Banner Advertiser

Friday, July 4, 2014

[mukto-mona] সুষমার সফরও গেল ॥ এখন কি করবেন খালেদা ......



শনিবার, ৫ জুলাই ২০১৪, ২১ আষাঢ় ১৪২১
সুষমার সফরও গেল ॥ এখন কি করবেন খালেদা
মুহম্মদ শফিকুর রহমান
গেল সপ্তাহে বাংলাদেশের রাজনীতির অঙ্গন, গণমাধ্যম এবং তথাকথিত রাজনীতি বিশ্লেষক মহলে ভারতের নয়া মোদি সরকারের নয়া পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর ছিল গরম আলোচনার বিষয়। তাঁর এই সফরে কার লাভ হবে? আওয়ামী লীগের না বিএনপির? কত কি আলোচনা? বিএনপি এবং তাদের মধ্যরাতের গলাজীবী-বুদ্ধিজীবীদের চোখে এক ধরনের 'স্বপ্ন' লক্ষ্য করা গেছে, যে বিগত ৫ জানুয়ারির নির্বাচনকালে ভারতের রাষ্ট্রক্ষমতায় ছিল কংগ্রেস তথা কংগ্রেস নেতৃত্বাধীন সেক্যুলার জোট। তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন সেক্যুলার জোট এখানে পার পেয়ে গেছে। এবার আর তা হবে না। এবার আওয়ামী লীগ ধরা খাবে। ভারতের এসেছেন একেবারে হরিহর আত্মা নরেন্দ্রনাথ দামোদর দাস মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী জোট। অতএব এবার আওয়ামী লীগ পার পাবে না। সুষমা স্বরাজ আসছেন এবং খালেদা জিয়া ও তাঁর সঙ্গীরা সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে একেবারে রাষ্ট্রক্ষমতার স্বর্গে চলে যাবেন? 
কিন্তু সুষমা স্বরাজ কোন হোমওয়ার্ক বা কি মন্ত্র নিয়ে বাংলাদেশে পা রাখলেন কে জানে? ' প্রতিপক্ষ ম্যাডাম কোন গুরুত্বই দিলেন না। খালেদা জিয়া দেখা করে বললেন, 'ম্যাডাম জানেন বাংলাদেশে কিন্তু গণতন্ত্র নেই।বললেন, 'ভারত দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।' কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারটি হয় দেশের সঙ্গে দেশের, কোন ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয় বা কোন দলের সঙ্গে দলের নয়। খ্যাতিমান সাংবাদিক কলামিস্ট স্বদেশ রায় খুব সুন্দর করে বলেছেন, 'দুটি দেশের সম্পর্ক হয় পারস্পরিক স্বার্থের ঐক্যের ভিত্তিতে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কোন আত্মীয়তা হয় না। কারণ রাষ্ট্র একটি মেশিনারি- এটা কোন ব্যক্তি নয়।' এই জায়গাটাতেই বেগম খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি ও বকধার্মিকতাবাদী জোট হতাশ হয়েছে। স্বপ্নের গুড়ে বালি পড়েছে। কারণ সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের এবং তাও হবে দুই দেশের সরকারের মাধ্যমে। যিনি তার গোঁয়ার্তুমির জন্যে (লোকে বলে অর্বাচীন পুত্র তারেকের পরামর্শে) নির্বাচন না করে এবং মানুষ হত্যা করে জ্বালিয়ে-পুড়িয়ে স্বপ্নের সিঁড়ি বাইতে গিয়ে পিছলে পড়ে খালি ডুলা নিয়ে ঘরে ফিরেছেন, তাঁর তো দুই দেশের সম্পর্ক নির্মাণে কোন ভূমিকা রাখার সুযোগ নেই। কাজেই এখন সরকারে আছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বাধীনতার নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোদ্ধারা। তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত সঙ্কট নিরসন কিংবা বাণিজ্যে সমতার মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কোন চুক্তি সমঝোতা যাই হোক, সবই হবে ক্ষমতাসীন দলের মাধ্যমে দেশের সঙ্গে দেশের। তাছাড়া মোদি সরকার যতই কট্টর হিন্দুত্ববাদীই হোক না কেন তারা কিন্তু ভারতের স্বাধীনতার সংগ্রামের সঙ্গেই ছিল, বিরোধিতা করেনি। এমনকি পাকিস্তানী হানাদার সামরিক জান্তাবিরোধী আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে নরেন্দ্র মোদিরও গুরু জয়প্রকাশ নারায়ণ, যার সঙ্গে গাঁটছড়া বেঁধে বিজেপি ১৯৭৭ সালে শ্রীমতি ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করেছিল, (যদিও তা মাত্র ২ বছর) সেই নেতা তো রীতিমতো আমাদের সঙ্গে বিবেকের মুক্তিযুদ্ধ করেছেন। কথাগুলো বলছি এ জন্যে যে, ভারতের কংগ্রেসের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বন্ধুত্ব এবং বলা যায় আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং তা হয়েছে ঐতিহাসিক কারণে। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা বাঙালীরা যে ইতিহাস সৃষ্টি করেছি সে ইতিহাসের গুরুত্বপূর্ণ সহযাত্রী ছিল ভারতের জাতীয় কংগ্রেস ও জনগণ। এবং বিশেষ করে তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মানবতাবাদী এই নেতা ইন্দিরা প্রিয়দর্শিনী বাংলায় গণহত্যা, নারী নির্যাতন, মানুষকে গৃহহারা করার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন একেবারে আপনজনের মতো। ঠিক তেমনি ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আল্লার কৃপায় বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা (বর্তমান প্রধানমন্ত্রী) ও শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিলেন তাঁর স্নেহের ছায়ায়। কাজেই ঐ পরিবারের বর্তমান প্রতিনিধিত্বকারী সোনিয়া গান্ধীর সঙ্গেও শেখ হাসিনার চমৎকার সম্পর্ক রয়েছে- ৬ বছর দিল্লীতে বাধ্যতামূলক নির্বাসিত জীবনকালে এই সম্পর্ক আরও নিবিড় হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এই নয় যে, শেখ হাসিনার সরকার বর্তমান মোদি সরকারের সঙ্গে কোন সম্পর্ক রাখবেন না। অবশ্যই রাখবেন এবং তা রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থেই রাখবেন। সুষমা স্বরাজও এসব জেনেই বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। ব্যক্তিগতভাবে একবার সুষমা স্বরাজের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল দিল্লীতে। ১৯৯৭ সালে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টিভাবে আণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। অর্থাৎ ভারত পাকিস্তানকে সতর্ক করে দেয় বেশি বাড়াবাড়ি না করতে, পাকিস্তানও ভারতকে বুঝিয়ে দেয় সেও কম নয়। তখন এ অঞ্চলে যুদ্ধের একটা হুমকি সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লী ও ইসলামাবাদ সফর করে দুই দেশের নেতাদের বোঝাতে চেষ্টা করেন তাদের এ আণবিক বোমা বিস্ফোরণের ফল হবে ভয়াবহ। অবশ্য শেখ হাসিনার সফরের পর আর কোন বোমার বিস্ফোরণ ঘটেনি। তাঁর সফরসঙ্গী হিসেবে দিল্লীর পার্লামেন্ট ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মধ্যে যে বৈঠক হয়েছিল, তা দেখার সুযোগ হয়েছিল। মনে আছে আলোচনার শুরুতেই শেখ হাসিনা তাঁর ভারতীয় প্রতিপক্ষ অটল বিহারী বাজপেয়ীকে প্রশ্ন করেছিলেন- ''Your Excellency, honourable Prime Minister of India, the largest democracy of the world. So far I understand that a vast majority of your citizens have been living below poverty line, many live in inhuman life even today. But you are spending money on explosion of human destructive Atom-bomb.
Mr. Prime Minister, can you ever count that how much money have to be spent for creation and explosion of one this weapon of human destructions"?
এ ধরনের প্রশ্নের জন্যে ভারতীয় পক্ষ কতখানি প্রস্তুত ছিলেন জানি না। তবে তাদের দেখেছি চোখ বড় বড় করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে। বৈঠক শেষে চা চক্রে সুষমা স্বরাজের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি বললেন, 'তুমহারা প্রাইম মিনিস্টার বহুত হি লারনেড আওর হুনহার পারসোনালিটি হ্যায়। জিস তরহা হামারা প্রাইম মিনিস্টার কো নিউক্লিয়ার ইউপন কি বিরোধ মে সাওয়াল কিয়া উহ্ বহুত বড়ে জিগার কি বাত হ্যায়। হোগা কেউ নেহি, বেটি জু হায় বঙ্গবন্ধু কি.........।' এই সেই সুষমা স্বরাজ। তখন তিনি বাজপেয়ী সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছিলেন।
এই সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করে চলে গেলেন। খালেদা জিয়ার ঝুড়িতে কিছুই পড়ল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে কেন ভারত সম্পর্ক স্থাপন করবে? ভারত তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রটি ১৯৫০ সালে সংবিধান রচনা করে এবং ১৯৫৩ সালে তা অনুমোদন করে। সেই থেকে ভারত রাষ্ট্রটি পরিচালিত হয়ে আসছে সংবিধানসম্মতভাবেই। একবার বা এক মুহূর্তের জন্যেও সংবিধানের বাইরে যায়নি বা কোন আইয়ুব-ইয়াহিয়া বা জিয়া-এরশাদের সংগীনের খোঁচায় তা ক্ষতবিক্ষত হয়নি। অথচ গোটা পাকিস্তান আমল গেছে আইয়ুব-ইয়াহিয়ার উর্দি শাসনে। সংবিধান ছিলই না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র ৯ মাসে সংবিধান রচনা করে ৭৩-এর পার্লামেন্টে অনুমোদন করে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। কিন্তু মাত্র সাড়ে ৩ বছরের মাথায় মুশতাক-জিয়ার চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করে আবার মিলিটারি জান্তা ঝেঁকে বসে। খালেদা জিয়া আজ যে দল ও জোটের নেতা, দু'চারটে ব্যতিক্রম ছাড়া, সবইতো মুক্তিযুদ্ধ বিরোধী। এমনকি খালেদা যে দলের চেয়ারপারসন সেই দলের জন্মদাতা জিয়ার মৃত্যুর পর সে দলেও তো আজ মুক্তিযোদ্ধা খুঁজতে হলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এ সব সুষমা স্বরাজ জানেন না, এমনটি বোকারাই কেবল ভাবতে পারে। তাছাড়া বাংলাদেশে আসার আগে সাউথ ব্লকের আধা-পাকা চুল, পাকা-চুলঅলা কর্তারা বাংলাদেশে খালেদা সরকারের ভারতবিরোধী জঙ্গী ভরণপোষণ, পাকিস্তানের লস্করে তৈয়েবা, জইশে মুহম্মদকে ভারতে প্রবেশের রুট ব্যবহার করতে দেয়া, ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নাশকতা সৃষ্টিকারী উলফাকে সাহায্য সহযোগিতা দান, এই সব দলিল সুষমা স্বরাজের হাতে দেননি এমনিও ভাবার কোন কারণ নেই। দিল্লীর পার্লামেন্ট ভবনে তাঁর সঙ্গে ২/৩ মিনিট কথা বলে যা বুঝেছি সুষমা স্বরাজ অনেক দরাজ মেধা ও ব্যক্তিত্বের অধিকারী। খালেদা জিয়া কি নালিশ করলেন তা তিনি হয়ত কানে শুনেছেন, মরমে পশেনি। কারণ তা মরমে রয়েছে ভারতের স্বার্থ।
তবে খালেদা জিয়ার একটি ইন্টারভিউ দেখলাম বাংলাদেশের কাগজে ছাপা হয়েছে। ইন্টারভিউটি নিয়েছেন শুভজিত রায় নামে এক ভারতীয় সাংবাদিক, যা গত ১ জুলাই ভারতের ইংরেজী দৈনিক The Indian Express এ ছাপা হয় এবং তার পরদিনই ২ জুলাই বাংলাদেশের পত্রিকা পুনর্মুদ্রণ করে পরিবেশন করা হয়। প্রায় সব কাগজেই ছাপা হয়েছে। তবে ইংরেজী এবং বাংলা দুটি প্রচার বহুল কাগজে একটু বেশি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। যদিও এই ইন্টারভিউ খুব একটা গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। কেননা এতে অনেক ডাহা অসত্য কথা রয়েছে। চাঁদপুরের একজন আওয়ামী লীগ এ্যাক্টিভিস্ট রফিক মেম্বার টেলিফোনে ইন্টারভিউটির ব্যাপারে কিছু লিখতে বললেন তাই লেখা। তাছাড়া ইন্টারভিউটি ইংরেজীতে লেখা এবং সে কারণেই খালেদা জিয়ার ভাষা নয়, অন্য কারো তৈরি করা। যেমন :
ক. বিগত বিএনপি সরকারের সময় ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপের অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে খালেদা জিয়া বলেন, This is a propaganda to create wrong view of the BNP. We are committed to never allowing the territory of Bangladesh to be used against India or any of our neighbours''. অথচ বাংলাদেশের মানুষ জানে (ভারতও জানে না তা নয়) ২০০১-২০০৬ সময়কালে খালেদা-নিজামীরা কিভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নাশকতা সৃষ্টিকারীদের বাংলাদেশের অভ্যন্তরে জায়গা দিয়েছিলেন, লালন-পালন করেছিলেন। 
খ. আরেক জায়গায় তিনি বলেছেন, সংখ্যালঘুরা বিএনপি আমলে ভাল ছিল। বরং আওয়ামী লীগ আমলে খারাপ ছিল। ১৯৯২ সালে বাবরী মসজিদ ভাঙ্গার মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। তাঁর মন্ত্রীরা রাত জেগে জেগে পাহারা দিয়েছেন। এটিও ডাহা অসত্য। কে না জানে তখন আড়াইশ'র অধিক মন্দির ভাঙ্গা হয়েছিল।
গ. নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচার 'বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের' ওপর প্রশ্ন করা হলে খালেদা জিয়া বলেন, একথা শোনা গেছে কিন্তু এর কোন প্রমাণ নেই। তাছাড়া নির্বাচনী প্রচারে মানুষ কত কথাই বলেন। তার অর্থ এই নয় যে, সব পালন করতে হবে। তাছাড়া I don't think many Bangladeshis go to India... They are all doing quite well here. এ ব্যাপারে একটা পরিসংখ্যান দিতে চাই ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে মোট জনসংখ্যার মধ্যে সংখ্যালঘু (প্রধানত হিন্দু) হার ছিল শতকরা ৪০ জন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার সময় ছিল শতকরা ২৯ জন এবং বর্তমানে তা নামতে নামতে শতকরা ৭-৮ জনে এসে দাঁড়িয়েছে। অত পরিসংখ্যান দেবারও প্রয়োজন নেই, কেবল আওয়ামী লীগকে ভোট দেবার কারণে ২০০১-২০০৬ সালে খালেদা-নিজামীর সশস্ত্র সন্ত্রাসীরা কিভাবে সংখ্যালঘু নির্যাতন চালিয়েছে, কিভাবে তাদের নারীদের ধর্ষণ করেছে, যারা শারীরিক নির্যাতন থেকে বেঁচেছেন তারাও চাঁদা দিতে দিতে অর্থনৈতিকভাবে ফতুর হয়েছে এবং এই সময়টাতে সবচে বেশি হিন্দু দেশত্যাগ করেছে। এমনকি গত ৫ জানুয়ারি ২০১৪-এর নির্বাচনের আগে পরে যেভাবে শিবির সন্ত্রাসীদের অস্ত্রসহ নামানো হয়েছিল, যেভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তা দেশবাসী এমনকি বিশ্ববাসীও প্রত্যক্ষ করেছে। তারপরও এমন নির্জলা মিথ্যা কেবল খালেদা, তার দল এবং জামায়াত-শিবিরই বলতে পারে। 
ঢাকা ॥ ৩ জুলাই ২০১৪
লেখক : ফ্রিল্যান্স সাংবাদিক
প্রকাশ:শনিবার, ৫ জুলাই ২০১৪, ২১ আষাঢ় ১৪২১

রবিবার, ২৯ জুন ২০১৪, ১৫ আষাঢ় ১৪২১
সুষমার সঙ্গে খালেদার সাক্ষাতে বিএনপি হতাশ
নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ
শরীফুল ইসলাম ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতে বিএনপির অর্জন শূন্য। বহু চেষ্টা-তদবির করে হোটেলে গিয়ে সাক্ষাত করলেও এতে কোন রাজনৈতিক ফায়দা অর্জন করা তো সম্ভব হয়ইনি, উল্টো দলের ইমেজ ক্ষুণœ হয়েছে। সাক্ষাতকালে খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করেও কোন কাজ না হওয়ায় বিএনপি হতাশ হয়েছে। .......
Datails at:
রবিবার, ২৯ জুন ২০১৪, ১৫ আষাঢ় ১৪২১


সুষমাকে খালেদার 'নালিশ'

নিজস্ব প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-06-27 12:07:33.0 BdST Updated: 2014-06-27 17:14:38.0 BdST

    



বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে 'নালিশ' দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।...............


  • M.i. Khan  7 hours ago

    দেশের জনগণ সাথে না থাকলে যা হয়, বিদেশীদের কাছে নালিশ করাই  ম্যাডামের বর্তমান সম্বল ! খালেদার জন্য একগুচ্ছ করুণা রইল।

  • Avatar

Nasrullah khan  4 hours ago

What a flagrant contradiction between Moin khan & Mobin in press briefing.The former says,Begum Zia complained of lack of democracy in B'desh while the other said,it was not discussed at all as it is an internal affair of B'desh.In fact,BNP lost the ground with SC's recent verdict on the legality of last general election held.High time for BNP to understand & press for mid term election under the new costitutional arrangement passed by the law makers unanimously in the last Parliament & with no dissenting voice of opposition which absented itself on its own.With this landmark judgement of SC,hardly care-taker govt can be an issue for advocacy by any power western or otherwise.

=====================

আগে খালেদা আমেরিকার কাছে নালিশ করে বালিশ পেয়েছেন 


নালিশ করে বালিশ পায়, ভাঙা জুতার বাড়ি খায় !

=====================

কারও বিরুদ্ধে নালিশ করেননি খালেদা জিয়া 


মির্জা ফখরুল ইসলাম আলমগীর





__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona]



Since Pakistani Army did not face enormous confrontation while they were marching through East Pakistan, they could win hearts and minds of Bangalis, if they wanted to, without much bloodshed. In fact, East Pakistan was running smoothly under their control, until Indian Army launched attacks. How would India justify interfering with the internal affairs of Pakistan without 100 million refugees there? Presence of millions of refugees in India justified attacking East Pakistan on the ground that refugees have destabilized Indian internal safety and security.

Jiten Roy



On Friday, July 4, 2014 1:51 PM, "Subimal Chakrabarty subimal@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
The Hindu card played by the occupation army was part of the India card that the Pakistani regimes had been playing since the very beginning. The sole objective of this game had always been to counter the Bengali nationalism. The Pakistani regimes always raised a wall between the Bengalis of the then East Pakistan and the Bengalis of Poschimbongo. During the occupation period the Hindus were targeted to derail the Bengali liberation war. There was absolutely no reason that the occupation army would have been good to the Bengalis. The only way they could be good was to smoothly transfer power which they were determined not to do. Hence the liberation war and efforts to suppress it at any cost was inevitable. 

Sent from my iPhone

On Jul 2, 2014, at 7:02 PM, "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 
Yes, Dr. Rahman, I understand the definition of hate-crime: it's a crime committed out of hatred alone, nothing else. Since holocaust occurred out of hatred for Jews, nothing else, it was obviously a hate-crime. Whether perpetrator was the state or soldiers is not important.

As you know, Pakistani soldiers were asking everybody - "Malauns Kaha" and they were looking for Hindu-families all over Bangladesh. As you know, Hindus alone were not seeking cessation. So, what did lead them hunt for Hindus? Obviously, it was their hatred for Hindus. Whether that was as per state policy or not is immaterial.
In short, Pakistani-hatred for Hindus led to the exodus of millions of Hindus into India. That hatred, in fact, legalized Indian involvement in the conflict, and made Bangladesh a reality.
I strongly believe, Pakistan would have been intact today had Pakistani soldiers expressed love, instead of hatred, towards Bangalis after they arrive in the East Pakistan. As you know, Pakistani soldiers did not face direct confrontation at all after they arrive. So, there was no need for any of those atrocities, especially against Hindus. Their hatred for Hindus was the straw that broke the camel's back.
Jiten Roy


On Wednesday, July 2, 2014 5:00 AM, "ANISUR RAHMAN anisur.rahman1@btinternet.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
I thoroughly dispute Jiten Roy's contention that the Jewish holocaust victims were "hate-crimes of Nazi soldiers". They were, without doubt, the victims of State organised mass murder under the Nazi Party. They were definitely not stray victims of "hate-crimes" of individual Nazi soldiers. To say so is the denial of history.
Similarly, Bengali liberation war victims were not from "hate-crimes" of Pakistani soldiers. The Army carried out the government policy to eliminate Bengali uprising at that time. That cannot be called the "hate-crimes". I get the feeling that Jiten Roy does not understand the meaning of "hate-crime".

Now let me come back to the casualty figure of the liberation war. As Kamal Das pointed out that the claimed casualty of 3 million in Bangladesh is comparable to the casualty figure of just over 3 million in 20 years of Vietnam war. Nobody needs to be reminded of the ferocity of the Vietnam war over 20 year period. Bangladesh had nothing like that in the short period of 9 months. There were no battle between the armies, no full scale war, no bombing, no tank battle. There were only skirmishes here and there between the Bangladeshi fighters supported by Indian soldiers and Pakistani soldiers. The majority of the casualty was non-war casualty - Pakistani soldiers killing innocent civilians to maintain law and order in the cities; Al-Badr and other gangs killing innocent Bangladeshis and Bangladeshis killing Biharis. Pakistani soldiers did not fight any battle and surrendered lock, stock and barrel on 14 Dec 1971.  

For the sake of history, we need to establish facts; not exaggerated, totally ludicrous figure. I had been told by Mr Abdur Razzak himself (who was Sheikh Mujibur Rahman's right hand man and most trusted lieutenant) that when Sheikh Mujibur Rahman returned from Pakistani prison in 1972, Razzak told him that 3 lakh people died in the liberation war. Mujibur Rahman translated that to 3 million when making a statement to the foreign journalists. Even that figure of 3 lakhs was highly exaggerated. However, it would have been appropriate for the government to correct the mistake and give a realistic figure and everything would have been forgotten. Failure to do that, the country is lumbered with a gigantic lie from someone no less important than the 'father of the nation'. The psychology that has developed since then is that if 3 million figure can get accepted, then anything we say and repeat few time will come to be accepted. This is the blatant failure of national and personal accountability. I rest my case. 

- AR
From: "Jiten Roy jnrsr53@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: "
mukto-mona@yahoogroups.com" <mukto-mona@yahoogroups.com>
Sent: Wednesday, 2 July 2014, 1:50
Subject: Re: [mukto-mona]

 
Most important point to remember is that, just like Jewish holocaust victims were casualty of hate-crimes of Nazi soldiers during the World War II, these are Bengali holocaust victims, casualty of hate crimes of Pakistani soldiers during the war of independence. 

Actual casualty figures of the war of independence both sides were only a few, because Pakistani soldiers never fought a war; they all surrendered.

Jiten Roy



On Tuesday, July 1, 2014 12:29 AM, "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Three million debate ain't over.  After assertion of such casualty, a red carpet welcome was given to Bhutto.  Nine months of liberation war could not have a comparative casualty of twenty year long Vietnam War.

Sent from my iPad

On Jun 30, 2014, at 9:36 PM, "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 
I do not see any connection between going after criminal bastards and three millions deaths. Even thirty thousands would be too many. Why the numbers are so important when we do not even know the exact numbers of Razakars of that time? The deaths could be even more than three millions? Why that is not a possibility considering us being the champions of inaccuracy and impreciseness? I think three millions debate is over. Lets stick to the number and move on.
-SD   
 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Monday, June 30, 2014 3:48 AM, "ANISUR RAHMAN anisur.rahman1@btinternet.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Mr Mannan,

Your endeavour to expose those "jaroj" or 'bastard' people in Bangladesh is admirable and I hope that you succeed. I am with you. But my request would be that whatever you say should be based on facts - pure and undiluted, not heresy or gossip. If you resort to massaging facts, however small, to make the case stronger, then people will reject the whole story and think that this story is one of "those".
 
A concrete example of "massaging facts" is Sheikh Mujibur Rahman's statement that 3 million people died in Bangladesh liberation war. Actual, impartial and evidence based account is between 30,000 and 40,000 deaths. When Sheikh Mujibur Rahman came back to Bangladesh from Pakistan in 1972, he was told by his party propagandists that 3 laks died, which was itself an exaggeration by about 10 times. Then Sheikh Mujibur Rahman at his interview with the foreign journalists stated that 3 million people died. Now Ministers, Prime Ministers etc all quote this figure and foreign journalists give a wry smile and think that these are the faces liars and cheats.

- AR

From: "Abdul Mannan mannanabdul56@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To:
mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, 29 June 2014, 15:27
Subject: [mukto-mona]

 
শিক্ষিত, বিত্তবান, পদস্থদের মধ্যে অবৈধ অর্থবিত্ত, পদ-পদবী অর্জনের জন্য যে নির্লজ্জতা, নির্মমতা, নিষ্ঠুরতা, নীচতা দেখা যায়, প্রচুর সম্পদ থাকা সত্বেও, আমাদের দেশের আরও অনেক উন্নতির সম্ভাবনা থাকা সত্বেও এসব নির্লজ্জ, নির্মম, নিষ্ঠুর, নীচদের জন্য তা সম্ভব হচ্ছেনা "জারজ" শব্দটি শ্রুতিকটু, অশ্লীল হলেও হুমায়ুন আহমদসহ সুনীল গঙ্গোপাধ্যায় গং আরও অনেক রগড় বাক্য-শব্দ ব্যবহার করেছেন একমাত্র "জারজ" না হলে এরা এত নির্লজ্জ, নির্মম, নিষ্ঠুর, নীচ হতে পারেনা আমরা এদের মুখোশ উম্মোচনকারী সমাজে, রাজনীতিতে, ব্যবসায়, সরকারী-বেসরকারী চাকুরীতে কারা জারজ তা আমরা পর্যায়ক্রমে প্রকাশ করব দেশের স্বার্থে আশাকরি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ 




Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (5)
****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE :
http://www.muk










__._,_.___

Posted by: Jiten Roy <jnrsr53@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

Re: [mukto-mona]



Red carpet welcome given to Bhutto is often seen as an insult to our great liberation war. After all Bhutto was a villain. Interestingly both Bhutto and Mujib were punished for the  'crime' of splitting Pakistan into two. While Bhutto was executed by the Pakistan army itself, Mujib was executed by 'an extension' of it. 
It is also noteworthy that both Mujib and Bhutto with great promises brought an end to actual and virtual army rules in Pakistan. While Bhutto quickly surrendered to evil forces like Islamists, Mujib did not. But Mujib was struggling to do some thing good to the economy devastated by the war. One strategy he followed was to get support from countries not friendly to Soviet Union. Despite opposition from within he attended the Islamic Conference in Lahore. 

Sent from my iPhone

On Jul 1, 2014, at 12:29 AM, "Kamal Das kamalctgu@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 

Three million debate ain't over.  After assertion of such casualty, a red carpet welcome was given to Bhutto.  Nine months of liberation war could not have a comparative casualty of twenty year long Vietnam War.

Sent from my iPad

On Jun 30, 2014, at 9:36 PM, "Shah Deeldar shahdeeldar@yahoo.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:

 

I do not see any connection between going after criminal bastards and three millions deaths. Even thirty thousands would be too many. Why the numbers are so important when we do not even know the exact numbers of Razakars of that time? The deaths could be even more than three millions? Why that is not a possibility considering us being the champions of inaccuracy and impreciseness? I think three millions debate is over. Lets stick to the number and move on.
-SD   
 
"I speak for the trees, for the trees have no tongues."
-Seuss



On Monday, June 30, 2014 3:48 AM, "ANISUR RAHMAN anisur.rahman1@btinternet.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com> wrote:


 
Mr Mannan,

Your endeavour to expose those "jaroj" or 'bastard' people in Bangladesh is admirable and I hope that you succeed. I am with you. But my request would be that whatever you say should be based on facts - pure and undiluted, not heresy or gossip. If you resort to massaging facts, however small, to make the case stronger, then people will reject the whole story and think that this story is one of "those".
 
A concrete example of "massaging facts" is Sheikh Mujibur Rahman's statement that 3 million people died in Bangladesh liberation war. Actual, impartial and evidence based account is between 30,000 and 40,000 deaths. When Sheikh Mujibur Rahman came back to Bangladesh from Pakistan in 1972, he was told by his party propagandists that 3 laks died, which was itself an exaggeration by about 10 times. Then Sheikh Mujibur Rahman at his interview with the foreign journalists stated that 3 million people died. Now Ministers, Prime Ministers etc all quote this figure and foreign journalists give a wry smile and think that these are the faces liars and cheats.

- AR


From: "Abdul Mannan mannanabdul56@gmail.com [mukto-mona]" <mukto-mona@yahoogroups.com>
To: mukto-mona@yahoogroups.com
Sent: Sunday, 29 June 2014, 15:27
Subject: [mukto-mona]

 
শিক্ষিত, বিত্তবান, পদস্থদের মধ্যে অবৈধ অর্থবিত্ত, পদ-পদবী অর্জনের জন্য যে নির্লজ্জতা, নির্মমতা, নিষ্ঠুরতা, নীচতা দেখা যায়, প্রচুর সম্পদ থাকা সত্বেও, আমাদের দেশের আরও অনেক উন্নতির সম্ভাবনা থাকা সত্বেও এসব নির্লজ্জ, নির্মম, নিষ্ঠুর, নীচদের জন্য তা সম্ভব হচ্ছেনা "জারজ" শব্দটি শ্রুতিকটু, অশ্লীল হলেও হুমায়ুন আহমদসহ সুনীল গঙ্গোপাধ্যায় গং আরও অনেক রগড় বাক্য-শব্দ ব্যবহার করেছেন একমাত্র "জারজ" না হলে এরা এত নির্লজ্জ, নির্মম, নিষ্ঠুর, নীচ হতে পারেনা আমরা এদের মুখোশ উম্মোচনকারী সমাজে, রাজনীতিতে, ব্যবসায়, সরকারী-বেসরকারী চাকুরীতে কারা জারজ তা আমরা পর্যায়ক্রমে প্রকাশ করব দেশের স্বার্থে আশাকরি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ 





Posted by: Shah Deeldar <shahdeeldar@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (5)
****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.muk



__._,_.___

Posted by: Subimal Chakrabarty <subimal@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___