Banner Advertiser

Friday, October 24, 2014

[mukto-mona] বাংলাদেশে যা কিছু অশুভ তারই প্রতীক গোলাম আযম - ( গোলাম আযম : ‘মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার প্রতীক’)



শনিবার, ২৫ অক্টোবর ২০১৪, ১০ কার্তিক ১৪২১                                                                                                     
বাংলাদেশে যা কিছু অশুভ তারই প্রতীক গোলাম আযম
মুনতাসীর মামুন
কোটি মানুষের কান্না, রক্ত, আর্তনাদ আর দীর্ঘ নিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী, গণহত্যা ও বাংলাদেশবিরোধী রাজনীতির হুকুমদাতা গোলাম আযম। বাংলাদেশে যে অভিশপ্ত রাজনীতি, জামায়াত যার হোতা তারও একনিষ্ঠ প্রবক্তা ছিলেন গোলাম আযম। বাংলাদেশে যা কিছু অশুভ তার প্রতীক গোলাম আযম।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইবু্যুনাল গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, তিনি বয়স্ক। এই রায় শোনার পর অনেকে খুব ক্ষুব্ধ হয়েছিলেন। বলা হয়েছিল, গোলাম আযম বা গোলাম আযমরা ১৯৭১ সালে যখন রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন সারাদেশে তখন কি তারা বয়স দেখেছিলেন? শিশুদের কি বেয়নেটে বিদ্ধ করা হয়নি? অন্তঃসত্ত্বার কি পেট কেটে ভ্রূণ বের করা হয়নি? কিন্তু আমাদের বিচারকদের 'দয়ার শরীল'। তাদের কষ্ট লাগে বৃদ্ধ মানবতাবিরোধী অপরাধীদের দেখলে। আবার অনেকে খালাসও দেন। শ্যামলী নাসরিন চৌধুরী এইসব 'খালাসী'দের সম্পর্কে এক সভায় বলেছিলেন, আজ এদের কন্যা বা স্ত্রীকে যদি গোলাম আযমরা তুলে নিয়ে যেত, এদের বাপ-মাকে যদি তাদের সামনে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হতো তাহলে হয়ত এঁরা বুঝতেন গণহত্যা কী, বা মানবতাবিরোধী অপরাধ কাকে বলে!
মানবতাবিরোধী অপরাধেরও প্রতীক ছিলেন গোলাম আযম। একদিক থেকে দেখলে তার প্রশংসাই করতে হয়। আজীবন তিনি ইসলামের নামে রাজনীতি করেছেন, ইসলামকে নিজ ও দলের স্বার্থে ব্যবহার করেছেন। অশুভ রাজনীতির বিকাশ ঘটানোর জন্য খুনীদের সহযোগী হয়েছেন, নিজের দেশের সম্পদ ব্যবহার করেছেন কিন্তু নিজের দেশকে সব সময় বিদেশ ভেবেছেন। আজীবন মাদ্রাসা শিক্ষার ওকালতি করেছেন কিন্তু নিজ সন্তানদের কাউকে মাদ্রাসায় পাঠাননি। নাছারার দেশে বসবাসের জন্য পাঠিয়েছেন। অভিশপ্ত জামায়াতের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে তাদের জড়াননি। সবচেয়ে বড় কথা, অশুভ শক্তির সঙ্গে আজীবন বসবাস করে গেছেন, বিচ্যুত হননি। মৃত্যুর পূর্বপর্যন্ত এই ব্যক্তি কৃতকর্মের জন্য দেশবাসী দূরে থাকুক আল্লাহর কাছেও ক্ষমা চেয়েছেন কিনা সন্দেহ।
আবেগে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তব হলো দেশের শীর্ষ মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুর পর মানবতাবিরোধী অপরাধবিষয়ক সেন্টিমেন্ট ও বিচারে ভাটা পড়বে। কিন্তু আমরা চাই গোলাম আযমের পর যেসব শীর্ষ অপরাধী আছে তাদের বিচারকর্মটি সুষ্ঠু ও দ্রুতভাবে শেষ হোক।
এখানে ট্রাইব্যুনাল ও সুপ্রীমকোর্ট সম্পর্কে দু'একটি মন্তব্য না করলেই নয়। এর ভিত্তি সাধারণ মানুষের মতামত যার সঙ্গে আমাদের মতামতেরও প্রায় মিল আছে। 
সমাজের সব পর্যায়ের মানুষই মনে করেন, সরকারের কারণেই বিচার শ্লথ হয়ে যাচ্ছে। বা সরকার আর রায় নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না। তারা চাইছে, বিচার কাজ শ্লথ হলে যদি অপরাধীদের স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সবাই খুশি থাকবে। ইতোমধ্যে তিনজন মারা গেছেন বন্দী অবস্থায়। রাজনীতিবিদদের চিন্তাভাবনা এ রকম খাতে বইতেই পারে। কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি না বা এসব মন্তব্যকে প্রশ্রয়ও দিতে পারি না। কারণ, তাহলে বিষয়টা দাঁড়ায় বিচারকরা সরকারের কথামতো কাজ করছেন। তা তো হতে পারে না। কারণ, তাহলে সিদ্ধান্তটা দাঁড়ায়, সরকারী নির্দেশে আদালত চলে। আমরা মনে করি না, সরকারী নির্দেশে আদালত চলে। সরকার ট্রাইব্যুনাল করে দিয়েছে। বিচারকার্য চালাবেন বিচারকরা। এখানে সরকারের করার কিছু নেই।
এটি যদি আমরা মেনে নিই, তাহলে সব দায়দায়িত্ব ট্রাইব্যুনালের বিচারকদের ওপর পড়ে। বিশেষ করে নিজামীর রায় তৈরি হওয়ার পরও না দেয়ায় বিচারকদের ওপরই মানুষ ক্ষুব্ধ হচ্ছেন। কারণ, রায় তৈরি, তাঁরা দিচ্ছেন না কেন? সরকারী নির্দেশ? ভয়? এর চেয়েও খারাপ ধারণা জন্ম নিচ্ছে বিচারকদের প্রতি। আমরা শুধু বলব, বাংলাদেশেই যদি থাকতে হয়, তাহলে শুভশক্তির সঙ্গেই বসবাস করা ভাল।
এ প্রসঙ্গে প্রসিকিউশন, সুপ্রীমকোর্ট ও অন্যান্য প্রসঙ্গের কথাও বলতে চাই। মজার ব্যাপার হচ্ছে, বিচার শুরু হওয়ার পর থেকে নির্মূল কমিটি বিচার প্রসঙ্গে যা যা বলেছে তাই ঘটছে। প্রসিকিউশনের দুর্বলতা নিয়ে আমরা যখন কথা বলেছি, তখন আওয়ামীপন্থী আইনজীবীরা তাতে খুশি হননি। এখন দেখা যাচ্ছে আমাদের বক্তব্যে সত্যতা ছিল। আইনমন্ত্রী নিজে এ কথা স্বীকার করে বলেছেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সে সব কিছুই করতে পারেননি। আমরা জামায়াত নিষিদ্ধের আইন, রাষ্ট্রপতির মার্জনা এবং নানা বিষয়ে যখন কথা বলেছিলাম, সরকারের সবাই তখন ক্ষুব্ধ হয়েছেন, হয়ত প্রধানমন্ত্রীও। কারণ, এসব ক্ষেত্রে তিনিও কোন বন্দোবস্ত নেননি। প্রাক্তন আইনমন্ত্রী যিনি এক সময় নির্মূল কমিটির সব বিষয়ে একমত ছিলেন, মন্ত্রী হওয়ার পর বলেছিলেন, নির্মূল কমিটির ডিকটাটে চলতে হবে নাকি? আমরা কখনও কোন কিছু ডিকটাটের ঔদ্ধত্য দেখাইনি। আমাদের পরামর্শগুলো বিবেচনার কথা বলছিলাম মাত্র। আজকে আনন্দের বিষয়, সে সব বিষয় বিবেচনা করা হচ্ছে। আগে করলে জটিলতা, সন্দেহ বিতর্ক হতো না।
মানবতাবিরোধী অপরাধে কে কয়টা খুন করেছেন তা মুখ্য নয়। এর সাক্ষী থাকল কি থাকল না তাও মুখ্য নয়। গণহত্যার সাক্ষী পাওয়া যাবে? আমাকে যেমন গোলাম আযমের সাক্ষী হিসেবে বিবাদীপক্ষ প্রশ্ন করেছিল, রাজাকার ক্যাম্পে আমি গেছি কিনা বা কোথায় ছিল জানি কিনা? আমি জানালাম, রাজাকার ক্যাম্পে গেলে আমি এখানে সাক্ষী দিতে পারতাম? এ্যাটর্নি জেনারেল খুব সম্ভব স্কাইপি ঝামেলার সময় বলেছিলেন, হানাদার পাকিদের সঙ্গে গোলাম আযমের বৈঠকের একটি ছবিই তার দ- দেয়ার জন্য যথেষ্ট। কথাটা ঠিক। কিন্তু আমাদের প্রসিকিউশন বা বিচারকরা প্রায়ই কেন জানি সাধারণ ফৌজদারি বৃত্তে ঘুরপাক খান। অনেক সময় বলা হয় অভিজ্ঞতার কথা। এ কথা শুনলে আমার বাংলাদেশ ক্রিকেট দলের কথা মনে হয়। ৩০ বছর খেলার পরও প্রায়ই যখন তারা হারে তখন অভিজ্ঞতা সঞ্চয়ের কথা বলা হয়।
সাঈদীর মামলা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। আদালত বলতে পারে, তারা আইন অনুযায়ী কাজ করেছে। আদালতের রায় আমরা মেনে নিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন কি কাদের মোল্লার জন্য একরকম এবং সাঈদীর জন্য আরেক রকম? তাদের রায় দেশ-বিদেশের বিভিন্ন আদালতে হয়ত উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। সেখানে যদি প্রশ্ন জাগে একই আইনে একজনকে মৃত্যুদ- অন্যজনকে মৃত্যুদ- দেয়া হলো না এর কারণ কী? আদালতের ইচ্ছা বললে তো হবে না।
মানবতাবিরোধী বিচারে ১৯৭১ সাল একটি পক্ষ। সে পরিপ্রেক্ষিতে, আদালতে কোন বিচারক ঠাট্টা করেও বলতে পারেন না, 'আমিও তো শান্তি কমিটির সদস্য ছিলাম তাতে কী।' সেই বিচারে কেউ যদি কোন মানবতাবিরোধীকে খালাস দেন তা হলে এ কথা বলা আমার অধিকারের মধ্যেই পড়ে যে, বিচারক ১৯৭১ উপেক্ষা করেছেন। মানবতাবিরোধী অপরাধে আপনি কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন, নাও পারেন কিন্তু খালাস দিতে পারেন না। দিলে ধরে নেয়া হবে গণহত্যা নিয়ে আপনি ব্যঙ্গ করছেন। গণহত্যা নিয়ে ব্যঙ্গ বিচারকের অধিকারের মধ্যে পড়ে না। আমাদের সবার দায় থাকবে, বিচারকদের কোন দায় থাকবে না তা হতে পারে না। আমাদের করের টাকায় আদালত চলে। প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হকও এই দায়ের কথা তুলেছেন। সবারই মনে রাখা উচিত, বাংলাদেশ জায়গাটি বড় পিচ্ছিল, এখানকার মানুষ কখন কী নিয়ে ক্ষেপে উঠবে বলা যায় না।
গোলাম আযমের মৃত্যুর সঙ্গে যে তার অভিশপ্ত রাজনীতি বিলুপ্ত হলো তা নয়। গোলাম আযম যে বিষবৃক্ষ রোপণ করে গেছেন আজ তা ফলবান বৃক্ষে পরিণত হয়েছে। এটি গোলাম আযমের কৃতিত্ব। জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম গোলাম আযমকে 'মহসিন' বলে উল্লেখ করেছে। দেখুন, মৃত্যুর আগেও নাকি তিনি বলে গেছেন তাঁর জানাজা যেন নিজামী বা সাঈদী পড়ান। অর্থাৎ মানবতাবিরোধী অপরাধীরাই যেন সামনে থাকেন। সরকারের জন্য যেন একটি জটিলতা সৃষ্টি করা যায়। কোন মহসিন এ রকম চিন্তা ৯২ বছরে করতে পারেন না। যিনি আজীবন হত্যার রাজনীতি করে গেছেন তিনি আর যাই হোন মহসিন হতে পারেন না। জামায়াতে ইসলামের রাজনীতি ইসলাম বিনাশের সুস্থ রাজনীতি বিনাশের রাজনীতি। জামায়াতের সঙ্গে রাজনীতি করতে গিয়ে আজ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী বিপদে পড়েছেন। মিসর, পাকিস্তান, অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি উচ্ছন্নে যাচ্ছে। গোলাম আযম মারা গেছেন, একজন মানবতাবিরোধী মাত্র কমল বাংলাদেশে কিন্তু তার রাজনীতি এখনও রয়ে গেছে। আমাদের এখন একমাত্র উদ্দেশ্য হবে- রাজনীতির মাধ্যমে সেই রাজনীতির বিনাশ সাধন। সরকার যদি গোলাম আযমদের রাজনীতিকে নানা কারণে বা রাজনৈতিক 'সুবিধা' বা ভোটের রাজনীতির কারণে প্রতিরোধ না করে তাহলে তারাও বিপাকে পড়বে। অর্থনৈতিক উন্নয়ন মানুষের মুক্তির একটি হাতিয়ার মাত্র। কিন্তু যে দেশে গোলাম আযমদের রাজনীতি বহাল থাকে, বিকশিত হয়, সে দেশের মানুষ মুক্তি পায় না। যেমন, আমরা মুক্তি পাচ্ছি না এ কারণে ১৯৭৫ সালের পর থেকে। গোলাম আযমদের কারণেই দেশ পরিচিত হয়ে উঠেছে এক অস্বাভাবিক বা এ্যাবসার্ড রাষ্ট্র হিসেবে। পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোন দেশ নেই, যেখানে স্বাধীনতা পক্ষের ও বিপক্ষের শক্তি বহাল তবিয়তে বসবাস করে। এক গোলাম আযম গেছেন, হাজার গোলাম আযম রয়ে গেছেন। তাদের প্রতিরোধ করাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।
শনিবার, ২৫ অক্টোবর ২০১৪, ১০ কার্তিক ১৪২১

Related:

গোলাম আযমকে নিয়ে প্রদর্শনী 'অভিশাপ দিচ্ছি'

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2014-10-24 23:23:38.0 BdST Updated: 2014-10-25 02:39:46.0 BdST

Subject: Golam Azam was the Gaddere Azam of his time....
                   ( গোলাম আযম : 'মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার প্রতীক')

Golam Azam was the Gaddere Azam of his  time....

1. Nothing can absolve Gadder Golam Azam of his guilt against the people of
Bangladesh and his crime against Islam. Jamaate Islami with it's armed gestapo 
wing Al-Bodor bahini aided, abetted  and participated in the genocide and mass-
rapes under the occupation regime of Yahia Khan .....Jamaate Islami under the 
leadership of Gadder Golam Azam, was the only political party that had it's 
own armed Al-Bodor Bahini. 

The Jamaat's Al-Bodor Bahini actively helped the occupation army of Pakistan in 
the killing field of 1971-Bangladesh.

Golam Azam was the master-mind behind the Al-Bodor Bahini along with Matiur 
Rahman Nizami, the chief of Islami Chattro Sangho. 

Islami Chattro Sangho's hands were so much tainted with the bloods of innocent 
people of Bangladesh that when it re-surfaced in 1978, it changed it's name to 
Islami Chattro Shibir to hide it's criminal past !!!!

Golam Azam participated in the by-election promoted by Yahia -Tikka regime in
November 1971 and was elected un-opposed ...... a direct proof his 
collaboraton with mass-murderer  Yahia Khan .......
[note: The military junta of Yahya Khan decided to call an election in an attempt to legitimise themselves. 
On 12 October 1971 Yahya Khan declared that an election will be held from 25 November to 9 December. 
Azam decided to take part in this election. 1.  
  1.  1.  Muldhara '71 (মূলধারা '৭১ Mainstream '71) by Moidul Hasan, page. 128, footnote. 177. published 
  2. by University Press Limited  ]

To make the long story short, Golam Azam and his Jamaate Islami's activities
were not consistent with the true spirit of Islam...... Jamaat uses Islam as a 
mask to deceive the common muslims and carry out it's narrow parochial 
motives .......nothing new in the history of Islam ....('Yazīd ibn Mu'āwiya ibn Abī 
Sufyān,...)
2. Watch the video:



3. Golam Azam' is the Eichmann of Bangladesh .....
Golam Azam is the Gaddere Azam of our time....
Golam Azam collaborated with a foreign occupation army .....
Golam Azam is the twentieth century Mir Zafor Ali Khan of Bangladesh .... 
  
Golam Azam is worse than Mir Zafor in many sense ,,,,,[Mirzafor was a
Uzbek-born, where as Golam Azam এক মানচিত্রে জন্মেও collaborated with a
foreign occupation army engaged in mass-rapes and Genocide!!!!

[But, as you know: man proposes Allah Subhana Wa Tala
disposes ,,,,, Gaddere Azam, Golam Azam's dream never came
true.  Bangladesh emerged as an Independent Republic ......

Even after the Liberation of Bangladesh, Golam Azam created 
an organization named Purbo Pakistan Punoruddhar 
Committee. Golam Azam continued his idiotic & 
treacherous efforts to nullify & stop the recognition of 
Bangladesh [Bangladesh Na Monjoor ].

Again, that effort too became futile by the grace of Almighy Allah !!!! ........

রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযমhttp://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Bank&pub_no=794&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=16-02-2012


2014-10-23 20:43 GMT-04:00 SyedAslam <syed.aslam3@gmail.com>:

মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৫:০২, অক্টোবর ২৪, ২০১৪ প্রিন্ট সংস্করণ

মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রতীক গোলাম আযম

ষড়যন্ত্র, হত্যা, নির্যাতনের দায়ে সাজা হয়েছিল তাঁরhttp://www.prothom-alo.com/bangladesh/article/352846/

Prothom Alo

http://www.prothom-alo.com/bangladesh/article/352849/

কুখ্যাত যুদ্ধাপরাধী আমৃত্যু দ-প্রাপ্ত গোলাম আযম মারা গেছেন
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধের নাটের গুরু 'আমৃত্যু দ-প্রাপ্ত' জামায়াতের সাবেক আমির গোলাম আযম (৯২) মারা গেছেন। বৃহস্পতিবার রাত দশটা দশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত বারোটায় বিএসএমএমইউ ভিসি ডাঃ প্রাণ গোপাল দত্ত জনকণ্ঠকে এ খবর নিশ্চিত করে জানান, তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল মজিদ ভূঁইয়া জানান, গোলাম আযমের লাশ কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই পরিবারের . . .

 







__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] সবুজ চোখের সেই মেয়েটি



সবুজ চোখের সেই মেয়েটি

দিলরুবা শারমিন | আপডেট: প্রিন্ট সংস্করণ

ডেভিড লেজারের ক্যামেরায় বাংলাদেশের মেয়ে তুলিছবিটি প্রথমবার দেখলে মনে হবে সাদামাটা সাজে এক কিশোরীর মুখ। এর আবার আলাদা কী? কিন্তু এই সাদামাটা মুখই দ্বিতীয়বার আপনাকে ছবিটির দিকে তাকাতে বাধ্য করবে। কারণ, সমুদ্রের গভীরতামাখা সেই চোখের রং আর দশজন বাঙালির মতো নয়, একদম ঝকমকে সবুজাভ! মেয়েটা বাংলাদেশি? বিশ্বাসই হতে চায় না। 
.অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লেজার কেমন করে খুঁজে পেলেন সবুজনয়না বাংলাদেশি এই মেয়েকে? কীভাবে তুলি নামের সেই কিশোরী হয়ে উঠল বাইরের দুনিয়ার চেনা মুখ!

আমি সেই মেয়ে
ডেভিড লেজারের সঙ্গে ফেসবুকে পরিচয়। ২০১২ সালের ডিসেম্বের তিনি এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশের নানা প্রান্ত ঘুরে অসাধারণ কিছু ছবি তুলেছিলেন তরুণ এই অস্ট্রেলীয় আলোকচিত্রী। সেগুলো তিনি শেয়ারও করেছিলেন তাঁর ফেসবুক পেজে। কুয়াশাভেজা সরষেখেত, গাঁয়ের ছেলেমেয়েদের সরল মুখ—নানা কিছু উঠে এসেছিল তাঁর ছবিতে।
তাঁর ফটোগ্রাফি মুগ্ধ করেছিল। কিন্তু ডেভিড লেজার নামের সেই তরুণ আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝার উপায় ছিল না। ডেভিডকে ভুলেই গিয়েছিলাম। এর মধ্যে তিনি গিয়েছিলেন দক্ষিণ আমেরিকায়। সেখানে গহিন অরণ্যের বাসিন্দাদের ছবি তুলে চমকে দেন। সেই চমকটা বিস্ময় হয়ে দেখা দিল যখন তাঁর তোলা আদিবাসী এক কিশোরের ছবি উঠে এল ন্যাশনাল জিওগ্রাফিক-এর প্রচ্ছদে। আর তিনি শেয়ার দিলেন এমন একটা ছবি, যেখানে দেখা গেল, 

ফটো রিিভউ সাময়িকীর প্রচ্ছদে তুলিফুটবলসম্রাট কালো মানিক পেলে স্বয়ং তাঁর তোলা আদিবাসীদের ছবিসহ সেই ইস্যু নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। সেই সূত্রেই আবার কদিন আগে ডেভিডের সঙ্গে ফেসবুকে যোগাযোগ। ডেভিড জানালেন, তিনি এখন আছেন ইন্দোনেশিয়ায়। খুব কঠিন একটা অ্যাসাইনমেন্টে। তার পরই কথায় কথায় বেরিয়ে এল সেই সবুজ চোখের মেয়েটির বিখ্যাত হয়ে ওঠার গল্প।বছর দুই আগে রাজশাহীর পুঠিয়াতে তোলা সেই মেয়ের ছবি এক অর্থে মোড় ঘুরিয়ে দেয় ডেভিড লেজারের ফটোগ্রাফি ক্যারিয়ারেরও। তুলি নামের সেই মেয়ের মুখ উঠে আসে ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড আর ফটো রিভিউ অস্ট্রেলিয়ার মতো বিশ্বখ্যাত ফটোগ্রাফিবিষয়ক সাময়িকীর প্রচ্ছদে।ফ্রেমে বন্দী সবুজ চোখ'সারা দিন ঘোরাফেরার পর শীতের বিকেলটায় একটু শান্ত সময় কাটানোর জন্য একটা গ্রামের ছোট্ট টিলার মতো জায়গায় গিয়ে বসি। কিছুক্ষণের মধ্যেই আমাকে ঘিরে একটা ভিড় তৈরি হয়। কেউ কেউ ভাঙা ভাঙা ইংরেজিতে আমার দেশ, নাম, এখানে আসার কারণ জানতে চাইছিল। সময়টা উপভোগ করতেই আমি বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে শুরু করলাম। খেলতে খেলতেই আমার চোখ আটকে গেল একটি ঘরের সিঁড়িতে বসে থাকা এক কিশোরীর দিকে। সে খোলা চুলে বাংলাদেশের জাতীয় ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে প্রকাশিত তাঁর ছবি হাতে আলোকচিত্রী ডেভিড লেজারপতাকার টি-শার্ট পরেছে। তার চেহারা খুব সাধারণ ও অকৃত্রিম, কিন্তু তার চোখে ছিল অসাধারণ কিছু। আমি তার সঙ্গে কথা বলি। নাম জানতে চাই। নিজের পরিচয়ও দিই। তার সবুজ চোখের প্রশংসা করে জানতে চাইলাম সে আমার পোট্রে৴ট ছবির সাবজেক্ট হতে রাজি কি না। খুব সহজভাবেই মেয়েটি রাজি হয়ে যায়।' ডেভিড ই-মেইলে দেওয়া উত্তরে এভাবেই বলছিলেন তুলিকে খুঁজে পাওয়ার গল্প।
পরদিন বিকেলে তুলিদের বাড়িতে গিয়ে সবার সঙ্গে পরিচিত হন ডেভিড। ভাঙা ভাঙা ইংরেজিতে তুলির বড় বোন দুলি ডেভিডকে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে।
দুলি আর তুলি দুই বোন। ডেভিডের তোলা ছবিতেডেভিড বলছিলেন, 'ছবি তোলার জন্য আমি চাইছিলাম তুলি সবুজ কোনো ওড়না বা স্কার্ফ পরুক। তাতে তার চোখের রং আরও স্পষ্ট হবে। কিন্তু সবুজ কিছু বাড়িতে নেই বলে জানায় সে। এরপর আমি সবুজের সঙ্গে অন্য কিছু খুঁজতে বললে সে লাল-সবুজে মেশানো একটা ওড়না (শাল) পরে। এটা মাথায় জড়িয়ে আমি তার কয়েকটি ছবি নিই। সেই সঙ্গে তাকে গত দিনের লাল-সবুজ টি-শার্ট পরিয়েও কিছু ছবি তৈরি করি।' ডেভিডের ভাষায় এই হচ্ছে তুলির ছবি তোলার গল্প।
ডেভিড লেজার-বৃত্তান্ত
বাংলাদেশে ডেভিড ছিলেন সপ্তাহ তিনেক। এর মধ্যে তিনি ঘুরেছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও শ্রীমঙ্গলের মতো জায়গা।
ডেভিড বলছিলেন, 'আমি আসলে সেসব জায়গায়ই ঘুরতে পছন্দ করি, যেখানে নিজের ঘরের মতো লাগে। ঠিক এ কারণেই আমার এখনো ইউরোপ দেখা হয়নি। ২০০৪ সাল থেকে বছরে দু-তিন মাস আমি পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়াই। এই ১০ বছরে আমি অনেক মানুষ দেখেছি। কিন্তু বাংলাদেশের মানুষের মতো কৌতূহলী, অতিথিপরায়ণ ও খোলা মনের মানুষ আর কোথাও দেখিনি।'
বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া ছাড়াও পূর্ব ও দক্ষিণ আফ্রিকা গেছেন ডেভিড। ঘুরেছেন দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্য। তুলেছেন বহু অসাধারণ ছবি!
ডেভিডের ক্যামেরায় তুলির আরও এক রূপ'আমি কোনো দেশে ঘোরার সময় তাদের ভাষার কিছুটা শিখতে চেষ্টা করি। এতে সে দেশের মানুষ যেমন কিছুটা খুশি হয়, তেমন আমারও যোগাযোগ করতে সুবিধাই হয়। আমি সব সময়ই নতুন মানুষ আর সংস্কৃতির সঙ্গে মিশতে পছন্দ করি।' বললেন ডেভিড।
এই ট্র্যাভেল ফটোগ্রাফারের রয়েছে আরও পরিচয়। তিনি একই সঙ্গে একজন পিয়ানো শিক্ষক ও সংগীতশিল্পী। ডেভিডের জন্ম অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। কাজ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক, এশিয়ান জিওগ্রাফিক, যুক্তরাজ্যের ডেইলি মিরর ও ডেইলি মেইল-এর মতো পত্রপত্রিকার জন্য। তরুণ এই আলোকচিত্রী যখন ধূসর-কালো চোখের দেশে সবুজ চোখের আকর্ষণ ধরতে পেরেছেন, তখন তিনি যে পুরো পৃথিবীর রূপ তুলে ধরবেন, তাতে আর সন্দেহ কী!


Related:

আমি সেই মেয়ে

আপডেট: প্রিন্ট সংস্করণ

তুলি এখন। ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদতার আছে আশ্চর্য একজোড়া সবুজ চোখ। মেয়েটির নাম তুলি। থাকে রাজশাহীর পুঠিয়ায়। তথ্য বলতে এটুকুই। কোথায় মিলবে সেই মেয়ের খোঁজ? বিশ্বের বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত তুলির ছবি নিয়ে দুদিন ধরে পুঠিয়ায় ঘুরে কোনো কিনারা করা গেল না। ভেবেছিলাম রণেভঙ্গ দেব। এর মধ্যে ডেভিডের তোলা তুলির আরেকটি ছবি পাওয়া গেল। তাতে তুলির সঙ্গে তার বড় বোন দুলিও রয়েছেন। আর তাঁদের পেছনে সন্ধ্যার আলোয় অস্পষ্ট একটা ঘর দেখা যাচ্ছে। ঘরটা বসতবাড়ি নয়। হয়তো কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান ছিল। পরিত্যক্ত মনে হচ্ছে। পুঠিয়ার রায়হানা ক্লিনিকের পরিচালক মোখলেছুর রহমানের সঙ্গে ফোনে ফোনে কথা হতো। মেয়েটির নাম শুনেই তিনি বললেন, তিনি মেয়েটিকে চিনতে পেরেছেন। এটা তার বন্ধুর মেয়ে। ২০ অক্টোবর তিনি প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে এলেন। কিন্তু ছবি দেখেই তাঁর মুখ মলিন হয়ে গেল। এটি তাঁর বন্ধুর মেয়ে নয়। তবে পেছনের ঘরখানা তাঁরও চেনা ঠেকছিল। বললেন, একদিন সময় পেলেই তিনি এটা খুঁজে বের করতে পারবেন। পুঠিয়ায় ফিরে সেদিন সন্ধ্যাবেলাতেই তিনি ফোন করলেন। তিনি ঘরটি খুঁজে বের করেছেন। সেই ঘরে এখনো সপরিবারে থাকে তুলি আর দুলি—দুই বোন। দুলি এইচএসসি পাস করেছেন। আর তুলি অষ্টম শ্রেণিতে পড়ে।
সবুজ চোখের সেই মেয়েটি
পরের দিন ওই ঠিকানায় গিয়েই সব জানা গেল। এটা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন। ঘরের পাশ দিয়ে যেতেই একটি মেয়ে চোখে পড়ল। ঠিক ছবির মেয়েটির মতো। কিন্তু এখন চোখ-মুখ আরও একটু ভরাট। আরও উজ্জ্বল। আরও লাবণ্যময়। নাম জিজ্ঞেস করতেই বলল, তুলি। তার সঙ্গে কথা আছে বলতেই সে তার বোন দুলির কাছে নিয়ে গেল। সেখানেই পাওয়া গেল তার মা ইয়াসমিন বেগম ও নানি নূর বানুকে। তুলির বাবা একজন রাজমিস্ত্রি। তুলির নানি হাসপাতালের কর্মচারী ছিলেন। সেই সুবাদে পরিত্যক্ত হাসপাতাল ভবনে তাঁদের থাকার জায়গা হয়েছে।
তাঁরা ইতিমধ্যে জেনে গেছেন, অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার ডেভিড লেজারের তোলা তুলির ছবিটি বিখ্যাত হবার ঘটনা। ডেভিড যাওয়ার সময় তাঁর ই-মেইল ঠিকানা দিয়ে গিয়েছিলেন। সেই ঠিকানায় ডেভিডের কাছে ই-মেইল পাঠিয়েছিলেন দুলি। ডেভিডের সঙ্গে তাঁদের ই-মেইলে যোগাযোগ আেছ এখনো।
দুলি জানান, দুই বোন বাড়ির পাশের মাঠে খেলছিলেন। এ সময় তুলির গায়ে লাল-সবুজ পতাকার একটি টি–শার্ট ছিল। ডেভিড তুলির একটা ছবি নিতে চান। এ জন্য পরের দিন বিকেলে আসতে চান। তাঁরা তাঁর প্রস্তাবে রাজি হয়ে যান। 

তুলি ছবি আঁকতে পারে, গান গাইতে পারে। সে আসলে কী হতে চায়? প্রশ্নের উত্তরে তুলি শুধু লাজকু হাসল। হয়তো তাঁর স্বপ্নটা অনেক বড়। সেটা তুিল হয়তো বলতে চায় না এখনই।
—আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী

http://www.prothom-alo.com/we-are/article/353131/

THE STORY BEHIND PHOTOGRAPHING THE GIRL WITH GREEN EYES IN BANGLADESH

Published by David Lazar on AUGUST 21, 2012 | 52 Responses

Photo Review Issue 51

My photos of Tuly, the Bengali girl with green eyes, have been popular with people all over the world. She has appeared in photography magazines such as Digital Camera World, Photo Review Australia, and is on display and for purchase in book and postcard form at the Travel Photographer of the Year exhibition and shop in Kent, London. I thought I'd share the story behind meeting her and taking her portrait.

I only wanted a quiet moment to sit down and rest after a day of exploring and meeting people in a small rural town in Bangladesh. I had been answering the same questions all day: what is my home country, am I travelling as one, and what is my opinion of Bangladesh. I sat down on a grassy hill which overlooked a group of small houses, where the neighbours were outdoors talking and playing games together. It might have only been about 30 seconds until I started to attract a crowd – but this was really no surprise.

I was travelling around Bangladesh for four weeks in December to January 2012. I was travelling as one, but one is never alone in Bangladesh. It's the people that make this country a great place to visit – I found them to be the most hospitable, curious, outgoing, and open-hearted people I've yet to meet. ...........................

http://davidlazarphoto.com/2012/08/photographing-girl-with-green-eyes-bangladesh/

Day 1 - meeting Tuly    Sisters Duly and Tuly Day 2 - after taking Tuly's photos
Before and after editing UK Metro newspaper (December 2012) - on display in a London café
Cover of Practical Photography (UK magazine) March 2013. Photo taken at Sydney Airport, Australia
 Read more at:

http://davidlazarphoto.com/2012/08/photographing-girl-with-green-eyes-bangladesh/



__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে? গোলাম আজম নাকি নিয়াজী?



রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে? গোলাম আজম নাকি নিয়াজী?



__._,_.___

Posted by: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Response to Mr Syed Mirza's email [1 Attachment]

[Attachment(s) from Syed Mirza Skmirza.mirza@gmail.com [mukto-mona] included below]

Dear Mr. Hasan,

Thanks for your response. But, your arguments about correct translation and correct interpretations, context, etc are unacceptable here. Because, I have used Koranic verses which is from the Maolana Yousuf Ali's Koranic translation which is one of the oldest and best choice by the Saudi King's Koranic foundation and it is one of the best from the list of Saudi King,s certified Koranic translations by the various reputable Islamic scholars. Saudi King has certified this Koranic translation by Yousuf Ali as the best of all. And, hundreds of millions of devout and not so devout Muslims are readily using Yousuf Ali's Koranic translation. Your so called correct translation by some convert western Muslims is not certified by Saudi King. However, I have read translated Koran by at least 15 different Islamic scholars and I found not much variations among the translations. They all are speaking the same thing more or less and basic message remains the same.  Mr. Mahfuzur Rahman also told us the same. Most importantly, 100% Muslims and non-muslims respect the translated Koran by Yousuf Ali and nobody reads or care for the translated Koran by your so called Saheeh International translated Koran at all. Besides, Saudi King (the only Custodians of the religion of Islam) has already distributed hundreds of millions of Koranic copies translated by Mauolana Yousuf Ali and others likes of him to the whole world so far. Devout Muslims are reading and researching translated Koran by Yousuf Ali and others for the last 50 + years now. And, Jihadists are readily evolving every minute by reading those Koranic translation and by reading pure Arabic Koran too! Do you think Saudi King Koranic Sura will accept your Hog-wash translated Koran and they will replace all Koran by this wishful nonsense? In fact, if you submit this translation to Saudi Koranic board, the Saudi King will behead you for the blasphemy. Remember what Saudi did to that new translator Rashad Khalifa? They assassinated him brutally right inside his home. 

However, by reading some of your samples: I have concluded that your translated Koran is no translation at all. It is simply the distortion and biased mistranslated version of the Holy Koran which will never be accepted by the Saudi Koranic board or by any Islamic scholar. Your so called Shaeeh translation is simply a pure 'Hog-Wash'. Even your 'Hog wash' could not make Koran fully sanitized from the evil hate-filled teachings of Holy Koran.

Holy Koran is written in Arabic. Most of the jihadists and their Gurus are Islamic pundits having their mother tongue Arabic and their Gurus like Osama bin Laden et al, and their Caliph Dr. Abu Bakr Al- Bagdadi is a Ph.D. in Islamic theology and his mother tongue is, of course, pure Arabic. Now, how in the world these people need your 'Hog-wash' version of Koran to understand the simple language of Koran? 

Please do me a favour. Take your Koran to the Caliph Abubakr Al bagdadi of ISIS tell him to read your Koran and change their mind and be peaceful Muslim and shut down the entire Jihad campaign/plan which has already shaken the whole world.  By the way, if you go to ISIS to give your so called right translation of Holy Koran please remember that nobody of your team will be able to return back with your head intact. ISIS jihadi will immediately behead you all for your distortion of Holy Koran. 

Also do the following please: Ask Saudi King to remove all variety of Korans (Hundreds of Millions of copies) from the face of the earth and burn them all and replace them by your Shaheeh Translated Koran.


Also answer me the following questions below: 


Here are my questions: 

 

1. Could I know where did you find in Koran that Allah told muslims to read Koran with interpretation and contextual judgement? 

2. Please give me a verse where Allah told you to apply the meanings of any verses by contextual judgement?

3. Please answer me: Do you believe that Koran is the eternal and immutable words of Allah? 


Please read this verses below:

 

(Quran-3:7)— "He it is Who has revealed the Book to you; some of its verses are clear and decisive, they are the basis of the Book, and others are allegorical; then as for those in whose hearts there is perversity they follow the part of it which is allegorical, seeking to mislead and seeking to give it (their own) interpretation. But none knows its interpretation except Allah, and those who are firmly rooted in knowledge say: We believe in it, it is all from our Lord; and none do mind except those having understanding."

 

Allah says in Quran that, "I made Qur'an very clear, simple and easy and written in Arabic (Verses: 44:58, 54:22, 54:32, 54:40)  so that Muslims (Arabs of course) can understand very easily?" Please listen what Merciful Allah says in Qur'an: " But We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? (54:22); and "We have made it a Qur'an in Arabic, that ye may be able to understand and learn wisdom (43:3)".  Allah emphatically declared that He made Quran very easy so that Muslims can understand very easily. If the verse said: "kill the infidels" that order of Allah remains valid until dooms day (Qiamot). 


Rapid increase of Muslims in the west: 


 About your bragging about Billions of Muslims, rapid increase of Muslims in the western world is another delusion for Muslims like you. Muslims multiplications in the west is only by rapid procreation (breeding like rabbits) by ignorant muslims and mostly by rapid Immigration from the poor Muslim world to the western paradise and NOT by so called rapid conversion as you think.  Please read the attached article about rapid increase of muslims in the west.

Thanks a lot.

Sincerely,


SKM


On Wed, Oct 22, 2014 at 6:11 PM, Tareq Hasan <tareq.hasan73@gmail.com> wrote:

Assalamu Alikum,


Please view the attached files for my response to Mr Syed Mirza and PDF file containing complete Holy Quran in English.


sincerely,


Tareq Hasan



__._,_.___

Attachment(s) from Syed Mirza Skmirza.mirza@gmail.com [mukto-mona] | View attachments on the web

1 of 1 File(s)


Posted by: Syed Mirza <Skmirza.mirza@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___