২০১৪
প্রকা :মঙ্গলবার, ১০ জুন ২০১৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪২১

২১ আগস্টের হামলা: সত্য বেরিয়ে আসছে 'আষাঢ়ে গল্পকারদের' কী হবে? 
মতিউর রহমান,সম্পাদক, প্রথম আলো

Bangabandhu Killing

Zia passively involved

Lifschultz tells HC, submits written statement on Taher killing

 

http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=177794

Killer Faruk Rashid interview:

The killer duo Rashid and Farook tells Anthony Mascarenhas in an interview why they killed Mujib and the role of Zia and Mustaq and how they featured in their plan. The interview was taken in 1976 in London






__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

RE: [mukto-mona] ত্রিপুরার স্বাধীনতা সংগ্রাম



আমি কিশোর বয়সে মুক্তিযুদ্ধ লড়েছি । তাই জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্খা কত তীব্র আর কত জরুরী । ত্রিপুরার বেশি জনতা তা চাইলে পৃথিবীর যে কোন সৎ মুক্তিকামী মানুষের সর্বত ভাবে তাদের সহায়তা করা একান্ত জরুরী ।

পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের জয় অবশ্যম্ভাবী । কেই তা ঠেকিয়ে রাখতে পারে না ।
 
ডাঃ মাশরাফী

From: mukto-mona@yahoogroups.com
To: mukto-mona@yahoogroups.com
Date: Sun, 8 Jun 2014 16:14:16 -0400
Subject: [mukto-mona] ত্রিপুরার স্বাধীনতা সংগ্রাম

 

ত্রিপুরার স্বাধীনতা সংগ্রাম

09 June 2014, Monday



ব্রিটিশ শাসনামলে সাবেক কুমিল্লা জেলাকে বলা হতো ত্রিপুরা। আর এখন যেটাকে বলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, সেটাকেই বলা হতো পার্বত্য ত্রিপুরা। পার্বত্য ত্রিপুরা ছিল একটি করদমিত্র রাজ্য, যার রাজধানী ছিল আগরতলা। বাইরে থেকে আগরতলায় যেতে হলে যেতে হতো আখাউড়া রেলস্টেশন থেকে ঘোড়াগাড়ি অথবা মোটরগাড়িতে করে। পর্বত্য ত্রিপুরা ছিল গভীর বনভূমিপূর্ণ অঞ্চল। এখনো ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় শতকরা ৫৮ ভাগ ভূমি অরণ্যে ঢাকা। পর্বত্য ত্রিপুরা এককালে ছিল একটা স্বাধীন রাজ্য। এদের রাজাদের উপাধি ছিল 'ফা'। ত্রিপুরী ভাষায় 'ফা' শব্দের অর্থ হলো 'পিতা'। পরে এই ফা উপাধি পরিত্যক্ত হয়। ফা উপাধির জায়গায় রাজারা গ্রহণ করেন মাণিক্য উপাধি। রাজকার্য পরিচালনা গ্রহণ করেন ত্রিপুরী ভাষার স্থলে বাংলা ভাষাকে। ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্যের সাথে তার ছোট ভাই নত্র রায়ের বিবাদ বাধে সিংহাসন নিয়ে। নত্র রায় চান বাংলার সে সময়ের মোগল সুবেদারের সাহায্য নিয়ে ত্রিপুরার সিংহাসন অধিকার করতে। বড় ভাই গোবিন্দ মাণিক্য সিংহাসন ছেড়ে দেন ছোট ভাইকে। ছোট ভাইয়ের সাথে তিনি চান না যুদ্ধ করতে। ছোট ভাই নত্র রায় ছত্র মাণিক্য নামে সিংহাসনে আরোহণ করেন (১৬৬১)।

ব্রিটিশ শাসনামলে রবীন্দ্রনাথের সাথে সে সময়ের ত্রিপুরা রাজা কিশোর দেব বর্মণের সখ্য হয়। এ সময় ত্রিপুরার রাজারা বর্মণ উপাধি ধারণ করতেন। ত্রিপুরার রাজপরিবারের সন্তান হলেন বিখ্যাত কণ্ঠশিল্পী ও সুরকার সচীন দেব বর্মণ। রবীন্দ্রনাথ রাজা গোবিন্দ মাণিক্যের কাহিনী অবলম্বন করে রচনা করেন তার 'রাজর্ষি' উপন্যাস ও 'বিসর্জন' নাটক। এভাবে ত্রিপুরার রাজপরিবার স্থান পায় বাংলা সাহিত্যে। 'রাজমালা' নামক গ্রন্থে ত্রিপুরার রাজাদের ইতিহাস লিখিত আছে। আগে রাজমালা ত্রিপুরী ভাষায় লিখিত ছিল। ১৪৫৮ খ্রিষ্টাব্দে মহারাজ ধর্ম মাণিক্যের আদেশে রাজমালা লেখা হতে থাকে বাংলায়। বর্তমানে ত্রিপুরার শতকরা প্রায় ৬৪ ভাগ লোক কথা বলেন বাংলা ভাষায়। আর অন্যরা বলেন অন্যান্য ভাষায়। ত্রিপুরী ভাষায় কথা বলা লোকের সংখ্যা নেমে এসেছে প্রায় শতকরা ২৫ ভাগে। ত্রিপুরা ভারতের সাথে একীভূত হয় ১৯৪৯ সালের ১৫ অক্টোবর। প্রথমে এটা থাকে একটা কেন্দ্র শাসিত অঞ্চল। পরে উন্নীত হয় একটি প্রদেশে ( জানুয়ারি ২১, ১৯৭২)। ত্রিপুরার তিন দিকে হলো বাংলাদেশ। কেবল উত্তর-পশ্চিমে এর সামান্য কিছু অংশ যুক্ত হলো আসামের কাছাড় জেলার সাথে। আর পুবের কিছুটা আছে মিজোরামের সাথে।

ত্রিপুরার মানুষের একাংশ চাননি ভারতের সাথে যুক্ত হতে। তারা চেয়েছেন ত্রিপুরাকে একটা পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। ১৯৪৯ সালের পর থেকেই বলতে গেলে শুরু হয় ত্রিপুরার স্বাধীনতা সংগ্রাম। স্বাধীন ত্রিপুরা রাষ্ট্র গঠনের জন্য গঠিত হয় জঙ্গি সংগঠন এটিটিএফ (অল ত্রিপুরা টাইগার ফোর্স)। সম্প্রতি এর অন্যতম নেতা রঞ্জিত দেব বর্মণ ধরা পড়েন ভারতীয় কর্তৃপরে হাতে। তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। তিনি বলতে বাধ্য হন তাদের অস্ত্র কোথায় লুকানো আছে সে সম্বন্ধে। ভারতীয় কর্তৃপ এ সংক্রান্ত সংবাদ জ্ঞাত করেন বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার ভার দেন র‌্যাবকে হবিগঞ্জের ঘন বনে অস্ত্র খোঁজার জন্য। বাংলাদেশের হবিগঞ্জ জেলার সাতছড়ি নামক স্থানে দুর্গম পাহাড়ি অঞ্চলে কয়েকটি কূপের সন্ধান মেলে। এই কূপের মধ্যে নেমে লাভ করা সম্ভব হয় লুকানো অস্ত্রের ভাণ্ডার। যে জায়গায় এই অস্ত্রের ভাণ্ডারের খোঁজ মিলেছে তার দূরত্ব ত্রিপুরা থেকে তিন 

কিলোমিটারেরও কম। এখানে ত্রিপুরা থেকে এসে অল ত্রিপুরা টাইগার ফোর্সের সদস্যদের পে অস্ত্র মজুদ করা মোটেও কষ্টসাধ্য ব্যাপার ছিল না। ওই অঞ্চলে গভীর বনের মধ্যে বাংলাদেশের সীমান্তরীরা টহলদারিতেও ছিলেন না সেভাবে নিয়োজিত। আসলে জায়গাটি খুবই দুর্গম। যেসব অস্ত্র এ পর্যন্ত পাওয়া গিয়েছে তাদের মধ্যে ১৮৪টি শক্তিশালী রকেট লাঞ্চার আছে, আছে বেশকিছু ট্যাঙ্কবিধ্বংসী কামানের গোলা, ১৫৩টি রকেট চার্জার, শ দুয়েক মর্টারের গোলা। আরো অনুসন্ধান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদের সন্ধান পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এরকম অস্ত্র ভাণ্ডার ওই দুর্গম বনে গড়ে তুলতে সময় লেগেছে। ভারতের গোয়েন্দা চক্র আগে যার সন্ধান পেতে পারেনি। অথবা সন্ধান পেলেও তার কথা সেভাবে বলার প্রয়োজন দেখেনি। ঘটনাটি ফাঁস করা হলো দিল্লিতে মন্ত্রিসভা গঠনের ঠিক পরপরই। নরেন্দ্র মোদির সরকার নীতি নির্ধারণে এর দ্বারা কিভাবে প্রভাবিত হবেন আমরা তা জানি না। ইতঃপূর্বে নির্বাচনকালীন বিজিপির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বলেছিলেন সিলেট ও খুলনা বিভাগের কিছু অংশ দখল করে সেখানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের উপনিবিষ্ট করা উচিত। এই অস্ত্র ভাণ্ডারের খোঁজ ভারত সরকারকে এই উদ্দেশ্যে কোনো যুক্তি দেবে কিনা, তা আমরা বলতে পারি না।
ভারতের পত্রপত্রিকায় বলা হচ্ছে, আসামের উলফারা নাকি বাংলাদেশের মধ্যে দিয়ে ত্রিপুরায় অস্ত্র নিয়ে যেত। ত্রিপুরা থেকে ওই সব অস্ত্র নিয়ে যাওয়া হতো আসামে, যা ব্যবহার করত উলফারা। বলা হচ্ছে, উলফা নেতা পরেশ বড়–য়া আছেন চীনে। তিনি নাকি চীন থেকে এসব অস্ত্র পাঠাতেন চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশে একটি মুসলিম মৌলবাদী দল এই সব অস্ত্র নিয়ে পৌঁছে দিত ত্রিপুরা সীমান্তে, অল ত্রিপুরা টাইগার ফোর্সের সদস্যদের কাছে। বলা হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে এ রকম অস্ত্রের সরবরাহ।

বাংলাদেশ সরকার এখন চাচ্ছে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের। চীনকে জড়িয়ে এরকম সংবাদ সরবরাহ চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কোন বাধা হবে কি না, আমরা তা বলতে পারি না। সব কিছুই যেন করা হচ্ছে বিশেষ এক রাজনৈতিক উদ্দেশ্য সফল করার ল্েয। আমরা সমর বিশারদ নই। যতদূর জানি, উলফারা আসামে করে চলেছে গেরিলাযুদ্ধ। গেরিলাযুদ্ধ করা হয় হালকা অস্ত্রপাতি নিয়ে। কারণ গেরিলারা হঠাৎ শত্র" পকে আক্রমণ করে সরে যায়। গেরিলাযুদ্ধ হয় এলোমেলোভাবে নানা জায়গায়। এর কোনো সুনির্দিষ্ট ফ্রন্ট বা রণত্রে বলে কিছু থাকে না। আসামে কোথাও উলফারা রকেট অথবা ট্যাঙ্ক ধ্বংসী কামান ব্যবহার করেছে বলে আমরা শুনিনি। বিশ্বের পত্রপত্রিকায়ও এমন কোনো খবর প্রকাশিত হয়নি। অথচ হবিগঞ্জের গহিন জঙ্গলে পাওয়া গেল রকেট লাঞ্চার ও ট্যাঙ্ক বিধ্বংসী গোলা। ভারতীয় সৈন্যরা উলফাদের দমন করার জন্য আসামে ট্যাঙ্ক ব্যবহার করেছে বলে আমরা কোনো সংবাদ পত্রপত্রিকায় দেখিনি। সবকিছুই তাই আমাদের কাছে ঠেকছে খুব গোলমেলে। চীন আসামে অস্ত্র পাঠাতে চাইলে অনেক সহজেই তা পাঠাতে পারে উত্তর মিয়ানমারের মধ্য দিয়ে। বাংলাদেশের মধ্যে দিয়ে চীন আসামে অস্ত্র পাঠাতে চাইবে কেন, সেটাও আমাদের বোধগম্য নয়। আর আসলে অস্ত্রগুলো যে চীনেরই তৈরি তারও কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশের বর্তমান সরকার চাচ্ছে চীনের সাথে সম্পর্কো উন্নয়ন। আর এ সময় বাংলাদেশের মধ্যে দিয়ে আসামে চীনের অস্ত্র যাওয়ার কথা আমাদের কিছু পত্রপত্রিকায় খুব জোরেসোরে প্রচার করা হচ্ছে। যেটাকে ধরা যায় না সাধারণ কূটনৈতিক শিষ্টাচারসম্পন্ন। আমরা চাচ্ছি চীন টেকনাফে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সাহায্য করুক। চীনকে আমরা দিলাম পদ্মাসেতু নির্মাণের ভার। চীন আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে দু'টি আধুনিক সাবমেরিন। ভারতের সমর বিশেষজ্ঞরা ইতোমধ্যেই যা নিয়ে তুলেছেন প্রশ্ন। আমাদের প্রধানমন্ত্রী এখন আছেন চীনে। খালেদা জিয়াকে বলা হতো তিনি হলেন পাকিস্তানপন্থী। পাকিস্তানের আইএসআইয়ের পরামর্শে তিনি ঝুঁকে পড়তে চাচ্ছেন চীনের দিকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার েেত্র আইএসআইয়ের কোনো চক্রান্তের কথা উঠতেই পারে না। তার চীনে যাওয়ার আগে দিয়ে হবিগঞ্জের জঙ্গলে বাংলাদেশের সীমানার মধ্যে পাওয়া গেল অল ত্রিপুরা টাইগার ফোর্সের লুকিয়ে রাখা অস্ত্র।
(নয়া দিগন্ত)



__._,_.___

Posted by: Mohammad Mushrafi <mushrafi@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___