Banner Advertiser

Friday, June 27, 2014

[mukto-mona] প্রোটোকল শিকেয় তুলে সুষমার হোটেলে খালেদা



প্রোটোকল শিকেয় তুলে সুষমার হোটেলে খালেদা : Avb›`evRvi

নিজস্ব সংবাদদাতা

ঢাকা, ২৮ জুন, ২০১৪, ০১:৫৮:৫৯

1

মুখোমুখি সুষমা স্বরাজ এবং খালেদা জিয়া। শুক্রবার ঢাকার একটি হোটেলে।

সুষমা স্বরাজ ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা। প্রোটোকল অনুযায়ী সুষমারই উচিত খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া। কিন্তু খালেদা সাক্ষাতের সময় চাওয়ায় ভারতীয় কূটনীতিকরা বিএনপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন, সুষমা যাবেন না। দেখা করতে হলে খালেদা হোটেলে আসতে পারেন। কথাবার্তা হবে লবিতে বসে।

নির্বাচন বয়কট করায় খালেদা এখন আর সাধারণ সাংসদও নন। কিছু দিন আগেই তাঁর বিশেষ সুবিধা পাওয়ার পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু প্রোটোকলের কথা তুলে এক দল বিএনপি নেতা সুষমার সঙ্গে দেখা না-করতে যাওয়ার পরামর্শই দেন খালেদাকে। এর আগে গত বছর ঢাকা সফরে আসা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময় চেয়েও দেখা করতে যাননি খালেদা। তখন অবশ্য তিনি বিরোধী নেত্রী। এ বার নির্বাচন বয়কট করে প্রধানমন্ত্রিত্বের সুযোগ ও বিরোধী নেত্রীর পদ দুই-ই হারিয়েছেন খালেদা। কিন্তু দিল্লির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ঝালাবার তাগিদটা এতটাই, দোলাচল ছেড়ে সুষমার হোটেলে গিয়ে দেখা করার বিকল্পই বেছে নিলেন বিএনপি নেত্রী। লবির বদলে প্রেসিডেন্সিয়াল স্যুট 'বেঙ্গলি'তে সকালে তাঁর সঙ্গে মিনিট দশেক কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে সংবাদ মাধ্যমের কোনও আলোকচিত্রীকে এই আলোচনার ছবি তুলতে দেওয়া হয়নি। পরে অবশ্য দলের তরফে বৈঠকের ছবি সংবাদমাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

সুষমা পরে বলেন, দু'দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোই তাঁর সফরের লক্ষ্য। খালেদা বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী। তাই তাঁকে সময় দিয়েছিলেন। বৈঠকে উপস্থিত বিএনপি নেতা সামসের মবিন চৌধুরী জানান, অবৈধ ভাবে হাসিনা ক্ষমতা দখল করে রয়েছেন বলে সুষমাকে নালিশ করেছেন খালেদা। খালেদা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। সুষমা ও তাঁর মেয়ের জন্য দু'টি জামদানি শাড়িও উপহার দিয়েছেন খালেদা। এ দিনই শেখ হাসিনার বোন রেহানা ও কন্যা পুতুল খুব সকালে সুষমার হোটেলে গিয়ে তাঁর সঙ্গে প্রাতরাশ করেন। এর পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির দেখতে যান বিদেশমন্ত্রী। দুপুরেই তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেয়।

m~Î: Avb›`evRvi cwÎKv

http://www.anandabazar.com/international/%E0%A6%AA-%E0%A6%B0-%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%B6-%E0%A6%95-%E0%A7%9F-%E0%A6%A4-%E0%A6%B2-%E0%A6%B8-%E0%A6%B7%E0%A6%AE-%E0%A6%B0-%E0%A6%B9-%E0%A6%9F-%E0%A6%B2-%E0%A6%96-%E0%A6%B2-%E0%A6%A6-1.45273







__._,_.___

Posted by: SyedAslam <Syed.Aslam3@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] [মুক্তমনা বাংলা ব্লগ] 'স্বপ্নভঙ্গের ইতিকথা (১ম পর্বের শেষ কিস্তি)'

মুক্তমনা বাংলা ব্লগ has posted a new item,
'স্বপ্নভঙ্গের ইতিকথা (১ম
পর্বের শেষ কিস্তি)'


[...]


You may view the latest post at
http://mukto-mona.com/bangla_blog/?p=41704


You received this e-mail because you asked to be notified when new updates are
posted.


Best regards,
মুক্তমনা বাংলা ব্লগ ।




------------------------------------

------------------------------------

****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration:
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
-Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190
------------------------------------

Yahoo Groups Links

<*> To visit your group on the web, go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/

<*> Your email settings:
Individual Email | Traditional

<*> To change settings online go to:
http://groups.yahoo.com/group/mukto-mona/join
(Yahoo! ID required)

<*> To change settings via email:
mukto-mona-digest@yahoogroups.com
mukto-mona-fullfeatured@yahoogroups.com

<*> To unsubscribe from this group, send an email to:
mukto-mona-unsubscribe@yahoogroups.com

<*> Your use of Yahoo Groups is subject to:
https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/

[mukto-mona] Fw: My writeup in BDLive24.com !!!!!





On , Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:




On Saturday, June 28, 2014 12:03 AM, Muhammad Ali <manik195709@yahoo.com> wrote:


 







__._,_.___

Posted by: Muhammad Ali <man1k195709@yahoo.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] নারায়ণগঞ্জের রাজনীতি : গণমাধ্যম, পুলিশ–র‌্যাব শামীমের কাছে সব তুচ্ছ



গণমাধ্যম, পুলিশ–র‌্যাব শামীমের কাছে সব তুচ্ছ

ইফতেখার মাহমুদ | আপডেট: ০২:৪৮, জুন ২৮, ২০১৪ প্রিন্ট সংস্করণ
 
কার্টুন: শিশির

গণমাধ্যম, পুলিশ-র‌্যাব, নিজ দল আওয়ামী লীগ—তাঁর কাছে সবই যেন তুচ্ছ৷ সাংবাদিকেরা তাঁর কাছে সারমেয়৷ র‌্যাব-পুলিশকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন তিনি৷ নিজ দল আওয়ামী লীগের ওপরও তিনি ক্ষুব্ধ৷ কারণ, দলের অনেক নেতা তাঁকে পছন্দ করেন না। এর মধ্যেই ভাই সেলিম ওসমানকে নিয়ে নারায়ণগঞ্জকে বদলে দিতে চান তিনি৷
তিনি সরকারি দলের আলোচিত সাংসদ শামীম ওসমান৷ গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের দোতলার একটি কক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাঁর খোলামেলা আলাপচারিতার সারমর্ম করলে এই চিত্রই ফুটে ওঠে৷
বৃহস্পতিবার দিনটি ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের দিন৷ বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে বসে নির্বাচনের খোঁজখবর রাখছিলেন শামীম ওসমান৷ নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. বশিরউদ্দীনকে হুমকি দেওয়ার অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য নিতে সাংবাদিকেরা সেখানে যান৷ এঁদের মধ্যে ছিলেন দুটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, ক্যামেরাম্যান, প্রথম আলোর দুই সাংবাদিক৷ তিনি সবাইকে কক্ষে নিয়ে বসান৷ তবে শুরুতে পুলিশ কর্মকর্তার বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি৷ বললেন, 'তোমাদের সঙ্গে এমনি কথা বলি৷' সাংবাদিকেরাও একে একে নানা প্রসঙ্গ তুললেন৷ নিজের আত্মবিশ্বাস, তাচ্ছিল্য, ক্ষমতার প্রকাশ ঘটিয়ে সেসব বিষয়ে কথা বলেন তিনি৷ প্রায় শেষ পর্যায়ে একজন সাংবাদিক এই আলাপচারিতায় উঠে আসা কিছু বিষয় এবং এ-সংশ্লিষ্ট অভিব্যক্তি প্রকাশের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি ঘাড় নেড়ে সায় দেন৷
আলাপচারিতায় শামীম ওসমান গণমাধ্যম নিয়ে তাঁর মনোভাব অকপটে প্রকাশ করেন৷ তিনি বলেন, 'সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেংচাত। এর পর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাত্থি দিলেও এগুলো কামড়াতে আসে।'
শামীম ওসমান বলে চলেন, 'যেমন ধরেন, বসুন্ধরার শাহ আলম। ওর আছে চারটা। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, একটি অনলাইন পত্রিকা আর আরেকটি সান না কী যেন নামের ইংরেজি পত্রিকা। বাবুলের একটা পত্রিকা ছিল, আরেকটা টেলিভিশন নিছে। আজাদ সাহেব, ওনার আগে পত্রিকা ছিল একটা, তাঁর আরেকটা লাগবে। নতুন করে একটি টিভি চ্যানেল নিছে। পত্রিকা আছে একটাই, সেইটা হইলো ইত্তেফাক৷'
দম নিয়ে আবার শুরু করলেন শামীম ওসমান, 'সালমান—ও তো একটা চোর। বড় চোর। ২৩ হাজার কোটি টাকা ও চুরি করছে। তারও পত্রিকা ছিল, এখন একটা টিভি চ্যানেল নিছে। আমি তো তারে দেখা হইলে বলি—চোর, চোর, চোর।'
প্রসঙ্গত, নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের চেয়ারম্যান৷ এই গ্রুপের মিিডয়া হচ্ছে দৈনিক যুগান্তর ও যমুনা টিভি৷ এ কে আজাদ হা-মীম গ্রুপের চেয়ারম্যান৷ দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর এই গ্রুপের মিডিয়া৷ সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান৷ এই গ্রুপের পত্রিকা ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট ও ইনডিপেনডেন্ট টিভি৷
শামীম ওসমান বললেন, 'কালকে যদি তোমাদের মালিক বলে, শামীম ওসমানের পক্ষে লিখো। তোমরা তাই করবা।' এ সময় একজন সাংবাদিক বলেন, 'মালিক যা বলবে আমরা তা-ই করব, তা সব সময় ঠিক না। আমরা চাকরি ছেড়েও দিতে পারি।' আরেকজন সাংবাদিক বললেন, 'কিছু কুকুর যেমন লেজ নাড়ায়, আবার কেউ কেউ ডাকাত আসলে চিৎকার করে৷ অনেক সময় তারা গ্রামও পাহারা দেয়।'
জবাবে শামীম ওসমান বলেন, 'তোমরা যাইবাটা কই। হ্যাঁ, তোমরা চাকরি ছাড়তে পারো। কিন্তু সব মালিক যদি একই কথা বলে। কই যাইবা।' তিনি বললেন, 'এরা সবাই আমার বিরুদ্ধে লেখে। আমি কিচ্ছু বলি না। লেখুক। ওরা (মিডিয়ার মালিকেরা) কোত্থেকে উঠে আসছে, তা তো আমি জানি। ওরা অনেক ছোট জায়গা থেকে আজকে বড় জায়গায় আসছে। ওদের সবার সঙ্গে আমার ভালো খাতির আছে।'
ঘড়ির কাঁটার সময় তখন বিকেল সাড়ে পাঁচটা। কথা শুরু হয়েছিল নির্বাচন কেমন হলো, ফলাফল কী আশা করছেন—এসব নিয়ে। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো বড় ভাই সেলিম ওসমানের নিশ্চিত বিজয় হচ্ছে বলে মন্তব্য করেন শামীম ওসমান।
আলাপের একপর্যায়ে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার প্রসঙ্গটি আবার উঠে আসে৷ এবার শামীম ওসমান বলেন, 'আমার নাম করে তো অনেকেই অনেককে ফোন করে। ও বাচ্চা ছেলে৷ তার পেটে আমি লাত্থি মারতে চাই না। আমি যদি বলি, ও তিন লাখ টাকা ঘুষ চেয়েছে, তা কি ঠিক হবে? ছেলেটা কয়দিন আগে বিয়ে করেছে, একটা সন্তান আছে (আসলে এখনো সন্তান হয়নি)।' 

নিজের দল আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও ছাড়লেন না শামীম ওসমান। বললেন, 'আমার দলের অনেক নেতাই আমাকে দেখতে পারে না। আমার বিরুদ্ধে বলে। সেই জন্য আমি বলি, আমি সরকারি দলে থেকেও বিরোধী দলের লোক।'
একজন সাংবাদিক বললেন, 'প্রধানমন্ত্রী তো আপনার পক্ষে আছেন। সংসদে আপনার পরিবারের পক্ষে থাকার কথা বলেছেন।' শামীম ওসমান বলেন, 'আমার একমাত্র সম্বল আমার আপা (শেখ হাসিনা)। তিনি আমাকে স্নেহ করেন।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে শামীম ওসমান বলেন, 'আমি যদি বলি, এক ডাকে লাখ লাখ মানুষ হাজির হবে। ১১০০ র্যাব আর ৪০০ পুলিশ নিমেষে উড়ে যাবে। এসব র্যাব-পুলিশ আমার কাছে কিছু না।'
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রসঙ্গ এলে শামীম ওসমান বলেন, 'আমিই প্রথম বলেছি, ওই খুনের ঘটনায় র্যাব জড়িত। এ কথা বলার পর র্যাব আমারে মারতে স্নাইপার (গুপ্তঘাতক) এনেছিল। আমি শুরুতেই বলেছিলাম, ওই খুনে র্যাবের তিনজন জড়িত। পরে তাদের জবানবন্দিতেও তা প্রমাণিত হয়েছে।'
নূর হোসেনের প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, 'আমি যদি তাকে শেল্টারই (আশ্রয়) দিতাম, তাহলে সে আমাকে বাপ ডাকত না। সাহায্য চাইত না।'
খুন হওয়া কাউন্সিলর নজরুল ইসলামের বিষয়ে শামীম ওসমান বললেন, 'র‌্যাবের ওরা আইসা নজরুলরে বলল, প্রতিদিন তুমি আমাদের দুই লাখ করে টাকা দিবা। বিনিময়ে এলাকায় মাদকের ব্যবসা করবা। নজরুল শোনে নাই। এসব বুঝতে পাইরা আমি নজরুলরে বলছিলাম, তুমি মারা পড়বা। বাঁচবা না।'
এই কথোপকথনের মধ্যে সন্ধ্যা ছয়টা থেকে তাঁর নেতা-কর্মীরা ওই কক্ষে আসতে শুরু করেন। একে একে তাঁরা শামীম ওসমানের পা ধরে

সালাম করতে লাগলেন। তখনো নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি৷ কিন্তু কর্মীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন৷ শামীম ওসমান তাঁদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, 'আমার কর্মীরা আমাকে ভালোবাসে। আমিও তাদের ভালোবাসি।'
বড় ভাই সেলিম ওসমান উপনির্বাচনে জিতলে দুই ভাই মিলে নারায়ণগঞ্জকে বদলে ফেলার কথাও বললেন শামীম ওসমান, 'নারায়ণগঞ্জের সঙ্গে ঢাকার স্কাই ট্রেন চালু করব। শীতলক্ষ্যার পারে শিল্পাঞ্চল করব। আমার ভাইয়ের সঙ্গে ওয়ালমার্টের মতো বড় বড় প্রতিষ্ঠানের আলাপ হয়েছে। তারা সেখানে বিনিয়োগ করবে৷ একটি ভারতীয় কোম্পানির সঙ্গে আলাপ হয়েছে, তারা একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করবে। এই সব করে আমি নেত্রীর কাছে তুলে দিয়ে রাজনীতি থেকে অবসরে যাব। নেত্রীর একজন কর্মী হিসেবে বাকি জীবন কাটাব।'
এই পর্যায়ে শামীম ওসমান ঘড়ি দেখলেন, তারপর মেঘলা হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে বললেন, 'আল্লাহর কুদরত, বৃষ্টি নামতাছে। নাইলে আজকা ওই মহিলার (মেয়র সেলিনা হায়াৎ আইভী) খবর ছিল। আমার কর্মীদের বুকে তুষের আগুন জ্বলতাছে, ওই আগুন যদি আজকা জ্বইলা উঠত, তাইলে সবকিছু ছারখার হয়ে যেত। বৃষ্টি আইসা ওই আগুন একটু ঠান্ডা করছে।'
আবারও ঘড়ির দিকে তাকিয়ে আওয়ামী লীগের ওই সাংসদ সাংবাদিকদের বললেন, 'আপনারা এখন যান। আমার একজন "বাবা" আছে। আমি এখন নামাজ পড়ব। আমার বাবার সঙ্গে কথা বলব।'

http://www.prothom-alo.com/bangladesh/article/253255/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE_%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E2%80%93%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87_%E0%A6%B8%E0%A6%AC_%E0%A6%A4%E0%A7%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B 

পরবর্তী অংশ


নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচন : জাত চেনালেন শামীম ওসমান -'কেন্দ্র দখলের সুযোগ না দেওয়ায়' এএসপিকে হুমকি - প্রথম আলো প্রতিবেদন

'কেন্দ্র দখলের সুযোগ না দেওয়ায়' এএসপিকে হুমকি

জাত চেনালেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০৩:৫৩, জুন ২৭, ২০১৪ প্রিন্ট সংস্করণ

শামীম ওসমান l ফাইল ছবিবশিরউদ্দীন l প্রথম আলো'ভোটকেন্দ্র দখলের সুযোগ না দেওয়ায়' নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বশিরউদ্দীনকে মুঠোফোনে হুমকি ও গালিগালাজ করেছেন সরকারদলীয় সাংসদ শামীম ওসমান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে পুলিশ কর্মকর্তাকে কাবু করার চেষ্টা করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ আসনে শামীম ওসমানের ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ........ Details at:
http://www.prothom-alo.com/bangladesh/article/252607/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4_%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AE_%E0%A6%93%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

আমি কাউকে 'প্লিজ' বলি না : শামীম ওসমান


আমি কাউকে 'প্লিজ' বলি না : শামীম ওসমান


.............এএসপি আরো বলেন, ''পরবর্তীতে আমাকে ফোনে রেখে তিনি প্রধানমন্ত্রীর এপিএস জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন। আমাকে শুনিয়ে তিনি বলছিলেন, 'আমি শামীম বলছি, মালেক তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করবো, নাকি করবো না? এরপরও কেন্দ্র ছেড়ে দিতে না চাইলে তিনি বলেন, 'কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, বাস্টার্ড' তুই কী করবি কর, তোকে আমি দেখে নেব।'' ..........

http://www.poriborton.com/post/58041/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE--%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AE-%E0%A6%93%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

ÔGmwc bq Avgvi Kvgv‡Û Pjev!Õ

Avgv‡`i mgq.Kg : 27/06/2014


shamimwecøe wek¦vm : Gmwc bq Avgvi Kvgv‡Û Pjev| bv nq †Zv‡K Avwg †`‡L †b‡ev| GB fvlvqB bvivqYMÄ-4 Avm‡bi msm` kvgxg Imgvb ûgwK w`‡jv †Rjvi mnKvix cywjk mycvi (UªvwdK) ewkiDwÏb‡K| .......Avwg kvgxg ejwQ, gv‡jK Zzwg cÖavbgš¿x‡K e‡jv Avwg wK ivRbxwZ Ki‡ev, Ki‡ev bv| GiciI †K›`Ö †Q‡o w`‡Z bv PvB‡j wZwb e‡jb, KzËvi ev"Pv, ï‡qv‡ii ev"Pv, ev÷vW© ZzB wK Kiwe Ki †Zv‡K Avwg †`‡L †be|........

details at:

http://www.amadershomoys.com/newsite/2014/06/27/41305.htm#.U6yIy5RdU-1

'সালাম চেয়ারম্যান কেন্দ্রে ঢুকবে, যা ইচ্ছে তা-ই করবে'

২৬ জুন,২০১৪










http://www.rtnn.net//newsdetail/detail/1/4/84720#.U6wS5pRdU-0

এএসপিকে হুমকি দিলেন শামীম ওসমান!

নারায়ণগঞ্জ প্রতিনিধি | আপডেট: ১৪:২৬, জুন ২৬, ২০১৪

http://www.prothom-alo.com/bangladesh/article/251848/%E0%A6%8F%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87_%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF_%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AE_%E0%A6%93%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

Gmwc bq, Avgvi K_vq Pjev: GGmwc†K kvwgg Imgvb

Avgv‡`i mgq.Kg : 26/06/2014

http://www.amadershomoys.com/newsite/2014/06/26/40863.htm#.U6wLc5RdU-0

ewk‡ii Revbe›`x (wfwWI)

Avgv‡`i mgq.Kg : 26/06/2014

      Video URL :   https://www.youtube.com/watch?v=T0Kh5ySKTJY


http://www.amadershomoys.com/newsite/2014/06/26/40913.htm#.U6wMVJRdU-0

GGmwc‡K cÖKv‡k¨ ûgwK w`‡"Q kvgxg mg_©Kiv

Avgv‡`i mgq.Kg : 26/06/2014

http://www.amadershomoys.com/newsite/2014/06/26/40884.htm#.U6wNWJRdU-0


নারায়ণগঞ্জে শঙ্কার ভোট শামীমের ক্যাসেটে তোলপাড়

http://mzamin.com/details.php?mzamin=Mjk2MjA=&sMg==


kvgxg Imgv‡bi †Mvcb ˆeVK AwWI †Uc duvm

Avgv‡`i mgq.Kg : 25/06/2014

অডিও টেপ ফাঁস



 Related:

·  সিইসি'কে ড. কামালের খোলা চিঠিসেলিমের বিরুদ্ধে আকরামকে হুমকির অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম


বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

http://www.banglanews24.com/beta/fullnews/bn/301799.html


নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচন

ওসমান পরিবার বনাম পরিচ্ছন্ন ভাবমূর্তি

নারায়ণগঞ্জ উপনির্বাচনে প্রচারে প্রাধান্য পাচ্ছে সন্ত্রাসের প্রসঙ্গ

Also Read:
  1. দেড় মাস পর নারায়ণগঞ্জে র‌্যাবের টহল | 

    8 hours ago - নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনকে ঘিরে দেড় মাস পরে নারায়ণগঞ্জে টহল শুরু করেছে র‌্যাব। এদিকে উপনির্বাচনে আবারও সেনাবাহিনী মোতায়েনসহ সাত দফা দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস এম আকরামের নির্বাচন পরিচালনায় গঠিত নারায়ণগঞ্জ নাগরিক পরিষদ। গতকাল নারায়ণগঞ্জ ...

রফিউর রাব্বীর ওপর হামলা


http://www.prothom-alo.com/bangladesh/article/246322/%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%89%E0%A6%B0_%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0_%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0_%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

জমে উঠেছে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের প্রচারণা

http://www.dailymotion.com/video/x1zcleo_%E0%A6%9C%E0%A6%AE-%E0%A6%89%E0%A6%A0-%E0%A6%9B-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E-%E0%A6%9C-%E0%A7%AB-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%9A%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%9A-%E0%A6%B0%E0%A6%A3_news

না'গঞ্জ-৫ উপনির্বাচন : সেলিম ওসমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


  
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
See more at: http://www.sangbad.com.bd/index.php?ref=MjBfMDZfMDhfMTRfMV8xNF8xXzE2NDIwMA==#sthash.ZXRIlnCb.dpuf
Tue, 03 Jun, 2014 07:24 PM
29
স্টাফ করেসপন্ডেন্ট, বাংলামেইল ২৪ডটকম















__._,_.___

Posted by: "Jamal G. Khan" <M.JamalGhaus@gmail.com>


****************************************************
Mukto Mona plans for a Grand Darwin Day Celebration: 
Call For Articles:

http://mukto-mona.com/wordpress/?p=68

http://mukto-mona.com/banga_blog/?p=585

****************************************************

VISIT MUKTO-MONA WEB-SITE : http://www.mukto-mona.com/

****************************************************

"I disapprove of what you say, but I will defend to the death your right to say it".
               -Beatrice Hall [pseudonym: S.G. Tallentyre], 190





__,_._,___

[mukto-mona] লেডী গাগা ও তার ব্যবচ্ছেদ

লেডী গাগা ও তার ব্যবচ্ছেদ

 

আশা করি শিরোনাম পড়ে শিউরে কিংবা আঁতকে উঠেন নি। ফ্যাশন জগতের এক আইকনের নাম গাগা, নতুন করে পরিচয় করিয়ে দেবার আর দরকার নেইতারপরও মনে করে নেবার জন্য নিচের ছবির দিকে একবার তাকিয়ে ঝালাই করে নিন পাঠক


হ্যাঁ পাঠক, আজকে আমরা উনাকেই ব্যবচ্ছেদ করব। তবে যে বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে দ্বন্দ্বের মধ্যে আছি তা হল কোথা থেকে শুরু করব? মাথা থেকে নাকি পা থেকে !

যেহেতু আমরা সবাই ধরিত্রীর শ্রেষ্ঠ তম সন্তান। পৃথিবীর সাথে আমাদের একমাত্র সংযোগ প্রান্ত পা, তাই পা থেকে শুরু করাই আমার মতে যৌক্তিক। সুতরাং পা থেকেই শুরু করছি-তার আগে বলে রাখি লেডী গাগা কে আমরা তিন অধ্যায়ে ব্যবচ্ছেদ করব:


প্রথম অধ্যায়: জুতার তলা থেকে উরু।

দ্বিতীয় অধ্যায়: নিতম্ব থেকে গলা।

তৃতীয় অধ্যায়: গলা থেকে মাথার তালু।


প্রথম অধ্যায়: ভাল করে খেয়াল করলে আমরা দেখতে পাই লেডী গাগা এই অংশে পরিধান করে আছে উঁচু জুতা যা "হাই হিল" নামে বেশ সুপরিচিত। জুতা শেষ হওয়া মাত্র শুরু হয়েছে স্টকিংস। উঠে গেছে উরু পর্যন্ত। তারপরই শুরু হয়েছে দ্বিতীয় অংশ।

লেডী গাগা যে জুতা জোড়া পরিধান করে আছেন তার সামনের অংশের উচ্চতা কম করে হলেও ৪ থেকে ৬ ইঞ্চি। প্রশ্ন জাগতে পারে এত উঁচু জুতা পায়ে দেবার কি দরকার কিংবা লেডী গাগা পাগল নিশ্চিত নিচেত এমন উঁচু জুতা পায়ে দেবার কারন কি?

দ্বিতীয় অধ্যায়: এই অংশে তিনি পড়ে আছেন অন্তর্বাস এবং করসেট। যারা করসেট কি জানেন না তাদের জন্য বলছি, করসেট হচ্ছে এক ধরনের পরিধেয় পোশাক যার উৎপত্তি ১৫ খ্রিস্টীয় শতাব্দীর মাঝা মাঝি সময়ে ইউরোপে। আরও ভাল করে বলতে গেলে ধারণা করা হয় ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরি'র স্ত্রী ক্যাটেরিন এর কাছ থেকে।

তৃতীয় অধ্যায়: এই অংশে তেমন কিছু নেই স্বরনালী চুল ও রোদ চশমা বাদে। ছোট করে একটি প্রশ্ন করে রাখি এখানে, আপনি কেমন চুল পছন্দ করেন?  কালো? স্বরনালী?  বাদামী?  লাল ? অন্যান্য?


পাঠকবৃন্দ, ব্যবচ্ছেদ শুরু হতে একটু বাকি । "পক্ষপাত দুষ্টু" শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। পৃথিবীর প্রতি স্তরে পক্ষপাত দুষ্টুদের প্রভাব বিদ্যমান। সোজা কোথায় আমরা বলতে পারি প্রত্যেক মানুষই পক্ষপাত দুষ্টু, কম আর বেশি। ঠিক একই ভাবে যৌনতার ক্ষেত্রেও মানুষ পক্ষপাত দুষ্টু স্বভাবের। প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ আছে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে আশা করি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় অর্ধশত লোকদের আমি নিজে মুখে জিজ্ঞেস করেছি, "মেয়েদের কোন অঙ্গাংশ আপনার সব থেকে বেশি আকর্ষণীয়?  উত্তর যে শব্দগুলো এসেছে তাহলো স্তন(সব থেকে বেশি), নিতম্ব, ঠোঁট, পেট ও অন্যান্য । কিন্তু এবার আমি তাদের জিগ্যেস করেছি, ঐ গুলো বাদ দিয়ে আর কোন কোন অঙ্গাংশ আপনার কাছে আকর্ষণীয়  মনে হয়? মানে আপনার আকর্ষণের তালিকায় দ্বিতীয় কি?? এবারের প্রাপ্ত ফলাফল গুলো কিছুটা অদ্ভুত ধরনের। এখানে যে শব্দ গুলো উঠে এসেছে সে গুলো হল চুল, নখ, ভ্রু, নাক, পা, বাহু, চোখ ইত্যাদি। এখানে বড় ধরনের অমিল লক্ষ্য করা যায়। ধরুন দুইজন লোকের প্রথম পছন্দ স্তন কিন্তু তাদের দ্বিতীয় পছন্দ সম্পূর্ণ ভিন্ন, এক্ষেত্রে ধরে নিতে পারেন তাদের পছন্দ যথাক্রমে চুল ও নখ।

সম্ভবত ধর্ম বিশ্বাস ও যৌনতা এই দুই বিষয়ে মানুষ কথা বলতে উৎফুল্ল বোধ করে। আর এই দুই বিষয়ে মানুষের পক্ষপাত দুষ্টুতা বিশেষ ভাবে পরিলক্ষিত হয়এর মধ্যে যৌনতা নিয়ে কথা বলতে মানুষ লজ্জা ও ভয়ের সংমিশ্রণে এক ধরনের আচরণ প্রকাশ করে থাকে। পুরো ব্যাপারটাই অবচেতন মনে হয়ে থাকে, কিছু ক্ষেত্রে সচেতনার সংমিশ্রণ দেখা যেতে পারে


প্রাণীকুলের সব প্রাণীই তার যৌনতার ভাষা বুঝাতে বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। মানুষও তার ব্যতিক্রম নয়। মানুষ তার যৌনতার ভাষা বুঝাতে সব চেয়ে সহজ যে পথ অবলম্বন করে তা হল তার পোশাক। আর এই নতুন শতাব্দীতে এসে পোশাকের যে বিবর্তন পরিলক্ষিত হচ্ছে তার পুরোভাগ যৌনতাকেই কেন্দ্র করে। পোশাক তার আগের সেই লজ্জা নিবারণ কিংবা দেহ সুরক্ষার বস্তু নয়। পোশাকের বিচিত্রতার হাত হরে জন্ম হয়েছে ফ্যাশনের। বিভিন্ন ধরনের স্টাইল। একেক ধরনের পোশাক একেক রকম সিগন্যাল দিতে সক্ষম আমাদের মস্তিষ্কে। মানুষ তার মস্তিষ্কের এই সিগন্যাল গুলো থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে যৌনতার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে।

মানুষের ব্যবহার্য পোশাকাদি ও অন্যান্য দেহ সজ্জা সামগ্রীকে কেন্দ্র করে যৌনতার যে জাল তাকে বলা হয় "বস্তু কাম"বস্তু-কাম হচ্ছে "বস্তু এবং যে ঐ বস্তু পরিধান করেন তার উপস্থিতি কিংবা অনুপস্থিতি তবে পূর্বে পরিধান করা হয়েছে এমন এবং উক্ত বস্তু হতে যৌন উত্তেজনা অনুভব হওয়া"যাকে সোজা কথা বলা হয় প্যরাফিলিয়া। ঠিক কত ধরনের প্যারাফিলিয়া আছে তা সঠিক ভাবে বলা কষ্টসাধ্য, তবে এ পর্যন্ত অন্তর্ভুক্ত তালিকায় ৫৪৯ ধরনের প্যারাফিলিয়া পাওয়া গেছে। ধারনার বাইরে ! ঠিকভাবে এ কথাও সত্য যে, প্রত্যেক মানুষই একটি নির্দিষ্ট মাত্রায় প্যারাফিলিয়ায় আক্রান্ত। তাই নিজে একজন প্যারাফিলিয়াক হয়ে অন্যজনের দিকে আঙুল তুলা কতটা যৌক্তিক তা আমাদের সমাজের দিকে তাকালেই বুঝতে পারি।

চলুন এবার দেরি না করে ব্যবচ্ছেদ শুরু করি আর বিভিন্ন ধরনের প্যারাফিলিয়া ও প্যরাফিলিয়াকের সাথে পরিচিত হই। আপনার সাথে মিলে গেলে কাকতালীয় ব্যাপার মাত্র, ভয় কিংবা লজ্জা পাবার চেষ্টা না করাই উত্তম।

 

প্রথম অধ্যায়:

     আমরা আগেই জেনেছি,  প্রথম অংশে পরিধেয় বস্তুর মধ্যে আছে জুতা, স্টকিংস এবং মোজা (না থাকতেও পারে)। ভাল করে খেয়াল করুন জুতার উচ্চতার দিকে । সামনের দিকের উচ্চতা প্রায় ৪ থেকে ৬ ইঞ্চি এবং পেছনে ৬ থেকে ৮ ইঞ্চি হিল দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক উচ্চতার জুতাগুলো "ফেটিশ সু" নামে পরিচিত। যারা "পাদুকা বস্তু-কাম (পাদুকা আসক্তি)''এ আচ্ছন্ন শুধু মাত্র তাদের জন্যই এই জুতা। বিস্তারিত পরে । এর পর যে ফ্যাশন্যবল পোশাক এবং আকর্ষণীয় বস্তুটি আছে সেটি হল স্টকিংস। ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অনেকে একে মোজার সাথে তালগোল পাকিয়ে ফেলেন এবং এই নিয়ে অনেক জোকস ও লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে প্রাপ্ত ফেটিশ/ বস্তুকামী হচ্ছে "স্টকিং ফেটিশ", "সু ফেটিশ""স্টকিং ফেটিশ" আবার "অন্তর্বাস বস্তুকাম"র আওতা ভুক্ত, তবে কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা খেয়াল করা যায়।


গুরুত্বপুর্ন একটি কথা বলে রাখি, যিনি পোশাক গুলো পরে আছেন তিনি বস্তু কামী নন, যিনি এইসব বস্তু দেখে যিনি যৌন উত্তেজনা অনুভব করেন তিনি হচ্ছেন বস্তু কামী। এবং উপরে এক জোড়া "ফেটিশ সু" দেখতে পাচ্ছেন। এবার দ্বিতীয় অধ্যায় শুরু হবার পালা।

 

দ্বিতীয় অধ্যায়:

এই অংশে প্রাপ্ত পোশাক গুলো হচ্ছে অন্তর্বাস, করসেট ও বক্ষবন্ধনী। ভাল করে খেয়াল করলে আরও দেখতে পারবেন করসেটের সাথে কিছু ঝুলন্ত ক্রস দেখা যাচ্ছে। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু নজরে নেবার মত বিষয়। যেমন, এই ক্রস গুলো "গোথিক" কিংবা "ডার্ক গোথিক" ভাবধারার সংকেত দেয়।


ধারণা করুনতো এই অধ্যায়ে কোন কোন বস্তুকাম ও বস্তু কামী পাওয়া যেতে পারে?

এখানে বস্তুকামের যে জাল লক্ষ্য করা যায় তাহলো- অন্তর্বাস বস্তুকাম, বক্ষবন্ধনী বস্তুকাম, নিতম্ব বস্তু কাম। করসেটের ব্যাপারটা আরেকটু বলি- "করসেট" ড্রেসটি মূলত উদ্ভব হয়েছে নিতম্ব বস্তু কামীদের জন্য। দুই শতাব্দি আগেও মেয়েদের আকর্ষণীয় অঙ্গ হিসেবে বিবেচিত হত শুধুমাত্র "স্তন"কে। মূলত ভিক্টোরিয়ান আমলের পর থেকে "কোমর ও পা" আকর্ষণীয় অঙ্গ হিসেবে বিবেচিত হতে শুরু করে। অতিমাত্রায় "পা ও কোমর"  লুকানো থেকেই অনেক গুলো বস্তুকামের উদ্ভব হয়েছে বলে ধারণা করেন বিজ্ঞরা। ঐ সময়ে নারীদের পোশাক এমন ছিল যে শুধু মাত্র পা কিংবা জুতার সামনের অংশ অল্প বেড়িয়ে থাকত বা দেখা যেত মাত্রএই "অল্প বেড়িয়ে থাকা" থেকে কিভাবে "পাদুকা আসক্তি"র উদ্ভব হয়েছে তা দেখব আমরা পরে।



করসেট নিয়ে যে দুই চার কথা না বললেই নয়। তার আগে দেখে নিন করসেট ।


করসেট পোশাকটি এমন ভাবে ডিজাইন করা যে ভাবতে অবাক হতেই হয় করসেটের কার্যকারী অংশ হচ্ছে ঐ ফিতা গুলো, যা নির্দিষ্ট মাত্রায় টেনে টেনে একটি সাধারণ আবেদনময়ি নারী কে "আওয়ার গ্লাস" শেপ দিতে সক্ষম। এবং বস্তুকামীদের মধ্যে করসেটের স্থান সব থেকে উপরে। যা একই সঙ্গে স্তনকে নিচের দিক থেকে গোলাকার আকৃতি এবং কোমরের আকৃতি পরিবর্তন করে থাকে।

তবে আরেকটি বিষয়, করসেটের হাতের নিচের অংশ অর্থাৎ বগলের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বগলসহ পুরো বাহু উন্মুক্ত। হাতের অংশে যে "কামজাল" আছে তা হল- "আর্মপিট ফেটিশিজম" "ফিঙার নেইল ফেটিশিজম"

এবার তৃতীয় অংশ শুরু। তবে তার আগে আপানদের জ্ঞাতার্থে ছোট একটি কথা বলি। আপনি হয়ত মনে মনে ভীষণ রোমাঞ্চিত কিংবা ঘৃণায় নাক সিটকচ্ছেন আর ভাবছেন মানুষ এত জঘন্য কিংবা দুর্বোদ্ধ হয় কিভাবে। তবে জ্ঞাতার্থে বলছি, "জিমে গিয়ে ব্যায়াম করাও কিন্তু বস্তুকামের অন্তর্গত"শুধু তাই নয় শরীরের বিভিন্ন অংশে মাছেল বানানোর সাথে "ধর্ষকাম (Sadism)" এবং "মর্ষকাম (Masochism)" গভীর ভাবে জড়িত। সুতরাং অন্যের দিকে তাকানোর আগে নিজের চোখের ভিতরে একবার আবার ভাল ভাবে তাকিয়ে নিন

 

তৃতীয় অধ্যায়:

মনে হতে পারে চুল আর চশমার মধ্যে যৌনতার কি আছে ! আগেই একটি প্রশ্ন করে রেখেছিলাম, "কেমন চুল পছন্দ আপনাদের?  কেমন রঙ?

ভিন্ন ভিন্ন গবেষণায় পাওয়া গেছে যৌনতার দিক দিয়ে চুলও পিছিয়ে নেই। ব্লন্ড,  রেড হেড প্রভৃতি শব্দের সাথে আজকাল অনেকেই পরিচিত। যাকে আমরা "পশমি বস্তুকাম" বলে অবিহিত করতে পারি। আর চোখ ও রোদ চশমার মধ্যকার মধ্যে সম্পর্ক "বোরকা"র মতই। চোখ কে ঘিরে যে যৌনতার উদ্ভব হয়েছে তা Oculophilia  মানে সু পরিচিতি লাভ করছে দিন দিন। নিচের ভিডিওটি দেখা মাত্র বুঝতে পারবেন আশা রাখি

http://www.youtube.com/watch?v=b3wQMnjC4zE

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3YhnAcL4kyE

 

এবার লেডী গাগা'র আসল জিনিস ব্যবচ্ছেদের পালা, আসল জিনিস হচ্ছে তার নিজের নাম "লেডী গাগা";  অন্য কিছু ভাবার অবকাশ নেই কিন্তু

"লেডী গাগা" হচ্ছেন একজন মার্কিন পপশিল্পী যার আসল নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা গারমানোটালেডী গাগা  তার ছদ্মনাম, নামের দুইটি অংশ হচ্ছে "লেডী" এবং "গাগা"যারা ইংলিশ বোদ্ধা আশা করি তারা সকলেই জানেন যে লেডী হচ্ছে কোন নারী কে সম্বোধন করার অন্যতম নাগরিক শব্দ। আরও ভাল করে বলতে গেলে যে সকল নারী সম্মানের দিক দিয়ে পুরুষ কিংবা লর্ডদের সমতুল্য।

এবার একটু ভিন্ন পথে এগিয়ে যাওয়া যাক, যারা BDSM টার্মের সাথে পরিচিত আছেন, আশা করছি অন্ততপক্ষে একজন হলেও আছেন, BDSM এর পূর্ণরূপ হচ্ছে Bondage Discipline sadism and masochism , তারা অবশ্যই জানেন যে একজন Dominatrix কে সম্বোধন করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় তার মধ্যে LADY অন্যতম । অন্য নাম সমূহ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে "Mistress", "Maitresse", "Herrin" or "Lady"

 

 

মানুষের পোশাক কেমন হওয়া উচিৎ এব্যাপারে সিগমুন্ড ফ্রয়েড বলেছেন এমনটি যে, পোশাক পরিচ্ছদ এমন হওয়া উচিৎ যে যেন তা দেখলেই পরিধেয় অর্থ ও উদ্দেশ্য বুঝা যায়বস্তুত পক্ষে একুশ শতকের ফ্যাশন সে পথেই এগিয়ে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

পার্ভারশন বা বিকৃত যৌনতা আসলে কি তা নির্ণয় করা অনেক কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। একজনের কাছে যা বিকৃত মনে হচ্ছে অন্যজনের কাছে সেটি স্বাভাবিক মনে হচ্ছে সহজেই। আসলেই কতটুকু স্বাভাবিক হলে তাকে স্বাভাবিক বলা যায় নিরপেক্ষতার দৃষ্টিতে আমার জানা নেই। উল্লেখ্য  সিগমুন্ড ফ্রয়েড আরও বলেছেন, সকল ধরনের বিকৃত যৌনতা সব মানুষের মধ্যেই উপস্থিত থাকে শৈশব কালে। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু বাদ হয়ে যায়, কিছু চেষ্টা করে বাদ দিয়ে দেয় আর বাকি কিছু থেকেই যায়। সে হিসেবে অধিকাংশ লোকের মধ্যে যে বিকৃত যৌন চেতনা লক্ষ্য করা যায় তাকে আমরা স্বাভাবিক বলছি আর বাদ বাকীগুলোকে অস্বাভাবিক বা "পারভার্শন" বলে অবহিত করছি। তাহলে নিরেপক্ষতার বালাই নাই আমাদের মধ্যে। যারা সংখ্যা গরিষ্ঠ তারাদের জন্যই কি দুনিয়া !  "পক্ষপাত দুষ্ট"র কথা মনে আছে অবশ্যই!


বস্তুকাম, ধর্ষকাম, মর্ষকামসহ  নানাবিধ বিষয় নিয়ে আমি নিজে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'স্থ "ছাত্র নির্দেশনা পরামর্শদান দপ্তরে" যেটি মুলত পরিচালিত হয়ে থাকে মাস্টার্স লেভেলের শিক্ষার্থী দ্বারা। আমার সম্বন্ধে একরাশ তথ্য নেবার পর যখন ব্যাগ থেকে বই বের করে বুঝানোর চেষ্টা শুরু করল তখন এক দৃষ্টিতে তাকিয়ে ছাড়া দ্বিতীয় কোন পন্থা আমার জানা ছিল না। এর পর যখন BDSM নিয়ে কথাবলা শুরু করলাম তিনি তখন আমাকে নির্বাক করে দিয়ে বলল "আজকে প্রথম শুনলাম এই টার্মের কথা"তিনি তখন আমাকে Assistant Professor Shanur Hossain of Clinical psychology Department এবং নাসিরুল্লাহ সাইকো থেরাপি ইউনিট (NPU) , কলাভবন, ৪র্থ তলায় যোগাযোগ করতে বললেন কিন্তু সেখানে গিয়েও আশানারুপ ফলাফল পাওয়া সম্ভব হয়নিঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে বলতে লজ্জা লাগলেও আমাকে বলতে হচ্ছে- আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ালিটি সম্বন্ধে সন্দিহান।


সুতরাং, দেশের  সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সম্মানের সহিত আহ্বান করছি যে "আপনারা আপনাদের সব চেয়ে যোগ্য এবং বিচক্ষণ কিছু শিক্ষকদের নাম আমাকে নির্দেশ করুন যারা আমার থিসিস পেপার বিচার করতে কিঞ্চিৎ হলেও অসমর্থ হন"


উল্লেখ্য, বর্তমানে আমি একটি থিসিস প্রোজেক্ট নিয়ে কাজ করছি থিসিসের প্রাথমিক বিষয় বস্তু হচ্ছে "পাদুকা আসক্তি" বা পাদুকা বস্তু কাম, টাইটেল "A psycho-sexual study on human foot and shoe and its application in shoe designing" পাদুকা আসক্তির সাথে ধর্ষকাম মর্ষকাম জড়িত আরো উল্লেখ্য যে, প্রায় প্রতিটি বস্তু কামের সাথেই ধর্ষকাম মর্ষকাম জড়িত থাকতে পারে পা এবং জুতাকে কেন্দ্র করে ধর্ষকাম মর্ষকামের যে সূক্ষ্ম জাল বিস্তার ঘটেছে তা নিরূপণ করা যথাযথ জরুরি এর মাধ্যমে একটি ধারনায় আসা যেতে পারে যে "মানুষের ধর্ম বিশ্বাস তার যৌন চেতনার অংশ বিশেষ মাত্র" সকলের সহযোগিতা, সম-আলোচনা বিপরীত আলোচনা কাম্য বিপরীত মতামত থেকেই হয়ত পাওয়া যেতে পারে প্রকৃত উত্তর পাশাপাশি পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষ থাকারও আহ্বান জানাচ্ছি সবাইকে

-

আর. কে. হান্নান

ডিপার্টমেন্ট অব ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং

ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

ইউনিভার্সিটি অব ঢাকা।

বিঃদ্রঃ জরিপে আপনিও অংশ গ্রহণ করতে পারেন অনলাইনে।আপনি পাঠক হয়ে থাকলে এখানে এবং পাঠিকা হয়ে থাকলে এখানে ক্লিক করে আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করি।

ধন্যবাদ।