Banner Advertiser

Friday, March 1, 2013

[mukto-mona] জামায়াত-শিবিরের তাণ্ডব :শালার ব্যাটা আওয়ামী লীগের বাচ্চা দেখি তোরা কি করবার পাস।’- রাজনীতি না করেও জীবন দিতে হলো দিনমজুর নুরন্নবী মিয়াকে।



রাজনীতি না করেও দিনমজুর নুরন্নবীকে প্রাণ দিতে হলো
শনিবার, ০২ মার্চ ২০১৩

সিদ্দিক আলম দয়াল, গাইবান্ধা থেকে: রাজনীতি না করেও জীবন দিতে হলো দিনমজুর নুরন্নবী মিয়াকে। প্রতিদিনের মতো হাতে কোদাল আর ঘাড়ে গামছা নিয়ে কাজে বের হচ্ছিলেন । কিন্তু তাকে জীবন দিতে হলো মানুষের লাঠি আর লাথির আঘাতে। তার রক্তাক্ত গামছা নিয়ে বিলাপ করছিলেন স্ত্রী মিনা বেগম; গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গঙ্গারহাট পরান গ্রামে। দিনমজুর পিতা মাল হকের দ্বিতীয় ছেলে নুরন্নবী মিয়া। পিতার জমিজমা নেই। আছে বাড়ি ভিটা। তিন ছেলেই অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করেন। দিন আনা দিন খাওয়ার সংসারে তাদের সবার খাবার জোটে কাজের ওপর। আর ছেলেদের কামাইয়ের ওপর ভাত জুটতো তার মা সমস্তভান বেগমের। কাজ পায়নি তাই আগের দিন স্ত্রী মিনা বেগম ও তার দুই সন্তানের জন্য ১ কেজি চাল বাকিতে কিনে এনেছিলেন গংসার হাটের আজিজ মিয়ার দোকান থেকে। কাজ করে সেই টাকা শোধ করার কথা ছিল। সেই অনুযায়ী পান্তা খেয়ে নুরন্নবী মিয়া কাজের খোঁজে কোদাল আর ঘাড়ে গামছা ঝুলিয়ে বের হয়ে যান। কিন্তু বাজারে যেতেই সহস্র্রাধিক লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায় গংসারহাটের দোকান বাড়িঘরে। চিৎকার করে নুরন্নবী বলছিলেন, 'কি হচে বাহে তোমার ঘরে।' তার উত্তর পাওয়ার আগেই লোকজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মরণ চিৎকার দিয়ে নুরন্নবী বলছিলেন, 'হামাক মারেন ক্যা।' ওরা বলে, 'গ্রাম জ্বলে দেমো। এ গ্রামে কোন মানুষ থাকে না। শালার ব্যাটা আওয়ামী লীগের বাচ্চা দেখি তোরা কি করবার পাস।' তার চিৎকার শুনে গ্রামের অনেকেই এগিয়ে আসেন। মিছিলকারী জামায়াত-শিবিরের লোকজন তাদেরও মারপিট করে। বাধ্য হয়ে গ্রামের এবং বাজারের সবাই তাদের মারের হাত থেকে বাঁচতে পালিয়ে যান। বেধড়ক মার খেয়ে নুরন্নবীর নিথর দেহ পড়ে থাকে পরান গ্রামের সোঁদা মাটিতে। সারা শরীরে রক্তের ছাপ। খবর পেয়ে ছুটে আসেন নুরন্নবীর ভাই, মা, বাবাসহ তার গ্রামের অনেকেই। কিন্তু বিক্ষোভকারীদের তাড়া খেয়ে তারাও পালিয়ে যায়। ছেলের লাশ ফেলে পালিয়ে যাওয়ার চেয়ে কষ্টের আর কি থাকতে পারে- এ কথা বলেন তার বৃদ্ধ পিতা মাল হক। গ্রামে হানাহানির খবর পেয়ে সুন্দরগঞ্জ থেকে আসে পুলিশ। তারা স্থানীয় লোকজনকে নিয়ে এগিয়ে যান ওই গ্রামে। পুলিশ দেখে সশস্ত্র লোকজন অবস্থান নেন পাশের বেলকা গ্রামে। তারপর বেলা ১১টার দিকে পুলিশ নুরন্নবীর লাশ শনাক্ত করে। পুলিশ দেখে আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে তার স্ত্রী মিনা বেগমসহ তার স্বজনরা এগিয়ে আসেন। স্ত্রী মিনা বেগম স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখে অচেতন হয়ে পড়েন। তার পিতা মাল হক চিৎকার করে বলেন, আমার ছেলে নুরন্নবী একজন কামলা। মানুষের জমিতে কাজ করে পেটের খাবার যোগাড় করে। এখন তার স্ত্রী আর দুই সন্তানকে কে খাওয়াবেন? বড় মেয়ে আলেমা বাবার মৃতদেহের পাশে পড়ে থাকা রক্তাক্ত গামছা নিয়ে বারবার বুকে জড়িয়ে কাঁদছিলেন। পিতার রক্তে ভেজা গামছা নিয়ে বিলাপ করছিলেন মেয়ে আলেমা। আলেমা বলেন, আমার আর পড়ালেখা করা হলো না। বাবা আমাকে স্থানীয় স্কুলে ভর্তি করে দিয়েছিল। বলেছিল, মা আমি কামলা। আমার মেয়ে আলেমা পড়ালেখা করে শিক্ষক হবে। এই আশায় নুরুন্নবী তার মেয়েকে স্কুলে ভর্তি করে দেন। কিন্তু তার আশা তো পূরণ হলোই না। এখন আমাদের পেটে ভাত যোগাড় হবে কোথায় থেকে- এই ভাবনা এখন নুরন্নবীর পরিবারের। তার স্ত্রী তখনও স্বামীর লাশের পাশে কাঁদছিলেন। কারণ লাশের আশপাশে পুলিশ। পুলিশকে বলছিলেন, আমার স্বামীকে তো মেরেই ফেলেছেন, এখন আমি নিয়ে যাবো। কিন্তু নাছোড়বান্দা; পুলিশ ছাড়তে রাজি নয়। পুলিশ লাশ নিয়ে যায় থানায়। তার স্বজন ও  নিহত নুরন্নবীর স্ত্রীর আহাজারিতে গ্রামের সবার চোখে পানি এসে যায়। এই খুনের ঘটনায় এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ বলতে পারে না রাজনীতি করে না বলে নুরন্নবীকে জীবন দিতে হলো । রাজনীতি না করে কামলা দিয়ে খাওয়াই তার অপরাধ। স্থানীয় চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, নিহত নুরন্নবী খুব দরিদ্র। সে আমার বাড়িতেও কাজ করেছে। একদিন কাজ না করলে যাকে না খেয়ে থাকতে হয় সেই নুরন্নবীর স্ত্রী, দুই সন্তান, মা ও বাবার পেটের ভাত যোগাড় হবে কেমন করে- এ প্রশ্ন এখন গ্রামের মানুষের মুখে মুখে। স্ত্রী মিনা বেগম জানান, আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের সবাই কে চেনে মানুষ। পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না। পুলিশ মরলে বিচার হয় আর আমার নির্দোষ স্বামীকে হত্যা করলে কোন বিচার হবে না- তা হবে না। সন্ধ্যায় নুরন্নবীর লাশ মর্গে পাঠানো হয়। এদিকে গ্রামজুড়ে সুনসান নীরবতা । সহিংসতায় নুরন্নবীর মতো আরও কতো নিরীহ দিন মজুরকে জীবন দিতে হবে। উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাদশা বলেন, নিহত নুরন্নবীকে কেন হত্যা করা হলো তা আমারও প্রশ্ন। আমরা বুঝতেই পারিনি জামায়াতের লোকজন ফজরের নামাজের পর এই গ্রামে এসে হঠাৎ হামলা চালাবে।

- See more at: http://www.mzamin.com/details.php?nid=NDQ3MDA=&ty=MA==&s=Mjc=&c=MQ==#sthash.qyZFwvvi.dpuf





__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Easy Methodology To End Constitutional Monarchies Peacefully in the West To Save And Maintain Democracies Around The World! Deepak Sarkar, www.kolki.com



[Since 'War Against Iraq Was Illegal' by modern legal system and international standards Isn't Queen of England as Head of State part of the War Crimes by a group of Felons including George Bush, Tony Blair, John Howard, Emperor of Japan, King of Denmark, Head of State of Poland and Spain? Food for thought for Peace & Justice!]

 

[Link to article: http://www.kolki.com/peace/Ending-Constitutional-Monarchy.htm]

[From the Author of "Poems by Kolki – Absolutely Humane", "Real Path To 9/11" & "Sayings of Kolki"]

[Poem: A Day of Non-Violence]

<Planet Earth       Day of Consciousness       Patriot      Universal Super Power      Spiritualism      Universal Notes>

 

Easy Methodology To End Constitutional Monarchies Peacefully in the West To Save And Maintain Democracies Around The World! Deepak Sarkar, www.kolki.com

 

Throughout history of the Constitutional Monarchs Parliament has been closed or prorogued, elected Prime Minister assassinated or had to step down for being not so loyal to Monarchy and/or NATO alliance; even for evangelical reason like the elected Members unacceptance of the agenda and code of conducts of the Church of England headed by the Queen. Currently Belgium has no active Government for more than a year but NATO HQ is operating from there in full gear of aggressive war mode blessed by the Royals as Commander-in-Chiefs. Similar example of democratic rights violations can be found throughout Monarchial Alliance including Sweden and Australia. Both World Wars were fought to empower the Monarchial Alliance and now they are fighting War on Terror defying Rule of Law and Proof of Conviction, avoiding open public investigation of 9/11 type massive attacks blaming alleged virtual patsies, which can trigger real WW III any time aided by their Covert Intelligence and high-tech propaganda machineries like Echelon. So, it is time To End Constitutional Monarchies Peacefully in the West To Save And Maintain Democracies Around The World!  It is really time for most Western people to enjoy life as free democratic proud citizens without being labeled as "Subjects" of non-productive hereditary King/Queen bound by loyalty!      

 

<9/11 Truth Smoking Guns       Remote Military Hijacking       Why Media Is Silent?      What is Al-Qaeda?>

 

Easy Methodology for Peaceful Conversion: (general with Canadian Example)

1st Step: Rename Governor General as President and all Lt. Governor Generals as Governors

2nd Step: Install pictures of President and Prime Minister in Public places

3rd Step: Rename "Throne Speech" as "Presidential Speech"

4th Step: Call elections for all Senators as convenient to eliminate partisan loyalty

5th Step: Call for Presidential and Gubernatorial election after one year

6th Step: Start printing money with faces of Good Canadians who served for the nation

7th Step: Change Royal Canadian Mount Police (RCMP) to Canadian Mount Police (CMP)

8th Step: Review why Canada has debts, to whom, and resolve indebtedness forever!

9th Step: Review why only 33 Millions Canadians cannot enjoy full employment when dear tax dollars

             In billions are being wasted by CSIS paying idle brains around the world and military for

             Empowering The Queen of England and her colonizing war machines when students around

             Canada have to compromise lunch and chastity for ever increasing tuition and fees;

             most citizens live on coupons to support family; universal healthcare losing its meaning rapidly!

 

For UK:     

 

. Rename Queen as President, 'Buckingham Palace' as 'Presidential Palace'

. Rename LORD as MP

. Rename UK as Great Britain (UK is Monarchial)

. Rest is similar to the General Methodology

 

Rest is detail afterwards! Where there is a will there is way! Anyone who cleans after own mess knows that the filth is more than it appears!

 

<Related Poems: Democracy     Participatory Democracy       Dangerous World Situation    Confide>

 

God helps Britons, Australians, Canadians, New Zealanders, Swedes (Swedish), Belgians, Norwegians, Danes (Danish), Netherlanders to rise (wake up),  to end Constitutional Monarchy (Virtual Military State)  for true Participatory Democracy in order to sustain real peace and justice around the world eliminating all hegemony related wars in an otherwise peace-loving world! There is nothing ceremonial about the Constitutional Monarchs, who are the Commander-in-Chief owning the loyalty of military and intelligence (Covert & Overt), as well as Government helping elect the loyal party and its leader as the Prime Minister, throughout History! These Royals don't like and don't want democracy; unitedly they are a colonizing military alliance which has been creating Oligarchies around the world - even supporting Absolute Monarchs and Dictators.      

 

<Related Poems: Fallen Soldiers     Canadian Pride    American Pride    Body Bag     Dying     Guantanamo Bay     War>

 

 

UK's Monarchial Celebrations, related massive media coverage are direct slaps to worldwide democracy!

 

British style Multi-Party politics is not democracy per definition "Government of the people, For the people, By the people", rather ruling by clans like soccer, cricket or baseball where losers mourn until the next game. Political Parties can never unite a Country; they rule a divided country relishing strategic victory often over the majority will. In a true participatory democracy all candidates must be independent campaigning on important local, national, and international issues determined by non-partisan elected Central Election Commission headed by the elected president guided by the advising committee formed using the best talents of the country from all subjects to make life humanely better.

 

Here is a poetic hypothesis for true participatory democracy which can be debated and modified for the best result: Poem "Participatory Democracy" =>> http://www.kolki.com/poems/Participatory-Democracy.htm

 

[What is killing and destroying people's democracies?]

<Cecil Rhodes Methodology of Colonizing the World Re-Annexing America>

 

Most world problems are direct or indirect effects of colonialism beginning with Dorian Greek Alexander the conqueror inflicting divisions, fear of persecutions among peaceful nations, slavery, and triggering diasporic migrations of people to uninhabitable parts of Earth especially true in Africa! World as a whole is a complete resource base which need to be shared and distributed equally among world citizens to achieve true democracy, human rights, and everlasting peace!

 

There is no Heaven in the sky! Earth was Heaven when colonialists and their evangelists didn't convert parts of it as Hell while motivating the slaves work harder to reach a fictitious better place "Heaven = Haven"! End of Monarchy and related colonialisms can re-establish lost Heaven on Earth, a place without borders, class, divisions, and supremacist orders!

 

<Related Poem: Politics      International Republican Party      Intelligence      Democratic Security>

 

God (The Universal Loving Expression) bless all sentient being for eternal peace in a neighbourly world unitedly committed to creative cultural and spiritual evolution.  Kolki]  

 

[When religions coexist, leaders communicate, media respect neutrality, laws not blinded by immunity, and citizens need take precedence over profitability - peace becomes reality, world lives in harmony appreciating human rights. Kolki]

About Kolki            Kolki Peace Foundation              Why Kolki?

Author: Deepak Sarkar, 844 Royal Oak Ave, Victoria, BC V8X 3T2, Canada; Tel/Fax: 250-412-2897;

E-Mail: Deepak.Sarkar@ieee.org; Poetry & Peace Web Site: www.kolki.com

Sayings of Kolki      Truth      GLOBAL ISSUES

 

<Related Poems: Diplomacy      Global Solidarity       Harmony      Religion       Peace Now>

 

How Easily We Can Achieve Undominated Co-Existing Heavenly World? Lot Easier Than Most Can Think Of! (Simple Methodology as a Starter)

 

Why Countries With Majority Jesus Loving Supposedly Democratic People Need Guns Without Control?

 

How Much Are Intelligence Service's Contributions To Our Society So Far? Aren't Hiding Truth & Obstructions To Justice Felonies?

 

   

 

End Notes:

[The Canadian Conservative government shut down debate on a budget bill again. "This is a (expletive) disgrace ... closure again. And on the Budget. There's not a democracy in the world that would tolerate this jackboot (expletive)." Pat Martin, Long time New Democrat MP, Canadian Parliament] It should be noted that the same Progressive Conservative Pro-War Government Prorogued Canadian Parliament last year during Budget Crisis, still came back to power aided by the media due to the unconditional support to military and Israel.  

 

Canada must take the lead to end Constitutional Monarchy and let others follow so that:

. A non-elected Governor General can never close our parliament in session

. No one can take beloved troops to distant foreign lands without a debate in Parliament

. Every friendly fire related fallen soldier triggers an open public investigation

. Killings of RCMP officers like in Alberta are investigated openly urgently

. No one can delay Air India Explosion investigation with uncompromised evidences

. CSIS (Intelligence) can never get away destroying important tapes and evidences

. All killings by RCMP officers, like Ian Bush, warrant immediate public investigation  

. Finally 33 Million Canadians can enjoy full employment in the second largest country

 

How can Canadians expect Canada to remain Sovereign and Democratic under Stephen Harper's Royal Regime?

 

United Monarchy is the greatest threat to human civilization using covert banking corruptions and  mercenaries, Intelligence and military deceptions, which has been systematically destroying democracy and culture around the world for perpetuating Oligarchy hiding behind Constitutional (Guaranteed) Monarchy! Kolki  

<Monarchy and Democracy are Mutually Exclusive>

If USA is really serious about democratizing the world, why not start with The United Kingdom, the main colonizing force, its tributaries1 (including Norway, Sweden, Denmark, Belgium, Netherlands, Spain, Australia, Canada, New Zealand, and Luxembourg) and accessories (including Saudi Arabia, Qatar, Dubai, Kuwait, Oman, Jordon, Bhutan, and Japan). Last but not least USA must have a Central Election Commission and all Senators must be chosen by elections to eradicate Philosopher Kings whose allegiance are to The United Kingdom of Israel (Church).    

 

Reference: Developed Constitutional Monarchies

"Poems by Kolki – Absolutely Humane", a recipe for better world, Trafford USA, 2007 July

"Real Path To 9 11", Trafford USA, 2010 March!

 

Songs:  Celebrating Heavenly Life on Earth              Co-Existence             Universal Celebration

 

Utopia           One World          Poetic Revolution



__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Re: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন



Does any democracy have any caretaker system? It is the Election commission, that needs to be strengthened and conduct the election as many other democracies. We need to grow up to that challenge. If BNP does not like it, they should join the parliament and talk with the ruling party. Why should Hasina be afraid of real democracy? She did not come to the power with military might or butchering founding leaders or dictators like Zia? What is your problem?

As a party leader, she can put any ass she wants to put in any place as Zias and Ershads have done in the past. These are pretty much baloney issues. Thank you.
-SD


On Fri, Mar 1, 2013 at 9:55 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

If Awami league's power comes from citizens than why Hasina is scared of caretaker government? Why Hasina set up the entire administration from A to Z with hardcore party men? Let's talk about awami corruption, lawlessness, chatra league's chadabaji tanderbaji extrajudicial killings and other issues. If you r not blind supporter of awami league than u will denounce these. Thanks.


Sent from Yahoo! Mail on Android



From: Shah Deeldar <shahdeeldar@gmail.com>;
To: <mrahman246@yahoo.com>;
Cc: bangladesh-progressives@googlegroups.com <bangladesh-progressives@googlegroups.com>; bangladeshiamericans@googlegroups.com <bangladeshiamericans@googlegroups.com>; khabor@yahoogroups com <khabor@yahoogroups.com>; Alochona Alochona <alochona@yahoogroups.com>; mukto-mona Yahoogroups <mukto-mona@yahoogroups.com>; chottala@yahoogroups com <chottala@yahoogroups.com>; shahadathussaini@hotmail.com <shahadathussaini@hotmail.com>;
Subject: Re: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন
Sent: Sat, Mar 2, 2013 2:37:38 AM

It does not fit into the equation, my friend. The days of military dictatorship is gone. If it ever to capture the power, it would not be able stay a day without big powers help. US/EU and India will be kicking asses right away if I am not mistaken. Look around and look at Pakistani mess and take your a quick lesson. You a naive citizen!
Awami League's power comes from its people. Please do not underestimate that power.
-SD


On Fri, Mar 1, 2013 at 9:23 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

Awami league had two obstacles to secure power, first army second jamaat. They crushed all anti Indian and pro Islamic army officers. Lastly taking care of jamaat backed by India.


Sent from Yahoo! Mail on Android



Cc: bangladeshiamericans@googlegroups.com <bangladeshiamericans@googlegroups.com>; khabor@yahoogroups com <khabor@yahoogroups.com>; Alochona Alochona <alochona@yahoogroups.com>; mukto-mona Yahoogroups <mukto-mona@yahoogroups.com>; chottala@yahoogroups com <chottala@yahoogroups.com>; shahadathussaini@hotmail.com <shahadathussaini@hotmail.com>; <mrahman246@yahoo.com>;
Subject: Re: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন
Sent: Sat, Mar 2, 2013 2:12:39 AM

Another conspiracy theory with out one iota of evidence. How does Hasina benefit from some gruesome carnage? Why would even she go to the cantonment to face those angry soldiers? Army people should check their own past behavior in regards to how they treated BDR people. BDRs were basically their servants and it is understandable why they did not like the treatment. Look, one man questioning about that carnage does not make it as a truth. Please stop spreading such BS. It won't help your cause as you may wish to have another 15th August incident? If that ever to occur, there will be a heavy price to pay for that stupidity. There will no Pak army to aid BNP/Jamat cadres this time.
-SD 

On Fri, Mar 1, 2013 at 8:43 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

Not only she knew, she approved it.


Sent from Yahoo! Mail on Android



From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>;
To: bangladeshi googlesgroups <bangladeshiamericans@googlegroups.com>; bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>; khabor <khabor@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>; chottala yahoogroups <chottala@yahoogroups.com>;
Subject: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন
Sent: Fri, Mar 1, 2013 9:27:33 PM

 

 

একান্ত সাক্ষাত্কারে নিহত বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে : রাজনৈতিক প্রটেকশন ছাড়া পিলখানা হত্যাকাণ্ড সম্ভব ছিল না : হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন

অলিউল্লাহ নোমান লন্ডন থেকে
পিলখনায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির হত্যকাণ্ডে নিহত তত্কালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেছেন, রাজনৈতিক প্রটেকশন ছাড়া পিলখানায় এত বড় ঘটনা ঘটতে পারে না। রাকিন আহমেদ বলেছেন, যারা পিলখানায় সেনাবাহিনীর ৫৭ অফিসার খুন করতে সহযোগিতা করেছে, তারাই খুনিদের পালিয়ে যাওয়ারও সুযোগ করে দিয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি লন্ডনে আমার দেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে রাকিন আহমেদ বলেছেন, হত্যাকাণ্ডের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন; তাই তিনি সেদিন পিলখানা যাওয়ার কর্মসূচি বাতিল করেন। প্রধানমন্ত্রী খুনিদের সঙ্গে সমঝোতা করেছেন। তিনি বলেছেন, বিদ্রোহ দমনে সেনাবাহিনী না পাঠানোর কারণ হিসেবে শেখ হাসিনা ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে একে অপরকে দায়ী করেছেন।
নেপথ্য নায়কদের আড়াল করায় বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সুষ্ঠু হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, খুনিদের প্রতি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তার প্রতি খুনিদের এত দরদ কেন ছিল?
২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যকাণ্ডের সময় ভাগ্যক্রমে স্কুলে থাকায় বেঁচে যায় সাবেক মহাপরিচালকের ছেলে রাকিন আহমেদ। একই সময় রাকিনের বোনও স্কুলে ছিল। দুই ভাই-বোন এখন লন্ডনে পড়াশোনা করছেন। রাকিন এখানে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি বর্বরোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে খোলামেলা কথা বলেন এবং হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্নও উত্থাপন করেন।
২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যকাণ্ডের বিষয়ে তার অনুভূতি জানতে চাওয়া হলে ওই ঘটনায় বাবা-মাকে হারানো রাকিন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তার দুই চোখ বেয়ে অঝর ধারায় পানি ঝরছিল।
ক্ষুব্ধ রাকিন আহমেদ বলেন, 'কার স্বার্থে পরের দিন বিকালে সেনাবাহিনীকে দূরে সরিয়ে নেয়া হয়েছিল? কারা মাইকিং করে জনগণকে সরে যেতে বলেছিল?' তিনি নিজেই আবার এ প্রশ্নের উত্তর দেন। তার মন্তব্য, 'আমি মনে করি, খুনিদের পালানোর সুযোগ দিতেই সেনাবাহিনীকে দূরে সরিয়ে নেয়া হয় এবং মাইকিং করে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়।
এরপর রাকিন আবারও প্রশ্ন রেখে বলেন, 'আপনারাই বলুন, একটি মিলিটারি ফোর্সের ঘটনায় সেনাবাহিনীকে উদ্ধারের দায়িত্ব দেয়া হয়নি কেন?' এ প্রশ্নেরও জবাব দিয়েছেন রাকিন। তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি, আব্বু (মেজর জেনারেল শাকিল আহমেদ) এবং কর্নেল গুলজার টেলিফোন করে সেনাপ্রধান ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে, যারা গণ্ডগোল করছে, তারা ডিজঅর্গানাইজড (অসংগঠিত)। মাত্র এক প্লাটুন সেনা পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন।' কিন্তু সেনাবাহিনীকে কেন উদ্ধারের দায়িত্ব দেয়া হলো না—এ প্রশ্ন রাখেন রাকিন আহমেদ।
এ বিষয়ে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীকে তিনি কোনো প্রশ্ন করেছিলেন কি না—জানতে চাওয়া হলে রাকিন আহমেদ অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 'ঘটনার দুই দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলাম, সেনাবাহিনীকে অনুমতি দেননি কেন। উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি সেনাবাহিনী পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তত্কালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ রাজি হননি। একই প্রশ্ন তত্কালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুমতি না দেয়ায় অ্যাকশনে যাওয়ার অনুমতি দেয়া সম্ভব হয়নি।'
রাকিন পাাল্টা প্রশ্ন রেখে বলেন, এখন আপনারাই বলুন, আসলে কী ঘটেছিল। প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান দুজন দু'রকম বলছেন। রাকিনকে প্রশ্ন করার আগে তিনি নিজেই পাল্টা প্রশ্ন করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিন দুপুরে কয়েকজন ডিএডিকে ডেকে এনে প্রধানমন্ত্রী বৈঠক করলেন। ওই বৈঠকে সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান তখন কেন আমার বাবাকে বৈঠকে ডাকলেন না। মহপরিচালক ছাড়া কিসের বৈঠক করলেন তারা? তখন কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমার বাবা বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল কোথায়? প্রধানমন্ত্রী কোনো রকমের সমঝোতা বৈঠক করলে তো সেখানে মহাপরিচালককে উপস্থিত থাকতে হবে।
মহাপরিচালক ও অন্যান্য অফিসারদের ছাড়াই খুনিদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মইন ইউ আহমেদ। কিন্তু সেটা করলেন না কেন—এ প্রশ্ন রেখে রাকিন আহমেদ বলেন, এখানেই বোঝা যায়, হত্যাকারীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে।
রাকিন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানতেন। তা না হলে তিনি আগের দিন প্রোগ্রাম ক্যানসেল (বাতিল) করলেন কেন?' রাকিন বলেন, বিষয়টি ডিজিএফআই অবশ্যই জানত। সেটা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি প্রোগ্রাম ক্যানসেল করেন এবং আসেননি। এ বিষয়টি বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদকে জানানো হলো না কেন?'
রাকিন বলেন, কর্নেল গুলজার আহমেদসহ কয়েকজন সেনা অফিসারকে ঘটনার মাত্র তিন দিন আগে এখানে ফোর্সড ট্রান্সফার (বাধ্যতামূলক বদলি) করা হলো কেন?
রাকিন প্রশ্ন করেন, যেখানে পিলখনার ভেতরে এত বড় ঘটনা ঘটছে, সেনাবাহিনীকে যেতে দেয়া হলো না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন মহিলা সংসদ সদস্যদের নিয়ে কীভাবে রাতে অন্ধকারের মধ্যে নিরাপদে ভেতরে ঢুকলেন। তখন কি আমার বাবার খোঁজ নিয়েছিলেন? তখন কি তিনি জানতে চেয়েছিলেন, মহাপরিচালক ও অন্য অফিসাররা কোথায়? তিনি বলেন, খুনিদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তার প্রতি খুনিদের কেন এত দরদ ছিল?
রাকিন আহমেদ বলেন, এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বলা যাবে না ঘটনার সুষ্ঠু তদন্ত হয়েছে এবং সুষ্ঠু বিচার হচ্ছে। ঘটনার নেপথ্যে যারা ছিলেন, তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত এ বিচার তারা মেনে নেবে না বলেও উল্লেখ করেন রাকিন। তিনি বলেন আরও অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর ছাড়া কখনোই বলা যাবে না, তদন্ত এবং বিচার হয়েছে।
রাকিন আহমেদ বলেন, রাজনৈতিক প্রটেকশন ছাড়া এত বড় হত্যকাণ্ড ঘটতে পারে না। রাজনৈতিক প্রটেকশন না থাকলে হত্যাকাণ্ডের পর খুনিদের এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দেয়া হতো না। তার বাবা একজন সত্ অফিসার ছিলেন উল্লেখ করে রাকিন আহমেদ বলেন, বিডিআরের অনেক দুর্নীতি বাবার দৃঢ়তার কারণে দূর করতে পেরেছিলেন।'

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.
 
---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
"All great truths begin as blasphemies." GBS



--
"All great truths begin as blasphemies." GBS



--
"All great truths begin as blasphemies." GBS

__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___

[mukto-mona] Re: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন



It does not fit into the equation, my friend. The days of military dictatorship is gone. If it ever to capture the power, it would not be able stay a day without big powers help. US/EU and India will be kicking asses right away if I am not mistaken. Look around and look at Pakistani mess and take your a quick lesson. You a naive citizen!
Awami League's power comes from its people. Please do not underestimate that power.
-SD


On Fri, Mar 1, 2013 at 9:23 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

Awami league had two obstacles to secure power, first army second jamaat. They crushed all anti Indian and pro Islamic army officers. Lastly taking care of jamaat backed by India.


Sent from Yahoo! Mail on Android



Cc: bangladeshiamericans@googlegroups.com <bangladeshiamericans@googlegroups.com>; khabor@yahoogroups com <khabor@yahoogroups.com>; Alochona Alochona <alochona@yahoogroups.com>; mukto-mona Yahoogroups <mukto-mona@yahoogroups.com>; chottala@yahoogroups com <chottala@yahoogroups.com>; shahadathussaini@hotmail.com <shahadathussaini@hotmail.com>; <mrahman246@yahoo.com>;
Subject: Re: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন
Sent: Sat, Mar 2, 2013 2:12:39 AM

Another conspiracy theory with out one iota of evidence. How does Hasina benefit from some gruesome carnage? Why would even she go to the cantonment to face those angry soldiers? Army people should check their own past behavior in regards to how they treated BDR people. BDRs were basically their servants and it is understandable why they did not like the treatment. Look, one man questioning about that carnage does not make it as a truth. Please stop spreading such BS. It won't help your cause as you may wish to have another 15th August incident? If that ever to occur, there will be a heavy price to pay for that stupidity. There will no Pak army to aid BNP/Jamat cadres this time.
-SD 

On Fri, Mar 1, 2013 at 8:43 PM, Mohammad Rahman <mrahman246@yahoo.com> wrote:

Not only she knew, she approved it.


Sent from Yahoo! Mail on Android



From: Shahadat Hussaini <shahadathussaini@hotmail.com>;
To: bangladeshi googlesgroups <bangladeshiamericans@googlegroups.com>; bangladesh-progressives googlegroups <bangladesh-progressives@googlegroups.com>; khabor <khabor@yahoogroups.com>; alochona <alochona@yahoogroups.com>; mokto mona <mukto-mona@yahoogroups.com>; chottala yahoogroups <chottala@yahoogroups.com>;
Subject: [KHABOR] হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন
Sent: Fri, Mar 1, 2013 9:27:33 PM

 

 

একান্ত সাক্ষাত্কারে নিহত বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে : রাজনৈতিক প্রটেকশন ছাড়া পিলখানা হত্যাকাণ্ড সম্ভব ছিল না : হত্যাকাণ্ডের কথা শেখ হাসিনা জানতেন

অলিউল্লাহ নোমান লন্ডন থেকে
পিলখনায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির হত্যকাণ্ডে নিহত তত্কালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেছেন, রাজনৈতিক প্রটেকশন ছাড়া পিলখানায় এত বড় ঘটনা ঘটতে পারে না। রাকিন আহমেদ বলেছেন, যারা পিলখানায় সেনাবাহিনীর ৫৭ অফিসার খুন করতে সহযোগিতা করেছে, তারাই খুনিদের পালিয়ে যাওয়ারও সুযোগ করে দিয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি লন্ডনে আমার দেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে রাকিন আহমেদ বলেছেন, হত্যাকাণ্ডের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন; তাই তিনি সেদিন পিলখানা যাওয়ার কর্মসূচি বাতিল করেন। প্রধানমন্ত্রী খুনিদের সঙ্গে সমঝোতা করেছেন। তিনি বলেছেন, বিদ্রোহ দমনে সেনাবাহিনী না পাঠানোর কারণ হিসেবে শেখ হাসিনা ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে একে অপরকে দায়ী করেছেন।
নেপথ্য নায়কদের আড়াল করায় বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সুষ্ঠু হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, খুনিদের প্রতি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তার প্রতি খুনিদের এত দরদ কেন ছিল?
২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যকাণ্ডের সময় ভাগ্যক্রমে স্কুলে থাকায় বেঁচে যায় সাবেক মহাপরিচালকের ছেলে রাকিন আহমেদ। একই সময় রাকিনের বোনও স্কুলে ছিল। দুই ভাই-বোন এখন লন্ডনে পড়াশোনা করছেন। রাকিন এখানে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি বর্বরোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে খোলামেলা কথা বলেন এবং হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্নও উত্থাপন করেন।
২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যকাণ্ডের বিষয়ে তার অনুভূতি জানতে চাওয়া হলে ওই ঘটনায় বাবা-মাকে হারানো রাকিন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তার দুই চোখ বেয়ে অঝর ধারায় পানি ঝরছিল।
ক্ষুব্ধ রাকিন আহমেদ বলেন, 'কার স্বার্থে পরের দিন বিকালে সেনাবাহিনীকে দূরে সরিয়ে নেয়া হয়েছিল? কারা মাইকিং করে জনগণকে সরে যেতে বলেছিল?' তিনি নিজেই আবার এ প্রশ্নের উত্তর দেন। তার মন্তব্য, 'আমি মনে করি, খুনিদের পালানোর সুযোগ দিতেই সেনাবাহিনীকে দূরে সরিয়ে নেয়া হয় এবং মাইকিং করে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়।
এরপর রাকিন আবারও প্রশ্ন রেখে বলেন, 'আপনারাই বলুন, একটি মিলিটারি ফোর্সের ঘটনায় সেনাবাহিনীকে উদ্ধারের দায়িত্ব দেয়া হয়নি কেন?' এ প্রশ্নেরও জবাব দিয়েছেন রাকিন। তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি, আব্বু (মেজর জেনারেল শাকিল আহমেদ) এবং কর্নেল গুলজার টেলিফোন করে সেনাপ্রধান ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে, যারা গণ্ডগোল করছে, তারা ডিজঅর্গানাইজড (অসংগঠিত)। মাত্র এক প্লাটুন সেনা পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন।' কিন্তু সেনাবাহিনীকে কেন উদ্ধারের দায়িত্ব দেয়া হলো না—এ প্রশ্ন রাখেন রাকিন আহমেদ।
এ বিষয়ে সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীকে তিনি কোনো প্রশ্ন করেছিলেন কি না—জানতে চাওয়া হলে রাকিন আহমেদ অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 'ঘটনার দুই দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলাম, সেনাবাহিনীকে অনুমতি দেননি কেন। উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি সেনাবাহিনী পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তত্কালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ রাজি হননি। একই প্রশ্ন তত্কালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুমতি না দেয়ায় অ্যাকশনে যাওয়ার অনুমতি দেয়া সম্ভব হয়নি।'
রাকিন পাাল্টা প্রশ্ন রেখে বলেন, এখন আপনারাই বলুন, আসলে কী ঘটেছিল। প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান দুজন দু'রকম বলছেন। রাকিনকে প্রশ্ন করার আগে তিনি নিজেই পাল্টা প্রশ্ন করে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দিন দুপুরে কয়েকজন ডিএডিকে ডেকে এনে প্রধানমন্ত্রী বৈঠক করলেন। ওই বৈঠকে সেনাপ্রধানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান তখন কেন আমার বাবাকে বৈঠকে ডাকলেন না। মহপরিচালক ছাড়া কিসের বৈঠক করলেন তারা? তখন কি তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমার বাবা বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল কোথায়? প্রধানমন্ত্রী কোনো রকমের সমঝোতা বৈঠক করলে তো সেখানে মহাপরিচালককে উপস্থিত থাকতে হবে।
মহাপরিচালক ও অন্যান্য অফিসারদের ছাড়াই খুনিদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মইন ইউ আহমেদ। কিন্তু সেটা করলেন না কেন—এ প্রশ্ন রেখে রাকিন আহমেদ বলেন, এখানেই বোঝা যায়, হত্যাকারীদের সঙ্গে সমঝোতা করা হয়েছে।
রাকিন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানতেন। তা না হলে তিনি আগের দিন প্রোগ্রাম ক্যানসেল (বাতিল) করলেন কেন?' রাকিন বলেন, বিষয়টি ডিজিএফআই অবশ্যই জানত। সেটা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি প্রোগ্রাম ক্যানসেল করেন এবং আসেননি। এ বিষয়টি বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদকে জানানো হলো না কেন?'
রাকিন বলেন, কর্নেল গুলজার আহমেদসহ কয়েকজন সেনা অফিসারকে ঘটনার মাত্র তিন দিন আগে এখানে ফোর্সড ট্রান্সফার (বাধ্যতামূলক বদলি) করা হলো কেন?
রাকিন প্রশ্ন করেন, যেখানে পিলখনার ভেতরে এত বড় ঘটনা ঘটছে, সেনাবাহিনীকে যেতে দেয়া হলো না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন মহিলা সংসদ সদস্যদের নিয়ে কীভাবে রাতে অন্ধকারের মধ্যে নিরাপদে ভেতরে ঢুকলেন। তখন কি আমার বাবার খোঁজ নিয়েছিলেন? তখন কি তিনি জানতে চেয়েছিলেন, মহাপরিচালক ও অন্য অফিসাররা কোথায়? তিনি বলেন, খুনিদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তার প্রতি খুনিদের কেন এত দরদ ছিল?
রাকিন আহমেদ বলেন, এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বলা যাবে না ঘটনার সুষ্ঠু তদন্ত হয়েছে এবং সুষ্ঠু বিচার হচ্ছে। ঘটনার নেপথ্যে যারা ছিলেন, তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত এ বিচার তারা মেনে নেবে না বলেও উল্লেখ করেন রাকিন। তিনি বলেন আরও অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর ছাড়া কখনোই বলা যাবে না, তদন্ত এবং বিচার হয়েছে।
রাকিন আহমেদ বলেন, রাজনৈতিক প্রটেকশন ছাড়া এত বড় হত্যকাণ্ড ঘটতে পারে না। রাজনৈতিক প্রটেকশন না থাকলে হত্যাকাণ্ডের পর খুনিদের এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দেয়া হতো না। তার বাবা একজন সত্ অফিসার ছিলেন উল্লেখ করে রাকিন আহমেদ বলেন, বিডিআরের অনেক দুর্নীতি বাবার দৃঢ়তার কারণে দূর করতে পেরেছিলেন।'

--
--
Disclaimer: All content provided on this discussion forum is for informational purposes only. The owner of this forum makes no representations as to the accuracy or completeness of any information on this site or found by following any link on this site. The owner will not be liable for any errors or omissions in this information nor for the availability of this information. The owner will not be liable for any losses, injuries, or damages from the display or use of this information.
This policy is subject to change at anytime.
 
---
You received this message because you are subscribed to the Google Groups "Bangladesh Progressives" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangladesh-progressives+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
"All great truths begin as blasphemies." GBS



--
"All great truths begin as blasphemies." GBS

__._,_.___


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190




Your email settings: Individual Email|Traditional
Change settings via the Web (Yahoo! ID required)
Change settings via email: Switch delivery to Daily Digest | Switch to Fully Featured
Visit Your Group | Yahoo! Groups Terms of Use | Unsubscribe

__,_._,___