Banner Advertiser

Thursday, February 26, 2015

[mukto-mona] শোক নয় ,ক্রোধ





মুক্ত মনা ওয়েবসাইটের প্রানপুরুষ ও মার্কিণ যুক্তরাস্ট্রে অনাবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদ ডঃ পভিজিত রায় কাল ঢাকায় নৃশংসভাবে খুন হয়েছেন -http://www.thestatesman.com/news/latest-headlines/writer-avijit-roy-hacked-to-death-in-dhaka/50085.htmlhttp://www.banglanews24.com/beta/fullnews/bn/371811.html। এই মর্মান্তিকসংবাদ আমার মত অসংখ্য  অনেক মানুষকে বিচলিত ও দুঃখবিহ্বল করেছে । বয়সে অনেক ছোট হলেও অভিজিতের কাছে অনেক শিখেছি। এই য্বে অভ্র সফটওয়ারে লিখছি, তাও অঁর কাছে জানা-শেখা। বিজ্ঞান ও ধর্ম নিয়ে মুক্ত-মনা সংকলনে আমাকে দিয়ে লিখিয়েছিলেন।
অভিজিতের স্ত্রী রফিদা আহমেদ বন্যাকে কি লিখব জানিনা। তিনিও ছুরিকাহত হয়ে আশংকাজনক অবস্থায় আছেন ।
অভিজিতের মতই কৃতবিদ্য পিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যার প্রাক্তন ও প্রথিতযশা অধ্যাপক ডঃ অজয় রায়ের মত অভিজিতও ছিলেন আদ্যন্ত নিরীশ্বরবাদী । ডঃ রায়কে সমবেদনা জানাবার মানসিক বা ভাষাগত প্রস্তুতি আমার নেই । তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির স ম র্থক ছিলেন, আছেনও । তাঁর বাবার বন্ধু ছিলেন প্রসিদ্ধ কমিউনিস্ট কৃষক নেতা শহীদ রূপনারায়ন রায়।
কয়েক বছর আগে অভিজিত শক্তি (energy) নিয়ে গবেষণা করে পি এইচ ডি ডিগ্রি পেয়েছিল মার্কিন মুলুকে

একেবারেই মন ভালো নেই ।
মুক্ত-মনায় আপাতত প্রবেশ করা যাচ্ছেনা। তাই  অভিজিতের যে লেখাটির  লিঙ্ক দিতে চেয়েছিলাম, দিতে পারছিনা।
যে গ্রন্থের জন্য তাঁকে তালিবানী স ন্ত্রাসীদের হাতে নিহত হতে হল , তার শিরোনাম- ""সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান । https://drmushfique.wordpress.com/2011/06/11/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%83-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%8E-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87/

গান্ধীজি নিধনের পরে ভারতের ক মিউনিস্ট পার্টির বাংলা প্রভাতী দৈনিক স্বাধীনতায় সম্পাদকীয় লিখেছিলেন সোমনাথ লাহিড়ি -শোক নয় ,ক্রোধ । আজ সেই শিরোনাম-ই দিতে হবে

Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >


__._,_.___

Posted by: "Sankar Kumar Ray" <sankarray62@rediffmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] অভিজিৎ হত্যা : দায় স্বীকার করল আনসারুল্লাহ বাংলা-৭



মুক্তমনা অভিজিৎকে কুপিয়ে হত্যা

টিএসসিতে আক্রান্ত, স্ত্রীও গুরুতর আহত, দায় স্বীকার করল আনসারুল্লাহ বাংলা-৭  

নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


একুশের বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা 

লেখক অভিজিৎ রায়কে। গুরুতর জখম করা হয়েছে অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আক্রান্ত হন তাঁরা। 

ধারালো চাপাতি দিয়ে তাঁদের কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে 

রাত পৌনে ১১টায় চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার

অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজিৎ (৩৭) ও তাঁর স্ত্রীর মাথায় গুরুতর 

জখম দেখা গেছে। বন্যার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালে পৌঁছার আগেই তাঁদের 

প্রবল রক্তক্ষরণ হয়েছে।

সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছেন অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক 

অজয় রায়। রাত ১১টা পর্যন্ত তিনি উদ্ভ্রান্তের মতো ছুটছিলেন হাসপাতালের জরুরি বিভাগের 

এপাশ-ওপাশ। টেলিফোনে বিভিন্নজনের কাছে আকুতি জানাচ্ছিলেন, 'ওদের দেশের বাইরে 

নেওয়ার ব্যবস্থা করা যায় কি না' তা দেখতে। কিন্তু আশপাশে উপস্থিত অনেকেই ততক্ষণ জেনে 

গেছেন অভিজিৎ মারা গেছেন। তবে তখনো বাবা ড. অজয় রায় জানেন না যে তাঁর ছেলে আর 

বেঁচে নেই। একপর্যায়ে জরুরি বিভাগ থেকে অজয় রায়কে নেওয়া হয় চিকিসকদের কক্ষে। বার 

বার অভিজিতের খবর জানার চেষ্টা করছেন তিনি। কিন্তু কে জানাবে তাঁকে ছেলের মৃত্যুর খবর? 

সবাই দ্বিধান্বিত, কেউ কেউ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। এরই মধ্যে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত 

তাঁকে বলেন, 'অভিজিৎ মারা গেছে'। পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দটি শোনার পর অজয় রায় 

কিছুক্ষণ বাকরুদ্ধ। গুমরে কেঁদে উঠে বলেন, 'অভিজিৎ ইজ নো মোর, অভিজিৎ আর আমাদের 

মাঝে নেই।' এ সময় পাশে স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের লোকজন- সবার চোখ গড়িয়ে 

অশ্রু ঝরছে। কে কাকে সান্ত্বনা দেবে। অন্যদিকে বন্যাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) 

রেখে চিকিৎসা চলছে। চিকিৎসকরা স্বজনদের জানিয়েছেন, তাঁর অবস্থা শঙ্কটাপন্ন।


২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ 

আক্রান্ত হয়েছিলেন। জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একইভাবে জখম করেছিল তাঁকে। পরে 

তদন্তে হুমায়ুন আজাদ হত্যার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।


অভিজিৎ হত্যায় একই ধরনের গোষ্ঠী জড়িত বলে ধারণা অনেকের। হামলার কায়দাটিও 

একই রকম। গভীর রাতে আনসারুল্লাহ বাংলা-৭ নামে একটি উগ্র গোষ্ঠী টুইটারে অভিজিৎ 

হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।


রাতেই ঘটনাস্থলের কাছে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্লগাররা। আজ শুক্রবার টিএসসিতে 

ছাত্র-শিক্ষকদের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।


অভিজিতের ঘনিষ্ঠজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা পর্যন্ত বইমেলায়ই অবস্থান করছিলেন 

দুজনে। বাসায় ফেরার জন্য আনুমানিক সোয়া ৯টার দিকে যখন টিএসসি মোড়ে পৌঁছেন তখন

হামলার শিকার হন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (এডিসি) মো. ইব্রাহিম খান কালের কণ্ঠকে 

বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

ঘটনার সময় আশপাশে অনেক লোক ছিল। পাশেই পুলিশ সদস্য ছিলেন। ঘটনার পরপরই তারা 

আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তবে হামলাকারীদের সম্পর্কে তাৎক্ষণিক কোনো 

ধারণা পাওয়া যায়নি।

শাহবাগ থানার এসআই সোহেল রানা জানান, সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে এবং 

হামলাকারীদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা চাপাতি উদ্ধার 

করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিজিৎ ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রে থাকেন। দুজনেই লেখালেখিতে সিদ্ধহস্ত।  

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ লেখক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। এরই মধ্যে তাঁর প্রায় ১০টি 

বই প্রকাশ পেয়েছে। এবার বইমেলায় তাঁর দুটি বই প্রকাশ হয়েছে। বইমেলা উপলক্ষেই সস্ত্রীক ঢাকায় এসেছিলেন তিনি।

আহত বন্যা হাসপাতালে সাংবাদিকদের বলেন, 'এক সপ্তাহ আগে আমরা যুক্তরাষ্ট্র থেকে এসেছি। 

রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে আছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা 

থেকে বের হওয়ার সময় টিএসসির বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।'

অভিজিতের এক নিকটাত্মীয় বলেন, 'অভিজিৎ বরাবরই উগ্র-মৌলবাদের বিরোধী ছিল। লেখালেখি 

নিয়ে আগে থেকেই অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের 

সঙ্গে উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী জড়িত থাকতে পারে।' র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি 

মাহমুদ খান বলেন, ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তার করতে র‌্যাব কাজ করছে। তবে 

প্রকৃতপক্ষে কে বা কারা কেন তাঁদের ওপর হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত হতে সময় লাগবে।

অভিজিতের ওপর কারা হামলা চালিয়েছে তা রাত ১টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কোনো সূত্রে। 

তবে ঘটনাস্থলে দুটি চাপাতি পেয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে রক্তের চিহ্ন, মগজের অংশ 

পাওয়া যায়।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হামলার সময় আশপাশে অনেক

শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, পথচারী ও পুলিশ ছিল। তারা চিৎকার শুনে এগিয়ে গেলেও

হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ঘটনাস্থলের অদূরে সোহরাওয়ার্দী উদ্যানের

গেটে পুলিশের একদল সদস্য ছিল। এ ছাড়া হরতাল-অবরোধ কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় 

ক্যাম্পাস নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল। এর মধ্যে দুর্বৃত্তরা কিভাবে তাঁদের চাপাতি দিয়ে কুপিয়ে 

পালিয়ে গেল তার সঠিক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা 

বলেও জানা যায়নি।


পিনাক রায় নামে একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, ধারালো অস্ত্রধারী দু-তিনজন সন্ত্রাসী 

অভিজিৎ? ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, বহিরাগত সন্ত্রাসীরা তাঁদের কুপিয়েছে 

বলে ধারণা করা হচ্ছে।


ডিএমপির রমনা জোনের এসি শিবলী নোমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, 'এটি পূর্ব পরিকল্পিত।

একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা অভিযান পরিচালনা করছি।'


প্রত্যক্ষদর্শী চটপটি বিক্রেতা আবুল কাশেম জানান, অভিজিৎ ও তাঁর স্ত্রী টিএসসির মিলন চত্বর 

দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দুই যুবক তাঁদের ওপর হামলা চালায়। পাশ থেকে 

অভিজিতের স্ত্রী স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও কোপায় দুর্বৃত্তরা।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান কালের কণ্ঠকে বলেন, ঘটনার 

তদন্ত চলছে। তবে হামলাকারীদের সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

দুই ভাইয়ের মধ্যে অভিজিৎ ছিলেন বড়। ছোট ভাই অনুজিত রায় তখনো হাসপাতালে বাবার 

পাশে কাঁদছিলেন।

শিক্ষাবিদ অজয় রায়ের ছেলে অভিজিৎ শিক্ষক ও বুদ্ধিজীবীদের স্নেহধন্য ছিলেন। অভিজিৎ রায়ের 

প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে 'অবিশ্বাসের দর্শন''আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী''

মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে''ভালবাসা কারে কয়''স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও 

বুদ্ধির মুক্তি' প্রভৃতি।

লেখক দম্পতির ওপর হামলার কারণ সম্পর্কে পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনদের মত, জঙ্গিবাদী 

গোষ্ঠী অথবা মৌলবাদী সংগঠন এ ঘটনায় জড়িত থাকতে পারে। সাম্প্রদায়িকতাবিরোধী 

লেখালেখির জন্য অভিজিৎকে অনেক দিন ধরেই হুমকি দিয়ে আসছিল বিভিন্ন গোষ্ঠী।

২০১৩ সালের ফেব্রুয়ারিতেই ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হন মিরপুরে। তিনিও 

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

শেষ বক্তৃতা, শেষ ছবি তোলা : শুদ্ধস্বর পাবলিকেসনসের আহমেদ রশিদ টুটুল নিহত অভিজিতের

ঘনিষ্ঠ বন্ধু। এবারের মেলায় তাঁর প্রকাশনা থেকে বেরিয়েছে অভিজিতের একটি বই। আগে আরো 

পাঁচটি বই প্রকাশ করেছেন টুটুল। তাই মেলায় গতরাতের এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরাসরি

কৃতজ্ঞতা প্রকাশ করে অভিজিৎ বলে গেছেন, 'কেউ যখন আমার লেখা ছাপতে রাজি হতেন না, 

তখন সাহস করে টুটুল ভাই ছাপা শুরু করলেন। তার পরই আমার পথচলা।' প্রগতিশীল ও 

বিজ্ঞানমনস্ক লেখকদের কিছু বই নিয়ে যৌথ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল গতকাল সন্ধ্যায়। 

সেখানেই সর্বশেষ বক্তা ছিলেন অভিজিৎ। অনুষ্ঠানশেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিজিৎ ছবি তোলেন 

প্রকাশক আহমেদ রশিদ টুটুলের পাশে দাঁড়িয়ে। তারপর এগিয়ে যান অবসর প্রকাশনীর স্টলের 

দিকে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মেলা থেকে বেরিয়ে যেতেই আক্রান্ত হন অভিজিৎ।


আহমেদ রশিদ টুটুল গতরাতে কালের কণ্ঠকে বলেন, ''আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। 

আমেরিকায় চলে গেলেও দূরে ছিলেন না অভিজিৎ। যোগাযোগ হতো। স্ত্রী বন্যাকে সঙ্গে 

নিয়ে যখন বেরিয়ে গেল তখন কত হাসিখুশি মুখ ছিল। কিছুক্ষণ পর স্টল বন্ধ করে যখন 

টিএসসি পার হচ্ছিলাম তখনই জানতে পারলাম দুর্ঘটনার খবর। ছুটে গেলাম হাসপাতালে। 

কয়েক মিনিট দেখতে পেলাম জীবিত অবস্থায়। এরপরই চিকিৎসক বলে দিলেন 'সরি'

টিএসসি ও বইমেলা ঘিরে এত নিরাপত্তা, এত মানুষ তার পরও ঘটে গেল এমন ঘটনা। 

আমরা কোথায় নিরাপত্তা পাব? হুমায়ুন আজাদের পর অভিজিতের একই ধরনের মৃত্যু 

আমাদের আতঙ্কিত করে গেল।''

http://www.kalerkantho.com/print-edition/first-page/2015/02/27/192757


বইমেলার বাইরে হামলায় লেখক অভিজিৎ নিহত




__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] বইমেলার বাইরে হামলায় লেখক অভিজিৎ নিহত



বইমেলার বাইরে হামলায় লেখক অভিজিৎ নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-02-26 21:58:58.0 BdST Updated: 2015-02-26 23:22:42.0 BdST

অভিজিৎ রায় ও রাফিদা আহমেদ বন্যা (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

এক দশক আগে যেভাবে লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা হয়েছিল, বইমেলার বাইরে সেই কায়দায় হামলায় নিহত হয়েছেন সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায়।

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতের সঙ্গে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলায় আহত হয়েছেন তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাও।

লেখালেখি নিয়ে অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নিয়মিত লিখতেন।

এবার একুশের বইমেলায় দুটি বই প্রকাশ হয়েছে অভিজিতের, সে কারণেই গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের এই ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুজনকে। তারা বইমেলা থেকে বেরিয়েছিলেন।

মাথায় গুরুতর জখম নিয়ে সঙ্কটাপন্ন অভিজিৎকে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

হাসপাতালে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন যে অভিজিৎ মারা গেছেন।"

রাফিদা হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

অভিজিতের ওপর কারা হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি কোনো সূত্রে। তবে ঘটনাস্থলে দুটি চাপাতি পাওয়া গেছে।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে একইভাবে চাপাতি দিয়ে লেখক হুমায়ুন আজাদের ওপর হামলা হয়েছিল। ওই হামলায় জঙ্গিরা জড়িত ছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে। 

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ব্লগার আহমেদ রাজীব হায়দারকেও রাজধানীর মিরপুরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডেও জঙ্গিবাদীদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টায় টিএসটি মোড়ে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে অভিজিৎ ও রাফিদাকে কুপিয়ে আহত করে।

শাহবাগ থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানার চেষ্টা করছে, বিষয়টি কেন ঘটেছে।"

ড. অভিজিৎ রায়ের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে অবিশ্বাসের দর্শন, 'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী', 'মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে', 'ভালবাসা কারে কয়', স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান।

- See more at: 




__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] Re: Unscrupulous Manna.



Sons of Razakars who do not believe in independent Bangladesh are now crying for democracy.

Sent from my iPhone

On Feb 25, 2015, at 6:57 PM, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net> wrote:

Who is this new Dalal Dr. Anwar Hossain. I believe he is scared to criticize Fascist Hasina and wanted to save his skin
from Hasina RAB/Gopali Police. He is a kapurush, he indirectly praising autocratic policy of Fascist Hasina. Who gave
him PhD ?

---------- Original Message ----------
From: Nurul Bachchu <bachchuhaq13@yahoo.com>
To: Bangladeshi Americans <bangladeshiamericans@googlegroups.com>,  Shah DeEldar <shahdeeldar@gmail.com>,  Bhin-Golardho Naseem <golardho@yahoo.com>,  Farida Majid <farida_majid@hotmail.com>,  Quazi Nuruzzaman <quazinuru@yahoo.com>, Firoze Khan <khanboston@gmail.com>,  Abdul Momen <abdul_momen@hotmail.com>, Borakh Bash <borakhbash@gmail.com>,  Bipul Kamal <bipulnahar@yahoo.com>,  Gonojagoron Moncho <projonmochottar@gmail.com>,  Isha Khan <bdmailer@gmail.com>,  Hussain Suhrawardy <shahadathussaini@hotmail.com>,  Bangladesh-progressives Googlegroups <bangladesh-progressives@googlegroups.com>,  Bazlul Wahab <bazlul@yahoo.com>, "Md. N. Uddin" <md.uddin@comcast.net>,  Rezaul Karim <rezaulkarim617@gmail.com>,  "Dr.Gholam Mostofa" <mostofadrgholam@gmail.com>,  NewEngland Awami League <bishawdipta@yahoo.com>,  Helal Uddin <heuddin@gmail.com>, Akm Rahman <71gdncboston@gmail.com>,  Saokot Hossain <saokot_nccbl@yahoo.com>, Smahmood20 <smahmood20@yahoo.com>,  Nahid Sitara <naheedsitara1@gmail.com>, Mina Farah <farahmina@gmail.com>,  Americanbangladeshi <americanbangladeshi@googlegroups.com>,  "M. Aleem" <aleem53@yahoo.com>, Mohiuddin Anwar <mohiuddin@netzero.net>,  Muazzam Kazi <kazi4986@yahoo.com>, Mokto Mona <mukto-mona@yahoogroups.com>,  Nazrul Islam <nislam@gmail.com>, Nazia Tabassum <jamalehfl@gmail.com>,  NewEngland Awami League <neawamileague@gmail.com>,  Suhas Barua <suhasboston@gmail.com>
Subject: Unscrupulous Manna.
Date: Tue, 24 Feb 2015 23:12:42 -0800

ড মো আনোয়ার হোসেন
ফোনালাপ ফাঁস: মান্নাকে ধন্যবাদ
ফেব্রুয়ারী ২৪, ২০১৫
জনাব মাহমুদুর রহমান মান্নাকে ধন্যবাদ। নিজেই প্রকাশ করে থাকুন বা অন্য কেউ– ফাঁস হওয়া তার কথোপকথন ষড়যন্ত্রের রাজনীতির অনেক জটিলতা পরিস্কার করতে সাহায্য করেছে। অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কল্যাণে মনোযোগ দিয়ে মান্নার দুটো কথোপকথন স্বকর্ণে শুনেছি এবং তার লিখিত পাঠটিও পড়ে দেখেছি।

একটি কথোপকথন বর্তমানে আমেরিকায় অবস্থানকারী বিএনপি নেতা জনাব সাদেক হোসেন খোকার সঙ্গে। এক/এগারোর সেনাচালিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খোকা রাজনীতির সঙ্গে তার আজীবন ছেদের প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। সে সময় ও পরে এটা ব্যাপকভাবে আলোচিত ছিল যে, ঢাকার প্রাক্তন মেয়র ও বিএনপির এই নেতা দুর্নীতির মাধ্যমে বিত্তের পাহাড় গড়েছিলেন। এই বিত্তের কিছু অংশ সে সময়কার ক্ষমতাবান সেনা অফিসারদের উৎকোচ হিসেবে দিয়ে এবং তার সঙ্গে রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে তিনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন।

সেই খোকা গত আট মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। প্রায় সাত বছর ধরে লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার অবস্থানও খোকার মতোই। তিনিও সেনা-শাসকদের মুচলেকা দিয়েই তার অবৈধ সম্পদসহ বিদেশে পাড়ি দেওয়ার সুযোগটি পেয়েছিলেন। এ কথাও বহুল প্রচলিত যে, তার দুর্নীতির একটি অংশ হাতিয়ে নিয়েছিলেন সে সময়কার বেসামরিক সরকারের পেছনের ক্ষমতাবান সেনাশাসকরা।

ফাঁস হওয়া তার কথোপকথন ষড়যন্ত্রের রাজনীতির অনেক জটিলতা পরিস্কার করতে সাহায্য করেছে
এ প্রসঙ্গে একান্ত ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা এখানে বলে নিই। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের পর চোখ বেঁধে আমাকে ডিজিএফআই সেইফ হোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন জ্যেষ্ঠ গোয়েন্দা সেনা অফিসাররা।

''স্যার, আপনার আগে অনেক মহারথী এই চেয়ারে বসেছেন, যুবরাজ তারেকও বসেছেন। সবাই কোঅপারেট করেছেন। শোনেন স্যার, তারেককে ফুলের টোকাটিও দিতে হয়নি। তিন দিন ধরে তার কান্না থামেনি। তিনি কোঅপারেট করেছেন, দেশে-বিদেশে তার সম্পদের সকল খবর আমাদের দিয়েছেন।''

তো, এই তারেক জিয়া এবং সাদেক হোসেন খোকা গ্লোবাল রাজনীতির দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র, যথাক্রমে লন্ডন ও আমেরিকায় অবস্থান করে বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সরকার পতনের লক্ষ্যে নানা নির্দেশনা দিচ্ছেন। খোকা দিনক্ষণ বেঁধে দিয়েছেন সরকার পতনের। তারেকের নির্দেশনায় পেট্রোল বোমা ও আরও ভয়াবহ অস্ত্রের সন্ত্রাস অব্যাহত আছে। আইএস জঙ্গিসহ নানা জঙ্গি সংগঠনের সঙ্গে তারেকের যোগাযোগ নানা মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এ সব কিছু জানার পরও খোকার সঙ্গে সুশীল সমাজের চৌকস মুখপাত্র মান্নার দীর্ঘ ফোনালাপ। তারেকের সঙ্গেও হয়তো তার এমন ফোনালাপ কোনো একদিন প্রকাশিত হতে পারে। ফাঁস হওয়া ফোনালাপ সম্পর্কে বলব এবং ভূমিকা কেন দীর্ঘ হল, তার আন্তঃসম্পর্কটিও তা থেকে স্পষ্ট হবে।

মান্নার দ্বিতীয় ফোনালাপটি হয়েছে অস্ট্রেলিয়ায় অবস্থানকারী অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে। এই ফোনালাপও মারাত্মক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিরোনাম করেছে, 'ফাঁস কথোপকথন: জেনারেলদের সঙ্গে বৈঠকে আগ্রহী মান্না।' খোকার সঙ্গে কথোপকথনের মূল বিষয়গুলো বলার পর এ বিষয়ে বলব।

খোকাকে ফোনটি করেছেন মান্না নিজেই। 'ওদিকের খবর-টবর… টুকু ভাইর সাথে কথা' এসব জানিয়েছেন। খোকাও বলেছেন, তিনি তা জানেন। ফোনালাপে বোঝা গেল তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে।

সোহরাওয়ার্দী মাঠে মান্নার প্রোগ্রামে খোকা কিছু কর্মী পাঠিয়েছিলেন বলে জানা গেল। সে কথা উল্লেখ করে মান্না তার ঘোষিত ২৩ ফেব্রুয়ারির মিছিলের জন্য খোকার কাছে 'দুটো সাপোর্ট' চাইলেন। একটি, দূরে থেকেও খোকা যে সাহায্য ('যেটুকু কিছু একটা 'ইয়ে' করেছেন, আমার উপকার হয়েছে') করেছেন, তা যেন অব্যাহত থাকে। কারণ, 'ব্যাপক পাবলিসিটি ও কমিটেড লোক আনতে হবে'। বিত্তের পাহাড় গড়া খোকার এ 'দুটো'র সঙ্গে 'ইয়ে'র সংযোগটি যে কী, তা বুঝতে আকেলমন্দ মানুষের অসুবিধা হবে না।

'একটা নিউট্রাল পজিশনে', তার মিছিলে, তার ভাষায়, '১০ হাজার লোকের সমাগম ঘটাতে' খোকার সাহায্য। কেন? 'ব্যানার যাই হোক না কেন, ব্যানারের ভেতরে অন্তত বিরোধী আন্দোলনের সমালোচনা করা হচ্ছে না।'

ফোনালাপের একেবারে শুরু থেকে কুটনীতিকরা যে 'যথেষ্ট পরিমাণে ইনিশিয়েটিভ নিচ্ছেন', 'প্রতিবেশিদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হচ্ছে'– এসব মান্না জানিয়েছেন খোকাকে। স্পষ্টতই বোঝা যায়, এসব উদ্যোগে মান্না খুবই গুরুত্ব দিচ্ছেন; কারণ, পশ্চিমা উদ্যোগের সঙ্গে 'যদি ইন্ডিয়ানদের একটা যোগসাজশ হয়, তাহলে এইখানে একটা চেঞ্জের বাতাস বয়ে যাবে।' তাই মান্নার অভিমত, 'সালাউদ্দিন সাহেবের যে স্টেটমেন্ট যাচ্ছে, দিজ আর ফাইন। খুবই সুন্দর স্টেটমেন্ট যাচ্ছে।' মান্না, অভয় দিচ্ছেন খোকাকে, ভেঙে পড়া যাবে না। বলছেন, 'যদি একটা দুইটা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি, তাহলে ব্রেক থ্রু হয়ে যাবে। আপনারা তখন পেছনে পেছনে নিজেদের মতোই নামতে পারবেন। নামতে পারলেই কেইস শেষ।'

মান্নার আর্জি, 'পাবলিকের কিলিংয়ের ঘটনা অ্যাভয়েড করতে হবে।' বলছেন, 'গত চার-পাঁচ দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু নেই এখন আর। এটা ভালো।'

উত্তরে খোকা বলেছেন, 'সেটাও গভর্মেন্টের অপপ্রচার। তারা বলবে, আমরা কট্রোল করে ফেলেছি। সব ঠিক হয়ে গেছে।'


আইএস জঙ্গিসহ নানা জঙ্গি সংগঠনের সঙ্গে তারেকের যোগাযোগ নানা মাধ্যমে প্রকাশিত হয়েছে
অর্থ দাঁড়াল, খোকা সাহেবরা যে পরিকল্পিতভাবে পেট্রোল বোমায় পাবলিক কিলিং করছেন, মান্নারও তা জানা।

খোকা যেখানে তাদের আন্দোলন চালিয়ে যাবার ব্যাপারে সংশয় প্রকাশ করছেন; বলছেন, 'ওরা তো অ্যাগজস্টেড হয়ে যাচ্ছে। এখন এটা কতদিন কনটিনিউ করা যাবে। আবার না করেও তো কোনো উপায় নেই'– সেখানে মান্না বলছেন, 'আরও কিছুদিন তো কনটিনিউ করতেই হবে।'

ভয়াবহ আরও কথা বলেছেন মান্না। খোকাকে জানাচ্ছেন, 'বিশ্ববিদ্যালয়কে ধরতে হবে অ্যাট অ্যানি কস্ট। … আমি তিন মাস আগে … কে বলেছিলাম, যে কোনো ভাবে ইউনিভার্সিটিতে দুই তিনটি হল দখল করেন।' 'ইউনিভার্সিটিতে ধরেন মারামারিতে গেল দুই তিনটা। কী করা যাবে? কিন্তু আপনারা গভর্মেন্টকে শেইক করে ফেলবেন।'

সেটাই ভয়াবহ কথা। সুশীল সমাজের মাথা, বিনয়ী, প্রজ্ঞাবান মান্না যিনি টকশোতে সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, আগুনে পুড়ে মরে যাওয়া মানুষের জন্য আহাজারিও করেন, তিনি বলছেন, দুই তিনটা লাশ পড়লে 'কী করা', সরকারকে তো ঝাঁকুনি দেওয়া যাবে!

আরও গুরুতর কথা বলেন তিনি খোকাকে। খোকা যখন বলেন, বিশ্ববিদ্যালয়ে হল দখলের চেষ্টা হলে 'বড় ধরনের একটা ইয়ে হয়ে যাবে'– তখন মান্না বলেন, 'একটা বড় ধরনের কিছু হলেই ঘটনা পাল্টে যাবে। গভর্মেন্ট সুতার উপর ঝুলছে।' এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথা বলেছেন, 'আমি জানি না, কেরির সঙ্গে ওখানে কী কথা হচ্ছে বা হবে। দ্যাট উইল বি ভেরি ভাইটাল।'

এককালের বাম ছাত্রনেতা, পরে জাসদ, বাসদ ও অন্যান্য দল হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে নাগরিক ঐক্যের প্রধান গণতন্ত্রের ধ্বজাধারী মান্না আমেরিকার হস্তক্ষেপে বড় কিছু একটা ঘটবার জন্য অপেক্ষা করছেন। যেমনটা করছেন, বেগম খালেদা জিয়া-তারেক জিয়া-খোকা এবং জামাত।

বান কি-মুনের চিঠির বিষয়ে 'প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমান যে পূর্ব থেকেই জানতেন সে বিষয়ে বলেছেন মান্না, 'মানে মতি ভাই জানতেন বান কি-মুন এই রকম বলছে। তার আগে হয়তো ড. কামালও জানতেন।'

ম্যাডাম খালেদা জিয়াকে মান্না তার সালাম পৌছে দিতে বলেছেন। খোকাকে আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার পর মান্না তার জোটের শরিকদের নিয়েও কথা বলেছেন।

'এখন আমাদের নামা দরকার। আমাদের বলতে… সিপিবি বা ওদের পজিশন কিন্তু বেশ ফেসিনেটিং। অনেকটা ঐদিকে আর খানিকটা এইদিকে এই রকম। তার মানে আমরা যে ক'জন আছি, এই কয়জনই। তার মধ্যে আবার দ্বিধা-দ্বন্দ্ব আছে। কিন্তু এখানে কাউকে টানতে হবে।' পরে খোকাই বলেছেন, তারা মান্নার প্রোগ্রামে তাদের কর্মীদের পাঠিয়েছিলেন।

কথা দাঁড়াল, সিপিবি বা বাসদকে নিয়ে মান্না ভরসা পাচ্ছেন না। তারা দোদুল্যমান। অন্যরা (ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, ডা: বদরুদ্দোজা, আসম রব) দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তাই তার প্রোগ্রামে কমিটেড লোক পাঠাতে হবে খোকাদের। কে না জানে এই কমিটেডরা হচ্ছে জামাত-বিএনপির জঙ্গি সন্ত্রাসী খুনিরা!

ভাইবারে ফোন করলে তা যে নিরাপদ এটা মান্না জানেন, তা বোঝা গেল কথোপকথনে। 'নিউ এজ' সম্পাদক নূরুল কবির, অধ্যাপক এমাজউদ্দিন আহমদের নাম মান্না উল্লেখ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে। বলেছেন প্রয়াত অলি আহাদের কন্যা ও আরও কয়েকজনের কথা। যাদের বিএনপির হয়ে টকশোর জন্য তৈরি করতে হবে। কারণ 'টকশোতে এইজন্য তো মানুষ নাই এখন।'
বেগম খালেদা জিয়ার অফিসে ড. কামাল হোসেনকে তিনি 'পারসু' করে নিয়ে গিয়েছিলেন বলে জানান মান্না। খোকার জিজ্ঞাসায় মান্না জানান, আবার খালেদা জিয়ার বাসায় যেতে ড. কামাল রাজি হবেন না।

অস্ট্রেলিয়ায় অবস্থানকারী অজ্ঞাত ব্যক্তি যে অসাংবিধানিক পথে ক্ষমতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, মান্নার সঙ্গে ফোনালাপে তা স্পষ্ট হয়। রহস্যময় ব্যক্তিই ফোন করেন মান্নাকে। 'ভাইয়া, আমার সমন্ধে তো নাম-বদনাম অনেক কিছু শুনেছেন। আপনি আমাকে ট্রাস্ট করেছেন। আই লাইক টু থ্যাংক ইউ ফর দ্যাট।' অজ্ঞাত ব্যক্তির এই কথায় মান্না যে তার সঙ্গে শুধু যোগাযোগই রাখেন না, নাম-বদনাম থাকলেও তাকে বিশ্বাসও করেন তা বোঝা গেল। এই ফোনালাপের একেবারে শুরুতেই মান্না নিশ্চিত হয়ে নেন যে, কলকারি ভাইবারেই আছেন।

অজ্ঞাত ব্যক্তির 'বাট ওই যে, ওইদিকে উত্তরপাড়া কিন্তু গরম হচ্ছে', এই কথার উত্তরে মান্না বলেন,
'আর কী গরম, আর কবে হবে? যা হয়ে গেছে দেশে এর থেকে বেশি কিছু তো আর হতে পারবে না।'
পেট্রোল বোমায় মানুষ হত্যা, ট্রেন ফেলে দেওয়া, জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাসের কথাই নিশ্চয়ই মান্না বলছেন।

'সাপোর্টটা ছিল না যে', কলকারির এই কথার উত্তরে মান্না বলেন, 'না… এখন তো আছে।' এরপর উত্তরপাড়ার সঙ্গে যোগাযোগের কথা আসে।

অজ্ঞাত ব্যক্তি বলেন, 'দেশে পরিবর্তন আনতে চাইলে, আপনার কথা বলা দরকার। উনারাই আপনার সঙ্গে যোগাযোগ করবেন।' মান্না তাতে সম্মতি জানান।

অজ্ঞাত ব্যক্তি জানান, রিটায়ার্ড একজন মান্নাকে ফোন করবেন, সঙ্গে থাকবেন কর্মরত দুইজন। তাদের একজন লে. জেনারেল হতে যাচ্ছেন; অপরজন ইতোমধ্যেই লে. জেনারেল। মান্নার প্রশ্ন, 'তুমি যার কথা বললে, উনি কি তোমার ওই এলাকার দিকে ছিলেন?' উত্তরে কলকারি নিশ্চিত করেন, তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন। এক/এগারোর অন্যতম নায়ক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী পরে অস্ট্রেলিয়াতে রাষ্ট্রদূত হয়ে যান। তিনিই কি কলকারি বর্ণিত রিটায়ার্ড একজন?

অজ্ঞাত ব্যক্তি বলছেন, 'প্রয়োজনে ওনারা ওখান থেকে আপনার সাথে চিফের কথা বলিয়ে দেবে।' মান্না তাতে সম্মতি জানান।

'ওয়ান ইলেভেনে গতবারে একটা পর্যন্ত ব্যারাক থেকে বের হওয়ার ব্যাপারে, আমরা সাহায্য করেছিলাম। বাট রুমী ভাই… মঈন সাহেবের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেল।' কলকারি আরও বলছেন, ওই সময় তিনি অসুস্থ হয়ে না পড়লে, 'আমার এসব ঘটনাতে আপনার গেমটা অন্য দিকে চলে গেল। বাট ইট উড বি আ ডিফরেন্ট স্টোরি অলটুগেদার।'


অর্থ দাঁড়াল, খোকা সাহেবরা যে পরিকল্পিতভাবে পেট্রোল বোমায় পাবলিক কিলিং করছেন, মান্নারও তা জানা
মারাত্মক কথা। এক/এগারোর ষড়যন্ত্রে মান্নার সংযুক্তি একেবারে খোলাসা হয়ে যায় কলকারির কথায়। কলকারি জানান, 'টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাহাড় থেকে নিয়ে সব জায়গায় কাজ করেছি। …তখন আমি ৪০-৫০টা এমপি দিয়ে অনেক কিছু ম্যানিপুলেট করছি। আমি তাদের নমিনেশন থেকে নিয়ে সব ব্যবস্থা করেছি।'

জেনারেলদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে অজ্ঞাত ব্যক্তি বলেন, 'এখন ইনশাল্লাহ রানিং ১৯ জনের মধ্যে ১২ জনের সঙ্গে আমি সরাসরি কথা বলি। অ্যাট লিস্ট ইউ ক্যান টক টু দেম। আপনি কথা বললে ক্লিয়ার হবে।' মান্না বলেন, 'ওকে'।

'ইউ উইল রিসিভ আ কল বাই টুমোরো টুয়েলভ।' একটা রেস্টুরেন্ট বা কোনো গোপন জায়গায় কথা বলার পরামর্শ দেন কলকারি। অস্ট্রেলিয়ার একটি ভাইবার নম্বর থেকে কথা হবে বলে জানালে মান্না তাতে সম্মতি দেন।

পাশের দেশের সঙ্গে মান্নার যোগাযোগের সূত্র ধরে অগ্রগতি জানতে চান কলকারি।

উপরে উল্লিখিত দুটো ফোনালাপ যা মান্না অস্বীকার করেননি, করতেও পারবেন না– তা কী বলে? ২২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে অনুষ্ঠিত একুশের আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিএনপি নেত্রী মুখে গণতন্ত্রের কথা বলে উত্তরপাড়া ও বিদেশি প্রভুদের দিকে চেয়ে থাকেন।' একই কথা যে মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও সর্বাংশে প্রযোজ্য তা বড় স্পষ্টভাবে ধরা পড়েছে ফাঁস হওয়া ফোনালাপে।

কেন শুরুতে মান্নাকে একটি ধন্যবাদ দিয়েছি, তা এবার বলি।

কিছু মনে করবেন না মান্না, 'চোরের দশদিন তো গৃহস্থের একদিন', প্রবাদটি শক্ত হলেও আপনার জন্য তা শতভাগ সত্য। লম্বা সময় ধরে একজন সজ্জ্বন, উদার, গণতন্ত্রকামী ও দেশের মঙ্গল-প্রত্যাশী সুশীল রাজনীতিবিদের মুখোশ পরা আপনার চাকচিক্যময় আবরণ একেবারে খসে পড়েছে। আপনাকে চেনাতে সাহায্য করার জন্য ধন্যবাদ তো আপনার প্রাপ্যই।

দেশের সত্যিকার গণতন্ত্রকামী মানুষ, তরুণ প্রজন্ম এবং মান্নার জোটের সিপিবি-বাসদ, ড. কামাল হোসেন ও অন্যরা ভেবে দেখবেন, এমন একজনের সঙ্গে রাজনীতি করা নিরাপদ কিনা। অজ্ঞাত 'ইমপোস্টার' যার উপর মান্নার গভীর আস্থা– তার কথা সত্য হলে উত্তরপাড়ার জেনারেল সাহেবরাও সাবধান হবেন নিশ্চয়ই। কারণ বাংলাদেশে অসাংবিধানিক পথে ক্ষমতা দখলের দুঃস্বপ্ন আর কেউ দেখবেন বলে মনে হয় না। আমরা ছাত্র-শিক্ষক-জনতা ২০০৭ সালেই তা নিশ্চিত করেছি।

বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান হবে না। বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ-হরতালে অব্যাহত হত্যা-সন্ত্রাস দু'মাসের কাছাকাছি হওয়ার পরও দেশ অচল হয়নি, মান্না গংদের অব্যাহত ষড়যন্ত্র ও প্রচারণার পরও। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হবে; খালেদা-তারেক-জামাত চক্র পরাজিত হবে। যেমন পরাজিত হবেন মান্নার মতো ছদ্মবেশী সুশীলেরা। এসবের মধ্য দিয়ে কার্যকর ও প্রয়োজনীয় সংলাপের ক্ষেত্র প্রস্তুত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন সংবিধান ও তাতে সন্নিবেশিত চার মৌল নীতির ভিত্তিতে গড়ে ওঠা জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে রচিত হবে 'জাতীয় সনদ'।

সে লক্ষ্যেই এগুচ্ছে দেশ। ধীরে, তবে সুনিশ্চিত পদক্ষেপে।

ড. মো. আনোয়ার হোসেন: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

9217 6

Tags: অডিও ক্লিপ ফাঁস, ফোনালাপ ফাঁস, মান্না-খোকা কথোপকথন, মাহমুদুর রহমান মান্না, সুুশীল সমাজ



__._,_.___

Posted by: "Dr.Gholam Mostofa" <mostofadrgholam@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] ' যিহোবার সাক্ষি- আরেকটি সত্য ধর্ম !!!'

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item, '
যিহোবার সাক্ষি- আরেকটি সত্য
ধর্ম !!!'






আপনি কি মৃত্যুহীন অনন্ত জীবন
চান? যে জীবনে দুঃখ নেই, সমস্যা
নেই, রোগ-ব্যাধি নেই; আছে শুধু
অনন্ত সুখ। স্বর্গীয় সে সুখের
জীবনে আপনি বসবাস করবেন
স্বপ্নের মতো সুন্দর সাজানো
ফুলের বাগানে। যেখানে আপনাকে
ঘিরে থাকবে আপনার প্রিয় বা
পছন্দের সব মানুষ আর বন্ধুসুলভ
সব পশু-পাখিরা, যেগুলোকে আপনি
এই পৃথিবীতে হিংস্র বলে জানেন।
আপনার রূপ, যৌবন [...]


You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=44510


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.


Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।




------------------------------------

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/